প্রমাণ থাকলে বিশ্বাস-অবিশ্বাসের প্রশ্নই আসে না। বিশ্বাসের প্রয়োজন হয় তখনই যখন প্রমাণের অপ্রতুলতা থাকে। আমরা বিশ্বাস করি না যে, বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। কারণ এখানে বিশ্বাসের কিছু নেই। আমরা বিশ্বাস করি না যে, সূর্য আছে। বা পৃথিবী গোলাকার। এগুলো বিশ্বাসের ব্যাপার নয়। পরীক্ষানিরীক্ষা করে প্রাপ্ত ফলাফল। বিশ্বাসের ওপর নির্ভরশীল নয়। কিন্তু কেউ বিশ্বাস করে ভুত আছে, কেউ তা বিশ্বাস করে না। কেউ বিশ্বাস করে জ্বীন আছে, কেউ তা করে না। কারও বিশ্বাস অবিশ্বাসে কোন কিছুর অস্তিত্ব থাকা না থাকা নির্ভরশীল নয়। শেওড়া গাছের পেত্নী এবং আল্লা ভগবান ঈশ্বর যীশু কালই শিব জিউস এরকম হাজার হাজার দেবদেবী ঈশ্বরের সপক্ষে কোন প্রমাণ হাজির করা হয় নি। প্রমাণ হিসেবে দেখানো হয় এই মহাবিশ্বকে, বা কোন কথিত আসমানি কেতাবকে। যা সেগুলোর অস্তিত্ব প্রমাণ করে না। ঈশ্বরকে যেহেতু বিশ্বাস করতে হয়, তার অর্থ হচ্ছে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে যেসমস্ত যুক্তিপ্রমাণ উত্থাপন করা হয় তা অপ্রতুল। পৃথিবীর সকলেই যদি শেওড়া গাছের পেত্নীতে বিশ্বাস করে, তাতে শেওড়া গাছের পেত্নী প্রমাণিত হয় না। বা পৃথিবীর ফুলফল লতাপাতা গাছপালাও শেওড়া গাছের অস্তিত্বের প্রমাণ হতে পারে না।
প্রমাণ থাকলে বিশ্বাস-অবিশ্বাসের প্রশ্নই আসে না। বিশ্বাসের প্রয়োজন হয় তখনই যখন প্রমাণের অপ্রতুলতা থাকে। আমরা বিশ্বাস করি না যে, বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। কারণ এখানে বিশ্বাসের কিছু নেই। আমরা বিশ্বাস করি না যে, সূর্য আছে। বা পৃথিবী গোলাকার। এগুলো বিশ্বাসের ব্যাপার নয়। পরীক্ষানিরীক্ষা করে প্রাপ্ত ফলাফল। বিশ্বাসের ওপর নির্ভরশীল নয়। কিন্তু কেউ বিশ্বাস করে ভুত আছে, কেউ তা বিশ্বাস করে না। কেউ বিশ্বাস করে জ্বীন আছে, কেউ তা করে না। কারও বিশ্বাস অবিশ্বাসে কোন কিছুর অস্তিত্ব থাকা না থাকা নির্ভরশীল নয়। শেওড়া গাছের পেত্নী এবং আল্লা ভগবান ঈশ্বর যীশু কালই শিব জিউস এরকম হাজার হাজার দেবদেবী ঈশ্বরের সপক্ষে কোন প্রমাণ হাজির করা হয় নি। প্রমাণ হিসেবে দেখানো হয় এই মহাবিশ্বকে, বা কোন কথিত আসমানি কেতাবকে। যা সেগুলোর অস্তিত্ব প্রমাণ করে না। ঈশ্বরকে যেহেতু বিশ্বাস করতে হয়, তার অর্থ হচ্ছে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে যেসমস্ত যুক্তিপ্রমাণ উত্থাপন করা হয় তা অপ্রতুল। পৃথিবীর সকলেই যদি শেওড়া গাছের পেত্নীতে বিশ্বাস করে, তাতে শেওড়া গাছের পেত্নী প্রমাণিত হয় না। বা পৃথিবীর ফুলফল লতাপাতা গাছপালাও শেওড়া গাছের অস্তিত্বের প্রমাণ হতে পারে না।
