ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

ঝরে পড়া শিক্ষার্থীদের নিয়ে হরিলুট | Investigation 360 Degree | EP 336 | Jamuna TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 มี.ค. 2023
  • প্রাথমিক বিদ্যালয় থেকে যে সকল শিক্ষার্থী ঝরে পড়েছে, তাদের জন্য ২০১৮ সালে একনেকে পাস হয় ৩ হাজার ২৬০ কোটি টাকার একটি প্রকল্প। বাস্তবায়ন ২০২১ সালের ডিসেম্বর থেকে শুরু হয়। প্রকল্পে ছাত্র-ছাত্রীদের মাসিক ভাতাসহ নানান ধরণের সুযোগ-সুবিধা দেয়ার কথা। কিন্তু আমাদের অনুসন্ধানে উঠে এসেছে দুর্নীতির এক অভিনব চিত্র ।
    দেখুন আমাদের আজকের অনুসন্ধান "ঝরে পড়া শিক্ষার্থীর নিয়ে হরিলুট'।
    ঝরে পড়া শিক্ষার্থীদের নিয়ে হরিলুট | Investigation 360 Degree | EP 336 | Jamuna TV
    - Subscribe to our channel: / jamunatvbd
    - Follow us on Twitter: / jamunatv
    - Find us on Facebook:
    - Check our website: www.jamuna.tv
    #JamunaTelevision #JTV #investigation360
    #crime
    #investigation
    #jamunatvinvestigation
    #jamunatelevision

ความคิดเห็น • 182

  • @shorifuddin1736
    @shorifuddin1736 ปีที่แล้ว +43

    ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলের অব্যবস্থাপনা সরকারি টাকা আত্মসাৎ এবং,দুর্নীতি নিয়ে বিস্তারিত তুলে ধরার জন্য যমুনা টেলিভিশনের 360 ডিগ্রির সকল সাংবাদিক ভাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আল্লাহু যমুনা টেলিভিশনের ক্রাইম,সাংবাদিক ভাইদের ভালো রাখুন আমিন তাওয়াক্কালতু আলাল্লাহ

  • @mdmahmodulhasan
    @mdmahmodulhasan ปีที่แล้ว +11

    যমুনা টেলিভিশনের 360 ডিগ্রির সকল সাংবাদিক ভাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ

  • @moustakimbilla5671
    @moustakimbilla5671 ปีที่แล้ว +11

    আপনাদের মতো মানুষ এই দেশে বড্ড প্রয়োজন..
    চাইলে আপনার দেশটা পাল্টে দিতে পারেন সংবাদিক ভাইরা..
    অভিরাম ভালোবাসা রইল...🥰🥰🥰

  • @byebye703
    @byebye703 ปีที่แล้ว +8

    ধন্যবাদ আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী কে, এধরনের যুগুপযোগী প্রজেক্ট বাস্তবায়নের জন্য। অনেকে অনেক অনেক এবং অনেক উন্নয়ন হচ্ছে।

  • @MijanurRahman-jf4go
    @MijanurRahman-jf4go ปีที่แล้ว +9

    প্রত্যেকটি প্রকল্পে হরিলুট। এটাই বাংলাদেশ

  • @RTCREATION103
    @RTCREATION103 ปีที่แล้ว +1

    যমুনা টিভিকে ধন্যবাদ দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য।

  • @ramendusekhor
    @ramendusekhor ปีที่แล้ว +2

    বাহ্ বাহ্ বাহ্ কি সুন্দর করে গুছিয়ে হরিরলুট চলছে...সোনার বাংলা

  • @mdsf632
    @mdsf632 ปีที่แล้ว +2

    যমুনা টেলিভিশনের ৩৬০ ড্রিগ্রী সকল সাংবাদিক ভাইদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সেই সাথে নরসিংদী জেলায় এমন তদন্ত করার জন্য অনুরোধ করছি।

  • @bodiulalom8029
    @bodiulalom8029 ปีที่แล้ว +2

    যমুনা টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ, তারা জনগণকে সচেতন করে দিচ্ছে। তাদের এই সব তথ্যমুলক অনুসন্ধান যেন সরকারের উদ্ধতন কর্মকর্তাদের নজরে আসে,এবং আইনগত ব্যবস্হা নেওয়া হয়।

