সময়টা ছিলো ২০১০ সাল, সেবারের কোনো এক ঈদে এ্যাডটা আসছিলো, এতো এতো ভালো লেগেছিলো এ্যাডটা, যে বারবার চ্যানেল চেঞ্জ করে করে এ্যাডটা দেখতেছিলাম।এখন সবই অতীত, কতোদিন যে আর টিভির সামনে বসা হয় না৷
নিলয়ের বিয়ের কথা শুনে tvc টা দেখতে আসলাম। ১০ বছর হয়ে গেসে।। এইতো কয়দিন আগেই মনে হয় সম্পর্ক গুলা হইছিল আবার তিক্ততা হয়ে গেল। আবার সম্পর্ক শেষ হয়ে গেল।। খুব সুন্দর ছিল ওদের জুটি। সত্যিই খুব খারাপ লাগতাসে।। আর সখ মেয়েটাও অনেক সম্ভাবনাময়ী ছিল। এই সম্পর্কের তিক্ততায় কোথাায় হারিয়ে গেল সে??
2010 এর ঈদে এই বিজ্ঞাপন রিলিজ হয়। আমি তখন ক্লাস - 9 এ পড়ি। ভালো লাগতো। আরেফিন শুভকে পছন্দ হয়নাই সেই কিশোর বেলায়। তার চেহারা বস্তির মতো ছিলো তখন। এখন এই যুবক বয়সে বুঝি, টাকা থাকলে সবাই সুন্দর হয়। শখ, শারিকাকে ধানমন্ডি দেখেছিলাম ২০১৩ এর দিকে। বেশ ব্যস্ততা তখন তাদের কাজে কর্মে। কোথায় হারিয়ে গেলো সেই শখ, শারিকা। কেউ এখন নেই ইন্ডাস্ট্রিতে।
তখন ক্লাস সেভেন এ পড়তাম , হাতে একটা বাটন ফোন ছিলো My phone M18 মডেলের , তখন টিভি টাও ছিলো সদ্য কেনা RANGS 1431EM মডেলের , যখন টিভিতে এই অ্যাড টা দেখতাম ভলিউম বাড়িয়ে দিয়ে দেখতাম , সাথে মোবাইল এ রেকর্ড করে নিতাম। এখন সেইটা কেবলই স্মৃতি , প্রযুক্তি অনেক উন্নত কিন্তু শান্তি নাই হারিয়ে গিয়েছে। এখন সময়টা 2024 অথচ সেরা সময় ছিলো তখনই 😢😢😢
আজ থেকে কতো আগের বিজ্ঞাপন, অথচ এখনকার যে কোন মিউজিক ভিডিও বা সিনেমার চাইতে অনেক ভালো ভিডিওগ্রাফি অনেক ভালো কালার গ্রেডিং, কতো মান সম্মত কাজ!
হাবীব ওয়াহিদ এর কাজ ২০ বছর এগিয়ে ছিলো। ❤
❤
হাবিব টিউন করছে। গান রুমি। ডিরেক্টের ও প্রডিউসার । ItOntario Canada
এই এ্যাড টিভি তে দিলেই দৌরাইয়া আসতাম টিভির কাছে, একটু গান শোনা যাইতো ফ্রী তে।
মনে পড়ে গেলো সেই শৈশব
Amro
আসলেই ও দিনগুলো খুবই সুন্দর ছিলো
@@nurunnaharsayma4088 tu it'll hgyrt issue yyf
@@aysharima1134 ggetjt
আমিও 😑😑
এটা অনেক ফেভারিট একটা অ্যাড ছিল। বিশেষ করে সারিকা আর শখের নাচ এত ভালো লাগতো যে বলার বাইরে। আর জিঙ্গেলটাও দারুন ছিল। কীভাবে সময় চলে যায়!
Hmmmm
সময়টা ছিলো ২০১০ সাল, সেবারের কোনো এক ঈদে এ্যাডটা আসছিলো, এতো এতো ভালো লেগেছিলো এ্যাডটা, যে বারবার চ্যানেল চেঞ্জ করে করে এ্যাডটা দেখতেছিলাম।এখন সবই অতীত, কতোদিন যে আর টিভির সামনে বসা হয় না৷
ছোটবেলায় এই এডগিলো হাজার বার দেখছি ২০২৩ মনে পড়ে গেল সেরা নিলয় আলমগীর ভাই আর অনিকা শখ,মেহজাবিয়ান,সারিকা সাবরিন আপুদেরকে জানায় অভিনন্দন। 🎉🎉
হাবিব ওয়াহিদ The King Of Jingle of Bangladesh TVC industry....Still your works give us goosebumps
Afsos lage ekhon habib vaiyar jonno... Ki chilo? R ekhon ki hoia jacche?