প্রমাণ থাকলে বিশ্বাস-অবিশ্বাসের প্রশ্নই আসে না। বিশ্বাসের প্রয়োজন হয় তখনই যখন প্রমাণের অপ্রতুলতা থাকে। আমরা বিশ্বাস করি না যে, বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। কারণ এখানে বিশ্বাসের কিছু নেই। আমরা বিশ্বাস করি না যে, সূর্য আছে। বা পৃথিবী গোলাকার। এগুলো বিশ্বাসের ব্যাপার নয়। পরীক্ষানিরীক্ষা করে প্রাপ্ত ফলাফল। বিশ্বাসের ওপর নির্ভরশীল নয়। কিন্তু কেউ বিশ্বাস করে ভুত আছে, কেউ তা বিশ্বাস করে না। কেউ বিশ্বাস করে জ্বীন আছে, কেউ তা করে না। কারও বিশ্বাস অবিশ্বাসে কোন কিছুর অস্তিত্ব থাকা না থাকা নির্ভরশীল নয়। শেওড়া গাছের পেত্নী এবং আল্লা ভগবান ঈশ্বর যীশু কালই শিব জিউস এরকম হাজার হাজার দেবদেবী ঈশ্বরের সপক্ষে কোন প্রমাণ হাজির করা হয় নি। প্রমাণ হিসেবে দেখানো হয় এই মহাবিশ্বকে, বা কোন কথিত আসমানি কেতাবকে। যা সেগুলোর অস্তিত্ব প্রমাণ করে না। ঈশ্বরকে যেহেতু বিশ্বাস করতে হয়, তার অর্থ হচ্ছে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে যেসমস্ত যুক্তিপ্রমাণ উত্থাপন করা হয় তা অপ্রতুল। পৃথিবীর সকলেই যদি শেওড়া গাছের পেত্নীতে বিশ্বাস করে, তাতে শেওড়া গাছের পেত্নী প্রমাণিত হয় না। বা পৃথিবীর ফুলফল লতাপাতা গাছপালাও শেওড়া গাছের অস্তিত্বের প্রমাণ হতে পারে না।
অলিপুরি হুজুর নি:সন্দেহে একজন সহি দ্বীনের দায়ি। তবে সহি হুজুর আর পাইনি এটি সঠিক নয়। আপনি খুজে দেখেননি। আলেম ওলামাদের মধ্যে বেশির ভাগই সহি দায়ি ইলাল্লাহ্ । আল্লাহ্ আমাদের সবাইকে বুঝার তাওফিক দান করুন এবং পরিপূর্ণ হেদায়েতের উপর চলার তাওফিক দান করুন, আমীন ।
আপনার সব কথা ঠিক আছে হুজুর আপনার জন্য দোয়া করি।কিন্তু ডাঃ জাকির নায়েকের ওয়াজে যে লক্ষ লক্ষ সারা পৃথিবীর মানুষ ইসলামকে বুঝার চেষ্টা করছে এবং কবুল করছে তার বিরুদ্ধে কেন কথা বলেন আপনি।ভাল লাগেনা।আপনার কথা একদম সঠিক কিন্তু সেই জাকির নায়েক ইন্টারনেশনাল সারা পৃথিবী জুড়ে এইটা ভেবে তার জন্য দোয়া করা উচিত আপনার।আপনার উপর ছালামতি হোক।
আপনারা যদি সত্যবাদী হও জাকির নায়েক যদি ভূল কথা বলে ও দোষ করে। তাহলে জাকির নায়েকের কাছে যাও তাকে বলো। তার কাছে না গিয়ে তাকে না বলে এভাবে মানুষের কাছে অপমান করা অহংকার করা। এই শিক্ষা আপনাদেরকে কে দিয়েছে বা কোন হাদিসে আছে আমায় বলেন।
@@mofajjel94hossain37 ২০১১ সালে আমাদের নরসিংদীর শাপলা চত্বরে এক ওয়াজ মাহফিলের প্রধান বক্তা ছিলেন এই ওলিপুরী...আমি তার ওয়াজ শুনার জন্য সেখানে উপস্থিত ছিলাম...তখন তিনি ওয়াজের শুরুতেই সবাইকে অনুরোধ করেছিলেন যেন কেউ তাকে ভিডিও না করতে বা ছবি না তুলতে।
ওলীপুরীকে নিয়ে শায়খে কাতিয়ার সাহেবজাদার সর্তকবার্তা: স্যোসাল মিডিয়ায় তোলপাড়! লন্ডন প্রতিনিধি, তাবলীগ নিউজ বিডডিডটকম। লন্ডনে অবস্থানরত বক্তা মাওলানা নুরুল ইসলাম ওলীপুরীকে নিয়ে মাওলানা উবায়দুল্লাহ ইবনে শায়কে কাতিয়ার একটি অডিও বার্তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে। উল্লেখ্য যে বৃহত্তর সিলেটের খান্দানী,শরাফতী ও বুজুর্গ আলেম হিসাবে উবায়দুল্লাহ সাহেবের পরিবার সুবিখ্যাত। তার পিতা সিলেটের আপমার মুসলমানের পরমশ্রদ্ধেয় পীর, হাজার হাজার আলেমের উস্তাদ ও শায়েখ মাওলানা আমিন উদ্দীন শায়খে কাতিয়া। যিনি "কাতিয়ার সাব" নামে মশহুর ছিলেন। একজন কুতুব হিসাবে সবাই জানতেন। শায়খুল ইসলাম সায়্যিদ হুসাইন আহমদ মাদানী রহ এর শাগরেদে খাছ ছিলেন। সুবিখ্যাত দ্বীনী প্রতিষ্টান