English Medium Madrasah 01842-476160

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • এই প্রথম বাংলাদেশে হিফজুল কোরআনের পাশাপাশি ইংলিশ মিডিয়াম মাদ্রাসা "গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট"।
    আইয়ুব নগর, ওমরপুর, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
    এ-ই প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা খুব অল্প সময়ে হাফেজ হচ্ছে! শুধু তাই নয় ৫/৬ বছরের শিশুরাও সুমধুর কণ্ঠে পবিত্র কোরআন তেলওয়াত শিক্ষাসহ অনর্গল আরবি,ইংরেজি বলতে সক্ষম হচ্ছে । আলহামদুলিল্লাহ!
    ▒তাই আপনার সন্তানকে অল্প বয়সে খুব স্বল্প সময়ে পবিত্র কোরআনের হাফেজসহ ( প্লে থেকে গ্রেড ফাইভ) পর্যন্ত ইংরেজি মাধ্যমে পড়াতে ইচ্ছুক হলে আমরা আছি আপনার ৩ বছর থেকে ১০,১২ বছরের সন্তানের অপেক্ষায়।
    আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তি করার পূর্বে একবারের জন্য হলেও আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করার আমন্ত্রণ রইল।
    #আমাদের_বিভাগসমূহ:
    ১.কায়দা,আমপারা (মেয়াদ- ৩মাস)
    ২.নাযেরা বিভাগেই ৭০% মুখস্থের মত তেলওয়াত শিক্ষা দান ও ৫ পারা মুখস্থ।( মেয়াদ -১বছর)
    ৩.হিফয (মেয়াদ ১বছর)
    ৪.তামসী( শুনানি) মেয়াদ ৬মাস/১বছর।
    ৫.মুসাবাক্বাহ( প্রতিযোগিতা) বিভাগ।
    ৬.জেনারেল (প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ইংরেজি মাধ্যম)
    ৭.মাদানী নেসাব (১ম,২য় বর্ষও ৩য় বর্ষ )
    █ আমাদের বৈশিষ্ট্য সমূহ
    1️⃣ আবাসিক/অনাবাসিক /ডে-কেয়ার শিক্ষার্থীদের জন্য থাকছে শীততাপনিয়ন্ত্রিত CIP/V.V.I.P/V.I.P/General Section
    2️⃣ খোলামেলা মনোরম প্রাকৃতিক পরিবেশ।
    এছাড়া শিশুদের বিনোদনের জন্য রয়েছে সুবিশাল কিডস প্লে জোন। ১০০% সিকিউরিটি নিরাপত্তাসহ সার্বক্ষণিক সি.সি ক্যামরা দ্বারা নিয়ন্ত্রিত।
    3️⃣ আমাদের Medical Room রয়েছে যেখানে MBBS ডাক্তারের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
    4️⃣ কোরআন শিক্ষা ও হিফজুল কোরআনের ক্ষেত্রে গ্রুপ প্রতি ৬ জন অথবা ১০ জন শিক্ষার্থীর পাঠদানের জন্য ১জন বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রাপ্ত নিবেদিতপ্রাণ অভিজ্ঞ শিক্ষক নিযুক্ত থাকেন। তারা সার্বক্ষণিক শিশুদেরকে আনন্দের সাথে শাসন বিহীন, মজা করে মুখে মুখে মশ্বকের মাধ্যমে হাতে কলমে পাঠদান করিয়ে থাকেন। যাতে ৪ বছর বয়সি শিশু ভর্তি হওয়ার এক/দেড় বছরের মধ্যে নাজেরা শেষ করে হিফয শুরু করার যোগ্য হিসেবে গড়ে উঠে।
    5️⃣ মেধা অনুযায়ী তাকত্বী,তদভীর ও হদর মশকের মাধ্যমে পূর্ণ কোরআনুল কারীমের দরস সম্পন্ন করে নাজেরা বিভাগেই ৫ পারা হিফয সম্পন্নসহ ৭০% পুরো কুরআনুল কারিম মুখস্থের মতো তেলাওয়াত শিক্ষা দানের পর হিফজ বিভাগে উত্তীর্ণ করা হয় ।
    6️⃣ ভর্তি হওয়ার ৩ বছরের মধ্যে অনর্গল ইংলিশে কথা বলতে সক্ষম হয়,এবং ভর্তির ৫ বছরের মধ্যে ইংরেজি -আরবি ও বাংলায় ইসলামিক বিভিন্ন মৌলিক বিষয় নিয়ে বিষয় ভিত্তিক বক্তব্য দিতে সক্ষম হয়!
    7️⃣ (আবাসিক, অনাবাসিক,ডে-কেয়ার) শিক্ষার্থীদের জন্য দৈনিক রুটিন অনুযায়ী মানসম্মত তিন বেলা খাবার চার বেলা নাস্তা।খাবার খাইয়ে দেওয়া। গোছল করিয়ে দেওয়া। নখ কেটে দেওয়া। চুল কেটে দেওয়া। কাপড় ধৌত করে ইস্ত্রী করে যার যার বেডে পৌঁছে দেওয়াসহ সার্বক্ষণিক শিশুদের টেক কেয়ারের সু- ব্যবস্থা রয়েছে। যাতে একজন শিশুর শারিরীক মানসিক পেশার ক্রিয়েট না পড়ে। এছাড়া শিশুদের অতিরিক্ত প্রয়োজনীয় চাহিদা মেটাতে নিজস্ব ক্যান্টিন রয়েছে। ।
    8️⃣ এই প্রতিষ্ঠানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ফরজ ও সুন্নাত,তালীম তরবিয়তের প্রতি বেশি গুরুত্ব দেওয়া।
    তাই আপনার সন্তানকে অল্প বয়সে খুব স্বল্প সময়ে পবিত্র কোরআনের হাফেজসহ ( প্লে থেকে গ্রেড ফাইভ) পর্যন্ত ইংরেজি মাধ্যমে পড়াতে ইচ্ছুক হলে পাশাপাশি তালিম তরবিয়তে দীক্ষিত ও আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করাতে আজই যোগাযোগ করুন -
    #সহজ_যাতায়াতঃ-ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যাত্রাবাড়ি হয়ে চিটাগাং রোড নেমে সিদ্ধিরগঞ্জপুল বটতলা ১০০ গজ পূর্বে, বি- ব্লক,হোল্ডিং নং ২১২,আইয়ুব নগর,ওমরপুর-৫, নারায়ণগঞ্জ। #গ্লোবাল_এডুকেশন_ইনস্টিটিউট।
    যোগাযোগ --
    ©+8801842-476160 (imo/WhatsApp) Chief
    ©+8801722-476160( Office) (imo/WhatsApp)
    ©+8801972476160 (General information)
    ©+8801670318100( Chief Coordinator)
    ©+8801940878949 (General Coordinator)

