মুকুল অরিজিনাল পাগল নয়, 'সাজানো পাগল' । তার প্রমাণ আজ তার আইনজীবী দিলেন বিধানসভায় ।

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2024

ความคิดเห็น • 820

  • @DKDasx3x
    @DKDasx3x 2 ปีที่แล้ว +97

    যদি মুকুল রায় এখনও বিজেপীতে আছেন তাহলে এর মধ্যে উনি বিজেপীর কটা সভায় উপস্থিত ছিলেন। বিজেপীর দলের দপ্তরে কত বার তিনি গেছেন আর কার কার সাথে দেখা করেছেন?

  • @mr.narenpati2684
    @mr.narenpati2684 2 ปีที่แล้ว +70

    চমৎকার প্রতিবেদন সন্ময় বাবু । এই ভাবে পশ্চিমবঙ্গের জনগণের বিবেক কে জাগ্রত করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।

    • @niharenduchakraborty1499
      @niharenduchakraborty1499 2 ปีที่แล้ว +1

      Naren babu bangali hindu (WB) er ektu besi jagrata sabjanta je ghumey thake take jagano jai er je Bangali jege ghumay take jagano khub kosto.

    • @sudiptamitra8608
      @sudiptamitra8608 2 ปีที่แล้ว

      ধূর বা-- , এদের দেখলে মেজাজ গরম হয়ে যায়।

  • @sagardad7326
    @sagardad7326 2 ปีที่แล้ว +150

    মুকুল, বকুল কেউ পাগল নয়।
    পাগল হচ্ছে জনগণ।

    • @kaustavdas5600
      @kaustavdas5600 2 ปีที่แล้ว +1

      Thik bolechen...majhe majhe mone hoy banglar ardhek er beshi jonogon ekta trance e nacche "didi trance" ...didi joto e dhemna hok na keno , ekhaner lokeder kache didi bhalo onno dike modi bhalo kaaj korle o modi kharap

  • @asishbanerjee2355
    @asishbanerjee2355 2 ปีที่แล้ว +136

    মুকুল শুধু পাগল নয়,ডিজিটাল পাগল অর্থাৎ পাগলের ভূমিকায় অভিনয় করে,সাধারণ জনসাধারণকে বোকা বানিয়ে আখের গোছানো।

    • @lipikakundu6988
      @lipikakundu6988 2 ปีที่แล้ว +12

      মমতা , মুকুলরা ভালোভাবেই জানে "বাঙালির চরিত্র" ! পশ্চিমবঙ্গের বাঙালিদের সাধারণ জ্ঞান, বিচার- বুদ্ধি যে বিগত ৫০ বছরে তলানিতে এসে ঠেকেছে সেকথা পঃবঙ্গের মুর্খমন্ত্রী মমতা ব্যানার্জি অনেক দিন আগেই বুঝতে পেরেছেন। বঙ্গবাসী যেদিন থেকে ভাবতে শুরু করে যে তারাই সর্বাপেক্ষা বুদ্ধিমান জাত , সেদিনই এই অবক্ষয়ের শুরু হয়েছিলো। কোলকাতার রাজনীতি বিদ, বুদ্ধিজীবী মহল, মিডিয়া যে গোটা বাংলাকে "মূর্খ" বানিয়ে রাখতে অগ্রগণ্য ভূমিকা পালন করেছে, এতে সন্দেহ নেই। ... ...
      অবশিষ্ট ভারতের জনগণ জেনে গেছে :
      পঃবঙ্গ সরকার মিথ্যাশ্রয়ী !
      পঃবঙ্গ বাসী মিথ্যা কে প্রশ্রয় দেয়, ভালোবাসে, আপোষ করতে পারে।
      বাঙালি মিথ্যা প্রিয় জাত হিসেবে চিহ্নিত অবশিষ্ট ভারতের কাছে। বাঙালিদের বিশ্বাস যেন আর কেউই করতে চাইছে না। বিশেষ করে কোলকাতার বাঙালিদের বিশ্বাসযোগ্যতা শূন্য। রাজনৈতিক নেতা, মিডিয়া, বুদ্ধিজীবী, সমাজসেবক, বিশিষ্ট জনেরা, ব্যবসায়ী থেকে বিভিন্ন পেশার কোলকাতা বাসীকে বিশ্বাস করার পরিস্থিতি নেই। দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি থেকে শুরু করে কেউই মিথ্যাশ্রয়ী বাঙালি কে সহজে বিশ্বাস করতে পারে না।
      মিথ্যা কথা বিভাগে নোবেল পুরস্কার ঘোষণা করার দাবি জানাই। পঃবঙ্গের মুখ্যমন্ত্রী নিশ্চিত ভাবে এই পুরস্কার পাওয়ার যোগ্যতম ব্যাক্তি।

    • @UshaUsha-zb7ty
      @UshaUsha-zb7ty 2 ปีที่แล้ว +1

      @@lipikakundu6988 খুবই সুন্দর ভাবে প্রতিস্থাপন করেছেন সত্য কথাগুলো ।
      মনে হচ্ছে আপনার হিম্মত আছে এবং আপনার শীরদাড়া সোজা।

