প্রধান উপদেষ্টা ইউনূসের কাছে কিছু প্রশ্ন : 1) আপনি বলেছেন যে ছাত্ররা আপনাকে এই প্রধান উপদেষ্টা পদে নিয়োগ করেছে। আপনি গণতান্ত্রিক ভোট পদ্ধতিতে এই পদে আসেননি। তার মানে এটা ছিল একটা চাকরি নিয়োগ। তা আপনার CV কোথায়, যোগ্যতা, একই ধরণের চাকরির অতীত অভিজ্ঞতা, জীবনের উল্লেখযোগ্য অর্জন, আপনার এবং আপনার পরিবারের ব্যক্তিগত বিবরণ, সব ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ, দেশ ও বিদেশের সম্পত্তি এবং ব্যবসার বিবরণ কোথায় সেগুলি? কারা আপনার ইন্টারভিউ নিয়েছিল? 2) গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে “Conflict of Interest” নামে একটা শর্ত আছে। আপনি বাংলাদেশ এবং সারা বিশ্বে একাধিক ব্যবসার মালিক। আপনি বেশিরভাগ সময় বিদেশে থাকেন, সেখানে অনেক বিদেশী গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ এবং শীর্ষ ব্যবসায়ীদের সাথে দেখা করেন। আমরা কিভাবে নিশ্চিত হতে পারি যে আপনি শুধুমাত্র বাংলাদেশী মানুষের স্বার্থে কাজ করবেন? 3) আমরা যদি আপনার গত 20 বছরের দিকে ফিরে দেখি, আপনি বাংলাদেশিদের উন্নতির জন্য উল্লেখযোগ্য কিছুই করেননি। বাংলাদেশ ও অন্যান্য দেশে আপনার কোম্পানিতে সমস্ত শীর্ষ পদে ভারতীয় এবং ইহুদিদের নিয়োগ করেন। আপনি কি মনে করেন বাংলাদেশিরা আপনার কোম্পানিতে কাজ করার যোগ্য নয়? 4) আপনি গ্রামীণ ফোন, গ্রামীণ ব্যাংকের একটি প্রধান অংশের মালিক। আপনার কোম্পানি প্রতি বছর কোটি কোটি টাকা লাভ করে। আপনার একটি বড় ট্রাস্ট তহবিল রয়েছে যেখান থেকে আপনি আমেরিকায় রাজনীতিবিদ বন্ধুদের জন্য নিয়মিত বড় অঙ্ক দান করেন। কেন আপনি আগস্টে আহত ও মৃত আন্দোলনকারীদের জন্য কোনো অর্থ দান করেননি? কেন আপনি বাংলাদেশের বন্যা কবলিত মানুষের জন্য কোনো টাকা দান করেননি? অন্তত গ্রামীণ ফোন থেকে এক মাসের জন্য বিনামূল্যে মোবাইল পরিষেবা দিতে পারতেন? অথবা, তাদের বাড়ি বা ব্যবসা পুনর্নির্মাণের জন্য গ্রামীণ ব্যাঙ্ক থেকে কম বা বিনা সুদে ঋণ দিতে পারতেন। আপনি ভারতের গ্রামীণ জনগোষ্ঠীর জন্য এই ধরনের সাহায্য করছেন, গরীব আমেরিকানদের সাহায্য করছেন। কেন বাংলাদেশীদের জন্য কোন সাহায্য নেই? 5) বাংলাদেশে স্বৈরাচারী শাসক ছিল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এমনকি জামায়াত ইসলামী অন্য দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে ক্ষমতায় ছিল। কিন্তু দেশের ইতিহাসে কখনও একজন ধর্ম প্রচারককে সুনির্দিষ্ট অপরাধ প্রমান ছাড়া ধর্মীয় অপরাধে গ্রেপ্তার করা হয়নি। আপনার প্রশাসন ভারত কে চাপে ফেলার জন্য ইসকনকে আন্তর্জাতিক ইস্যুতে পরিণত করেছে। এমনকি ইসকনকে নিষিদ্ধ করার পায়তারা চলছে। ISCON কোনো দাতব্য প্রতিষ্ঠান, এনজিও বা রাজনৈতিক দল নয়। তারা বহু বছর ধরে বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ধর্ম প্রচার করছে। কেন তারা প্রথমবারের মতো রাজপথে বিক্ষোভ ও রাজনৈতিক বক্তব্য দিতে শুরু করে? আপনি কি স্বীকার করবেন যে আপনি বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন? 6) ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি এবং শীর্ষ পাঁচটি শক্তিশালী সামরিক শক্তির মধ্যে একটি। আমাদের দেশের ৩ দিকেই ভারতের সীমান্ত । একজন বোকা ও জানে যে ভারতের সাথে বাণিজ্য করা উল্লেখযোগ্যভাবে সস্তা, সহজ ও দ্রুত পরিবহন । কিন্তু আপনি ভারতের সাথে সমস্ত বাণিজ্য বন্ধের জন্য সবকিছু করতেছেন এবং পরিবর্তে এমন দেশগুলি থেকে আমদানি করছেন যার খরচ বেশি হবে এবং সময় লাগবে। আগামীকাল যদি মায়ানমারের বিদ্রোহী বা চীন আক্রমণ করে বা পাকিস্তান তাদের ভূমি ফিরিয়ে নেওয়ার জন্য এবং 1971 এর প্রতিশোধ নিতে হামলা শুরু করে, তাহলে আপনি কি প্রতিশ্রুতি দিতে পারেন যে, বাংলাদেশ সেনাবাহিনী তাদের বিরুদ্ধে জয়লাভ করে আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে? আমাদের ভারতের কাছে কোন হেল্প নিতে হবে না ? মনে হয়না পারবেন। উল্টো আপনি দেশকে ভারতের সাথে প্রায় যুদ্ধ পরিস্থিতিতে নিয়ে এসেছেন। 7) আপনি যেভাবে ভারতের সাথে যুদ্ধ পরিস্থিতির উদ্রেক করছেন, ভারত যদি আমাদের আক্রমণ করে তাহলে কি হবে? তাদের বিপক্ষে পাঁচ মিনিটের মধ্যেই হেরে যাবে বাংলাদেশ সেনাবাহিনী। সে ক্ষেত্রে কে আমাদের সাহায্য করতে আসবে? আপনি কি কোন দেশ থেকে পূর্ণ সামরিক সহায়তা এবং অন্যান্য সমস্ত সহায়তার বিষয়ে একটি দৃঢ় প্রতিশ্রুতি পেয়েছেন যা আপনি আমাদের কাছে গোপন রেখেছেন? তা না হলে ভারতকে বন্ধুর বদলে শত্রু বানানোর এই সিদ্ধান্তকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? আপনি কি এটাকে বুদ্ধিমান রাজনৈতিক সিদ্ধান্ত মনে করেন?