ความคิดเห็น • 21

  • @amazing8874
    @amazing8874 ปีที่แล้ว

    মাশাল্লাহ অনেক সুন্দর

  • @mdpolash84
    @mdpolash84 ปีที่แล้ว

    মাশাআল্লাহ্ আমার ছেলেকে এই মাদ্রাসা পড়াবো ইনশাআল্লাহ

  • @abc9454
    @abc9454 ปีที่แล้ว

    💝💝

  • @kaziahmed4921
    @kaziahmed4921 11 หลายเดือนก่อน

    আসসালামুআলাইকুম এখানে কি মেয়েদের হিফজ করানো হয়

  • @azizulislam-fs7nz
    @azizulislam-fs7nz 4 หลายเดือนก่อน

    আপনাদের এখানে ভর্তি ফি কত মাসিক বেতন কত জানালে

  • @kamalnova3149
    @kamalnova3149 ปีที่แล้ว

    Mashallha..onk sundor....Ar shakha r kothay ki ase ..?❤❤

  • @azizulislam-fs7nz
    @azizulislam-fs7nz 4 หลายเดือนก่อน

    ওদের এখানে ভর্তি ফিস মাসিক খরচ কত

  • @MdRepon-ty2jl
    @MdRepon-ty2jl 4 หลายเดือนก่อน

    বেতন কত জানাবেন

  • @AbuTaher-vy7rb
    @AbuTaher-vy7rb 9 หลายเดือนก่อน

    আচ্ছালামলাইকুম এখানেকি মেয়েদের পড়ানো হই আর বর্তি কত আর মাসিক বেতন কত টাকা

  • @jhraton5563
    @jhraton5563 ปีที่แล้ว +1

    আসসালামু আলাইকুম মাদ্রাসার মাসিক বেতন কত আমার ছেলে মোহাম্মদ জাকারিয়া হোসেন বয়স চার আমি একজন দিন

  • @user-dl1ng4xt2g
    @user-dl1ng4xt2g ปีที่แล้ว

    আপনাদের ইংলিশ কোর্স কবে হবে?

  • @saidurrahman2827
    @saidurrahman2827 10 หลายเดือนก่อน

    Mirpur e shakha ache

  • @mdtimam4872
    @mdtimam4872 ปีที่แล้ว

    অনুগ্রহ পূর্বক একটু জানাবেন, এখানকার ভর্তি ফি কতো ?

    • @halimabegum5328
      @halimabegum5328 10 หลายเดือนก่อน

      আমিও জানতে চাই

    • @Mehadi_Hasan2211
      @Mehadi_Hasan2211 26 วันที่ผ่านมา

      এরা এতগুলো ভিডিও বানাইছে এতগুলো লোক কমেন্টসে জানতে চাইছে বিভিন্ন প্রশ্ন একটারও উত্তর তারা দেয় নাই, এটা কি ভাবে হইতে পারে?

  • @MdKaif-tl3dv
    @MdKaif-tl3dv ปีที่แล้ว

    মাসিক বেতন কত

  • @MdNazmul-zd9hu
    @MdNazmul-zd9hu 8 หลายเดือนก่อน

    খরচ কেমন?

  • @jannatulferdousanika323
    @jannatulferdousanika323 ปีที่แล้ว

    Khoroj kmn