জামেয়া কাতিয়া সহ অসংখ মাদরাসার প্রতিষ্টাতা তিনি। লন্ডনে বসবাসকারী এই আলেম নিজেকে ক্বারী উবায়দুল্লাহ আমীনী ইবনে শায়খে কাতিয়া নামে পরিচয় দিয়ে একটি ছোট অডিও বার্তা প্রেরণ করার পর এনিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। তিনি তার অডিও বার্তায় বিশ্ব আমীর সাদ কান্ধালভীর বিরোধীতা করে ওলীপুরীর লাগামহীন কথাবার্তায় গুরুত্ব না দিতে বলেন। কেউ কেউ তার বিডিও আক্রমনাত্বক ও না বলা উচিত ছিল। তবে ওলীপুরী বক্তরা মাওলানা উবাদুল্লাহকে বক্তব্য প্রত্যাহারের দাবী করে গালাগালি করতে দেখা যায়। তবে অন্যরা বলছেন, মাওলানা উবায়দুল্লাহ যে উচা আলেম পরিবারের ব্যক্তিত্ব, সে হিসাবে ওলীপুরীর একের পর এক মিথ্যাচার ও বিশ্ব আমীরকে নিয়ে তাহকীকবিহিন লাগামহীন, উগ্র, আক্রমনাত্তক, গালাগালি ও অপব্যখ্যা করে যাচ্ছেন, সে তুলনায় উনার কথাগুলো সর্তক হিসাবে বলার দরকার ছিল। মাওলানা উবায়দুল্লাহ বিন শায়খে কাতিয়া তার অডিও বার্তায় বলেন, "ভাই আমি ক্বারী উবায়দুল্লাহ আমীনী, ইবনে শায়খে কাতিয়া। আমাদের এই গ্রুপের ভিতর যে ভাইরা আছেন। তাদের আমি অনুরোধ করব। কোথায় মোতাহির আলী, কোথায় জুতার তালী। হযরতজী মাওলানা সাদ সাহেব হাফিজাহুল্লাহ পুরো বিশ্বের একজন আমীর, এমন এক খান্দানের ছেলে তার সাথে আপনারা কোথাকার হবিগঞ্জের ওলীপুর নামক এক গ্রামের মানুষ, যার একটি বয়ানে একটি হাদীস সুন্দর করে বলতে দেখা যায়। তার সাথে মিলান। তার জীবনের শুরুটি হল একটি আলীয়া মাদরাসা পড়ানো দিয়ে। উনার ইতিহাস জানার চেষ্টা করবেন। কত কম এলমি মানুষ।এর পর বক্তা হিসাবে পরিচিতি লাভ করেছেন।এখন তার মতো অনেক বক্তা বাংলাদেশে আছেন। এমনকী তার চেয়ে বেশী বক্ত আছে গিয়াসউদ্দিন তাহেরীর।বেদাতিদের জলসায়ও বহু মানুষ হয়। এজন্য আল্লাহর ওয়াস্তে আপনাদের পায়ে ধরে বলছি। এত বড় এক আলমী বুজুর্গ হযরতজী আল্লামা সাদ সাহেব সম্পকে ওলীপুরীর মতো খালের বিড়ালে কথা বললে, উনার কিছু যায় আসে না। বরং ওলীপুরী আমাদের জন্য একটা রহমত।সাদ সাহেবের যত বিরোধিতা তারা করছেন,তত বেশি সাদ সাহেবের কামালতি, কারামতি দুনিয়ার মধ্যে জাহির হচ্ছে, প্রকাশিত হচ্ছে। ইতা কিছুদিন গেউ গেউ গেউ করে ওটমেটিক বন্ধ হয়ে যাবেন। আমার কথার সত্যতা আপনারা ইনশাআল্লাহ পাবেন। একটু সবর করুন।আমি মনে করি না ওলীপুরীর মতো মানুষকে এত গুরুত্ব আমাদের দেয়ার দরকার আছে। ইতা কত ওলীপুরী ডাসবিনে পড়ে আছে। আসসালামু আলাইকুম "
আল্লাহ হুজুরকে হায়াত বাড়িয়ে দিন৷
আমিন
আমিন
আমার প্রিয় বক্তা আল্লামা অলী পুরী দাঃবাঃ আল্লাহ পাক উনার হায়াত দরাজ করুন, আমীন
আমীন
আমিন
প্রমাণ থাকলে বিশ্বাস-অবিশ্বাসের প্রশ্নই আসে না। বিশ্বাসের প্রয়োজন হয় তখনই যখন প্রমাণের অপ্রতুলতা থাকে। আমরা বিশ্বাস করি না যে, বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। কারণ এখানে বিশ্বাসের কিছু নেই। আমরা বিশ্বাস করি না যে, সূর্য আছে। বা পৃথিবী গোলাকার। এগুলো বিশ্বাসের ব্যাপার নয়। পরীক্ষানিরীক্ষা করে প্রাপ্ত ফলাফল। বিশ্বাসের ওপর নির্ভরশীল নয়। কিন্তু কেউ বিশ্বাস করে ভুত আছে, কেউ তা বিশ্বাস করে না। কেউ বিশ্বাস করে জ্বীন আছে, কেউ তা করে না। কারও বিশ্বাস অবিশ্বাসে কোন কিছুর অস্তিত্ব থাকা না থাকা নির্ভরশীল নয়।