খালেদ মহিউদ্দিন বেছে বেছে কিছু ব্যক্তি বিশেষকে আক্রমনাত্মক প্রশ্ন করেন, বিশেষ করে ইসলামি ঘরনার লোক হলে তাকো আষ্টেপৃষ্টে ধরেন। কানুর অপকর্মের বিষয় সাংবাদিকমহল নিরব কেন?
খালেদ মহিউদ্দীন ভাইকে আমি সুন্দর একজন বিশ্লেষক মনে করতাম, কিন্তু উনার যে নৈতিক স্খলন হয়েছে, তা পরিষ্কার। উনাকে আরো দায়িত্বশীল হতে হবে। আর মুক্তিযোদ্ধারা অপকর্ম করলে তার বিচার করা অত্যন্ত জরুরী।আমিনুল মুমিনিন,ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।
@@mdforhad8545সত্যি কথা সবসময়ই তিতা লাগে। উচিত কথায় আঁতে ঘা লাগে ❗ আমিও নিজে একজন মেলাঘর দুই নম্বর মুক্তিযুদ্ধ সেক্টরের মুক্তি যোদ্ধা, সেজন্য আমার সাত খুন মাফ না-কি ⁉️❗ আমি যত যা কিছু যদি অপরাধ করে থাকি এবং করব সবকিছুই কি আমি একজন মুক্তি যোদ্ধা ছিলাম বলে সেই সুবাদেই কি সেইজন্যই আমার কোন বিচার করা যাবেনা না-কি ❗ বাংলাদেশ অপরাধ আইনে আমার কোন শাস্তিই হবেনা, একেমন কথা ‼️ এটা কি মগের মুল্লুক না-কি ⁉️‼️
100% ঠিক কথা বলেছেন। এক্ষুনি ব্যবস্থা নিতে হবে। মুদ্রণ মালিক যারা ব্যর্থ হয়েছে তাদের বাদ দিয়ে নতুনদের নিতে হবে। পাশাপাশি পরের বছরের জন্য সরকার এর পক্ষ থেকে মুদ্রণ এর ব্যবস্থা করতে হবে
নাগরিক টিভির করা একটি অনুসন্ধানী তে দেখানো হয়েছে খালি মহিউদ্দিন আওয়ামী লীগের নেতা নেত্রীদের সাথে যোগসাজসে বিদেশে টাকা পাচার করেছেন এবং অবৈধ ক্ষমতার অর্জন করেছেন একটা লাউড ইন ক্লিয়ার সেও আওয়ামী দূষর
যদি তিন মাস সময় লাগে, লাগুক অসুবিধা নাই, জানুয়ারি থেকে রমজানের ঈদ পর্যন্ত ছাত্র-ছাত্রীদেরকে স্কুলে স্কুলে কোরআন হাদিস শিক্ষা দান করা হোক, এই তিন মাস তাদেরকে নৈতিকতা শিক্ষা দেওয়া হোক, আশা করি তিন মাসেই আমাদের সোনামনিরা ভালো কিছু অর্জন করতে পারবে, ইনশাআল্লাহ।
পাঠ্য পুস্তক প্রণয়ন যদি সম্পন্ন হয়ে যায় তাহলে প্রতিটি বিদ্যালয়ে এবং ছাত্রদের কে অনলাইন এ সফট কপি দিয়ে ক্লাস শুরু করা যেতে পারে। পরবর্তীতে বই বিতরণ করা 11:1l যেতে পারে।
বারবার সতর্ক করার পরও ফ্যাসিবাদীর দোসরদের দিয়েই সর্বস্তরের কাজ করানোর প্রবনতা দেখা যায়। ফলে শুধু সময়ক্ষেপণ হয় কিন্তু কাজের কাজ কিছুই হয় না।এ ব্যাপারে সরকারকে অনেক কঠিন হতে হবে।
উপদেষ্টা নিয়োগে কোন স্ট্যান্ডার্ড মেনটেন না করার ফলাফল এখন সরকারকে ভোগ করতে হবে। আওয়ামী ফ্যাসিবাদের বেনিফিশিয়ারি দেরকে দিয়ে উপদেষ্টা পরিষদ গঠনের জন্য সরকারকে এখন বেকায়দায় পড়তে হচ্ছে বারবার।
আমি মনেকরি,পাঠ্যপুস্তুক গুলো অনলাইনে ছেড়ে দেওয়া হোক, তারপর যার যার দরকার অনলাইন হতে ডাউনলোড করে নামিয়ে প্রিন্ট করে নিলেই আপাতত সমস্যা কেটে যাব ইনশাআল্লাহ।
ভাই বই ছাপানোর ব্যাপারে যাদের নাম বললেন 24 ঘন্টার মধ্যেই তাদের গলাই দরি লাগানো উচিত। আর উপদেষ্টা দের সালাউদ্দিন আইয়ুবী এপিসড টা দেখা উচিত। আর শিক্ষা উপদেষ্টার তো নিজের ই গতি নাই
"বাংলাদেশের মুক্তিযোদ্ধাকে কোন অপমানসূচক কিচ্ছু বলা যাবে না!" তা'হলে “শয়তান ৬ লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছিল তাই হজ্বে গেলে শয়তানকে পাথর মারা যাবে না?" কি বলেন?
