"What an eternal thirst 100 years been passed but still he never gives up, sea cries forever to see the face of moon, they have no chance to meet one another ever, thus his heart chasing her with so much love, once who wanted her unreliably now he knows how hard it is to forget her, her memory becomes his last rites but it doesn't make content with thirst of love...
সত্যি সত্যিই অসাধারণ এক গায়কী! মনযোগ দিয়ে শুনলাম, মুগ্ধ এবং আপ্লূত হলাম! আমাদের দেশের নজরুল সংগীতের এক অসাধারণ শিল্পী প্রিয় সজীব মহোদয়'কে অভিনন্দন, শ্রদ্ধা এবং শুভ কামনা অবিরাম💞
একটা মানুষ কতোটা সাধনা করলে গানের ভেতর এভাবে নিজের স্বরূপ নিয়ে যান কে জানে।এতো কঠিন একটা গান কিভাবে এতো সুন্দর করে গাইলেন উফফ!!!আমি জীবনেও গাইতে পারবো না।যত শুনি ভালো লাগে🖤🖤🖤🖤।সজীব ভাইয়ের গান আরও শুনতে চাই।অস্থির একটা ব্যপার হবে
এইটা কঠিন হইছে আর সিঙ্গারটা বিশাল ! উনার গান আগে শুনি নাই, শুনা উচিত ছিল, তবে উনাকে এই প্রোগ্রামে আরও চাই, অস্থির ব্যাপার সেপার হচ্ছে ! এই জাতি মুগ্ধ !!!!
দূর্দান্ত, অসাধারণ, কি বলব? ভাষা খুজে পাই না। যতবার গান টা শুনি। গানের Composition, music arrangement, performance, এক কথায় mind blowing. এই গানটির প্রত্যেক কলাকূশলী কে জানাই স্যালূট। যতবার শুনি মুগ্ধ হই। এতজন বিদেশী Performer এর সাথে এত সুন্দর একটা blending. Just awesome, mind blowing. যদি সুযোগ পেতাম এই গানটির প্রত্যেকটি Performer কে সামনাসামনি সালাম করতাম।❤❤❤❤
Grateful for featuring Sujit Mustafa, Shawjeeb, Priyo, Shamim et al. These numbers will perhaps not have a million hits, but they'll be like soul food for many of us till the next season.
Dear Sawjeeb Sir, you are a masterpiece. an asset beyoud the national boundary. You deserve not only national but international voice recognition. National creative and aesthetic authorities should promote your musician image worldwide.
Take million million love.....Want to hear such songs more and more......please don't stop......carry on..............Want more song of KAZI NAZRUL ISLAM in this season......please........
holding myself back in praising my own guru, my dearest friend, shawjeeb. but definitely will express my sincere gratitude to gaan bangla and all the co artists of this performance for bringing him back to us to his full extent. he is extremely driven by mood, that you all created for him perfectly. thanks again.
3 season miliye etai best amr kase.... how can someone dislike this man!!! 👿👿👿👿 best of luck GB best of luck tapos vai best of luck munny vabi..... love u all....
Salam taposh Bhai im really amazing about your composition. Can I say one thing I’m from London I have so many English & difrent country friend when I listen all of your song they like it but they not understand.. (My point is can you put subtitles in all of your song ) Cause so many international people listen your channel .. Proud of you..
এমন জাতী নিয়ে আমরা কতদূর আগাই যাবো ?? ভাল জিনিশ দেখে না শুনে না , ভাইরাল করে না ! দেখে সব ফালতু জিনিশ, শুনে ফালতু জিনিশ, ফালতু জিনিস নিয়া মাতামাতি করে , ভাইরাল করে ! এই যে গান বাংলা আর তাপস ভাই মিলে এত ভাল একটা প্রোগ্রাম করছে কই কতজন দেখছে কতজন এটা নিয়ে কথা বলছে শেয়ার করছে ! 😞😞😞
"What an eternal thirst
100 years been passed
but still he never gives up,
sea cries forever
to see the face of moon,
they have no chance
to meet one another ever,
thus his heart chasing her
with so much love,
once who wanted her unreliably
now he knows how hard
it is to forget her,
her memory becomes
his last rites
but it doesn't make content with
thirst of love...
So beautiful
💉
Darun bhai!
Ki chomotkar
Great dada 😊
সত্যি সত্যিই অসাধারণ এক গায়কী! মনযোগ দিয়ে শুনলাম, মুগ্ধ এবং আপ্লূত হলাম!