শেওড়া গাছের পেত্নী এবং আল্লা ভগবান ঈশ্বর যীশু কালই শিব জিউস এরকম হাজার হাজার দেবদেবী ঈশ্বরের সপক্ষে কোন প্রমাণ হাজির করা হয় নি। প্রমাণ হিসেবে দেখানো হয় এই মহাবিশ্বকে, বা কোন কথিত আসমানি কেতাবকে। যা সেগুলোর অস্তিত্ব প্রমাণ করে না। ঈশ্বরকে যেহেতু বিশ্বাস করতে হয়, তার অর্থ হচ্ছে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে যেসমস্ত যুক্তিপ্রমাণ উত্থাপন করা হয় তা অপ্রতুল।
পৃথিবীর সকলেই যদি শেওড়া গাছের পেত্নীতে বিশ্বাস করে, তাতে শেওড়া গাছের পেত্নী প্রমাণিত হয় না। বা পৃথিবীর ফুলফল লতাপাতা গাছপালাও শেওড়া গাছের অস্তিত্বের প্রমাণ হতে পারে না।
বিশ্বের সম্পদ ওলিপুরি
আলহামদুলিল্লাহ
@@tamimahmed4130 ওলিপুরি রাসুলের শান বিরুধী, রাসুলের শানে বেয়াদবি করে বুঝি বিশ্বে সম্পদ হওয়া যায়।
বিশ্বের সবচেয়ে বড় ফেতনা ওলিপুরী।
@@সাম্যবাদী-ল১ঢ সত্যি কথা বলেছেন
@@marthinmirza ধন্যবাদ
@@সাম্যবাদী-ল১ঢ ওলিপুরি নবির শান বিরুদি না যারা নবির শানের নামে শিরক,বেদাত করে তাদের বিরুদি
আল্লামা ওলীপুরী হুজুরের দীর্ঘায়ু কামনা করি।
এত সহজ ভাবে ইলামকে মানুষের সামনে তুলে ধরার জন্যে হুজুর কে ধন্যবাদ
১০০% সঠিক ওয়াজ।
কাতার প্রবাসী সিলেটি ফুয়া❤❤🌷🌷🌷
দোয়া চাই সবার কাছে
আল্লাহ আপনাকে হেফাজত করুক আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক এবং সত্য বলার তৌফিক দান করুক
দোয়া করি মহান আল্লাহ পাক যেন আপনার হায়াতের মধ্যে বরকত দেন।
আমিন 🤲🤲😭😭
আমিন
আমিন
প্রমাণ থাকলে বিশ্বাস-অবিশ্বাসের প্রশ্নই আসে না। বিশ্বাসের প্রয়োজন হয় তখনই যখন প্রমাণের অপ্রতুলতা থাকে। আমরা বিশ্বাস করি না যে, বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। কারণ এখানে বিশ্বাসের কিছু নেই। আমরা বিশ্বাস করি না যে, সূর্য আছে। বা পৃথিবী গোলাকার। এগুলো বিশ্বাসের ব্যাপার নয়। পরীক্ষানিরীক্ষা করে প্রাপ্ত ফলাফল। বিশ্বাসের ওপর নির্ভরশীল নয়। কিন্তু কেউ বিশ্বাস করে ভুত আছে, কেউ তা বিশ্বাস করে না। কেউ বিশ্বাস করে জ্বীন আছে, কেউ তা করে না। কারও বিশ্বাস অবিশ্বাসে কোন কিছুর অস্তিত্ব থাকা না থাকা নির্ভরশীল নয়।
শেওড়া গাছের পেত্নী এবং আল্লা ভগবান ঈশ্বর যীশু কালই শিব জিউস এরকম হাজার হাজার দেবদেবী ঈশ্বরের সপক্ষে কোন প্রমাণ হাজির করা হয় নি। প্রমাণ হিসেবে দেখানো হয় এই মহাবিশ্বকে, বা কোন কথিত আসমানি কেতাবকে। যা সেগুলোর অস্তিত্ব প্রমাণ করে না। ঈশ্বরকে যেহেতু বিশ্বাস করতে হয়, তার অর্থ হচ্ছে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে যেসমস্ত যুক্তিপ্রমাণ উত্থাপন করা হয় তা অপ্রতুল।
পৃথিবীর সকলেই যদি শেওড়া গাছের পেত্নীতে বিশ্বাস করে, তাতে শেওড়া গাছের পেত্নী প্রমাণিত হয় না। বা পৃথিবীর ফুলফল লতাপাতা গাছপালাও শেওড়া গাছের অস্তিত্বের প্রমাণ হতে পারে না।
100% Right.