জনাব খালেদ মহিউদ্দিন এবং জনাব সাহেদ আলম একই পয়সার দুই পিঠ! কোন অবস্থানটা যে ওনাদের প্রকৃত সত্য অবস্থান, বাংলাদেশের মানুষ এ জীবনে বুঝে উঠতে পারবে কি না, মহান আল্লাহই ভালো জানেন!
এতদিন পর এই প্রশ্নের অবতরণের কারণ এবংএরকম প্রশ্নের জন্য দায়ী হচ্ছে কয়েকজন উপদেষ্টা ও তাদের আচরণ। যারা বিগত ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী ১৬ ই আগস্ট গণ আন্দোলনের সময় তারা নিরব দর্শকের ভূমিকা ছিল।
মুক্তি যোদ্ধা অন্যায় করলে তার বিচার হবে না তা হতে পারে না। শিক্ষা মন্ত্রনালয়ে নজর দেওয়া উচিত ছিল শিক্ষা উপদেষ্টার। স্বৈরাচারের দোসর রেখে সংস্কার সম্ভব না।। 11:21
চেঞ্জ টিভি র আমিরুল মানিক সাহেব কে অনেক অনেক ধন্যবাদ সাংবাদিক খালেদ মহিউদ্দিন কে সামান্য একটু কথা বলার জন্য ভেবে ছিলাম মানিক সাহেব একটু ভালো করেই কিছু বলবেন কিন্তু তা তিনি করলেন না, কাকের মাংস কাক নাকি খায়না তেমনি,।
মানিক ভাই যদি ( বই ছাপানোর ছাপাখানায় যদি শস্য ভিতর ভূত থাকে ) এখনো সময় আছে , অন্যদেশের ছাপাখানায় বই ছাপানোর কন্টাক দেওয়া হোক যাতে একটু বিলম্ব হলে ও যেন সরকার এবং ছাএ ছাএীরা সময় মতো হাতে বই পায়
কেউ যদি অন্যায় করে থাকে তার বিচার অবশ্যই হবে।তাই বলে আমিরুল মোমেনিনকে বিচারের ভার দেওয়া হয় নাই। আপনিই যদি বিচার করেন তাহলে সরকারের কি দরকার, আইন আদালতের কি দরকার। আপনারাই করেন বিচার।
Even though I have been critics of Manik, however, I want to thank Mr. Manik for this video, Khaled Mohiudding has been and still is the collaborator of Fascist Hasina,
এবছর ১-২ মাস দেরী হলে তেমন কিছু হবে যেখানে অটো প্রমোশন, কোবিট এ বিপর্যয় , তার মধ্যে ফ্যাসীবাদের কু পরিক্ল্পনা ও ষড়যন্ত্র ১০০% কার্যকর । তাই সংশ্লিষ্ট সকলকে সাবধানে এগিয়ে আসতে হবে ।
বেশ গুরুত্বপূর্ণ টপিক,,,,
প্রধান উপদেষ্টা ইউনূসের কাছে কিছু প্রশ্ন :
1) আপনি বলেছেন যে ছাত্ররা আপনাকে এই প্রধান উপদেষ্টা পদে নিয়োগ করেছে। আপনি গণতান্ত্রিক ভোট পদ্ধতিতে এই পদে আসেননি। তার মানে এটা ছিল একটা চাকরি নিয়োগ। তা আপনার CV কোথায়, যোগ্যতা, একই ধরণের চাকরির অতীত অভিজ্ঞতা, জীবনের উল্লেখযোগ্য অর্জন, আপনার এবং আপনার পরিবারের ব্যক্তিগত বিবরণ, সব ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ, দেশ ও বিদেশের সম্পত্তি এবং ব্যবসার বিবরণ কোথায় সেগুলি? কারা আপনার ইন্টারভিউ নিয়েছিল?
2) গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে “Conflict of Interest” নামে একটা শর্ত আছে। আপনি বাংলাদেশ এবং সারা বিশ্বে একাধিক ব্যবসার মালিক। আপনি বেশিরভাগ সময় বিদেশে থাকেন, সেখানে অনেক বিদেশী গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ এবং শীর্ষ ব্যবসায়ীদের সাথে দেখা করেন। আমরা কিভাবে নিশ্চিত হতে পারি যে আপনি শুধুমাত্র বাংলাদেশী মানুষের স্বার্থে কাজ করবেন?
