আহরেহাদিসরাত পবিষ্কার সাদা ধবধবে তাকে ধোলাি করা যাায় না তাকে ধোলাই করলে সে আরো পরিষ্কার হবে।যারা ধোলাি তরতে চায তাদের৷ কা নেিকোন সাবান যা দিযে অপরিষ্্কার কে পরিষকার করবে।আপনি পরুষ্কার করতে আসলে াপনাকেি পরিষ্কার হয়ে আসবেন। াপনার মধ্যো আছে হাজার গন্ডা ভুল আগে নিজে র সংসোধন তরেন পরে াাহলে হাদিসদের দিকে তাকাবেন কেমন?
ধন্যবাদ হুজুর কে আহলে হাদীসদের পরিচয় করাবার জন্য কারণ আহলে হাদিস কারা অনেকেই জানেনা আসুন সকল বিধান বাতিল করে ওহীর বিধান কায়েম করে সহি হাদিসের আলোকে জীবন গড়ি
মেয়েরা বুকের উপর হাত বাঁধছে পর্দা তারা যদি কোমরে হাত বাঁধে পেটের মধ্যে হাত বাঁধে ইসলামের শিষ্টাচার ইসলামের সভ্যতা পেটা নষ্ট হয় মেয়েদেরকে বুকের উপরে হাত বাঁধতে বলা হয়েছে বোঝা হয়েছে না গাধা আহলে হাদিসদের মেয়েদের জন্য আল্লাহতালা সৌন্দর্য করেছেন নামাজের তারা বুকের উপরে হাত বাঁধবে এটাই পর্দা তোমাদেরকে বোঝানোর চেয়ে গাধাকে বোঝানো সহজ তোমরা তো বুঝবাই না আইসো কসম খেয়ে।
ও আল্লাহ এ হুজুরের, হায়াত, এলেম, গ্যান ধর্য, সম্মান, জনপ্রিয়তা, বৃদ্ধি করুন , বৃদ্ধি করুন , আমিন দুঃখের বিষয় হলো আমরা নেট চালাই খুবই সল্প এই জন্য লাইক কমেন্টও সল্প
এখানে খারাপ কথা যে হুজুরের সম্পর্কে তুমি মন্তব্য করেছো তা থেকে আমরা বুঝতে পারি যে তুমি ভন্ড ওহাবী আহলে হাদিস, তোমার তো লেজে আগুন ধরিয়ে দিয়েছে হুজুর, এইজন্য তার জলার জ্বালা থেকে কষ্ট পাওয়ার জন্য তুমি এমন ধরনের মন্তব্য করেছ, আসলে তুমি গো তোমরা তো মুসলমানই না
@@QuranSunnahrPothe সামান্য এতটুকু বিভেদের জন্য জান্নাত জাহান্নাম, নির্ধারণ হবে,,যাইহোক আল্লাহ তায়ালা ভালো জানেন।আমাদের সমস্যা জোরে আমিন,আস্তে আমিন বলা নিয়ে,,বিভেদ হচ্ছে আমাদের নবী স: কিসের তৈরি,মাটি নাকি নুরের!আরও এমন হাজারো অপ্রয়োজনীয় কাজ নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব।কোনদিন ফরজ একটা বিষয় নিয়ে ওইভাবে দ্বন্দ্ব হতে দেখিনি😥একজন আলেমর যদি উম্মতি মুহাম্মাদির জন্য মায়া থাকত তাহলে এইভাবে কাদা ছুরাছুরি না করে,নিজেরাই নিজেদের সমাধান করে নিতেন।একজায়গায় বসে।
সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন) ১০/ আযান (كتاب الأذان) - 10/ Call to Prayers (Adhaan) পরিচ্ছেদঃ ১০/৭৬. কাতারে কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা মিলানো। ৭২৫. আনাস (রাযি.) হতে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা তোমাদের কাতার সোজা করে নাও। কেননা, আমি আমার পিছন হতেও তোমাদের দেখতে পাই। আনাস (রাযি.) বলেন আমাদের প্রত্যেকেই তার পার্শ্ববর্তী ব্যক্তির কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা মিলাতাম। (৭১৮) (আধুনিক প্রকাশনীঃ ৬৮১, ইসলামিক ফাউন্ডেশনঃ ৬৮৯) @@MuhammadAli-mg1nw
মুনাফিকি করলেও হবে না সব জায়গায়, ওয়াহাবি,আহলে হাদিস এরা হলো ভন্ড মোনাফেক, কারণ আবু জেহেল নাকিএদের মত মুসলমান, এরা প্রমাণ দিলাম এরা সত্য বিশ্বাস করতে চাই না। এরা হলো সায়েক পূজারী, কোরআন হাদিসের বাইরে যারা থাকে তাদেরকে কখনো কোন অবস্থায় মুসলমান বলা চলে না, কোরআন হাদিস যারা মানে না কোরআন হাদিস যারা লঙ্ঘন করে - আল্লা আল্লাহর রাসূলকে যারা বিশ্বাস করে না আল্লাহ তাদেরকে সঠিক পথে আসার জন্য ছাড় দিয়েছেন ছেড়ে দেননি, আর যদি তা না মানে আল্লাহ তাদেরকে জারজ সন্তান বলেছে, আর তার জীবন্ত প্রমাণ হলো নবীজি যখন মিয়ারাজ থেকে ঘুরে আসে সেই মেরাজের কথা আবুবক্কার সিদ্দিকীর সঙ্গে বললে উনি মেনে নেন উনি তখন কথাটি শোনার সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যান, আর এক ব্যক্তির সঙ্গে বললে ওই ব্যক্তি সে কথা মানতে চান না তখন আল্লাহ রাসূলকে জানাচ্ছে আল্লাহ ওই ব্যক্তি হলো যারাজ সন্তান, এবং তার প্রমান হিসাবে তার মার কাছে জানতে পাঠান, এবং সেই ব্যক্তির মা তখন সেই ব্যক্তির কথায় উত্তরে প্রমাণ দেন যে ওই ব্যক্তি হলো যারজ সন্তান, এবং ওই ব্যক্তি হলো ওই পরিবার এর চাকরের সন্তান, তাই বলছি ভাই সত্যি কথা বললে গায়ে জলের থেকে বাঁচতে গেলে কোন খারাপ মন্তব্য কিছু করবে না সব জায়গায়, কারণ সত্যের জয় সব জায়গায়ই হয়, ওহাবী আহলে হাদিস ভন্ডদের উপর আল্লার লানত, এরা দুনিয়ায় বাঁদরের মতো লাফাবে আর কিয়ামতের দিনে জাহান্নামে যাবে,
রেফারেন্স গুলো খুব ভালো হয়েছে একবার হাত তুলতে হবে এটা হাদিস দেখিয়েছেন আরো পাঁচটা হাদিস অনেকবার হাত তোলার কথা বলছে আপনাকে কেউ এক টাকা দান করে আর কেউ 5 টাকা দান করে কোনটা নিবেন এক টাকা দিবেন না পাঁচ টাকা
হিংসা মানুষকে ধংস করে,কুরআন সুন্নাহর আলোকে সমাধান দিতে চাইলে কারো সমালোচনা না করেও আরো অল্প কথায়ও দেয়া যায়।কারন সমালোচনা করতে গিয়ে নিজের অজান্তেই কখনও কখনও রাসূল সাঃ এর বানীর বিপরীত হয়ে যায় এমন বক্তব্যও মুখে এসে যায়। তখন সাধারণ মানুষরাও এই বক্তব্য গুলো বলাবলি করে গুনাগার হয়।আল্লাহ্ আমাদেরকে হেদায়েত দান করুন।
Ata bola te apnar iman thakte pare touba korun.. Allahr kase.karon sb sayek ak na bojlen r tara emni emni sayek honni.jemon sayek ahmodullah kto sundor misty kore manusk k bojan. Onake o apnak mante hbana apni koran hadis dekhe amol korben.tai bole karo name bodnam korben na bojlen.
