তালাকের পর তওবা পড়ানো হলে পূনরায় সংসার করা যাবে কি না?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024

ความคิดเห็น • 496

  • @sheikhahmadullahofficial
    @sheikhahmadullahofficial  3 ปีที่แล้ว +60

    তালাক নিয়ে বিস্তারিত একটি আলোচনা শুনতে এই লিংকে ক্লিক করুন
    th-cam.com/video/fXpjdpkrLQc/w-d-xo.html

    • @jalalislam2131
      @jalalislam2131 3 ปีที่แล้ว

      আসসালামু আলাইকুম প্রিয় শাইখ।
      থাম্বলিনে আপনার নামের বানান ভুল রয়েছে। অনুগ্রহ করে সংশোধন করবেন।

    • @enaamullah786
      @enaamullah786 3 ปีที่แล้ว

      Hhhhh hybrid pypppipppppf

    • @ismailhosenmeskat4624
      @ismailhosenmeskat4624 3 ปีที่แล้ว

      পালিয়ে গিয়ে বিয়ে করলে কি বিয়ে শুদ্ধ হবে? বাতিল মানে কি? আবার বিয়ে পড়তে হবে?

    • @mdasraf4794
      @mdasraf4794 3 ปีที่แล้ว +1

      /v

    • @housnaparvin4045
      @housnaparvin4045 3 ปีที่แล้ว

      আসসালামু আলাইকুম।হুজুর আপনার কাছে আমার অনুরোধ আমার প্রশ্নের উত্তর দিবেন দয়া করে।উকিল নোটিস e মানে ডিভোর্স লেটার এ যদি বায়েন তালাক দিয়ে বিবাহ বন্ধন ছিন্ন করা হলো এরকম উল্লেখ করলে কি আর কোনোদিন নেয়া যাবে না ।যদি তিন মাস পার হয়ে যায়।তারপর মনে হয় ভুল হয়েছে ।নিতে চাইলে কি নতুন করে বিয়ে করে নেয়া যাবে???হুজুর উত্তর টা দিবেন দয়া করে।

  • @soniasamin1756
    @soniasamin1756 3 ปีที่แล้ว +60

    মাশাআল্লাহ..শায়েখ খুব সুন্দর কথা বলছেন।

    • @mohammadrafiq4830
      @mohammadrafiq4830 3 ปีที่แล้ว

      আমিন

    • @khadijanipa8163
      @khadijanipa8163 3 ปีที่แล้ว

      @@mohammadrafiq4830 hujur ami janty chaicim. Amader somajy 2biye jayej ase.kintu amon hoy jy tar porthom wife thaka sotteo 2biye kory gopony.tar 1tom wife k khushi korar jonno ba voye. 2 wife k talak dey. Abar sei kagoj uthay, se boly ami mon thaky deini,voye diyeci taky mananor jonno. Ai takal ar kagoj jodi pory thik kory ta holy ki hoby.naki punoray kalima pory biye korty hoby.

    • @user-fh5ts8rm5u
      @user-fh5ts8rm5u 4 หลายเดือนก่อน

      Dr jakeir naik and Abdur razzak bin Yousuf and asadulla galiv and Abdulla bin Yousuf and prof, mokter hamod and amir Hamza follow koro 3 talake 1 talak hobe

  • @BoguraTimes
    @BoguraTimes 3 ปีที่แล้ว +37

    *খুব গুরুত্বপূর্ণ আলোচনা*

    • @ibnamanot
      @ibnamanot 3 ปีที่แล้ว +5

      ফেইক আইডি use করেন কেন? লজ্জা করেনা?

  • @AbdulAhad-ur2ku
    @AbdulAhad-ur2ku 3 ปีที่แล้ว +28

    হুজুরের আলোচনা অনেক ভালো,,, হুজুর আমি খুব অসুস্থ আমার জন্য একটু দোয়া করবেন, আমিন,,

  • @mawasid4539
    @mawasid4539 3 ปีที่แล้ว +8

    খুব সুন্দর আলোচনা জাজাকাল্লাহ খাইরান।

  • @sahidislam7623
    @sahidislam7623 3 ปีที่แล้ว +2

    Ma sha Allah very nice islamic lecture with very good meaning and purpose by my beloved muftie ahamadullah

  • @apukhan001
    @apukhan001 ปีที่แล้ว +4

    মহান আল্লাহ তা'আলা বারবার বলেছেন বান্দা তুমি যতই করো না করো না কেন। তুমি আমার দিকে ফিরে আসো আমি ক্ষমা করে দিবো। তাই কেউ যদি ভুল করে শয়তানের প্ররোচনা পড়ে যদি কাউকে তালাক দিয়ে দেয়। পরে যদি তারা ভুল বুঝতে পারে তাদের যদি সন্তান থাকে। তাহলে তারা কি সংসার করতে পারবে না। আল্লাহতালা কি তাদেরকে মাফ করবে না। মানুষ যত খারাপ কাজ করে শয়তানের প্ররোচনায় করে করে। এই বিষয়টা যদি এতই কঠিন হয়ে থাকে। তাহলে স্কুল-কলেজের বইতে কেন তালাক এর গুরুত্ব অপরিসীম হবে না। জায়গায় স্কুল কলেজে পড়েছে। মাদ্রাসায় পড়েনি। তারা তো সব কথা জানেনা ইসলামের। তাই সে যদি ভুল করে বসে তাহলে কি মহান আল্লাহতালা পারে না তবে কি মাফ করে দিতে। মহান আল্লাহতালা চাইনা কোন সংসার নষ্ট হয়ে যায়। কোন বাচ্চা এতিম হয়ে যায়। তাই এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখতে হবে। চেয়ারে বসে বসে ফতোয়া দিলে হবে না। যদি কিছু কিছু বিষয় আছে যাতে জাতির অকল্যাণ হবে। তাহলে কুরআনের আইনটাকে সংসদে বসাতে হবে। কুরআনের জ্ঞান কে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। না হলে তো প্রত্যেকটা মানুষ ভুল করবে। তাহলে মানুষ যদি ভুল করে তাহলে আপনাদের মত হাজার হাজার হুজুর থেকে কি লাভ। আমরা বুঝিনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরতে বলছে। কিন্তু ইসলামের জন্য তরবারি ধরতে কোনায় কখনো এটা বলেন না কেন আপনারা। এটা যদি না পারেন তাহলে প্রত্যেক দিন মসজিদে মানুষকে ডাকেন আহবান করেন যে আমরা বাধ্যতামূলকভাবে প্রত্যেকদিন এক ঘণ্টা করে মসজিদে ইসলামের নিয়ম কানুন শিখব। আশা করি তাহলে কেউ আর ভুল করবে না

    • @sadikalasker451
      @sadikalasker451 10 หลายเดือนก่อน

      Allah banda der ke besi balo basen o ek mufti mlokek mota mot seta kota sune Kuran niyom. Ta deko kuran ar niyom mote Kew ak songe 100 bar talak bole sudu 1 talak hobe husband wife somporko bangbe na.. 3 mase 3 bar talak dile tkon husband wife somporko bangbe.. Sb cmnt read Koren apnar question ar answar paye javen

  • @monjuralom1531
    @monjuralom1531 3 ปีที่แล้ว +11

    মাশাআল্লাহ ভাই সুন্দর কথা জন্য আমিন আমিন

  • @tajunahmed5627
    @tajunahmed5627 3 ปีที่แล้ว +13

    Hujur কালিমা ( লা ইলাহা ইল্লালাহু মুহাম্মাদুর রাসুলউল্লাহ (স:) ) এর উসিলা দিয়ে আল্লাহ্ র কাছে কোনো কিছু চাওয়া যাবে বিপদ মুক্ত বা কোনো মনের আশা পূরণ।

  • @mdhussain6786
    @mdhussain6786 3 ปีที่แล้ว +7

    মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো লাগে আপনার কথা গুলি

  • @khobirulislam126
    @khobirulislam126 3 ปีที่แล้ว +7

    আলহামদুলিল্লাহ অসাধারণ আলোচনা

  • @mirazulislam6674
    @mirazulislam6674 3 ปีที่แล้ว +4

    জাজাকাল্লাহ,,,,, হুজুর আমি খুব সমস্যায় আছি,,,,দয়া করে জামাতে নামাজে কি কি পড়ব ,,,কি কি পড়বনা এ বিষয়ে একটি বিস্তারিত আলোচনা আপলোড করূন প্লিজ প্লিজ প্লিজ,,,,নিশ্চই আল্লাহ তায়ালা আপনাকে উত্তম প্রতিদান দান করবেন আমীন

  • @JuwelRana-tz4tx
    @JuwelRana-tz4tx 3 ปีที่แล้ว +8

    জাজাকাল্লাহ খাইরান শাইখ 😍😍

  • @zahi5188
    @zahi5188 3 ปีที่แล้ว +15

    খুল/খোলা তালাক, ফাস্ক বা তালাকের বিধান গুলো নিয়ে একটা ভিডিও করবেন।
    কোন তালাক কিভাবে দিলে হালালাহ ছাড়াই আবারো বিয়ে করা যায় এগুলো ক্লিয়ার করলে ভালো।
    আমাদের সমাজে ভুলটাই বেশি চালু আছে।

