Ashes এর “ নিজের জন্য “ গানের একটি লাইনের ব্যাখ্যা। ''আমি তো ভেতরে সুপ্ত প্রতিভা নিয়ে, পাপের বন্ধনে থাকা সরল মানুষ'' যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা আমাদের পাপকে সমর্থন দেই , নিটশে সেই প্রক্রিয়ার একটি নাম দিয়েছেন - ‘মাস্টার মোরালিটি’ এবং ‘স্লেভ মোরালিটি’। প্রত্যেকেই তার পক্ষে একটি যুক্তি খোঁজার যে চেষ্টা , সেই চেষ্টা ভালো এবং মন্দ'কে বিবেচনা করে হয় না। নিজেকে নির্দোষ ভাবার তাগিদ থেকে আমরা এই কাজটি করি। অর্থাৎ আমরা যখন খারাপ কাজ করি, তখনও নিজের কাছে নির্দোষ হয়ে করি। এটা একধরনের মানসিক শান্তি দেয়।
'কি যে মায়া লাগে আমার নিজের জন্য আহারে'- এ লাইনগুলো কেবল জুনায়েদ ইভান ই লিখে ফেলতে পারে। এ্যাশেজের গান শুনে যে অনুভূতি, তা লিখে বোঝানো কঠিন। এ অনুভূতির নদী বেঁচে থাক । কেবল সেই প্রার্থনায়..
৫টা ৩০ এ রিলিজ হওয়ার কথা ছিলো, ৫টা ৪০ অর্থাৎ (২টা ৪০ সৌদি আরব টাইম)পর্যন্ত অপেক্ষা করছিলাম পাইনি, পরে ঘুমিয়ে পড়ি ৩ঘন্টা(প্রায়) ঘুমিয়ে সজাগ হয়ে যাই ফোন হাতে নিয়ে প্রথমেই "নিজের জন্য" সার্স দিয়ে বের করে গানটা শুনে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ এশ্যাজ, ধন্যবাদ ইভান ভাই,ধন্যবাদ পুরো টিমকে। দূর-প্রবাস থেকে ভালোবাসা নিয়েন। ধন্যবাদ।
অনেকেই আমাদের কাছে গানটির Guitar Chord Progressions জানতে চেয়েছে। ভিডিওটি দেখলে আশা করি সব কিছু ঠিকভাবে তুলতে পারবেন। th-cam.com/video/Xc0MZK4SCQ0/w-d-xo.html Thank you Rizwan Abid
মনে পড়ে সেই গোলাপ ফুলের কথা' যে গোলাপ আমায় দিয়ে বলেছিলে অসম্ভব ভালবাসি তোমায়! মনে পড়ে আমার দেওয়া সেই ডাইরির কথা যে ডাইরির প্রথম পৃষ্ঠায় লিখে ছিলে' কখনো ছেড়ে যাবে না আমায়" মনে পড়ে সেই ১৫ টাকা দামের রিং এর কথা! যে রিং আমি তোমায় পড়িয়ে দিয়েছিলাম' আমার ঠিক মনে আছে " মধ্যরাতে যখন তুমি আমায় বলতে কোথায় তুমি? এইতো রুমে শুয়ে আছি এক্ষুনি একটু বাইরে আসো কেন কি হইছে" শীতের রাত বিছানা থেকে উঠে বাইরে এসে দাঁড়াইতাম' দেখো আবির কত সুন্দর চাঁদ! এখন আর মধ্যরাতে বিছানা থেকে উঠে চাঁদ দেখা হয় না" তুমিতো দিব্যি সুখে আছো "কারণ এখন তোমার চাঁদ দেখার মানুষের অভাব হয় না! হতভাগা সেই আমি মধ্যরাতে বিছানা থেকে উঠে চাঁদের দিকে চাইয়া থাকি আর ভাবি আমার মানুষটা ওই দূর আকাশে চাঁদের সাথে যে তারা এই তারাটা হয়তো আমার প্রিয় মানুষ! তোমার কাছ থেকে পাওয়া আমার শ্রেষ্ঠতম উপহার! তোমার দেওয়া দুঃখ" আমি বেহায়ার কাছে হিসাব চাইতে যদি কখনো আসো' তোমার ছবিতে যে পরিমাণ চোখের পানি আমি ফেলেছি ওইটার হিসাবে তো আমি কখনো তোমায় দিতে পারবো না! আফসোস কি জানো তোমার পরে আজ অব্দি কোন নারীকে ভালবাসতে পারলাম না গো! 💔😅 নিরুদ্দেশ _-_
বেকার ছেলে, ছাত্র হিসেবে খারাপ না,ইচ্ছে ছিল এইবার H.S.C দিয়ে ইউনিভার্সিটিতে পড়বো কিন্তু পরিবারের অভাবের সংসারের হাল ধরতে সপ্ন ছেড়ে চাকরির সন্ধানে ছুটছি,সেই ছেলেটি তোমার কাছ থেকে এই গানটি দেনা হিসেবে নিলাম। ইভান ভাই তোমার জন্য ভালবাসা অবিরাম। ব্রাক্ষণবাড়িয়া থেকে কমেন্ট রেখে গেলাম। নিজের জন্য। ১৫/১১/২০২০
যখন কেউ খুব একা ফিল করে, যখন কেউ তার নিজের কাছের মানুষদের কাছে নিজের স্পেস খুজে পায়না, তখনি এই গান টা তার মনে দারুণ ভাবে হিট করে। মাস্টারপিস 🤎 সবার একাকিত্ব ঘুচে যাক।
