' এমন চেনা ' (Guitar Chords) Dm এমন চেনা চিনবে লোকে C G Dm তাকানো যাবে না চোখে Dm এমন সুখের আনন্দের চাইতে C G Dm দুঃখ পাওয়া ভালো Dm C Dm আআআআহ আহারে Dm C A# A এমন মাটির বাসার চাইতে, আকাশের চিল ভালো Dm C A# A ছোট বেলার খেলার সাথি, বড় হয়ে বদলে গেছে Dm C A# A এমন গানের লাইনের চাইতে, বালিশ ধরে কান্না ভালো Dm C A# A এমন কথা শোনার চাইতে ধুকে ধুকে মরা ভালো। Dm C A# A এমন পোড়া মনের চাইতে সুনীলের কবিতা ভালো। Dm C A# A জনম ধরে কস্টের কথা, বলতে বলতে জনম গেলো। Dm A# Dm আমার একটা মানুষ হইল না, C A# Dm যে আগা গোড়া জানবে আমারে। Dm A# Dm আমার একটা মানুষ হইল না, C A# Dm যে আগা গোড়া জানবে আমারে। Song: Amon Chena Lyrics & Tune: Zunayed Evan Violin: Ayshi Saha Roy Mixed and Mastered by Sultan Rafsan Khan
আমাদের বাংলাতে এতো গভীর অর্থ ওয়ালা গানগুলো থাকতে আমার সস্তা হিন্দি গান শুনে নিজেদের দুঃখ ভুলানোর চেষ্টা করি । অনেকের এই গানগুলোর অর্থ বোঝার ক্ষমতা নাই , সেইজন্য সস্তা খোঁজে সবসময় । আমি গর্বিত আমাদের এমন একটা ব্যান্ড সমাজ আছে♥️
আজকে আমার জিএফ এর বিয়া।হঠাৎ এই গানটার কথা মনে পড়ল।হয়তো আগামী প্রজন্ম আমার কমেন্ট টা পড়বে।আর কষ্ট টা বুঝবে।ধন্যবাদ ইভান ভাই।এই রকম গান আমাদেরকে উপহার দেয়ার জন্য।
ভাই আমার একটা বিয়ে হয়েছিল আর বিয়েটা হয়েছিল আমার পছন্দের মানুষের সাথে কিন্তু আজকে সে মানুষটা আমারে ধোকা দিয়ে চলে যাইতেছে। তার কাছে আমার অভিযোগের শেষ নেই৷ আমি বিয়ে করেছি আমার ২২ বছর থাকতে এক বছরও হয়নি তার ভালোবাসা আমার থেকে ফুরিয়ে গেছে সে চলে গেছে দূর দূরান্তে ।
এমন একটা মানুষ হইলো নারে যে আগা গোড়া জানবে আমারে ! ছোট বেলার খেলার সাথী, বড় হয়ে বদলে গেছে!, What a Lyrics! যতবার শুনি ভালো লাগে। সত্যিই ছোট বেলার খেলার সাথীটা বড় হয়ে বদলে গেছে। এখন আর আগের মতো খবর নেয় না, এখন আর তার সাথে তেমন কথা হয় না!
৪৭ মিনিট অপেক্ষার পর পেলাম "এমন চেনা"। অপেক্ষাটা মধুর ছিলো।সবশেষে আপনার সেই চিরচেনা গানের টান। আর তার সাথে লোভনীয় ঘোর এর মোহ তো আছেই।।ঘোর এ যাবার জন্যে কেমন আছো আর "এমন চেনা" ই যথেষ্ট। সেরা অংশ এটাই আমার কাছে "আমার একটা মানুষ হইলো না, যে আগাগোড়া জানবে আমারে আমার একটা মানুষ হইলো না, যে আগাগোড়া জানবে আমারে" এক্সপেক্টেশন যতটুকু ছিলো তার থেকে বেশিই পেয়েছি। ভালোবাসা সবসময় ভাই! ❤
আমাদের বাংলাতে এতো গভীর অর্থ ওয়ালা গানগুলো থাকতে আমার সস্তা হিন্দি গান শুনে নিজেদের দুঃখ ভুলানোর চেষ্টা করি । অনেকের এই গানগুলোর অর্থ বোঝার ক্ষমতা নাই , সেইজন্য সস্তা খোঁজে সবসময় । আমি গর্বিত আমাদের এমন একটা ব্যান্ড সমাজ আছে♥
জনম ধরে কষ্টের কথা বলতে বলতে জনম গেলো,,এমন চেনা চিনবে লোকে তাকানো যাবে না চোখে,!! আহা.......আহারে...!! আমার একটা মানুষ হইলো না যে আগাগোড়া জানবে আমারে !!🙂🙂 Best chilo vaiya line gula..👌👌👏 Thanks for this song thanks a lot Ashes&Evan Vai😍😍❤❤
আলহামদুলিল্লাহ আমার ১১ বছরের ভালোবাসা, পাঁচ বছরের সংসার রানিং, ফুটফুটে একটি কন্যা সন্তান, বাবা মা ভাই বোন সবই আছে মাশাল্লাহ।তারপরও এই গানগুলি শুনতে মনে চায়, অদ্ভুত এক মায়া কাজ করে এই গানগুলোর ভিতর, কাঁদতে মনে চায়, মাঝে মাঝে আমি আর আমার ভালোবাসা একসাথে কাঁদিও গানগুলো শুনে। না পাওয়ার কষ্টটা ফিল করি। সত্যিই ইভান ভাই অন্য জগতের এক মানুষ। ভালোবাসা নিরন্তর ভাই ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
এই গান ডাউনলোড করা ছিলো,বাট শুনা হয়ে ওঠে নাই পুরা কখনো,এখন শুইন্না পুরা গানের প্রেমে পরে গেলাম,ইভান ভাইয়ের মধ্যে একটা জাদুকরি কিছু আছে,নেশা হয়ে যায় গানগুলায়❤️❤️
মায়াবিনী কন্যা তোমার পরিচয় ও মোবাইল নাম্বার দিতে পার জানি দিবে না আমি মানুষটা যে খারাপ সেইটাই তোমাদেরই মতো মেয়েদের মাথায় চিন্তা ঘুরপাক খায় সব সময়।।💕আকাশ হৃদয়ের কাছাকাছি💕💘ctg....