  • @ohhi6059
    @ohhi6059 ปีที่แล้ว +7

    ওরে বাটপারি...এ যেন মহা দূর্নীতি

  • @238sohail
    @238sohail ปีที่แล้ว +9

    আমাদের এলাকাতেও একই অবস্থা। সব গুলোই প্রাইমারি আর মাদ্রাসার স্টুডেন্ট। আর শিক্ষক নিয়োগ পেতে ১৫ থেকে ২০ হাজার টাকা করে নিয়েছে।

  • @asadzaman6435
    @asadzaman6435 ปีที่แล้ว +3

    সরকারি টাকা আত্মসাৎ বা অপচয়ের সাথে যারাই জড়িত তাদের সকলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

  • @sumona4655
    @sumona4655 ปีที่แล้ว +1

    Dhonnobad jomuna tv o investigation 360 degree team ke 💕🇧🇩

  • @saariftravel5492
    @saariftravel5492 ปีที่แล้ว +3

    জীবনের আনন্দ সেদিন তুমি পাবে যেদিন তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে 👉🔔🔥🔥

  • @ashimhalder1460
    @ashimhalder1460 ปีที่แล้ว

    সার আপনাদের অনেক ধন্যবাদ, আইনের আওতায় ওদের শাস্তি দেওয়া হোক ❤❤❤

  • @mdakramhossain2161
    @mdakramhossain2161 ปีที่แล้ว +1

    আপনাদের কে ধন্যবাদ ,,সকলের সামনে নিউজটি প্রকাশ করার জন্য,,,

  • @sumonmia1602
    @sumonmia1602 ปีที่แล้ว +1

    ধন্যবাদ যমুনা টিভি কে

  • @mdbiplobhossain2821
    @mdbiplobhossain2821 ปีที่แล้ว +4

    informative investigation.... Jamuna tv...thanks a lot...💙💙💙

  • @rakiprakiproy-tu8pb
    @rakiprakiproy-tu8pb ปีที่แล้ว +1

    ধন্যবাদ জানায় 360 ডিগ্রী টিমকে

  • @hafezabdullahalmamun56
    @hafezabdullahalmamun56 ปีที่แล้ว

    ধন্যবাদ 360 কে।

  • @mahmud8764
    @mahmud8764 ปีที่แล้ว +3

    প্রতি শিশুর জ্যন একটি কোরে ইউনিক id দিতে হবে যা onlina থাকবে এবং প্রতিটি school নথি ভুক্ত থাকবে। এর থেকে এক schoolথেকে অন্য schoola গেলে ঐid দিয়ে জানা যাবে কে কোন schoolএ পড়ে।কোনো schoola নাম নথি ভুক্ত থাকলে সরকারি খাতায় এক বারি ভর্তি হবে।

    • @mahmud8764
      @mahmud8764 ปีที่แล้ว

      দেশের প্রতেক মানুষের একটি কোরে পরিচয় পত্র থাকতে হবে যাতে এক টি ইউনিক 14নাম্বারের ভারচুয়াল idথাকবে।তবে কিছুটা দূরনিতি আটকানো যাবে।

    • @mahmud8764
      @mahmud8764 ปีที่แล้ว

      ১৪numberযে ইউ নিক id kora হবে তা প্রত্যেক মানুষ এর ১০আঙ্গুলের ছাপ,ছবি,ঠিকানা,চোখ এর রেটিনার ছবি দিয়ে কোরতে হবে।

  • @kamruzzamansintu5145
    @kamruzzamansintu5145 ปีที่แล้ว

    অনেক অনেক ধন্যবাদ ভাই, ইউপিসি রেজাল্ট তারা দেননি, আমরা হাইকোটে রীট করেছি, তারপরও তারা উপজেলা প্রোগ্রাম ম্যানাজার পদে নিয়োগ দেয়নি।

  • @MARUPT
    @MARUPT ปีที่แล้ว +1

    আমাদের স্কুলে শিক্ষার নামে ব্যাবসা চলছে, আমাদের উপর বিভিন্ন মানসিক প্রেসার সৃষ্ট করছে,,, প্লিজ আমাদের সাহায্য করুন,,, প্লিজ 😔😔😔😔

  • @bipputuni
    @bipputuni ปีที่แล้ว +1

    নারায়ণগঞ্জের বন্দরে নবীগঞ্জে সেইম অবস্থা। ঝড়ে পড়া শিক্ষার্থী একেবারেই নেই । তাও আমার এলাকা প্লাস আশেপাশের এলাকা নিয়ে আমার চোখের সামনে দেখা তিনটি শিখন কেন্দ্র