  • @akramlabib7040
    @akramlabib7040 3 ปีที่แล้ว +5

    সুন্দর একটা সমাধান দিলেন হুজুর।

  • @khairulbasherul5056
    @khairulbasherul5056 3 ปีที่แล้ว +6

    জাজাকাল্লাহ খায়ের মহান আল্লাহ আপনার প্রতি সহায়ক হোক

    • @rmchannel70
      @rmchannel70 ปีที่แล้ว

      সঠিক ফতোয়া এইযে আবু দাউদ এর হাদীস আছে
      حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي بَعْضُ بَنِي أَبِي رَافِعٍ، مَوْلَى النَّبِيِّ صلى الله عليه وسلم عَنْ عِكْرِمَةَ مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ طَلَّقَ عَبْدُ يَزِيدَ - أَبُو رُكَانَةَ وَإِخْوَتِهِ - أُمَّ رُكَانَةَ وَنَكَحَ امْرَأَةً مِنْ مُزَيْنَةَ فَجَاءَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَتْ مَا يُغْنِي عَنِّي إِلاَّ كَمَا تُغْنِي هَذِهِ الشَّعْرَةُ ‏.‏ لِشَعْرَةٍ أَخَذَتْهَا مِنْ رَأْسِهَا فَفَرِّقْ بَيْنِي وَبَيْنَهُ فَأَخَذَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم حَمِيَّةٌ فَدَعَا بِرُكَانَةَ وَإِخْوَتِهِ ثُمَّ قَالَ لِجُلَسَائِهِ ‏"‏ أَتَرَوْنَ فُلاَنًا يُشْبِهُ مِنْهُ كَذَا وَكَذَا مِنْ عَبْدِ يَزِيدَ وَفُلاَنًا يُشْبِهُ مِنْهُ - كَذَا وَكَذَا ‏"‏ ‏.‏ قَالُوا نَعَمْ ‏.‏ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لِعَبْدِ يَزِيدَ ‏"‏ طَلِّقْهَا ‏"‏ ‏.‏ فَفَعَلَ ثُمَّ قَالَ ‏"‏ رَاجِعِ امْرَأَتَكَ أُمَّ رُكَانَةَ وَإِخْوَتِهِ ‏"‏ ‏.‏ فَقَالَ إِنِّي طَلَّقْتُهَا ثَلاَثًا يَا رَسُولَ اللَّهِ ‏.‏ قَالَ ‏"‏ قَدْ عَلِمْتُ رَاجِعْهَا ‏"‏ ‏.‏ وَتَلاَ ‏{‏ يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَطَلِّقُوهُنَّ لِعِدَّتِهِنَّ ‏}‏ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ وَحَدِيثُ نَافِعِ بْنِ عُجَيْرٍ وَعَبْدِ اللَّهِ بْنِ عَلِيِّ بْنِ يَزِيدَ بْنِ رُكَانَةَ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ رُكَانَةَ طَلَّقَ امْرَأَتَهُ الْبَتَّةَ فَرَدَّهَا إِلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم أَصَحُّ لأَنَّ وَلَدَ الرَّجُلِ وَأَهْلَهُ أَعْلَمُ بِهِ أَنَّ رُكَانَةَ إِنَّمَا طَلَّقَ امْرَأَتَهُ الْبَتَّةَ فَجَعَلَهَا النَّبِيُّ صلى الله عليه وسلم وَاحِدَةً ‏.‏
      ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ:
      তিনি বলেন, রুকানার পিতা ‘আবদু ইয়াযীদ ও তার ভ্রাতৃগোষ্ঠী উম্মু রুকানাকে তালাক দেন এবং মুযাইনাহ গোত্রের এক মহিলাকে বিয়ে করেন। একদা ঐ মহিলা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর কাছে এসে বললো, তার স্বামী সহবাসে অক্ষম। যেমন আমার মাথার চুল অন্য চুলের কোন উপকারে আসে না। সুতরাং আপনি আমার ও তার মাঝে বিচ্ছেদ করিয়ে দিন। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) এতে অসন্তুষ্ট হন এবং রুকানা ও তার ভ্রাতৃগোষ্ঠীকে ডেকে আনেন। এরপর তিনি সেখানে উপস্থিত লোকজনকে বলেনঃ তোমরা কি লক্ষ্য করেছো যে, এদের মধ্যে অমুক অমুকের অঙ্গের সাথে মিল রয়েছে? তারা বললো, হ্যাঁ। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) ‘আবদু ইয়াযীদকে বলেনঃ তুমি তাকে তালাক দাও। সুতরাং তিনি তাকে তালাক দিলেন। তিনি বলেনঃ তুমি রুকানার মা ও তার ভ্রাতৃগোষ্ঠীকে পুনরায় গ্রহণ করো। তিনি বলেন, আমি তো তাকে তিন তালাক দিয়েছি, হে আল্লাহ্‌র রাসূল! তিনি বলেনঃ আমি তা জানি, তুমি তাকে গ্রহণ করো। এরপর তিনি তিলাওয়াত করলেনঃ “হে নাবী! যখন তোমরা তোমাদের স্ত্রীদের তালাক দিবে তখন তাদের ইদ্দাতকালের প্রতি লক্ষ্য রেখে তালাক দিবে” (সূরাহ আত্-তালাকঃ ১)
      ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, নাফি’ ইবনু উজাইর ও ‘আবদুল্লাহ ইবনু ‘আলী ইবনু ইয়াযীদ ইবনু রুকানা হতে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত হাদীসে রয়েছেঃ রুকানা তার স্ত্রীকে তালাক দিলে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) তাকে পুনরায় ঐ স্ত্রীকে গ্রহণ করতে আদেশ দেন। এটা অধিকতর সঠিক।
      সুনানে আবু দাউদ, হাদিস নং ২১৯৬
      হাদিসের মান: হাসান হাদিস
      Source: আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপ, IRD

  • @mdsaidurrahman5970
    @mdsaidurrahman5970 3 ปีที่แล้ว +7

    ধন্যবাদ হাদিসটি জানানো জন্য

    • @user-fh5ts8rm5u
      @user-fh5ts8rm5u 4 หลายเดือนก่อน

      What is Quran say? Not taking

  • @user-cb9ii2zo2m
    @user-cb9ii2zo2m ปีที่แล้ว

    শায়েখ এর সাথে আমি ২ মিনিট কথা বলতে চাই। যদি কেও ব্যাবস্থা করে দেন তবে আমি চিরকাল ক্রিতজ্ঞ থাকব।আমার প্রশ্নের উওর জানাটা খুবই জরুরি

  • @bidhufariya
    @bidhufariya ปีที่แล้ว +1

    আমার স্ত্রী আমাকে উকিলের চেম্বারে গিয়ে লিখিত ডিফরস দিছে আমিও সাইন দিছি কিন্তু দুজন দুজনকে কেউ কাউকে প্রকাশিত ভাবে তালাক বলি নাই, আমাদের মাঝে যখন এই মরম্রান্তিক ঘটনা হইছে তখন আমার বউ মানসিক ভাবে অসুস্থ ছিলো কিন্তু এই অসুস্থ তা কেউ বুজতে পারি নাই, কাগজ কলমে সাইন করার কিছু দিন পর থেকে আমার স্ত্রী আমার কাছে আইসা পরতে চায়, আমি আর আনতে পারছিনা আনার ইচ্চে থাকা কালিনী ও,,,,আমার ৪ বছর এর একটা কন্যা সন্তান আছে, বিভিন্ন জনের বিভিন্ন ফতুয়া শুনে সমাজে কলংকিত হওয়ার বয়ে আমি কোনো ডিসিশন নিতে পারছিনা ইহকাল এবং পরকালের চিন্তা করে নিজেকে শেষ করে দিতে ছি, কি সমাধান পামু আমি প্লিজ আমাকে উত্তর দিবেন

  • @mdtowsifuddin5057
    @mdtowsifuddin5057 3 ปีที่แล้ว +4

    আর যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দিয়ে দাও এবং তারপর তারাও নির্ধারিত ইদ্দত পূর্ন করতে থাকে, তখন তাদেরকে পূর্ব স্বামীদের সাথে পারস্পরিক সম্মতির ভিত্তিতে নিয়মানুযায়ী বিয়ে করতে বাধাদান করো না। এ উপদেশ তাকেই দেয়া হচ্ছে, যে আল্লাহ ও কেয়ামত দিনের উপর বিশ্বাস স্থাপন করেছে। এর মধ্যে তোমাদের জন্য রয়েছে একান্ত পরিশুদ্ধতা ও অনেক পবিত্রতা। আর আল্লাহ জানেন, তোমরা জান না।
    Surah al bakar,
    Ayat 232

  • @masudsarkar4474
    @masudsarkar4474 3 ปีที่แล้ว +50

    তালাকঃ তিনটি তালাক তিন মাসের মধ্যে সম্পন্ন করতে হবে।
    প্রথম তালাকঃ দেওয়ার পর ১ মাস কাল
    দ্বিতীয় তালাকঃ তাও ১ মাস কাল স্বামী স্ত্রী আলাদা বিছানায় থাকবে। এ সময়ের মধ্যে যদি তারা ভূল বুঝে অনুশোচনা করে মিলে যায় তাহলে সমস্যা নেই।
    তৃতীয় তালাকঃ দেওয়া হলে বিয়ে শেষ।তালাক গুলো হারজের( মাসিক) সময় দেওয়া যাবে না।

    • @ahasanul7584
      @ahasanul7584 3 ปีที่แล้ว +1

      This is the process defined in quran

    • @mamunshimrailshimrail3995
      @mamunshimrailshimrail3995 3 ปีที่แล้ว

      এই গুলো কি সত্যি কুরআন থেকে নিয়া হয়েছে

    • @abdulawal6519
      @abdulawal6519 3 ปีที่แล้ว +3

      আমি 2 মাসে তিন তালাক বলছি,,আমার কি বউ কি আমার ঘরে থাকতে পারবে

    • @azharmakki516
      @azharmakki516 3 ปีที่แล้ว +5

      @@abdulawal6519 আপনি একজন স্কলারের সাথে আলোচনা করুন, আমার মনে হয় আপনার তালাক হয়নি

    • @anwarhossain4816
      @anwarhossain4816 3 ปีที่แล้ว

      Amy 3 talak ak sathe dice hojor akhon ki korbo....??