আহলে হাদীসরা হাদিসের নন্বর বলে দেন। আর আপনি হাদিস নন্বর না বলে গোজামিল দিয়ে যাচ্ছেন। আপনি তলাকের কথা বললেন, মওলানা দেলোয়ার হোসেন সাইদি, মওলানা জাহাঙ্গীর আলম তালাক সন্মন্ধে কি বলেছেন। ওনারা কি হাদিস কোরআন বোঝেন না। আপনি বড় পন্ডিত হয়েছেন ।
তাহলে হাদিস তাদের বিরুদ্ধে যেই আলেম মিথ্যা বানোয়াট কথা বলতে পারবে সে হানাফী ভাইরাল আলেম হয়ে যান। আল্লাহ হানাফী আলেমদের মিথ্যাচার থেকে, সাধারণ জনতাকে হেফাজত করো আমিন
যাহা কিছু রটে কিছুনা কিছু বটে। সেই ছোটবেলা থেকে শুনছি বিভিন্ন আলেমরা বলেছে আহলে হাদিসরা ইহুদিদের দালাল। ২০২৩ সালে এসে সেটার সত্যতা পেলাম, ব্রাদার রাহুল ইহুদিদের পক্ষ নিয়ে ফিলিস্তিনি ভাইদের বিপক্ষে কথা বলল
রফউল ইয়াদাইন করতে হবে এমন হাদিসের সংখ্যা কত?আর করতে হবে না এমন সংখ্যা কত আর এর মান কেমন? কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে দাঁড়াতে হবে।এটা হযরত খুঁজে পাচ্ছেন না, উনি যা বললেন তাকি গিবতের পর্যায় যাচ্ছে না? আজগুবি কথা বলছেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন।
Raful ydain er hadees jodi 50 hajar hoy r matro ekta hadees dara eta promanito hoy j naobi sm. Shesh somoye raful ydain koren nai totha hadees ta mansukh hye gese tahole oi 50hajar er upor ei ekta hadees e vari hobe🤣
সাধারণ মুসলমান তো দিন দিন নজদী মার্কা ভূত হয়ে যাচ্ছে সায়েখ পূজারী হয়ে যাচ্ছে চোর এ দলে চলে যাচ্ছে তাই হুজুর সতর্ক করে দিচ্ছে আর ঈমান চোর মুনাফেক বক্তা চিহ্নিত করে দিচ্ছে বুঝলে মিয়া😂😂😂😅😅😅😊😊
উজুর থাকলে আহলে হাদিসরাও সময় সাপেক্ষ জুতা পড়ে নামাজ পড়ে । আর সময় সাপেক্ষ দারিয়েও প্রচাব করে । সেই সময়ে উজুর থাকার জন্য ঐটাই সন্নাহ । হুজুর আরবি জানা ও জুব্বা পড়ার নাম আলিম না, বিজ্ঞ জ্ঞান থাকার নাম আলিম ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ.... আমার মনে কইছিল ভাই অনেকগুলা জুতো মারি এই হুজুরকে আল্লাহর ভয় এসে গেছে মনে পারিনাই বলেন তো ভাই এই হুজুরের একটা ওয়াজ কি আছে আহলে হাদিসের বিরোধিতা ছাড়া আচ্ছা ভাই এত বিরোধিতা করতে হবে কেন...... এই বলদ তো জানে না এই বিরোধিতা যে আহলে হাদিসের পক্ষে যাইতাছে
আসলে ভাই আমাদের একটাই পরিচয় আমরা মুসলিম, কিন্তু যারা নিজেদের আহলে হাদীস বলে থাকে তারা পবিত্র কোরআনের পাশাপাশি রাসুলের সহীহ হাদীস গুলো মেনে চলে, প্রকৃতপক্ষে তারাই রাসুলের ইসলাম পালন করে, আপনিও প্রকৃত মুসলমান হতে চাইলে সহীহ হাদীসের অনুস্বরন করুন, ধন্যবাদ
সোহাগ মিয়া আইলে হাদিসরা সবাই তোমরা থেকে ব্যাখ্যা করে বোঝানো হইতেছে তারপরে বুঝবানা আলেমদের মাননা মুখে মানতেছ না কে মানতেছ না সীমানা থাকা দরকার থাক গাধা কোথাকার
Imanali, পাক-ভারত- বাংলাদেশের বাইরে, হানাফী মাজহাব থাকলেও, দেওবনদী হানাফী কেউ চিনে না, দেওবনদ নামও জানেনা। আর পাক-ভারতের বাইরে, এই ডিবেট,বাহাস, বিতর্ক, ওয়াজ মহফিল করে মুখে ফেনা তুলে অপর পক্ষকে সমালোচনা করা, ফতেয়া দেয়া - এইগুলো একদম নেই। হা, উলেমাদের প্রশ্ন - উওর সেসন আাছে, সেখানে ছাএরা প্রশ্ন করে, উলেমা উওর দেন, সাথে অবশ্যই কোরান, সহীহ হাদীসের দলীল দেন। আবার ফতোয়া বোর্ড আছে, যে কোন প্রশ্নের উওর দেয়া হয়, দলীল সহ। ইরানে ( আমি ছিলাম) একই শহরে - শীয়া, সুন্নী বাস করে। যে যার মসজিদে যায়, নামাজ পড়ে। কোন বিতর্ক, কটাক্ষ, রেষারেষি, অভিযোগ - এসব দেখিনি। পাক-ভারত- বাংলাদেশের কালচার, পরিস্থিতি, পরিবেশ, মানুষিকতা, সামাজিক শৃঙ্খলা - সবই ভিন্ন। আপনি ইউটিউব দেখুন - কম বা নাই বললেও চলে এই টাইপের বিতর্ক, জেদাজেদি, বিষোদগার, আক্রমণাত্মক ভিডিও বিদেশে। হা, English এ কিছু আছে।
সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন) ১০/ আযান (كتاب الأذان) - 10/ Call to Prayers (Adhaan) পরিচ্ছেদঃ ১০/৭৬. কাতারে কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা মিলানো। ৭২৫. আনাস (রাযি.) হতে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা তোমাদের কাতার সোজা করে নাও। কেননা, আমি আমার পিছন হতেও তোমাদের দেখতে পাই। আনাস (রাযি.) বলেন আমাদের প্রত্যেকেই তার পার্শ্ববর্তী ব্যক্তির কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা মিলাতাম। (৭১৮) (আধুনিক প্রকাশনীঃ ৬৮১, ইসলামিক ফাউন্ডেশনঃ ৬৮৯) @@MuhammadAli-mg1nw
aslam, সৌদিতে জুময়ার নামাজে - একটাই আজান হয়, অন্তত আমি যেখানে ছিলাম। আর, তারাবীহর নামাজ ২০ রাকাত, ৮ রাকাত - দুটোই আছে হাদীসে। আর ২০ রাকাতেই বা থামলেন কেন? হাদীসে এসেছে - ২৩, ২৭, ৩৯, ৪৩ রাকাতও তারাবীহর নামাজ। তো আপনি চাইলে, ঐ অধিক রাকাতের তারাবীহর নামাজ পড়তে পারেন। এখানে বিতর্কের, দলাদলির, ভিন্নমত - কিছুর অবকাশ, সুযোগ নেই।
তাহলে জুতা পায়ে দিয়ে আপনারা নামাজ পড়েন না কেনো আপনারা সহ আপনাদের মা বোনদেরকে নিয়ে ময়লার ডাসবিনে গিয়ে দাড়িয়ে দাড়িয়ে পেশাব করা শুরুকরেদেন কারন দাড়িয়েপেশাব করার হাদিসতো সহিহ
এই আধুনিক যুগে যেখানে বৈদ্যুতিক পাখা / এসি র ব্যবস্থা আছে। সেখানে ওয়াজের সময় দাস প্রথার মত একজন দাড়িয়ে হুজুরকে হাতপাখার বাতাস করা কতটুকু ইসলামের সৌন্দর্য এবং সাম্যতা প্রচার করে? 😢