বয়স বাড়ছে । ইগো বাড়ছে । ভালোবাসার মানুষ কমছে । মানুষ ছেড়ে যাচ্ছে । আপন মানুষ ঠকাচ্ছে । বন্ধুবান্ধব কমছে । একা হয়ে যাচ্ছি । আনন্দ কমছে । কিছুই ভালো লাগছেনা । কষ্ট বাড়ছে । নিজেকে নিজেরই প্রতারক মনে হচ্ছে । নিজেকে নিজেরই ভাল্লাগছেনা। কিন্তু শত খারাপ লাগার মঝে ইভান ভাই এর গান গুলো আছে!! আমি মনে করি গানগুলো আমার জন্য গাওয়া হয়েছে!! ধন্যবাদ দিয়ে আপনাক ছোট করবো না ইভান ভাই!!
05:42-06:48 ডিরেক্ট কলিজায় লাগলো ভাই_____ "আমার একটা মানুষ হইল না,যে আগা গোড়া জানবে আমারে। আমার একটা মানুষ হইল না,যে আগা গোড়া জানবে আমারে।" হায় রে_________________________
আমাদের নতুন চ্যানেল Song Duniya এই চ্যানেলটি ঘুরে আসার জন্য সবার কাছে অনুরোধ রইলো 🥰 আশা করি সকল গানগুলো আপনাদের ভালো লাগবে 🙃 ভালো লাগলে অবশ্যই Subscribe করবেন 🥰
বাংলাদেশর একজন জীবন্ত কিংবদন্তি জুনায়েদ ইভান ভাই 💜 বেচেঁ থাকার অনুপ্রেরণা ❤🥀 ধন্যবাদ প্রিয় জুনায়েদ ইভান ভাই 🖤 this line আমার একটা মানুষ হইলো না যে আগাগোড়া জানবে আমারে " 😅
আজ ৯ মাস ১৬ দিন হয় ৪ বছর এর রিলেশন শেষ হয়েছে, আজ তাকে অনেক টা ভুলে গেছি। আজ এই গানটার মধ্যে দিয়ে সেই মানুষ টাকে ভুলার গন্ধ পাচ্ছি 💔 ধন্যবাদ ইভান ভাই। মন ভাঙা মানুষ গুলো আপনাকে খুব ভালোবাসে ❤️
ইভান ভাই আমি সৌদিআরব থেকে বলছি সন্ধ্যা ছয়টা থেকে ১১ টা পর্যন্ত ইউটিউবে ঘুরাঘুরি করছি অনেক অপেক্ষার পর আজ ভিডিও পেলাম পেয়ে খুবখুব আনন্দিত আমি, ৪-৫ বছর পর নতুন গান। ভালবাসা ও শুভ কামনা রইলো
আমি পাইলাম , অবশেষে আমি ইহাকে পাইলাম । আহা.........এমন একটা মানুষ হইলো না ,যে আগাগোড়া চিনবে আমাকে । ধন্যবাদ জুনায়েদ ইভান ভাইয়া ।এত দরদ ভরা ভয়েস কলিজায় লাগে । অনেক অপেক্ষার ফল হাতে পেয়ে অনেক আনন্দিত ।
সব গান প্রেমিক প্রেমিকার হয় না, কিছু গান মায়ার হাহাকারেও হয় 😒সত্যি মা বাবা থাকলে বোধহয় মায়ার কাঙাল হইতাম না 🥺এ দুনিয়ায় ভাতের যে এতো এতো ধরন ,সব ভাতই ভাত শুধু মায়াটার অভাব ,মায়ামাখা দুর্গন্ধ ওয়ালা ভাতটা যদি পেতাম অমৃত বলে ঢেকুর তুলতাম😔
অনেক অপেক্ষার পর আজ ২০১৮ শালের সেরা ভিডিও টা পেয়ে গেলাম অ্যাশেজ ব্যান্ড থেকে, এই গানের নামটাই দেখে গানটা শুনার ইচ্ছে জেগেছে অনেক "এমন চেনা " চিনবে লোকে তাকানো যাবেনা চোখে এমন গানের লাইনের চাইতেও বালিশ ধরে কান্না ভালো, গানের লিরিক গুল একদম কবিতার মত আমি অবাক হয়ে ভাবছি কিভাবে ইভান ভাই এই গানের সুর দিবে কিভাবে সম্ভব, আমার মনে হয় এই এলবাম টার নাম হবে "তাকারা অন্যমনস্ক "আর এই গানটা হচ্ছে প্রথম গান, ইভান ভাইয়ের ফেসবুক পোষ্ট গুলি যেমন মর্মান্তিক তেমন গানের লিরিক গুলিও গানে গানে নিজের মনের কথা বলে দেয় একা একা ছাদের উপরে এই গান শুনে আকাশের দিকে তাকিয়ে থাকতে ভাললাগে, গানটি ১০ তারিখ রিলিজ হওয়ার কথা ছিল হয়েছে ১১ তারিখ "অপেক্ষায় ছিলাম, ভালবাসি ইভান ভাইকে ভালবাসি অ্যাশেক কে ভালবাসি অ্যাশেজ ব্যান্ডের প্রতিটি মেম্বারদের কে ভালবাসি অ্যাশেজের সকল ভক্তদের কে অফুরন্ত ভালবাসা রইলো 😍
Viya ...apnake anek anek anek tnx...life tai j evan vai er song er shate jorai nice...vi er gan mane amr mto hajar manus er mono shantir mul chabi-kat_he😭😭😭
ভাই যে গানের ভেতর বস্তবের ছায়া দেখা যাই, সেটাকে আমরা শিক্ষানীয় বলি। এটি ও তেমন যারা বস্তবের সম্মুক্ষিন হয়ছে একমাত্র তারাই এই কথাগুলার মানে বুঝেতে পারবে।তবে একটা কথা আমরা এসেজ মানেই কি জানি এটা সুধু একটা ব্যান্ড না, এটা আমাদের ফ্যামিলি যা কিনা সবার জন্ন্য।দোয়া করি আপনেরা এই ভাবেই এগিয়ে জান।আমি খুব ছোট মানুষ ভাই,কিন্তু এই ছোট বয়স এ আনেক বাস্তেবের সম্মুক্ষিন হয়ছি,জীবন কখন ও সুযোক হলে ইভান ভাই এর সাথে এক বার দেখা করার ইচ্ছা আছে,ভাই জড়িয়ে ধরে কান্না করার খুব ইচ্ছা আমার
