১৯৫৬ সালে কাবুলিওয়ালা ছবিটি একটি চিরকালীন, অনবদ্য ছবি 👌 জাতীয় পুরস্কার ছাড়াও বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিলভার বিয়ার পুরস্কার অর্জন করেছিল ✌ কাবুলিওয়ালার কায়দা রপ্ত করার জন্য ছবি বিশ্বাস একজন আসল কাবুলিওয়ালাকে নিজের বাড়ীতে অনেকদিন রেখেছিলেন। ছবি বিশ্বাসের হয়ে কেউ প্রক্সি দিয়েছিল এই চাঞ্চল্যকর ( আগন্তুকের রবি ঘোষের ভাষায় ' সেন্সেশনাল নিউজ) তথ্যের উৎস জানবার অসম্ভব আগ্রহ রইলো😮
এই ঘটনা সবিস্তারে লিখে গেছেন পরিচালক তপন সিনহা স্বয়ং। 1978 সালে উনি একটি স্মৃতিকথা লেখেন যার নাম ছিল - "বায়োস্কোপের বাঁকে বাঁকে"। সেখানেই 6 নম্বর পরিচ্ছেদে উনি এই ঘটনা বিস্তারিত লেখেন। পরবর্তীকালে দে'জ পাবলিশিং হাউজ থেকে ওনার সমস্ত লেখা একত্রিত করে একটি গ্রন্থ প্রকাশিত হয়। তার নাম - "চলচ্চিত্র আজীবন"। বইটি 2009 সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয়েছিল। সেই বইয়ে স্বাভাবিকভাবেই "বায়োস্কোপের বাঁকে বাঁকে" লেখাটিও স্থান পায়।বইটির 22 এবং 23 নম্বর পৃষ্ঠায় এই নির্দিষ্ট ঘটনাটি পাওয়া যাবে। তাছাড়া 2011 সালে ডিসেম্বর মাসে 'আনন্দলোক' ম্যাগাজিনের একটি বিশেষ কালেক্টরস ইস্যু প্রকাশিত হয়। সেই সংখ্যায় 31 নম্বর পাতায় তপন বাবুর ওই লেখাটি (সম্পুর্ন লেখাটি নয়, শুধুমাত্র 'কাবুলিওয়ালা' সম্পর্কিত অংশটি) পুনঃমূদ্রিত হয়। উল্লেখিত সব বইগুলিই আমাদের লাইব্রেরিতে আছে।
ইনাদের ব্যাখ্যা আমাদের মত অভাজন দের চিন্তা শক্তির বাইরে .....ইনাদের মতো রসিক ....সৃজনশীল ....মননশীল মহাপুরুষ দের প্রণাম করে আমরা ধন্য হই ........আপনি কিন্তু আমার সুগার বৃদ্ধি বন্ধ করবেন না .......চালাইয়া যান 🙏🙏
সেই সব পুরনো দিনের ছবি।। পুরনো দিনের কথা।। এতকাল বাদে নতুন করে জানা।। 🪔 এহেন অস্থির সময়ে।। লাটুবাবু ছাতুবাবুদের রাজত্বে।। খানিক ভালোলাগা।। 💐 পছন্দের চ্যানেলটিকে যথারীতি সাবস্ক্রাইব করা হল ।। 🎊 সঙ্গে আন্তরিক শুভেচ্ছা ছড়িয়ে দেওয়া হল ।।
সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করতে ট্যাক্স লাগেনা এটা ঠিক। কিন্তু একটু বুঝে শুনে কমেন্ট করবেন আমাদের ভিডিওতে। তপন সিনহা স্বয়ং লিখেছেন এই ঘটনা। কোন বইয়ে কত নম্বর পৃষ্ঠায় সেই লেখা ছাপা হয়েছে সব বলতে পারি। আমাদের নিজেদের লাইব্রেরিতে সেই বই সংরক্ষিত আছে। কিন্তু আমার প্রশ্ন হলো যে আমি তথ্যসূত্র দেওয়ার পর আপনি দুঃখ প্রকাশ করে আপনার কমেন্ট প্রত্যাহার করবেন তো? আপনি এটা আমাকে জানান তারপর আমি বিস্তারিত তথ্যসূত্র দিচ্ছি। আমাদের প্রায় সবকটি ভিডিওর সবিস্তারে তথ্যসূত্র আমরা দিতে পারি। আপনার উত্তরের অপেক্ষায় রইলাম।
অনেক ধন্যবাদ। এই অসাধারণ খবর পরিবেশনের জন্য
আন্তরিক ধন্যবাদ জানাই। খুব ভালো থাকবেন।
❤❤❤❤❤❤❤❤
আন্তরিক ধন্যবাদ জানাই।
খুব ভালো লাগলো। অসাধারন তথ্য দিলেন। ধন্যবাদ জানাই।❤
আন্তরিক ধন্যবাদ জানাই। খুব ভালো থাকবেন।
আহা,আহা, কি অপূর্ব তথ্য জানলাম
আর রিমি দি তোমার জন্য থাকলো অনেক ভালোবাসা
আন্তরিক ধন্যবাদ জানাই।
অসাধারণ একটি তথ্য জানলাম। কাবুলিওলার প্রক্সি। দারুন। রিমিকে অনেক ধন্যবাদ ❤🎉
আপনাদের ভালো লাগাটাই আমাদের কাছে সবথেকে বড় প্রাপ্তি।
১৯৫৬ সালে কাবুলিওয়ালা ছবিটি একটি চিরকালীন, অনবদ্য ছবি 👌 জাতীয় পুরস্কার ছাড়াও বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিলভার বিয়ার পুরস্কার অর্জন করেছিল ✌ কাবুলিওয়ালার কায়দা রপ্ত করার জন্য ছবি বিশ্বাস একজন আসল কাবুলিওয়ালাকে নিজের বাড়ীতে অনেকদিন রেখেছিলেন।
ছবি বিশ্বাসের হয়ে কেউ প্রক্সি দিয়েছিল
এই চাঞ্চল্যকর ( আগন্তুকের রবি ঘোষের
ভাষায় ' সেন্সেশনাল নিউজ) তথ্যের উৎস জানবার অসম্ভব আগ্রহ রইলো😮
এই ঘটনা সবিস্তারে লিখে গেছেন পরিচালক তপন সিনহা স্বয়ং। 1978 সালে উনি একটি স্মৃতিকথা লেখেন যার নাম ছিল - "বায়োস্কোপের বাঁকে বাঁকে"। সেখানেই 6 নম্বর পরিচ্ছেদে উনি এই ঘটনা বিস্তারিত লেখেন। পরবর্তীকালে দে'জ পাবলিশিং হাউজ থেকে ওনার সমস্ত লেখা একত্রিত করে একটি গ্রন্থ প্রকাশিত হয়। তার নাম - "চলচ্চিত্র আজীবন"। বইটি 2009 সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয়েছিল। সেই বইয়ে স্বাভাবিকভাবেই "বায়োস্কোপের বাঁকে বাঁকে" লেখাটিও স্থান পায়।বইটির 22 এবং 23 নম্বর পৃষ্ঠায় এই নির্দিষ্ট ঘটনাটি পাওয়া যাবে।
তাছাড়া 2011 সালে ডিসেম্বর মাসে 'আনন্দলোক' ম্যাগাজিনের একটি বিশেষ কালেক্টরস ইস্যু প্রকাশিত হয়। সেই সংখ্যায় 31 নম্বর পাতায় তপন বাবুর ওই লেখাটি (সম্পুর্ন লেখাটি নয়, শুধুমাত্র 'কাবুলিওয়ালা' সম্পর্কিত অংশটি) পুনঃমূদ্রিত হয়।
উল্লেখিত সব বইগুলিই আমাদের লাইব্রেরিতে আছে।
Darun tothyo.
