১ দিনে সুনামগঞ্জ এর ৮টি দর্শনীয় স্থান ভ্রমণ। শিমুল বাগান। টাঙ্গুয়ার হাওড়। নীলাদ্রী লেক। যাদুকাটা নদী

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ต.ค. 2024
  • সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ৮ টি দর্শনীয় স্থান ভ্রমণ।
    টাঙ্গুয়ার হাওড় । শিমুল বাগান। নীলাদ্রি লেক। যাদুকাটা নদী। লালঘাট ঝর্ণা। লাকমাছড়া ঝর্ণা। বারিক্কা টিলা। লাউড়ের গড়।
    আপনি চাইলে একদিনে এই জায়গাগুলো ঘুরে আসতে পারেন।
    ১ দিনে সুনামগঞ্জ এর ৮ টি দর্শনীয় স্থান ভ্রমণ ।
    ১। শিমুল বাগান
    শিমুল বাগান সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার মানিগাঁও গ্রামে অবস্থিত। প্রায় ১০০ বিঘা জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে শিমুল গাছের বাগান। ২০০৩ সালের দিকে ২ হাজার ৪০০ শতক জমিতে তিন হাজার শিমুল গাছ লাগানোর মাধ্যমে জয়নাল আবেদীন নামে স্থানীয় এক ব্যবসায়ী এই বাগান শুরু করেন।
    ২। টাঙ্গুয়ার হাওড়
    সুনামগঞ্জ জেলার প্রায় ১০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠাপানির জলাভূমি টাঙ্গুয়ার হাওড়। টাঙ্গুয়ার হাওরের মোট আয়তন ৬৯১২ একর। তবে বর্ষাকালে এই হাওরের আয়তন বেড়ে প্রায় ২০,০০০ একর পর্যন্ত হয়ে থাকে। টাঙ্গুয়ার হাওরে প্রায় ১৪০ প্রজাতির মাছ, ১২ প্রজাতির ব্যাঙ এবং ১৫০ প্রজাতির বেশি সরীসৃপ প্রাণীর সমন্বয়ে জীববৈচিত্র্য গড়ে উঠেছে। শীতকালে এই হাওরে প্রায় ২৫০ প্রজাতির অতিথি পাখির বিচরণ ঘটে।
    ৩। লালঘাট ঝর্ণা
    সুনামগঞ্জের সৌন্দর্যপূর্ণ নতুন পর্যটন কেন্দ্র। ঠিক ভারতের কাটাতার সংলগ্ন এই ঝর্নাটি। কয়েকটি পাইপের মাধ্যমে ঝর্নার পানি বাংলাদেশে প্রবেশ করে।
    ৪। লাকমাছড়া ঝর্না
    সিলেটের বিছানাকান্দির মতই দেখতে পাহাড় পাবেন এখানে, পানি প্রবাহিত হয়ে এসে পড়েছে বিশাল বালুচরের মত জায়গায়।
    ৫। নীলাদ্রি লেক
    নীলাদ্রি লেক মূলত চুনাপাথরের পরিত্যাক্ত খনির লাইম স্টোন লেক। এর নাম শহীল সিরাজ লেক, কিন্তু বর্তমানে এটি ভ্রমণ পিপাসুদের কাছে নীলাদ্রি লেক নামেই বেশি পরিচিত। নীল পানি আর লেকের পাশে ছোট ছোট টিলা অন্যপাশে পাথরের বড় পাহাড় জায়গাটিকে অপরুপ সৌন্দর্য মন্ডিত করেছে।
    ৬. বারিক্কা টিলা
    বারিক্কা টিলা বারেক টিলা/বারেকের টিলা নামেও পরিচিত। এই টিলায় প্রায় ৪০ টী আদিবাসি পরিবার বাস করে। টিলার উপর থেকে মেঘালয়ের খাসিয়া পাহাড় দেখা যায়। এর পাশ দিয়ে বয়ে গেছে ভারতের মেঘালয় থেকে আসা যাদুকাটা নদী। যাদুকাটা নদী বেয়ে প্রচুর বালু ও পাথার বাংলাদেশে আসে।
    ৭। যাদুকাটা নদী
    যাদুকাটা নদী ভারতের খাসিয়া জৈন্তিয়া পাহাড় হতে উৎপত্তি হয়ে বাংলাদেশের সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুরে বাংলাদেশে প্রবেশ করেছে। পরে তাহিরপুরের মধ্যে নদীটি প্রবেশ করে ঈষৎ দক্ষিণ-পূর্বমুখী হয়ে একেবেকে পুনরায় বিশ্বম্ভরপুরে প্রবেশ করেছে। নদীটির দৈর্ঘ্য ৩৭ কিলোমিটার, গড় প্রস্থ ৫৭ মিটার, যাদুকাটা নদীর গভীরতা ৮ মিটার এবং অববাহিকার আয়তন ১২৫ বর্গকিলোমিটার। এই নদীতে সারা বছরই পানিপ্রবাহ থাকে। তবে সাধারণত স্বল্প বন্যায় নদীর দুকুল প্লাবিত হয়।
    ৮। লাউড়ের গড়
    সুনামগঞ্জের লাউড়ের গড় গ্রামটি যাদুকাটা নদীর তীরে তাহিরপুর উপজেলার ভারতের সীমান্তবর্তী একটি গ্রাম। এই গ্রামের অদুরে সীমান্তের কাছাকাছি শাহ্ আরিফিনের মোকাম (মাজার) অবস্থিত। লাউড়ের গড়ের পাশের রাজারগাঁও গ্রামে অদ্বৈত আচার্য মন্দির গড়ে উঠেছে কিছুদিন আগে। খূব বেশী মানুষের নজর এখনও কাড়তে পারেনি অপ্রকাশিত স্থান বলে। কিন্তু যারা একবার এখানে এসেছেন তারা এর প্রেমে মজেছেন। কেবলই নয়ন মেলে দেখার মত দৃশ্য।