  • @nuruzzamankhan4050
    @nuruzzamankhan4050 3 ปีที่แล้ว +11

    সুরা আল বাকারা এর ২৩২ নং আয়াত সম্পর্কে ব্যাখ্যা দিন। তালাক সম্পর্কে পবিত্র কোরানে অনেক আয়াত আছে। সে আলোকে আলোচনা করলে ভালো হয়।
    [তাফসীরে আহসানুল-বায়ান] (২৩২) আর তোমরা যখন স্ত্রীদের (রজয়ী) তালাক দাও এবং তারা তাদের ইদ্দত (নির্দিষ্ট সময়) পূর্ণ করে, তখন তারা যদি বিধিমত পরস্পর সম্মত হয়, তাহলে স্ত্রীগণ নিজেদের স্বামীদেরকে পুনর্বিবাহ করতে চাইলে তাদেরকে বাধা দিও না।

    • @Cooenhunsk
      @Cooenhunsk 10 หลายเดือนก่อน

      Ai ayat er kotha uni bollenna keno.

    • @yousuf9675
      @yousuf9675 4 หลายเดือนก่อน

      একসাথে তিন তালাক দিলে এক তালাকই হবে, নাহলে নিম্নোক্ত আয়াতকে অস্বীকার করা হয়,, কারণ তালাক দিতে হবে ইদ্দতের প্রতি লক্ষ্য রেখে।
      [আত ত্বালাকঃ আয়াত নং ১]
      يٰٓأَيُّهَا النَّبِىُّ إِذَا طَلَّقْتُمُ النِّسَآءَ فَطَلِّقُوهُنَّ لِعِدَّتِهِنَّ وَأَحْصُوا الْعِدَّةَ ۖ وَاتَّقُوا اللَّهَ رَبَّكُمْ ۖ لَا تُخْرِجُوهُنَّ مِنۢ بُيُوتِهِنَّ وَلَا يَخْرُجْنَ إِلَّآ أَن يَأْتِينَ بِفٰحِشَةٍ مُّبَيِّنَةٍ ۚ وَتِلْكَ حُدُودُ اللَّهِ ۚ وَمَن يَتَعَدَّ حُدُودَ اللَّهِ فَقَدْ ظَلَمَ نَفْسَهُۥ ۚ لَا تَدْرِى لَعَلَّ اللَّهَ يُحْدِثُ بَعْدَ ذٰلِكَ أَمْرًا
      অর্থঃ হে নবী, (আপনি বলে দিন) তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দিতে চাও, তখন তাদেরকে তালাক দিয়ো ইদ্দতের প্রতি লক্ষ্য রেখে এবং ইদ্দত গণনা করো। তোমরা তোমাদের পালনকর্তা আল্লাহকে ভয় করো। তাদেরকে তাদের গৃহ থেকে বহিস্কার করো না এবং তারাও যেন বের না হয় যদি না তারা কোন সুস্পষ্ট নির্লজ্জ কাজে লিপ্ত হয়। এগুলো আল্লাহর নির্ধারিত সীমা। যে ব্যক্তি আল্লাহর সীমালংঘন করে, সে নিজেরই অনিষ্ট করে। সে জানে না, হয়তো আল্লাহ এই তালাকের পর কোন নতুন উপায় করে দেবেন।
      তারপর পরবর্তী আয়াত লক্ষ্য করুন :
      [আত ত্বালাকঃ আয়াত নং ২]
      فَإِذَا بَلَغْنَ أَجَلَهُنَّ فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ أَوْ فَارِقُوهُنَّ بِمَعْرُوفٍ وَأَشْهِدُوا ذَوَىْ عَدْلٍ مِّنكُمْ وَأَقِيمُوا الشَّهٰدَةَ لِلَّهِ ۚ ذٰلِكُمْ يُوعَظُ بِهِۦ مَن كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْءَاخِرِ ۚ وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُۥ مَخْرَجًا
      অর্থঃ অতঃপর তারা যখন তাদের ইদ্দতকালে পৌঁছে, তখন তাদেরকে যথোপযুক্ত পন্থায় রেখে দেবে অথবা যথোপযুক্ত পন্থায় ছেড়ে দেবে এবং তোমাদের মধ্য থেকে দু’জন নির্ভরযোগ্য লোককে সাক্ষী রাখবে। তোমরা আল্লাহর উদ্দেশ্যে সাক্ষ্য দিবে। এতদ্দ্বারা যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে, তাকে উপদেশ দেয়া হচ্ছে। আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্যে নিস্কৃতির পথ করে দেবেন।।
      (তার মানে এখানে এক তালাকই হয়েছে :
      কারণ এখানে বলা হয়েছে যথপযুক্ত পন্থায় রেখে দেবে অথবা ছেড়ে দিবে।।
      যেহেতু আমরা জানি যে সূরা বাকারার ২৩০ নম্বর আয়াত অনুযায়ী তিন তালাক দিলে আর রেখে দেওয়া যাবে না।।
      ২২৯ নম্বর আয়ত অনুযায়ী দুই তালাক পর্যন্ত রেখে দেওয়া যাবে।।
      [আল বাকারাঃ আয়াত নং ২২৯]
      الطَّلٰقُ مَرَّتَانِ ۖ فَإِمْسَاكٌۢ بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحٌۢ بِإِحْسٰنٍ ۗ وَلَا يَحِلُّ لَكُمْ أَن تَأْخُذُوا مِمَّآ ءَاتَيْتُمُوهُنَّ شَيْـًٔا إِلَّآ أَن يَخَافَآ أَلَّا يُقِيمَا حُدُودَ اللَّهِ ۖ فَإِنْ خِفْتُمْ أَلَّا يُقِيمَا حُدُودَ اللَّهِ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا فِيمَا افْتَدَتْ بِهِۦ ۗ تِلْكَ حُدُودُ اللَّهِ فَلَا تَعْتَدُوهَا ۚ وَمَن يَتَعَدَّ حُدُودَ اللَّهِ فَأُولٰٓئِكَ هُمُ الظّٰلِمُونَ
      অর্থঃ তালাকে-‘রাজঈ’ হ’ল দুবার পর্যন্ত তারপর হয় নিয়মানুযায়ী রাখবে, না হয় সহৃদয়তার সঙ্গে বর্জন করবে। আর নিজের দেয়া সম্পদ থেকে কিছু ফিরিয়ে নেয়া তোমাদের জন্য জায়েয নয় তাদের কাছ থেকে। কিন্তু যে ক্ষেত্রে স্বামী ও স্ত্রী উভয়েই এ ব্যাপারে ভয় করে যে, তারা আল্লাহর নির্দেশ বজায় রাখতে পারবে না, অতঃপর যদি তোমাদের ভয় হয় যে, তারা উভয়েই আল্লাহর নির্দেশ বজায় রাখতে পারবে না, তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি বিনিময় দিয়ে অব্যাহতি নিয়ে নেয়, তবে উভয়ের মধ্যে কারোরই কোন পাপ নেই। এই হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা। কাজেই একে অতিক্রম করো না। বস্তুতঃ যারা আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা লঙ্ঘন করবে, তারাই জালেম।
      [আল বাকারাঃ আয়াত নং ২৩০]
      فَإِن طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُۥ مِنۢ بَعْدُ حَتّٰى تَنكِحَ زَوْجًا غَيْرَهُۥ ۗ فَإِن طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيْهِمَآ أَن يَتَرَاجَعَآ إِن ظَنَّآ أَن يُقِيمَا حُدُودَ اللَّهِ ۗ وَتِلْكَ حُدُودُ اللَّهِ يُبَيِّنُهَا لِقَوْمٍ يَعْلَمُونَ
      অর্থঃ তারপর যদি সে স্ত্রীকে (তৃতীয়বার) তালাক দেয়া হয়, তবে সে স্ত্রী যে পর্যন্ত তাকে ছাড়া অপর কোন স্বামীর সাথে বিয়ে করে না নেবে, তার জন্য হালাল নয়। অতঃপর যদি দ্বিতীয় স্বামী তালাক দিয়ে দেয়, তাহলে তাদের উভয়ের জন্যই পরস্পরকে পুনরায় বিয়ে করাতে কোন পাপ নেই। যদি আল্লাহর হুকুম বজায় রাখার ইচ্ছা থাকে। আর এই হলো আল্লাহ কতৃꦣ2453; নির্ধারিত সীমা; যারা উপলব্ধি করে তাদের জন্য এসব বর্ণনা করা হয়।