@@mahmudurrahman2848 age top class chilo ekhon chapri lage
Eta Arfin Rumey er voice
@@mahfuzurrahman7627 ভয়েস আরেফিন রুমির হলেও, মিউজিক ডিরেক্টর এন্ড সুরকার ছিলো হাবিব ওয়াহিদ।
Arefin Rumey but music composition was Habib Wahid
নিলয় আলমগীর,শখ,আরিফিন শুভ,সারিকা এদের সবার নাচ অনেক সুন্দর হয়েছে।
আগের জীবনগুলো কতইনা সুন্দর ছিলো খুব মিস করি
স্মৃতি মনে হয় আগের বিজ্ঞাপন দেখলে।
আগে শুধু এগুলোই দেখতাম❤️
-সেই টানে আবার দেখতে আসা
আহ! সেই দিনগুলো আর সেই বিজ্ঞাপনগুলো❤️❤️❤️❤️❤️
নিলয়ের বিয়ের কথা শুনে tvc টা দেখতে আসলাম। ১০ বছর হয়ে গেসে।। এইতো কয়দিন আগেই মনে হয় সম্পর্ক গুলা হইছিল আবার তিক্ততা হয়ে গেল। আবার সম্পর্ক শেষ হয়ে গেল।। খুব সুন্দর ছিল ওদের জুটি। সত্যিই খুব খারাপ লাগতাসে।। আর সখ মেয়েটাও অনেক সম্ভাবনাময়ী ছিল। এই সম্পর্কের তিক্ততায় কোথাায় হারিয়ে গেল সে??
অনেক সৃতি মনে হয়ে গেল.......
প্রবাসে থাকতে থাকতে অনূভুতি গুলোই কেমন যেন হয়ে গেছে......😭😭
Fire asen deshe
মনে পড়ে গেল শৈশবের সেই 10 থেকে 12 বছর আগের বিজ্ঞাপনটি, টিভিতে বাজলে দৌড়ে যেতাম, আমার পছন্দের খুব ভালো একটি বিজ্ঞাপন ।
'শখ' 'সারিকা' দুজনকেই খুব মিস করি।কোথায় হারিয়ে গেলো তারা?
সারিকা তো নাটক করে।শখ কম করে
2jone amar fvt actress
সারিকা তো আছে সখ কে খুজে পাওয়া যাচ্ছে না
Thik bolcen,2jon kei miss kori
Ei khane na khuje natok a khujen harai nai. Natok a pbn 😏😏
মিউজিক ভিডিও থেকে বেশি ক্রেজ ছিল তখন এসব মিউজিক্যাল এডের!
শখ,সারিকা,নিলয়,ইমন,নীরব কি যে ভাল্লাগতো❤
এটা ২০১০ এর,
তখন সিক্সে পড়তাম।
অসাধারণ ছিলো সময়গুলো
2010 এর ঈদে এই বিজ্ঞাপন রিলিজ হয়। আমি তখন ক্লাস - 9 এ পড়ি। ভালো লাগতো। আরেফিন শুভকে পছন্দ হয়নাই সেই কিশোর বেলায়। তার চেহারা বস্তির মতো ছিলো তখন।
এখন এই যুবক বয়সে বুঝি, টাকা থাকলে সবাই সুন্দর হয়।
শখ, শারিকাকে ধানমন্ডি দেখেছিলাম ২০১৩ এর দিকে। বেশ ব্যস্ততা তখন তাদের কাজে কর্মে। কোথায় হারিয়ে গেলো সেই শখ, শারিকা। কেউ এখন নেই ইন্ডাস্ট্রিতে।
Onk miss kori ai add gulu...r ei ad dekla purono kotha gulo mone pore jai...oi dingula ta jeta mon chy...😌😌😌😌😌
তখন ক্লাস সেভেন এ পড়তাম , হাতে একটা বাটন ফোন ছিলো
My phone M18 মডেলের , তখন টিভি টাও ছিলো সদ্য কেনা RANGS 1431EM মডেলের , যখন টিভিতে এই অ্যাড টা দেখতাম ভলিউম বাড়িয়ে দিয়ে দেখতাম , সাথে মোবাইল এ রেকর্ড করে নিতাম।
এখন সেইটা কেবলই স্মৃতি , প্রযুক্তি অনেক উন্নত কিন্তু শান্তি নাই হারিয়ে গিয়েছে।
এখন সময়টা 2024 অথচ সেরা সময় ছিলো তখনই 😢😢😢
আমার প্রিয় ছিলো আহ এই দিন আর ফিরে পাবো না এগুলো দেখে কত একটিং করে ঘুরতাম ছোটো বেলায় 😅😅
আজও শুনি ছোটবেলার স্মৃতি আকড়ে ❤❤❤😢😢😢😢😢
পছন্দের একটা বিজ্ঞাপন ছিলো
মিউজিকটা শুনলেই টিভির সামনে ছুটে যেতাম।
ছোটবেলার সোনালি স্মৃতি ❤
ঈশ্ সেই ছোট বেলার কথাটা মনে পড়ে গেল। বিজ্ঞাপনটি দেখলে অন্য রকম একটা অনুভতি কাজ করে। ২০২৫ কে কে দেখলেন?