আল্লাহ আপনার নেক হায়াত দান করুন,আমিন।
আল্লাহ হুজুরের নেক হায়াত বাড়িয়ে দিক
আমীন, জাযাকাল্লাহ ভাই
চমৎকার ওয়াজ শুনে মন ভরে গেল❤❤❤
Alhamdulillah Onek Upokrito Holam Unar Waz Shune
কতটা ভালবাসি আপনাকে আল্লহই ভাল জানে।
আমি ইচ্ছে করছি, আল্লামা ওয়ালী পুরী মুদদাঃ আলীর লিখিত ইসলামী বই পুস্তক গুলো কিনে নিয়ে শুধু পড়বই আর পড়ব, ইনশাআললাহ।
ইয়া আল্লাহ আপনি আমার প্রিয় হুজুরকে ও আমার প্রিয় বাবা মাকে নেক হায়াত দান করুন আমিন। ৭/৯/২০১৯ মাইজার দোহা কাতার থেকে
আমীন
আল্লাহ তায়ালা আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি হুজুরকে নেক হায়াত দান করুন, আমিন।
হে আল্লাহ হুজুরের নেক হায়াত দান করুন আমিন।
আমার প্রিয় হুজুর
হে আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনি হজরত কে নেক হায়াত দান করুন আমীন ছুম্মা আমীন
Olipurir waz sunly kolija danda hoi Allah hypajot korio hujur ky .
জাযাকুমুল্লাহ
ওলিপুরী জিন্দাবাদ
আপনার কথা শুনে যেমন আলোকিত হয় জীবন, তেমনি করে কাল কিয়ামতের দিন জান্নাতের রাস্তা হুক আপনার জন্য আলোকিত।
আপনার সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ
*পুরো ওয়াজটা শুনলাম, অসাধারণ বলেছেন ওলিপুরী সাহেব, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক* আমীণ
যারা হযরত কে? গালাগাল করতেছ।
মনে রেখ তোমরা আবু জাহেল ও আবুলাহাবের উত্তর সূরী।
এতে কোন সন্দেহ নাই।।
Right
Tui r o boro soytan
@Sokal Sonda jakir nayek ro boro soytan
আসুন আমরা জর্দা খেয়ে উল্টাপাল্টা না বলি।
Alhamdulillh barakallahu taala fi hayati.
আল্লাহু তালা হুজুৰ গনকে কবুল কৰুন
আমার পছন্দের একজন,আল্লাহ হুজুরকে নেক হায়াত দিন,আমিন,,,,
আমিন
মাসাআল্লাহ
জাজাকাল্লাহ।
মাশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ ওনেক সুন্দর বয়ান
সহমত
ধন্যবাদ আপনাকে
হে আল্লাহ আপনি হযরতের নেক হায়াত দান করুন। (আমিন)
Amin
Amin
Yousuf Hossain আমিন
প্রমাণ থাকলে বিশ্বাস-অবিশ্বাসের প্রশ্নই আসে না। বিশ্বাসের প্রয়োজন হয় তখনই যখন প্রমাণের অপ্রতুলতা থাকে। আমরা বিশ্বাস করি না যে, বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। কারণ এখানে বিশ্বাসের কিছু নেই। আমরা বিশ্বাস করি না যে, সূর্য আছে। বা পৃথিবী গোলাকার। এগুলো বিশ্বাসের ব্যাপার নয়। পরীক্ষানিরীক্ষা করে প্রাপ্ত ফলাফল। বিশ্বাসের ওপর নির্ভরশীল নয়। কিন্তু কেউ বিশ্বাস করে ভুত আছে, কেউ তা বিশ্বাস করে না। কেউ বিশ্বাস করে জ্বীন আছে, কেউ তা করে না। কারও বিশ্বাস অবিশ্বাসে কোন কিছুর অস্তিত্ব থাকা না থাকা নির্ভরশীল নয়।
শেওড়া গাছের পেত্নী এবং আল্লা ভগবান ঈশ্বর যীশু কালই শিব জিউস এরকম হাজার হাজার দেবদেবী ঈশ্বরের সপক্ষে কোন প্রমাণ হাজির করা হয় নি। প্রমাণ হিসেবে দেখানো হয় এই মহাবিশ্বকে, বা কোন কথিত আসমানি কেতাবকে। যা সেগুলোর অস্তিত্ব প্রমাণ করে না। ঈশ্বরকে যেহেতু বিশ্বাস করতে হয়, তার অর্থ হচ্ছে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে যেসমস্ত যুক্তিপ্রমাণ উত্থাপন করা হয় তা অপ্রতুল।
পৃথিবীর সকলেই যদি শেওড়া গাছের পেত্নীতে বিশ্বাস করে, তাতে শেওড়া গাছের পেত্নী প্রমাণিত হয় না। বা পৃথিবীর ফুলফল লতাপাতা গাছপালাও শেওড়া গাছের অস্তিত্বের প্রমাণ হতে পারে না।
হুজুরের বয়াব এত ভালো লাগে, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন আমিন, এত দিন পর সহীহ আকিদা মত একজন আলেম পাইলাম
অলিপুরি হুজুর নি:সন্দেহে একজন সহি দ্বীনের দায়ি। তবে সহি হুজুর আর পাইনি এটি সঠিক নয়। আপনি খুজে দেখেননি। আলেম ওলামাদের মধ্যে বেশির ভাগই সহি দায়ি ইলাল্লাহ্ । আল্লাহ্ আমাদের সবাইকে বুঝার তাওফিক দান করুন এবং পরিপূর্ণ হেদায়েতের উপর চলার তাওফিক দান করুন, আমীন ।
আল্লাহ আমাদের গৌরব আল্লামা নুরুল ইসলাম ওলিপুরিকে দির্গ নেক হায়াত দান করেন আমিন
হজরত শায়খ আখতার রহ কমপ্লেক্স আশরাফাবাদ বি বাড়িয়া।
Allah hojorke hayat den amin
আল্লামা ওলিপুরী হুজুরের জন্য দোয়া করায় আপনাকে আল্লাহ উত্তম বদলা দান করুন
Masha allah
ওলিপুরী বয়ান মানেই জ্ঞানের আলো
সহি কথা,, এসব আলোচনায় কিছু সিকার মতো,, কিছু জানার মতো,, কিছু আমল করার মতো,,আছে,,, 🍎🍏🍎🍏🍎🍏🍎🍏
salute Huzur.