Vai jodi o kosto amr o lage bapar ta dakhy kintu ai vaby na dakhy jodi aktu vinno vaby dakhen..... Sobai to alem dir khedmot ar sujuk pay na tai hoito ai khadmot ar karone Allah tader alme khatmot ar jonno hoito or ai batas Allahr sontusti orjone sohayota korbe
আলোচনায় তো যোগউপযোগী সত্য বলেছেন। কিন্তু শেষে তো বন্ডামী করে পেললেন। আপনার দলই হক তার কোন গ্যরান্টি আছে। আমল তো সব দলেই কম বেশী করে থাকে। আল্লাহ রাসুলের শানে যদি আপনার দলের ইমান আকিদা সঠিক না থাকে তো নিশ্চিত আপনার দল ভেতরে চলে যাবে। সূতরাং শুধু আমলের দিকে না তাকিয়ে ইমান/আকিদা সঠিক কিনা যাচাই করো।
সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন) ১০/ আযান (كتاب الأذان) - 10/ Call to Prayers (Adhaan) পরিচ্ছেদঃ ১০/৭৬. কাতারে কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা মিলানো। ৭২৫. আনাস (রাযি.) হতে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা তোমাদের কাতার সোজা করে নাও। কেননা, আমি আমার পিছন হতেও তোমাদের দেখতে পাই। আনাস (রাযি.) বলেন আমাদের প্রত্যেকেই তার পার্শ্ববর্তী ব্যক্তির কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা মিলাতাম। (৭১৮) (আধুনিক প্রকাশনীঃ ৬৮১, ইসলামিক ফাউন্ডেশনঃ ৬৮৯)@@shaiduldes3936
উনি মিথ্যা বলেছেন। আমাকে প্লিজ জানান উনি কেনো মিথ্যা বলেছেন। পায়ের সাথে পা মিলানো । এটা বুখারি শরিফে আছে। উনি মিথ্যা বলেছেন।
হাদিস নিচে দেয়া হলো। সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন) ১০/ আযান (كتاب الأذان) - 10/ Call to Prayers (Adhaan) পরিচ্ছেদঃ ১০/৭৬. কাতারে কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা মিলানো। ৭২৫. আনাস (রাযি.) হতে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা তোমাদের কাতার সোজা করে নাও। কেননা, আমি আমার পিছন হতেও তোমাদের দেখতে পাই। আনাস (রাযি.) বলেন আমাদের প্রত্যেকেই তার পার্শ্ববর্তী ব্যক্তির কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা মিলাতাম। (৭১৮) (আধুনিক প্রকাশনীঃ ৬৮১, ইসলামিক ফাউন্ডেশনঃ ৬৮৯) @MuhammadAli-mg1nw
৫ বারের হাদীস মেনে নিলে সব হাদীস মানা হয় বোকা হুজুর বুঝেনা 🐟 কি কাঁটা সহ খায় না কি কাঁটা বেছে খায় দোয়া করি আল্লাহ যেন সঠিক বোঝার তৌফিক দান করুক আমীন
সম্মানিত ভাইদের কে বলবো আহলে হাদিস কি ও কেন এই বিষয়টা লিখে ইউটিউবে সার্চ দিয়ে আলুর হাদীসদের একটা বক্তার আলোচনা শুনুন নবী সাল্লাহু সালাম বিবাহ কয়টা করে সেটা বড় না নবী সাল্লাহু সাল্লাম বলেছেন মুমিনরা চারটা বিবাহ করবে আহালুল হাদিস মানে কি আগে বুঝতে হবে কোরআন হাদিস থেকে যেটা সঠিক সেটা কে মানার নামে আহালুল হাদিস
sks, এখানেই তো হানাফীরা মানষদের বিভ্রান্ত করার চেষ্টা করে। কোরান ৪:৫৯ আয়াত, আংশিকভাবে বলে। পুরো আয়াতটা বলে না। মতভেদ, পার্থক্য দেখা দিলে - আল্লাহ, রসুলের দিকে ফিরে আসো( সঠিক ফয়সালার জননে). এটা করা অনুচিত।
ইহুদিদের দালাল আহলে হাদিসের গোপন তথ্য ফাঁস করলেন 👇👇
th-cam.com/video/hHewnsXu0dU/w-d-xo.html
জাহেল বক্তা 🤬
আহরেহাদিসরাত পবিষ্কার সাদা ধবধবে তাকে ধোলাি করা যাায় না তাকে ধোলাই করলে সে আরো পরিষ্কার হবে।যারা ধোলাি তরতে চায তাদের৷ কা নেিকোন সাবান যা দিযে অপরিষ্্কার কে পরিষকার করবে।আপনি পরুষ্কার করতে আসলে াপনাকেি পরিষ্কার হয়ে আসবেন। াপনার মধ্যো আছে হাজার গন্ডা ভুল আগে নিজে র সংসোধন তরেন পরে াাহলে হাদিসদের দিকে তাকাবেন কেমন?
কথা ঠিক বলেন নাই?
কিছু দলীল ( কে কার দালাল) এখানে উল্লেখ
করলে ভাল হত।
দলিল দিবেন, কোন আলেমের, উলেমার মত, বক্তৃতা, আলোচনা নয়।
4:30
চমৎকার আলোচনা,তাহলে হাদিসরা যত ফিৎনার কারণ,খুবই গুরুত্বপূর্ণ কথা,শায়েখকে ধন্যবাদ ।
ধন্যবাদ হুজুর কে আহলে হাদীসদের পরিচয় করাবার জন্য কারণ আহলে হাদিস কারা অনেকেই জানেনা আসুন সকল বিধান বাতিল করে ওহীর বিধান কায়েম করে সহি হাদিসের আলোকে জীবন গড়ি
Rohwrxax
❤❤❤
আহলে হাদিসদের আকিদা৷ বিশ্বাস ও আমল সম্পর্কে ভালো করে না জেন না বুঝেতাদের বিরুদ্ধেবাজে বলবেন না।তারা কতটুকু সত্যেউপর আছে আপনি কতটুকু সত্যের ুপর আছেন বিচার একদিন৷ হবেই সেদিন বুছতে পারবেন সাধারন মানুষকে উল্টা ব্যাখ্যার পরিনাম কি। সহীহ হাদিস জিবনযাপনকরা যাযনা৷ কখন কখন মিৎ্যা জারজয়িফের হাদিস ওমিৎ্যাব্যাখ্যার মাধ্যমে মাজহাব ের সাফাই গাওয়া াপনার উদ্দেশ্য।হাজার হাজার হানাফিি সহিহ আকিদায আসছে েভাবে সত্যগ্রহন এতে াপনাদের আহরে হাদিসের সংখ্যা বেড়ে চলছে এটাইাহলে হাদিসদের আললাহর রহমত।সত্যােকে মিৎ্যা দিযে ডেকে দিতে পারবেননা ইনশাআল্লাহ।
তোমার হুজুর এ বাবে লাপায় কেন, এতো বাবের মোল্লা বিতর খারাপ
মেয়েরা বুকের উপর হাত বাঁধছে পর্দা তারা যদি কোমরে হাত বাঁধে পেটের মধ্যে হাত বাঁধে ইসলামের শিষ্টাচার ইসলামের সভ্যতা পেটা নষ্ট হয় মেয়েদেরকে বুকের উপরে হাত বাঁধতে বলা হয়েছে বোঝা হয়েছে না গাধা আহলে হাদিসদের
মেয়েদের জন্য আল্লাহতালা সৌন্দর্য করেছেন নামাজের তারা বুকের উপরে হাত বাঁধবে এটাই পর্দা তোমাদেরকে বোঝানোর চেয়ে গাধাকে বোঝানো সহজ তোমরা তো বুঝবাই না আইসো কসম খেয়ে।
মাশাআল্লাহ সুন্দর আলোচনা করেছে শায়খ আমরা হক্কানী আলেমদের সাথে আছি থাকবো ইনশাআল্লাহ হক্কানী দেওবন্দ জিন্দাবাদ
Ahle hadees hi ahle haq hein
Ahle hadees hi ahle haq hein
দেওবন্ধ মাদ্রাসার জন্মের পুর্বে কি মানুষ মুসলমান ছিলেন না?