  • @ajaykarmakar9883
    @ajaykarmakar9883 2 ปีที่แล้ว +110

    মানুষের কাছে ওনার আর কোনো গ্রহণ যোগ্যতা নেই।

  • @ashoksengupta8173
    @ashoksengupta8173 2 ปีที่แล้ว +113

    আমাদের দেশের আইনজীবীরা এতই নীচ ,মিথ্যাবাদী,ও ঘুষখোর ,এই সব আইনজীবীদের জন্য আজ দেশের এই দুর্দশা।

    • @manabeshgupta8105
      @manabeshgupta8105 2 ปีที่แล้ว +3

      আমাদের দেশের বর্তমান আইনজীবী দের কিছু অংশ তিনটি জিনিসের উপর আসক্ত হয়ে পড়ছে এরা আইনের ক্ষমতা বলে প্রশাসন কেও blackmailকরে ।

    • @bijoydey6099
      @bijoydey6099 2 ปีที่แล้ว

      দয়া করে জানবেন যে আইনজীবী মক্কেল এর স্বার্থে মিথ্যা বলতে পারেন। এটা তাঁর আইন সিদ্ধ অধিকার। সাধারণ মানুষ যেমন প্রেস্কিপশন লিখতে পারেন না, তেমনি কোর্টে পাল্টা বক্তব্য রাখতে পারেন না। আইনজীবী র বিরুদ্ধে ব্যক্তি আক্রমণ, আইন ব্যবস্থা সম্পর্কে অজ্ঞতার প্রকাশ। মামলাকারীর আইনজীবী পাল্টা বক্তব্য রাখতে পারেন। বিচারপতি কোন যুক্তি গ্রহন করবেন সেটা তাঁর ব্যাপার।

    • @asokmandal2487
      @asokmandal2487 2 ปีที่แล้ว +1

      শুধু আইনজীবিদের জন্য দেশের দুর্দশা। যিনি রায় দেন তাঁর কি ক্ষমতা? Order করেছিল রাজ্য সরকারকে DA update করে দিতে হবে। রাজ্য সরকার সেই order কে মান্যতা দেয়নি। আদালত তার কি action নিল। আমি আপনি যদি violete করতাম কমরে দড়ি দিয়ে ফাটকে ঢুকিয়ে দিত।

    • @nandini089
      @nandini089 2 ปีที่แล้ว

      দাদা আপনাকে অনেকে অনেক ধন্যবাদ আপনি আমাদের দেশের বিভিন্ন মালালা আইনজীবী জনও খুব ভালো কথা বলেছেন এরা আইনজীবী নয় মিথ্যাবাদী জিবি তার রুটি রোজগার মিথভাদিতা টিকে হি চলে আর কিছু নাই। আমরা পুনরায় আপনাকে অভিনন্দন জানায়।

    • @nandini089
      @nandini089 2 ปีที่แล้ว

      👍 ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ 👍

  • @satokolviamy741
    @satokolviamy741 2 ปีที่แล้ว +57

    চমৎকার প্রতিবেদন! একজন প্রকৃত সাংবাদিকের চেহারা ফুটে উঠল আপনার প্রতিবেদনে। ধন্যবাদ আপনাকে। ঈশ্বর আপনাকে সুস্থ রাখুন।

  • @প্রীতমকুমারদে
    @প্রীতমকুমারদে 2 ปีที่แล้ว +208

    মুকুল রায় এবং শুভ্রাংশু রায় কে একবার খোলা রাস্তায় ছেড়ে দিন, খেলা পুরো জমে ক্ষীর হয়ে যাবে

    • @ashischatterjee6965
      @ashischatterjee6965 2 ปีที่แล้ว +9

      দাদা এর সাথে আরও দুচার জনের নাম যোগ করুন।

    • @ritamondal3522
      @ritamondal3522 2 ปีที่แล้ว +9

      আর জনগণ কবে জাগবে

    • @guruprasadbanerjee3825
      @guruprasadbanerjee3825 2 ปีที่แล้ว +5

      @@ritamondal3522 হেগা , জনগণ কি ঘুমিয়ে ? তাহলে ভাতা নেবে কে মা? ?

    • @sukumarkundu3687
      @sukumarkundu3687 2 ปีที่แล้ว

      @@ashischatterjee6965 ডডবডডবডডব
      চধ্

    • @rekhamondal5544
      @rekhamondal5544 ปีที่แล้ว

      ​@@ashischatterjee6965888

  • @sukdebbiswas3585
    @sukdebbiswas3585 2 ปีที่แล้ว +18

    অসাধারণ প্রতিবেদন। ধন্যবাদ সন্ময়বাবু।

  • @abir7642
    @abir7642 2 ปีที่แล้ว +34

    আমরা আজ গর্বিত এরম এক স্মার্ট প্রধানমন্ত্রী পেয়ে।

    • @k.debnath94
      @k.debnath94 2 ปีที่แล้ว

      আপনিও কি মুকুল রায়ের মতো ?

    • @shilpamanna8017
      @shilpamanna8017 2 ปีที่แล้ว

      Paglacho abir?
      Mathai kichu achee bole to mone hoi naa.. choti bichir adorsho udaharan.
      Ajuhate diye kno kichu ke justify korar chesta.