ความคิดเห็น • 73

  • @walkwithbawrno5785
    @walkwithbawrno5785  2 ปีที่แล้ว +3

    ভিডিওটি ভাল লাগলে সাবস্ক্রাইব করবেন, সিলেটের কোন স্পট এর সাজেশন থাকলে জানাতে পারেন। আপনাদের সামনে ভিডিও করে উপস্থাপন করার চেষ্টা করব।

    • @mdaslammia5510
      @mdaslammia5510 ปีที่แล้ว

      শিমুল ফুটে কবে আমকে বলবেন কী

    • @walkwithbawrno5785
      @walkwithbawrno5785  ปีที่แล้ว

      @@mdaslammia5510 ফেব্রুয়ারী তে ভাই।

    • @sheikhsofiul2852
      @sheikhsofiul2852 11 หลายเดือนก่อน

      সাউন্ড কোয়ালিটি খুবই খারাপ হয়েছে

    • @walkwithbawrno5785
      @walkwithbawrno5785  11 หลายเดือนก่อน

      ধন্যবাদ ভাই, নেক্সট ভালো করার চেষ্টা করব@@sheikhsofiul2852

  • @Cutecookieblu
    @Cutecookieblu 2 ปีที่แล้ว +3

    খুব সুন্দর সুনামগঞ্জ, তোমার ভিডিও বানানো খুব ভালো হয়েছে।

  • @GsmJashim
    @GsmJashim ปีที่แล้ว

    ভাই পুরোটা ভিডিও দেখলাম অনেক ভালো লাগলো

  • @dipushil6895
    @dipushil6895 2 ปีที่แล้ว +2

    সুনামগঞ্জ এত সুন্দর আগে জানতাম না, অবশ্যই সুনামগঞ্জ ঘুরতে যাব।

    • @fahim1996..
      @fahim1996.. 2 ปีที่แล้ว

      শীত বর্ষা ২ সিজনে ২ রুপ ধারণ করে আমাদের জেলা.. তবে প্রকৃতিকে কাছ থেকে দেখতে হলে বলবো বর্ষার সিজন পারফেক্ট.. শুস্ক মৌসুমেও আলাদা এক অনূভুতি মনে হবে