আমাদের দেশের নজরুল সংগীতের এক অসাধারণ শিল্পী প্রিয় সজীব মহোদয়'কে অভিনন্দন, শ্রদ্ধা এবং শুভ কামনা অবিরাম💞
একি অসীম পিয়াসা,
শত জনম গেল তবু মিটিল না
তোমারে পাওয়ার আশা।।
সাগর চাহিয়া চাঁদে, চির জনম কাঁদে
তেমনি যত নাহি পায়
তোমা পানে ধায়
অসীম ভালোবাসা।।
তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন
সেই জানে তোমারে ভোলা কি কঠিন
তোমার স্মৃতি তার মরণের সাথি হয়
মেটে না প্রেমের পিয়াসা।।
- কাজী নজরুল ইসলাম
একটা মানুষ কতোটা সাধনা করলে গানের ভেতর এভাবে নিজের স্বরূপ নিয়ে যান কে জানে।এতো কঠিন একটা গান কিভাবে এতো সুন্দর করে গাইলেন উফফ!!!আমি জীবনেও গাইতে পারবো না।যত শুনি ভালো লাগে🖤🖤🖤🖤।সজীব ভাইয়ের গান আরও শুনতে চাই।অস্থির একটা ব্যপার হবে
নক্ষত্র পতন। ভারতের নমস্কার। সারাজীবন ধরে শুনতে চাই এই অপরূপ সৃষ্টি। ভালোবাসা তাপস।
এইটা কঠিন হইছে আর সিঙ্গারটা বিশাল ! উনার গান আগে শুনি নাই, শুনা উচিত ছিল, তবে উনাকে এই প্রোগ্রামে আরও চাই, অস্থির ব্যাপার সেপার হচ্ছে ! এই জাতি মুগ্ধ !!!!
চমৎকার, এ গানটি এর আাগে এভাবে শুনিনি। অসাধারণ গায়কী ।
গানখানা মাস্টারপিচ।এরকম ভার্সন ইন্টারনেটে আর দুইখানা পাওয়া যাইবে না। ❤️❤️
অসাধারণ একটি নজরুল গীতি।😍 তার প্রতিটি সৃষ্টিই এক অনন্য।👌
Out of the world. What a voice n what a composition. And a loud applause for all the musician. Morover a MAGIC!
আহা!! এ যেনো গান না, অমৃত। প্রান জুড়িয়ে যায় যত বার শুনি।♥♥♥
"তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন
সে জানে তোমারে ভোলা কি কঠিন"
আহা! নজরুল 🙏❤️
দূর্দান্ত, অসাধারণ, কি বলব? ভাষা খুজে পাই না। যতবার গান টা শুনি। গানের Composition, music arrangement, performance, এক কথায় mind blowing. এই গানটির প্রত্যেক কলাকূশলী কে জানাই স্যালূট। যতবার শুনি মুগ্ধ হই। এতজন বিদেশী Performer এর সাথে এত সুন্দর একটা blending. Just awesome, mind blowing. যদি সুযোগ পেতাম এই গানটির প্রত্যেকটি Performer কে সামনাসামনি সালাম করতাম।❤❤❤❤
গানের গলা আর ইন্সট্রুমেন্টালে নজরুলের সংগীতের এত সুন্দর উপহার আমাদের জন্য গান পাগল শ্রোতাদের বড় পাওয়া 😊
Grateful for featuring Sujit Mustafa, Shawjeeb, Priyo, Shamim et al. These numbers will perhaps not have a million hits, but they'll be like soul food for many of us till the next season.
Couldn't agree more 😊
4:20 তোমারে যে চাহিয়াছে
ভুলে একদিন,
সে জানে তোমারে
ভোলা কি কঠিন।। ❣️🌹💘
গানটা শুনে নতুন করে আবার নজরুলের গানের ভালবাসায় পরে গেলাম অনেক ভালো গেয়েছে গানটা যা অতুলনীয়।
আহা কি চমৎকার,কি চমৎকার,,, সৃষ্টি শুনলে পরাণ তৃপ্ত হয় কতোদিন এরকম তৃপ্ত হয়নি
Dear Sawjeeb Sir, you are a masterpiece. an asset beyoud the national boundary.
You deserve not only national but international voice recognition. National creative and aesthetic authorities should promote your musician image worldwide.
রাগ তিলং মিশ্রতে কি অপূর্ব সুমধুর গান🥰
তিলং রাগে নজরুলের আরেকটি জনপ্রিয় গান "অঞ্জলি লহ মোর সঙ্গীতে"
কতটা রেওয়াজ করলে একটা মানুষ এতো সুন্দর করে গানটা গাইতে পারে।এতো কঠিন একটা গান অনায়েসে গেয়ে ফেললেন
Shawjeeb has always been wonderful to watch his songs.now he is my favourite
অনেক বেশি না জানলে এই ভাবে গাওয়া সম্ভব নাহ| স্যালুট সজীব ভাই .......