বড় ভাই মারুফ চৌধুরীর একটা ছোট অনুরোধে গান টা শুনতে আসছিলাম।তিনি বলেছিলো ভাই তুমি গানটা ২ বার শুইনো।আমি এ পর্যন্ত ৭ বার শুনে ফেলছি।তাও আমার কাছে মনে হইতেছে আমি গানটা নতুন শুনতেছি।আজকে রাতে ঘুমটা হবে বেশ ভালো একটা গান পেয়েছি। ধন্যবাদ মারুফ ভাইয়া আমাকে এইখানে আনার জন্য এবং ভালোবাসি ইভান ভাই♥
Lyrics :- আমি তো অনেকদিন আকাশের তারা গুনিনা, আমি তো এখন আর আমাকে খুঁজে পাইনা। আমি তো তোমাদের পথের কাঁটা হয়ে, আচমকা ঘৃণার মাঝে বেঁচে থাকা দায়। এই ক’টা দিন আমি বাঁচার জন্য বাঁচতে চাইনা এই ক’টা নিঃশ্বাস ফুরালে যাবো বিশ্বাস হয়না। এই ক’টা দিন আমি বাঁচার জন্য বাঁচতে চাইনা, এই ক’টা নিঃশ্বাস ফুরালে যাবো বিশ্বাস হয়না। কী যে মায়া লাগে আমার নিজের জন্য আহারে, কী যে মায়া লাগে আমার নিজের জন্য আহারে, কী যে মায়া লাগে আমার নিজের জন্য আহারে। আমি তো ভেতরে সুপ্ত প্রতিভা নিয়ে, পাপের বন্ধনে থাকা সরল মানুষ। টগবগে রক্ত বিপ্লবী নকশাল মন, দুয়োর বন্ধ ঘরে ফুরিয়ে গেছে। এই ক’টা দিন আমি বাঁচার জন্য বাঁচতে চাইনা, এই ক’টা নিশ্বাস ফুরালে যাবো বিশ্বাস হয়না, এই ক’টা দিন আমি বাঁচার জন্য বাঁচতে চাইনা, এই ক’টা নিশ্বাস ফুরালে যাবো বিশ্বাস হয়না। কী যে মায়া লাগে আমার নিজের জন্য আহারে, কী যে মায়া লাগে আমার নিজের জন্য আহারে, কী যে মায়া লাগে আমার নিজের জন্য আহারে, কী যে মায়া লাগে আমার নিজের জন্য আহারে।
ও ভাই কি শুনাইলেন,,, মাস্টারপিস,, ৪-৫ বার শোনার পর গানের লিরিক্স টা কিছুটা হলেও বুঝতে পারছি,,,, ❤️❤️❤️ আফসোস বাঙালিরা এইসব মাস্টারপিস না শুনে বলিউড নিয়ে ব্যস্ত,,😪😪
আসলেই ভাই, অনেক সময় চাইলেও আকাশের তারা গুনা যায় নাহ, অনেক সময় নিজের জন্য মায়া বাড়িয়ে আর কোনো লাভ হয় না। নিজের চলে যাওয়ার সময়টার জন্য নিজেকেই অপেক্ষা করা লাগে। 🖤 কমেন্ট টা পরবর্তী প্রজন্মের জন্য রেখে গেলাম, যাতে তারা বুঝে Ashes কোনো নাম না, এটা একটা আবেগ,অনুভূতি, ভালোবাসা 💝 #take_love_Ashes🤘
উরে যাওয়া পাখির চোখে কাজল মুছে গেছে অভিমান এ না খেয়ে ঘুমিয়ে গেছে তোমরা কি তাকে বুঝাবা না। --- এতো সামান্য বাতাসে জরে পরে গেলে কিভাবে ধারাবে কাল বৈশাখি জরে? ইভান ভাই❤😍
ভাই! #বান্দরবনের আছি এখন... কি বলব ভাই.... (খোদার কসম) #গানটা স্টার্ট করার পর পুরো বান্দরবনটাই একদম নিস্তব্ধ হয়ে গেল।🤘 [ ১০০ বছর পরও যদি কারো গান শুনার অনুভুতি জাগ্রত হয় তাহলে সে সবার আগে #ASHES খোঁজে নিবে!🤘✋🤘] #সবার প্রতি ভালোবাসা রইল♥
2:38 গানের এই অংশটুকু জাস্ট মাথার ভেতরে হিট করে কতবার যে শুনছি আল্লাহ জানে অনেক অনেক ভালোবাসা রইলো ইভান ভাই ভবিষ্যতে এইরকম আরও সুন্দর সুন্দর গান উপহার দিন
@@almamunhriday9044 আমরা কখনো কোন ব্যান্ডকে ছোট করে দেখি না, প্রত্যেকটা ব্যান্ডর আলাদা একটা বৈশিষ্ট্য থাকে, সে ক্ষেত্রে ড্রিপেশনের মহাঔষুধ হলো, আর্টসেল অথবা অর্থহীন।
"এই কটা দিন ,আমি বাঁচার জন্য বাঁচতে চাইনা এ কটা নিঃশ্বাস ফুরালে যাবো, বিশ্বাস হয়না " ভাবলেও বিশ্বাস হয়না, কতগুলি সময় তোমার করে দিয়েছিলাম, কতগুলো মুহূর্ত তোমার জন্য হারিয়েছি।। কোনোদিনও ফিরে আসবে না আমার নির্দিষ্ট সময়।। ভাবলে অবাক হই যে এই কটা নিঃশ্বাস ফুরালেই চলে যাবো, বিশ্বাসই হয়না। তারপর নিজেকে আবার বুঝাই যে এই কটা দিন খালি বাঁচার জন্য বাঁচতে চাইনা। বাঁচতে চাই তোমাকে ভুলে ।। কিন্তু সেটাও তো পারিনা ।। এজন্যে নিজেকে মাঝে মাঝে ঘৃনা করতে গিয়ে ও করিনা ।। কারণ - "কি যে মায়া লাগে আমার,নিজের জন্যে । আহারে।।" ...