মুফতি হামিদ জাহেরী দামাত বারাকাতুহুমকে আল্লাহ তাআলা এলমে এবং আমলে বরকত দান করুন, এবং তার ছায়াকে আমাদের উপর দীর্ঘায়িত করুন। আমিন
Amin
Rejaul Islam
আল্লাহ আমাদের সবাইকে একসাথে চলার পথ করে দিন,
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলেন হুজুর, আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান বারাকা্ললাহু ফি হায়য়াতিহী সুস্থ থাকুন শুভকামনা রইলো ধন্যবাদ আপনাকে মুহতারাম, অনেক সুন্দর ও গুরুত্বপূর্ণ আলোচনা হুজুরের দীর্ঘ নেক হায়াত কামনা করছি,
আল্লাহ পাক হজরতকে নেক হায়াতে তায়্যিবা দান করুন।
দুনিয়াতে সম্মান পাওয়ার জন্য কেয়ামত হারাবেন না বরং ভালো করে কোরআন এবং হাদিস পড়ুন এবং সঠিক ধর্মটা জানুন।
Ji ata apnakeo bola holo..sothikta janun
@@QuranSunnahrPotheআপনি আর তেল মারা লাগবে না 😏😏
ঠিক বলেছেন।
Aare bhai,,, kothata apnar jonnoy projojjo,,, so nije janun,,,,
আল্লাহ হযরতের হায়াতে বরকত দান করুন
ও আল্লাহ এ হুজুরের, হায়াত, এলেম, গ্যান ধর্য, সম্মান, জনপ্রিয়তা, বৃদ্ধি করুন , বৃদ্ধি করুন , আমিন
দুঃখের বিষয় হলো
আমরা নেট চালাই খুবই সল্প
এই জন্য লাইক কমেন্টও সল্প
আমীন
আসসালামু আলাইকুম মাশাআল্লাহ জাযাকাললাহু জাযাকাল্লাহু খাইরান বারাকা্ললাহু ফি হায়য়াতিহী সুস্থ থাকুন শুভকামনা রইলো ধন্যবাদ আপনাকে মুহতারাম সুস্থ থাকুন শুভকামনা রইলো , আসসালামু আলাইকুম মাশাআল্লাহ
আপনি চালিয়ে যান হুজুর, এভাবে দিন প্রচার সম্ভব নয়। কোরান এবং সহি হাদিসের আলোকে কথা বলেন। জাতিকে সঠিক পথের দিশা দেন।
হযরত সহিহ হাদিস সম্পর্কে তোমার থেকে জ্ঞান নিবে?
তিনি সহীহ হাদিস বলতেছেন তবুও কানে শুনতে পাইছো নি?
সহীহ হাদিস কাকে বলে জানো?
@@tahafizmedia3707 vai kare ki kon tader kache sohi hadis oder saekh der kotha ala vul boluk ba thik jader arbe pora ta thik nai
Chora na shoney dhormeir kahini...Ahalul Hodos kopal pora Batil Firqa...Era path vrosto 73 dol er ekbdol...Taoubah korey firey asho...
সহিহ হাদিস তোদের বাপ এরা পড়তে জানে না সহিহ হাদিস বলিস লজ্জা করে না তোদের শায়েখ এরা হাদিস পড়তে পারে না।এটা লজ্জা জনক
Good.
এ গুলা মহা দুষ্ট হুজুর।
আল্লাহ হিদায়েত দিক।
পাগলের কাজ 😂😂😂😂
এখানে খারাপ কথা যে হুজুরের সম্পর্কে তুমি মন্তব্য করেছো তা থেকে আমরা বুঝতে পারি যে তুমি ভন্ড ওহাবী আহলে হাদিস, তোমার তো লেজে আগুন ধরিয়ে দিয়েছে হুজুর, এইজন্য তার জলার জ্বালা থেকে কষ্ট পাওয়ার জন্য তুমি এমন ধরনের মন্তব্য করেছ, আসলে তুমি গো তোমরা তো মুসলমানই না
সঠিক বলেছেন ধন্যবাদ আপনাকে ❤ আল্লাহ তাআলা আপনাকে বিনা হিসাবে জান্নাতূল ফেরদৌস দিন আমীন আমীন আমীন আমীন আমীন ❤😂🎉🎉🎉
আলহামদুলিল্লাহ। হুজুরের কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমীন।
আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওতুব ইলাহে।
Ata কি লিখছো ইস্তেগফার
নাকি তোমার মাথা সমস্যা আছে
আউজুবিল্লাহি মিনাশ শাইত্বোনির রজিম
Tor iman ses.😢
সামান্য মাসলা মাসায়েল নিয়ে, যে সমস্ত আলেম সাধারণ মুসলমানদের মাঝে বিভেদ তৈরি করে, আল্লাহ তাদের সহি বুজ দান করুন।
Allah apnakeo sohi bujh dan korun..
Apnar o bujhte hobe 73 ta doal hobe r tara sobay muslim..tar moddhe ak doal jannate jabe...
@@QuranSunnahrPothe সামান্য এতটুকু বিভেদের জন্য জান্নাত জাহান্নাম, নির্ধারণ হবে,,যাইহোক আল্লাহ তায়ালা ভালো জানেন।আমাদের সমস্যা জোরে আমিন,আস্তে আমিন বলা নিয়ে,,বিভেদ হচ্ছে আমাদের নবী স: কিসের তৈরি,মাটি নাকি নুরের!আরও এমন হাজারো অপ্রয়োজনীয় কাজ নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব।কোনদিন ফরজ একটা বিষয় নিয়ে ওইভাবে দ্বন্দ্ব হতে দেখিনি😥একজন আলেমর যদি উম্মতি মুহাম্মাদির জন্য মায়া থাকত তাহলে এইভাবে কাদা ছুরাছুরি না করে,নিজেরাই নিজেদের সমাধান করে নিতেন।একজায়গায় বসে।
হিংসা ধ্বংস আর ভালোবাসার সর্বোত্তই জয়
যাদের মনে হিংসা বিদ্বেষ পরিপূর্ণ তারা এই হুজুরের কথা বুঝবেনা।।
সহিহ হাদিস থেকে তাকে বাতিল বলে দেন, আশা করি এটা আপনাদের জন্য খুবই সহজ
সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন) ১০/ আযান (كتاب الأذان) - 10/ Call to Prayers (Adhaan)
পরিচ্ছেদঃ ১০/৭৬. কাতারে কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা মিলানো।
৭২৫. আনাস (রাযি.) হতে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা তোমাদের কাতার সোজা করে নাও। কেননা, আমি আমার পিছন হতেও তোমাদের দেখতে পাই। আনাস (রাযি.) বলেন আমাদের প্রত্যেকেই তার পার্শ্ববর্তী ব্যক্তির কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা মিলাতাম। (৭১৮)
(আধুনিক প্রকাশনীঃ ৬৮১, ইসলামিক ফাউন্ডেশনঃ ৬৮৯) @@MuhammadAli-mg1nw
এইসব ভন্ডামু কথা হাদিস মানা যাবেনা! আল্লাহ ও তাঁর রাসুল সাঃ এর অনুসরণ করতে হবে
মুনাফিকি করলেও হবে না সব জায়গায়, ওয়াহাবি,আহলে হাদিস এরা হলো ভন্ড মোনাফেক, কারণ আবু জেহেল নাকিএদের মত মুসলমান, এরা প্রমাণ দিলাম এরা সত্য বিশ্বাস করতে চাই না। এরা হলো সায়েক পূজারী, কোরআন হাদিসের বাইরে যারা থাকে তাদেরকে কখনো কোন অবস্থায় মুসলমান বলা চলে না, কোরআন হাদিস যারা মানে না কোরআন হাদিস যারা লঙ্ঘন করে - আল্লা আল্লাহর রাসূলকে যারা বিশ্বাস করে না আল্লাহ তাদেরকে সঠিক পথে আসার জন্য ছাড় দিয়েছেন ছেড়ে দেননি, আর যদি তা না মানে আল্লাহ তাদেরকে জারজ সন্তান বলেছে, আর তার জীবন্ত প্রমাণ হলো নবীজি যখন মিয়ারাজ থেকে ঘুরে আসে সেই মেরাজের কথা আবুবক্কার সিদ্দিকীর সঙ্গে বললে উনি মেনে নেন উনি তখন কথাটি শোনার সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যান, আর এক ব্যক্তির সঙ্গে বললে ওই ব্যক্তি সে কথা মানতে চান না তখন আল্লাহ রাসূলকে জানাচ্ছে আল্লাহ ওই ব্যক্তি হলো যারাজ সন্তান, এবং তার প্রমান হিসাবে তার মার কাছে জানতে পাঠান, এবং সেই ব্যক্তির মা তখন সেই ব্যক্তির কথায় উত্তরে প্রমাণ দেন যে ওই ব্যক্তি হলো যারজ সন্তান, এবং ওই ব্যক্তি হলো ওই পরিবার এর চাকরের সন্তান, তাই বলছি ভাই সত্যি কথা বললে গায়ে জলের থেকে বাঁচতে গেলে কোন খারাপ মন্তব্য কিছু করবে না সব জায়গায়, কারণ সত্যের জয় সব জায়গায়ই হয়, ওহাবী আহলে হাদিস ভন্ডদের উপর আল্লার লানত, এরা দুনিয়ায় বাঁদরের মতো লাফাবে আর কিয়ামতের দিনে জাহান্নামে যাবে,
আসসালামু আলাইকুম হুজুর আপনি এত জ্ঞান রাখেন কোথায়, আপনার জ্ঞান একজন রাখাল কেউ হার মানাবে, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন আমীন।
আল্লাহ আপনাকে হেদায়েত দানকরুক,কারণ একজন আলেমকে রাখালের সাথে তুলনা করছেন,
Vai rakal muci ke har manabe
তওবা করেন
মুর্খ জানেনা ভাই।
সৌদির উট চরানো রাখালের সহকারি হিসাবে হুজুর চলেনা।
মাশা-আল্লাহ ❤
রেফারেন্স গুলো খুব ভালো হয়েছে একবার হাত তুলতে হবে এটা হাদিস দেখিয়েছেন আরো পাঁচটা হাদিস অনেকবার হাত তোলার কথা বলছে আপনাকে কেউ এক টাকা দান করে আর কেউ 5 টাকা দান করে কোনটা নিবেন এক টাকা দিবেন না পাঁচ টাকা
যুক্তি দিয়ে ইসলাম চলেনা প্রিয়
১টাকায় নেবে কারণ ৫টাকা নিতে গেলে কোটি টাকার পীর মুরিদী ব্যবসা বন্ধ হয়ে যাবে ।
@@mdalom-im7jh এটাতো যুক্তি না । এটা হাদীস !!
