২ টা প্রশ্ন আছে। নাম ট্রান্সপার করার জন্য বাইকটি সহ মালিক সহ Brta তে নিয়ে যাওয়া লাগবে? ১ দিনে সব করে দেয় নাকি দিনের পর দিন হয়রানি করে?@@InformerShahed
কিন্তু ছ ফরমটা তো দেখলাম ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার আবেদন ফরম। তাহলে কেমনে কি? আর To form, tto form এগুলো কি অনলাইন থেকে ডাউনলোড করে হাতে লিখে দিলে হবে?
ভাই মূল মালিকের কাছে এফিডেভিট এবং বিআরটিএ অফিসে ব্যাংকে টাকা জমা সহ অফিসারের কাছে সিগনেচার নেই এবং গাড়ি চেক করায়,ও ক্রেতা ও বিক্রেতা উভয় ছিলাম, এখন সমস্যা হলো আমার ড্রাইভিং লাইসেন্স নাই, এখন সেদিন সময়ের অভাবে কাগজগুলো জমা দিতে পারি নাই, এখন আমার ড্রাইভিং লাইসেন্স না থাকায় আমি কি করতে পারি, ড্রাইভিং লাইসেন্স করতে মিনিমাম লাগতে পারে, লাইসেন্স দুই মাস পরে করে কি কাগজগুলো জমা দিতে পারব নাকি এই কাগজগুলোর মেয়াদ আছে?
Bhai amr boyosh 19. Ami nijer name e gari nite chaile ki tin certificate ba income tax certificate erkm kichu dekhaite hbe? Eshb certificate to nai amar. Naki Sudhu driving license thaklei hobe?
ভাই ঠাকুরগাঁও এর বিআরটিএ তে নাম্বার করা গাড়ী চট্টগ্রামের সেল করলে মালিকনা পরিবর্তন কি ঠাকুরগাঁও বিআরটিএতে করতে হবে নাকি চট্টগ্রামের বিআরটিএ তে করলে হবে??
ভাইয়া একটা বিষয়ে জানতে চাচ্ছি। আমি একটা পুরাতন ডিসকভার 150 সিসি বাইক কিনেছি। যেইটার রেজিস্ট্রেশনের মেয়াদ আরো দুই বছর আগে শেষ হয়ে গিয়েছে। ওর কাছে শুধু অ্যাকনলেজমেন্ট স্লিপ আছে কিন্তু কোন ট্যাক্স টোকেন অথবা রেজিস্ট্রেশন সার্টিফিকেট কি জিনিস এটা সে বুঝত না। এখন আমি তাকে দিয়ে জিডি করিয়েছি এবং ট্রাফিক বিভাগ থেকে ট্রাফিক ক্লিয়ারেন্স নিয়েছি। এখন ঢাকার কোন বিআরটিতে এই নাম্বারটা রেজিস্ট্রেশন করেছিল সে জানে না কারণ শোরুম থেকে করে দিয়েছিল। আমি কিভাবে বুঝতে পারব এই বাইকটা ঢাকার কোন বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করা হয়েছিল?
ভাইয়া,বাইক ব্যাংক লোন করে কিনা। ব্যাংক লোন আমার মা এর নামে তাই বাইক ব্যাংক+ মার যৌথ নামে আছে। ব্যাংক লোন পরিশোধ হয়েছে। এখন বাইক আমার নামে ট্রান্সফার করতে চাচ্ছি। কি কি কাগজ লাগবে? আর কত টাকা লাগবে?
@InformerShahed ব্যাংকের ক্লিয়ারেন্স ও বোড অফ রেজুলেশন ব্যাংক থেকে কালেক্ট করেছি। মায়ের নামে টান্সফারের শেষে কি আমার নামে ট্রান্সফার করতে আবার আবেদন করতে হবে?
আসসালামু আলাইকুম জি ভাইয়া আমি একটা সেকেন্ড হ্যান্ড বাইক নিয়েছি। ডিজিটাল নাম্বার প্লেট এবং স্মার্ট কার্ড কিছুই এখনো আসে নাই । একনলেজমেন্ট স্লিপ আছে এটা দিয়ে কি নাম ট্রান্সফার সম্ভব।
ভাইয়া আমি গাড়ি কিনছি এখন গাড়িকে মালিকের কাছ থেকে আমার নামে নামকরণ করতে চাই কিন্তু আমার ড্রাইভিং লাইসেন্স নাই এখন কি পরিবর্তন করা সম্ভব হবে কিনা একটু জানান
ভাইয়া আমার ড্রাইভিং লাইসেন্স এর মেয়াদ শেষ এখন নবায়নের জন্য আবেদন করছি কিন্তু পরিক্ষা হয় নাই, এডমিট কার্ড দিয়ে আর পুরানো লাইসেন্স এর ফটোকপি দিয়ে গাড়ির মালিকানা পরিবর্তন করা যাবে কিনা?