ওলিপুরী হুজুরের বয়ান মিস করি
Amin
আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করেন আমিন
সুন্দর ওয়াজ
১০০% সঠিক,,হুজুরের দির্গ হায়াত কামনা করি
ভালো কথা বলতে টাকা পয়সা লাগে না।তোমরা যারাযারা গালাগালি করো তোমাদের সবাই কে, আল্লাহ হেদায়াত দান করোক।
হে আল্লাহ সকল ধর্ম ব্যবসায়ী এজিদ মার্কা মুসলমান থেকে আমাদেরকে তুমি হেফাজত কর।
আপনার কথাটা ভুল
কিছু মন্তব্য করলে অবশ্যই ভাল করে করবেন, যাতে করো বুঝতে কষ্ট না হয় ।
এ মন মহা মাল্যবান
বয়ানের জন্য হাজারকোটি ধন্যবাদ।শ্রদ্ধেয় হুজুরকে অাল্লাহ্ পাক - হায়াতে দারাজে
তা ই য়ীবাহ্- দান করুন।
অার অামাদেরে এ ই -মুল্য বান- ন ছিহত্ গুলো
বুঝে- অামল করার তা ও ফিক দান করুন !!
24*10*19*uk
হুজুর অনেক গুরুত্তপুরর্ন কথা বলেন ,,,,
জি ভাই ওলিপুরী হুজুরের বয়ান খুবই গুরুত্বপূর্ণ হয়
আল্লাহ্ হুজুরকে নেক হায়াত দান করুন,,
masa alla
আমার প্রিয় বক্তা
ঠিক। আল্লাহকে পাওয়ার ওয়াজ চাই
He allh huzurke nek just dawo amin
আমিন
আপনি মহান প্রভুর কাছে প্রাথনা করুন,
করেন
জাযাকাল্লাহ খায়ের
Masaallah amin
Nissondaha osadaron
ওলিপুরীর বয়ান মানেই অসাধারণ কিছু
মাশাআল্লাহ
Good
Alhamdulillah
جزاكالله خيرا وشكرا لك
My Best may allha blessing her
আমীন
Nice
তাহেরি মমতাজের মত নাছে।।
ঠিক কইছেন
হযরত কে নেক হায়াত দান করুক
tik bolecen
আমিন
খুব সুন্দর
nice
আপনাকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভাই
হুজুর এর নেক হায়াত কামনা করছি
তাহেরী থেকে কোন অংশে কম নয় এই অলিপুরী
Masha Allah!