  • @soikot_the_travel_freak
    @soikot_the_travel_freak ปีที่แล้ว +2

    হাজারো TH-camr মাঝে এরকম অনেক অনেক ভালো ভালো TH-camr হারিয়ে যাচ্ছে . Thanks bhaiya. So wonderful vlog . Take frome small TH-camr ❤❤❤

  • @abutahersharker4754
    @abutahersharker4754 2 ปีที่แล้ว +1

    খুব সুন্দর সুনামগঞ্জ,

  • @hruhulamin3518
    @hruhulamin3518 2 ปีที่แล้ว

    মাশাআল্লাহ! আমাদের তাহিরপুর উপজেলা

  • @srsali1
    @srsali1 2 ปีที่แล้ว +1

    বা খুব ভালো 👌 ❤️

  • @its_Me_Mehedi_YT3734
    @its_Me_Mehedi_YT3734 2 ปีที่แล้ว +1

    Nyc vid 🌸

  • @shagorkonna9332
    @shagorkonna9332 11 หลายเดือนก่อน

    Laalghat r lakmachoray ki october november ey pani thakbe ki?

  • @abubokkorbokul838
    @abubokkorbokul838 2 ปีที่แล้ว +1

    Apnr video ta amr onk valo lagce. In Sha Allah 18/2/2022 jbo . Ai Koe ta spot cere ar kno spot ace vai?Khub valo hoto Jodi sunamgonj city ta aktu gura dakhatn. Over all thanx for ur important sharing

    • @walkwithbawrno5785
      @walkwithbawrno5785  2 ปีที่แล้ว

      অনেক ধন্যবাদ ভাই, সুনামগঞ্জ এর আরো কিছু ভিডিও এডিট চলছে, আর শহরের ভেতর হাছনরাজার মিউজিয়াম আছে, একটু দূরে গৌরারাং জমিদার বাড়ি আছে। দেখে আসতে পারেন।

    • @abubokkorbokul838
      @abubokkorbokul838 2 ปีที่แล้ว +1

      Apnr video amdr travel korar jno khub help hoece thanks

  • @Tarekmia555
    @Tarekmia555 10 หลายเดือนก่อน

  • @AnikTv24
    @AnikTv24 2 ปีที่แล้ว +1

    চলেন আবার যাই, যে কোন এক শুক্রবার।

    • @walkwithbawrno5785
      @walkwithbawrno5785  2 ปีที่แล้ว

      না ভাই, আর গেলে বর্ষার সিজনে যাব।

  • @mdliksonmiah5809
    @mdliksonmiah5809 ปีที่แล้ว

    দন্যবাদ আপনাকে

  • @gazipurgazipur1421
    @gazipurgazipur1421 ปีที่แล้ว

    Vai ami Natrokuna theke Arif bolci. Ami bareker tilay 4bsr giaci tobu apnar ai video ta ami onek bat dekheci karon jaygata vulat moto na.

  • @AminulHoque-vs6ni
    @AminulHoque-vs6ni 2 ปีที่แล้ว +1

    ইনশাআল্লাহ সুনামগন্জ এই সাপ্তাহে

    • @walkwithbawrno5785
      @walkwithbawrno5785  2 ปีที่แล้ว

      ঘুরে আসেন ভালো লাগবে।

  • @nahidahmednishu4221
    @nahidahmednishu4221 8 หลายเดือนก่อน

    ভাইয়া এই সব গুলো জায়গা কি সুনামগঞ্জ তাহিরপুর উপজেলায় প্লিজ জানাবেন।

  • @AbuHamjaTanjid12345
    @AbuHamjaTanjid12345 2 ปีที่แล้ว

    vai apnar valo

  • @sudiptadhar9
    @sudiptadhar9 2 ปีที่แล้ว

    1st viewer 😌🤞

  • @shoyelkhan7925
    @shoyelkhan7925 7 หลายเดือนก่อน

    সুনামগঞ্জ থেকে নেত্রকোনা যাওয়া যায়???