ভাই আমার ড্রাইভিং লাইসেন্স এর মধ্যে প্রাইভেট কার দেওয়া মোটরসাইকেল দেওয়া নাই এখন কি আমি পরিবর্তন করতে পারবো আমি কি মোটরসাইকেল কিনতে পারবো ভাই প্লিজ একটু বলেন ভাই
ফিঙ্গারপ্রিন্ট না দিয়ে গাড়ি বিক্রি করা যাবে কিন্তু মালিকানা বদলির সময় অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। একটি গাড়ি কতবার বিক্রি করা যায় এরকম সুনির্দিষ্ট কোন নিয়ম নাই
ভাইজান আমি গাড়ি রেজিস্ট্রেশনের জন্য টাকা জমা দিয়ে ফেলেছি আমার গাড়ির কাগজ বিআরটি তে জমা হয়নি তাহলে এখন দ্বিতীয় মালিকের নামে কিভাবে ব্যাংক ড্রাফ পরিবর্তন করতে পারবো।
ব্যাংক ড্রাফট পরিবর্তন করতে পারবেন না, চাইলে আপনার যে ব্যাংক ড্রাফট আছে সেই ব্যাংক ড্রাফট দিয়েই নতুন মালিকের নামে মালিকানা বদলি করে রেজিস্ট্রেশন করতে পারবেন।
ভাই অনলাইনে যদি মালিকানা বদলির আবেদন করেন তাহলে সেখানে লাইসেন্স আপলোড করার কোন অপশন নাই, আর যদি অফলাইনে আবেদন করেন তাহলে লার্নার দিয়ে হবে না মিনিমাম পরীক্ষায় পাশ করা থাকতে হবে।
ভাই আমি একটা গাড়ি কিনবো তৃতীয় মালিক হিসেবে। প্রথম মালিক গাড়ি রেজিস্ট্রেশন করার পর বিক্রি করে, কিন্তু দ্বিতীয় মালিক এখনো ফিঙ্গার দেয়নি, সেক্ষেত্রে করনিয় কি? দয়া করে জানাবেন।
যে প্রথম বাইক কিনেছিল মালিকানা তার নামে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দেয় নাই। সে আবার আমার কাছে বাইকটি বিক্রয় করে ফেলেছে এখন আমার নামে মালিকানা চেঞ্জ করতে কী কী করতে হবে?
আমার বড় ভাইয়ের কাছে থেকে একটা বাইক কিনেছি, বাইকের রেজিষ্ট্রেশন ২০২০ সালে,, গতকাল বাইকটা কিনেছি। ট্যাক্স টোকেনের মেয়াদ ২০২২ সাল পর্যন্ত আপডেট ছিল। আগামী ২০/০৯ ২৪ তারিখ মালিকানা পরিবর্তন করবো, কিন্তু কথা হচ্ছে,ট্যাক্স টোকেনের ডেট ফেল হয়ে গেছে। এখন টোকেন কিভাবে আপডেট করবো, ব্যাংকে যাব, নাকি বিআরটিএতে যাব...? আরো দুই বছরের জন্য ট্যাক্স টোকেন আপডেট করব, কত টাকা খরচ লাগতে পারে..?? ট্যাক্স টোকেনে আগের মালিকের নাম, আমার নামে কিভাবে হবে.??? প্লিজ ভাইয়া বুঝিয়ে বলবেন..🙏
ভাই আমি প্রায় ৭ মাস আগে টাকা জমা দিয়েছি। কিন্তু ড্রাইভিং লাইসেন্স ছিল না বলে নাম পরিবর্তন করতে পারি নাই। এখন আমার ডাইভিং লাইসেন্স আছে। এখন কি নতুন করে আবার অনলাইনে এপ্লাই করতে হবে এবং টাকা জমা দিতে হবে? জানালে উউপকৃত হতাম।
@@InformerShahedআমি একটি পুরাতন বাইক কিনেছি। কিন্তু ড্রাইভিং লাইসেন্স নেই আমার। চালানো শিখতে কিনাছি। মালিকানা পরিবর্তন কিভাবে করতে পারি বা আমার করনীয় কি
মালিকানা বদলীর ক্রেতা বিক্রেতার হলফনামা কী সেই দিন অর্থাৎ বিআরটিতে আবেদন বা উপস্থিত হওয়ার তারিখের দিতে হবে ? নাহ কী পূর্বের ২ / ৩ বছরের খগের হলফনামা দিলেও হবে ?@@InformerShahed
আমি ৫ মাস আগে মালিকানা পরিবর্তন করার জন্য ফাইল জমা দিছি আজও এসএমএস আসে নাই কি করব? কবে ছবি তুলবে কবে ফিংগার নিবে বুঝতে পারছি নাহ। আর কবেই বা এই কাজ কমপ্লিট হবে?
ভাই মালিকানা পরিবর্তন করলে কি একদিনেই সব কাজ শেষ করা যায়, স্মার্ট কাড কতদিন পর পাবো?আর মালিকানা পরিবর্তন এর পর যদি পেপারের মেয়াদ বাড়াই,সেইখানে কি পুরান মালিকের নাম থাকবে,নাকি নতুন মালিকের।
ভাই টেক্সটুকেন এর মধ্যে আগের মালিক এর নাম আছে। মালিকানা টান্সফার করার সময় স্মার্ট কাড নতুন মালিকের নামে আসভে।সাথে কি টেক্সটিকেন অ কি নতুন করে আসবে নতুন মালিকের নামে।না আগের মত থাকবে। একটু জানায়েন।
মোটরযানের মালিকানা পরিবর্তনের আবেদন এখন অনলাইনে ও করা যায়। কিভাবে আবেদন করবেন সে বিষয়ে বিস্তারিত ভিডিও আসছে খুব শীঘ্রই।
আশা করছি
Koi Ashe nai ekhono
ভাই আরো ২ মাস আগে ভিডিও দিয়েছি।
২ টা প্রশ্ন আছে।
নাম ট্রান্সপার করার জন্য বাইকটি সহ মালিক সহ Brta তে নিয়ে যাওয়া লাগবে?
১ দিনে সব করে দেয় নাকি দিনের পর দিন হয়রানি করে?@@InformerShahed
Very nice 👍
ভাইয়া খুব ভালো লোক
ফোন দিলে অনেক কিছুর সমাধান দেন❤❤
ভাই আমার তো লাইসেন্স নাই। আমি কি আমার নিজের নামে বাইক নাম ট্রান্সফার করে নিতে পারব। প্লিজ জানাবেন❤❤❤❤
ভাই ক্রয় বিক্রয়ের হলফনামা কী ১ / ২ বছরের আগের তারিখের পাবলিক নোটারী করা হলফনামা দিলে কি হবে ?
হলফনামা গুলো(ক্রেতা এবং বিক্রেতা) কি নোটারী করা লাগবে? নাকি শুধু নন জুডিসিয়াল স্টাম্পে লেখা হলেই হবে?