এ হালায় মনে হয় গাঞ্জা খাইছে, 😂যুক্তি দিয়ে ইসলাম চলে না
Bokta bolen reference dite, omuk hadis ase tomuk ase, mane joyif hadis ase, pagoler dol..
Allah sobayke hedayat dek amin
একজন আলেম কিভাবে জালেমের মত হাজারো মানুষের সামনে অন্য কোন মুসলিম ভাইয়ের গীবত করে আল্লাহকে ভয় করুন
আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যখন হানাফিদের গীবত গায় তখন আপনারা কই থাকেন???
monday chay jutar niche desi murgir guu makhiye naker agay bedhe dite partam tahole mone ektu santi petam.🫣🛌🛌
মুজ্জাফর মোহাচিন আর মতি মাদানি যখন গীবত করে,,
তখন তুমি কই থাকো
কথা না বুঝে পাগলামি মন্তব্য করার নামই হলো আহলে খবিশ
তুমি বন্ধু 9টা মাদ্রাসা তে বুখারী শরীফ পরাও চিটারি করার জায়গা পাওনা তুমি নিজে বাতিল জামাতে আছো। তোমার বক্তব্য শুনলে ঈমান থাকবে না। তোমার এতয় জ্ঞান তোমাকে জাকির নায়েক রাজ্জাক বিন ইউসুফ কাছে বসতে হবে না রাহুল ব্রাদের সামনে বসো তোমার পাজামা ভিজে যাবে।
🌹💚আল্লাহপাক - হুজুরকে নেকও দীর্ঘায়ূ দানকরুন। আমিন। 🌹
হুজুর বড় বিপদে।হেদায়েতের মালিক তুমি আল্লাহ, এই হুজুরকে হেদায়েত দান করুন। আমীন।
ঠিক বলেছেন। আল্লাহ আগে আপনাকে হেদায়েত দান করুক
আমিন
Beta হুজুরের নয়
নিজের হিদায়াত কামনা কর।
আল্লাহ আপনাকে হেদায়াত দান করুক আপনার হেদায়াত এর দরকার
আল্লাহ্ হুজুরের হায়াত বৃদ্ধি করে দিন
আল্লামা নাসির খান সাহেবের ছাত্র মানে আপনার সেভাগ্য হযরত আপনি বরয় ভাগ্যবান
এসব নতুন পুরাতন পাগল কোথাথেকে আগমন ঘটে। ইসলামের বারোটা বাজাতে শুরু করেছে।
হিংসা মানুষকে ধংস করে,কুরআন সুন্নাহর আলোকে সমাধান দিতে চাইলে কারো সমালোচনা না করেও আরো অল্প কথায়ও দেয়া যায়।কারন সমালোচনা করতে গিয়ে নিজের অজান্তেই কখনও কখনও রাসূল সাঃ এর বানীর বিপরীত হয়ে যায় এমন বক্তব্যও মুখে এসে যায়।
তখন সাধারণ মানুষরাও এই বক্তব্য গুলো বলাবলি করে গুনাগার হয়।আল্লাহ্ আমাদেরকে হেদায়েত দান করুন।
পায়ে পা লাগছে বলে আপনার এলারজী কেন পায়ে পা লাগানো বোখারিতে কি নাই আললাহ হেদায়েত দিন আমিন
আপনার কানে কটোন বাট দিয়ে পরিস্কার করুন। কারণ ভাল ও সত্য শোনেন না। চোখে ড্রপ দেন, কারণ ভাল কিছু দেখেন না।
@@নতুনকিছু-থ২ম😄😄😄
আছে অনেক, সব কি আমল করা যাবে না যায়? সব থেকে যেটা ভাল অভিজ্ঞদের মতামত জানালেন। বাঁকা দৃষ্টিতে দেখবেন না।
আমার চাচাজান 22 বছর বুখারী হাদিস পড়ান এই বিগত 22 বছরে আমার চাচাজান বোখারী 725 নম্বর হাদিসটি পড়েননি পায়ের সাথে পা কাঁধের সাথে কাঁধ মিলাতে হবে 😢
বাংলাদেশের মুসলমানদের ঈমান বাঁচাতে হলে সব ওয়াজ বাদ দিয়ে সব হক্কানী আলেমদের এই ওয়াজ গুলো করা দরকার।
Hmm
আল্লাহ হুজুরের নেক হায়াত দান করুন
Amin
আপনার কথাগুলা 100% সঠিক
হযরত খুবই গুরুত্বপূর্ণ কথা গুলো বলেছেন। এই শাইখ গুলো হচ্ছে অতিদ্রুত কেয়ামত সংঘটিত হওয়ার কারণ।
Ata bola te apnar iman thakte pare touba korun.. Allahr kase.karon sb sayek ak na bojlen r tara emni emni sayek honni.jemon sayek ahmodullah kto sundor misty kore manusk k bojan. Onake o apnak mante hbana apni koran hadis dekhe amol korben.tai bole karo name bodnam korben na bojlen.