২০১৭ সালে আপনাকে হারিয়ে এত সুন্দর গান টা শুনা ,, আপনি হারিয়ে না গেলে এত সুন্দর গান কখনও শোনা হতো না,, ধন্যবাদ আপনাকে,, আমাদের ৫ বছরের রিলেশন শেষ করে দেওয়ার জন্য,, সেইদিন দেখলাম আপনার কুলে আপনার ছেলে ,, দেখে একটু ভালোই লাগলো ,, আমি আমাদের সুন্দর রিলেশন শেষ হওয়ার জন্য আপনাকে দোষ দিবো না,, কারন আমি তখন বেকার আমার পরিবার টা খুব গবির,, সেইজন্য আপনার পরিবার আমাদের সম্পর্ক মেনে নেয় নি ,, আমি কখনো চাইবো না আপনি অসুখী হন ,, আপনি অনেক সুন্দর পরিবার পেয়েছেন , আপনার জামাই এর অনেক সম্পত্তি আপনি ও অনেক সুখী ❤। ভালো থাকেন,,
আজ যদি ফেমিলি, বন্ধু, প্রিয় মানুষ সব ছেড়ে যদি দূর দেশে না আসতাম তবে এই গান হয়তো কখনো শুনা হতো না🙂। ধন্যবাদ জুনায়েদ ইভান ভাই আপনাকে💝। আপনাকে আমি আমাদের কুয়েটে প্রথম সামানাসামনি দেখছিলাম💝🌺
' এমন চেনা ' (Guitar Chords)
Dm
এমন চেনা চিনবে লোকে
C G Dm
তাকানো যাবে না চোখে
Dm
এমন সুখের আনন্দের চাইতে
C G Dm
দুঃখ পাওয়া ভালো
Dm C Dm
আআআআহ আহারে
Dm C A# A
এমন মাটির বাসার চাইতে, আকাশের চিল ভালো
Dm C A# A
ছোট বেলার খেলার সাথি, বড় হয়ে বদলে গেছে
Dm C A# A
এমন গানের লাইনের চাইতে, বালিশ ধরে কান্না ভালো
Dm C A# A
এমন কথা শোনার চাইতে ধুকে ধুকে মরা ভালো।
Dm C A# A
এমন পোড়া মনের চাইতে সুনীলের কবিতা ভালো।
Dm C A# A
জনম ধরে কস্টের কথা, বলতে বলতে জনম গেলো।
Dm A# Dm
আমার একটা মানুষ হইল না,
C A# Dm
যে আগা গোড়া জানবে আমারে।
Dm A# Dm
আমার একটা মানুষ হইল না,
C A# Dm
যে আগা গোড়া জানবে আমারে।
Song: Amon Chena
Lyrics & Tune: Zunayed Evan
Violin: Ayshi Saha Roy
Mixed and Mastered by Sultan Rafsan Khan
Zunayed Evan (Ashes)
ধন্যবাদ ভাই 😍
Zunayed Evan (Ashes) ভালোববাসি ভাইয়া...
ভালো লাগছে শেষের লাইনটা বেশি জোশ
Zunayed Evan (Ashes) অন্যরকম কিছু শুনছি মনে হচ্ছে
কিছু বলতে পারতেছি না।
ভালোবাশা নিবেন।
আমাদের বাংলাতে এতো গভীর অর্থ ওয়ালা গানগুলো থাকতে আমার সস্তা হিন্দি গান শুনে নিজেদের দুঃখ ভুলানোর চেষ্টা করি । অনেকের এই গানগুলোর অর্থ বোঝার ক্ষমতা নাই , সেইজন্য সস্তা খোঁজে সবসময় । আমি গর্বিত আমাদের এমন একটা ব্যান্ড সমাজ আছে♥️
ভাইয়া নিজেকে পোক্ত ভেবো না
ভাইয়া নিজেকে পোক্ত ভেবো না
op
❤️
আপনার, সাথে সহমত ❤️
বিশ্ববাসী যদি বাংলা ব্যান্ড গানের ভাষা বুঝত,
তাহলে এই গানটা বিলিয়নে হিট করত🌼✨🖤
Thik
Tumar jonno nilche tara Lofi (Slowed+Reverb)
th-cam.com/video/4nyomRMVU4A/w-d-xo.html
মা মারা যাবার পর এই গান টার মানে টা বুঝলাম ধন্নবাদ জুনায়েদ ইভান ভাই😭😭😭😭😭❤️
Same Feel bro 😔💔
😓😓😓
😭😭😭
Vai mon kharap koyren na allah mal allahi niye gese 😔😔💔😢😢
😭😭😭😭😭😭😭🥺🥺🥺🥺🥺🥺🥺😣😣😣😓
এক নারীতে আসক্তি সত্যিই এক অন্যরকম অনুভূতি 😌💗 এই গানটাই তার প্রমান!
🙂🙂
আমিও,একনারীতে,,আঁকত হয়ে,ঠকে,গেছি,🥺💔
এক নারীতে আসক্ত হওয়ার আগে,, গাঁজার দাম নেওয়া জরুরি🥲
এক নারী 😢
ব্রো এটা প্রেম/বিচ্ছেদের গান নয়। আগে গানের ভাষা বুঝুন
অ্যাশেজের গান শোনার সময়ে শেষের অংশটুকুর জন্যই সবসময় অপেক্ষা করে থাকি ❤️
"আমার একটা মানুষ হইলো না
যে আগাগোড়া জানবে আমারে"
What was L doing here?
Same
Asole e tai .. ses line 2 ta just osthir🖤🖤
Oy oy 🍁
Same to you
আজকে আমার জিএফ এর বিয়া।হঠাৎ এই গানটার কথা মনে পড়ল।হয়তো আগামী প্রজন্ম আমার কমেন্ট টা পড়বে।আর কষ্ট টা বুঝবে।ধন্যবাদ ইভান ভাই।এই রকম গান আমাদেরকে উপহার দেয়ার জন্য।
Gf er family er sathe kotha bolen nai vai?
@@mamaproblem9879 bolchi bhaya...tar ma raji chilo but tar baba ar bhai raji chilo nah...