নোটারি করতে হবে।
ভাই আমার একনোলেজমেন্ট স্লিপে ভুলে রেজিস্ট্রার এর সিগনেচার নেই নাই। ৭ দিন হইছে। এখন গেলে রেজিস্ট্রার কি সিগনেচার কি করে দিবে?
দিবে।
Vai amar driving licess nay ami ki gari amar name registered korte parbo.please vai reply diyen.
না।
হলফনামা কী সেই দিনেই দিতে হয় ? নাহ কী ২ / ৩ বছরের আগের হলফনামাও দিলেও হয়
হবে
রানার কোম্পানির হতে কিস্তিতে বাইক কিনা হয় সে ক্ষেত্রে কোম্পানির কিলিয়ারেন্স নেয়া আছে কত টাকা লাগবে এবং কিভাবে করবো ভিডিও দিবেন
এইরকমই অতিরিক্ত কাগজ হিসেবে রানার কোম্পানির ক্লিয়ারেন্স এবং বোর্ড অফ রেজুলেশন দিবেন।
Vai drivin lycene cara ki malikana poribotton kora jabe nh?
না।
বাই কোম্পানি থেকে বাইক মালিকানা পরিবর্তন কিভাবে করে এই নিয়ে ভালোভাবে একটা ভিডিও দেন
ইনশাআাল্লাহ দিয়ে দিব।
ভাই লার্নার দিয়ে কি মালিকানা পরিবর্তন করা যাবে??
আমার ড্রাইভিং লাইসেন্স নাই।
না।
কিন্তু ছ ফরমটা তো দেখলাম ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার আবেদন ফরম। তাহলে কেমনে কি? আর To form, tto form এগুলো কি অনলাইন থেকে ডাউনলোড করে হাতে লিখে দিলে হবে?
ভাই ভুলে H ফরম কে ছ ফরম বলে ফেলছিলাম। অনলাইন থেকে ডাউনলোড করে হাতে লিখে আবার আপলোড করে দিলেই হবে।
Driving licence nai ami ki bkie r Malikana change kor ta parbo
না পারবেন না।
@@InformerShahed new bike kin ta parbo company thaka ???? Thanks for replying 🙂❤️😍
কিনতে পারবেন কিন্তু রেজিস্ট্রেশন করতে তো ড্রাইভিং লাইসেন্স লাগবে।
আমি ঝিনাইদহ থেকে বলছিলাম
আমি বাইক কিনেছি যশোর থেকে যশোরের নাম্বার প্লেট।
আমি কি যশোর না গিয়ে ঝিনাইদহ brta থেকে মালিকানা পরিবর্তন করতে পারব?
না ভাই।
ভাই মূল মালিকের কাছে এফিডেভিট এবং বিআরটিএ অফিসে ব্যাংকে টাকা জমা সহ অফিসারের কাছে সিগনেচার নেই এবং গাড়ি চেক করায়,ও ক্রেতা ও বিক্রেতা উভয় ছিলাম, এখন সমস্যা হলো আমার ড্রাইভিং লাইসেন্স নাই, এখন সেদিন সময়ের অভাবে কাগজগুলো জমা দিতে পারি নাই, এখন আমার ড্রাইভিং লাইসেন্স না থাকায় আমি কি করতে পারি, ড্রাইভিং লাইসেন্স করতে মিনিমাম লাগতে পারে, লাইসেন্স দুই মাস পরে করে কি কাগজগুলো জমা দিতে পারব নাকি এই কাগজগুলোর মেয়াদ আছে?
ড্রাইভিং লাইসেন্স করে পরে কাগজপত্র জমা দিবেন দেরি হলেও কোন সমস্যা নাই।
আমারও একই অবস্থা
Bhai amr boyosh 19. Ami nijer name e gari nite chaile ki tin certificate ba income tax certificate erkm kichu dekhaite hbe? Eshb certificate to nai amar. Naki Sudhu driving license thaklei hobe?
আপনি যদি মোটরসাইকেল কিনতে চান তাহলে শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্স হইলেই হবে।
@@InformerShahed private car e hobena?
প্রাইভেট কারের ক্ষেত্রে TIN, INCOME TAX CERTIFICATE লাগবে।
ভাই ঠাকুরগাঁও এর বিআরটিএ তে নাম্বার করা গাড়ী চট্টগ্রামের সেল করলে মালিকনা পরিবর্তন কি ঠাকুরগাঁও বিআরটিএতে করতে হবে নাকি চট্টগ্রামের বিআরটিএ তে করলে হবে??
ঠাকুরগাঁও বিআরটিএ তে।
ভাই, আমি আর বাইকের মালিক, বাইকের সব ডকুমেন্ট নিয়ে বিআরটিএ অফিসে গেলে ওখানে সব কাগজ পত্র রেডি করা যাবে না?
হ্যা যাবে।
Online a document vul submit kora hoice bank a taka joma deoa hoice akn ki korbo vi😢 help me
ডকুমেন্ট ভুল সাবমিট হইলে অফিস থেকে রিজেক্ট করে দিবে, পরে আপনি সঠিকভাবে আপলোড দিতে পারবেন।
@InformerShahed টাকা পেমেন্ট করে দিছি ওইটা তো বাতিল হবে না ভাই তাই না।
না ভাই বাতিল হবে না।
ভাইয়া একটা বিষয়ে জানতে চাচ্ছি। আমি একটা পুরাতন ডিসকভার 150 সিসি বাইক কিনেছি। যেইটার রেজিস্ট্রেশনের মেয়াদ আরো দুই বছর আগে শেষ হয়ে গিয়েছে। ওর কাছে শুধু অ্যাকনলেজমেন্ট স্লিপ আছে কিন্তু কোন ট্যাক্স টোকেন অথবা রেজিস্ট্রেশন সার্টিফিকেট কি জিনিস এটা সে বুঝত না। এখন আমি তাকে দিয়ে জিডি করিয়েছি এবং ট্রাফিক বিভাগ থেকে ট্রাফিক ক্লিয়ারেন্স নিয়েছি। এখন ঢাকার কোন বিআরটিতে এই নাম্বারটা রেজিস্ট্রেশন করেছিল সে জানে না কারণ শোরুম থেকে করে দিয়েছিল। আমি কিভাবে বুঝতে পারব এই বাইকটা ঢাকার কোন বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করা হয়েছিল?