  • @tamimkhan7387
    @tamimkhan7387 ปีที่แล้ว

    ধন্যবাদ 360°

  • @khushbualam4764
    @khushbualam4764 ปีที่แล้ว

    সাধুবাদ জানাই যমুনা টিভিকে

  • @MdIbrahim-uo5uf
    @MdIbrahim-uo5uf ปีที่แล้ว

    Thanks team 360 ke

  • @allbdchannel11
    @allbdchannel11 ปีที่แล้ว +2

    সবার চাকরির গোড়ায় পানি ঢেলে দিলো রে 😀

  • @mdshakilreza3236
    @mdshakilreza3236 ปีที่แล้ว +1

    ধন্যবাদ

  • @thejokyandhumorous2215
    @thejokyandhumorous2215 ปีที่แล้ว +1

    আমার পরিচিত দুইটা উপানুষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠানে সেইম অবস্থা

  • @shahaalam8726
    @shahaalam8726 ปีที่แล้ว

    ভাই আপনার উপস্থনা অনেক ভালো লাগে ধন্যবাদ

  • @seek7909
    @seek7909 ปีที่แล้ว

    এমন প্রতিবেদন চমৎকার। তবে কষ্ট লাগছে এমন জোচ্চুরি চলছে দেখে!!!

  • @rawfulnelove3793
    @rawfulnelove3793 ปีที่แล้ว +1

    অনুসন্ধানী অনুষ্ঠানে ৩৬০° ডিগ্রী-ই সবার প্রিয়

  • @MdShohel-wc8yh
    @MdShohel-wc8yh ปีที่แล้ว

    নোমান ভাই আপনার মতের সাথে একমত।এমন এভিডিও আপনার থেকে আসা করছিলাম।ধন্যবাদ।

  • @tyk5620
    @tyk5620 ปีที่แล้ว

    The Digital and smart of Bangladesh জয়য়য়য়য়য়য়য়ইইই বাংলা 🇧🇩

  • @bengal3607
    @bengal3607 ปีที่แล้ว +1

    পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলের সিট বানিজ্য নিয়ে রিপোর্ট চাই

  • @SMLiton-vy7uk
    @SMLiton-vy7uk ปีที่แล้ว +4

    ঝড়ে পড়া শিক্ষার্থী না পেলে কি করবে, প্রকল্প তো চালাতে হবে। যাই হোক কিছু মানুষের কর্মসংস্থান তো হয়।

    • @sohanurrahman9733
      @sohanurrahman9733 ปีที่แล้ว

      বেতন ও দেয় না ভাই

  • @MDShantoAhmmed-io1dz
    @MDShantoAhmmed-io1dz ปีที่แล้ว

    এমন অনিয়ম দেখে আমার কান্না করতে মন চাই

  • @shorifuddin1736
    @shorifuddin1736 ปีที่แล้ว +5

    আসসালামুআলাইকুম ভাই আমার প্রশ্ন হল প্রত্যেকটা গ্রামের প্রাইমারি স্কুল আছে শিক্ষার্থীরা ঝরে পড়বে কেন আর এর বাজেট পাস করবে কেন ঝরে পড়া ইস্কুলের প্রকল্পের মাধ্যমে কোটি কোটি টাকা সাধারন জনগনের টাকা আত্মসাৎ করেছে এবং দুর্নীতি হচ্ছে

  • @md.golamrasul9485
    @md.golamrasul9485 ปีที่แล้ว +1

    সকল জেলাতে একই চিত্র।

  • @islamictune_sabbir
    @islamictune_sabbir ปีที่แล้ว +2

    গান শুনে- শুনে ঘুমানো নয়। -
    আল কুরআন শুনে
    ঘুমানো অধিকতর ভালো।

  • @BMD-banglamedia
    @BMD-banglamedia ปีที่แล้ว +1

    সবচেয়ে বড় কথা হল অভিভাবক যখন টাকার লোভে পরে তখন তারা তাদের সন্তানদের অন্ধকারে ঠেলে দিতেও চিন্তা করে না। এই অভিভাবকদের কারণে প্রাইমারিতে শিশুদের ভাল ফল পাচ্ছে না

  • @mohammadshamim4456
    @mohammadshamim4456 ปีที่แล้ว +6

    সব জায়গার একি অবস্থা। আমি নিজেও একজন উপানুষ্ঠানিক শিখন কেন্দ্রের শিক্ষক। আমরা টানা ১৪ মাস বাচ্চা পড়াচ্ছি কিন্তু কোনো বেতন পাইনি। বাচ্চারাও তাদের উপবৃত্তি পায়নি। আমরা কি আদৌ বেতন পাবোনা নাকি বিভিন্ন অজুহাত দেখিয়ে প্রতিষ্ঠানগুলো আগেই বন্ধ করে দেওয়া হবে???