    • @subratapal925
      @subratapal925 ปีที่แล้ว

      এই রকম ভগবান মন্ত্রী পেয়ে। করোনার সময় উনি বলছেন হাততালি দাও, মোম বাতী জালাও, বাতী বন্ধ কর, আরও কত উপদেশ দিয়েছিলেন করনা বন্ধের জন্য।

  • @gopabasu1983
    @gopabasu1983 2 ปีที่แล้ว +129

    এতো সবাই জানে মুকুল পাগলার অভিনয় করছে

  • @anjanroy8890
    @anjanroy8890 2 ปีที่แล้ว +10

    দারুন বলেছেন সন্ময়দা, ধন্যবাদ আপনাকে এই রকম একটা প্রতিবেদন প্রকাশ করার জন্য।

  • @shyamalmalick8697
    @shyamalmalick8697 2 ปีที่แล้ว +49

    খুব ভালো লাগলো আপনার উপস্থাপনা

  • @bholanathkar9245
    @bholanathkar9245 2 ปีที่แล้ว +78

    এই প্রতিবেদন সম্পর্কে আপনাকে ধন্যবাদ ।আপনার এই পর্দা উন্মুক্ত করা বৃথা যাবে না।পরবর্তী সময়েই আসল সত্য বেড়িয়ে পরবে ই, আদালত ও সম্বৃধ্য হবেই ।বিজেপি জিন্দাবাদ ।👏🙏

    • @subirghosh6250
      @subirghosh6250 2 ปีที่แล้ว

      Shadharan MAUSHER kache MUKUL ROy KONO astito nay kno TMC charlen AABAR Kano phirlen sujag Sandhani..

    • @upohar88
      @upohar88 2 ปีที่แล้ว

      আদালত সব জানে।

  • @devdasghosh5215
    @devdasghosh5215 2 ปีที่แล้ว +43

    ধন্যবাদ স্যার, যেভাবে আপনি সবসময় সত্যকে তুলে ধরেন তার জন্য আপনাকে অসংখ্য অভিনন্দন জানাই।

  • @taponbiswas5155
    @taponbiswas5155 2 ปีที่แล้ว +62

    যে আইন জীবি মিথ্যাচার করছেন তার কি এজন্য কোন শাস্তি হয় না?

    • @bijoydey6099
      @bijoydey6099 2 ปีที่แล้ว +2

      ধারনা পাল্টান। নিজের সীমাবদ্ধতা কে জানুন। ওটা আইনজীবী র কাজ। আজমল কাসভ কে ও আইনজীবী দেওয়া হয়েছিল। তিনি ও বলেছিলেন, আমার মক্কেল নির্দোষ। আইনজীবী কে শাস্তি দেওয়া মানে বিচার ব্যবস্থা কে তুলে দেওয়া।

    • @subratapal925
      @subratapal925 ปีที่แล้ว

      সেই জন্য বি জে পির কথায় সব কিছু ঘটছে। এক ব্যক্তি যাহা বলছেন মহামান্য আদালত তাই করছেন।

  • @nitaimirdda850
    @nitaimirdda850 2 ปีที่แล้ว +116

    এই সাজানো পাগলকে একবার আমাদের মতো জনগণের হাতে তুলে দেওয়া হোক, দেখবেন একঘন্টার মধ্যে সব পাগলামি দূর হয়ে যাবে।

    • @mayukhkar5024
      @mayukhkar5024 2 ปีที่แล้ว +2

      Ekdom thik bolechen

    • @bablichakraborty4917
      @bablichakraborty4917 2 ปีที่แล้ว +2

      Right u r

    • @krishanudey1797
      @krishanudey1797 2 ปีที่แล้ว +1

      এক ঘন্টা খেলা হবে😊

    • @subratapal925
      @subratapal925 ปีที่แล้ว

      এই পাগলা তো এক সময় বি জে পি তেই ছিল, তখন খুব ভাল ছিল তাই না। আপনারা লজ্জা হিন তাই একথা বলেন।

    • @bikashbosu5009
      @bikashbosu5009 11 หลายเดือนก่อน

      একমাত্র ঔষধ হচ্ছে ধোলাই।

  • @bhagabatsaha4450
    @bhagabatsaha4450 2 ปีที่แล้ว +6

    ভীষন ভাল প্রতিবেদন l

  • @amalraha7630
    @amalraha7630 2 ปีที่แล้ว +6

    অসাধারণ প্রতিবেদন । যেমন প্রশাসনিক কর্ণধার , তেমনই বিধানসভার স্পিকার । যেমন ছাঁচ , তেমনই তার খোল ।ধিক , ধিক !

  • @aswinisantra6019
    @aswinisantra6019 2 ปีที่แล้ว +45

    একজন. পাগল. কি ভাবে PAC. র
    CHAIRMAN. হতে পারে ??