আগামীকাল অফিস টাইমে আপনার গাড়ির নাম্বার টা দিয়েন আমি জানিয়ে দিব কোন বিআরটিএতে করা।
Dhaka metro -lo
262052@@InformerShahed
ভাই আমি সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে গাড়ি নিয়ে ছি গাড়ির সঙ্গে শুধু শোরুমের কাগজ দিয়েছে। এখন কী ঔ শোরুমে গিয়ে আমার নামে করতে পারব??
পারবেন।
আমি একাই গেলে হবে। না আগের মালিক কে ও লাগবে
আগের মালিক ছাড়া তো কাগজপত্র আপডেট করে দিবে না।
গাড়ী হচ্ছে ঢাকা মেট্রো নাম্বার, কুমিল্লা বি আর টি এ অফিসে মালিকানা পরিবর্তন জনিত কাজ গুলো করা যাবে?
না ভাই ঢাকাতেই করতে হবে।
ভাইয়া,বাইক ব্যাংক লোন করে কিনা। ব্যাংক লোন আমার মা এর নামে তাই বাইক ব্যাংক+ মার যৌথ নামে আছে। ব্যাংক লোন পরিশোধ হয়েছে। এখন বাইক আমার নামে ট্রান্সফার করতে চাচ্ছি। কি কি কাগজ লাগবে? আর কত টাকা লাগবে?
আপনার নামে না করে আপনার মায়ের নামে করলে সহজ হবে। ৩৫০০ টাকার মতো ব্যাংক জমা। সাথে এফিডেফিট এবং ব্যাংকের থেকে ক্লিয়ারেন্স ও বোর্ড অফ রেজুলেশন লাগবে।
@InformerShahed ব্যাংকের ক্লিয়ারেন্স ও বোড অফ রেজুলেশন ব্যাংক থেকে কালেক্ট করেছি। মায়ের নামে টান্সফারের শেষে কি আমার নামে ট্রান্সফার করতে আবার আবেদন করতে হবে?
হ্যা ভাই।
ভাইয়া আমার বাইকের ট্যাক্স টোকনের মেয়াদ আর একদিন আছে... 3/9/2024 পর্যন্ত আছে। আমি যদি আগামীকাল বি আর টি এ তে জাই তাহলে কি নাম পরিবর্তন করাতে পারবো?
ট্যাক্স টোকেন আপডেট না থাকলে তো মালিকানা বদলি হয় না, যেহেতু একদিন মেয়াদ আছে কথা বলে দেখতে পারেন।
অনলাইন ছাড়া আগের মতো কি অফলাইনে আবেদন করা যাবে? মিরপুর বিআরটিএ? প্লিজ জানাবেন ভাই
না ভাই।
ভাই, মালিকানা পরিবর্তন করার জন্য কোর্ট এভিডেভিড করতে হলে গারিড় মালিক এবং ক্রেতা দুই জনেই কোর্টে উপস্থিত থাকতে হয়?
না দুজন থাকতে হয় না শুধুমাত্র ক্রেতা থাকলেও হয়।
Learner License dia ki naam change kora jabe?
লার্নার পরীক্ষা দিয়ে পাস থাকতে হবে।
বাইকের এখনও স্মার্ট কার্ড হয়নি প্রথম মালিক ফিঙ্গার দেয়নি শুধু একনলেজমেন্ট স্লিপ আছে। নাম পরিবর্তন কি সম্ভব
সম্ভব, মালিকানা পরিবর্তনের আবেদন জমা দেওয়ার দিন পূর্বের মালিক বায়োমেট্রিক দিয়ে দিবে।
আসসালামু আলাইকুম জি ভাইয়া আমি একটা সেকেন্ড হ্যান্ড বাইক নিয়েছি। ডিজিটাল নাম্বার প্লেট এবং স্মার্ট কার্ড কিছুই এখনো আসে নাই । একনলেজমেন্ট স্লিপ আছে এটা দিয়ে কি নাম ট্রান্সফার সম্ভব।
সম্ভব।
মিরপুর বিআরটি কি এখনো অফলাইনে আবেদন গ্রহণ করে। মালিকানা পরিবর্তনের জন্য।
ভাই আমার জানা নাই। হটলাইনে ফোন দিয়ে যোগাযোগ করে দেখতে পারেন।
নাম পরিবর্তন করার সময় কি গারির আগের মালিক সাথে করে নিয়ে জেতে হবে ????????
হ্যা
@@InformerShahed একদিনে কি নাম পরিবর্তন হয়ে জাবে ????
আপনি সমস্ত কার্যক্রম শেষ করে ডকুমেন্ট অফিসে জমা দিলে একদিনেই হয়ে যাবে।
Learner abong nid deye nam transfer kra jabe ?
লার্নার পাশ থাকতে হবে।
@@InformerShahed learner date diyeche 2mash pore akn ki oi learner deye kra jabe ?
না
ভাইয়া আমি গাড়ি কিনছি এখন গাড়িকে মালিকের কাছ থেকে আমার নামে নামকরণ করতে চাই কিন্তু আমার ড্রাইভিং লাইসেন্স নাই এখন কি পরিবর্তন করা সম্ভব হবে কিনা একটু জানান
মোটরসাইকেল হইলে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স লাগবে।
ভাইয়া আমার ড্রাইভিং লাইসেন্স এর মেয়াদ শেষ এখন নবায়নের জন্য আবেদন করছি কিন্তু পরিক্ষা হয় নাই, এডমিট কার্ড দিয়ে আর পুরানো লাইসেন্স এর ফটোকপি দিয়ে গাড়ির মালিকানা পরিবর্তন করা যাবে কিনা?