আহলে হাদিসদের সবাই ফতোয়া দেয়া শিখছেন মনে হয়।
হ ভাই ওরা ছোট বড় সবাই এক লক্ষ হাদিসের হাফেজ। এজন্যই ওরা সবাই আহলুল হাদিস।
আল্লাহ তুমি এই হুজুরের নেক হায়াত দান করুন। আমিন।
আমার প্রিয় একজন ভালোবাসার মানুষ
আল্লাহ রসূল এক শ্রেণীর আলেম দের কে ভয় করতেন, তারা মানুষ কে ভুল বুঝিয়ে বিপথে নিয়ে যাবে তাই।
আল্লাহর রাসুল সাঃ, কিছু মানুষকে ভয় করতেন যারা মুসলিম সেজে থাকতেন, সুজোগ পেলে রাসুল ও সাহাবাদের ভুল ধরার অপচেষ্টা চালাতেন।।।
আহলে হাদীসরা হাদিসের নন্বর বলে দেন। আর আপনি হাদিস নন্বর না বলে গোজামিল দিয়ে যাচ্ছেন। আপনি তলাকের কথা বললেন, মওলানা দেলোয়ার হোসেন সাইদি, মওলানা জাহাঙ্গীর আলম তালাক সন্মন্ধে কি বলেছেন। ওনারা কি হাদিস কোরআন বোঝেন না। আপনি বড় পন্ডিত হয়েছেন ।
আপনার শায়েখের পক্ষে বললেই ঠিক আর আপনার শায়েখের বিপক্ষে দলিল দিলেই গোজামিল আর তারা কিছু বুজেনা, তাই না।।। আল্লাহ আপনাদের হেদায়েত দান করুক
Ei bingo luk tumakey e anushoron korbo
তাহলে হাদিস তাদের বিরুদ্ধে যেই আলেম মিথ্যা বানোয়াট কথা বলতে পারবে সে হানাফী ভাইরাল আলেম হয়ে যান। আল্লাহ হানাফী আলেমদের মিথ্যাচার থেকে, সাধারণ জনতাকে হেফাজত করো আমিন
ভাই আপনার কথাটা ঠিক হয় নাই
যাহা কিছু রটে কিছুনা কিছু বটে। সেই ছোটবেলা থেকে শুনছি বিভিন্ন আলেমরা বলেছে আহলে হাদিসরা ইহুদিদের দালাল। ২০২৩ সালে এসে সেটার সত্যতা পেলাম, ব্রাদার রাহুল ইহুদিদের পক্ষ নিয়ে ফিলিস্তিনি ভাইদের বিপক্ষে কথা বলল
আহলে হাদিসের বিশিষ্ট শায়খ, আকবর বিন আবেদ বাসার বিন হায়াত ব্রাদার রাহুল
রফউল ইয়াদাইন করতে হবে এমন হাদিসের সংখ্যা কত?আর করতে হবে না এমন সংখ্যা কত আর এর মান কেমন?
কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে দাঁড়াতে হবে।এটা হযরত খুঁজে পাচ্ছেন না, উনি যা বললেন তাকি গিবতের পর্যায় যাচ্ছে না? আজগুবি কথা বলছেন।
আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন।
Thik bolachan bhai
Tmi vlo kore hadis poroga
নামাজে পায়ে পা লাগলে সম্মান চলে যায় এরা অহংকারী
@@sakrullislam632 আমরা তো পড়ি। তুমিও পইড় 😭
Raful ydain er hadees jodi 50 hajar hoy r matro ekta hadees dara eta promanito hoy j naobi sm. Shesh somoye raful ydain koren nai totha hadees ta mansukh hye gese tahole oi 50hajar er upor ei ekta hadees e vari hobe🤣
আল্লাহ হুজুর কে নেক হায়াত দান করুন ❤
Amin
হামেদ জহিরী সাহেব, সাধারন মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। Minded
সাধারণ মুসলমান তো দিন দিন নজদী মার্কা ভূত হয়ে যাচ্ছে সায়েখ পূজারী হয়ে যাচ্ছে চোর এ দলে চলে যাচ্ছে তাই হুজুর সতর্ক করে দিচ্ছে আর ঈমান চোর মুনাফেক বক্তা চিহ্নিত করে দিচ্ছে বুঝলে মিয়া😂😂😂😅😅😅😊😊
তুই হুজুরকে হুঁশিয়ারি দিচ্ছিস তোর শাইখ কয় পাতা লেখাপড়া জানে
বিভিন্ন ইউটিউব বক্তারা করে এমন আলেম কখনো বিভ্রান্ত করে না
Allah apnake hedayad dek sotik pote asar jonno
হামেদী সাহেবের বয়ান সঠিক। কিন্তু সে ও একজন ভন্ড আকিদা ধারনকরী। গোমটাওয়ারা মৌলবী।
মুফতি সাহেব আপনি হানাফি থাকেন অসুবিধা নেই, আহলে হাদিস হওয়ার কোন প্রয়োজন নেই। শুধু কুরআন এবং ছহীহ হাদিসের অনুসরণ এবং শিরিক বিদাআত ছেড়ে দিলেই হল।
উজুর থাকলে আহলে হাদিসরাও সময় সাপেক্ষ জুতা পড়ে নামাজ পড়ে । আর সময় সাপেক্ষ দারিয়েও প্রচাব করে । সেই সময়ে উজুর থাকার জন্য ঐটাই সন্নাহ । হুজুর আরবি জানা ও জুব্বা পড়ার নাম আলিম না, বিজ্ঞ জ্ঞান থাকার নাম আলিম ।
তুমি দেখা যাচ্ছে অনেক বড় আলেম।
thik bolechen
না রে ভাই তোমার আলেম সত্যিই অজ্ঞ। আমি আহলে হাদীস নামক দলের লোক নয় ভাই@@AyianAhamed-m6u
ঠিক
সত্য বলেছেন
Vondamir sesh kothay Allah valo jane
Ei hojur Allah hedayet dan korun
Tar hedayet na cheye allahor kache nijer hedayet chan
আল্লাহ হুজুর কে নেক হায়াত দান করেন,, 🌹🌹
শুকরিয়া মাশাআল্লাহ আমিন ❤️ আল্লাহুম্মা সুম্মা আমীন ❤️ আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে উঠুক আপনার নিষ্ঠাবান মনের আবির্ভাব ❤️ আলহামদুলিল্লাহি রব্বীল আলামীন ❤️ অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহ তা'আলার
Ok
মিষ্টি জাহিল
@@j.nislamicchannel7914
মনে হচ্ছে নিজের পরিচয় বললেন
সুবহানআল্লাহ । সত্য বয়ান । মহান আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন ।
আল্লাহ তুমি এই হুজুর এরনেক হায়াত দান করুন আমিন সুম্মা আমিন সুম্মা আমিন
হামিদ জহিরী সাহেবের ওয়াজ গুলোতে আমার আহলে হাদিস ভাইদের কোন কমেন্ট দেখতেছি না।
Tomar bokta mone hochhe gaja khaichhe
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ.... আমার মনে কইছিল ভাই অনেকগুলা জুতো মারি এই হুজুরকে আল্লাহর ভয় এসে গেছে মনে পারিনাই বলেন তো ভাই এই হুজুরের একটা ওয়াজ কি আছে আহলে হাদিসের বিরোধিতা ছাড়া আচ্ছা ভাই এত বিরোধিতা করতে হবে কেন...... এই বলদ তো জানে না এই বিরোধিতা যে আহলে হাদিসের পক্ষে যাইতাছে
আসলে ভাই আমাদের একটাই পরিচয় আমরা মুসলিম, কিন্তু যারা নিজেদের আহলে হাদীস বলে থাকে তারা পবিত্র কোরআনের পাশাপাশি রাসুলের সহীহ হাদীস গুলো মেনে চলে, প্রকৃতপক্ষে তারাই রাসুলের ইসলাম পালন করে, আপনিও প্রকৃত মুসলমান হতে চাইলে সহীহ হাদীসের অনুস্বরন করুন, ধন্যবাদ
মাজার পূজার চশমাটা খুলুন তাহলেই আহলে হাদীস দের কমেন্ট দেখতে পাবেন
Bisoy hocche Ahole Hadisera ai sab waz suneni na....😂
মাশাআল্লাহ কি চমৎকার কথা ❤❤❤❤
Shukriya.. ❤️
পচা কথা
আল্লাহকে ভয় করুন , মিথ্যাচার থেকে বেঁচে থাকুন ।
এ ব্যাটা তুই কি এমন ব্যাক্তি যে আলেমের ভুল ধরিস।
Please send the speaker's contacf number....
Tor bapeder bol sotto ta bolte
😮
পক্ষপাতদুষ্ট আলেম । তাদের কথা শুনতে নেই ।
আল্লাহ হজরতকে নেক হায়াত দান করুন, আমিন।
😂
যে দেশে ওলামায়ে দেওবন্দ নাই সে দেশের মানুষের কি অবস্থা হবে?