@@FIFAInfinityQuest ooo
@@FIFAInfinityQuest 😢
Amro vai same to same (shopno hin Robin)
লাস্ট দুটো লাইনই জীবনের সকল কথা নির্ভুলভাবে বলে দিলো।
লাভ ইউ ভাই।
২বছর ধরে শুনছি।
এই প্রথম লিখলাম কিছু।💖
নতুন আরো গান চাই।
😎😎😎
কৃতজ্ঞতা জানাই সেই সব ভয়ংকর সুন্দর স্নিগ্ধ মায়াবী নারীদের যাদের জন্য এই গানটা আমাদের কাছে এত প্রিয়....!!😇❤️🩹
হৃদয় ছুঁয়ে গেলো!
অাহারে! 😊
ভালোবাসার অারেক নাম ইভান ভাই! 💜
❤️🖤
Hi
Kemon aco
Apnio amader moto
৬ বছর আগের কমেন্ট 🫡,,,২০১৮ সালের👍
গানটা ছিলো মাএ 6 মিনিটের
কিন্তু
ভালোবাসা ছিলো হাজারো ব্যাচেলর এর জীবন থেকে নেওয়া প্রতিটা সেকেন্ড প্রতি টা সময়
লাভ ইউ " ইভান ভাই "💙💙
❤️❤️
❤️❤️❤️❤️
😢
আমার একটা মানুষ হইলো না যে আগাঘোড়া জানবে আমারে ♥️
কি লাইন রে ভাই🖤
😴🙂
🥺
তা বোঝার ক্ষমতা তোমার নাই🎸🌬🔥
আমার একটা মানুষ হইলো না যে আগাঘোড়া জানবে আমারে......
এই লাইন টা সবার বোঝার ক্ষমতা নেই
আমি এই আশায় এখানে একটা কমেন্ট করে গেলাম যে, যখনি কেউ ভবিষ্যতে এটাতে একটা লাইক করবে আমি আরো একবার এই মাস্টারপিসটা শোনার সুযোগ পাব!
ভাই আপনার রুচি আছে। আসন আবার শুনি এই মাস্টার পিছ গানটি।
ভাই আমার একটা বিয়ে হয়েছিল আর বিয়েটা হয়েছিল আমার পছন্দের মানুষের সাথে কিন্তু আজকে সে মানুষটা আমারে ধোকা দিয়ে চলে যাইতেছে। তার কাছে আমার অভিযোগের শেষ নেই৷ আমি বিয়ে করেছি আমার ২২ বছর থাকতে এক বছরও হয়নি তার ভালোবাসা আমার থেকে ফুরিয়ে গেছে সে চলে গেছে দূর দূরান্তে ।
মেয়েরা বেইমান ছলনাময়ী কালনাগিনী @@SajidRahman-o9b
অ্যাশেজ মানেই গানের কথায় গভীরতা😊🖤
Bro🤝🫂
গানটি প্রথম যেদিন রিলিজ হয়েছিল
সেদিন একটানা ৯১ বার শুনেছিলাম ভাই,,,,, 🥺🥺
100+
Subscribe and like please
th-cam.com/video/ptq3vTQ4rPI/w-d-xo.html
Tor ki kono life nai vai....koitasos mittha taw ei gan..suntasili r putki thabraitesili??
জুনায়েদ ইভান মানে একটা অনুভূতি 🥀💔
৪.৫৩ সেকেন্ড এর পরে গান টা আলাদা একটা জগতে নিয়ে যায়...😩🫀
অ্যাশেজ...🫂💙
গান টার লাস্ট কলি টা সেই লাগে। আমার একটা মানুষ হইল না
Haa..amr o..sey akdm..sob bole dey jeno lyrics gula
R8 bajan😍
কি আছে, ইভান ভাইয়ের গান গুলোতে,
যা শুনে এতো কম বয়সেই তকে ভালোবাসা।🖤🖤🖤🥀
শুকনো খাইলে সবই ভালোলাগে
@@AKIBGAMER7 vai ai gan sunla suk na khao a lage na amnitay pinik dayyy
@@mdsheam5389 প্রতিদিন500টাকা খরচ করতাম না তাইলে
এই গান শুনেই পিনিক করতাম
😀😀😀😀
এই ৬ মিনিট ৬হাজার কোটি বছরের অনন্ত সময় হোক,
তবু গান গুলো শেষ না হোক কোনোদিন 🖤
Apur mone onek prem
😍🥰😍
👍👌 🥰
Vala
Cap ta diba
এমন একটা মানুষ হইলো নারে যে আগা গোড়া জানবে আমারে !
ছোট বেলার খেলার সাথী, বড় হয়ে বদলে গেছে!,
What a Lyrics!
যতবার শুনি ভালো লাগে।
সত্যিই ছোট বেলার খেলার সাথীটা বড় হয়ে বদলে গেছে।
এখন আর আগের মতো খবর নেয় না, এখন আর তার সাথে তেমন কথা হয় না!
ধন্যবাদ ইভান ভাই, একা মূহুর্তে আপনার গানগুলো কে সঙ্গী হিসেবে পেয়েছি❤️
🙂👍
hmmm vai
গল্প টা থাক না অপ্রকাশিত,
মন তো জানে কে এই গল্পের প্রধান চরিত্র 💔🥀
কথা টা ভালো লাগছে।❤️🥀
Valo lagce bhaiya
গল্প টা থাক নাহ অপ্রকাশিত
মন তোহ জানে কে এই গল্পের প্রধান চরিত্র 💔🥀
@@memahinuddin4230❤❤❤
ইঞ্জিনিয়ারদের জীবনের প্রতিটি অনুভূতি জুরে আছে জুনায়েদ ইভান ভাই,,
ভালবাসা অবিরাম ❤️❤️
কমেন্ট টা করে গেলাম কেউ এসে লাইক করলে নোটিফিকেশনের শব্দে আবার গানটা শুনতে পারবো 🥀😟💛
❤
আপনার চিৎকার, আমার ভিতরে হাহাকার করে উঠে😥
কলিজা ছিড়া লিরিক্স ❤
Subscribe and like please
th-cam.com/video/ptq3vTQ4rPI/w-d-xo.html
আমার ছেলের জন্য কমেন্ট টা রেখে গেলাম,
বাবা বড় হয়ে দেখিস, তোর বাবা কোন লেভেলের লিজেন্ড দের গান শুনতো
Zunayed Evan ♥️
❤❤❤
Same to me
হা হা গা
@@ashesmehrab854 😍😍
Valobasa roilo ❤️💚🧡
৪৭ মিনিট অপেক্ষার পর পেলাম "এমন চেনা"। অপেক্ষাটা মধুর ছিলো।সবশেষে আপনার সেই চিরচেনা গানের টান। আর তার সাথে লোভনীয় ঘোর এর মোহ তো আছেই।।ঘোর এ যাবার জন্যে কেমন আছো আর "এমন চেনা" ই যথেষ্ট।
সেরা অংশ এটাই আমার কাছে
"আমার একটা মানুষ হইলো না, যে আগাগোড়া জানবে আমারে
আমার একটা মানুষ হইলো না, যে আগাগোড়া জানবে আমারে"
এক্সপেক্টেশন যতটুকু ছিলো তার থেকে বেশিই পেয়েছি। ভালোবাসা সবসময় ভাই! ❤
Iyano Pipris ভাই আপনার সাথে অনেকদিন পর দেখা
Music is Fan তোমাদের কমেন্ট তো দেখি আমার আগে! বরাবর ব্যান্ডের সব গুলা গানেই তোমাদের হাইলাইট কমেন্ট পাই। বেস্ট অব লাক।কিপ ইট আপ।
Iyano Pipris ♥♥
Iyano Pipris ভাই অনেকদিন আপ্নারে ফেসবুকে দেখি না
আপনার লিংক টা দিবেন
ভাইয়েরে একটু দেখতাম??