  • @monirahmed8927
    @monirahmed8927 ปีที่แล้ว +2

    হরিলুট

  • @ms.madihatraders9016
    @ms.madihatraders9016 ปีที่แล้ว +2

    যারা ঝরে পরা শিক্ষার্থীর তালিকা করছে তাদের ফাসি দেওয়া হোক

  • @mahamudaakter3173
    @mahamudaakter3173 ปีที่แล้ว +2

    ভাই আমার ছেলে ক্লাস ৮ ম শ্রেনীতে পড়ে কোন স্কুলে ৮ ম শ্রেনীতে রেজিষ্ট্রেশন জন্য ১৫০০ টাকা চাচ্ছে কিন্তু এখনতো সমাপনি নাই তবে কেন রেজিষ্ট্রেশন লাগবে আর এত টাকা কেন বেশিরভাগ স্কুুল শিক্ষার নামে ব্যবসার করেছে আমার আপনাদের সহযোগিতা প্রয়োজন

  • @shovomia1856
    @shovomia1856 5 หลายเดือนก่อน

    ❤❤

  • @easyenglishbyjoy2813
    @easyenglishbyjoy2813 ปีที่แล้ว

    Same condition in our area.

  • @shymolenterprise9553
    @shymolenterprise9553 ปีที่แล้ว

    মজা পাই ...
    যথখন এই বগবগ গুলো শুনতে পাই ...
    কেউই নিয়মের বাহিরে নয়
    কেউ আইনের উর্দ্ধে নয়

  • @rjimdad5813
    @rjimdad5813 ปีที่แล้ว

    সই সম্ভব..... জয় বাংলা

  • @islamulhaque6889
    @islamulhaque6889 ปีที่แล้ว

    শুধু টাকার জন্য নিয়মিত শিক্ষার্থীদের ঝরেপড়া দেখিয়ে প্রাথমিক শিক্ষা বিভাগকে কলুষিত করছে। এই প্রকল্প বাতিল করা উচিৎ।

  • @learnforfun4706
    @learnforfun4706 ปีที่แล้ว

    এক স্কুলের শিক্ষার্থীদেন অন্য এলাকায় ঝরে পড়া দেখিয়ে তালিকা তৈরি করা হয়। যাদের চাকরি দরকার তারা এই তালিকা তৈরি করে দেয়।
    হাজার হাজার শিক্ষার্থীর তালিকা দু-একদিনের মধ্যে যাচাই-বাছায়ের জন্য থানা বা উপজেলা শিক্ষা অফিসকে দেয়া হয়। এক কিলোমিটারের মধ্যেই একাধিক উপানুষ্ঠানিক স্কুলও দেখা যায়।

  • @arfanjasim6210
    @arfanjasim6210 ปีที่แล้ว +1

    যোগাযোগ করতে চাই।

  • @ms.madihatraders9016
    @ms.madihatraders9016 ปีที่แล้ว +2

    হা হা প্রজেক্ট
    হরিলুট

  • @MdMasum-ll7vr
    @MdMasum-ll7vr ปีที่แล้ว +1

    শুরুটাই ছিল প্রতারণা।

  • @nasiruddin386
    @nasiruddin386 ปีที่แล้ว

    সারা বাংলাদেশে একই চিত্র।

  • @jakariamanik4697
    @jakariamanik4697 ปีที่แล้ว

    সেইম স্কুল আমাদের গ্রামে আছে শিক্ষার্থী ও আছে কিন্তু আজকে প্রায় ৯-১০ মাস হলো বেতন দেয় না

  • @smahasankabir491
    @smahasankabir491 ปีที่แล้ว

    জনগণের তিল তিল করে গড়ে তোলা টাকা গুলো এভাবে যাতে নয়-ছয় না হয় সেদিকে প্রধানমন্ত্রীর কঠোর ব্যবস্থা নেওয়া উচিত

