দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা : ইতিহাসের পর্দা ফাঁস / Real History of Dakshineswar Temple

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024

ความคิดเห็น • 331

  • @samiranfeeling8007
    @samiranfeeling8007 2 ปีที่แล้ว +20

    এইটা খুবই যুক্তিযুক্ত কথা সেযুগে রানীমার মতো একজন প্রভাবশালী মহিলার পক্ষে একজন পূজারী নিয়োগ করা বিশেষ কঠিন ছিল না.

  • @arunbiswas7818
    @arunbiswas7818 2 ปีที่แล้ว +8

    আপনি মন্দিরের সঠিক তথ্য তুলে ধরেছেন , তার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ । যে সকল ব্যক্তি বরগ মহারানী রাসমণি কে ছোট , হীন ,মান খোয়ানোর জন্য অশেষ চেষ্টা করেছে , তাদের ধীক্কার জানাই ।

  • @androidoppo7394
    @androidoppo7394 2 ปีที่แล้ว +2

    আপনার অনুসন্ধান ও গবেষণামূলক ভিডিওগুলি সত্যি শিক্ষনীয় অনুরোধ রইলো শ্রী শ্রী প্রভু জগতবন্ধু সুন্দর এবং ভারতরত্ন ডঃ মহানামব্রত ব্রহ্মচারীদের সম্পর্কে ভিডিও করার জন্য

  • @radharamansamanta8341
    @radharamansamanta8341 2 ปีที่แล้ว +7

    আপনার তথ্যানুসন্ধান ভিত্তিক প্রতিবেদনটি খুব প্রণিধানযোগ্য , এ সম্পর্কিত আরও তথ্য জানার অপেক্ষায় রইলাম ।
    ধন্যবাদ ।

  • @qualitytravelling178
    @qualitytravelling178 2 ปีที่แล้ว +10

    আপনার তথ্যমূলক আলোচনায় সমৃদ্ধ হলাম। আপনার এই প্রতিবেদনের জন্যে অনেক ধন্যবাদ।

  • @skgupta43
    @skgupta43 2 ปีที่แล้ว +12

    রামকৃষ্ণ সাহিত্যে ভুল আছে ভাবতে অসুবিধা হয়। তাহলেও, আপনার এই প্রতিবেদনের জন্যে অনেক ধন্যবাদ।

    • @sayanroy57
      @sayanroy57 2 ปีที่แล้ว

      ভুল কিছু নেই, ওনার পড়তে ভুল হয়েছে, এবং গল্পটাও উনি যেটা জানেন সেটাতে বেশ কিছু ভুল আছে। গুরুদেবকে অবশ্যই দান করা হয়েছিলো ও রানী দেবালয়ের trusty হয়েছিলেন, সমস্ত আইনি ক্ষমতা ও অধিকার রানীর হাতেই ছিলো।

    • @shyamalpradhan7349
      @shyamalpradhan7349 2 ปีที่แล้ว

      একটি বিষয় চিন্তা করবেন শ্রী চৈতন্যকে তৎকালীন ব্রাহ্মণ সমাজ কি সহজে মেনে নিয়েছিলেন ? শেষ পর্যন্ত পুরীতে তাঁকে কৌশলে হত্যা করা হয়েছে ও পরে তাঁকে নিয়ে ব্যবসা করছে,এখনো করছে।ঠিক সেই রকম রাসমণি দেবীর ক্ষেত্রে একই।ফ্যামিলি নিয়ে মন্দিরে থাকতে রাজি হননি,ফলে কিছু একটা বাহানা দিয়ে নিজেদের মান বাঁচাতে হবে।ওই নকল চিঠি তাই সে কথাই বলে।
      ভালো থাকবেন।👌💐💐💐💐💐💐💐

    • @partha8949
      @partha8949 2 ปีที่แล้ว

      মহাপুরুষদের নিয়ে তর্কালোচনা করছেন সেটা ভালো অনেক কিছু জানা যায় কিন্তু এনাদের নিয়ে আলোচনা করতে হলে আগে এনাদের সম্পর্কে সম্পূর্ণ জানতে হয়, শুধুমাত্র দু-চারটে বই আওড়ে বা দেখিয়ে সে সম্ভবপর নয়। আরও বড়ো বিষয় হলো authentic বই খোঁজা।
      কিছুদিন আগেই স্বামীজী ও রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে দ্বন্দ্বের কারণ স্বরূপ আপনি নিবেদিতা কে দর্শেছেন অথচ মূল কারণ যা হল সনাতন হিন্দু বা পৌত্তলিকতাবাদী মনোভাবের সাথে বিজ্ঞানভিত্তিক ধর্মীয় নবজাগরণ বা ব্রাম্ভসমাজের তা উল্লেখিত হলো না। বিশদে জানতে শ্রী শিল্যেন্দ্রনারায়ণ ঘোষাল শাস্ত্রী রচিত "তপভুমি নর্মদা" দক্ষিণতটে সৌমেন্দ্রোনাথ ঠাকুরের(রবীন্দ্রনাথ ঠাকুরের নাতী) পত্র গুলো পড়ুন।
      আবার যখন গৌতম বুদ্ধ সম্পর্কে বলছেন তখন www.buddhanet.net এ গিয়ে বই গুলো পড়ুন আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
      তবে এই সমস্ত মহাপুরুষদের সম্পূর্ণ জানতে মানুষের একজন্ম কম পরে যায়। তবুও বিজ্ঞানমনস্ক চিত্তে পক্ষপাতিত্ব ব্যাতিরেখে পড়বেন তবেই বুঝবেন নয়তো বোঝা(জানা) আবার বোঝা(ভার) হয়ে যাবে।