Music is Fan Qoqo লিখে সার্চ দাও পেয়ে যাবে!
Ashes মানেই ভালোবাসা....❤️
Ashes মানেই লিরিক্সের গভীরতা ❤️
Ashes মানেই হারিয়ে যাওয়ার অনুভূতি সীমাহীন.....🥰🥰🥰
This is one of my best song from Ashesh ❤️
my best song
th-cam.com/users/shortsK5LqsBiWzg0?feature=share
Love you mam🖤🧜♀️♠🧜♀️
সত্যি মরার পরে সবাই চিনে বেচে থাকতে কেউ খবরও নেয়না 😥
ভালোবাসা রইলো ভাই ❤️❤️
আমার একটা
মানুষ হইলো না
যে আগাগোড়া
জানবে আমারে!
Just love this lyrics.💜
Gazi Sohel
Gazi Sohel hum thik
Smm
Right
Nice
আমাদের বাংলাতে এতো গভীর অর্থ ওয়ালা গানগুলো থাকতে আমার সস্তা হিন্দি গান শুনে নিজেদের দুঃখ ভুলানোর চেষ্টা করি । অনেকের এই গানগুলোর অর্থ বোঝার ক্ষমতা নাই , সেইজন্য সস্তা খোঁজে সবসময় । আমি গর্বিত আমাদের এমন একটা ব্যান্ড সমাজ আছে♥
গানটা নতুন রিলিজ হওয়া থেকে এখন পর্যন্ত শুনে আসছি।🙂🙂
যতবার শুনি ততবেশি নেশা লাগে।😍😍
লাভ ইউ ইভান ভাইয়া।🖤🖤
🙂🖤
😊❤️
জনম ধরে কষ্টের কথা বলতে বলতে জনম গেলো,,এমন চেনা চিনবে লোকে তাকানো যাবে না চোখে,!!
আহা.......আহারে...!! আমার একটা মানুষ হইলো না যে আগাগোড়া জানবে আমারে !!🙂🙂
Best chilo vaiya line gula..👌👌👏
Thanks for this song thanks a lot Ashes&Evan Vai😍😍❤❤
ahare
Ahareeee
Boroi dukker kotha
রাত ৩:৩৮....
বেলকনিতে বসে আছি...
কানে হেডফোন...
মিডিয়াম ভলিউম দিয়ে গান শুনছি....
হাতে বেনসন.... 😍😍😍
shera
Amr Gold Leaf!
আমার হাতে weed
😍😍 same broo
Amar hate black
আলহামদুলিল্লাহ আমার ১১ বছরের ভালোবাসা, পাঁচ বছরের সংসার রানিং, ফুটফুটে একটি কন্যা সন্তান, বাবা মা ভাই বোন সবই আছে মাশাল্লাহ।তারপরও এই গানগুলি শুনতে মনে চায়, অদ্ভুত এক মায়া কাজ করে এই গানগুলোর ভিতর, কাঁদতে মনে চায়, মাঝে মাঝে আমি আর আমার ভালোবাসা একসাথে কাঁদিও গানগুলো শুনে। না পাওয়ার কষ্টটা ফিল করি। সত্যিই ইভান ভাই অন্য জগতের এক মানুষ। ভালোবাসা নিরন্তর ভাই ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤
❤❤❤
❣️❣️❣️❣️
মেয়ে হয়েও তোমার গানে আসক্ত... এই গানটা না শুনলে আমার ঘুমই ধরে নাহ...❤❤
Sinthiya Safa
ঘুম আসার ঔষধ হিসেবে কাজ করে প্রতিটি রাত💔😊
Haha
Nice
আপু গনটার ওই শেষ লাইনটা জীবনের সাথে মিলে যায় আজ ৬ মাসে এই গানটা মনে হয় ৬ হাজার বার শুনছি
অনেক ভালো লাগে গানটা
এই গান ডাউনলোড করা ছিলো,বাট শুনা হয়ে ওঠে নাই পুরা কখনো,এখন শুইন্না পুরা গানের প্রেমে পরে গেলাম,ইভান ভাইয়ের মধ্যে একটা জাদুকরি কিছু আছে,নেশা হয়ে যায় গানগুলায়❤️❤️
এক কলি গাঁজার নেশার পরে এই গানটা যেন অন্য এক পৃথিবী তে নিয়ে যায় 🖤🖤
১০০% রাইট
জয় গুরু 🖤
জয় জয়েন্ট🥰
আহ
১ মিলিয়নের অগ্রিম শুভেচ্ছা জুনায়েদ ইভান ভাই। আপনার গানগুলো আরো হাজার বছর বেঁচে থাকুক।
সুখের পেছনে দৌড়াতে দৌড়াতে যখন ক্লান্ত হয়ে যাই তখন এই গানটা খুব শক্তি জোগায় সামনে এগিয়ে যেতে 🙂
আমার একটা মানুষ হইল না,,,যে আগাগোড়া জানবে আমারে 👌
ফাটাফাটি ভাই 😊
আমি কলকাতা থেকে শুনছি।
অনেক ভালবাসা দাদা ✌✌✌😍
Imran Hossain hi bro
Imran Hossain tnx from Bangladesh
অনেক লাইক পেয়ে কেমন লাগছে দাদা?নিজেকে বাংলাদেশী বলতে অনেক লজ্জা লাগে?চলে যান ভাই,আমাদের লজ্জা দেবেন না দয়া করে।
আপনি তো মুসলিম তো দাদা বলছেন কেন
Like pawar jonno nije k indian bollen bhai......ci ci .....lojjajonok
Ashes is just not a band 💫🌸
It's an emotion 🥺🖤✨
our EMOTION
গান শুনতে শুনতে কমেন্ট পড়ার রোগ কার কার আছে।
যেমন আমি ___
আমার...
