উত্তরাধিকার-সমরেশ মজুমদার | উপন্যাসের সংক্ষিপ্তসার

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • উত্তরাধিকার উপন্যাসের সংক্ষিপ্তসারঃ দুই বাংলার জনপ্রিয় লেখক সমরেশ মজুমদারের অসাধারণ এক সৃষ্টি ‘উত্তরাধিকার’ উপন্যাস। প্রথমে এই উপন্যাসটি কলকাতার ‘দেশ’ পত্রিকায় নিয়মিত প্রকাশিত হতো, যা পরে বই আকারে বের হয়। বইয়ের মূল চরিত্র অনিমেষ। ‘উত্তরাধিকার’ অনিমেষের শৈশব থেকে তারুণ্যে পদার্পণের গল্প। অনিমেষের রাজনৈতিক মতাদর্শের সূচনাটা মূলত এই বইতেই। এর ধারাবাহিকতায় পরবর্তী সময়ে সমরেশ মজুমদার লিখেছেন কালবেলা ও কালপুরুষের মতো কালজয়ী উপন্যাস। ‘উত্তরাধিকার’ উপন্যাসের পটভূমিতে রয়েছে ডুয়ার্সের চা বাগান এবং জলপাইগুড়ি শহর।
    শান্ত নিরিবিলি স্বর্গছেঁড়া চা বাগান, ওপারে খুঁটিমারির জঙ্গল, এপারে আঙরাভাসা নদী, মাথার ওপরে ভুটানের পাহাড় থেকে ভেসে আসা বিষণ্ন মেঘের দল, মাঠ পেরিয়ে আসাম রোড, মদেসিয়া কুলিদের লাইন এই সব কিছু জুড়েই অনিমেষের শৈশব। ‘উত্তরাধিকার’ নিয়ে কিছু বলার শুরুতেই স্বর্গছেঁড়া চা বাগানের এই প্রশান্ত রূপটা চোখের সামনে ছবির চেয়েও বাস্তব রূপে দৃশ্যমান হয়ে উঠবে।
    চা বাগানের রাস্তায় ছুটে বেড়ানো শিশু অনিমেষ একটু একটু করে বড় হতে থাকে। চা বাগানের ব্রিটিশ কোম্পানিতে চাকরি করা তার দাদা সরিৎশেখরের পরিচিতির সুবাদে সেও চা বাগানে বড়বাবুর নাতি বলেই পরিচিত।
    তখন ছিল এক অস্থির সময়, যখন সবেমাত্র ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে।
    উত্তরাধিকার উপন্যাসের সংক্ষিপ্তসারে শব্দচয়ন করেছেনঃ আনিকা তাসনিম সুপ্তি।
    ==================================================
    Insight Reader Studio Setup:
    Microphone:
    Tascam TM-80 Large Diaphragm: amzn.to/3tlZ803
    Mixer:
    Behringer U-Phoria UMC404HD: amzn.to/3ZEWnDd
    Camera:
    GoPro HERO11 Black: amzn.to/45fp36Y
    Canon EOS Rebel T7 DSLR: amzn.to/3ZJD0ZN
    Headphone:
    OneOdio Wired Over-Ear Studio Monitor: amzn.to/45mtVai
    Spotlight:
    GVM 80W CRI97+ 5600K Dimmable LED: amzn.to/3tagzAv
    =================================================
    #উত্তরাধিকার #উপন্যাস #সংক্ষিপ্তসার #সমরেশ #মজুমদার

ความคิดเห็น • 2