  • @jayantaganguly2448
    @jayantaganguly2448 2 ปีที่แล้ว +15

    দুর্দান্ত উপস্থাপনা ।

  • @goutambiswas9848
    @goutambiswas9848 2 ปีที่แล้ว +53

    স্পিকার পদটিকে কলঙ্কিত করলো বিমান।

  • @swapansarkar5952
    @swapansarkar5952 2 ปีที่แล้ว +33

    মুকুল রায় পাগল না , প্রতারক

  • @MB-tx6di
    @MB-tx6di 2 ปีที่แล้ว +58

    কে বলেছে আপনি পাগল? আপনি পাগল নয়, আপনি ছা........। 😝

    • @dipaksasmal6264
      @dipaksasmal6264 2 ปีที่แล้ว +4

      yes

    • @tapaskumarbhar6206
      @tapaskumarbhar6206 2 ปีที่แล้ว +4

      ছাগল নয় । মরা ছাগল হলেও 700 টাকা কেজি । 😁😁😁😁।

  • @goursana3330
    @goursana3330 2 ปีที่แล้ว +4

    সাবাস, এগিয়ে যান

  • @anilsamanta5823
    @anilsamanta5823 2 ปีที่แล้ว +15

    আমরা গর্বিত সন্ময়বাবুর নৈর্ব্যক্তিক সম্মোহনী শক্তি র কাছে !

  • @nandini089
    @nandini089 2 ปีที่แล้ว +2

    সন্ময়া দা আপনি সব সমই সতিক বিবেচনা দেন আমরা ভালো হয় জানি অনেকে ধন্যবাদ 👍

  • @kanikabarman6564
    @kanikabarman6564 2 ปีที่แล้ว +5

    খুবই সুন্দর প্রতিবাদের প্রতিবেদন 👌❤️
    দারুন 👍

  • @commonman4964
    @commonman4964 2 ปีที่แล้ว +39

    সেয়ানা পাগল ।

  • @promodebandyopadhyay1686
    @promodebandyopadhyay1686 2 ปีที่แล้ว +29

    Very well presented, Sanmoy.

  • @shyamsundarsingha8217
    @shyamsundarsingha8217 2 ปีที่แล้ว +3

    সন্ময় স্যার আপনাকে স্যালুট জানাই।

  • @manishaacademy8899
    @manishaacademy8899 2 ปีที่แล้ว +27

    আজ থেকে আমি বুঝলাম w b মানুষ অত্যন্ত নির্বোধ নয় ,পাগল

    • @tapanchakraborty3575
      @tapanchakraborty3575 2 ปีที่แล้ว +1

      পাগল বলে জাতে ওঠাবেন না , আসলে আমরা ছাগল

  • @rabinpaul5957
    @rabinpaul5957 2 ปีที่แล้ว +21

    A b p r 24 ঘন্টা তো এখন কেউ দেখেনা শুধূ চটিচাটা বলে

    • @subratapal925
      @subratapal925 ปีที่แล้ว

      নিজেদের পছন্দের কিছু বললেই, তখন A B P হয়ে যায় ভালো। কী দারুণ ভাষা লজ্জা করেনা বোধ হয়।

  • @shantikaam3795
    @shantikaam3795 2 ปีที่แล้ว +31

    "কর্মের আত্মসমর্পণের সর্বোত্তম ভিত্তি হল এই উপলব্ধি যে প্রকৃতি আমাদের সমস্ত কাজ ঈশ্বরের আদেশে করছে এবং ঈশ্বর আমাদের স্বভাব দ্বারা ক্রিয়া নির্ধারণ করেন।"
    - শ্রী অরবিন্দ

  • @sabitakhatua6338
    @sabitakhatua6338 2 ปีที่แล้ว +16

    এই রকম অপদার্থ Speaker ভূভারতে বিরল😋 কত চটি চাটলে এই রকম Speaker পাওয়া যায় একটু বলবেন????

  • @bhaskarganguly756
    @bhaskarganguly756 2 ปีที่แล้ว +18

    উনি স্পী-কার নয়,তৃণমুলের চাটু-কার।

    • @sambhunathkarmakar8446
      @sambhunathkarmakar8446 2 ปีที่แล้ว

      উনি ,ইশ-পিকার,আর দু'কুল হারানো
      ঢপকুলের আইনজীবী !! ছ্যা,ছ্যা - সে তো ঝেড়ে-টুকে পাশকরে আইনজীবী হয়েছেন!!!!!!!

    • @subratapal925
      @subratapal925 ปีที่แล้ว

      সব দলের স্পীকার এই রকম হয়।

  • @prabirghosh9131
    @prabirghosh9131 2 ปีที่แล้ว +25

    দাদা "মাননীয়","মাননীয়া" এই শব্দগুলোর একটু ওজন রাখুন যাকে তাকে এগুলো দিয়ে সম্ভাষণ করবেন না ।

    • @saktimukherjee451
      @saktimukherjee451 2 ปีที่แล้ว

      সন্ময় বাবুকে আমিও অনেকবার এই অনুরোধ জানিয়েছি/ ওই পিশাচিনী ঘৃণ্য ক্রিমিনাল মেয়েলোকটাকে ঝাঁটনিয়া মুখ্যমন্ত্রী বলতে পারেন/ কিন্তু "মাননীয়া" কক্ষনো নয়/ আমরা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যপাল প্রত্যেক কে সর্বদা মাননীয় বলিনা, বলতে পারিনা, যদিও আনুষ্ঠানিক ক্ষেত্রে তাদের সেইভাবে সম্বোধন করা রীতি/ কিন্তু এই গণতান্ত্রিক দেশে সেই আচরণ বাধ্যতামূলক নয়/ আমরা কোনোদিন পন্ডিত জওহরলাল নেহেরুকে বা ডঃ বিধানচন্দ্র রায়কে মাননীয় ব'লে উল্লেখ করতাম না/ এই ক্রিমিনালদের সর্দারনী কী ক'রে মাননীয়া হয়, সেটা বুঝতে পারিনা/ ওই শব্দটা এই মেয়েলোকটার নামের সঙ্গে শুনলে আমার যেন কাটা ঘায়ে নুনের ছিটা লাগে/