🙋♀️🙋♀️
👋
কমেন্ট পড়তে আসছিলাম।
Hm amr oww
ভাই আমার
যখনই মন খারাপ থাকে আর যখনই একলা লাগে, তখনই TH-cam এ এসে ইভান ভাইয়ার গান শুনি।
কি জিনিস ভাই আপনি,,,hands-off bro
এটা গান নয়,,এটা লাখো কোটি মানুষের আর্তনাদ,,যেমনটা আমার ভেতেরেও বিদ্যামান😞
ইভান ভাইয়া
আপনি একটা জটিল মানুষ ❤❤
একেবারে ভেতরটাকে স্পর্শ করে যায়
ভালবাসা অফুরন্ত ❤❤❤😍😍
lovely
Nice
Aita r notun ki
Joss😍
মায়াবিনী কন্যা তোমার পরিচয় ও মোবাইল নাম্বার দিতে পার জানি দিবে না আমি মানুষটা যে খারাপ সেইটাই তোমাদেরই মতো মেয়েদের মাথায় চিন্তা ঘুরপাক খায় সব সময়।।💕আকাশ হৃদয়ের কাছাকাছি💕💘ctg....
নেশা করা লাগে না...ashes এর গানগুলোই একটা নেশা 🖤
Haa vaii 😊💖
Right
পড়ন্ত বিকালে, হালকা বাতাসে বসে বসে শুনতেছি,
আহা অনুভূতি।😍
আগামী দিনের লোকেরা যখন শুনবে এই গান তখন তারা বুঝবে গানটার মর্ম কতটা🖤
Love You Evan🖤💔
প্রতিটা চিৎকার সোজা কলিজায় গিয়ে লাগে!
ভালবাসা অবিরাম। 💖
আমি মদের নেশায় আসক্ত নই,,জুনায়েদ ইভানে আসক্ত!
tui ekta bolod
@@sharminjany4532 কেনও
Love react thakle bro ekta love react pete💝💝💝
তোর মত ফ্যানের কারনে ইভান আজ প্রশ্নবিদ্ধ। ইভান বলেনাই তারে নিয়া অতিরঞ্জিত হতে
Subscribe and like please
th-cam.com/video/ptq3vTQ4rPI/w-d-xo.html
কোনো এক সন্ধা বেলায় গানটা সুনে এত ভালো লাগে যে আজ ও সন্ধা বেলায় গানটা শুনি এবং প্রতিনিয়ত চলবে,,
ভালোবাসার ইভান ভাই❤️❤️❤️
What a lyrics
From India ❤️
Love from bd
@@koleneo8475 Apni Mr Triple R server er??👀
@@ignoreKHALID na vai
ভাইয়ের সতেরো পৃষ্ঠা গানটা আর এমন চেনা চিনবে লোকে
এই দুইটা গানে আমাকে ভাবায় প্রচুর. ___love u vai ta🥀🎧
এই গান গুলা বেচেঁ থাকার অনুপ্রেরণা ❤️🥀 ধন্যবাদ প্রিয় জুনায়েদ ইভান ভাই 🖤
কমেন্ট রেখে গেলাম,
হয়তো ২০৩০ সালের পরও আমার মতো কেউ এসে গানটি শুনে কমেন্টে লাইক দেবে 😍❤
Ami akjon aslam bhai evan addicted 😍
2001
2022/2/18
8:52 pm
Hmmm
লাভ ইউ ভাই 🥰
বয়স বাড়ছে । ইগো বাড়ছে । ভালোবাসার মানুষ কমছে । মানুষ ছেড়ে যাচ্ছে । আপন মানুষ ঠকাচ্ছে । বন্ধুবান্ধব কমছে । একা হয়ে যাচ্ছি । আনন্দ কমছে । কিছুই ভালো লাগছেনা । কষ্ট বাড়ছে । নিজেকে নিজেরই প্রতারক মনে হচ্ছে । নিজেকে নিজেরই ভাল্লাগছেনা।
কিন্তু শত খারাপ লাগার মঝে ইভান ভাই এর গান গুলো আছে!!
আমি মনে করি গানগুলো আমার জন্য গাওয়া হয়েছে!!
ধন্যবাদ দিয়ে আপনাক ছোট করবো না ইভান ভাই!!
আমি মনে করি Ashes ব্যান্ডে একটা ভালো মানের র্যাপার প্রয়োজন, এক কলি করে যদি র্যাপ গান থাকতো তাহলে আরও অনেক ভালো লাগবে 🥰
ভাই মনের কথাগুলো খুজে পাই ।সত্যি ভিতর আত্মাটা অতৃপ্তি রইয়েই গেল ভাই। ইভান ভাই আপনি সেরা।। এত আবেগ কোথায় থেকে দেন ভাই।
এমন চেনা চিনবে লোকে তাকানো যাবে না চোখে😭😭
05:42-06:48 ডিরেক্ট কলিজায় লাগলো ভাই_____
"আমার একটা মানুষ হইল না,যে আগা গোড়া জানবে আমারে।
আমার একটা মানুষ হইল না,যে আগা গোড়া জানবে আমারে।"
হায় রে_________________________
আমি নিজেন ইভান ভাই এ আসক্ত 😍😘
Polash broh ♥
নোয়াখালীর কিং🥰
একদম ভাই🖤🖤
Polash Vai naki..😍
এ কেডা মোগো পলাশ ভাই নাকি 😍😍
গভীর রাতের জন্য ..! আামাদের একটা জুনায়েদ ইভান আছে..! 💔🥀
😥
আমার একটা মানুষ হইলো না,
যে আগাগোড়া জানবে আমারে!
