জুওপ্লাংকটন বাঁচান!! শীতে তাপ বাড়ান!!মাছকে নিরাপদ রাখুন! Save Zooplankton! Increase temp. Save fish

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 พ.ย. 2024

ความคิดเห็น • 142

  • @habibsarker5382
    @habibsarker5382 3 ปีที่แล้ว +10

    বর্তমানে সময়োপযোগী উত্তর ধন্যবাদ স্যার, একটা প্রশ্ন? কাচা গোবর কোন সারের সাথে মিশাবো ও শতকে কতটুকু?

  • @rafiksk1989
    @rafiksk1989 3 ปีที่แล้ว +2

    এই সময়ের জন্য এইরকম ভিডিও দরকার ছিল খুব সুন্দর লাগলো

  • @saumitromondal2076
    @saumitromondal2076 3 ปีที่แล้ว +1

    ধন্যবাদ স্যার আমি আপনার ভিডিও গুলো ফলো করি এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো লিখে রাখি

  • @koushikshahriyashanto6290
    @koushikshahriyashanto6290 3 ปีที่แล้ว +3

    assalamualaikum sir,
    স্যার, এই কাচা গোবর কি শিং এর পুকুরে দেয়া যাবে?
    জানালে উপকৃত হব।

  • @arshadulkarim1840
    @arshadulkarim1840 3 ปีที่แล้ว

    ধন্যবাদ প্রিয় স্যার আপনাকে আল্লাহ পাক আপনার মঙ্গল করুক আপনার প্রতিটি কথা আমার কাছে অনেক ভালো লাগে তাই তো প্রবাসী জীবন ছেড়ে মাছ চাষ শুরু করি

  • @DesignToDeploy
    @DesignToDeploy 3 ปีที่แล้ว

    স্যার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। দোয়া করি আল্লাহ আপনাকে সু স্বাস্থ্য ও নেক হায়াত দেন। এমনিভাবে যাতে গরিব চাষিদের সাহায্য করতে পারেন।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 ปีที่แล้ว +1

      আমিন।
      আল্লাহ আপনাদেরকেও তাঁর রহমতের ছায়া তলে রাখুন।

    • @yesminabegum6760
      @yesminabegum6760 2 ปีที่แล้ว

      @@abeedlateef8059 amin

  • @mohdshahab826
    @mohdshahab826 3 ปีที่แล้ว +1

    আচ্ছালামু আলাইকুম কেমন আছেন ওস্তাদ।
    মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে ❤

  • @yeakubsarkar3365
    @yeakubsarkar3365 3 ปีที่แล้ว +2

    Thankyou sir খুব সুন্দর একটা পরিবেশন।

  • @rinkuislam9156
    @rinkuislam9156 3 ปีที่แล้ว +1

    ধন্যবাদ স্যার,এই আলোচনা জন্য,এটা অনেকের উপকার হলো।

    • @ashrafripon7032
      @ashrafripon7032 3 ปีที่แล้ว

      আসসালামুয়ালাইকুম, আমি মোহাম্মদ আশরাফ,লক্ষীপুর রামগতি থেকে বলছি। আল্লাহ আপনাকে সুস্হতার সাথে দীর্ঘ হায়াৎ দান করুন। আমার প্রশ্ন,গরুর রক্তে প্রটিন এবং অন্যান্য উপাদানের হার কত, তা মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা যাবে কি? করলে কিভাবে করতে হবে। জানলে উপকৃত হব।

  • @shofiqulbashar6711
    @shofiqulbashar6711 3 ปีที่แล้ว +4

    স্যার, আমার দুটি ফিসারীতেই শিং এর চাষ।
    শিং এর ক্ষেত্রেও কি সপ্তাহে দুইবার কাছা গুবর প্রযোজ্য?
    দয়া করে জানালে উপকৃত হব।

  • @sujondey2671
    @sujondey2671 2 ปีที่แล้ว +1

    স্যার আপনার ভিডিওগুলো আমি যত দেখি তত ভাল লাগে

  • @kabirbera4026
    @kabirbera4026 3 ปีที่แล้ว +1

    নমস্কার স্যার, আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা। আমি আপনার ভিডিও থেকে খুবই উপকৃত। আপনাকে অনেক ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য।
    বর্তমানে আমি দেখছি, পুকুরে একটা সর পড়েছে, সকালের দিকে সর টার রঙ বাদামি,বিকেলের দিকে সবুজ হয়ে যায়,পুকুরের প্রায় অর্ধেক জুড়ে এই সর আছে। এমতাবস্থায় কি করনীয় ? পুকুর এক বিঘা, গভীরতা 5 ফুট।