ঠিক। জানা যেমন জরুরী, তেমনি আউটপুট টা আরও বেশি জরুরী।
অসাধারণ। এ শুধু তানভিরুল আলম সবুজের দ্বারাই সম্ভব। Thanks a lot.
আমি প্রতিদিন কয়েকবার করে এই গানটি শুনি, প্রায় দুই বছর ধরে শুনছি আমার কাছে এত এত ভালো লাগে আমি যতদিন বেঁচে থাকবে গানটা শুনবো আমার কাছে অনেক ভালো লাগে
এত মধু তার কন্ঠে, প্রতিটি গান বার বার শুনতে মন চায়, ধন্যবাদ শিল্পী সজীব এবং গান বাংলাকে।
It started with such a medley of sounds. There have not been too many Nazrul songs here but this here was done really well. Bravo
Take million million love.....Want to hear such songs more and more......please don't stop......carry on..............Want more song of KAZI NAZRUL ISLAM in this season......please........
অসাধারণ থেকেও অসামন্য অতি সুন্দর।।
সজীব ভাই বরাবরই প্রিয় একজন শিল্পী।। উনার গায়কী আলাদা।।
holding myself back in praising my own guru, my dearest friend, shawjeeb. but definitely will express my sincere gratitude to gaan bangla and all the co artists of this performance for bringing him back to us to his full extent. he is extremely driven by mood, that you all created for him perfectly. thanks again.
আমি তাপস ভাই কে ধন্যবাদ দিতে চায়।
অসাধারণ একটা উপস্থাপনা❤️❤️
Wow, what a singing. Never blv a Bangladeshi singing this classical song. Wow, unbelievable singing. Hats off sir
কত যে কানছি এই গানটা শুনে শুনে, একমাত্র আমিই জানি।
সাধু সাধু,,, 😌😌যেখানে যে সন্তোষী।
3 season miliye etai best amr kase....
how can someone dislike this man!!! 👿👿👿👿
best of luck GB
best of luck tapos vai
best of luck munny vabi.....
love u all....
কি সাংঘাতিক ভালো পরিবেশনা ,অপূর্ব অপূর্ব ❤️
Gem! Masterpiece presentation.. Nazrul is timeless!
Masterpiece. Beautifully sung
মরে যাই যতবার এই গান শুনি। নজরুলের গানে কি যেন আছে....
Beautiful arrangement beautiful recomposition super musical 🎶 support
তোমারে যে চাহিয়াছে ভূলে একদিন,
সে জানে তোমারে ভোলা কি কঠিন।
হারিয়ে যাই,গানের কথায় ❤❤❤❤
এতো দুর্দান্ত একটা গানে এতো কম ভিউ!অমৃতে বাঙালির বড়ই অরুচি দেখা যাচ্ছে!
ভাই এই গান শোনা ও বোঝার জন্য শুধু কান থাকলেই চলবে না, মন ও শিক্ষাটাও থাকা চাই।
Exactly!sob bangali ei ganer ei shilper shothik morjada deyata hoyto jibonew janbena ar parbena
আমিই তো এক হাজার বার শুনেছি
Brother Bangladeshi gaan noi fun ar friend
ঠিক বলেছেন
Heavenly singing. World class composition. Mind blowing performence❤❤❤❤
তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভুলা কি কঠিন ❤
আশ্চর্য! এত ভালো কিভাবে কেউ গাইতে পারে💕
ক্লাসিকালিটিতে সম্পূর্ণ ভরপুর।
উনার কন্ঠে প্রতিটা নজরূলগীতি এক অসীম মাত্রা যুক্ত হয়!
আহা আহা আহা, পাগল করা গায়কী, সুর আর পরিবেশনা।
world class presentation of this song,thanks to GB & Taposh for creation this stage.
সজীব ভাই কে জাতি ক্ষমা করবে না এত কম গান গাওয়ার অপরাধে।
আহা ❤️❤️
Just say osawom....🎶🎶🎶🎼
Thanks Taposh vai for your gifts.
Amazing composition! And, first time I am convinced of Swajibs' Musicality.
Wonderful season...I'm surprised every song is beautifully represented in the wind of change this time !
Beautiful, thank you yaaar amon ekta gaan share korar jonno!! just loved it. Chummosshori performance!!