    • @yousuf9675
      @yousuf9675 4 หลายเดือนก่อน

      আলোচনা থেকে বুঝলাম যে, একবারে তিন তালাক দিলে এক তালাকই হয়,,
      দ্বিতীয় পার্ট 🙏 এখন প্রশ্ন হল এই স্ত্রীকে আবার নেওয়া যাবে কিনা?
      উত্তর :
      এক ইদ্দতে যত তালাকই দেন এক তলাক হলে,, ইচ্ছা করলে অই নারীকে ছেড়েও দিতে পারেন, আবার ইচ্ছা করলে রাখতেও পারেন। (সূরা বাকারা আয়াত নং ২৩১), নিচে দেখুন।।
      ওই নারীকে ছেড়ে দিলে ওই নারী ইচ্ছা করলে অন্য জায়গায় বিয়ে বসতে পারবে।।
      ২.
      আর যদি রেখে দিতে চান তাহলে,..
      তালাক দেওয়ার পর মহিলা ইদ্দত পালন করবে,,(এই ইদ্দতকাল হলো ৩ হায়েজ পর্যন্ত সময়কাল)
      (সূরা বাকারা আয়াত নং ২২৮)
      এই ইদ্দত কালীন সময়ের মধ্যে যদি মিলমিশ হয়ে যায় বা সহবাস করেন ,, তাহলে নতুন করে আর বিবাহ করতে হবে না।।
      এবং এক তালাক গণ্য হবে এবং সাক্ষী রাখতে হবে।
      [আল বাকারাঃ আয়াত নং ২২৮]
      وَالْمُطَلَّقٰتُ يَتَرَبَّصْنَ بِأَنفُسِهِنَّ ثَلٰثَةَ قُرُوٓءٍ ۚ وَلَا يَحِلُّ لَهُنَّ أَن يَكْتُمْنَ مَا خَلَقَ اللَّهُ فِىٓ أَرْحَامِهِنَّ إِن كُنَّ يُؤْمِنَّ بِاللَّهِ وَالْيَوْمِ الْءَاخِرِ ۚ وَبُعُولَتُهُنَّ أَحَقُّ بِرَدِّهِنَّ فِى ذٰلِكَ إِنْ أَرَادُوٓا إِصْلٰحًا ۚ وَلَهُنَّ مِثْلُ الَّذِى عَلَيْهِنَّ بِالْمَعْرُوفِ ۚ وَلِلرِّجَالِ عَلَيْهِنَّ دَرَجَةٌ ۗ وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ
      অর্থঃ আর তালাকপ্রাপ্তা নারী নিজেকে অপেক্ষায় রাখবে তিন হায়েয পর্যন্ত। আর যদি সে আল্লাহর প্রতি এবং আখেরাত দিবসের উপর ঈমানদার হয়ে থাকে, তাহলে আল্লাহ যা তার জরায়ুতে সৃষ্টি করেছেন তা লুকিয়ে রাখা জায়েজ নয়। আর যদি সদ্ভাব রেখে চলতে চায়, তাহলে তাদেরকে ফিরিয়ে নেবার অধিকার তাদের স্বামীরা সংরক্ষণ করে। আর পুরুষদের যেমন স্ত্রীদের উপর অধিকার রয়েছে, তেমনি ভাবে স্ত্রীদেরও অধিকার রয়েছে পুরুষদের উপর নিয়ম অনুযায়ী। আর নারীরদের ওপর পুরুষদের শ্রেষ্ঠত্ব রয়েছে। আর আল্লাহ হচ্ছে পরাক্রমশালী, বিজ্ঞ।।
      ৩. আর যদি ইদ্দতকালীন সময় শেষ হয়ে যায় এবং আপনাদের মধ্যে মিল মিশ না হয়,,
      (মনে করেন দুই বছর পরে আবার বউকে নিতে চান)
      তাহলে আবার পুনরায় এই বউকে আবার বিবাহ করতে হবে,,
      বিবাহের শর্ত হলো দেনমোহর, সাক্ষী ইত্যাদি।
      এভাবে দুইবার পর্যন্ত সুযোগ পাবে,,
      তৃতীয় বার তালাক দিলে আর পারবেনা,,
      [আল বাকারাঃ আয়াত নং ২৩২]
      وَإِذَا طَلَّقْتُمُ النِّسَآءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَلَا تَعْضُلُوهُنَّ أَن يَنكِحْنَ أَزْوٰجَهُنَّ إِذَا تَرٰضَوْا بَيْنَهُم بِالْمَعْرُوفِ ۗ ذٰلِكَ يُوعَظُ بِهِۦ مَن كَانَ مِنكُمْ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْءَاخِرِ ۗ ذٰلِكُمْ أَزْكٰى لَكُمْ وَأَطْهَرُ ۗ وَاللَّهُ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ
      অর্থঃ আর যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দিয়ে দাও এবং তারপর তারাও নির্ধারিত ইদ্দত পূর্ন করতে থাকে, তখন তাদেরকে পূর্ব স্বামীদের সাথে পারস্পরিক সম্মতির ভিত্তিতে নিয়মানুযায়ী বিয়ে করতে বাধাদান করো না। এ উপদেশ তাকেই দেয়া হচ্ছে, যে আল্লাহ ও কেয়ামত দিনের উপর বিশ্বাস স্থাপন করেছে। এর মধ্যে তোমাদের জন্য রয়েছে একান্ত পরিশুদ্ধতা ও অনেক পবিত্রতা। আর আল্লাহ জানেন, তোমরা জান না।
      [আল বাকারাঃ আয়াত নং ২৩১]
      وَإِذَا طَلَّقْتُمُ النِّسَآءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ أَوْ سَرِّحُوهُنَّ بِمَعْرُوفٍ ۚ وَلَا تُمْسِكُوهُنَّ ضِرَارًا لِّتَعْتَدُوا ۚ وَمَن يَفْعَلْ ذٰلِكَ فَقَدْ ظَلَمَ نَفْسَهُۥ ۚ وَلَا تَتَّخِذُوٓا ءَايٰتِ اللَّهِ هُزُوًا ۚ وَاذْكُرُوا نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ وَمَآ أَنزَلَ عَلَيْكُم مِّنَ الْكِتٰبِ وَالْحِكْمَةِ يَعِظُكُم بِهِۦ ۚ وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوٓا أَنَّ اللَّهَ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌ
      অর্থঃ আর যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দিয়ে দাও, অতঃপর তারা নির্ধারিত ইদ্দত সমাপ্ত করে নেয়, তখন তোমরা নিয়ম অনুযায়ী তাদেরকে রেখে দাও অথবা সহানুভুতির সাথে তাদেরকে মুক্ত করে দাও। আর তোমরা তাদেরকে জ্বালাতন ও বাড়াবাড়ি করার উদ্দেশ্যে আটকে রেখো না। আর যারা এমন করবে, নিশ্চয়ই তারা নিজেদেরই ক্ষতি করবে। আর আল্লাহর নির্দেশকে হাস্যকর বিষয়ে পরিণত করো না। আল্লাহর সে অনুগ্রহের কথা স্মরণ কর, যা তোমাদের উপর রয়েছে এবং তাও স্মরণ কর, যে কিতাব ও জ্ঞানের কথা তোমাদের উপর নাযিল করা হয়েছে যার দ্বারা তোমাদেরকে উপদেশ দান করা হয়। আল্লাহকে ভয় কর এবং জেনে রাখ যে, আল্লাহ সর্ববিষয়েই জ্ঞানময়।

  • @mdsany5737
    @mdsany5737 3 ปีที่แล้ว +2

    ইসলিম উপায়ে কি সুন্দরয বৃদ্ধি করা যায়?কি ভাবে আমল আখলাক তৈরি করলে আল্লাহ তায়ালা আমার এই দোয়া কবুল করবে?দয়াকরে এইটা নিয়ে একটা ভিডিও বানাবেন।প্লিজ

  • @mohammadnoormiah5390
    @mohammadnoormiah5390 3 ปีที่แล้ว +5

    আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ ।যদি কেউ তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় পুনরায় কিভাবে নতুন করে সংসার করা যায় আল্লাহর কুরআনও হাদীস দ্বারা প্রমাণিত কি আছে । দয়া করে এই বিষয়ে আমাদেরকে পরামর্শ দিলে আমরা উপকৃত হব। আপনাকে ধন্যবাদ।

  • @aminaaktherjharna3279
    @aminaaktherjharna3279 3 ปีที่แล้ว +4

    ধন্যবাদ আজকের আলোচনার জন্য।আমার পরিচিত একজন তালাকের ১৩বছর পর আবারও এক সাথে সংসার করছেন।উনাদের ১৩ বছরের এক ছেলে সন্তান আছেন।পরিবারের সিদ্ধান্তে পুনরায় বিয়ে পড়িয়ে সংসার করছেন। এ ব্যাপারে ইসলাম এবং আমাদের শরিয়ত কি বলে?