যাবে।
ভাই বাইকের মালিকানা পরিবর্তন এর জন্য উত্তরাধিকার সনদ কি পৌরসভা থেকে নিলে হবে? নাকি কোর্ট থেকেই নিতে হবে। প্লিজ জানাবেন।
দুইটার যেকোনো জায়গা থেকে নিলেই হবে, তবে কোর্ট থেকে নিলে বেশি ভালো হয়।
@@InformerShahed ওকে ভাই।
ভাইয়া , এখন কি মালিকানা পরিবর্তনের জন্য অনলাইনে আবেদন বাধ্যতামুলক?
না এখনো বাধ্যতামূলক হয় নাই তবে অল্প দিনের মধ্যে অনলাইনে বাধ্যতামূলক হয়ে যাবে এখনো কিছু কিছু জায়গায় অফলাইনে আবেদন গ্রহণ করে।
ভাই আমার ড্রাইভিং লাইসেন্স এর মধ্যে প্রাইভেট কার দেওয়া মোটরসাইকেল দেওয়া নাই এখন কি আমি পরিবর্তন করতে পারবো আমি কি মোটরসাইকেল কিনতে পারবো ভাই প্লিজ একটু বলেন ভাই
না ভাই।
Vai ড্রাইভিং লাইসেন্স না থাকলে কি গারি কিনতে পারব না?
মোটরসাইকেল কিনতে পারবেন না।
লার্নার কপি দিয়ে কি গাড়ীর মালিকানা পাওয়া যাবে?@@InformerShahed
না।
ভাই মালিক বিদেশ চলে গেছে। এখন কি মালিআনা পরিবর্তন করা যাবে কি
না ভাই।
নিজ জেলা থেকে কি বাইকের মালিকানা পরিবর্তন করা যাবে
আপনার গাড়ি যেই জেলায় রেজিস্ট্রেশন করা সেই জেলায় করতে হবে
ফিংগার ডেট কতদিন পরে আসে? রেজিষ্ট্রেশন করার পর ফিংগার না দিয়ে বাইক কি অন্যত্র সেল দাওয়া সম্ভব? একটা গাড়ির কয়বার মালিকানা চেঞ্জ করা যায়?
ফিঙ্গারপ্রিন্ট না দিয়ে গাড়ি বিক্রি করা যাবে কিন্তু মালিকানা বদলির সময় অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। একটি গাড়ি কতবার বিক্রি করা যায় এরকম সুনির্দিষ্ট কোন নিয়ম নাই
ভাইজান আমি গাড়ি রেজিস্ট্রেশনের জন্য টাকা জমা দিয়ে ফেলেছি আমার গাড়ির কাগজ বিআরটি তে জমা হয়নি তাহলে এখন দ্বিতীয় মালিকের নামে কিভাবে ব্যাংক ড্রাফ পরিবর্তন করতে পারবো।
ব্যাংক ড্রাফট পরিবর্তন করতে পারবেন না, চাইলে আপনার যে ব্যাংক ড্রাফট আছে সেই ব্যাংক ড্রাফট দিয়েই নতুন মালিকের নামে মালিকানা বদলি করে রেজিস্ট্রেশন করতে পারবেন।
ভাই এই কাজটি কিভাবে করববো নিয়মটা একটু বলবেন
যেই শোরুম থেকে বাইক কিনেছেন সেই শোরুমে যোগাযোগ করেন।
কয়েকদিন আগে শুনি মালিক বিদেশে চলে গেছে। তবে ছবি NID পেয়েছি।
এখন মালিকানা পরিবর্তন করার উপায়?
মালিক ছাড়া মালিকানা বদলি হবে না।
Video call ba dalal konovabei na? @@InformerShahed
ভিডিও কল অনেক যায়গায় allow করে।
বাইকের স্মার্ট কার্ড পরিবর্তন করা যায়?আমি সেকেন্ডা হ্যান্ড গাড়ি কিনেছি তাই জানতে চাচ্ছি
হ্যা যাবে।
প্রিয় ভাই আমার ড্রাইভিং লাইসেন্স নাই আমি একজনের নাম্বার করা একটা বাইক কিনতে চাই সেক্ষেত্রে আমি কিভাবে নাম পরিবর্তন করব ড্রাইভিং লাইসেন্স ছাড়া
ড্রাইভিং লাইসেন্স ছাড়া নাম পরিবর্তন করা যাবে না।
Vaiya learner diye name transfer Hobe ?
ভাই অনলাইনে যদি মালিকানা বদলির আবেদন করেন তাহলে সেখানে লাইসেন্স আপলোড করার কোন অপশন নাই, আর যদি অফলাইনে আবেদন করেন তাহলে লার্নার দিয়ে হবে না মিনিমাম পরীক্ষায় পাশ করা থাকতে হবে।
ভাই একটা পুরাতন বাইক কিনবো।কিন্তু আমার তো ড্রাইভিং লাইসেন্স নাই। এখন কিভাবে মালিকানা পরিবর্তন করতে পারি?
আগে ড্রাইভিং লাইসেন্স এর আবেদন করেন।
আমার বোনের গাড়ি রেজিষ্ট্রেশন পটুয়াখালী বিআরটিএ রেজিষ্ট্রেশন করা,আমি ঢাকার গাড়ি চালাতে চাই সে ক্ষেত্রে কি মালিকানা পরিবর্তন জরুরি?
হ্যাঁ অবশ্যই।
ভাই সেক্ষেত্রে ট্যাক্স টোকেন কিভাবে করবো?? ১০ বছর মেয়াদ
টাকা জমা দিয়ে অফিসে যোগাযোগ করবেন।
@@InformerShahed ৫ দিন আগে মালিকানা পরিবর্তনের ওনারসিপ ট্রান্সফারের স্লিপ দিয়েছে। কিন্তু ট্যাক্সটোকেন পাইনি আমার নামে
ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ হলে যখন ট্যাক্স টোকেন নবায়ন করবেন তখন আপনার নামে আসবে।
@@InformerShahed ১০ বছর ওয়েট করবো?তাহলে বাইক কি ওনারসিপ স্লিপ দিয়েই চালাবো ১০ বছর?