Khub valo laglo shune
আন্তরিক কৃতজ্ঞতা রইল।
ইনাদের ব্যাখ্যা আমাদের মত অভাজন দের চিন্তা শক্তির বাইরে .....ইনাদের মতো রসিক ....সৃজনশীল ....মননশীল মহাপুরুষ দের প্রণাম করে আমরা ধন্য হই ........আপনি কিন্তু আমার সুগার বৃদ্ধি বন্ধ করবেন না .......চালাইয়া যান 🙏🙏
😅😊
আপনারা আছেন বলেই আমিও চালিয়ে যাচ্ছি।
@@gdstudioofficial ব্যঙ্গ বোঝার অক্ষমতা😅
@@gdstudioofficialকিন্তু আপনি কি করে জানলেন ? তথ্য-প্রমাণ কি আছে ? সেগুলো পি.ডি.এফ্. ফর্ম্যাটে আপলোড করুন, তবেই তো আপনার দাবির সত্যতা প্রমাণ হবে ।
My one of the favourite film Kabuliwala, Chhobi Biswash is my most favorite actor.
ঠিক বলেছেন। উনি আমাদের সকলেরই ভীষন প্রিয়। আন্তরিক ধন্যবাদ জানাই।
দারুন❤
আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
সেই সব পুরনো দিনের ছবি।। পুরনো দিনের কথা।। এতকাল বাদে নতুন করে জানা।। 🪔 এহেন অস্থির সময়ে।। লাটুবাবু ছাতুবাবুদের রাজত্বে।। খানিক ভালোলাগা।। 💐 পছন্দের চ্যানেলটিকে যথারীতি সাবস্ক্রাইব করা হল ।। 🎊 সঙ্গে আন্তরিক শুভেচ্ছা ছড়িয়ে দেওয়া হল ।।
আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনার এই অসামান্য কমেন্ট আমাদের কাছে এক পরম প্রাপ্তি। খুব ভালো থাকবেন।
আরে বাঃ 🙏🏻🙂দারুন তো 🙏🏻
আন্তরিক ধন্যবাদ জানাই।
খুব সুন্দর একটি প্রতিবেদন। এই সব ঘটনা জানতে পেরে আমি আনন্দিত।
আপনাদের ভালো লাগাটাই আমাদের পরম প্রাপ্তি।
KABULIWALA IS WRITTEN BY RABINDRANATH TAGORE IS REMAIN A GREAT 👍 👌 MOVIE 🎬 🎞 🎥 OF ALLWAYS, THANKS 😊 FOR YOUR HARDWORK 🎉🎉🎉🎉🎉💕💝👀👁🙏🙏🙏🙏🙏🙏🙏
আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
অসাধারণ তথ্য।❤❤❤❤❤❤❤
আন্তরিক ধন্যবাদ জানাই।
আপনার উপস্থাপনা আমার খুব ভালো লাগে, একটাও মিস করি না।
আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এভাবেই পাশে থাকবেন।
Tokhon so sikkhito director chhilen
আন্তরিক ধন্যবাদ জানাই।
Kotha theke pan Aisab ajgubi galpo.
সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করতে ট্যাক্স লাগেনা এটা ঠিক। কিন্তু একটু বুঝে শুনে কমেন্ট করবেন আমাদের ভিডিওতে। তপন সিনহা স্বয়ং লিখেছেন এই ঘটনা। কোন বইয়ে কত নম্বর পৃষ্ঠায় সেই লেখা ছাপা হয়েছে সব বলতে পারি। আমাদের নিজেদের লাইব্রেরিতে সেই বই সংরক্ষিত আছে। কিন্তু আমার প্রশ্ন হলো যে আমি তথ্যসূত্র দেওয়ার পর আপনি দুঃখ প্রকাশ করে আপনার কমেন্ট প্রত্যাহার করবেন তো? আপনি এটা আমাকে জানান তারপর আমি বিস্তারিত তথ্যসূত্র দিচ্ছি।
আমাদের প্রায় সবকটি ভিডিওর সবিস্তারে তথ্যসূত্র আমরা দিতে পারি।
আপনার উত্তরের অপেক্ষায় রইলাম।
এরা কমেন্ট করে জাহির করতে চায়, কত বোদ্ধা। আদৌ ছবিটা দেখেছে কিনা সন্দেহ আছে।