  • @bilatahmed1624
    @bilatahmed1624 3 ปีที่แล้ว

    আচ্ছালামুআলাইকুম,ছাৰ সময় উপযোগী আলোচনাৰ, ধন্যবাদ

  • @Villagenaturess
    @Villagenaturess 3 ปีที่แล้ว +2

    সময় উপযোগী ভিডিও

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 ปีที่แล้ว +1

      অনেক ধন্যবাদ!

  • @KingKhan-gd6ks
    @KingKhan-gd6ks 3 ปีที่แล้ว

    Sir amar pukure ato fytoplanton je pani dekha jay na.silvercup ace onek tao jay na .ete kono somosha hobe....?

  • @mdamran3622
    @mdamran3622 3 ปีที่แล้ว +1

    স্যার আপনাকে অনেক ধন্যবাদ ❤️❤️❤️

  • @abdullah-bin-tofazzal7556
    @abdullah-bin-tofazzal7556 3 ปีที่แล้ว

    Apnar video gula valo lage.kintu sound system er opor nozor deya uchit.noise cancellation system use korte hobe.akta adaptor use koren

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 ปีที่แล้ว

      অশেষ ধন্যবাদ ভাই।
      আসলে টেকনিক্যাল ব্যাপারে আমি দুর্বল।

  • @viky9281
    @viky9281 ปีที่แล้ว

    Dhonnobad sir, er mane besi kada pukure besi kore chun ba weekly chun dileu prai same kaaj hobe.

  • @NasirUddin-gh2hw
    @NasirUddin-gh2hw 3 ปีที่แล้ว

    ধন্যবাদ স্যার, পাবদামাছ একক চাষ সম্পর্কে একটি ভিডিও বানাবেন আশা করি😍😍😍ধন্যবান দোয়া রইলো ভালো থাকেন😍

  • @yeasinsikder4602
    @yeasinsikder4602 3 ปีที่แล้ว

    স্যার নোনা টেংড়া মাছ নিয়ে কিছু বলুন।আমি ৫০ শতক পুকুরে এই মাছটি চাষ করতে চাচ্ছি

  • @meherulaziz4272
    @meherulaziz4272 3 ปีที่แล้ว +1

    স্যার, আসসালামু আলায়কুম ।
    প্রশ্ন : গোবর শুকিয়ে রাখা আছে। এই শুকনো গোবর কি ভিজিয়ে রেখে ব্যবহার করতে পারি।

  • @mdrahulsk3957
    @mdrahulsk3957 3 ปีที่แล้ว +2

    স্যার ঠান্ডা শেষ হয়ে কি সেই মাছ চাষ
    করব না সব মাছ ধরে গরম এর জন্য
    আবার মাছ ছারবো

  • @zahidulislam1874
    @zahidulislam1874 3 ปีที่แล้ว +1

    Assalamualaikum sir..50 satak pukure 10 feet pani ase.. 1 year e ei pukur thake 5000 kg+ mas utpadon korte chassi.. somvob ki?

  • @yeasinalom9196
    @yeasinalom9196 3 ปีที่แล้ว

    স্যার অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য💕💕

  • @ibrahimmridha7850
    @ibrahimmridha7850 3 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম স্যার! স্যার শুকনা গোবর ভিজিয়ে কি দেয়া যাবে।জানালে খুব উপক্রিত হতাম

  • @saritavihar4927
    @saritavihar4927 3 ปีที่แล้ว

    স্যার বর্তমানে যে রিগেইন ভিটাকেয়ার পুকুরে দেওয়ার জন্য অনেকে বলে সেটা দিলে কি কোন ক্ষতি হবে জানালে উপকৃত হবো।

  • @mustakahmmed7787
    @mustakahmmed7787 3 ปีที่แล้ว

    আমার শিংমাছের পুকুরে এয়ারেটর এর ব‍্যাবস্থা নাই শিতের এসময় বিকল্প কি করা যায় জানালে উপকৃত হব।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 ปีที่แล้ว +1