  • @nazrulislam8879
    @nazrulislam8879 2 ปีที่แล้ว +11

    বিমান বন্দ্যোপাধ্যায় তৃণমূলের লোক হওয়া সত্ত্বেও তৃণমূলের খবর রাখেন না?তার কান ধরে মুকুল রায়ের তৃণমূলে যোগদানের দৃশ্য দেখানো দরকার ।

  • @umamukherjee1077
    @umamukherjee1077 2 ปีที่แล้ว +3

    SUPERB , সন্ময়দা। SUPERB।👏👏👏 আমি কিন্তু আজ কিছুই লিখবো না। তোমার FOR এ কথা বললেই আমাদের পুলিশ (ফুলিশ) এসে ধরে নিয়ে যাবে।
    সেই রকম REPORT ও আমাদের কাছে আছে।
    আবারও বলছি " BRAVO"👏👏👏

  • @nikunjalalkundu2642
    @nikunjalalkundu2642 2 ปีที่แล้ว +10

    আশিতে আসিও না ছবির দৃশ্যে ভানু যেমন ছিল জল পুলিশের আন্ডার এ তেমনি মুকুল ও এখন কল্প লোকের আন্ডার এ যেখানে বিমান ও পৌঁছাতে পারে না ! 🤗🥰

  • @GB-ir1zv
    @GB-ir1zv 2 ปีที่แล้ว +9

    স্পিকার মহাশয়ের এতো নাটক কোন কারনে তা কারোর বুঝতে অসুবিধা নেই

  • @chatterjee199
    @chatterjee199 2 ปีที่แล้ว +2

    আনন্দবাজার প্রশ্ন করার জন্য জন্মায়নি, জন্মেছে বেওসা করার জন্য। আমাদেরও অপদার্থতা যে আমরা এ চ্যানেলকে টিআরপি দিই। আপনাকে অভিনন্দন সন্ময়বাবু। আমরা আপনার কাজ দেখি। ফলো করি।

  • @dipankarmondal7663
    @dipankarmondal7663 2 ปีที่แล้ว

    🙏🙏 দাদা দারুন প্রতিবেদন

  • @sanjaythumra7139
    @sanjaythumra7139 2 ปีที่แล้ว

    Darun bhabe dekhalen.. Outstanding Sanmoy babu..🙏🙏

  • @sadhusaranmukherjee7588
    @sadhusaranmukherjee7588 2 ปีที่แล้ว +23

    স্পিকার মহাশয় ভেড়ালোকের বাসিন্দা

  • @jibansen3695
    @jibansen3695 2 ปีที่แล้ว +40

    ভাবিকাল,বঙ্গের জনগণ ও সংবাদ মাধ্যমের কাছে প্রশ্ন ' এই ভাবেই কি চলবে' ?

  • @biswamitrabhakat369
    @biswamitrabhakat369 2 ปีที่แล้ว +18

    এতো জলজ্যান্ত উদাহরণ থাকা স্বত্বেও লাথিখেকো মুকুলকে ইঞ্জিন বিহীন বিমান কেন ব্যাবস্থা নিতে বিলম্ব করছে।

  • @rabinpaul5957
    @rabinpaul5957 2 ปีที่แล้ว +7

    আমরা ওয়াগান ভাঙ্গার ব্যাপারটা দেখেছি

  • @bimalroy2981
    @bimalroy2981 2 ปีที่แล้ว +11

    আইনজীবী অবুঝ । প্রথমতঃ মনে হয় নকল করে পাশ করেছে , দ্বিতীয়তঃ নিজে পাগল ।

  • @babighosh405
    @babighosh405 2 ปีที่แล้ว +3

    যেমন নেত্রী তেমন তার চ্যালা ,জয় শ্রী রাম বন্দেমাতরম ভারত মাতা কি জয় 🇳🇪🚩🇳🇪🚩

  • @gopalpramanik3484
    @gopalpramanik3484 2 ปีที่แล้ว

    Thank you so much sir

  • @vivekpakrashi6081
    @vivekpakrashi6081 2 ปีที่แล้ว +4

    মুকুল রায়কে কে বলে পাগল? অতি চালাক। তবে অতি চালাকের গলায় দড়ি - এই প্রবাদটা যেন মনে থাকে !