3) আমরা যদি আপনার গত 20 বছরের দিকে ফিরে দেখি, আপনি বাংলাদেশিদের উন্নতির জন্য উল্লেখযোগ্য কিছুই করেননি। বাংলাদেশ ও অন্যান্য দেশে আপনার কোম্পানিতে সমস্ত শীর্ষ পদে ভারতীয় এবং ইহুদিদের নিয়োগ করেন। আপনি কি মনে করেন বাংলাদেশিরা আপনার কোম্পানিতে কাজ করার যোগ্য নয়?
4) আপনি গ্রামীণ ফোন, গ্রামীণ ব্যাংকের একটি প্রধান অংশের মালিক। আপনার কোম্পানি প্রতি বছর কোটি কোটি টাকা লাভ করে। আপনার একটি বড় ট্রাস্ট তহবিল রয়েছে যেখান থেকে আপনি আমেরিকায় রাজনীতিবিদ বন্ধুদের জন্য নিয়মিত বড় অঙ্ক দান করেন। কেন আপনি আগস্টে আহত ও মৃত আন্দোলনকারীদের জন্য কোনো অর্থ দান করেননি? কেন আপনি বাংলাদেশের বন্যা কবলিত মানুষের জন্য কোনো টাকা দান করেননি? অন্তত গ্রামীণ ফোন থেকে এক মাসের জন্য বিনামূল্যে মোবাইল পরিষেবা দিতে পারতেন? অথবা, তাদের বাড়ি বা ব্যবসা পুনর্নির্মাণের জন্য গ্রামীণ ব্যাঙ্ক থেকে কম বা বিনা সুদে ঋণ দিতে পারতেন। আপনি ভারতের গ্রামীণ জনগোষ্ঠীর জন্য এই ধরনের সাহায্য করছেন, গরীব আমেরিকানদের সাহায্য করছেন। কেন বাংলাদেশীদের জন্য কোন সাহায্য নেই?
5) বাংলাদেশে স্বৈরাচারী শাসক ছিল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এমনকি জামায়াত ইসলামী অন্য দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে ক্ষমতায় ছিল। কিন্তু দেশের ইতিহাসে কখনও একজন ধর্ম প্রচারককে সুনির্দিষ্ট অপরাধ প্রমান ছাড়া ধর্মীয় অপরাধে গ্রেপ্তার করা হয়নি। আপনার প্রশাসন ভারত কে চাপে ফেলার জন্য ইসকনকে আন্তর্জাতিক ইস্যুতে পরিণত করেছে। এমনকি ইসকনকে নিষিদ্ধ করার পায়তারা চলছে। ISCON কোনো দাতব্য প্রতিষ্ঠান, এনজিও বা রাজনৈতিক দল নয়। তারা বহু বছর ধরে বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ধর্ম প্রচার করছে। কেন তারা প্রথমবারের মতো রাজপথে বিক্ষোভ ও রাজনৈতিক বক্তব্য দিতে শুরু করে? আপনি কি স্বীকার করবেন যে আপনি বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন?
6) ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি এবং শীর্ষ পাঁচটি শক্তিশালী সামরিক শক্তির মধ্যে একটি। আমাদের দেশের ৩ দিকেই ভারতের সীমান্ত । একজন বোকা ও জানে যে ভারতের সাথে বাণিজ্য করা উল্লেখযোগ্যভাবে সস্তা, সহজ ও দ্রুত পরিবহন । কিন্তু আপনি ভারতের সাথে সমস্ত বাণিজ্য বন্ধের জন্য সবকিছু করতেছেন এবং পরিবর্তে এমন দেশগুলি থেকে আমদানি করছেন যার খরচ বেশি হবে এবং সময় লাগবে। আগামীকাল যদি মায়ানমারের বিদ্রোহী বা চীন আক্রমণ করে বা পাকিস্তান তাদের ভূমি ফিরিয়ে নেওয়ার জন্য এবং 1971 এর প্রতিশোধ নিতে হামলা শুরু করে, তাহলে আপনি কি প্রতিশ্রুতি দিতে পারেন যে, বাংলাদেশ সেনাবাহিনী তাদের বিরুদ্ধে জয়লাভ করে আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে? আমাদের ভারতের কাছে কোন হেল্প নিতে হবে না ? মনে হয়না পারবেন। উল্টো আপনি দেশকে ভারতের সাথে প্রায় যুদ্ধ পরিস্থিতিতে নিয়ে এসেছেন।
7) আপনি যেভাবে ভারতের সাথে যুদ্ধ পরিস্থিতির উদ্রেক করছেন, ভারত যদি আমাদের আক্রমণ করে তাহলে কি হবে? তাদের বিপক্ষে পাঁচ মিনিটের মধ্যেই হেরে যাবে বাংলাদেশ সেনাবাহিনী। সে ক্ষেত্রে কে আমাদের সাহায্য করতে আসবে? আপনি কি কোন দেশ থেকে পূর্ণ সামরিক সহায়তা এবং অন্যান্য সমস্ত সহায়তার বিষয়ে একটি দৃঢ় প্রতিশ্রুতি পেয়েছেন যা আপনি আমাদের কাছে গোপন রেখেছেন? তা না হলে ভারতকে বন্ধুর বদলে শত্রু বানানোর এই সিদ্ধান্তকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? আপনি কি এটাকে বুদ্ধিমান রাজনৈতিক সিদ্ধান্ত মনে করেন?
খালেদ মহিউদ্দিন আওয়ামীলীগের দোসর, তাকে দ্রুত বিচারের সম্মুখীন করার জন্য আহ্বান জানাই
জানাই।
তুই তো রাজাকারের দালাল তাইলে কি।পরান পাগলা
একমত
Yes, I agree.