গান টা এত সুন্দর বলে বোঝাতে পারবো না। সেই ছোট্ট বেলার কথা মনে পড়ে গেল।
আমরাই হয়তো শেষ জেনারেশন যারা টিভিতে এতো সুন্দর, সুন্দর এড দেখে বিনোদন পেয়েছি,, 😢😢😢
হ্যা😢
After 10 years ami akhono ei ad gulo dekhle ettto valo lage🥺💕💕💕 seriseriously they are gem ❤
কুরবানির ঈদে সময় দিছিলো এই অ্যাড,,,
ঈদের দিন অনেক বলিউম দিয়ে দেখতাম ❤❤❤২০১০
অনেক মিস করি সেই ছেলে বেলার গান আর কিছু সময়, সত্যি সব কিছু অন্যরকম মজার এক ব্যপার ছিল....❤❤
Ei ad er jonno sarakkhon tvr shamne boshe Thaktam 😍.. Koto sundor chilo somoy gulo.. Khub miss kori
প্রিয় মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী আনিকা কবির শখ ❤❤
who else is watching in/after 2021? really loved this when I was younger.. miss these types of commercial
আগের বিজ্ঞাপনগুলো কত সুন্দর ছিলো😊
আগের বিজ্ঞাপন গুলার কোয়ালিটি,আর এখনকার গুলার মধ্যে আকাশ পাতাল তফাৎ 🤘বাংলালিংক তখন বিজ্ঞাপন এর দিক দিয়ে সেরা ছিল।আর এখন 3rd ক্লাস😴
এতো বছর পর এসে এই বিজ্ঞাপনটা এতো ভালো লাগলো😍সুন্দর❤️❤️❤️
বিজ্ঞাপন টা দেখে শৈশবের কথা মনে পড়ে গেল 🤣🤣🤣🤣
Amaro vai
amr o
Thik bolchen bhai...
Amaro❤❤
2010 তখন ক্লাস টু এ পড়ি😢 সারিকা আপু অনেক ফেভারিট ছিল। চারজনের এ্যাড গুলো অনেক ভালো লাগতো। আহা এখন সবই স্মৃতি😢😢
Khub miss kori sei din gulu 😭😭😭😭😭💞💞💞💞💖💝💝shokh and sarika 💞💖💝😍😍😍
আসলে ঐ দিনগুলো অনেক মিস করি।
December 2020 a kono legend ra ashcho ? 🙋 Hands up
December 30, 2020
*SWEET ADS, BEAUTIFUL ADS, LOVELY ADS, GOD BLESS YOU ALL 😊*
Ei shomoy tai onno rokom chilo..khub pochonder ad eta!! Banglalink er tokhonkar ad gulo best chilo!!
২০২০ এ কে কে শুনতেছেন?❤ নষ্টালজিক
গান টা যখন ই আসতো, টিভি তে সাউন্ড টা অনেক বাড়িয়ে দিতাম,
একটু গান অন্তত শোনার জন্য,
কোথায় গেল সেই দিনগুলো 😢😢
Bangladeshi meyra shundor 🇧🇩🙂
Which country u from?
You from maybe Thailand 😉😉😉😉
Wow!!!!""shobaike just dekhar moto cilo😂😂😂
Whenever I watch this golden commercial it makes me feel that my wedding is next ❤
Green
Literally,, chotobela mone pore jay....r eto valo lage..!!
হারিয়ে যাওয়া দিনের অনেক পছন্দের একটা গান
Childhood memory! :')
Same,
আগের বাংলাদেশ আগের চিন্তা-ধারা একদম আলাদা ছিল
সারিকা তখন থেকে জোস ছিল💖
বিজ্ঞাপনের অত্যাচারে যখন টিভি দেখাই দায় ছিলো, তখনো ইউটিবে এসে ভালো লাগার বিজ্ঞাপন গুলো দেখে যাই।
Desh 1-2-3-5 akshathe dekhle shera lage 🤘👌❤🔥
Nancy mem er কন্ঠের অন্যরকম এক ভালোলাগা কাজ করে
13 yrs pore khuje ber kore dekhlam❤️❤️eto fvrt chilo
I love this add my foreign friends also love it 😍
Ek ekta eid ashto sathe niye notun tvc sotti overall ekta class chilo tvc gular
তখনকার সময়টা অনেক ভালো ছিল
Miss those days badly man
Now I am here in Canada 🇨🇦
How time flies!!!?