  • @basantakumarsengupta3764
    @basantakumarsengupta3764 2 ปีที่แล้ว +8

    আপনার এই প্রতিবেদনের জন্য অনেক ধন্যবাদ । আশাকরি আমার মতোই আরও অনেকের ভূল ধারনার অবসান ঘটবে

  • @tapankumardas2980
    @tapankumardas2980 2 ปีที่แล้ว +11

    এই রকম প্রতিবেদন নিঃসন্দেহে আমাদের মনকে নাড়া দেয় কারণ এটা প্রচলিত ধারনা থেকে আমাদের একটু আলাদা করে দেখার সুযোগ করে দেয়।

    • @adhirbarua8232
      @adhirbarua8232 2 ปีที่แล้ว

      Thik bolechen, Dhonnobad.

    • @partha8949
      @partha8949 2 ปีที่แล้ว

      মহাপুরুষদের নিয়ে তর্কালোচনা করছেন সেটা ভালো অনেক কিছু জানা যায় কিন্তু এনাদের নিয়ে আলোচনা করতে হলে আগে এনাদের সম্পর্কে সম্পূর্ণ জানতে হয়, শুধুমাত্র দু-চারটে বই আওড়ে বা দেখিয়ে সে সম্ভবপর নয়। আরও বড়ো বিষয় হলো authentic বই খোঁজা।
      কিছুদিন আগেই স্বামীজী ও রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে দ্বন্দ্বের কারণ স্বরূপ আপনি নিবেদিতা কে দর্শেছেন অথচ মূল কারণ যা হল সনাতন হিন্দু বা পৌত্তলিকতাবাদী মনোভাবের সাথে বিজ্ঞানভিত্তিক ধর্মীয় নবজাগরণ বা ব্রাম্ভসমাজের তা উল্লেখিত হলো না। বিশদে জানতে শ্রী শিল্যেন্দ্রনারায়ণ ঘোষাল শাস্ত্রী রচিত "তপভুমি নর্মদা" দক্ষিণতটে সৌমেন্দ্রোনাথ ঠাকুরের(রবীন্দ্রনাথ ঠাকুরের নাতী) পত্র গুলো পড়ুন।
      আবার যখন গৌতম বুদ্ধ সম্পর্কে বলছেন তখন www.buddhanet.net এ গিয়ে বই গুলো পড়ুন আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
      তবে এই সমস্ত মহাপুরুষদের সম্পূর্ণ জানতে মানুষের একজন্ম কম পরে যায়। তবুও বিজ্ঞানমনস্ক চিত্তে পক্ষপাতিত্ব ব্যাতিরেখে পড়বেন তবেই বুঝবেন নয়তো বোঝা(জানা) আবার বোঝা(ভার) হয়ে যাবে।

    • @amiyabalasen5501
      @amiyabalasen5501 2 ปีที่แล้ว

      G@dg.🤑

  • @swami.nityanandapuri
    @swami.nityanandapuri 2 ปีที่แล้ว +8

    শ্রীসুবোধ রায়ের বইটির নাম, বা লেখার সূত্র দেয়া যাবে কি?

    • @thegalposalpo
      @thegalposalpo  2 ปีที่แล้ว

      সুবোধ রায়ের প্রবন্ধগুলি মাহিষ্যসমাজ পত্রিকায় ছাপা হয়েছিল। ওখানেই (ভিডিওতে যেখানে বলেছি) শেষের দিকে সংখ্যা ও বছরের হদিশ পেয়ে যাবেন। ভিডিও Pause করে একটু দেখে নিন, প্লিজ।

  • @bibekanandabharati561
    @bibekanandabharati561 2 ปีที่แล้ว +5

    খুব ভালো লাগলো আপনার ভিডিও টি। অনেক যুক্তি তর্ক দিয়ে এর সত্যতা সুস্পষ্ট ভাবে ব্যাখ্যা করলেন।আপনার প্রচেষ্টাকে সমর্থন করি। অনেক ধন্যবাদ জানাই আপনাকে।❤️❤️🙏🙏❤️❤️

  • @dipeshsarkar9086
    @dipeshsarkar9086 2 ปีที่แล้ว +34

    ইসকন প্রতিষ্ঠাতা অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত শ্রীলাপ্রভুপাদ নিয়ে একটা ভিডিও বানান স্যার 🙏🙏

  • @shankhada
    @shankhada 2 ปีที่แล้ว +4

    আপনার তথ্য পরিবেশন ভালো লাগে, এই ভিডিওতে ও অনেক Considerable fact আছে ৷ কিন্তু আজ ভীষণ conclusive লাগলো ¡ ভাবটা যেন সুবোধ রায় যখন বলেছেন তালে সেটা ঠিক আর এত শিক্ষিত গুণী জনের contribution এ তৈরী রামকৃষ্ণ সাহিত্য আষারে গল্প । তবে আপনার চ্যানেলে আপনার ব্যাক্তিগত মতামত প্রকাশের অধিকার আছে । আপনার কাজ ভালো লাগে আরো অনেক তথ্য সমৃদ্ধ কাজ করুন, শুভেচ্ছা রইলো।