      2-3 দিন অন্তর অন্তর ভূগর্ভস্থ পানি শ্যালো কিংবা মোটর এর মাধ্যমে 2-4 ঘন্টা দিতে পারেন।

  • @abvlogs5771
    @abvlogs5771 3 ปีที่แล้ว +1

    স‍্যার, আমার পুকুরের পানি গাড় সবুজ রঙে পরিনত হয়ে এখন কি করি

  • @saumitromondal2076
    @saumitromondal2076 3 ปีที่แล้ว

    গত দশ মাস থেকে আপনাকে ফলো করছি

  • @subaldas9639
    @subaldas9639 3 ปีที่แล้ว

    চার আপনাকে অনেক ধন্যবাদ

  • @rafiqulislammohsin7164
    @rafiqulislammohsin7164 2 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম স্যার,
    শিং, মাগুর মাছের একক চাষের পুকুরে কি গোবর প্রয়োগ করা যাবে?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      ফান্ড কম থাকলে এগুলি চাষ করবেন কেন!!!

  • @kursimedia1089
    @kursimedia1089 3 ปีที่แล้ว

    স্যার।আপনার সাথে সরাসরি দেখা করতে চাই।অনেক কিছু জানার আছে অনেক প্রশ্ন তৈরি করছি।অবশ্যই আপনার সাথে দেখা করব ইনশাআল্লাহ। আপনার মতামত জানাবেন প্লিজ

  • @jobayeralom3343
    @jobayeralom3343 3 ปีที่แล้ว

    ধন্যবাদ স্যার,

  • @saumitromondal2076
    @saumitromondal2076 3 ปีที่แล้ว

    বাংলার নতুন বছরে একবার যেতে চাই বাংলাদেশ আমি ইন্ডিয়া থেকে এবং সুযোগ পেলে দেখা করতে চাই

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 ปีที่แล้ว +1

      ভীষণ খুশি হব।

  • @mithuchannels2341
    @mithuchannels2341 3 ปีที่แล้ว +1

    স্যার কাচা গোবর এর সাথে রাইস পলিস মিশিয়ে কি দেয়া যাবে? জানালে উপকৃত হব

  • @mdmonirulislam4380
    @mdmonirulislam4380 3 ปีที่แล้ว

    আমি নাটোর থেকে বলতেছি, প্লিজ যদি এই বেপারে একটু আলোচনা করবেন।
    শীতে টেংরা মাছে কেনো ঘা ধরে, এটি রোধ করার উপায় কি, এবং টেংরাতে ঘা ধোরে গেলে কি চিকিৎসা দিতে হবে এইটা একটু বল্লে খুবি উপক্রিত হইতাম স্যার

  • @bapisarkar8248
    @bapisarkar8248 3 ปีที่แล้ว

    খুব সুন্দর

  • @anwarparvaj4121
    @anwarparvaj4121 3 ปีที่แล้ว

    স্যার, বিঘা প্রতি এই শীতে ১০ কেজি গুবর,
    ৫ কেজি খৈল, তিন দিন বিজিয়ে সাথে ৫ কেজি ডিএপি দিয়ে পুকুরে ছিটিয়ে দিলে হবে? পানি খুব ঘুলা এখন, পুকুরের আয়তন ৫ একর, গভিরতা ৫/৬ ফুট। মাছ আছে পংকাশ, তেলাপিয়া,বাংলা। এখন প্রতি দিন
    মাছ মরতেছে পাঙাস, পুটি, অন্যান কিছু মাছ
    এখন কি করতে পারি স্যার?

  • @mdrekhon8317
    @mdrekhon8317 3 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম, ধন‌্যবাদ আপনাকে এই রকম একটি পোষ্টের জন‌্য। বায়ু গ‌্যাসের গোবর কি দিতে পারবো কারন বায়ু গ‌্যাসের গোবর পচানো থাকে?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 ปีที่แล้ว

      পারবেন।

    • @mdrekhon8317
      @mdrekhon8317 3 ปีที่แล้ว

      @@abeedlateef8059 ধন‌্যবাদ স‌্যার, আমি একজন নতুন চাষি, আপনার সব ভিডিও আমি দেখেছি এবং অনেক কিছু শিখেছি।

  • @mdsalemkhan1805
    @mdsalemkhan1805 2 ปีที่แล้ว

    স্লামালাইকুম স্যার কেমন আছেন

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভাই।

  • @rsagrofisheries
    @rsagrofisheries 3 ปีที่แล้ว

    ধন্যবাদ স্যার। শতাংশে ৫০ গ্রাম গোবর কি প্রতিদিন দিব?