  • @nurunnahar4427
    @nurunnahar4427 3 ปีที่แล้ว +4

    মাহরেম এর সামনে একজন মহিলার পোশাক কেমন হওয়া উচিত এটা সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য অনুরোধ রইলো।

  • @Islamic_Knowledge_Research-BD.
    @Islamic_Knowledge_Research-BD. 3 ปีที่แล้ว +4

    ইসলামী ঐক্য চাই।
    ইসলামী ঐক্য সময়ের দাবি।
    ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা।
    ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান।
    ইসলামী ঐক্য পরিষদ বাংলাদেশ।

  • @gamerking029-r1l
    @gamerking029-r1l 3 ปีที่แล้ว +1

    আসসালামুয়ালাইকুম হুজুর,, আমার একটি প্রশ্ন ছিল যে আমি যখন শুকরিয়া আদায় করছি তখন বলি যে আল্লাহ তোর কাছে হাজার হাজার শুকরিয়া,তুই রহমান তুই মালিক এই যে আমি আমার আল্লাহ কে তুই করে বলছি এতে কি আমার আল্লাহ পাক নারাজ হবেন কিনা

    • @nilazaman7510
      @nilazaman7510 3 ปีที่แล้ว

      Naraj hoiteo pare, ki dorkar risk near? Allah taala K apni kore bolai Uttom...

  • @user-cb9ii2zo2m
    @user-cb9ii2zo2m ปีที่แล้ว

    শায়েখ আমার একটা প্রশ্ন ছিলো, জার উত্তর জানা আমার জন্য খুবি জরুরি

  • @Usman24blogs
    @Usman24blogs 2 ปีที่แล้ว

    সকালে রান্না করতে দেরি হয়ে যাই, ঘরের মানুষ সবাই সকাল ৮টার মধ্যে কর্মস্থলে চলে যাই,এটা নিয়ে স্ত্রিকে জিগ্যেস করলাম সকাল ৮টার আগে রান্না করতে পারবা? সে উত্তর না দিয়ে বলে আমাকে রান্না করতে এবং একপর্যায়ে কথা কাটাকাটিতে খুব রাগের মাথায় বলে ফেললাম ৩তালাক😭 পরে দুজন দুজনের কাছে খমা চেয়ে আল্লাহর কাছে তওবা করলাম আল্লাহ কি আমাদের মেনে নিবে?

  • @captaincoock3415
    @captaincoock3415 3 ปีที่แล้ว +6

    ইদানীং খেয়াল করছি আমাদের এলাকায় বিবাহের চেয়ে তালাক বেশি হচ্ছে।

    • @captaincoock3415
      @captaincoock3415 3 ปีที่แล้ว

      @Md sojib Hossain tor maayer divorce hoile bolis.

  • @parvez0.290
    @parvez0.290 3 ปีที่แล้ว +1

    বিষয় টা ক্লিয়ার হলো। তবে আমি কয়েকটা ঘটনা দেখলাম বড় কোনো মুফতি হুজুর এর কাছ থেকে টাকা করস করে হাদিস এনে তৌবা করে আবার ঘর সংসান করছে।

  • @zumbabaura7035
    @zumbabaura7035 2 ปีที่แล้ว +1

    গুরুত্বপূর্ণ আলোচনা।

  • @sarminsultana7572
    @sarminsultana7572 2 ปีที่แล้ว +4

    হুজুর কথা কাটা কাটির সময় সে আমাকে একসাথে এক তালাক দুই তালাক তিন তালাক বলে পরের দিন বলে আমি জেনে শুনে তালাক দিয়েছি 'তালাক কি হবে?এখন আবার সংসার করতে চায় জায়েজ হবে কিনা pls pls janaben

  • @hellofaridpurbangladesh7072
    @hellofaridpurbangladesh7072 3 ปีที่แล้ว +2

    হুজুর দয়া করে আমার প্রশ্নের উত্তর দিবেন।।।। আমি এফিডেভিট এর মাধ্যমে বিয়ে করেছি।।। কিন্তুক আমি রেজিস্ট্রেশন করি নাই।।। আমি জানিও না সেটা।।। কিন্তু আমার ওয়াইফ সে আমার থেকে চলে গিয়ে 2 বছর অন্যের সংসার করছে কিন্তু সে আমাকে তালাক দেয় নাই।। কিন্তু আমি কিভাবে তাকে তালাক দিব।। উত্তর দিয়ে দয়া করে আমাকে সাহায্য করুন।। আমি অসহায় ব্যক্তি 😭😭😭🙏🙏।। যদি আমার লেখা ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।।।

  • @sryoutubebangla6761
    @sryoutubebangla6761 3 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম হুজুর।
    গত ১১-১-২১ তারিখে আমার বউ আমাকে ডিভোর্স দেয়।কিন্তু আমি এখনো কোন পেপার পাই নাই এবং সাইন করি নাই। আমাদের মধ্যে ঝগড়া ঝাটি লাগলে আমি রাগের মাথায় বলতাম তোর ভাল না লাগলে আমাকে ডিভোর্স/তালাক দিয়ে দাও। ও রাগের মাথায় বলতো আমি তোমার সাথে থাকব না/সংসার করব না।তখনো আমি বলতাম ভাল না লাগলে তুমি আমাকে তালাক/ডিভোর্স দিয়ে দাও। এক পর্যায়ে যেয়ে ও ডিভোর্স দিয়ে দেয়। ডিভোর্স দেওয়ার তিন দিন পর ও ওর ভুল বুঝতে পারে এবং আমাকে বলতেছে আর একটা সুযোগ দিতে।এখন কি ইসলামের দৃষ্টিতে আর কোন সুযোগ আছে ওর সাথে সংসার করার। এখানে আর একটা কথা বলে নেই ওনাকি কোন হুজুর কাছে শুনছে আমাদের মধ্যে এখনো এক তালাক হইছে,যেহেতু আমি এখনো ডিভোর্স পেপার পাই নাই এবং সাইন করি নাই।এই যুক্তিটা কতটুকু সত্য।দয়া করে হুজুর এই বিষয়টা আমাকে ক্লিয়ার করলে খুব উপকৃত হতাম।

  • @ashiqurrahman7828
    @ashiqurrahman7828 3 ปีที่แล้ว +7

    হুজুর আমরা বাসার অবাধ্য হয়ে গোপোনে বিয়ে করছি। এখন ঝগরা হলে রাগের মাথাই আমরা ২ জন অনেক বার মোবাইলে তালাক বলছি।কিন্তু আমরা বুঝতাম না তালাত দিলে কি হয়,ভাবতাম পরে আবার আমরা বিয়ে করতে পারবো।আমরা একে অপরকে আর হারাতে চাইনা,এখন আমরা আল্লার কাছে , তওবা করে খমা চেয়ে কি আবার বিয়ে করলে কি ঠিক হয়ে যাবে,Please আমাকে সাহায্য করেন....

    • @KABIR-wv1vv
      @KABIR-wv1vv 8 หลายเดือนก่อน

      th-cam.com/video/_nAu8EDtafk/w-d-xo.htmlsi=pPnjBZisL_uBr4gM

    • @FarhanaJ-jr8jm
      @FarhanaJ-jr8jm 8 หลายเดือนก่อน

      না

    • @jabarulsk-jn5lc
      @jabarulsk-jn5lc 5 หลายเดือนก่อน

      না

  • @kmkawserhamid2098
    @kmkawserhamid2098 ปีที่แล้ว

    Thanks ato sundor kore bujia bolar jonno..!!

  • @mhaider4054
    @mhaider4054 3 ปีที่แล้ว +3

    ইসলামিক আইন অনুযায়ী স্বামী স্ত্রী তালাক দেওয়ার পর অন্যথায় আবার বিয়ে করতে হবে। আর ওই সংসার যদি টিকে না এবং ডিভোর্স হয় তাহলে আবার আগের স্বামী-স্ত্রীর আবার বিয়ে করতে পারবে।

  • @mariyaaimansiddika1232
    @mariyaaimansiddika1232 ปีที่แล้ว +1

    আসসালামু আলাইকুম হুজুর আমাদের পরিবারের জুরে লিখিত ভাবে তালাক হই আবার আমরা 4 । 5 মাস পর আমরা আবার নতুন করে বিয়ে করেছি এটা কে নিয়ে ইসলাম কি বলে

  • @RubelAhmed-xv6rt
    @RubelAhmed-xv6rt 3 ปีที่แล้ว +5

    তালাক দেওয়ার পর যদি স্বামী স্ত্রী পুনরায় সংসার করতে চায়, তাহলে তাদের কি করা উচিত? এবং এ সম্পর্কে ইসলাম কি বলে??

    • @sheikhahmadullahofficial
      @sheikhahmadullahofficial  3 ปีที่แล้ว +1

      তালাক নিয়ে বিস্তারিত একটি আলোচনা শুনতে এই লিংকে ক্লিক করুন
      th-cam.com/video/fXpjdpkrLQc/w-d-xo.html

    • @khoakon
      @khoakon 3 ปีที่แล้ว +1

      জাকির নায়েকের মতে, পুনরায় তিনবার বিয়ে পড়ানো যায়, চতুর্থবারে অন্য জায়গায় বিয়ে দিতে হবে।

    • @princemahmud9699
      @princemahmud9699 3 ปีที่แล้ว

      Sura bhakara 230 number ayyat dhakun....