  • @basudevnaskar412
    @basudevnaskar412 2 ปีที่แล้ว

    Thank you sanmay babu

  • @pc-kv8wk
    @pc-kv8wk 2 ปีที่แล้ว +4

    আমাকে দেখলেই সুদীপ্ত সেন উঠে দাঁড়াতো, স্যার বলতো।আমি যে সে পাগল নই, আমি সোডিয়াম পটাশিয়ামের পাগল। আমার মতো পাগল পাবে কোনখানে।

  • @shyamsundarsingha8217
    @shyamsundarsingha8217 2 ปีที่แล้ว +1

    হাঁসবো না কাঁদবো ভেবে পাচ্ছি না।

  • @parthagangopadhyay3410
    @parthagangopadhyay3410 2 ปีที่แล้ว +3

    মুকুলের পটাসিয়াম কম, অনুব্রতের মস্তিষ্কে অক্সিজেন কম। গত দশ বছর ধরে এই অবস্থা চলছে।

  • @byasdebghosh5801
    @byasdebghosh5801 2 ปีที่แล้ว +14

    Mukul Roy, Rajib Bannerjee r Babul Supriyo pollitical Hizra

    • @basubanasri1156
      @basubanasri1156 2 ปีที่แล้ว +2

      Byasdeb Ghosh : মহাশয়! একশো ভাগ সত্যি! কিন্তু আপনি যে শব্দটি, এনেছেন "তারা"..জন্মগতভাবে ধরুন ঐ একধরণের প্রতিবন্ধীত্বে..!
      কিন্তু আপনি যাদের ওপর সেটি প্রযোজ্য বলে দেখছেন!.. . তারা ইচ্ছেয় আর লোভে...! অপরিসীম লোভে.. "হিজড়া" হতে পারা ; ..পাগল হতে পারা..আর যা কিছুই ; প্রতারক হতে পারা-ও!..
      রাজ্যের মানুষের সমর্থন নিয়ে.. তারা শুধু টাকা টাকা এই লোভের খেলায়.!
      কেন্নো কীটের মতো!.. সেই কীটও তার প্রকৃতিগত চরিত্রে!..কিন্তু এই রাজ্যের সরকার প্রশাসন এমন কি বিধানসভার স্পীকারও!..ওই ইচ্ছাকৃত বৃহন্নলা!??
      ছিঃ ছিঃ!..

  • @Parichay_Bose
    @Parichay_Bose 2 ปีที่แล้ว

    আপনার এই চ্যানেলের যখন ৫০ জন ও সাবস্ক্রাইবার হয়নি তখন থেকে আমি আপনার চ্যানেলের শ্রোতা/দর্শক । আজ আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার প্রায় চার লক্ষ, এটা আপনার একটা বড় পাওনা।। 🙏

  • @amalenduray7840
    @amalenduray7840 2 ปีที่แล้ว +6

    আইন সংশোধন করা হচ্ছে না কেন? এমন অবস্থা চলে আসছে অনেক বছর।

  • @d.g9381
    @d.g9381 2 ปีที่แล้ว +6

    বিমান বন্দোপাধ্যায় ইহলোকে থেকেও পরলোকে আছেন।

  • @bulaikar6400
    @bulaikar6400 2 ปีที่แล้ว +3

    উৎসর্গ কথাটা ভালই বলেছেন ওইসব পাঁঠাদের উৎসর্গ করা উচিত

  • @weareblogger3734
    @weareblogger3734 2 ปีที่แล้ว +1

    আমার মাথা ঘুরছে 🙃🙃🙃

  • @rejaulkarim9177
    @rejaulkarim9177 2 ปีที่แล้ว +1

    সাংবাদিকগণ মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করেই না যে
    আপনি কবে কি বলেছিলেন, আর কি কি করেছেন?
    এটাই সাংবাদিকদের ব্যর্থতা👎☹️👎👎☹️👎

  • @bijansarkar479
    @bijansarkar479 2 ปีที่แล้ว

    Thank you Dada

  • @rudramondal5143
    @rudramondal5143 2 ปีที่แล้ว +5

    মুকুল রায়ের আইনজীবী কে একটা মিথ্যা শ্রী পুরস্কার দেওয়া হোক।ওই আইনজীবীর নাম কী

    • @subratapal925
      @subratapal925 ปีที่แล้ว

      বি জে পির আইনজীবী কে কি পুরস্কার দেবেন। ধন্য শ্রী তাহা না হলে আপনি আইন পরুন।

  • @avikbasu4546
    @avikbasu4546 2 ปีที่แล้ว +1

    হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ(বাঞ্চ অফ জোকারস)👏👏👏👏

  • @clipstv8095
    @clipstv8095 2 ปีที่แล้ว +8

    মুকুলকে সিবি আই কান ধরে দুবার ঝাঁকালেই আবার উল্টোদিকে দৌড়াবে।

  • @santanubhattacharyya9332
    @santanubhattacharyya9332 2 ปีที่แล้ว +12

    সত্যকে সত্য প্রমাণ করাটা যতটা কঠিন, ঠিক ততটাই সহজ সত্যকে মিথ্যা বলে চালানো।
    হায়রে বিচার!
    1200/- কোটি টাকার সম্পত্তির কথা কে জনমানসে আনলেন?
    মুখ্যমন্ত্রী সহ আর কয়েকজনের জেলযাত্রা নিশ্চিত করতে কারাগারের থাকাকালীন যিনি মুখ খুলেছিলেন তিনিও আশাকরি বিরুদ্ধে কিছুই করেননি।
    হায়রে সততা!