আহারে!💜
যতবারই শুনি বিরক্ত কোনবারও লাগে না।
গানটা শুনলে একটা আলাদা অনুভূতি পাওয়া যায় ❤️❤️
আত্মহত্যা মহাপাপ বলে আজ এই শহরে হাজার জীবন্ত লাশ ঘুরে বেড়ায়🖤🥀🙂
🤣🤣🤣🤣
আমিও একটা জিবন্ত লাশ
😪😪😪😪😪😪
Thik vai monay onek kosto moira jaitay mon chai😶😞
Abr comment korlm. Jotobar Gaan ta suni totobar Khali sunyeu sunte mone cay
Joto notification pabo abr Cole asbo ei gaane❤❤❤
"আমার একটা মানুষ হইল না,
যে আগাগোড়া জানবে আমারে"
শুধু এদুটো লাইন শোনার জন্য বার বার ফিরে আসি ❤️🙂
😢😢
"আমার একটা মানুষ হইল না,🥀
যে আগাগোড়া জানবে আমারে "🖤
২০২১ শে কে কে শুনছেন তাদের দেখতে চায় লাইক দিয়ে জানান,,,
ভাই এই গানটা অনেক ভাল লাগছে আরো নতুন উপহার চায়,,,
2020 সালে কে কে শুনছো plzz like
ami
আমি
Ami
আমাদের নতুন চ্যানেল Song Duniya এই চ্যানেলটি ঘুরে আসার জন্য সবার কাছে অনুরোধ রইলো 🥰
আশা করি সকল গানগুলো আপনাদের ভালো লাগবে 🙃
ভালো লাগলে অবশ্যই Subscribe করবেন 🥰
Valo lager 2020 a sunesi
বাংলাদেশর একজন জীবন্ত কিংবদন্তি
জুনায়েদ ইভান ভাই 💜
বেচেঁ থাকার অনুপ্রেরণা ❤🥀 ধন্যবাদ প্রিয় জুনায়েদ ইভান ভাই 🖤
this line
আমার একটা মানুষ হইলো না যে আগাগোড়া জানবে আমারে " 😅
❤❤
💜💜💜💜
@@MdSojib-gd1hb 🥰🥰🥰🥰🥰🥰
গানটা শুনলে অদৃশ্য এক অনুভূতি এসে আঁকড়ে ধরে,,,লাভ ইউ ইভান ভাই💝
আজ ৯ মাস ১৬ দিন হয় ৪ বছর এর রিলেশন শেষ হয়েছে, আজ তাকে অনেক টা ভুলে গেছি। আজ এই গানটার মধ্যে দিয়ে সেই মানুষ টাকে ভুলার গন্ধ পাচ্ছি 💔 ধন্যবাদ ইভান ভাই। মন ভাঙা মানুষ গুলো আপনাকে খুব ভালোবাসে ❤️
ইভান ভাই আমি সৌদিআরব থেকে বলছি
সন্ধ্যা ছয়টা থেকে ১১ টা পর্যন্ত ইউটিউবে ঘুরাঘুরি করছি
অনেক অপেক্ষার পর আজ ভিডিও পেলাম পেয়ে খুবখুব আনন্দিত আমি,
৪-৫ বছর পর নতুন গান।
ভালবাসা ও শুভ কামনা রইলো
Sabbir Rahat ভাই ভাই
♥♥♥♥♥
Tullona hoy na a music er sobar upore...love u boss💌💌
আমি পাইলাম , অবশেষে আমি ইহাকে পাইলাম ।
আহা.........এমন একটা মানুষ হইলো না ,যে আগাগোড়া চিনবে আমাকে ।
ধন্যবাদ জুনায়েদ ইভান ভাইয়া ।এত দরদ ভরা ভয়েস কলিজায় লাগে । অনেক অপেক্ষার ফল হাতে পেয়ে অনেক আনন্দিত ।
আমার একটা মানুষ হইল না,
যে আগাগোড়া জানবে আমারে"
শুধু এদুটো লাইন শোনার জন্য বার বার ফিরে আসি❤️🙂
শেষের লাইন ২টা যেন জীবনের বাস্তব রুপ বলে দেয়।বেলকনিতে বসে হাতে বেনসন আর এই গান।What a feeling...🧠🧠🧠
সব গান প্রেমিক প্রেমিকার হয় না, কিছু গান মায়ার হাহাকারেও হয় 😒সত্যি মা বাবা থাকলে বোধহয় মায়ার কাঙাল হইতাম না 🥺এ দুনিয়ায় ভাতের যে এতো এতো ধরন ,সব ভাতই ভাত শুধু মায়াটার অভাব ,মায়ামাখা দুর্গন্ধ ওয়ালা ভাতটা যদি পেতাম অমৃত বলে ঢেকুর তুলতাম😔
প্রতিটা কষ্ট, দুঃখ , দুর্দশা , হতাশায় ASHES ! কলিজায় লাগে গানগুলা ভাই !