Heavenly singing and master pics. This song has brought tears in my eyes.❤❤❤❤Marvelous ❤❤❤
কিযে অস্থির গান, গানে ডুবে যাওয়া ছাড়া উপায় নাই💤
আহ😍😍
আহা আহা❤
অসাধারণ...
এর চেয়ে ভাল আর কিছু হতেই পারে না!!!
কানে যেনো মধু। আহা কি সে সুর।
This song is the best in every aspect among all the 3 episodes.
আহা............হৃদয়টা ভরে গেলো.........
Darun darun
সত্যি অসাধারণ, আমি মুগ্ধ
Salam taposh Bhai im really amazing about your composition.
Can I say one thing I’m from London I have so many English & difrent country friend when I listen all of your song they like it but they not understand..
(My point is can you put subtitles in all of your song )
Cause so many international people listen your channel ..
Proud of you..
What a voice best song in gan bangla chanel
অসাধারণ...
এ কি অসিম পিয়াসা
শত জনম গেলো
তবু মিটিলনা
তোমারে পাবার আশা।।।।
কখোনও নয়।
কারন নজরুল কবি সবসময় নতুনকে স্বাগত জানাতেন। আর গানে কোথাও কোনো সুর চেঞ্জ করা হয় নি
অসম্ভব সুন্দর ছিল এইটা
What a voice and composition!!!! Loved it
Sottye asimo piasa❤❤❤❤❤❤
I always your style and voice, thanks dear brother.
Always like your style
এমন জাতী নিয়ে আমরা কতদূর আগাই যাবো ?? ভাল জিনিশ দেখে না শুনে না , ভাইরাল করে না ! দেখে সব ফালতু জিনিশ, শুনে ফালতু জিনিশ, ফালতু জিনিস নিয়া মাতামাতি করে , ভাইরাল করে !
এই যে গান বাংলা আর তাপস ভাই মিলে এত ভাল একটা প্রোগ্রাম করছে কই কতজন দেখছে কতজন এটা নিয়ে কথা বলছে শেয়ার করছে ! 😞😞😞
যার পিপাসা আছে সে এমনিতেই দেখবে!
Thik kotha
যারা এতোদিন বলে এসেছে বাংলা ক্ল্যাসিকালের সাথে ফিউশন সম্ভব নয়, তাদের গালে চপেটাঘাত করবে এই কম্পোজিশন আশা করি..!!!!
Poschim Bonge ebong Tripuray Wind of Change r ei opurbo songit lohori bhishon jonopriyo. Madhurjopurno ja , tate sobai akrishto hobei.
দুর্দান্ত !!! মন তৃপ্ত হয়ে গেল
তিন সিজনের বেস্ট গান। খুব ভাল লাগছে।
জাস্ট অসাধারণ।
It's great singing and a great song. I shall love this great song forever.
Good good good.
We need more and more.
সজীব ভাই ,,,, অসাধারন ... ভাল থাকবেন
প্রাণটা জুরিয়ে গেল ❤❤❤🙏🙏🙏🙏GB
Tapash Bhai....many thanks to you.
যেমন গান তেমন কথা অসাধারন
Kazi Nazrul Islam forever ....
#windofchange #musicforpeace
Mind blowing ❤
দারুণ ফিউশন!
মন ভুলানো মোহনিয়া 🎶🎷🎻💘💜
amr jibone serah ekkta song
One of the best song❤
নেশায় পড়ে গেলাম...
wind of change season -2 te luipa
cilo
sajeeb. osadaronn Vai.
& as usual great music...
অসাধারণ....
সম্ভবত আমার চেয়ে গানটা কেউ বেশি দেখে নাই😊
আমি শুনেছি...
কতো বার শুনছেন?
গুনে দেখিনি,তবে রিলিজের দিন থেকে টানা এক সপ্তাহ অন্তত ১০০০ বার,পরে আরো কয়েকশো বার।আপনি?
মনে করেন গানটার অর্ধেক ভিউ আমার ✌
ওকে,ইয়ু আর দ্য উইনার দেন! 👍👌
Aha.. Mon ta vore gelo.. eto shundor...
His voice 😯 wow...And the Lyrics ♥️
Kazi Nazrul Islam the best
দারুণ!!
এই সব মিলিয়ে এই গানটি সবচেয়ে ভালো লেগেছে গান বাংলার সবগুলো গানের ভিতর। প্রথম গানগুলো ফালতু লাগত তো এই গানটার থেকে শুরু করে সব গানগুলো এখন মানসম্পন্ন।
Fantastic singing style....
এই গান লিখার খমতা নজরুলের ই আছে অন্য কার নাই
Just wow 🎵🖤
বাংলা গান এগিয়ে যাবে দূর হতে বহুদূরে।