১০ বছর মেয়াদ থাকলে আপনি ২৩ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রতিলিপি tax token এর জন্য আবেদন করবেন।
biometric er messege koto din por ase?
মালিকানা বদলি সম্পন্ন হওয়ার পরে।
আমার ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড আসে নাই
আমি e paper ড্রাইভিং লাইসেন্স.দিয়ে মালিকানা পরিবর্তন করতে পারবো
পারবেন।
nam transfer korte total koto taka lagbe..125cc bike?
আপনার সমস্ত কাগজপত্র আপডেট থাকলে ৩৪০০ টাকার মত ফি লাগবে।
ড্রাইভিং লাইসেন্স না থাকলে কি মালিক পরিবর্তন হবে কি
ড্রাইভিং লাইসেন্স না থাকলে অনেক সময়
পাস করা লার্ণার বার শুধু লার্ণার দিয়েও আবেদন করা যায়।
@@InformerShahed তাও নেই তাহলে
আগে লাইসেন্সের আবেদন করেন।
ড্রাইভিং লাইসেন্স ছাড়া কি নতুন মোটরসাইকেল রেজিস্ট্রেশন করে ক্রয় করা যায়?
না ভাই।
লার্নার লাইসেন্স দিয়ে কি পারব না?
পরীক্ষায় পাশ থাকতে হবে।
ভাই মালিক নাই কাগজ আছে কিভাবে করতে হবে পরিবর্তন?
মালিক যদি মারা গিয়ে থাকে তাহলে তার যে ওয়ারিশ আছে সেই ওয়ারিশ থেকে মালিকানা পরিবর্তন করে নিবেন
ভাই আমি একটা গাড়ি কিনবো তৃতীয় মালিক হিসেবে। প্রথম মালিক গাড়ি রেজিস্ট্রেশন করার পর বিক্রি করে, কিন্তু দ্বিতীয় মালিক এখনো ফিঙ্গার দেয়নি, সেক্ষেত্রে করনিয় কি?
দয়া করে জানাবেন।
দ্বিতীয় মালিকের নামে মালিকানা পরিবর্তন হলে দ্বিতীয় মালিককে ফিঙ্গারপ্রিন্ট দিতে বলবেন পরে আপনি মালিকানা বদলির জন্য আবেদন করবেন।
ভাই আমি আমার গাড়ি বিক্রি করছি।এখন সে যদি নাম ট্রান্সফার না করে আমার কি কোনো সমস্যা হবে।
হতেই পারে, আপনার সাবধানতার জন্য একটা এফিডেভিট করে নিবেন।
যে প্রথম বাইক কিনেছিল মালিকানা তার নামে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দেয় নাই। সে আবার আমার কাছে বাইকটি বিক্রয় করে ফেলেছে এখন আমার নামে মালিকানা চেঞ্জ করতে
কী কী করতে হবে?
বর্তমান যে মালিক সে মালিককে ফিঙ্গারপ্রিন্ট দিতে বলেন, তার থেকে এফিডেভিট করে নিয়ে অনলাইনে আবেদন করেন।
আমার বড় ভাইয়ের কাছে থেকে একটা বাইক কিনেছি, বাইকের রেজিষ্ট্রেশন ২০২০ সালে,, গতকাল বাইকটা কিনেছি। ট্যাক্স টোকেনের মেয়াদ ২০২২ সাল পর্যন্ত আপডেট ছিল।
আগামী ২০/০৯ ২৪ তারিখ মালিকানা পরিবর্তন করবো,
কিন্তু কথা হচ্ছে,ট্যাক্স টোকেনের ডেট ফেল হয়ে গেছে।
এখন টোকেন কিভাবে আপডেট করবো, ব্যাংকে যাব, নাকি বিআরটিএতে যাব...? আরো দুই বছরের জন্য ট্যাক্স টোকেন আপডেট করব, কত টাকা খরচ লাগতে পারে..??
ট্যাক্স টোকেনে আগের মালিকের নাম, আমার নামে কিভাবে হবে.???
প্লিজ ভাইয়া বুঝিয়ে বলবেন..🙏
ব্যাংকে ২৩০০ টাকা জমা দিয়ে আগে ট্যাক্সটোকেন নবায়ন করবেন পরে মালিকানা বদলির জন্য আবেদন করবেন।
আমার বাইকের ঝালকাঠি BRTA থেকে রেজিস্ট্রেশন করা আমি কি এখন ঢাকার BRTA থেকে মালিকানা পরিবর্তন করতে পারবো?
অনলাইনে আবেদন আপনি যেকোন জায়গা থেকেই করতে পারবেন কিন্তু গাড়ি দেখানোর জন্য গাড়ি যেই BRTA থেকে রেজিস্ট্রেশন করা সেই বিআরটিএ তে যেতে হবে।
ভাই আমি প্রায় ৭ মাস আগে টাকা জমা দিয়েছি। কিন্তু ড্রাইভিং লাইসেন্স ছিল না বলে নাম পরিবর্তন করতে পারি নাই। এখন আমার ডাইভিং লাইসেন্স আছে। এখন কি নতুন করে আবার অনলাইনে এপ্লাই করতে হবে এবং টাকা জমা দিতে হবে? জানালে উউপকৃত হতাম।
হ্যাঁ নতুন করে সংশোধনের আবেদন করতে পারবেন।
বাইকের মালিকানা পরিবর্তন করলে কি স্মার্ট কাডের জন্য ছবি তুলতে হবে।
হ্যা।
ভাইয়া এইটা কি ফিংগার এর দিন? আর একটা কথা লারনার দিয়ে কি ট্রান্সফার করা যাবে,দালাল দিয়ে
না।
আমার ড্রাইভিং লাইসেন্স নেই, তাহলে কি মালিকানা পরিবর্তন করতে পারব না?