পারলে কর,সব যায়গায় রাজাকারি চলে না
খালেদ মহিউদ্দিনকে দ্রুত আইনের আওতায় আনার দাবী করছি।
খালেদ মহিউদ্দিনকে আটক করা উচিত।
কোন আইনে? রাজাকারির আইনে? ব্রেইনলেস ছাগপ
খালেদ মহিউদ্দিনের আচরণ নিন্দিত, তাকে আইনের আওতায় আনা হোক।
আঃ কানু কে আরো বেশি শাস্তি পেতে হবে
কানু বাটপারকে এখনো আটক করা হয় নি কেন ?
জনাব খালেদ মহিউদ্দিনের প্রতি প্রশ্ন রইলো, তিনি ২০২৪ এর জুলাই - আগষ্টের গণহত্যাকে কিভাবে বিশ্লেষণ করবেন?
খালেদ মহিউদ্দিন সীমা লঙ্ঘন করেছে ।
গো মুত্র সেবী এর জবাব দেবেনা।
খালেদ মহিউদ্দিন বেছে বেছে কিছু ব্যক্তি বিশেষকে আক্রমনাত্মক প্রশ্ন করেন, বিশেষ করে ইসলামি ঘরনার লোক হলে তাকো আষ্টেপৃষ্টে ধরেন। কানুর অপকর্মের বিষয় সাংবাদিকমহল নিরব কেন?
ঠিক কথা বলেছেন। কানুকে আবারো জুতার মালা দেওয়া উচিত।
আমিরুল মোমেনিন ভাই আপনার আলোচনা নিয়মিত শুনি। আপনার সুন্দর বিশ্লেষণ আমাকে অত্যন্ত ভালো লাগে
Right
খালেদ মহিউদ্দীন ভাইকে আমি সুন্দর একজন বিশ্লেষক মনে করতাম, কিন্তু উনার যে নৈতিক স্খলন হয়েছে, তা পরিষ্কার। উনাকে আরো দায়িত্বশীল হতে হবে। আর মুক্তিযোদ্ধারা অপকর্ম করলে তার বিচার করা অত্যন্ত জরুরী।আমিনুল মুমিনিন,ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।
টাকার খলা
খুন এর মামলার আসামি কানু কে গ্রেফতার করা উচিত
শুধু গ্রেফতার নয় , কঠিন রিমান্ডে নেওয়া উচিত।
Sathe upnakeo
শুধুমাত্র গ্রেফতার হয়, বিচার করতে হবে এবং বিচারে সা হত্যাকারী প্রমাণিত হলে তাকে ফাঁসি কাষ্ঠের দড়িতে লটকিয়ে ফাঁসি কার্যকর করতেই হবে।
@@mdforhad8545সত্যি কথা সবসময়ই তিতা লাগে। উচিত কথায় আঁতে ঘা লাগে ❗ আমিও নিজে একজন মেলাঘর দুই নম্বর মুক্তিযুদ্ধ সেক্টরের মুক্তি যোদ্ধা, সেজন্য আমার সাত খুন মাফ না-কি ⁉️❗ আমি যত যা কিছু যদি অপরাধ করে থাকি এবং করব সবকিছুই কি আমি একজন মুক্তি যোদ্ধা ছিলাম বলে সেই সুবাদেই কি সেইজন্যই আমার কোন বিচার করা যাবেনা না-কি ❗ বাংলাদেশ অপরাধ আইনে আমার কোন শাস্তিই হবেনা, একেমন কথা ‼️ এটা কি মগের মুল্লুক না-কি ⁉️‼️
ধন্যবাদ স্যার ❤️ চমৎকার একটি বিশ্লেষণ করেছেন আপনি ❤❤❤❤❤❤❤❤
সৈরাচার গাছটা কেটেছি। ❤এখন এই গাছের সব শেকড় তুলে ফেলতে হবে।
একসক
তোদের শিকর কিছু দিন পরে বাংলাদেশের জনগন তুলে ফেলবে।
একেবারে ঠিক কথা।
বানী চিরন্তন
Ready hoe ja, ekden somonnokder banor are khachay vore live tiktok korbo insha'Allah
100% ঠিক কথা বলেছেন। এক্ষুনি ব্যবস্থা নিতে হবে। মুদ্রণ মালিক যারা ব্যর্থ হয়েছে তাদের বাদ দিয়ে নতুনদের নিতে হবে। পাশাপাশি পরের বছরের জন্য সরকার এর পক্ষ থেকে মুদ্রণ এর ব্যবস্থা করতে হবে
ভারতের এজেন্ট হাসিনা আর হাসিনার এজেন্ট আব্দুল হাই কানু। সুতরাং কানুর বিচার করার পরামর্শ দিচ্ছি।
তাহলে আর কিসের বিচার। মুন্নী 😊সাহা।
অনেকবার বলেছি, খালেদ পেইড এবং বিশেষ এজেন্ট ১০০%. কোন সন্দেহ নেই। ওকে এক পাও আপনারা বাড়তে দিয়েন না।
খালেদ মহিউদ্দিন সাংবাদিক সুলভ আচরণ করেনি পাটোয়ারী সাহেবের সাথে
পাঠ্যবই মুদ্রণ এর দায়িত্বে যারা রয়েছে তারা অধিকাংশই আওয়ামী দোসর তাই তাদেরকে অবহেলার জন্য বিচারের মুখোমুখি করে উপযুক্ত শাস্তির বিধান করা উচিত।
টকশো তে শুনেছি এই টকশোতে খালেদ মহিউদ্দিন কে কথাবার্তা একবারে ই বাজে লাগছে
খালেদ মহিউদ্দিন বলেছিলেন ড, ইউনুস টাকা দিয়ে নোবেল পুরষ্কার
নিয়েছেন তা যদি হয় তাহলে তিনি
কিনছেন না কেন?