  • @animeshmondal8950
    @animeshmondal8950 3 ปีที่แล้ว

    Informative video

  • @hrbdmultimediahabibkhan7716
    @hrbdmultimediahabibkhan7716 3 ปีที่แล้ว

    স‍্যার পুকুরের পানি অতিরিক্ত ঘোলা কি করবো যদি বলতে

  • @sheikhshakir4716
    @sheikhshakir4716 3 ปีที่แล้ว +1

    Thanks sir ❤️

  • @smfishfream3170
    @smfishfream3170 3 ปีที่แล้ว

    গোবোর নাদিয়ে খর দেওয়া যাবে

  • @maktabeachiyatilpi
    @maktabeachiyatilpi 3 ปีที่แล้ว

    🙏 ভারতের পশ্চিমবঙ্গ থেকে🙏
    স্যার🕴আমার একটি ৮ শতক ঘরোয়া পুকুর আছে! পানি ৬ ফুট কাদা ৩ ফুট ' এঁটেল মাটি এবং পানি ঘোলা(বয়স ৩ বছর)পুকুর প্রস্তুতি কিভাবে করবো?মনোসেক্সের সাথে আর কি মাছ দেওয়া যেতে পারে?? আমি নুতন দয়া করে অভিজ্ঞ দাদারা একটু পরামর্শ দেবেন🙏

  • @barisordar4029
    @barisordar4029 3 ปีที่แล้ว

    গোবরের পরিবর্তে খৈল পচিয়ে ব্যবহার করা যায় কি?

  • @MotiurRahman-kk1np
    @MotiurRahman-kk1np 3 ปีที่แล้ว

    শীতকালে কাচা গোবর প্রয়োগের যে উপকারীতা তা গ্রাসকারপ মাছকে ঘাস খাওয়ালে কি পুরণ হতে পারে জানালে উপোকৃত হবো। ধ্যনোবাদ।

  • @shaikhmirazulislam2306
    @shaikhmirazulislam2306 3 ปีที่แล้ว +2

    Thanks, sir

  • @shahinalom548
    @shahinalom548 3 ปีที่แล้ว

    স্যার,,,হাঁস এর বিস্ঠা কি দেয়া যাবে?

  • @ibrahimmridha7850
    @ibrahimmridha7850 3 ปีที่แล้ว

    স্যার শুকনা গোবর ভিজিয়ে দিলো কোনো সমস্যা আছে?

  • @mdsohel-go6di
    @mdsohel-go6di 3 ปีที่แล้ว +1

    সরিসার খৈল দুইতিন দিনভিযিয়ে সাথে ডিওআরবি পানিদিয়ে গুলিয়ে পাতলা করে দিলে কি চলবে? আর ডিওআরবি উরিয়ে দিলে হবে তো?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 ปีที่แล้ว

      জী, হবে।

    • @wizshaiketwiz1397
      @wizshaiketwiz1397 3 ปีที่แล้ว

      স্যার কারপ মিশ্র চাষে ৮০ শতক গভীরতা ১০ ফিট মাছের সংখ্যা প্রায় ১০ হাজার গাসকার্প ১৫০ রুই ১০০০ কাতলা ১০০০ বিগহেড/সিলভার ১০০০,সরপুটি ১৫০০, কারপু ১৫০, ১০০ তেলাপিয়া, মিরকা ২০০, পুটি বাদে সব এবারেজ ২০০ গ্রাম ছারছি। বাটা ফিঙ্গার সাইজ ৫ হাজার ২সরিষার খৈল ১০ কেজি ৩ দিন ভিজিয়ে ২ গুুন গমের ভুষির সাথে মিশিয়ে ২কেজি আঠা পরিমান মত লবন অল্প ইউরিয়া মিশিয়ে পুকুরে
      সপ্তাহে ৪ দিন দিলে পুকুরের পরিবেশ ঠিক ও মাছের খাদ্য হবে কিনা দয়া করে বলবেন??? বাকি তিন দিন ভাসমান ও ডুবন্ত কে এন বি ফিড দেই, সপ্তাহে এক বস্তা গোবর দেই, মাসে দুই পেকেট টিমসেন দেই ও ভিটামিন সি দেই।
      স্যার আমি নতুন চাষী আপনার অভিজ্ঞ মতামত আশা করছি