  • @rasubentrashida1517
    @rasubentrashida1517 3 ปีที่แล้ว +2

    শুকরিয়া

  • @immuslim9239
    @immuslim9239 3 ปีที่แล้ว +5

    প্রত্যাহার যোগ্য তালাক কোনটি শাইখ
    যদি খোলাসা করে বলতেন।

  • @hmhasan5574
    @hmhasan5574 ปีที่แล้ว

    জানি না আমার কমেন্ট টা হুজুরের কাছে পৌছাবে কি না____আমার প্রশ্ন হলো স্ত্রী তার স্বামীকে লিখিতো ভাবে তালিকা দিলো কিন্তু স্বামী ঐ লিখিতো কাগজে কোনো দস্তখত করেনি। আমার প্রশ্ন হলো এখন স্বামী কি ঐ স্ত্রীকে নিয়ে আবার সংসার করতে পারবে? আশা করি আমার প্রশ্নের উত্তর দিবেন,,,,জানাটা খুব ই জরুরী

  • @RafiqulIslam-id2qm
    @RafiqulIslam-id2qm ปีที่แล้ว

    তালাকের দুই দিন পড় না বুঝে বিয়ে করেছি সহবাস করেছিলা,,, ভুল করেছি এখন আল্লাহর কাছে তওবা করতে ছাই হুজুর তার সমাধান কি

  • @akhirahrazzak623
    @akhirahrazzak623 3 ปีที่แล้ว +2

    আলহামদুলিল্লাহ্‌

  • @MdRubel-zu3ej
    @MdRubel-zu3ej 6 หลายเดือนก่อน

    আল্লাহ আমাদের সবাইকে সঠিক বোঝ দানকরোন আমিন

  • @mituislam131
    @mituislam131 3 ปีที่แล้ว +1

    হুজুর আপনার পায়ে ধরি দয়া করে আমার উওর টা দিবেন,আমি প্রেম করে বিয়ে করচি ১ বছর আগে কেউ জানে না, এখন জানার পর সবাই চাপ দিচ্ছে তালাক দেওয়ার জন্য ও বলে এখন সবাইকে দেখানোর জন্য তালাক দিতাম পরে আবার বিয়ে করবে,আবার বলে জোর করে তালাক দিলে সে তালাক নাকি কার্যকারী হয় না, আমরা নাকি এখনও স্বামী স্রী দয়া করে উওর টা দিবে আমি তালাক দিতে রাজি না

  • @shahjahankhan2269
    @shahjahankhan2269 3 ปีที่แล้ว +3

    আলহামদুলিল্লাহ। হুজুর আপনি কোন মসজিদে জুমার নামাজ পড়ান?।আমি আপনার সাথে দেখা করতে চাই।দয়াকরে মসজিদের ঠিকানা দিবেন!!!!

  • @a.sakergood7396
    @a.sakergood7396 3 ปีที่แล้ว +1

    Jajakumullah khairan

  • @mrmaidulislam4177
    @mrmaidulislam4177 3 ปีที่แล้ว

    Mash Allah 🇮🇳🇧🇩 Bangladesh BD June 24/06/2021

  • @shornaislam88
    @shornaislam88 2 ปีที่แล้ว +1

    আমার divorce হইছে,,,তার ১ মাস পরে আমরা কথা বলতাম,,,এরপর ২মাস ২৭ দিন পরে আমরা শারিরীক সম্পর্ক করেছি আমাদের কি divorce সম্পুর্ন হইছে? আমার কি আগের মতই husband wife আছি? অনেক মুরুব্বি বলে যে divorce এর পরে ৩মাস এর মধ্যে সহবাস হলে তালাক কারজকারি হয় না...আমার উত্তর দিবেন plz😭🙏🙏🙏

    • @rakibraian6263
      @rakibraian6263 2 ปีที่แล้ว

      আপনি নিজেই তো বলতেছেন ডিভোর্স হইছে। তাহলে আবার husband wife কিভাবে আছেন আপনারা?
      এতটুকু কমন সেন্স নাই আপনার।

  • @betguru365
    @betguru365 ปีที่แล้ว +1

    মুসলিম শরিফে কিন্তু অন্য কিছু আছে।
    ইবনে তাইমিয়া ও অন্য অনেক ইমামের মত দেখা উচিত

  • @farabifarhan
    @farabifarhan 2 ปีที่แล้ว

    স্বামী রাত ১২ বাজে বলছে যদি চাও তুমি তালাক নিতে পারো। স্ত্রী রাত ১ টা বাজে যদি বলে আচ্ছা আমি তালাক। আমি তালাক চাই। তখন কি তালাক হয়ে যাবে? এক্ষেত্রে কি তারা আর সংসার করতে পারবে? নাকি অন্যত্র বিবাহ দিয়ে তারপর আবার বিবাহ করতে হবে?মাসিক শেষ হবার ২০ দিন পরের ঘটনা। প্লিজ অনুগ্রহ করে জানাবেন। জানা খুবই জরুরি।

  • @Islamic_Knowledge_Research-BD.
    @Islamic_Knowledge_Research-BD. 3 ปีที่แล้ว +1

    🇧🇩 আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ।
    🇸🇦 السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته.
    🇰🇼 Assalamu alaikum wa Rahmatullah wa Barakatuh.
    🤲

  • @mdfaysal7332
    @mdfaysal7332 3 ปีที่แล้ว +1

    Alhamdulillah Thanks brother for your advice service may you have the best of both worlds ameen

  • @taniaakter3256
    @taniaakter3256 ปีที่แล้ว

    Assalamualaikum. Vaia tin talak somporke prosno uttor sunechhi sob clear. Apni onek sundor kore bujhiye bolechhen. Amar akta prosno chhilo apnar kachhe? Husband jodi mod kheye tin talak day baiyn talak bole tahole ki talak hobe. Doya kore ekta video banaben pls. Rag kore talak hoi. But pagol hole hoi na. Mod kheye otirikto rage talak dileo ki talak hobe na.

  • @teamlimitless9887
    @teamlimitless9887 3 ปีที่แล้ว +2

    আসসালামু আলাইকুম,,, হুজুর কেউ যদি গোপনে বিয়ে করার পর ছেলের বাবা মা না মেনে জোর করে ছেলেকে দিয়ে তালাক করায় সেটা কি হবে???ছেলে কি আবার প্রথম স্ত্রী কে নিতে পারবে??

  • @sahinshah5559
    @sahinshah5559 3 ปีที่แล้ว +1

    আমি বহু হিন্দু ভাইয়ের মুসলিম ভাইদের বেপারে গালি গিবদ করেছি তাদের কাছে আমি খমা চাই তারা যদি খমা না করে তাহলে তার উপায়

  • @toshinmahmud3916
    @toshinmahmud3916 3 ปีที่แล้ว +5

    স্ত্রী রাগ করে স্বামী কে তিন বা অধিক তালাক উচ্চারন করলে কি তালাক হয়ে যাবে ? জানতে চাই ।

    • @mdeyasin1164
      @mdeyasin1164 3 ปีที่แล้ว

      তালাক হয়ে যাবে

    • @jakiaafroz8102
      @jakiaafroz8102 2 ปีที่แล้ว

      Hobe na mone hoi

  • @junakiakter8010
    @junakiakter8010 ปีที่แล้ว +7

    হুজুর আমি তালাক নিয়ে অনেক বড় সমস্যা ই আছি,, আমি আপনার সাথে কথা বলতে চাই,,,দয়া করে যোগাযোগ করার উপায় বলে দেন

    • @mjsjhagg
      @mjsjhagg ปีที่แล้ว

      বলেন,

  • @nazrulislam7737
    @nazrulislam7737 3 ปีที่แล้ว

    Walaikum assalam Warahmatullahi Wabarakatoho JajakAllahu khairan

  • @arifsarkar9615
    @arifsarkar9615 3 ปีที่แล้ว +2

    Alhamdulillah

  • @rashedulislamjibon729
    @rashedulislamjibon729 ปีที่แล้ว +2

    যার সাথে বিয়ের পরে তালাকি হবে,,তাহলে আল্লাহ কেনো একজন কে আরেক জনের ভাগ্যে লিখেন,,,জানার খুব ইচ্ছে

    • @ikwaliurrahman2145
      @ikwaliurrahman2145 ปีที่แล้ว

      যে কয়দিন সংসার করেছেন সে কয়দিন ভাগ্যে লেখা ছিলো, ইহকালে সারাজীবন একসাথে সংসার করার পরেও অসংখ্য মানুষের পরকালে একসঙ্গে থাকতে পারবে না। কারণ কেও জাহান্নামে কেও জান্নাতে যাবে। জান্নাতে যে যাবে সে নতুন করে একটা জান্নাতি জীবন সংগী পেয়ে যাবে।

  • @raton89mk40
    @raton89mk40 3 ปีที่แล้ว

    খুবি সুন্দর কথা ভালোলাগলো হুজুর আমার এটা কথাজানার ছিল আমার চাচা তার বৌকে ৫/৭ বার তালাক দিয়েছে তার পর আবার তারা সংসার করে আবার তালাক দেয় এমনি চলছে এটা কি বা কেমন জানাবেন।।

  • @user-iw1qy4vf1g
    @user-iw1qy4vf1g 5 หลายเดือนก่อน

    আসসালামু আলাইকুম হুযুর আমার স্বামী বিদেশ থাকা অবস্থায় আমাকে মোবাইলে বিয়ে করে আবার বিদেশ থাকা অবস্থায় আমাকে তালাক দেয় সে কাবিনেও সই করেনি আমি তাকে কখনো দেখিওনি তার সাথে সংসারও করিনি এখন আমার কি তালাক হয়ে গেছে? সে কি দেশে আসলে আমি তার সাথে বিয়ে করে সংসার করতে পারব কিনা দয়া করে বলবেন?