Khaled is a clear Dalal
ঠিক কথা বলেছেন। খালেদ মহিউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করা উচিত।
যেমন শিক্ষা ও রুচি
যখন টাকা হবে তখন কিনবে
@@NomanShovon-y2k ,
আঙ্গুর ফল টক !
যারা শিক্ষা ব্যাবস্থায় এই রকম বই তৈরু করেছে তাদেরকে অবশ্যই কঠোর শাস্তির আওতায় আনতে হবে৷
খালেদ মহিউদ্দিন কে সন্দেহের নজর রাখতে হবে
খালেদ মহিউদ্দিন ভালো লোক না।
নাগরিক টিভির করা একটি অনুসন্ধানী তে দেখানো হয়েছে খালি মহিউদ্দিন আওয়ামী লীগের নেতা নেত্রীদের সাথে যোগসাজসে বিদেশে টাকা পাচার করেছেন এবং অবৈধ ক্ষমতার অর্জন করেছেন একটা লাউড ইন ক্লিয়ার সেও আওয়ামী দূষর
কানু মুক্তি যুদ্ধাদের জন্য কলংক ওর বিচার হওয়া দরকার সেই সাথে যারা মুক্তি যুদ্ধার অপমান বলে সংবাদ করেছে তাদের বিচারের আওতায় আনার দাবি তুলুন।
মহিউদ্দিনের চ্যানেল এবং তাকেও আইনের আওতায় এনে শাস্তি ব্যবস্থা করা হোক
মানিক ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন।
খালেদ মহিউদ্দিন যা করেছেন তা একজন দলীয় কর্মীর পরিচয় দিয়েছেন।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ জাজাকাল্লাহু খাইরান ভাই
যদি তিন মাস সময় লাগে, লাগুক অসুবিধা নাই,
জানুয়ারি থেকে রমজানের ঈদ পর্যন্ত ছাত্র-ছাত্রীদেরকে স্কুলে স্কুলে কোরআন হাদিস শিক্ষা দান করা হোক, এই তিন মাস তাদেরকে নৈতিকতা শিক্ষা দেওয়া হোক, আশা করি তিন মাসেই আমাদের সোনামনিরা ভালো কিছু অর্জন করতে পারবে, ইনশাআল্লাহ।
খালেদ ভারতের এজেন্ট
খালেদ মহিউদ্দীনকে এত importance দেওয়ার প্রয়োজন নাই। ওঁকে তো জনগণ চিনে গেছে।
Then I made in Bangladesh. Uni Made in Pakistan na
পাঠ্য পুস্তক প্রণয়ন যদি সম্পন্ন হয়ে যায় তাহলে প্রতিটি বিদ্যালয়ে এবং ছাত্রদের কে অনলাইন এ সফট কপি দিয়ে ক্লাস শুরু করা যেতে পারে। পরবর্তীতে বই বিতরণ করা 11:1l যেতে পারে।
আমি নিজেই দিশেহারা হয়ে গেছি!এ,কেমন কথা ?বই পাবেনা?
আমার দেশ জিন্দাবাদ. দীর্ঘজীবী হোক পত্রিকা। জিন্দাবাদ জিন্দাবাদ।
অনেক ছাত্র তরুণদের নিয়োগ দেয়া হোক খুব দ্রুত পুস্তক ছাপানোর কাজে
মুক্তিযোদ্ধা হলেই তো সব অপরাধ মাফ হয়ে যায় না।
খালেদ মহিউদ্দিন নিজেকে অনেক পন্ডিত মনে করেন...
little learning is a dengerous thing
Right
TUI ke made in Pakistan?
@@GIASUDDIN-zt6no are somonnok Ra banor mone Korean nejeder. Taye ekden vanor are khachay vore dea tiktok video kora hobe insha'Allah
বারবার সতর্ক করার পরও ফ্যাসিবাদীর দোসরদের দিয়েই সর্বস্তরের কাজ করানোর প্রবনতা দেখা যায়। ফলে শুধু সময়ক্ষেপণ হয় কিন্তু কাজের কাজ কিছুই হয় না।এ ব্যাপারে সরকারকে অনেক কঠিন হতে হবে।
উপদেষ্টা নিয়োগে কোন স্ট্যান্ডার্ড মেনটেন না করার ফলাফল এখন সরকারকে ভোগ করতে হবে। আওয়ামী ফ্যাসিবাদের বেনিফিশিয়ারি দেরকে দিয়ে উপদেষ্টা পরিষদ গঠনের জন্য সরকারকে এখন বেকায়দায় পড়তে হচ্ছে বারবার।
খালেদ মহিউদ্দিন হয়ত উন্মাদ হয়ে যাচ্ছেন।।
খা. মহিউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করা উচিত।
TUI ke made in Pakistan?