    • @rupadas4517
      @rupadas4517 2 ปีที่แล้ว +1

      সহমত।

  • @nirmalmitra1364
    @nirmalmitra1364 2 ปีที่แล้ว +4

    হিন্দুদের সমাজ ধ্বংসের মূল কারণ গুলো কি কি ? এবং তা থেকে রক্ষার উপায় গুলো কিকি? এ বিষয়ে কিছু ভিডিও সম্প্রচার করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি ।

  • @payeldey3988
    @payeldey3988 2 ปีที่แล้ว +1

    Joy Govinda Ram Thakur Maa Laxmi Rakesh Majumder Jibon Bharat Tripura Belonia Amjad Nagar namaskar Dada 15--07--2022

  • @snag434
    @snag434 2 ปีที่แล้ว +1

    আপনার যুক্তি বাস্তবসম্মত একটা কথা পরিষ্কার কুসংস্কার দেশ থেকে এখনো বিদায় নেয় নি। এই আধুনিক যুগেও কুসংস্কার রয়েই গেছে

  • @prodipbiswas7077
    @prodipbiswas7077 2 ปีที่แล้ว +2

    মানুষ এতো বোকা না ।আপনি যা বলবেন আমরা সেটা মেনে নেবো । এখন সে দিন শেষ । পূর্বের যে সব ঘটনা ঘটেছে তার জন্য এখন ব্রামন দের কেউ বাল বলে মনেনা ।

  • @nirmalmitra1364
    @nirmalmitra1364 2 ปีที่แล้ว +2

    হিন্দুদের সমাজ ধ্বংসের মূল কারণ গুলো কি কি ? এবং তা থেকে রক্ষার উপায় গুলো কিকি? এ বিষয়ে কিছু ভিডিও সম্প্রচার করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি ।

  • @bibhaskumarmaiti6790
    @bibhaskumarmaiti6790 2 ปีที่แล้ว +1

    আপনার তথ্য নির্ভর আলোচনা ভালো লাগলো, রাসমণি সম্পর্কিত আরো তথ্য নির্ভর আলোচনা নিয়ে ভিডিও প্রকাশ করলে, ভালো হয়, কারন রানী রাসমণি আমার অতি আদর্শ অনুসরনীয় এক চরিত্র।

  • @madhusudansarkar6438
    @madhusudansarkar6438 2 ปีที่แล้ว +2

    কী আমাদের সমাজ ব্যবস্থা ছিল।একজন শূদ্র হয়ে একটা মন্দির প্রতিষ্ঠা করবেন। তা নিয়ে উচ্ছ বর্ণের বাধা। বর্তমানে শোনা ওপাপ ধন্যবাদ নমস্কার।

  • @nilanjanghatak7847
    @nilanjanghatak7847 2 ปีที่แล้ว +2

    তথ্যনিষ্ঠ যুক্তিসঙ্গত এই প্রতিবেদন সত্যি খুব ভাল। ঋদ্ধ হলাম।

  • @anasristimithu8263
    @anasristimithu8263 4 หลายเดือนก่อน

    আপনার প্রতিটি ভিডিও ভীষণ ভীষণ ভালো লাগে। ভীষণই শিক্ষা মূলক। অনেক কিছুই শিখতে পারি।জানতে পারি। আজকেও অনেক কিছুই জানতে পারলাম। অসাধারণ নিবেদন 🙏🙏

  • @prasantamukherjee4256
    @prasantamukherjee4256 ปีที่แล้ว +1

    You have given correct information that Rani Rashmoni did not face any problem to get brahmin for worshiping Vabotarini, goddess kilii in Dakhineawar kali mandir established by her. Takhur Ramkrishna was the priest of that temple and stayed in temple arena as wished by Rani Rashmoni. Thakur Ramkrishna was connecnted with Ranimaa's family as friend and guide. I bowdown to the feet of Takhur Ramkrishna and Ranimaa who helped poor people against torture of British officers.

  • @pankajdey2505
    @pankajdey2505 2 ปีที่แล้ว +1

    পণ্ডিত কৃষ্ণানন্দ আগমবাগীশ এর ওপর একটি তথ্যসমৃদ্ধ পরিবেশন করলে আনন্দিত হই।

  • @sarupghosh9919
    @sarupghosh9919 2 ปีที่แล้ว +4

    You have to understand the difference between Brahmin and Brahmin hood. Further Gita clearly states caste is based on division of work and its not based on birth.

  • @surajitsen6546
    @surajitsen6546 2 ปีที่แล้ว +1

    খুব সুন্দর স্পষ্ট উচ্চারনে বিশ্লেষন। ধন্যবাদ। শুধু অডিও বুক কিন্তু সে রকম মনে দাগ কাটেনা। সেখানে। আপনাদের উপস্থাপনা সত্যি বলতে কী আমি বিশেষ ভাবে উৎসাহিত।

  • @atingiri7491
    @atingiri7491 2 ปีที่แล้ว +12

    জয় দুর্গা মা। ... অনেক অনেক অনেক ধন্যবাদ পরিষ্কার, সুস্পষ্ট, যৌক্তিক, শক্তিশালী, বিরল এবং অনবদ্য উপস্থাপনার জন্য।

  • @jugalkishore5334
    @jugalkishore5334 2 ปีที่แล้ว +3

    Aaj o sei tradition samane cholche, aaj o monuwadira shudrader abahelar driste dekhe.