আসুন আমরা ফেতনা না ছড়িয়ে সব মুসলিম এক হয়ে যাই, এবং বাবা জর্দা খেয়ে উল্টাপাল্টা না বলি।
I love u
রাইট
اللهم اغفرلى
100 ℅ waz
huzurer pachai bash dewa hok
তুমার কষ্ট হচ্ছে! আহারে কুকুরের মত পেট তো ! ঘি হজম হয় না। ভাতিজা বুঝতে পেরেছো
আপনার সব কথা ঠিক আছে হুজুর আপনার জন্য দোয়া করি।কিন্তু ডাঃ জাকির নায়েকের ওয়াজে যে লক্ষ লক্ষ সারা পৃথিবীর মানুষ ইসলামকে বুঝার চেষ্টা করছে এবং কবুল করছে তার বিরুদ্ধে কেন কথা বলেন আপনি।ভাল লাগেনা।আপনার কথা একদম সঠিক কিন্তু সেই জাকির নায়েক ইন্টারনেশনাল সারা পৃথিবী জুড়ে এইটা ভেবে তার জন্য দোয়া করা উচিত আপনার।আপনার উপর ছালামতি হোক।
1000000000000000000000000000000000000000000000% right
Rit
আপনারা যদি সত্যবাদী হও জাকির নায়েক যদি ভূল কথা বলে ও দোষ করে। তাহলে জাকির নায়েকের কাছে যাও তাকে বলো। তার কাছে না গিয়ে তাকে না বলে এভাবে মানুষের কাছে অপমান করা অহংকার করা। এই শিক্ষা আপনাদেরকে কে দিয়েছে বা কোন হাদিসে আছে আমায় বলেন।
জাকিরকে অনেক বুঝানো হইছে অনেক ভুল তিনি মেনে নিয়েছেন
Ohabi dailpori
Tui kharije kutta
তুই জানোয়ার, বিয়াদব, মুর্খ ।
ডাইল পুরি
তর বাপকে বল
ভোর হয়ে গেছে তার পর ও পরের গীবত করা ছাড়েনি। আসলে তাদের ভিতরে আল্লাহর রহমত নাই।
ki re abal ki bujos agula mathay gilo acha 😎
ki re abal kiso bujos ki bolsa na buje bolos kan
ওরে আবাল!! গীবত কাকে বলে আগে জানতে হবে তোমার!! ইসলামের ভালোর জন্য সমালোচনা কে গীবত বলে না,,,এটা জায়েজ আছে। আগে ইসলাম জানো তারপর কমেন্ট কর।
উনি কি আসলেই ওলিপুরি ?
আমি তো জানি ওলিপুরি নিজের ভিডিও করতে দেন না।
কে বলছে ইউটিউবে হাজারে হাজারে ওয়াজ রয়েছে উনার
@@mofajjel94hossain37
২০১১ সালে আমাদের নরসিংদীর শাপলা চত্বরে এক ওয়াজ মাহফিলের প্রধান বক্তা ছিলেন এই ওলিপুরী...আমি তার ওয়াজ শুনার জন্য সেখানে উপস্থিত ছিলাম...তখন তিনি ওয়াজের শুরুতেই সবাইকে অনুরোধ করেছিলেন যেন কেউ তাকে ভিডিও না করতে বা ছবি না তুলতে।
ভিডিও করতে দেন নী তাতে কিতা ওইচে তর
Hafijor rhaman siddiki 50000/abdol kalak soriyt pori 50000/alla dayet korok
ওলীপুরীকে নিয়ে শায়খে কাতিয়ার সাহেবজাদার সর্তকবার্তা: স্যোসাল মিডিয়ায় তোলপাড়!
লন্ডন প্রতিনিধি, তাবলীগ নিউজ বিডডিডটকম।
লন্ডনে অবস্থানরত বক্তা মাওলানা নুরুল ইসলাম ওলীপুরীকে নিয়ে মাওলানা উবায়দুল্লাহ ইবনে শায়কে কাতিয়ার একটি অডিও বার্তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য যে বৃহত্তর সিলেটের খান্দানী,শরাফতী ও বুজুর্গ আলেম হিসাবে উবায়দুল্লাহ সাহেবের পরিবার সুবিখ্যাত। তার পিতা সিলেটের আপমার মুসলমানের পরমশ্রদ্ধেয় পীর, হাজার হাজার আলেমের উস্তাদ ও শায়েখ মাওলানা আমিন উদ্দীন শায়খে কাতিয়া। যিনি "কাতিয়ার সাব" নামে মশহুর ছিলেন। একজন কুতুব হিসাবে সবাই জানতেন। শায়খুল ইসলাম সায়্যিদ হুসাইন আহমদ মাদানী রহ এর শাগরেদে খাছ ছিলেন। সুবিখ্যাত দ্বীনী প্রতিষ্টান জামেয়া কাতিয়া সহ অসংখ মাদরাসার প্রতিষ্টাতা তিনি।
লন্ডনে বসবাসকারী এই আলেম নিজেকে ক্বারী উবায়দুল্লাহ আমীনী ইবনে শায়খে কাতিয়া নামে পরিচয় দিয়ে একটি ছোট অডিও বার্তা প্রেরণ করার পর এনিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। তিনি তার অডিও বার্তায় বিশ্ব আমীর সাদ কান্ধালভীর বিরোধীতা করে ওলীপুরীর লাগামহীন কথাবার্তায় গুরুত্ব না দিতে বলেন।