প্রায় এক যুগের বেশি সময় ধরে বাংলা লিংক এর সাথে আছি
ফুল একটা এরকম গান হইলে জোস হবে 😍😍😍😍😍😍😍😍😍😍😍
Singer : arfin rumey.. music: habib Wahid
এই গানগুলোর কম্পোজার একসময় আমাকে আবেগ নিয়ে খেলছে
আমার প্রিয় Singere বিজ্ঞাপন😍😍
গানটি রেকর্ড করেছিলাম my phone m808 এ। ২০১০ সাল এ। যতবার দেখতাম ততবারই শুনতে মন চাইত।
আহা আরফিন রুমি ন্যান্সি এতো সুন্দর কন্ঠ❣️
সেই ২০১০ এর কথা মনে পড়ে। কি মধুর সময় ছিল তখন।
Ever green song, osthir valo
Sarika is too pretty!!
Nice
I just love this....❤ amar chutobela joriye ache
Sotti, ager add gula osadharon 👌👌👌
এ Tvc গুলো দেখলে ১০ আগের কথা মনে পরে ভাই অনেক মিচ করি
0:50 my favourite part it's so nostalgic 😭😭
one of my favourite as.
Want more like this. really so lovely
sorry Ad
এই বিগগাপনটির মাধ্যমেই নিলয়ের যাত্রা শুরু হয়। নিলয় অভিনয়ে লাজুক ছিল। এখানে শুভ ও সারিকা তাকে অনেক অনুপ্রানিত করেছে।
ছোট বয়সের কথা মনে পড়ে গেলো🥰
Amaro 2010❤❤❤❤ ki sundor somoy chilo sei dingulo.
আরেফিন শুভ তখন স্যার সুলেইমান সুখনের মত দেখতে ছিলো😔
Hae Bhai hahah
haha
🤔😁😂🤣🤣🤣
Samne to hair e chilo na
😂😂😂😂
ছবি দেখাত বসে অপেক্ষায় তাকতাম কবে আসবে এ্যড❤
tnx to remind my childhood😭
TH-cam asar pore Bangladesh er creativity kome geche.
niloy ajke superstar
বিজ্ঞাপনও যে সুন্দর হতে পারে এটাই তার উদাহরন
৯ সেপ্টেম্বর ২০১৯ এই সময়ে এই গান শুনছো।
ছোট বেলায় কিযে ভালোবাসতাম এই আর অপেক্ষায় থাকতাম কখন দিবে বাংলালিংক এর add
Arfin Rumey
Habib Wahid ❤️❤️❤️
ছোটবেলায় ফিরে গেলাম। ♥♥♥
এই সং টা সুনলে শুধু বিয়ে করতে ইচ্ছে করে🤠🤠🤠🤠
কত পাগল ছিলাম এই এ্যাডের জন্য 😊❤
একসাথে সব তারকা সখ,সারিকা, মেহজাবিন, নিলয়।ছোটবেলার প্রিয় এড
Its 2024 😊 Miss those days 😢
আমার মতো কে কে খুজে খুজে পুরানো এড গুলো দেখেন লাইক দিয়ে সাথে থাকুন চলো বহুদূর দিনবদলের চেষ্টা কাছে থাকুন
বর্তমানে বাংলা মুভির চেয়ে অনেক সুন্দর এবং ভাল লাগে
আহা আরফিন রুমি
❤️🖤💜💙💛
এই বাংলালিংক এর টিভিসি থেকে সারিকাকে চিনি। আহা নস্টালজিয়া ❤️
খুব মিস করি ❤এই বিজ্ঞাপন গুলো
2009 ar ad.. Khubie priyo akra ad.. Eid ar modde besi dekha hoise
পালাঙ্গিয়া রেইনস্টল জিন্দাবাদ ভিডিও দেখলাম দেশের সেরা কলরেট কত পারছেন আপনাদের পাশে আছে আমি বাংলালিং আজীবন থাকবো বাংলালিংক
Ei ad ta fm radio te shuechi around 2009-10
ছোটবেলা যখন দেখতাম ভাবতাম উনারাই শিল্পী. " গান উনারাই গাইতেছে😅
Got goosebumps watching this!