    • @rakhimukerji7937
      @rakhimukerji7937 2 ปีที่แล้ว

      Shudra kara?ke thik korbe ?Barwari pujay chanda ke debe?

  • @rupadas4517
    @rupadas4517 2 ปีที่แล้ว +1

    কোনো গবেষক তার গবেষণা লব্ধ বিষয় তুলে ধরতেই পারেন,কিন্তু ইতিহাসের বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে,একজন গবেষকের মতামত অন্য আর একজন গবেষকের মতের সঙ্গে মেলে না,সকলেই নিজের মত কেই অভ্রান্ত বলে তুলে ধরতে চেষ্টা করেন ।

  • @saibalini1656
    @saibalini1656 2 ปีที่แล้ว +3

    আপনাকে অসংখ্য ধন্যবাদ সঠিক তথ্য পরিবেশন করার জন্য।

  • @punuendubiswas318
    @punuendubiswas318 2 ปีที่แล้ว +2

    বিভিন্ন বিষয়ে অনেক অজানা তথ্য তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

  • @Debasish_Rokomari
    @Debasish_Rokomari 2 ปีที่แล้ว

    আপনার প্রত্যেকটি ভিডিও অনন্ত আগ্রহের সাথে উপভোগ করি। প্রনাম নেবেন 🙏🙏🙏🙏

  • @pranabkumar623
    @pranabkumar623 2 ปีที่แล้ว +1

    Very very Thanks, Good Analysis.

  • @AnjanaDatta-x4h
    @AnjanaDatta-x4h ปีที่แล้ว

    অসাধারন একটি সুন্দর তথ্য জেনে খুব ভালো লাগলো অনেক ধন্যবাদ

  • @bulagoswami7799
    @bulagoswami7799 ปีที่แล้ว

    Pronam nio maa pronàm thakur pronam ranima pronam ramkumar Babu🙏🙏🙏🌺🌺♥️♥️🌺🌺🙏🙏🙏

  • @bijoyapaul8956
    @bijoyapaul8956 2 ปีที่แล้ว +1

    অমূলক গল্প কাহিনীর পেছনে যে সত্য,তা স্পষ্ট হল। ধন্যবাদ জানাই।

  • @deepadey1088
    @deepadey1088 2 ปีที่แล้ว +1

    বাহ্ সুন্দর লাগলো। খুব ভালো। এরকম আরো ভিডিও পেলে অজ্ঞানরা একটু কিছু জানতে পারি।

  • @Urtsaf1150
    @Urtsaf1150 2 ปีที่แล้ว +1

    আরে ভাই, ভাত ছিটালে কি আর কাকের অভাব হয়।

  • @easyart159
    @easyart159 2 ปีที่แล้ว +3

    আপনার তথ্য মূলক ভিডিও গুলো অসাধারন 🙏🙏

  • @tarunbabu4317
    @tarunbabu4317 ปีที่แล้ว

    অসংখ্য ধন্যবাদ এমন সব গবেষণাপ্রসূত তথ‍্যের জন‍্য

  • @sisutoshsamanta7488
    @sisutoshsamanta7488 2 ปีที่แล้ว +3

    Many many thanks for your VDO expressing real facts about apppoinment of Brahmins at the Dakshaneswar Kali temple.

    • @thegalposalpo
      @thegalposalpo  2 ปีที่แล้ว +4

      আমি জানি না, আপনি ড. শিশুতোষ সামন্ত কিনা! আপনার প্রোফাইল পিকচারটি ড. শিশুতোষ সামন্তের সাথে হুবহু মিলে যায়। যাইহোক, আনন্দবাজার পত্রিকায় পড়েছি, ড. শিশুতোষ সামন্তের লেখা বইগুলি কোন এক রহস্যময় কারণে বাজার থেকে অন্তর্হিত। তারপর থেকেই আমি ড. শিশুতোষ সামন্তের লেখা বইগুলির খোঁজ করে চলেছিলাম। সৌভাগ্যক্রমে, কলেজস্ট্রিটের এক অনামি বইপ্রকাশকের সঙ্গে যোগাযোগ হয়। তিনি ড. সামন্তের বাড়ি থেকে বইগুলো সংগ্রহ করে আমাকে বিক্রি করেন। বইগুলি পড়ে আমি ভীষণভাবে ইম্প্রেসড হই। এবং সিদ্ধান্ত নিই, বইয়ের বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও করার। প্রয়োজনীয় অনুমতির জন্য ড. সামন্তকে আমি ফোনও করেছিলাম। কিন্তু তিনি ফোন ধরেননি। অবশেষে ভিডিওগুলি প্রকাশ করতে থাকি প্রত্যেকটি ভিডিওর শেষে এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে ড. সামন্তের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং তাঁর বইয়ের নামেরও উল্লেখ করে দিই।
      আমার মনে হয়েছে ইতিহাসের এই রহস্যগুলি উন্মুক্ত করে মানুষের কাছে আসল সত্যি তুলে ধরা দরকার। ড. সামন্তের প্রতি আমার কৃতজ্ঞতা আজীবন থাকবে। আপনি যদি ড. সামন্ত হন, তাহলে জানবেন,আমি আপনার একজন অনুরাগী পাঠক। কোনদিন আপনার মুখোমুখি হলে, সেটা হবে আমার জীবনের এক মস্ত বড় অভিজ্ঞতা। খুব ভালো থাকবেন। প্রণাম নেবেন।

    • @debasishmondal8180
      @debasishmondal8180 ปีที่แล้ว

      ​@@thegalposalpo বইটি তুহিনা প্রকাশনী থেকে প্রকাশিত। ওখানে কি পাওয়া যাবে?