  • @rajstudent640
    @rajstudent640 ปีที่แล้ว +1

    Sirajgonj বেলকুচি উপজেলার খামার উল্লাপারা বাজার por প্রাইমারি স্কুলে গেলে আর সলঙ্গা থানার দক্ষিণ পাড়া সরকারী প্রাইমারি school গেলেই বুঝতে পারবেন ক্লাস এর কোনো balai নাই

  • @jewelchakma865
    @jewelchakma865 ปีที่แล้ว

    আমাদের খাগড়াছড়িতে তো ঠিকমত বেতন পাওয়া যায়না

  • @shahidashikha5236
    @shahidashikha5236 ปีที่แล้ว

    আমাদের বাড়িতেও আছে।শিক্ষার্থী নাই। অডিডের সময় অন্য স্কুল থেকে ছাত্র আনে।

  • @akborali2379
    @akborali2379 ปีที่แล้ว

    ভাইয়া, আপনারা সকল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উপবৃত্তির টাকা সঠিকভাবে বন্টন করা হয় কি না তার একটি প্রতিবেদন প্রকাশ করুন।

  • @Sabbir666
    @Sabbir666 ปีที่แล้ว

    আমাদের শরীয়তপুর একই চিত্র

  • @farukayat
    @farukayat ปีที่แล้ว

    একটা টিভি চ্যানেল যদি পারে তাহলে কোটি টাকার প্রজেক্টে কেনো সরকারি কর্মকর্তারা পারে নাহ

  • @mohammadomarsojib9451
    @mohammadomarsojib9451 10 หลายเดือนก่อน

    বাংলাদেশের উপশিক্ষা ব্যবস্থার কথা বলে কত টাকা যে লুটপাট হচ্ছে আল্লাহ জানে

  • @abanibhusanmandal1796
    @abanibhusanmandal1796 ปีที่แล้ว +1

    কি করে ইউএনও অনুমোদন দেন?শিক্ষকগন বেতন পান না। ভাড়া দেয় না ঘর মালিককে।সব সংস্থার কিস্তি টাকায় লাগে।

  • @fattaulazim143
    @fattaulazim143 ปีที่แล้ว

    বাহ দেশের উন্নয়ন হবে কোথা থেকে???

  • @KamrulHasan-st6wc
    @KamrulHasan-st6wc ปีที่แล้ว +1

    গভঃ প্রাইমারী স্কুলে গেলে শিক্ষকগণ বলেন তাঁদের স্কুলে ঝরে পড়া শিক্ষার্থী নেই। তাহলে এই সকল স্কুলের প্রয়োজন হবে কেন? শুধুই কি সরকারী অর্থ লুটের জন‍্য? এগুলি দেখভাল করার দায়িত্ব কার?

  • @mohammadhasansondwipiii4540
    @mohammadhasansondwipiii4540 ปีที่แล้ว

    Vai amon akta school pore ache amader barir sam ne kinto kuno pola pain pore na okhane...akto dekbn plzzz😢😢😢

  • @zubareabdullah9760
    @zubareabdullah9760 ปีที่แล้ว +1

    পোল্ট্রি মুরগির যে দাদন ব্যবসা চলতেছে সেটা নিয়ে একটা

  • @mdshukuralishumon6163
    @mdshukuralishumon6163 ปีที่แล้ว

    বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ইউরোপের থেকেও উন্নত 😀😀😀 😡

  • @azharmondol8869
    @azharmondol8869 ปีที่แล้ว +1

    উপজেলা কো-অর্ডিনেটর পদ বাতিল করছে লুটপাট

  • @mahbubaaktermishu1482
    @mahbubaaktermishu1482 ปีที่แล้ว +1

    এ সব ফালতু মানুষের জন্য, যাদের প্রয়োজন তারা পাচ্ছে না সাহায্য। 😡

  • @abdurrahmanbabu5194
    @abdurrahmanbabu5194 ปีที่แล้ว

    😢😢😢😢

  • @ArifulIslam-pf8sk
    @ArifulIslam-pf8sk ปีที่แล้ว

    shob prokolbo gulo jodi pash howar agei jonoshadharon ke janiye deowa jai tahole ato durniti hotona

  • @sadiaislam8572
    @sadiaislam8572 ปีที่แล้ว

    ami oo akjon teacher akhaner,,,kintu amr akhane dakha jaii, jee protek ta students ra onno onno school o madrashai ooo pore thikace, kintu 1ta students oo thik moto 1theke 10 gorer namta oo pare na,,amader akhane ese ora motamuti valo porjai ese dariece,,,

  • @ittouch419
    @ittouch419 ปีที่แล้ว

    Beton je pay na ei khota jonno tho khono jobab nilen na.....