কেউ কেউ তার বিডিও আক্রমনাত্বক ও না বলা উচিত ছিল। তবে ওলীপুরী বক্তরা মাওলানা উবাদুল্লাহকে বক্তব্য প্রত্যাহারের দাবী করে গালাগালি করতে দেখা যায়।
তবে অন্যরা বলছেন, মাওলানা উবায়দুল্লাহ যে উচা আলেম পরিবারের ব্যক্তিত্ব, সে হিসাবে ওলীপুরীর একের পর এক মিথ্যাচার ও বিশ্ব আমীরকে নিয়ে তাহকীকবিহিন লাগামহীন, উগ্র, আক্রমনাত্তক, গালাগালি ও অপব্যখ্যা করে যাচ্ছেন, সে তুলনায় উনার কথাগুলো সর্তক হিসাবে বলার দরকার ছিল।
মাওলানা উবায়দুল্লাহ বিন শায়খে কাতিয়া তার অডিও বার্তায় বলেন, "ভাই আমি ক্বারী উবায়দুল্লাহ আমীনী, ইবনে শায়খে কাতিয়া। আমাদের এই গ্রুপের ভিতর যে ভাইরা আছেন। তাদের আমি অনুরোধ করব।
কোথায় মোতাহির আলী, কোথায় জুতার তালী। হযরতজী মাওলানা সাদ সাহেব হাফিজাহুল্লাহ পুরো বিশ্বের একজন আমীর, এমন এক খান্দানের ছেলে তার সাথে আপনারা কোথাকার হবিগঞ্জের ওলীপুর নামক এক গ্রামের মানুষ, যার একটি বয়ানে একটি হাদীস সুন্দর করে বলতে দেখা যায়। তার সাথে মিলান। তার জীবনের শুরুটি হল একটি আলীয়া মাদরাসা পড়ানো দিয়ে। উনার ইতিহাস জানার চেষ্টা করবেন। কত কম এলমি মানুষ।এর পর বক্তা হিসাবে পরিচিতি লাভ করেছেন।এখন তার মতো অনেক বক্তা বাংলাদেশে আছেন। এমনকী তার চেয়ে বেশী বক্ত আছে গিয়াসউদ্দিন তাহেরীর।বেদাতিদের জলসায়ও বহু মানুষ হয়।
এজন্য আল্লাহর ওয়াস্তে আপনাদের পায়ে ধরে বলছি। এত বড় এক আলমী বুজুর্গ হযরতজী আল্লামা সাদ সাহেব সম্পকে ওলীপুরীর মতো খালের বিড়ালে কথা বললে, উনার কিছু যায় আসে না।
বরং ওলীপুরী আমাদের জন্য একটা রহমত।সাদ সাহেবের যত বিরোধিতা তারা করছেন,তত বেশি সাদ সাহেবের কামালতি, কারামতি দুনিয়ার মধ্যে জাহির হচ্ছে, প্রকাশিত হচ্ছে। ইতা কিছুদিন গেউ গেউ গেউ করে ওটমেটিক বন্ধ হয়ে যাবেন। আমার কথার সত্যতা আপনারা ইনশাআল্লাহ পাবেন। একটু সবর করুন।আমি মনে করি না ওলীপুরীর মতো মানুষকে এত গুরুত্ব আমাদের দেয়ার দরকার আছে। ইতা কত ওলীপুরী ডাসবিনে পড়ে আছে।
আসসালামু আলাইকুম "
Ak Dom sotik kotha
Tumi jodi ato valo taile onner gibot koro kene ..........
এই শালা তুরা যে বলিস এখানে গিফত কোথায় করলেন সত্য কথা গুলো তুলে দরেছেন বিদায় তদের কাছে গিফত মনে হচেছ তাই না
M
এ ডমিন সাহেব হাইকোর্টের সামনে ভিক্ষা কর । ওয়াজে এত এড না দিয়া
কথা টা কাকে বললেন ওলীপুরী সাহেব কে??
কনো হই ছই আছে আমি কাকে গালি দিয়েছে চা খাবেন ঠেলে দেয়
Md Diderul Hoque এই মেন্টালের বাচ্চা তুই কাকে বলছি ভিক্কা করার জন্য, হুজুরকে যদি বলে থাকছ তাহলে আমি বলবো তুই ইহুদিদের দালাল, তর কত বড় সাহস তুই জানিস কাকে একথা বলছোছ বেয়াদব, সাবধান আরেকটা বাজে কথা বললে পরিনাম ভাল হবেনা?
@@mdriazuddinshuvo7297 না ভাই হুজুরকে এত বড় কথা বলতে পারি। আমি এডমিনকে বলেছি ।
@@Abdulaziz-ts2oe ভাল করে বুযেশুনে পড় ।
হেদায়েত হয় না।
যে শালারা গালি গালাচ করে যে মুনাফেক।
গালাগালি খারাপ কাজ
অলিপুরি একজন বিলাই
Very nice waz when olipuri talk about hypocrite they get angry .
অনৈর সমালোচনা না করলে বালো হয় ৷
বুল পততেকে মানুষকে ফেরানু গিবদ নায়।
সমালোচনা কাকে বলে সেটাই জানেন না?
je manush k duka Dai, ter somalocona Kora ulamaikeramr dayitto
ai abal somalochona toi ki bujos ,somolachona kunta seita na jene bolsot somalochona na korle balo hoy
চাপাবাজী করে আর কয়দিন চলবেন ওলিপুরি হুজুর, এত জ্ঞানের অধিকারী হলে বহাসে আসতেন।
আপনি মিথ্যার আশ্রয় নিলেন এই ব্যাপারে যা আমরা আপনার কাছে আশা করিনি।