  • @asitsadhu7953
    @asitsadhu7953 2 ปีที่แล้ว +5

    Happy to know the information about Rani Rashmoni and her founding the historic Kali Temple.

  • @sujansarkar9317
    @sujansarkar9317 2 ปีที่แล้ว

    sri sri anukul chandra thakur ar je kono video share korle ami apnar kache badito thakibo.
    pronam neben , joyguru🙏

  • @bholanathmukhopadhyay9617
    @bholanathmukhopadhyay9617 2 ปีที่แล้ว +1

    অসাধারন যুক্তিপুর্ন আলচনার জন্য ধন্যবাদ ! কিন্তু এই অপপ্রচারের মুল কেন্দ্রে তো রাণিমার জাত নিয়েই কটাক্ষ ছিল! সেই ক্ষেত্রে ওনার দিক থেকে কোনো প্রতিবাদ হয় নি এই অপপ্রচার বন্ধ করার !
    আপনার উল্লেখিত শ্রী সুবোধ রায়ের বইয়ের নাম ও প্রকাশকের নাম জানাবেন !

  • @shyamalchakraborty7448
    @shyamalchakraborty7448 2 ปีที่แล้ว +1

    গল্প গল্প ই।
    সত্য উদঘাটন ও পরিবেশনের জন্য ধন্যবাদ জানাই।🙏❤️🏵️🌹🌺🙏

  • @tridipbhattacharyya5717
    @tridipbhattacharyya5717 4 หลายเดือนก่อน

    My moom told procholito stories..bt questions are arised from childhood..which are solved..now

  • @somnathchatterjee1463
    @somnathchatterjee1463 2 ปีที่แล้ว +2

    Probhupado samparke kichu upload loren

    • @saktichakraborty590
      @saktichakraborty590 2 ปีที่แล้ว

      অসাধারণ তথ্য দিলেন। সত্য কোনদিন চাপা থাকে না।
      আপনাদের অক্লান্ত অনুসন্ধানে সেই সত্য উন্মোচিত হয়েছে।

  • @srimatimukherjee9593
    @srimatimukherjee9593 ปีที่แล้ว

    Apnar research based sotyo ghatana and pareshaan.
    amader samriddha kare.Apnar naam ti jodi bolen khub bhalo hoy.
    amader samriddha kare

  • @dulalkumarpal9957
    @dulalkumarpal9957 ปีที่แล้ว +1

    এ গুলি বিধর্মীদের অপপ্রচার

    • @thegalposalpo
      @thegalposalpo  ปีที่แล้ว

      প্রমান দিন।

  • @sarojitmondalsarojitmondal9192
    @sarojitmondalsarojitmondal9192 2 ปีที่แล้ว

    সন্মানীয় গল্পসল্প বাবু ১৬৮ বৎসর ‌আগের যে সত্য ইতিহাস কে নিয়ে আপনি সমলোচনা না করে বরং আপনি যদি পশ্চিম বঙ্গের মানুষ হন , তাহলে পশ্চিম বঙ্গের অসহায় মানুষের জন্য কিছু সমলোচনা করুন! ভগবান ও ঈশ্বর আপনার মঙ্গল করবেন! ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি আপনি ভালো থাকুন!!

    • @thegalposalpo
      @thegalposalpo  2 ปีที่แล้ว

      ইতিহাস নিয়ে সমালোচনা নয়, ইতিহাস নিয়ে কিছু বিতর্ক, কিছু প্রশ্ন সংকলিত করে উপস্থাপনা মাত্র। ... পশ্চিমবঙ্গের অসহায় মানুষদের পক্ষ হয়ে একজন সাধারণ নাগরিক হিসেবে আমার অনেক অনেক কিছু বলার আছে। ... কিন্তু এই চ্যানেলে সেই বিষয় নিয়ে আলোচনা করার জায়গা নেই, কারণ চ্যানেলটি বিশ্বের মনিষীদের নিয়ে, বিশেষত বাংলার মহামানব, বাংলার ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতি, ঐতিহাসিক বিতর্কিত ঘটনা, অনালোচিত ঘটনা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনার জন্য নিবেদিত। ... আপনি যে আলোচনা চাইছেন, তার জন্য নিবেদিত ইউটিউবে অনেক চ্যানেল আছে। সেই চ্যানেলগুলি আপনি দেখতে পারেন। আমার চ্যানেল আপনার জন্য উপযুক্ত হবে না বলেই মনে হচ্ছে। ভালো থাকুন।

  • @ckbanerjee5872
    @ckbanerjee5872 ปีที่แล้ว

    Namaskar Apanake Janai asanka dhanyawad Maa Bhabatarini amader shuvabudhi pradan karun Aro ajana tathya pratibedan karun Aro

  • @sobhonsingha2942
    @sobhonsingha2942 2 ปีที่แล้ว +1

    স্যার এবার বারাকপুরের অন্নপূর্ণা মন্দির এর উপর একটি ভিডিও বানান প্লিজ😀😀😀

  • @tuludas9766
    @tuludas9766 2 ปีที่แล้ว +4

    কোন হরিদাস কি লিখল তাই নিয়ে বেকার কেন আলোচনা করেন। যেগ গল্পের প্র চার আছে সেটাই সত্য। ভ্রান্তি মূলক প্র চার
    থেকে বিরত থাকুন। অজথা প্র চার করে নিজের সম্মান নষ্ট করবেন না।

    • @thegalposalpo
      @thegalposalpo  2 ปีที่แล้ว +3

      আমি তো নগন্য মানুষ, আমার আর কি সম্মান আছে! ..... কিন্তু গবেষকদের হরিদাস বলে দিলেন!