আমি মনেকরি,পাঠ্যপুস্তুক গুলো অনলাইনে ছেড়ে দেওয়া হোক, তারপর যার যার দরকার অনলাইন হতে ডাউনলোড করে নামিয়ে প্রিন্ট করে নিলেই আপাতত সমস্যা কেটে যাব ইনশাআল্লাহ।
সত্য বিশ্লেষনের জন্য সাংবাদিক ভাইকে অনেক অনেক ধন্যবাদ।
প্রথম ২ বা ৩ অধ্যায় প্রিন্ট করে স্কুলে পড়ানো শুরু হোক। সারা দেশ ব্যাপী যেসব প্রেস আছে সেগুলো কাজে লাগানো যেতে পারে।
খালেদ মহিউদ্দিন এর শাস্তি দাবি করছি।
শিক্ষা উপদেষ্টাকে আইনের আওতায় আনা হউক।
খালিদ মহিউদ্দিন এর approach নিয়ে বিতর্ক থাকা সত্বেও তার সাথে talkshow তে সবাই যায় কেন? আসলে সবাই বিতর্কিত অবস্থান তৈরী হওয়া থেকে ফায়দা লুটতে চায়।
সত্যিই খালেদ মহিউদ্দিন একটু বেশিই আক্রমানাক্তক কথা বলেছেন
ভাই বই ছাপানোর ব্যাপারে যাদের নাম বললেন 24 ঘন্টার মধ্যেই তাদের গলাই দরি লাগানো উচিত। আর উপদেষ্টা দের সালাউদ্দিন আইয়ুবী এপিসড টা দেখা উচিত। আর শিক্ষা উপদেষ্টার তো নিজের ই গতি নাই
বিষয়টি এত গুরুত্বপূর্ণ যা বলার অপেক্ষা রাখে না। ধন্যবাদ আমিরুল ভাই আপনাকে।
খালেদ মহিউদ্দিন আর মাসুদ কামালেরা মাঝে মাঝে একাউন্ট চেক করে দেখেন টাকা জমা হয়েছে কি না।টাকা জমা হলে এক ধরনের খবর আরটাকা জমা না হলে আরেক খবর।
রাইট।
অনেক অনেক ধন্যবাদ ভাই ❤
পদত্যাগ করা উচিত শিক্ষা উপদেষ্টার
মানিক ভাই আপনি সঠিক কথাই বলেছেন।
"বাংলাদেশের মুক্তিযোদ্ধাকে কোন অপমানসূচক কিচ্ছু বলা যাবে না!"
তা'হলে
“শয়তান ৬ লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছিল
তাই হজ্বে গেলে শয়তানকে পাথর মারা যাবে না?"
কি বলেন?
জনাব খালেদ মহিউদ্দিন এবং জনাব সাহেদ আলম একই পয়সার দুই পিঠ! কোন অবস্থানটা যে ওনাদের প্রকৃত সত্য অবস্থান, বাংলাদেশের মানুষ এ জীবনে বুঝে উঠতে পারবে কি না, মহান আল্লাহই ভালো জানেন!
শিক্ষা উপদেষ্টা কে দ্রুত গতিতেই পদত্যাগ করে নতুন শিক্ষা উপদেষ্টা দিয়ে
খালেদ মহিউদ্দিনের টকশো বয়কটের ডাক দেওয়া উচিত ছাত্র সমাজের পক্ষ থেকে
এতদিন পর এই প্রশ্নের অবতরণের কারণ এবংএরকম প্রশ্নের জন্য দায়ী হচ্ছে কয়েকজন উপদেষ্টা ও তাদের আচরণ। যারা বিগত ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী ১৬ ই আগস্ট গণ আন্দোলনের সময় তারা নিরব দর্শকের ভূমিকা ছিল।
মানিক ভাই আপনাকে অনেক ধন্যবাদ।
ধন্যবাদ স্যার এবং শুভকামনা রইলো 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
খালেদ মুহিউদ্দীনকে খুব শীঘ্রই আইনের আওতায় আনা উচিত। অনেক দিন ধরে খালেদ মুহিউদ্দীন আওয়ামীলীগের চামচামি করে আসছে।
মুক্তিযোদ্ধাদেরকে কি সকল অপকর্মের দায় মুক্তি দেয়া হয়েছে...???
TUI ke made in Pakistan
অনুমতি বিলম্বে শিক্ষ্যামন্ত্রির পদত্যাগের দাবি জানাই।
এবছর ছাত্ররা পুরাতন বই নিক। আর মুদ্রণ মালিক সমিতির সংস্কার করা হোক।
আপনি ভালো উপদেশ দিয়েছেন, ধন্যবাদ
Khaled talkshow and news boycott essential for Bangladeshi people.