  • @NurunNahar-yn9sy
    @NurunNahar-yn9sy ปีที่แล้ว

    স্বামী যদি নিয়ত ছাড়া তালাক দেয় তালাক দেওয়ার পরেও কথা বলে যে সে আবার নিতে চায় আবার তিন মাস হয়ে যায় তালাক চলা কালিন স্বামী স্ত্রী কথা বলে দেখা করে কিন্তু শারীরিক কোন সম্পকর্ নেই তাহলে কি আবার তারা সংসার করতে পারবে আপনার কি মত যদি একটু জানাতেন তাহলে ভালো হত

  • @mohammedanwar9757
    @mohammedanwar9757 3 ปีที่แล้ว +1

    জাজাকাল্লাহ খায়ের

  • @sadequlislam7440
    @sadequlislam7440 3 ปีที่แล้ว +1

    যাজাকুমুল্লাহ্ .....!!

  • @mdronipk4776
    @mdronipk4776 2 ปีที่แล้ว +11

    শাইখ, তওবা করে যদি শিরকের পাপ ক্ষমা হয়, তাহলে তালাক তো শিরকের চেয়ে বড় না। তাহলে কেন তওবা করলে হবেনা?

    • @mdkhakonmia3139
      @mdkhakonmia3139 2 ปีที่แล้ว +4

      ঠিক বলেছেন আমারও এই বিসয় জানার আসে???

    • @md.yusufali544
      @md.yusufali544 ปีที่แล้ว

      [আল বাকারাঃ আয়াত নং ২৩০]
      فَإِن طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُۥ مِنۢ بَعْدُ حَتّٰى تَنكِحَ زَوْجًا غَيْرَهُۥ ۗ فَإِن طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيْهِمَآ أَن يَتَرَاجَعَآ إِن ظَنَّآ أَن يُقِيمَا حُدُودَ اللَّهِ ۗ وَتِلْكَ حُدُودُ اللَّهِ يُبَيِّنُهَا لِقَوْمٍ يَعْلَمُونَ
      অর্থঃ তারপর যদি সে স্ত্রীকে (তৃতীয়বার) তালাক দেয়া হয়, তবে সে স্ত্রী যে পর্যন্ত তাকে ছাড়া অপর কোন স্বামীর সাথে বিয়ে করে না নেবে, তার জন্য হালাল নয়। অতঃপর যদি দ্বিতীয় স্বামী তালাক দিয়ে দেয়, তাহলে তাদের উভয়ের জন্যই পরস্পরকে পুনরায় বিয়ে করাতে কোন পাপ নেই। যদি আল্লাহর হুকুম বজায় রাখার ইচ্ছা থাকে। আর এই হলো আল্লাহ কতৃꦣ2453; নির্ধারিত সীমা; যারা উপলব্ধি করে তাদের জন্য এসব বর্ণনা করা হয়।

    • @rakibmultimedia8922
      @rakibmultimedia8922 ปีที่แล้ว +1

      শিরিক ভিন্ন জিনিস। আবেগ যুক্তি দিয়ে একটার দলিল দিয়ে অন্য টার ফতোয়া হয় না । ইসলামে সবগুলোরই ভিন্ন দলিল আইন রয়েছে। যদি আপনি একটা তালাক দেন তাহলে তওবা করলে হবে ।

    • @MuhammadMunna-ex3jw
      @MuhammadMunna-ex3jw 6 หลายเดือนก่อน

      হা​@@rakibmultimedia8922

    • @RiponIslam-zq4pm
      @RiponIslam-zq4pm วันที่ผ่านมา

      এখন বাংলাদেশ হুজুর দের কথা সুনলে অনেক কষ্ট হয়
      এরা ইসলাম কে এতোটাই কঠিন করে দেখছে কিন্তু আমাদের ইসলাম হচ্ছে শান্তির ধর্ম
      দয়া করে ইসলামকে সহজ করে প্রচার করুন 😢

  • @JefranEva
    @JefranEva 3 ปีที่แล้ว

    আলহামদুলিল্লাহ ।শুকরান 👍👍

  • @Ilhaam2
    @Ilhaam2 3 ปีที่แล้ว +1

    iap tv.. একটি ইসলামিক টিভি

  • @yeasinkhan4169
    @yeasinkhan4169 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্ন?বাংলাদেশের কাজী অফিসে প্রচলিত একটা আইন আছে খোলা তালাক আমার স্ত্রী আমাকে পরিবারের চাপে খোলা তালাক দিয়েছে। এখন আমরা দুইজন একসাথে সংসার করতে চাই স্ত্রী গ্রহন করা যাবে কিনা???

  • @HaHa-xj9qi
    @HaHa-xj9qi ปีที่แล้ว +1

    Ok

  • @sarminakhter6259
    @sarminakhter6259 2 ปีที่แล้ว

    আমার একটা প্রশ্ন, ছেলে মেয়ে পালিয়ে বিয়ে করে আবার এক সপ্তাহ মধ্যে মেয়ে অই ছেলের সামনে ডিভোর্স পেপারে সাইন করেছে কিন্তু ছেলে সাইন করছে কিনা এইটা তার মনে নেই এখন সেই ডিভোর্স হইছে কি না একটু জানাবেন, আর সেই মেয়ের ৮ মাস পর বিয়ে হয়ে গেছে সেই বিয়ে বৈধ হইছে কিনা জানালে অনেক বর একটা উপকার হবে,,,

  • @user-yn5hn3qb4e
    @user-yn5hn3qb4e 3 ปีที่แล้ว +2

    হুজুর আপনার কাছে আমার একটি প্রশ্ন কোরবানির ঈদে বাড়ির আশেপাশের লোক এদের সাথে ঝগড়া তাকে তাদেরকে মাংস দিলে তারা নেই নাই ঝগড়ার কারণে আশা করি প্রশ্ন উত্তর দিবেন আপনাকে অনেক ভালোবাসি হুজুর

    • @user-rs6gu4qz4h
      @user-rs6gu4qz4h 3 ปีที่แล้ว

      আপনার দিওয়ার কাজ দিবেন না তাদের বেপার

  • @khobirulislam126
    @khobirulislam126 3 ปีที่แล้ว +2

    আল্লাহ মহান

  • @rakibkhan-vv8hi
    @rakibkhan-vv8hi ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম হোজর ইস্ত্রি মাসিক সামি জানে না সামি এক তালাক দিছে এইটার করনিও কি সামি রাগের মাথায় বলছে এখন তাঁরা এক সাথে সংসার করতে চায় এবং করতাছে এইটা কি কোন পাপ হবে

  • @AminulIslam-hv5md
    @AminulIslam-hv5md 3 ปีที่แล้ว

    আমার বাবা রাগের মাথায় আমার মা কে দুই তালাক দিয়েছে তিন তালাক দেওয়ার আগে বাবা কে সবাই মিলে ধমক দিয়ে বন্ধ করে দেই তাতে কি তালাক হয়ে গেছে। জানা থাকলে জানাবেন। এখন আমার বাবা মা এক সাথে ঘর সংসার করতেছে।

  • @mstkhobitasultanasek5728
    @mstkhobitasultanasek5728 2 ปีที่แล้ว +1

    স্ত্রী রাগের মাথায় তার সামিকে ডিভর্স দিলো আইনি ভাবে এখন সেই স্ত্রী আবার তার সামির কাছে ফিরে যেতে চায় আর সামিও তাকে ফিরিয়ে নিতে চান
    স্ত্রী মুখে তালাক বলেনি এখন তাদের করনীয় কি প্লিজ বলবেন আমায়

    • @mijanbinabulkalam1356
      @mijanbinabulkalam1356 ปีที่แล้ว

      বউ তালাক দিলে তালাক হয় না,,,স্বামী কে অনুমতি দিতে হবে,,

  • @salmaalam5119
    @salmaalam5119 3 ปีที่แล้ว +1

    আসসালামু আলাইকুম আমি জানতে চাই যে মেয়েদের ফরজ সালাতে একামত দিতে হবে কি? যেহেতু এখন প্রায় সব হুজুরেরায় বলছেন যে ছেলে মেয়ের নামাজের কোন পার্থক্য নেই।

  • @LKLEMONKHAN
    @LKLEMONKHAN ปีที่แล้ว

    আমি আমার স্ত্রী কে কিছুদিন আগে রাগে তালাক তালাক তালাক বলেছিলাম তাতে কি তালাক হবে আমি তো আমার মন থেকে বলি নাই রাগের বসে বলেছিলাম।

  • @mosharafhossain5642
    @mosharafhossain5642 3 ปีที่แล้ว

    জাযাকাল্লাহ খাইরান

  • @shrabonibithe1817
    @shrabonibithe1817 3 ปีที่แล้ว +1

    Allhumdullah , jante parlam je ami thik kaj tai koresci. Jodi o boro ra amake vul kotha bole bujaichilo.

