ধারা ৩৪(১২), অর্থ ঋণ আদালত আইন, ২০০৩: এই আইনের অধীনে কোন ডিক্রি বা আদেশ বাস্তবায়নের উদ্দেশ্যে পরিচালিত জারী মামলায়, জারী মামলার সংখ্যা একাধিক হইলেও, কোন একজন দায়িককে গ্রেফতার করিয়া পরিপূর্ণ মেয়াদের জন্য একবার দেওয়ানি কারাগারে আটক রাখা হইলে, তাহাকে পুনর্বার গ্রেফতার করা ও দেওয়ানী কারাগারে আটক রাখা যাইবে না।
ধারা ৩৪(১২), অর্থ ঋণ আদালত আইন, ২০০৩: এই আইনের অধীনে কোন ডিক্রি বা আদেশ বাস্তবায়নের উদ্দেশ্যে পরিচালিত জারী মামলায়, জারী মামলার সংখ্যা একাধিক হইলেও, কোন একজন দায়িককে গ্রেফতার করিয়া পরিপূর্ণ মেয়াদের জন্য একবার দেওয়ানি কারাগারে আটক রাখা হইলে, তাহাকে পুনর্বার গ্রেফতার করা ও দেওয়ানী কারাগারে আটক রাখা যাইবে না।
ভাই আপনাদের কাছে অনুরোধ ব্যাবসায়ী জামিন্দার দের এই আইন থেকে মুক্তির ব্যাবস্থা করে দেন। কারণ আমরা জামিন্দার এই টাকা ভোগ ক রি নাই।
টাকা না দিলে কি হবে।এটা নিয়ে কিছু বলেন।
স্যার এই খানে আমার প্রশ্ন আছে