আমিরুল মোমেন ভাই একদম যথার্থই বলেছেন। ধন্যবাদ।
পাঠ্যপুস্তক পরিবর্তন এবং সংস্কার একিট দীর্ঘ মেয়াদী বিষয়। তাই সরকারের উচিত ছিল ২০২৩ সালের পাঠ্য পুস্তক দিয়ে, পরবর্তী বছরে পরিবর্তীত বই দেওয়া।
শিক্ষা কার্যক্রম ভেঙে পরবে না ভেঙে পরেছে ।
খালেদ মহিউদ্দীনের ethics এখন কেবল আর্থিক প্রাপ্তিযোগ- এর মধ্যেই সীমাবদ্ধ।
মুক্তি যোদ্ধা অন্যায় করলে তার বিচার হবে না তা হতে পারে না। শিক্ষা মন্ত্রনালয়ে নজর দেওয়া উচিত ছিল শিক্ষা উপদেষ্টার। স্বৈরাচারের দোসর রেখে সংস্কার সম্ভব না।। 11:21
যথাযথ আলোচনা চালিয়ে যান
প্রত্যেক বছর এত এত নূতন বই না ছাপিয়ে আগের বছরের বই রেখে তা ছাত্র ছাত্রীদের মাঝে বিতরণের ব্যবস্থা নেয়া হোক ।
জরুরী অবস্থায় বই ছাপানো হোক এবং কোমোল মতি শিশু দের হাতে জানুয়ারীতে বই তিলে দেওয়া হোক এটাই জোর দাবি।
আপনার মন্তব্যগুলো অত্যান্ত যাথার্থ্য
অনেক অনেক ধন্যবাদ ভাই কে
আমিরুল ভাইধন্যবাদ ❤❤❤
চেঞ্জ টিভি র আমিরুল মানিক সাহেব কে অনেক অনেক ধন্যবাদ সাংবাদিক খালেদ মহিউদ্দিন কে সামান্য একটু কথা বলার জন্য ভেবে ছিলাম মানিক সাহেব একটু ভালো করেই কিছু বলবেন কিন্তু তা তিনি করলেন না, কাকের মাংস কাক নাকি খায়না তেমনি,।
ইউনুস সরকার আসছে কবে আগস্টের পরে আর বইতে সম্পূর্ণ সেগুলো সংশোধন করতে এত সময় লাগবে স্বাভাবিক
মহিউদ্দিন সাহেবের উত্তেজিত হয়ে ওঠা ঠিক হয়নি।
মানিক ভাই যদি ( বই ছাপানোর ছাপাখানায় যদি শস্য ভিতর ভূত থাকে ) এখনো সময় আছে , অন্যদেশের ছাপাখানায় বই ছাপানোর কন্টাক দেওয়া হোক যাতে একটু বিলম্ব হলে ও যেন সরকার এবং ছাএ ছাএীরা সময় মতো হাতে বই পায়
কানুর আইনের অধীনে এনে বিচার করতে হবে
পাঠ্য পুস্তকের বিষয়ে এখনই তড়িৎ সিদ্ধান্ত নিতে হবে।
এর দায় শিক্ষা উপদেষ্টাকে নিতে হবে।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আওয়ামী কষ্টে খালেদ ভাইয়ের মন ভারাক্রান্ত
মানিক ভাইয়ের সিদ্ধান্ত সঠিক ।
হত্যা মামলার আসামি কানুর বিচার চাই
কেউ যদি অন্যায় করে থাকে তার বিচার অবশ্যই হবে।তাই বলে আমিরুল মোমেনিনকে বিচারের ভার দেওয়া হয় নাই। আপনিই যদি বিচার করেন তাহলে সরকারের কি দরকার, আইন আদালতের কি দরকার। আপনারাই করেন বিচার।
জি ভাই আচ্ছা তাকে প্রশ্ন করেছেন কিন্তু নাসির ভাই খুব ঠান্ডা মাথায় ধৈর্যের সাথে তার প্রশ্নের জবাব দিয়েছেন অসংখ্য ধন্যবাদ ধৈর্যশীল আচরণের জন্য
Excellent & real analysis
এ ধরনের একটা অস্বাভাবিক পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে ২/৩ সপ্তাহ দেরিতে বই পাঠানো হলেও তেমন কোন অসুবিধা হবে না। সামনে কঠিন পদক্ষেপ নিতে হবে ইনশাআল্লাহ
সাংবাদিক খালেদ মহিউদ্দিনের মুখের ভাষা ছিল আক্রমণাত্বক!!!!! ছিঃ ছিঃ
খালেদ মহিউদ্দিন আউট।
খালেদ মহিউদ্দিন ঠিকই বলেছেন! এখন দেশের কোনায় কোনায় প্রতিটি মানুষকে মনের কথা বলেছেন খালেদ মহিউদ্দিন।
খালেদ মহিউদ্দিনের টকশো গুলো দেখে ইদানিং মনে হচ্ছে তিনি আওয়ামী লীগের পক্ষে কথা বলেন । আগে ওনাকে খুব পছন্দ করতাম এখন করি না ।
সম্মানিত সাংবাদিক আমিরুল মু'মিন মানিক, আসসালামু'আলাইকুম... মহিউদ্দিন সাহেব কে আপনার মাধ্যমে জানাতে চাই, ওনি যেন সাবধান হোন নতুবা ওনার ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন! ইন-শা-আল্লাহ!
Even though I have been critics of Manik, however, I want to thank Mr. Manik for this video, Khaled Mohiudding has been and still is the collaborator of Fascist Hasina,
অসাধারণ আলোচনা
আপনার এই চমৎকার আলোচনা খুব ভালো লাগছে ইনশাল্লাহ সুন্দর করে আলোচনা করবেন
এবছর ১-২ মাস দেরী হলে তেমন কিছু হবে যেখানে অটো প্রমোশন, কোবিট এ বিপর্যয় , তার মধ্যে ফ্যাসীবাদের কু পরিক্ল্পনা ও ষড়যন্ত্র ১০০% কার্যকর । তাই সংশ্লিষ্ট সকলকে সাবধানে এগিয়ে আসতে হবে ।
মতামত হচ্ছে > জরুরী ভিত্তিতে প্রতিটি শ্রেণীর পুরাতন বই সংগ্রহ ও জেলা থেকে হিসেব নেয়া প্রয়োজন।আর সেই সাথে নতুন বই ছাপানোর কাজে অগ্রাধিকার দেয়া উচিৎ।
আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের দেশের সবাই কে হেদায়েত তৌফিক দান করুন আমীন গতরের ইঁদুরের মতো এখন চরিত্র নিয়ে চলে মোনফে
শিক্ষা মন্ত্রীর দ্রুত পদত্যাগ করা দাবি জানাই
Kanu should be punished. Khaled Mohiuddin is cunning....