  • @parimalmondal7075
    @parimalmondal7075 2 ปีที่แล้ว +22

    পাগল বা উন্মত্ত ব্যক্তিকে পূর্বের বলা কথাগুলো বার বার স্মরণ করিয়ে দিলেও সে কথা স্মরণ করতে পারে না।

  • @dishanimandal4119
    @dishanimandal4119 2 ปีที่แล้ว +3

    Asadharon bolechen sir 🙏🏻

  • @kamalakantadas6050
    @kamalakantadas6050 2 ปีที่แล้ว

    Very nice analysis.Sir 👍🙏..

  • @shubhajitstatusandmusic5487
    @shubhajitstatusandmusic5487 2 ปีที่แล้ว +6

    মুকুল রায় বিজেপি ছেড়ে যদি তৃণমূলে যোগদান না করে থাকেন তাহলে উনি অন্য দলের সদস্যদের কিভাবে তৃণমূলে যোগদান করান কিভাবে? প্রশ্ন থাকলো

  • @rabisankarchatterjeechatte1987
    @rabisankarchatterjeechatte1987 2 ปีที่แล้ว +3

    আমি শ্রী মুকুল রায়ের আইনজীবী কে একটা প্রশ্ন করছি ভারতবর্ষের কোথাও কোন রাজনীতিবিদকে কখনো আপনি দেখেছেন কি যে দল বদল করেননি অথচ বিরোধীদলের উত্তরীয় গলায় নিয়ে ঘটা করে আসরে বসে আছেন?

  • @parthasarathimukherjee3790
    @parthasarathimukherjee3790 2 ปีที่แล้ว +5

    এসব দেখে আমাদের মুখস্থ হয়ে গেছে । আর ওরা মিথ্যা বলছে ।

  • @rathinchaklanabish7325
    @rathinchaklanabish7325 2 ปีที่แล้ว +13

    ২৪ শে জুন এ মাননীয়া যে ভাবে ম্যা, ম্যা করছিলেন এটা কি?

  • @biplabsarkar6019
    @biplabsarkar6019 2 ปีที่แล้ว +4

    যারা দেখেও দেখে না, শুনেও শোনে না।
    তারা রুলিং দেবার আগেই তাদের রুলের বারি দেওয়া দরকার।

  • @sandipdey758
    @sandipdey758 2 ปีที่แล้ว

    অনেক ধন্যবাদ স্যার ।

  • @docsssamanta
    @docsssamanta 2 ปีที่แล้ว +1

    Asadharan protibedan 👌👌👌

  • @shekharmajumdar7910
    @shekharmajumdar7910 2 ปีที่แล้ว +25

    Sanmoybabu request you to send clipping to all the Judges of all the stepping courts as you have sent to the speaker so that it will work as evidence and easy-to-use for giving right judgment

    • @lipikakundu6988
      @lipikakundu6988 2 ปีที่แล้ว +2

      Why should it be presented to the speaker or HC / SC ? This incident is an open declaration that "All India Vice President of BJP" Mukul Roy left BJP , joined TMC. There was press conference. Every News Channel , every Print Media highlighted the issue nation-wide. What more proofs needs for the speaker or Judiciary. If it goes unnoticed by the Court of Law then Judiciary of the country will be a laughable institution.
      More over, WB is a state of 'LIERS' ! TMC is a political party of " LIERS" !
      Bengalis of WB are to be considered as " LIERS" !
      Media is BLIND ! Bengalis will be branded as " LIERS " to the whole Country. Future generations will cite this incident as the best example of
      " Lier Bengali " !!!!! Bengalis outside WB are ashamed of such incidents. Who can deny the fact other than the Lier Bengali of WB.????

    • @pallabkar5716
      @pallabkar5716 2 ปีที่แล้ว +1

      @@lipikakundu6988 madam I guess you're not aware of parliamentary laws that's y you're saying this.. Mla post can be abolished only when an mla officially declares inside parliament that he has switched.. Otherwise they are bloody helpless.. Hahahaha..

    • @lipikakundu6988
      @lipikakundu6988 2 ปีที่แล้ว +2

      @@pallabkar5716 OMG !
      I feel a thief must declare himself officially that he is a "thief" !
      A murderer should declare himself that he is a murderer !
      A criminal should declare himself officially that he is a criminal !
      People must believe it ! Judiciary must believe it !
      What's the logic behind having the multi stages Judicial system in the country ?
      If the official declaration of the guilty is final, then you or I ,or, any illiterate person may become Judge in any Indian Court including Supreme Court. ! Why degree in Law required for becoming a lawyer, advocate or Judge in our country ! Everything is useless !!!! .... .... Guilty must declare himself officially that he has committed the crime !!! It's the law ???

    • @pallabkar5716
      @pallabkar5716 2 ปีที่แล้ว

      @@lipikakundu6988 sorry mam but that's how our parliamentary laws work.. If you have any objections you can always appeal for amendments..

    • @shekharmajumdar7910
      @shekharmajumdar7910 2 ปีที่แล้ว

      @@lipikakundu6988 it is not true that all Bengalis are LIAR of first lot. As CM her self is a born LIAR so as such she trains beautifully to all her clutching gears to keep moving in the same position without knowing which direction to move so stays stagnant.