না ভাই।
ভাই আমি একটি পুরাতন গাড়ি কিনেছি ব্যাংকে টাকা জমা দিয়েছে ফাইল জমা দেয়নি আমার নামে এখন করতে চাচ্ছে কি করে
অনলাইনে বিএসপি অ্যাকাউন্ট এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
মোটর সাইকেল মালিকানা পরিবর্তন করতে কি যিনি কিনবে তার ড্রাইভিং লাইসেন্স লাগে?
জানাবেন প্লিজ
Yes.
@@InformerShahedআমি একটি পুরাতন বাইক কিনেছি। কিন্তু ড্রাইভিং লাইসেন্স নেই আমার।
চালানো শিখতে কিনাছি।
মালিকানা পরিবর্তন কিভাবে করতে পারি বা আমার করনীয় কি
ড্রাইভিং লাইসেন্স আগে করেন, পরে মালিকানা বদলির আবেদন করবেন।
মালিকানা বদলীর ক্রেতা বিক্রেতার হলফনামা কী সেই দিন অর্থাৎ বিআরটিতে আবেদন বা উপস্থিত হওয়ার তারিখের দিতে হবে ? নাহ কী পূর্বের ২ / ৩ বছরের খগের হলফনামা দিলেও হবে ?@@InformerShahed
হবে
মালিকানা পরিবর্তন করলে কি বাইকের রেজিস্ট্রেশন নাম্বার একই থাকে নাকি সেটাও পাল্টে?
একই থাকে।
ভাই আপনাকে কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। আপনি কি ময়মনসিংহ BRTA তে ছিলেন কখনো?
জী ভাই
আচ্ছা আমার যদি এখন মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে কি করতে হবে?
আগে লাইসেন্সের আবেদন করবেন।
অনলাইনে মোটরযানের মালিকানা পরিবর্তনের আবেদনের ভিডিওটা খুঁজে পাচ্ছি না.... ভিডিও টা কি ডিলিট করে দিয়েছেন ভাই???
আমি খোঁজতেছি
ভাই ভিডিওতে একটু কপিরাইট ইস্যু থাকায় ভিডিওটি রিমুভ করছে ইউটিউব। আমি পুনরায় এডিট করে এই সপ্তাহে আবার আপলোড করে দিব।
@@InformerShahed ok vaiya tara tari diyen.... ♥️♥️♥️
আপনার ভিডিও দেখে দেখে অনলাইনে আবেদন করে ফেলছি।@@InformerShahed
👍👍
২ টা প্রশ্ন আছে।
নাম ট্রান্সপার করার জন্য বাইকটি সহ মালিক সহ Brta তে নিয়ে যাওয়া লাগবে?
১ দিনে সব করে দেয় নাকি দিনের পর দিন হয়রানি করে?
গাড়ি এবং মালিকসহ বিআরটিএতে উপস্থিত হতে হবে, এক দিনেই করে দিবে।
ড্রাইভিং লাইসেন্স ছাড়া কি মোটরসাইকেলের মালিকানা পরিবর্তন করা যাবে না
Plz জানাবেন
না ভাই, মালিকানা বদলি করতে হলে অফিস থেকে ড্রাইভিং লাইসেন্সের কপি চাইবে।
আমি যে দালাল ধরছি সে বলছে অনলাইনে আবেদন করা লাগবে না যেকোন একদিন গেলেই হবে এভাবে নাকি সে প্রতিমাসে ৭-৮ টা নাম পরিবর্তন করে এটা কি আদৌও সম্ভব ভাইয়া
I don't have any idea about them.
আমি ৫ মাস আগে মালিকানা পরিবর্তন করার জন্য ফাইল জমা দিছি আজও এসএমএস আসে নাই কি করব? কবে ছবি তুলবে কবে ফিংগার নিবে বুঝতে পারছি নাহ। আর কবেই বা এই কাজ কমপ্লিট হবে?
সম্ভব হলে আপনার একনলেজমেন্ট স্লিপ নিয়ে অফিসে যোগাযোগ করেন।
@@InformerShahed gisilam.bole sms dibe....but dei nah😪
ড্রাইভিং লাইসেন্স তো নাই তবে কি করণীয় 😢?
লাইসেন্সের আবেদন করে আবেদন কপি জমা দিতে পারেন।
২ মালিক যে গাড়ি নিবে তার ড্রাইভিং লাইসেন্স না থাকলে গাড়ি মালিকানা পরিবর্তন করা পসিবল
যার নামে মালিকানা পরিবর্তন হবে তার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
সেকেন্ডহ্যান্ড বাইকের মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে যদি ক্রেতার ড্রাইভিং লাইসেন্স না থাকে সেক্ষেত্রে করনীয় কি?
লাইসেন্সের আবেদন করে নিতে হবে।
@@InformerShahedড্রাইভিং লাইসেন্স আবেদনের পর যে একটা কপি বা রিসিভ দেয় সেটা দিয়ে কি নাম ট্রান্সফার করা যাবে ???
যাবে।
বাইকের মালিকানা পরিবর্তন করার পরে কি কি পেপার লাগবে বাইক চালাতে৷
মালিকানা বদলির পর যে একনলেজমেন্ট স্লিপ দিবে সেই একনলেজমেন্ট স্লিপ সাথে ট্যাক্স টোকেন এবং আপনার ড্রাইভিং লাইসেন্স।
Learner card diye ki transfer kora jabe?