  • @mstlizakhatun2362
    @mstlizakhatun2362 3 หลายเดือนก่อน

    আসসালামু আলাইকুম হুজুর হাজবেন্ড দেশের বাইরে থাকে মেছেজ করে যা তালাক লেখে অনেকের দেখানোর পরে বলে হয়নি তালাক সবাই তাকে বোঝায় সে বুঝ না নিয়ে আবারও তার বন্ধুর কাছে তালাক বলে৩ বার মেছেজ করে তাহলে কি তালাক হবে প্লিজ জানাবেন

  • @habiburrahaman4978
    @habiburrahaman4978 3 ปีที่แล้ว

    ডিউটিতে থাকা কালিন বীর্য পাত হয়েছে সামান্য, তখন কী নামায পড়া যাবে।না কী বীর্য লাগছে যে সে কাপড় পরিমাণ দৌয়া লাগবে???হুজুর এই আমার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন?? এই উত্তরটা দিলে আমার জন্য ভালো হবে আশা করি

  • @MaksudRayhan
    @MaksudRayhan 3 ปีที่แล้ว

    আমি এতো পরিমাণ রাগান্বিত হয়েছিলাম যে আমি আমার স্ত্রী কে তিন তালাকের কথা বলি তাহলে আমার কি করোনি ও আছে

  • @mohammadrahamatalisarker9735
    @mohammadrahamatalisarker9735 2 ปีที่แล้ว +1

    আসসালামু আলাইকুম।
    যে ব্যাক্তি আল্লাহর হুকুম ও নবী করিম ( সাঃ) এর সুন্নত তরিকায় জীবন - যাপন করবেন। সে দুনিয়া ও আখেরাতে সফলকামী হবেন।
    ইনশাআল্লাহ।
    সম্মানিত মুহতারাম নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করিবেন।

  • @AbdulKader-vy7wy
    @AbdulKader-vy7wy 2 ปีที่แล้ว

    শায়েখ আব্দুল্লাহ আপনি ডা জাকির নায়েকের আলোচনায় ফলো করুন

  • @mhtravelnature2950
    @mhtravelnature2950 3 ปีที่แล้ว +1

    Masha Allah

  • @MdRiyad-ur3it
    @MdRiyad-ur3it 2 ปีที่แล้ว

    আসসালামুআলাইকুম হুজুর আমার স্বামী দুই বছর আগে বিদেশ থেকে মোবাইলে তালাক দিয়েছে, তিনি এখনো দেশে আসেননি, আমার সৎ মা বলছেন মুখে তালাক দিলে তালাক হয়না, স্বাক্ষী ছাড়া নাকি তালাক হয়না,আবার বিবাহ পড়ালে নাকি ঠিক হয়ে যাবে,অনেক বুঝালাম এ নিয়ে সৎ মায়ের সাথে আমার অনেক বাড়াবাড়ি হয়েছে, কিন্তু তিনি কিছুতে বুঝছেন না,এখন আমার কি করা উচিত দয়া করে জানাবেন

  • @mdsumon-nt4hz
    @mdsumon-nt4hz 3 ปีที่แล้ว +1

    আমি আমার স্বামীকে তালাক দিয়েছি আমি কি আবার আমার স্বামীকে বিয়ে করে সংসার করতে পারব কিন্তু আমি আর কাউকে বিয়ে করিনি আমি বিয়ে করবো আমার আগে স্বামীকে

    • @tasnuvazarinmou9827
      @tasnuvazarinmou9827 3 ปีที่แล้ว

      apu apnar update ki? apni ki apnar ager shami k abar biye korechen?

    • @mdsumon-nt4hz
      @mdsumon-nt4hz 3 ปีที่แล้ว

      @@tasnuvazarinmou9827 ami amar Sami k abar biy korte chai

    • @tasnuvazarinmou9827
      @tasnuvazarinmou9827 3 ปีที่แล้ว +1

      @@mdsumon-nt4hz Apnar uddessho khub e valo apu,Alhamdulillah Allah apnake nek uddessho te mon sthir korechen. Islam e eta allowed apu,apni biye kore felen apnar aager husband k.Allah apnar poth k easy kore dik,mon theke doa kori apu. Allah r icchay apnader biye hole janaben amake,ekhane cmnt kore,apnader shafoller golpo shunte onek valo lagbe In Shaa Allah. amar jnno o doa korben :)

    • @mdsumon-nt4hz
      @mdsumon-nt4hz 3 ปีที่แล้ว +1

      @@tasnuvazarinmou9827 অবশ্যই আপু আপনি আমার জন্য দোয়া করবেন আর আমিও আপনার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন আপনাকে হেদায়েত করে রহমত করেন

    • @mdsumon-nt4hz
      @mdsumon-nt4hz 3 ปีที่แล้ว +1

      আমি আমার হাসবেন্ড কে নিয়ে দুই বৎসর অনেক কষ্ট করছি পরের চোখে রাস্তার না পেয়ে কষ্ট সহ্য করতে না পেরে আমি ওকে তালাক দিয়ে ওর ভুল ছিলো তারপর ওর সবগুলো আমি নিজের উপর স্বীকার করি কিন্তু আমি চাই আল্লাহ পাক যেন আমার আগের স্বামীকে আমার স্বামী করে দেয় মৃত্যুর আগ পর্যন্ত যেন আমার স্বামী থাকে আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার মনে আসাটা কবুল করে

  • @jutychowdhury
    @jutychowdhury ปีที่แล้ว +1

    লা ইলাহা ইললাললাহু মুহামমাদুর রাসুলুলাহ

  • @creativeboy22
    @creativeboy22 3 ปีที่แล้ว +1

    আসসালামুয়ালাইকুম....
    স্যার আমার একটি প্রশ্নছিল। আসলে এর সঠিক ব্যাখা পাচ্ছি না।তাই কুরয়ান ও হাদিস ভিত্তিস সঠিক তথ্য দিলো অনেক উপকার হতো।
    প্রশ্ন: একজন বিবাহিত মেয়ে যে তার স্বামী ও সন্তানকে রেখে আরেকজন ছেলের ফাঁদে পড়ে পলিয়ে গেছে এবং তাকে বিয়েও করেছে। যা তার পুর্বের স্বামীকে তালাক না দিয়েই।।
    পরবর্তীতে সে নিজের ভুল বুঝে এবং সে তার সন্তান ও স্বামীর কাছে ফিরে যেতেও চাই।তার স্বামী তাকে নিতেও চাই। যার কারনে সে ছেলের সাথে তার বিচ্ছেদ করে নেই।
    এখন প্রশ্ন যেহুতু সে তার পূর্বের স্বামীকে তালাক না দিয়েই অন্য জনকে বিয়ে করেছিল।
    সে ক্ষেত্রে পূর্বের স্বামীর কাছে পুনরাই ফিরে যাবার জন্য কি কি অনুসরন করবে?
    প্লীজ স্যার,,,,, খুব ভাল প্রশ্নর উত্তরটা পেলে।কারন এমন একটি পরিবার এখন গ্রামে আছে ও এর হাদিস ভিত্তিক ব্যাখা চাচ্ছে।

    • @monjurulshuvo852
      @monjurulshuvo852 3 ปีที่แล้ว +1

      উনার দ্বিতীয় বিয়ে বৈধ নয় কারণ প্রথম জনকে তালাক দেন নাই। সুতরাং প্রথম স্বামীর সাথে পুনরায় সংসার করতে পারবে। আরো বিস্তারিত জানতে হাদীস বা কোন আলেমের কাছে যেতে পারেন।

  • @mdtanbirahmad708
    @mdtanbirahmad708 3 ปีที่แล้ว +1

    প্রিয় শায়েখ কেমন আছেন?

  • @rabiyajaan1835
    @rabiyajaan1835 3 ปีที่แล้ว +1

    আমিন

  • @imamakhatun5233
    @imamakhatun5233 2 ปีที่แล้ว

    হুজুর আমি আপনার সাথে কথা বলতে চাই মাসলামাসায়েল জানার বিষয় কি ভাবে জানব,জানাবেন

  • @techzone5059
    @techzone5059 3 ปีที่แล้ว +1

    assalamualaikum..... জগের ভিতরে হাত দিয়ে পানি নিয়ে অজু করলে অজু হবে কী?

  • @rakibislam7901
    @rakibislam7901 3 ปีที่แล้ว +1

    হুজুর যদি কোনো মেয়ে ছেলেকে তালাক দেয় তাহলে কি তালাক হবে?? এমতাবস্থায় যদি মেয়ে তালাক দিতে রাজি না থাকা সত্যেও তালাক দেয়। আবার কিছুদিন পর মেয়ে যদি স্বামীর কাছে আসে তাহলে কি আবার বিয়ে পড়াতে হবে,,,??? বিস্তারিত যদি বলতেন???

  • @mdzahirulislam4209
    @mdzahirulislam4209 ปีที่แล้ว

    কেউ রাগের মাথায় এক সাথে ৩ তালাক বলে পেল্লো কিন্তু জানি বুল করা আর না জানি বুল করা যেমন শুধু তালাকটা চিনি কিন্তু আমি তালাক সমর্কে কিছু জানলাম না কোন ধারনা নেই আমার রাগের মাথায় মুখস্ত বলে পেল্লাম পরে জানতে পারলাম এইটার সম্পর্কে এবং তালাকের নিয়ম কানুন তাহলে কি বুল সংসধন করা যাবে

    • @sheikhahmadullahofficial
      @sheikhahmadullahofficial  ปีที่แล้ว

      ইসলামে তিনটি জিনিস দুষ্টুমী করে বললেও কার্য়কর হয়ে যা্য় , তালাক তারমাঝে একটি। নির্দিষ্ট ফতোয়া জানতে নিকটস্থ কোনো ফতোয়া বিভাগে যোগাযোগ করুন। জাঝাকাল্লাহ