  • @kamalsikdar939
    @kamalsikdar939 2 ปีที่แล้ว +18

    অভ্যাস হলো মিথ্যা বলা, সত্য বলবে কি করে ?

    • @subratapal925
      @subratapal925 ปีที่แล้ว

      ভগবান মন্ত্রী যেমন সত্য বলেন দেশের জনগনকে।

  • @malaychangdar8579
    @malaychangdar8579 2 ปีที่แล้ว +5

    ও লাভলি

  • @buroghosh1591
    @buroghosh1591 2 ปีที่แล้ว +2

    নিকষা রাক্ষসী ( রাবণের মা ) বলেছিলেন , 'হে রাম বেঁচে আছি তাই তোমার কত লীলা দেখলাম বেঁচে থাকলে তোমার আরও কত লীলা দেখবো , তাই এখনি মরতে চাই না ।

  • @ashokedas8396
    @ashokedas8396 2 ปีที่แล้ว +3

    বিমান অবতরণ করতে পারবে না রান ওয়েতে শুভেন্দু কে দেখে ঝাড়ু হাতে অভ্যর্থনার জন্য অপেক্ষারত দেখে(!)

  • @bibhutimahato7189
    @bibhutimahato7189 2 ปีที่แล้ว

    Darun.Khabar.Dada

  • @mrinalkantighosh5086
    @mrinalkantighosh5086 2 ปีที่แล้ว +2

    দাদা জিন্দাবাদ

  • @rowdygamer263
    @rowdygamer263 2 ปีที่แล้ว +4

    মুকুল কে জনগনের মাঝে ছেড়ে দিন দেখবেন পাবলিক ওর ও ওর ছেলের পাগলামি ছুটিয়ে দেবে।

  • @dilipkumarhalder8658
    @dilipkumarhalder8658 2 ปีที่แล้ว +12

    আমরা তৃণমূলি, আমারা মিথ্যার উপরে ভিত্তি করে রাজনীতি করি।
    আমরা নিজেরা পাগল,তাই জনগণকেও আমরা তাই মনে করি।

  • @prasenjitchattopadhyay343
    @prasenjitchattopadhyay343 2 ปีที่แล้ว

    অসাধারণ প্রতিবেদন

  • @tapasray8919
    @tapasray8919 2 ปีที่แล้ว +6

    দু কান কাটা এবং চোখ থাকলেও যে অন্ধ তার কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না।

  • @rishidas8048
    @rishidas8048 2 ปีที่แล้ว

    এই ভাবে চলতে পারে না।

  • @Qwertyuiopasdfghjklzxcvbfcvxbc
    @Qwertyuiopasdfghjklzxcvbfcvxbc 2 ปีที่แล้ว +1

    Darun

  • @kamalmandal5089
    @kamalmandal5089 2 ปีที่แล้ว +4

    মুকুল রায় পাগলা নয়, পাগলা জনগণ কে বানানো হচ্ছে । স্যার আপনি খুব সুন্দর প্রতিবেদন বার্তা দেখিয়েছেন, ধন্যবাদ ।

  • @successmantra2668
    @successmantra2668 2 ปีที่แล้ว +17

    এসব করে কিচ্ছু হবে না। জোর যার মুলুক তাঁর।

  • @sanatanghosh901
    @sanatanghosh901 2 ปีที่แล้ว

    ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ

  • @aviksrimany6907
    @aviksrimany6907 2 ปีที่แล้ว +6

    বিধান সভার অধ‍্যক্ষকে ভালো ডাক্তার দেখানো দরকার। শুধু মানসিক রোগ নয় চোখের ডাক্তার ও দেখানো দরকার।

  • @cksaha8781
    @cksaha8781 2 ปีที่แล้ว +1

    কি করে বিজেপি করবে মুকুল কারন ওখানে তো কাটমানির ব্যাপার নেই

  • @biswajitbhattacharya4413
    @biswajitbhattacharya4413 2 ปีที่แล้ว +1

    যার সর্বনিম্ন নীতি টুকু নাই।তাকে নিয়ে এত সময় অপচয় করা ভালো না ।

  • @kanairoy3885
    @kanairoy3885 2 ปีที่แล้ว +9

    পাগল অভিনয় যদি করেও থাকে, ও কি মানসিক চাপ সইতে পারবে তো।

  • @ujjalsaha4933
    @ujjalsaha4933 2 ปีที่แล้ว +2

    অনেকে মাননীয় রাজ্যপালের কাজ নিয়ে সাংবিধানিক রীতি নীতির প্রশ্ন তোলেন ।
    এখন তাঁরা চুপ কেন ? স্পিকারের পদটাতো
    দলের নয় । যারা চুপ করে আছেন তাঁদের
    নিশচয়ই চোখ ও কানের সমস্যা আছে ।

  • @jyotirmoysen6417
    @jyotirmoysen6417 2 ปีที่แล้ว +1

    আপনি যা বললেন সবই ঠিক। কিন্তু এসব চলতেই থাকবে যতদিন না বাংলার ভোটাররা ভিক্ষা নেওয়া থেকে নিজেদের বিরত না করেন।