সোহাগ মিয়া আইলে হাদিসরা সবাই তোমরা থেকে ব্যাখ্যা করে বোঝানো হইতেছে তারপরে বুঝবানা আলেমদের মাননা মুখে মানতেছ না কে মানতেছ না সীমানা থাকা দরকার থাক গাধা কোথাকার
🤣
দেওবন্দিদের কাছে প্রশ্ন করুন।
Imanali,
পাক-ভারত- বাংলাদেশের বাইরে, হানাফী মাজহাব থাকলেও, দেওবনদী হানাফী কেউ চিনে না, দেওবনদ নামও জানেনা। আর পাক-ভারতের বাইরে, এই ডিবেট,বাহাস, বিতর্ক, ওয়াজ মহফিল করে মুখে ফেনা তুলে অপর
পক্ষকে সমালোচনা করা, ফতেয়া দেয়া - এইগুলো একদম নেই। হা, উলেমাদের প্রশ্ন - উওর সেসন আাছে, সেখানে ছাএরা প্রশ্ন করে, উলেমা উওর দেন, সাথে অবশ্যই
কোরান, সহীহ হাদীসের দলীল দেন।
আবার ফতোয়া বোর্ড আছে, যে কোন প্রশ্নের উওর দেয়া হয়, দলীল সহ। ইরানে ( আমি ছিলাম) একই শহরে - শীয়া, সুন্নী বাস করে। যে যার মসজিদে যায়, নামাজ পড়ে। কোন বিতর্ক, কটাক্ষ, রেষারেষি, অভিযোগ - এসব দেখিনি।
পাক-ভারত- বাংলাদেশের কালচার,
পরিস্থিতি, পরিবেশ, মানুষিকতা, সামাজিক শৃঙ্খলা - সবই ভিন্ন।
আপনি ইউটিউব দেখুন - কম বা নাই বললেও চলে এই টাইপের বিতর্ক, জেদাজেদি, বিষোদগার, আক্রমণাত্মক ভিডিও বিদেশে।
হা, English এ কিছু আছে।
হুজুর আপনার কথামতে নিজেই ধরা খাচ্ছেন
ধরিয়ে দিয়ে আপনার সক্ষমতা প্রকাশ করেন।
না হয় অজ্ঞই বনে যাবেন
সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন) ১০/ আযান (كتاب الأذان) - 10/ Call to Prayers (Adhaan)
পরিচ্ছেদঃ ১০/৭৬. কাতারে কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা মিলানো।
৭২৫. আনাস (রাযি.) হতে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা তোমাদের কাতার সোজা করে নাও। কেননা, আমি আমার পিছন হতেও তোমাদের দেখতে পাই। আনাস (রাযি.) বলেন আমাদের প্রত্যেকেই তার পার্শ্ববর্তী ব্যক্তির কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা মিলাতাম। (৭১৮)
(আধুনিক প্রকাশনীঃ ৬৮১, ইসলামিক ফাউন্ডেশনঃ ৬৮৯)
@@MuhammadAli-mg1nw
ধরিয়ে দেন ভাই
উনি নিজেই জানে না আবার কি ধরিয়ে দিবে 😂😂😂
আচ্ছা তাহলে ধরেই দেন 🌝
সুবহানআল্লাহ আললাহু আকবর আলহামদু লিল্লাহি রাব্বিল আলামীন, খুবই সুন্দর ও গুরুত্বপূর্ণ আলোচনা , ধন্যবাদ আপনাকে মুহতারাম
আলহামদুলিল্লাহ সৌদিতে জুমার আজান দুই বার এবং মক্কা এবং মদিনায় তারাবির নামাজ আজও ২০ রাকাত হয়
মক্কা মদিনায় এ বছরে 10 রাকাত তারাবীহ পড়া হয়েছে।
ভুল বলছেন
কোথায় কোথায় বলেন
মিথ্যা বলছেন,দুই আজান কিভাবে হয় সৌদি আরবে সেইভাবে আপনার দেশে কেন হয় না
aslam,
সৌদিতে জুময়ার নামাজে - একটাই আজান হয়, অন্তত আমি যেখানে ছিলাম। আর, তারাবীহর নামাজ ২০
রাকাত, ৮ রাকাত - দুটোই আছে হাদীসে।
আর ২০ রাকাতেই বা থামলেন কেন?
হাদীসে এসেছে - ২৩, ২৭, ৩৯, ৪৩ রাকাতও তারাবীহর নামাজ।
তো আপনি চাইলে, ঐ অধিক রাকাতের তারাবীহর নামাজ পড়তে পারেন। এখানে বিতর্কের, দলাদলির, ভিন্নমত - কিছুর অবকাশ, সুযোগ নেই।
আহলে হাদিস কখনো কোরআন হাদিস ছাড়া কোন যুক্তি বা উক্তি দিয়ে কথা বলেনা
Apni boro gadha
তাহলে জুতা পায়ে দিয়ে আপনারা নামাজ পড়েন না কেনো আপনারা সহ আপনাদের মা বোনদেরকে নিয়ে ময়লার ডাসবিনে গিয়ে দাড়িয়ে দাড়িয়ে পেশাব করা শুরুকরেদেন কারন দাড়িয়েপেশাব করার হাদিসতো সহিহ
আহলে হাদিস গাধা
আপনী বহু গীয়ানি মা
ওসব নজদের বিষাক্ত যুক্তি ইবনে তাই মিয়ার কুফরী মতবাদ ভাইরাস যুক্তি শরিয়তে চলবেনা বুঝলি হাফ প্যান্ট নজদী মার্কা ভূত😂😂😂😅😅😅😊😊😊
আল্লাহ হুজুর কে নেক হায়াত বাড়িয়ে দিন (আমিন)
Amin ❤️❤️
0
রাখালকে আরও পড়াশুনা করতে হবে
আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন।
আপনি হেদায়েত হওয়ার চেষ্টাকরুন।
Tumakey agey hedayet daan korun
এই আধুনিক যুগে যেখানে বৈদ্যুতিক পাখা / এসি র ব্যবস্থা আছে। সেখানে ওয়াজের সময় দাস প্রথার মত একজন দাড়িয়ে হুজুরকে হাতপাখার বাতাস করা কতটুকু ইসলামের সৌন্দর্য এবং সাম্যতা প্রচার করে? 😢
Vai jodi o kosto amr o lage bapar ta dakhy kintu ai vaby na dakhy jodi aktu vinno vaby dakhen..... Sobai to alem dir khedmot ar sujuk pay na tai hoito ai khadmot ar karone Allah tader alme khatmot ar jonno hoito or ai batas Allahr sontusti orjone sohayota korbe
আরে ভাই কারেন্ট না ও থাকতে পারে তখন
মিথ্যাবাদী প্রমাণের জন্য বেশি দুর যাওয়া লাগেনা,তাদের কথার পেঁচ দেখেই বুঝা যায়।
জাহেল ফিতনাবাজ প্রমাণিত হতে বেশিদূর যেতে হয়না। সঠিক দলিল দেখানোর পরেও গা চুলকায় যাদের তারা কোয়ালিটিহীন মূর্খ ফিতনাবাজ।
আহলে হাদিসের লোকদের কোনো আলেম কোনো মুফতি কোনো শায়খুল হাদীস বোঝাতে পারবেনা
আল্লাহ আপনাকে সঠিক জিনিস জানার তৌফিক দান করুন আমিন
আল্লাহ তাআলা হযরতকে নেক হায়াত দান করেন এবং সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য অসংখ্য ধন্যবাদ
ইয়া আল্লাহ্ আপনি হক্কানি আলেমদের হায়াতে বারা কাত দান করুন,,,, আমিন,,,,
আমীন
আপনার আমাদের মত সাধারন মানুষকে বিপদে ফলবেন না আপনারা এক হন দয়া করে আমাদের সঠিক রাস্তা দেখান।আপনারা নিজেরা যদি বাঁশ দেওয়া না ছাড়েন তাহলে কৈ যাব।
তোমার মাতার মাজে আল্লাহ ব্রেইন দিয়েছেন ভালো খারাপ নির্দারন করার জন্য কারন মানুষকে আল্লাহ বিবেক দিয়েছেন
আলোচনায় তো যোগউপযোগী সত্য বলেছেন। কিন্তু শেষে তো বন্ডামী করে পেললেন। আপনার দলই হক তার কোন গ্যরান্টি আছে। আমল তো সব দলেই কম বেশী করে থাকে। আল্লাহ রাসুলের শানে যদি আপনার দলের ইমান আকিদা সঠিক না থাকে তো নিশ্চিত আপনার দল ভেতরে চলে যাবে। সূতরাং শুধু আমলের দিকে না তাকিয়ে ইমান/আকিদা সঠিক কিনা যাচাই করো।
Ibnul majah hadis no 42 ektu pore nis vai.asa kori tor imanta beche jabe
আহলে হাদিস দের কে বাতিল ঘোষণা করবার জন্য সরকারের প্রতি জোর দাবী জানাচ্ছি ।
ঠিক বলেছেন ভাই ওদের কে বাংলা র জমিন থেকে বের করা দরকার বেইমান রা সব ঈমান চুরি করে নিচ্ছে
এই জন্য আপনাদের মতো আলেমদের কে দিয়ে আল্লাহ তালা জাহান্নাম উদবধন করবেন
Somoy hole sob bujhben....
আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আলোচনা।
মাশাআল্লাহ সুন্দর আলোচনা আল্লাহ তুমি কবুল কর
হুজুরদেরকে বলতে শুনতাম অজ্ঞরা ফতোয়া দিবে এখন বুজতেছি সেই অজ্ঞ লোকেরা কারা
Tumi dekhsi onek boro alem
হেদায়েত আশা করছি ইনশাআল্লাহ
আমি হুজুরের ছাত্র । আলহামদুল্লিলাহ ।
জাহেল মুফতী হামেদ
সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন) ১০/ আযান (كتاب الأذان) - 10/ Call to Prayers (Adhaan)
পরিচ্ছেদঃ ১০/৭৬. কাতারে কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা মিলানো।
৭২৫. আনাস (রাযি.) হতে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা তোমাদের কাতার সোজা করে নাও। কেননা, আমি আমার পিছন হতেও তোমাদের দেখতে পাই। আনাস (রাযি.) বলেন আমাদের প্রত্যেকেই তার পার্শ্ববর্তী ব্যক্তির কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা মিলাতাম। (৭১৮)
(আধুনিক প্রকাশনীঃ ৬৮১, ইসলামিক ফাউন্ডেশনঃ ৬৮৯)@@shaiduldes3936
মুরীদ হয়ে যান
এ মূর্খ আলেমের ওয়াজ শুনলে ঈমান থাকবে না।
ঠিক বলছেন হজরত এগিয়ে জান দোয়া রইল আপনার জন্য আল্লাহ আপনার সহায় হক🤲🤲🤲🤲🤲
Amin
দাঁত ভেতরে ঢুকে ফটো ওঠেনি
الله يعطيك الفهم الصحيح آمين
হাদিসের রেফারেন্স দিলে ভাল হতো
হুজুর আপনি ইসলামের অপব্যাখ্যা করেন না আপনি পক্ষপাত দুষ্ট কথা বলছেন আল্লাহ আপনাকে সহীহ বুঝ দান করুন
উনি মিথ্যা বলেছেন। আমাকে প্লিজ জানান উনি কেনো মিথ্যা বলেছেন। পায়ের সাথে পা মিলানো । এটা বুখারি শরিফে আছে। উনি মিথ্যা বলেছেন।
হাদিস নিচে দেয়া হলো।
সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন) ১০/ আযান (كتاب الأذان) - 10/ Call to Prayers (Adhaan)
পরিচ্ছেদঃ ১০/৭৬. কাতারে কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা মিলানো।
৭২৫. আনাস (রাযি.) হতে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা তোমাদের কাতার সোজা করে নাও। কেননা, আমি আমার পিছন হতেও তোমাদের দেখতে পাই। আনাস (রাযি.) বলেন আমাদের প্রত্যেকেই তার পার্শ্ববর্তী ব্যক্তির কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা মিলাতাম। (৭১৮)
(আধুনিক প্রকাশনীঃ ৬৮১, ইসলামিক ফাউন্ডেশনঃ ৬৮৯) @MuhammadAli-mg1nw
বিতর্কীত আলোচনা। আল্লাহ সবাইকে সঠিক জ্ঞান দান করুন।আমিন।
আমি কোন আলেম
নই, কিন্তু উনি যে যাহেল এবং পীর বাবা তা তার ওয়াজ থেকে প্রমাণিত
আপনি জাহেল
আল্লাহ আমাদের জন্য উনাদের মতো হক্কানী আলেম দের মতো বেক্তির কথা বুঝার সক্তি দান করুন আমীন
যুক্তিনির্ভর আলোচনা করার জন্য ধন্যবাদ প্রিয়।
যুক্তির কাছে ধর্ম অচল।
ইউটিউবে আপনাদের মত আলেমরাই বক্তব্য রাখেন। আমরা কোথায় যাবো হুজুর।
৫ বারের হাদীস মেনে নিলে সব হাদীস মানা হয় বোকা হুজুর বুঝেনা 🐟 কি কাঁটা সহ খায় না কি কাঁটা বেছে খায় দোয়া করি আল্লাহ যেন সঠিক বোঝার তৌফিক দান করুক আমীন
আল্লাহ হযরত কে নেক হায়াত দান করুন ❤❤❤❤❤
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আলোচনা শুনতে পেরে অনেক বেশি খুশি।
Sala ganzakhorer dol...
এই ওয়াজ শুনে আমরা কি শেখ লাম বুঝলাম না। মাঝারি পুজারি না বুখারী কিছুই বুঝলাম না।
আপনি কিছুই বুঝতে না পারলে ও আমি বুঝতে পারলাম যে আপনি আসলে হদস
সম্মানিত ভাইদের কে বলবো আহলে হাদিস কি ও কেন এই বিষয়টা লিখে ইউটিউবে সার্চ দিয়ে আলুর হাদীসদের একটা বক্তার আলোচনা শুনুন নবী সাল্লাহু সালাম বিবাহ কয়টা করে সেটা বড় না নবী সাল্লাহু সাল্লাম বলেছেন মুমিনরা চারটা বিবাহ করবে আহালুল হাদিস মানে কি আগে বুঝতে হবে কোরআন হাদিস থেকে যেটা সঠিক সেটা কে মানার নামে আহালুল হাদিস
আল্লাহ আপনাকে দ্বীনের জন্য কবুল করুন। আমিন!
Allah apni. Hujur. K. Hedayat. Koro.
nijer jonno dua koren
@@QuranSunnahrPothe ae dhoronar. Hujur. Takay allah. Tumi shobai. K. Hafajot. Koro
@@QuranSunnahrPotheনিজের জন্য দোয়া কর
حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنَا أَبُو مَسْلَمَةَ، سَعِيدُ بْنُ يَزِيدَ الأَزْدِيُّ قَالَ سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ أَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي فِي نَعْلَيْهِ قَالَ نَعَمْ.
সহীহ বুখারী | ৩৮৬
Daily Islam
হাত তোলা সম্পর্কে সব ঠিক আছে। কিন্তু আপনারা হাত তোলা নিয়ে ব্যাংগ করেন করেন কেন?
We have to follow The Quran besides Hadith and Sunna.
বেশি বাড়াবাড়ি ছাড়া আর কিছুই নেই
Keno gaye legtesey?
اللهم ايده بروح القدس آمين آمين آمين يارب العالمين وصلي الله علي النبي محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا
4 নং সূরা নিসার 59 নং আয়াতটা যে বললেন তার পরের কথাটা বললেন না কেনো যে , যে বিষয়ে মতভেদ ঘটে তা রাসূলের দিকে উপস্থাপন করো বা মিলিয়ে দেখো।
আহলে হাদীস যারা তাদের কাছে মুসলিম ধর্মের কোনো সন্মান নাই।
sks,
এখানেই তো হানাফীরা মানষদের বিভ্রান্ত করার চেষ্টা করে।
কোরান ৪:৫৯ আয়াত, আংশিকভাবে বলে। পুরো আয়াতটা বলে না। মতভেদ, পার্থক্য দেখা দিলে - আল্লাহ, রসুলের দিকে ফিরে
আসো( সঠিক ফয়সালার জননে).
এটা করা অনুচিত।
কোরআন ২/৪২ এরা সত্য গোপন কারি আর ৫/৪৪ আল্লাহর অনুযায়ী বিধান না দিলেই কাফির ।
আল্লাহ হুজুরকে নেকন হায়াত দান করুন আমিন ❤❤
Ameen
আমিন ☝️✍️💜
খুব সুন্দর যুক্তি, অতুলনীয়, তিন তালাক দিলে যদি এক তালাক হয়,তাহলে তিন প্লেট খেয়ে এক প্লেটের বিল দিতে হবে, কিন্তু হোটেলের শায়েখতো মানবে না।