  • @moriomjannat-educationblog
    @moriomjannat-educationblog ปีที่แล้ว

    আমার গ্রামে আসেন ১০০ জন ঝরে পড়া শিক্ষার্থী দেখাতে পারবো ইনশাআল্লাহ।

  • @user-wp2hx1he4y
    @user-wp2hx1he4y ปีที่แล้ว

    Dollar alo toylet a jolbe😢😢😢😢

  • @ratonali6096
    @ratonali6096 ปีที่แล้ว +1

    এরা ঝরে পরেনি এদেরকে ঝরে ফালানো হচ্ছে

  • @unayesahmed3804
    @unayesahmed3804 ปีที่แล้ว

    Bangladesher majority school ar aki dosha bortomane

  • @user-dn9tx3dw7l
    @user-dn9tx3dw7l 7 หลายเดือนก่อน

    9:30 😂😂

  • @user-th2bf5lh1j
    @user-th2bf5lh1j ปีที่แล้ว

    আমার মতে সরকারের উদাসীনতা ও সংশ্লিষ্টদের মনিটরিং এবং জবাবদিহিতা দুর্নীতির মূল কারণ।

  • @sahajadasnow8715
    @sahajadasnow8715 6 หลายเดือนก่อน

    assa ora je tik moto beton pai na seta t dakaila na tomra

  • @shahidashikha5236
    @shahidashikha5236 ปีที่แล้ว

    এই সব স্কুলে কোন পড়াশুনা করাই না।

  • @nusrattushi6274
    @nusrattushi6274 5 หลายเดือนก่อน

    এর পিছনে মূল হোতা কারা তাদের বের করে দেখানো উচিত ছিলো

  • @santabd8545
    @santabd8545 ปีที่แล้ว

    Lolo fast comment

  • @sohanurrahman9733
    @sohanurrahman9733 ปีที่แล้ว

    স্কুলের শিক্ষকদের কোনো দোষই দেখছি না

  • @Paracetamol...1xp
    @Paracetamol...1xp ปีที่แล้ว

    জ্ঞান ভাই খুবই দরকার 😁😁🤣🤣

  • @IbrahimAhmed-ju2ls
    @IbrahimAhmed-ju2ls 4 หลายเดือนก่อน

    কি একটা অবস্থা 😢

  • @joshimjoshim7875
    @joshimjoshim7875 ปีที่แล้ว

    মানুষ তার পরেও সচেতন হচ্ছে না

  • @MdSalam-xw1rd
    @MdSalam-xw1rd ปีที่แล้ว

    কেমন পারেন সরকার কে নিয়ে প্রতিবেদন করেন। তারা কি করে ক্ষমতা ধরে রাখছে।

  • @sujonsujon440
    @sujonsujon440 ปีที่แล้ว

    ডিজিটাল বাংলাদেশ

  • @MDSahinkri
    @MDSahinkri 3 หลายเดือนก่อน

    Napar la bolon Ara ragakr na d assdorhi kico koran

  • @sohanurrahman9733
    @sohanurrahman9733 ปีที่แล้ว

    ওয়েভ ফাউন্ডেশন সব খেয়ে দিচ্ছে

  • @kamruzzamansintu5145
    @kamruzzamansintu5145 ปีที่แล้ว

    ডিজি সাহেব মুল হোতা, তাকে আইনের আওতায় আনা হোক, সাথে আই ই আর এর পরিচালক কে

  • @ms.madihatraders9016
    @ms.madihatraders9016 ปีที่แล้ว +1

    সবার ডায়লগ একটাই [[[[[[[[[[[[[[ ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই নাই।]]]]]]]]]]]]]]]]]

  • @palashbasak7026
    @palashbasak7026 ปีที่แล้ว

    ছি! ছি! ছি!

  • @MARUPT
    @MARUPT ปีที่แล้ว

    Help me.......... Please 😔😔

  • @mdkalam6141
    @mdkalam6141 ปีที่แล้ว

    এ সবকিছুই সরকারের তত্বাবধানেই চলছে।