    • @nupurkayet5291
      @nupurkayet5291 2 ปีที่แล้ว

      @@thegalposalpo গবেষকরা তো সূর্যের পরের পজিশন হোল্ড করছেন। সূর্য দেব এর পরই ওনারা আলো দিচ্ছেন। কম ক্ষ্যামতা।

    • @partha8949
      @partha8949 2 ปีที่แล้ว

      মহাপুরুষদের নিয়ে তর্কালোচনা করছেন সেটা ভালো অনেক কিছু জানা যায় কিন্তু এনাদের নিয়ে আলোচনা করতে হলে আগে এনাদের সম্পর্কে সম্পূর্ণ জানতে হয়, শুধুমাত্র দু-চারটে বই আওড়ে বা দেখিয়ে সে সম্ভবপর নয়। আরও বড়ো বিষয় হলো authentic বই খোঁজা।
      কিছুদিন আগেই স্বামীজী ও রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে দ্বন্দ্বের কারণ স্বরূপ আপনি নিবেদিতা কে দর্শেছেন অথচ মূল কারণ যা হল সনাতন হিন্দু বা পৌত্তলিকতাবাদী মনোভাবের সাথে বিজ্ঞানভিত্তিক ধর্মীয় নবজাগরণ বা ব্রাম্ভসমাজের তা উল্লেখিত হলো না। বিশদে জানতে শ্রী শিল্যেন্দ্রনারায়ণ ঘোষাল শাস্ত্রী রচিত "তপভুমি নর্মদা" দক্ষিণতটে সৌমেন্দ্রোনাথ ঠাকুরের(রবীন্দ্রনাথ ঠাকুরের নাতী) পত্র গুলো পড়ুন।
      আবার যখন গৌতম বুদ্ধ সম্পর্কে বলছেন তখন www.buddhanet.net এ গিয়ে বই গুলো পড়ুন আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
      তবে এই সমস্ত মহাপুরুষদের সম্পূর্ণ জানতে মানুষের একজন্ম কম পরে যায়। তবুও বিজ্ঞানমনস্ক চিত্তে পক্ষপাতিত্ব ব্যাতিরেখে পড়বেন তবেই বুঝবেন নয়তো বোঝা(জানা) আবার বোঝা(ভার) হয়ে যাবে।

  • @kalidas1965
    @kalidas1965 2 ปีที่แล้ว +1

    অনেক ধন্যবাদ আপনাকে যথাযথ তথ্য পরিবেশনের জন্য।

  • @baboochoice
    @baboochoice 2 ปีที่แล้ว +1

    Ami court e kaj kori dada...ai baparta bohu purbei ami note korechhi...kintu kare bojabo? dese sikhhito name osikhittor sonkhya besi

  • @pranatiroy8129
    @pranatiroy8129 ปีที่แล้ว

    Onek kichhu nuton totho jante parlam,apni bhalo thakben r ai bhabe amader ogenota dur korben

  • @drashoksarkar6969
    @drashoksarkar6969 2 ปีที่แล้ว +1

    Itihaser pardafas abossai hoy bharoter sathe pakistaner 4 bar judhho hoy pratibar e bharat joylav korechhe athacho pakistaner itihase lekha hoy prati judhhei Pakistan joylav Kore sudhu tai noy pakistaner itihase lekha pathhokram student der podano o hoy kintu kichhudin purbe asol satyo Berie asechhe mane pardafas hoyechhe

  • @alokechakraborty7378
    @alokechakraborty7378 2 ปีที่แล้ว

    এইসব বাদ দিয়ে খেটে খাওয়া মানুষের কথা বলুন।আর কতো কাউন্টার টেলিং করে দিন কাটবে।

    • @thegalposalpo
      @thegalposalpo  2 ปีที่แล้ว

      খুব ভালো প্রস্তাব। তবে এই চ্যানেলে মূল বিষয় হলো বাংলা-বাঙালির স্মরণীয়-বরণীয় ব্যক্তিত্ব, সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস ইত্যাদি। আপনি যে বিষয়ের আলোচনা চাইছেন, তা এখানে তেমনভাবে আলোচনা করার সুযোগ নেই। আপনাকে অন্য চ্যানেল খুঁজে নিতে হবে। ভালো থাকুন।

  • @saurabhchakrabarti2228
    @saurabhchakrabarti2228 2 ปีที่แล้ว +1

    সাউন্ড একদম পরিষ্কার সোনা যাচ্ছে। কোনো শুনতে সমস্যা হয় নি খুব একটা। সামান্য আসছে পাখার আওয়াজ টা