তোমাকে পাওয়া হয় নি তাই,ইভান ভাইয়ের গলায় নিজের চিৎকার শুনতে পাই🙂
ভালো থেকো তুমি🖤🥀
chitkar sunte pai
অনেক অপেক্ষার পর আজ ২০১৮ শালের সেরা ভিডিও টা পেয়ে গেলাম অ্যাশেজ ব্যান্ড থেকে,
এই গানের নামটাই দেখে
গানটা শুনার ইচ্ছে জেগেছে অনেক "এমন চেনা " চিনবে লোকে তাকানো যাবেনা চোখে
এমন গানের লাইনের চাইতেও বালিশ ধরে কান্না ভালো,
গানের লিরিক গুল একদম কবিতার মত আমি অবাক হয়ে
ভাবছি কিভাবে ইভান ভাই এই গানের সুর দিবে কিভাবে সম্ভব, আমার মনে হয় এই এলবাম টার নাম হবে "তাকারা অন্যমনস্ক "আর এই গানটা হচ্ছে প্রথম গান,
ইভান ভাইয়ের ফেসবুক পোষ্ট গুলি যেমন মর্মান্তিক
তেমন গানের লিরিক গুলিও
গানে গানে নিজের মনের কথা বলে দেয় একা একা ছাদের উপরে এই গান শুনে আকাশের দিকে তাকিয়ে থাকতে ভাললাগে,
গানটি ১০ তারিখ রিলিজ হওয়ার কথা ছিল হয়েছে ১১ তারিখ "অপেক্ষায় ছিলাম,
ভালবাসি ইভান ভাইকে
ভালবাসি অ্যাশেক কে
ভালবাসি অ্যাশেজ ব্যান্ডের প্রতিটি মেম্বারদের কে
ভালবাসি অ্যাশেজের সকল
ভক্তদের কে
অফুরন্ত ভালবাসা রইলো 😍
Music is Fan জি ভাই অনেক ভালবাসি ভাই অনেক বেশী
ভালবাসি ইভান দা।। ♥
Viya ...apnake anek anek anek tnx...life tai j evan vai er song er shate jorai nice...vi er gan mane amr mto hajar manus er mono shantir mul chabi-kat_he😭😭😭
Alex Shaied আহ্ ভাই লাইগা গেলো কথা গুলি।
ভাই যে গানের ভেতর বস্তবের ছায়া দেখা যাই, সেটাকে আমরা শিক্ষানীয় বলি।
এটি ও তেমন যারা বস্তবের সম্মুক্ষিন হয়ছে একমাত্র তারাই এই কথাগুলার মানে বুঝেতে পারবে।তবে একটা কথা আমরা এসেজ মানেই কি জানি এটা সুধু একটা ব্যান্ড না, এটা আমাদের ফ্যামিলি যা কিনা সবার জন্ন্য।দোয়া করি আপনেরা এই ভাবেই এগিয়ে জান।আমি খুব ছোট মানুষ ভাই,কিন্তু এই ছোট বয়স এ আনেক বাস্তেবের সম্মুক্ষিন হয়ছি,জীবন কখন ও সুযোক হলে ইভান ভাই এর সাথে এক বার দেখা করার ইচ্ছা আছে,ভাই জড়িয়ে ধরে কান্না করার খুব ইচ্ছা আমার
২০১৭ সালে আপনাকে হারিয়ে এত সুন্দর গান টা শুনা ,, আপনি হারিয়ে না গেলে এত সুন্দর গান কখনও শোনা হতো না,, ধন্যবাদ আপনাকে,, আমাদের ৫ বছরের রিলেশন শেষ করে দেওয়ার জন্য,,
সেইদিন দেখলাম আপনার কুলে আপনার ছেলে ,, দেখে একটু ভালোই লাগলো ,,
আমি আমাদের সুন্দর রিলেশন শেষ হওয়ার জন্য আপনাকে দোষ
দিবো না,, কারন আমি তখন বেকার আমার পরিবার টা খুব গবির,, সেইজন্য আপনার পরিবার আমাদের সম্পর্ক মেনে নেয় নি ,, আমি কখনো চাইবো না আপনি অসুখী হন ,, আপনি অনেক সুন্দর পরিবার পেয়েছেন , আপনার জামাই এর অনেক সম্পত্তি আপনি ও অনেক সুখী ❤। ভালো থাকেন,,
একটার পর একটা তামাক পাতা শেষ হবে "এমন চেনা" শেষ হবে না।😍😘❤❤
This line.....☺
আমার একটা মানুষ হইলো না
যে আগাগোড়া জানবে আমারে💔
.
.
কলিজায় লাগে ভাই💔
২৭ এপ্রিল 2020 সাল এখন☺️
কমেন্ট রেখে গেলাম হয়তো কখনো কেউ এই গানটার প্রেমে পরে আমার কমেন্ট দেখবে☺️🙂
.....• _ •.......?
Subscribe and like please
th-cam.com/video/ptq3vTQ4rPI/w-d-xo.html
🥰
❤️❤️❤️
আজ যদি ফেমিলি, বন্ধু, প্রিয় মানুষ সব ছেড়ে যদি দূর দেশে না আসতাম তবে এই গান হয়তো কখনো শুনা হতো না🙂।
ধন্যবাদ জুনায়েদ ইভান ভাই আপনাকে💝।
আপনাকে আমি আমাদের কুয়েটে প্রথম সামানাসামনি দেখছিলাম💝🌺
ভাই চিল্যান গুলা সোজা কলিজায় লাগে!
রাতের 3ঃ 30 মিনিট ঘুম ভাংছে এখন মনে হচ্ছে ভাই এর গান গুলা শুনার পারফেক্ট টাইম!
Subscribe and like please
th-cam.com/video/ptq3vTQ4rPI/w-d-xo.html
কলিজায় লাগে রে ভাই,,,,
আমার একটা মানুষ হইলো না,,,,,
যে আগাগোড়া জানবে আমারে..........
Subscribe and like please
th-cam.com/video/ptq3vTQ4rPI/w-d-xo.html
😭😭😭
Bhai,Jara ei song relate korte parbe tader ei line ta te Kanna ashbei, guaranteed
ভালোবাসি
😥😥
অসাধারণ লিরিক অসাধারণ গানের গলা ।অসাধারণ যেন অক্সিজেন আছে গানের ভেতরে কতবার শুনছি আর কতবার শুনবো জানিনা 😂আকাশ হৃদয়ের কাছাকাছি 💛❤💙💕👍
ভালোবাসার আরেক নাম Ashes❤
এইসব গানকে ভিউ দিয়ে যাচাই করবেন না।এ গান অনবদ্য, এ গানের কোন শুরু শেষ নেই,শুধু ভালবাসা ♥
Nice
❤️
"আমার একটা মানুষ হইলো না যে আগাগোড়া জানবে আমারে "
সবাই এই লাইনটা ফিল করছে 😅🙂🥺💔
Thik
জুনায়েদ ইভান
ভাই ওয়ান পিস 😍
সেই ক্লাস 6 থেকে শুনসি
এবার আমি ক্লাস 10 এ
আমৃত্য পর্যন্ত সাথে আছি
ভালবাসা অবিরাম 💙
বেরথ না হলে এই গানের মুল্ল বুজতাম না ভাই,😔💔
ধন্যবাদ জুনায়েদ ইভান ভাইয়া❤
- গল্পটা থাক না অপ্রকাশিত..!
- মন তো জানে কে এই গল্পের প্রধান চরিত্র!🙂🥀
ভালোবাসার আরেক নাম
জোনায়েদ ইভান ভাই💜💜
ভাই
প্রতি রাতে ঘুমানোর আগে আপনার গান না শুনলে কেন যেন চোখে ঘুম আসেনা।
Heart touching ♡
এটা এমন একটা মাস্টারপিস গান,যে কেউ প্রথমবার শুনে ভালো লাগুক বা না লাগুক। পরে আবার একদিন না একদিন সার্চ করে শুনবেই চ্যালেন্জ।
Masterpiece