লার্নার কার্ড মিনিমাম পরীক্ষায় পাশ থাকতে হবে।
ভাই মালিকানা পরিবর্তন করলে কি একদিনেই সব কাজ শেষ করা যায়, স্মার্ট কাড কতদিন পর পাবো?আর মালিকানা পরিবর্তন এর পর যদি পেপারের মেয়াদ বাড়াই,সেইখানে কি পুরান মালিকের নাম থাকবে,নাকি নতুন মালিকের।
অনলাইনে আবেদন করে একদিন অফিসে উপস্থিত হলেই হবে, মালিকানা বদলি হলে কাগজপত্র আপনার নামে চলে আসবে।
ভাই আপনার কাছে কি ড্রাইভিং লাইসেন্স করার কোন লোক আছে পরিচিত
অনলাইনে আবেদন করলেই হবে, কোন লোকের দরকার নাই।
ভাই মালিক বিদেশে থাকলে কিভাবে করব
ভাই মালিক উপস্থিত থাকতে হবে।
লার্নার দিয়ে বাইকের মালিকানা পরিবর্তন করা যাবে?
না ভাই মিনিমাম পরীক্ষায় পাশ করার পর যে স্লিপ দেয় মানে ই ড্রাইভিং লাইসেন্স দিয়ে আবেদন করতে পারবেন।
@@InformerShahed ওওও। কিন্তু আমি শুনলাম যে করা যায়।
ভাই অনলাইনে আবেদন করতে পারেন অনলাইন আবেদনে ড্রাইভিং লাইসেন্স আপলোড করার কোন অপশন নাই।
অনলাইনে মালিকানা পরিবর্তনের জন্য আবেদন করছি এক মাস হয়ে গেল.... কোন মেসেজ আসে নাই... এখন কি করব?? কতদিন সময় লাগে???
দুই তিন মাস সময় লাগে একটু অপেক্ষা করেন।
ভাই অন্য ডিস্ট্রিকের গাড়ি ঢাকাতে মিরপুরে মালিকানা পরিবর্তন করা যাবে? প্লিজ জানাবেন?
না ভাই যাবে না।
মালিকানা পরিবর্তন হলে কি বাইকের নাম্বার ও পরিবর্তন হয়ে যাবে.??
আর ট্যাক্স টোকেন ও পরিবর্তন হয়ে যাবে.??
নাম্বার পরিবর্তন হবে না। ট্যাক্স টোকেন এ শুধু নাম, বাবার নাম পরিবর্তন হবে।
ভাই তাহলে টেক্সটুকেন ও কি বি আর টি থেকে দিবে না অন লাইন থেকে কালেকশন করতে হবে।
ব্যাংক অথবা অনলাইনে।
ভাই টেক্সটুকেন এর মধ্যে আগের মালিক এর নাম আছে। মালিকানা টান্সফার করার সময় স্মার্ট কাড নতুন মালিকের নামে আসভে।সাথে কি টেক্সটিকেন অ কি নতুন করে আসবে নতুন মালিকের নামে।না আগের মত থাকবে। একটু জানায়েন।
মালিকানা বদলি হয়ে যাওয়ার পর যখন নতুন ট্যাক্স টোকেনের জন্য টাকা জমা দিবেন তখন নতুন মালিকের নামে আসবে।
ভাই আপনার নাম্বারটা দেন। এম্বাসি থেকে বলছে। ই-পেপার দিয়ে ভিসা প্রসেসিং হয় না। তাহলে এখন করনীয় কি। কোথায় গেলে স্মার্ট কার্ড পাবো প্লিজ জানাবেন
BRTA হেড অফিসে যোগাযোগ করতে পারেন।
এন আইডি কার্ডে জন্ম সাল দেওয়া ২০০২
ড্রাইভিং লাইসেন্স এর জন্ম সাল দেওয়া ২০০০
সেক্ষেত্রে কি মালিকানা পরিবর্তন করতে কোন সমস্যা হবে?
না কোন সমস্যা হবে না।
ভাইয়া আমি যদি ঢাকা মেট্রো এর গারি কিনি তাহলে কি সিলেট বি আর ট এ থেকে নাম ট্রানফার করা যাবে?
না ভাই, ঢাকাতেই করতে হবে।
ভাইয়া, আমি বাইক বিক্রি করলে কি কি কাজ করে নিতে হবে?
ক্রেতাকে এফিডেভিট করে দিবেন। আর বলবেন মালিকানা বদলি করে নিতে।
@@InformerShahed এভিডেভিড উকিলের মাধ্যমে করবো?এভিডেভিড এর পর যদি সে মালিকানা পরিবর্তন না করে আমি কি কোনো বিপদে পড়বো?
অল রেডি ২ বছর হয়ে গেছে কোনো সমস্যা হয় নি...কারন ভাই বিদেশ গেছে কবে আসবে কোনো গ্যারান্ট নাই এটার কি আইন দিবেন বলেন?
পুলিশ ধরলে মামলা দিতে পারবে।
@@InformerShahed ওরে বপরে...তা হলে তো এবার মরছি...
ড্রাইভিং লাইসেন্স না থাকলে কি মালিকানা পরিবর্তন করা যায়।
অনলাইনে আবেদন করলে ড্রাইভিং লাইসেন্স আপলোড করার কোন অপশন নাই মানে অনলাইনে আবেদন করলে আপনি করতে পারবেন।
কন্টেন বানাইছেন বাট ভয়েস কোয়ইলটি এত খারাপ যে কিছুই শোনা যায় না..বিস্বাস না হলে অন্য কারো কাছে গিয়ে আপনার ভিডিও দেখুন
দুঃখিত ভাই, আমি যখন এডিট করছি তখন তো ঠিকই ছিলো। মনে হয় আপলোড করতে গিয়ে কোন সমস্যা হইছে।
@@InformerShahed ওকে তবে ভিডিও সুন্দর হইছে
তাহলে কি ড্রাইভিং লাইসেন্স করার আগে গাড়ি কেনা যাবেনা ?
না
এইটা কি মোটরসাইকেলের মালিকানা পরিবর্তন নাকি জিবনের মালিকানা?
ভাই মোটরসাইকেলের😭😭
এন আইডি কার্ডে জন্ম সাল দেওয়া ২০০২
ড্রাইভিং লাইসেন্স এর জন্ম সাল দেওয়া ২০০০
সেক্ষেত্রে কি মালিকানা পরিবর্তন করতে কোন সমস্যা হবে?