  • @MdNazmul-ne7js
    @MdNazmul-ne7js 9 หลายเดือนก่อน

    এই শীতে কী খৈল গোবর ডিএপি দেওয়া যাবে?,,,

    • @abeedlateef8059
      @abeedlateef8059  8 หลายเดือนก่อน

      পানির কালারের উপর নির্ভর করে।

  • @sazibmulla8092
    @sazibmulla8092 3 ปีที่แล้ว

    Very very nice

  • @imtiazhossainratan3197
    @imtiazhossainratan3197 3 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম। আমার ১০০ শতক পুকুরে মিশ্র ছাষ করেছি। তিন মাসে তেলাপিয়া ছাড়া অন্য সব কার্ফ জাতীয় মাছের ওজন ঠিকই আছে। কিন্তু তেলাপিয়া মাছ ছোট। কি করতে পারি স্যার? আপনার পরামর্শ চাচ্ছি।

  • @sifatislam355
    @sifatislam355 3 ปีที่แล้ว +1

    স্যার আপনার এই মাছের প্রজেক্ট রংপুরে কেরানিপাড়া কথায় ?দেখার ইচ্ছা

  • @toriqulislambablu698
    @toriqulislambablu698 2 ปีที่แล้ว

    স্যার আমার পাবদা পুকুরে অনেক পুড়াতন কাঁদা এর করণী কি

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว +1

      শতকে ৩-৪ কেজি চুন প্রয়োগ করে পুকুর প্রস্তুত করুন।

    • @toriqulislambablu698
      @toriqulislambablu698 2 ปีที่แล้ว

      চাষ কালীন শতকে কত গ্রাম চুন দিতে হবে
      পাবদা ৮০ টা কেজী আছে বর্তমানে

  • @fazlaalahisharip8101
    @fazlaalahisharip8101 3 ปีที่แล้ว

    Sir Ke Kaca Gobor Debo ??????

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 ปีที่แล้ว

      সমস্যা নাই। বরং কাচাই দিবেন।

  • @jobayeralom3343
    @jobayeralom3343 3 ปีที่แล้ว

    সালাম নিবেন স্যার, পুকুরে লবন দিলে জুপ্লাঙ্কটন আন্দোলিত হয় বিষয় টি নিজে অনুভব করতে পেরেছি। কিন্তু কি পরিমাণ মারা জায় সেটা বুঝাজায়না।

  • @jameehassan6471
    @jameehassan6471 3 ปีที่แล้ว

    স্যার আমার পর্যাপ্ত পরিমানে গ্যাস আউট গোবর আছে যায় বায়োগ্যাস প্লান্ট হতে আসে। আমি কি পরিমান গ্যাস আউট গোবর দিতে পারি। পুকুর ৫০ শতক।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 ปีที่แล้ว

      প্রতিদিন ১৫০-২০০ গ্ৰাম শতকে।
      গভীরতা এবং পানির কালারের অবস্থাদৃষ্টে।

  • @wasimaktar2051
    @wasimaktar2051 3 ปีที่แล้ว +1

    আমার ৮0 শতাংশ পুকুর
    শিলভার ৫০
    কেজি-৫০০পিস
    রুই, মৃগেল ৪০কেজি-৪০০পিস
    বাটা ৪০কেজি-৪০০পিস
    কোমনকাপ ২কেজি-৩০পিস এবং
    ১১বাটি ডিম দেওয়া হয়েছে। এই গুলি দেওয়া হয়েছে ৪মাস । ১মাস আগে ১কুইনটেল মাছ বিক্রয় করেছি আমার কথা হচ্ছে আমি কি আরও মাছ ধরে নিব
    Sir দয়া করে জানাবেন