    • @thegalposalpo
      @thegalposalpo  2 ปีที่แล้ว

      অজস্র ধন্যবাদ। সাউন্ড নিয়ে আমি খুব মুশকিলে পড়েছি।

    • @saurabhchakrabarti2228
      @saurabhchakrabarti2228 2 ปีที่แล้ว

      @@thegalposalpo হুম সেটা দেখেই রিপ্লাই করেছিলাম। আমি আপনার ভিডিও দেখি । ভালোবাসি দেখতে আবার সমালোচনাও করি পছন্দ না হলেই।

  • @biswajitbairagi3524
    @biswajitbairagi3524 2 ปีที่แล้ว

    সোস্যাল মিডিয়া আসার পর কত যে পর্দা ফাঁস সুনলম ও দেখলাম। এতো পর্দা কোথায় পান বা কোথায় এতো দিন কোথায় রেখেছিলেন এতো পর্দা

  • @prankantaguria3404
    @prankantaguria3404 2 ปีที่แล้ว +1

    Rani Rasmani was not belonged sudra. She and her husband's family were from Mahishya community belonged to Vaisya.

  • @paritoshhalder4395
    @paritoshhalder4395 2 ปีที่แล้ว

    Masai ato galpo salpo na balleo chale. Golpo golpoe.

  • @nirmalmitra1364
    @nirmalmitra1364 2 ปีที่แล้ว

    হিন্দুদের সমাজ ধ্বংসের মূল কারণ গুলো কি কি ? এবং তা থেকে রক্ষার উপায় গুলো কিকি? এ বিষয়ে কিছু ভিডিও সম্প্রচার করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি ।

  • @rebatiramanchaudhury8853
    @rebatiramanchaudhury8853 2 ปีที่แล้ว

    You are right enquire to ancestors old living now

  • @mdlaal6473
    @mdlaal6473 2 ปีที่แล้ว

    আমি ভগত সিং এর জীবনী চাই

  • @harendranathmandal3877
    @harendranathmandal3877 2 ปีที่แล้ว +1

    Thanks a lot to you for your interesting and reasonable Video.Jai Lokomata Rani Rasamani Debi.

  • @radharanisengupta.9795
    @radharanisengupta.9795 2 ปีที่แล้ว

    মন্দির প্রতিষ্ঠার পর মাকে অন্ন ভোগ নিবেদন করতে bramhonra রাজি হন নি ।আমি এটাই জানি।

  • @narasinghapaira8549
    @narasinghapaira8549 2 ปีที่แล้ว +1

    আপনার তথ্যমূলক আলোচনায় সমৃদ্ধ হলাম। 🙏

  • @basude4330
    @basude4330 2 ปีที่แล้ว +2

    Very good video and presentation.

  • @deepakbarua7282
    @deepakbarua7282 2 ปีที่แล้ว

    Aaponake Ashonkho Dhonnobad abong Shadhubad. Aapni je prokash korlen ta te Mone hoy Pujonio Rani Rashmoni keo Kushonshkarer Shommukh Hote hoye Chilen. Shei Monubadi aabar matha Tulche.

  • @tapasghosh1578
    @tapasghosh1578 2 ปีที่แล้ว

    বাহ্মন্যবাদ সনাতন ধর্মের অনেক অনেক ক্ষতি সাধন করেছে।
    আমরা সেই কালা দিনগুলো বহু ক্ষতির বিনিময়ে কিছুটা পেরিয়ে এসেছি।

  • @debprosadchatterjee4410
    @debprosadchatterjee4410 2 ปีที่แล้ว +4

    একেবারে নতুন বিষয় জানলাম আপনার ভিডিও থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

  • @gopikantachakrabarty9218
    @gopikantachakrabarty9218 2 ปีที่แล้ว

    Notun bislation valo laglo o juktipurna,tobe sathik siddhanto janar janya aro research proyajan.Vashya path khub valo.

  • @basudevmondal5913
    @basudevmondal5913 2 ปีที่แล้ว

    Aager Brahman ra silen hinsuk, parashri kator, nijeder ke khub Bhagoban r lok Jan mone korto...
    Anno nichu jati der ghrina, nichu mone karto bole e ...Iswar tader ke durabasthay fele disse din din
    Sarbo jeev e ak Atma kore bas
    Tai jeev ke abohela kore Ahonkar boshe adho potitio hoy, Dhanso hoy
    Ahonkar sunno, Sarol vabe e Sadhona hoy...Antar darshan e Atma darshan hoy
    Kono Jatya viman , Ahonkar e kaj hobe na
    "Kaj korile sei sei kajer kaji hoy
    Kathay dhanno, kaje sunno, amon Kato Sato paoa jay"

  • @DebkumarBid
    @DebkumarBid 2 ปีที่แล้ว

    আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার কথা ঠিক। আগের কাহিনী শুনে মনে হচ্ছে আগের কাহিনী ঠিক। এর বিশ্লেষণ করা আমরা পক্ষে সম্ভব নয়।

  • @parameshroy7269
    @parameshroy7269 ปีที่แล้ว

    Excellent analysis , Many many thanks

  • @shibanisamanta5587
    @shibanisamanta5587 2 ปีที่แล้ว

    সত্যিই কত মিথ্যা কথা ইতিহাস এ লেখা আছে।আপনাকে ধন্যবাদ সত্য যুক্তিগ্ৰাহ্য তথ্য তুলে ধরার জন্য।