  • @comebacktoallah3033
    @comebacktoallah3033 2 ปีที่แล้ว

    বালিয়াঘাট নয়াবাজার থেকে ওয়াচটাওয়ার পর্যন্ত নৌকা ভাড়া কত?আর আপনাদের ট্যাঙ্গুয়ার হাওড় পর্যন্ত ভাড়া কত নিল?

    • @walkwithbawrno5785
      @walkwithbawrno5785  2 ปีที่แล้ว

      ভাই ভিডিওটা পুরো দেখলে সব ইনফরমেশন পেয়ে যাবেন।

  • @naiemkhan5416
    @naiemkhan5416 ปีที่แล้ว

    ভাই পাইভেট কার নিয়ে পুরো সুনামগঞ্জ গুরা যাবে কী,জানাবেন প্লিজ??

    • @walkwithbawrno5785
      @walkwithbawrno5785  ปีที่แล้ว +1

      শীতকালে গেলে সম্ভব তবে রাস্তা অনেক ঘুরে যেতে হবে।

  • @sweetdream686
    @sweetdream686 9 หลายเดือนก่อน

    ভাই হোটেলের ভাড়া কেমন??? হোটেল কি নিরাপদ পরিবার নিয়ে গেলে??

    • @walkwithbawrno5785
      @walkwithbawrno5785  9 หลายเดือนก่อน

      সুনামগঞ্জ শহরে অনেক ভালো মানের হোটেল আছে ভাই, পরিবার নিয়ে স্বাছন্দে থাকতে পারবেন, আমি যে হোটেলে ছিলাম সেটাও খুব ভালো মানের।

  • @fahim1996..
    @fahim1996.. 2 ปีที่แล้ว

    কথা বুঝা যায়না.. ওয়্যারলেস মাইক্রোফন ব্যাবহার করলে ভ্লগের মান উন্নিত হবে.. ভিডিও দেখে ভালো লাগলো.. সুনামগঞ্জ থেকে অসংখ্য ধন্যবাদ ভাইজান

  • @MdRakib-th4ux
    @MdRakib-th4ux ปีที่แล้ว

    হায়েস গাড়ি দিয়ে কি সব স্পট ঘুরা যাবে?

    • @walkwithbawrno5785
      @walkwithbawrno5785  ปีที่แล้ว

      না ভাই, সব জায়গায় যাওয়া যাবে না।

  • @sujitchandraroy5310
    @sujitchandraroy5310 2 ปีที่แล้ว +1

    তাহিরপুরে থাকার মত হোটেল আছে নি ভাই।

    • @walkwithbawrno5785
      @walkwithbawrno5785  2 ปีที่แล้ว

      যতদুর জানি তাহিরপুরে নাই তবে নীলাদ্রি লেক এর কাছে বড়ছড়া বাজার এ নিলাদ্রী হোটেল এবং খোন্দকার না ২ টি হোটেল আছে।

  • @mahmudakhatun5155
    @mahmudakhatun5155 2 ปีที่แล้ว

    ধন্যবাদ, বলা চলা সংযত।

    • @walkwithbawrno5785
      @walkwithbawrno5785  2 ปีที่แล้ว

      আপনাকেও ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন আশা করি।

  • @JunayedAhmed-x6d
    @JunayedAhmed-x6d 11 หลายเดือนก่อน

    ❤Thank you ❤🇧🇩🏞️

  • @mmrmusfiq2639
    @mmrmusfiq2639 2 ปีที่แล้ว

    ভাই, আপনি কোন তারিখে গিয়েছেন? মার্চের ১ম সপ্তাহে ফুলের দৃশ্য পাওয়া যাবে কিনা?