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 ปีที่แล้ว

      যত পারেন কমিয়ে ফেলেন।

    • @wasimaktar2051
      @wasimaktar2051 3 ปีที่แล้ว

      @@abeedlateef8059 sir আপনাকে খুব ভালো লাগ। ধন্যবাদ আপনাকে 🙏💕

  • @masudurrahaman6241
    @masudurrahaman6241 3 ปีที่แล้ว

    স্যার মাছের গায়ে লাল জু প্লাঙ্কটন জড়িয়ে আছে কি সাইপারমেথ্রিন Ec 10মারা যাবে। 0.8মিলি করে দেব দয়াকরে জানাবেন

    • @masudurrahaman6241
      @masudurrahaman6241 3 ปีที่แล้ว

      স্যার সমস্যায় পড়েছি দয়াকরে জানাবেন

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 ปีที่แล้ว

      ০'৬ মিলিলিটার করে দিন।

    • @masudurrahaman6241
      @masudurrahaman6241 3 ปีที่แล้ว

      @@abeedlateef8059 স্যার জৈব পদার্থ বেশী ফাইটোপ্লাঙ্কটন ব্লুম হতো। পানি সবুজ ছিল কিন্তু এখন কালচে সবুজ হয়েছে

  • @saumitromondal2076
    @saumitromondal2076 3 ปีที่แล้ว

    মাছ এর ব্যাপারে একটু জানার দরকার আছে

  • @saumitromondal2076
    @saumitromondal2076 3 ปีที่แล้ว

    বাংলাদেশ গিয়া একবার দেখা করতে চাই

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 ปีที่แล้ว +1

      দারুন ভালো লাগলো ভাই।

    • @saumitromondal2076
      @saumitromondal2076 3 ปีที่แล้ว

      কিন্তু ওখানে কি আপনাকে খুঁজেপাব কি করে

  • @amitkumar-fx4nt
    @amitkumar-fx4nt 3 ปีที่แล้ว

    Please make video Hindi and English

  • @samimaktar3096
    @samimaktar3096 3 ปีที่แล้ว

    খড় কী দিতে পারি এই অবস্থা য়

  • @mainulhaque2996
    @mainulhaque2996 3 ปีที่แล้ว

    ছাৰ কমন কাৰপ কিৰকম ঘনতে চাষ কৰা যাই। দযা কৰে জানাবেন।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 ปีที่แล้ว

      সাথী ফসল হিসাবে শতকে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত দিতে পারেন।

  • @kishorbhaisonar9534
    @kishorbhaisonar9534 3 ปีที่แล้ว

    ❤️❤️❤️ Thanks sir🙏🙏🙏

  • @shohagmahmud2925
    @shohagmahmud2925 2 ปีที่แล้ว

    স্যার... রাইস বার্ন আর "DORB " কি একই জিনিস? প্লীজ স্যার

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว

      রাইস ব্রান থেকে তেল বের করে নিলে DORB পাওয়া যায়।

    • @mdjoynal1531
      @mdjoynal1531 2 ปีที่แล้ว

      @@abeedlateef8059 রাইচ ব্রান কি

  • @mdshahin6993
    @mdshahin6993 3 ปีที่แล้ว +1

    স্যার পুকুর টি যদি 6 থেকে 7 ফিট গভীরতার হয় এবং 6-7 বিঘার পুকুর হয় সে ক্ষেত্রে শতকে কত গ্রাম গোবর এবং কতদিন ভিজিয়ে রেখে দিতে হবে সপ্তাহে কয়দিন দিতে হবে একটু জানাবেন প্লিজ

  • @fahadnaim8649
    @fahadnaim8649 3 ปีที่แล้ว

    ধানি জমিতে পুকুর খনন এর কি কোনো বাধ্য বাধকতা আছে

  • @jahidhassan9553
    @jahidhassan9553 3 ปีที่แล้ว

    স্যার আমার ২০০ শতাংশের একটি প্রজেক্ট আছে মাছের । আজ দুই দিন ধরে বেশ কিছু পরিমানে রুই মাছের পোনা মারা যাচ্ছে। খুব চিন্তিত আছি যদিও বর্তমানে শীতকাল আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করতে পারি উপকৃত হতাম ।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 ปีที่แล้ว