  • @mr.chanchalkumarganguly4449
    @mr.chanchalkumarganguly4449 2 ปีที่แล้ว

    একদম ঠিক প্রতিবেদন।

  • @nabarunscreation9888
    @nabarunscreation9888 2 ปีที่แล้ว

    এই ব্যাপারটা এখনো তাই আছে,, কেউ বাড়ি ছেড়ে গিয়ে কোথাও থেকে কাজ করতে চায়না।। তারপর কেউ ডে নাইট দুটো শিফটে কাজ করলে শরীর খারাপ করবে তাই কাজ করেনা রাত জেগে

  • @himangsuroy7285
    @himangsuroy7285 2 ปีที่แล้ว

    Apni sir bes valo vabe Bolen. Valo lage. Marjito,Vedra uposthapona. Bitorko niye kotha hoy athacha apni nice bitorke Joran na.

  • @subratalahiri3068
    @subratalahiri3068 2 ปีที่แล้ว +1

    আপনার উপস্থাপনা খুব সুন্দর লাগছে।

  • @janmajitdeb4289
    @janmajitdeb4289 2 ปีที่แล้ว

    Very Informative Information Sir

  • @p.sarkar7153
    @p.sarkar7153 2 ปีที่แล้ว

    আপনার সব ভিডিও গুলি argument আকারের।সুযোগ পেলেই দেখি।এভাবে যুক্তিদিয়ে ভিডিও বানানোর অনুরোধ করছি।

  • @gopalroy922
    @gopalroy922 2 ปีที่แล้ว

    এই বিশ্লেষণ খুবই যুক্তিযুক্ত...তাহলে কি ধরে নেওয়া যায় এই গল্পটি নিতান্তই কোনো দুষ্কৃতী মহলের হিংসা জনিত প্রচার...!! ব্যাপার টি খুবই বেদনা দয়ক।

  • @aghormukhopadhyay2959
    @aghormukhopadhyay2959 2 ปีที่แล้ว +4

    আপনার যুক্তি দিয়ে উপস্থাপনাটি, ভ্রান্ত ধারণা কে সত্যের স্থানে প্রতিষ্ঠিত‌ করল।

  • @joyjitnandi5849
    @joyjitnandi5849 2 ปีที่แล้ว

    Donnobad। সত্যিই তাই মনে মনে প্রশ্ন ছিল , পেয়ে গেলাম।

  • @space-time-somdeep
    @space-time-somdeep 10 หลายเดือนก่อน

    বেঙ্গল রেনেসাঁস

  • @srimatimukherjee9593
    @srimatimukherjee9593 2 ปีที่แล้ว

    Thik e mone hochhe apnar bislesan.Takhon Brahmin class did not want Rasmoni Devi to establish dakshineswar temple or they wanted to get worshipper of Goddess Kali

  • @nandinimitra5451
    @nandinimitra5451 2 ปีที่แล้ว

    আজ প্রথম আপনার ভিডিও দেখলাম। খুব ভাল লাগলো। সত্যিতা সামনে আনুন।👍👍

  • @indiraachary4685
    @indiraachary4685 ปีที่แล้ว

    khub valo laglo

  • @biswajitnaskar8264
    @biswajitnaskar8264 ปีที่แล้ว

    Khub valo laglo

  • @arupsarkar8842
    @arupsarkar8842 ปีที่แล้ว

    Nice. Correct analysis.

  • @shyamalkantichatterjee619
    @shyamalkantichatterjee619 2 ปีที่แล้ว +1

    Rani Rashmoni sakshat jagadamba.

  • @parthajitray7452
    @parthajitray7452 2 ปีที่แล้ว

    Asadharon.

  • @manojkdutto7368
    @manojkdutto7368 2 ปีที่แล้ว

    ধন্যবাদ, এক অজানা অধ্যায় উন্মোচন করার জন্য।
    সত্যের নিজের শক্তিতে প্রতিষ্ঠিত হোক,
    এই আশা ব্যাক্ত করছি

  • @sukhamoyghose8195
    @sukhamoyghose8195 10 หลายเดือนก่อน

    Excellent ,Thanks.

  • @gargeegoswami3661
    @gargeegoswami3661 2 ปีที่แล้ว

    Khub bhalo lablo apnar vdo ti
    Anek sotto ghotona jante parlam
    Dhonnobad nomoskar janai

  • @gopalchatterjee7211
    @gopalchatterjee7211 2 ปีที่แล้ว +2

    Sir the problem started on Anno Vog Nibedon not to establishing the tample. You didn't mention that what type of Vog Nibedan in Different pujas at Rani Rasmony's house. Rani wanted Anno Vog for Devi Kalika.

  • @moumitrachoudhury9335
    @moumitrachoudhury9335 2 ปีที่แล้ว +3

    যুক্তির বিপক্ষে ভালো বলেছেন কিন্তু গবেষক কিসের ভিত্তিতে এই সব তথ্য দিয়েছেন সে প্রসংগে আপনি একটি বাক্যও প্রয়োগ করেন নি....

  • @sibanisarkar5937
    @sibanisarkar5937 2 ปีที่แล้ว

    আরও নূতন তথ্য জানতে চাই, আমাদের ভ্রান্ত ধারনা দূর হওয়ার প্রয়োজন আছে.

  • @debprosannamukherjee9703
    @debprosannamukherjee9703 ปีที่แล้ว

    Excellent explaination