    • @walkwithbawrno5785
      @walkwithbawrno5785  2 ปีที่แล้ว +1

      ভাই মার্চের প্রথম সপ্তাহে সম্ভবত শিমুল ফুল অত পাবেন না, তখন ফুল ঝরা শুরু হয়ে যায় আমি যতটুকু জানি।

  • @জাগ্রতমানব-ছ৪ফ
    @জাগ্রতমানব-ছ৪ফ 2 ปีที่แล้ว

    এখন গেলে কেমন ভিউ পাব?

    • @walkwithbawrno5785
      @walkwithbawrno5785  2 ปีที่แล้ว

      ফুল থাকবে না, আর পাতাও এমন সবুজ পাবেন না।

  • @shahedboss8970
    @shahedboss8970 ปีที่แล้ว

    ভাই আপনি কি দিয়ে ভিডিও করেন???

    • @walkwithbawrno5785
      @walkwithbawrno5785  ปีที่แล้ว

      ক্যামেরা দিয়ে ভাই।

  • @tonmoyray7996
    @tonmoyray7996 2 ปีที่แล้ว

    সিএনজি দিয়ে কি সবগুলো জায়গা ঘুরানো যাবে

    • @walkwithbawrno5785
      @walkwithbawrno5785  2 ปีที่แล้ว

      সিএনজি দিয়েও ঘুরা যাবে তবে সময় বেশি লাগবে, যাদুকাটা নদীর উপর ব্রীজ নাই, যেজন্য বাইক এ ঘোরাঘুরি করাটা সহজ ও সময় কম লাগে।

  • @abuaffan2130
    @abuaffan2130 2 ปีที่แล้ว +1

    নৌকা ভাড়া কতো নিলো?

    • @walkwithbawrno5785
      @walkwithbawrno5785  2 ปีที่แล้ว

      টাংগুয়ার হাওড়ে যাবার জন্য ২৫০ টাকা নিয়েছে।

  • @motionanimation5529
    @motionanimation5529 2 ปีที่แล้ว

    Cost details pls

  • @rezwanahmed5222
    @rezwanahmed5222 2 ปีที่แล้ว

    মোট খরচ কত হলো এটা বলবেন?

    • @walkwithbawrno5785
      @walkwithbawrno5785  2 ปีที่แล้ว

      ভাই সম্পূর্ণ ভিডিও দেখলে বিস্তারিত পেয়ে যাবেন।

  • @mdjanealom5508
    @mdjanealom5508 2 ปีที่แล้ว

    ভাই আপনি যে বাইক নিয়ে গুরতে গেছিলেন ওই বাইকারের নাম্বার টা কি পাওয়া যাবে।

    • @walkwithbawrno5785
      @walkwithbawrno5785  2 ปีที่แล้ว

      ভাই বাইকারের নাম্বার তো ভিডিওতে দেয়া আছে। আমি যখন সুরমা ব্রিজ থেকে বাইক নিয়ে রওনা দিয়েছি সেখানেই ভিডিওর নীচে নাম্বার আছে।

  • @ashimsaha5496
    @ashimsaha5496 2 ปีที่แล้ว

    Cameraman ki pawa jay ... Cameraman 1 dine kto tk nibe ...

    • @walkwithbawrno5785
      @walkwithbawrno5785  2 ปีที่แล้ว

      না ভাই কোন ক্যামেরাম্যান আমি পাইনি,,তবে জিজ্ঞেস করে জেনেছিলাম শিমুলবাগানে ছবি তোলার জন্য পাওয়া যায়।

  • @harishbiswas8133
    @harishbiswas8133 ปีที่แล้ว

    Sob tik achee ,but হিন্দুদের জন্য বা যারা veg খান, তারা না যাওয়াই ভালো ।bangladesh না যাওয়াই ভালো।