      পানি প্রবাহের ব্যবস্থা করেন।

    • @jahidhassan9553
      @jahidhassan9553 3 ปีที่แล้ว

      @@abeedlateef8059 স্যার পানি প্রবাহের ব্যবস্থা বলতে কি? অন্ত্রত্র থেকে পানি দিব। গতকাল ২০ কেজি চুন প্রয়োগ করেছি। বিশেষত আমাদের কুমিল্লাতে ধান ক্ষেতে আমরা মাছ চাষ করে থাকি । গভীরতা বলতা কোমর সমান পানি হবে বর্তমানে।

  • @dariusvcom8928
    @dariusvcom8928 3 ปีที่แล้ว

    Tq

  • @raghunathsantra1650
    @raghunathsantra1650 2 ปีที่แล้ว

    নমস্কার স্যার আমার পোনাম নেবেন স্যার আমি ভরত থেকে বলছি জৌইবো সার মৌয়াখোল দিতে চাই কতো দিন পোচিয়ে দিতে হবে শতকে কতো কেজি মাছ থাকা কালিন নমস্কার স্যার ভালো থাকবেন

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 ปีที่แล้ว +1

      ৭ দিন পচিয়ে দিন। শতকে ২০০ গ্রামের মত।

    • @raghunathsantra1650
      @raghunathsantra1650 2 ปีที่แล้ว

      @@abeedlateef8059 ধন্যবাদ স্যার

  • @mohammadalam4120
    @mohammadalam4120 3 ปีที่แล้ว

    পুকুরে পাঙ্গাস মাছ থাকলে গোবর প্রয়োগ করা যাবে কি ?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 ปีที่แล้ว

      খৈল-গোবর-ডিএপি দিতে পারেন যদি কালার হালকা থাকে।

    • @mohammadalam4120
      @mohammadalam4120 3 ปีที่แล้ว

      @@abeedlateef8059 কাচা গোবর একদিন ভিজিয়ে দেয়ার একদিন পর হতে পাঙ্গাস মাছের মড়ক দেখা দিয়েছে। আমি আপনার সাথে ফোনে কথা বলতে চাই।

  • @mdmoniruzzamanmonirmonir2384
    @mdmoniruzzamanmonirmonir2384 3 ปีที่แล้ว

    স্যার,এই শিত এ কি খাবার একদম বন্ধ করে দিবো, আমার পাঙাশ মাছ বড়, আর ১০ দিন এক টানা না দিলে কি ওজন কমে যাবে স্যার। জানালে খুব উপক্রিত হতাম।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 ปีที่แล้ว +1

      খাবার খেলে দিবেন।
      চাহিদা থাকার পরেও না দিলে মাছের দেহের ওজন কমে যাবে।

  • @saumitromondal2076
    @saumitromondal2076 3 ปีที่แล้ว

    বাপ-দাদারা চল্লিশ বছর ধরে মাছ চাষ করে কিন্তু শীতের শেষে মাছ মারা যায়

  • @MUKESHKUMAR-wg2br
    @MUKESHKUMAR-wg2br 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @apurbamanna1117
    @apurbamanna1117 2 ปีที่แล้ว

    Siramar33satakpukarasilvarcarp50pckatla20pcruhichotokg100pc12kgarokimachdeajabeakhon

    • @abeedlateef8059
      @abeedlateef8059  ปีที่แล้ว

      🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @liptonbiswas5221
    @liptonbiswas5221 3 ปีที่แล้ว

    ১ শতক নাকি ১০০ শতকে

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 ปีที่แล้ว

      শতক=৪৩৫'৬ বর্গফুট। এর প্রতি শতক।
      ১০০ শতক নয়।

  • @Mahidehasan2012
    @Mahidehasan2012 3 ปีที่แล้ว

    স্যার আপনার ফোন নাম্বার টা দিলে অনেক উপকার হতো

  • @basantanandi8613
    @basantanandi8613 3 ปีที่แล้ว

    ইষ্ট কে বাংলায় কি বলা হয়, বাংলা মানে কি❓

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 ปีที่แล้ว

      ঈষ্টের কোন বাংলা নাই।

    • @basantanandi8613
      @basantanandi8613 3 ปีที่แล้ว

      @@abeedlateef8059 ধন্যবাদ🙏

  • @toriqulislambablu698
    @toriqulislambablu698 2 ปีที่แล้ว

    স্যার আপনার নাম্বার টা দিবেন

  • @manikhossain8956
    @manikhossain8956 3 ปีที่แล้ว +2

    Thanks Sir