আব্বু মারা যাবার পর , আত্মীয় স্বজনরা বন্ধুরা এমন কি ৫ বছরের ভালোবাসা আমাকে ছেড়ে চলে গেছে আপনার গানের প্রতিটি লাইন আমার কানে বাজে এখন প্রতিটি লাইনের মানে বুঝি , কিযে মায়া লাগে আমার নিজের জন্য আহা রে , ঢাকা থেকে ১ দিনের জন্য দিনাজপুরে গিয়ে আপনার কন্সার্ট দেখিছি অনেক চেস্টা করেও আপনার সাতে দেখা করতে পারি নাই । আমার বেচে থাকার জন্য এক মাএ ভেক্সিন আপনি আর আপনার গানের লাইন ,আপনার সাতে দেখা করার জন্য আমার যা যা করতে হয় আমি তাই করব। আমি আপনাকে একবার জরিয়ে ধরতে চাই , Love u vai
অ্যাশেজ মানে আবেগ, অ্যাশেজ মানে ভালোবাসা! প্রেম ভালোবাসার যুগে এসবে ব্যর্থ হলেও অ্যাশেজে ঠাঁই নিলে প্রসঙ্গ হিসেবে গানগুলোই যথেষ্ট। এতে করে নিজেই নিজের ওপর ভালোবাসাটা শেখায়।
Family problems, relationship issues, financial issues, self doubt. Still fighting the whole world with just a smile on your face. And you think you're weak? Go ahead, You're awesome.🖤
ইউটিউবে লাভ '❤️' রিয়্যাক্ট না থাকায় বরং আজ প্রথম খারাপ লাগলো। 😢😢 গানটার প্রোমো রিলিজের পর থেকে কম করে হলেও শতবার ইউটিউবে সার্চ দিযেছি। ভালোবাসা নিয়েন ভাই 😍😘 🚀নিজের জন্য গানের লিরিক্সঃ 🔥 আমি তো অনেকদিন আকাশের তারা গুনি না আমি তো এখন আর আমাকে খুঁজে পাই না। আমি তো তোমাদের পথের কাঁটা হয়ে আচমকা ঘৃণার মাঝে বেঁচে থাকা দায়। এই কটা দিন আমি বাঁচার জন্য বাঁচতে চাই না। এই কটা নিঃশ্বাস ফুরালে যাব বিশ্বাস হয় না। কী যে মায়া লাগে আমার নিজের জন্য আহারে। কী যে মায়া লাগে আমার নিজের জন্য আহারে। আমি তো ভেতরে সুপ্ত প্রতিভা নিয়ে পাপের বন্ধনে থাকা সরল মানুষ টগবগে রক্ত বিপ্লবী নকশাল মন দুয়োর বন্ধ ঘরে ফুরিয়ে গেছে। কী যে মায়া লাগে আমার নিজের জন্য আহারে। কী যে মায়া লাগে আমার নিজের জন্য আহারে। 📝 বিঃদ্রঃ আজ থেকে হয়তো শতবছর পরেও একদল ছারপোকা এই কমেন্টে লাইক দেবে।😘 কারন কমেন্টসটা সবারই মনের কথা। 😍 ভালোবাসি ইভান ভাই। 😍😍😍
তুমি বলেছিলে আদি আমি তোমাকে ছেড়ে কখনো চলে যাবোনা, অথচ তুমি পরের দিন বাস এক্সিডেন্ট এর সারা দিয়ে চলে গেলে। তুমি চলে যাবার পরে আমি পাগল হয়ে নেশাখোড় হয়ে ১ বছর জেলে ছিলাম। আমিও আজও কান্না করি তোমার জন্য আজও আমি একাক্বীত হয়ে আছি। আমার পাশে কেও নাই,রোজ ঈ্বশর কে বলি আমাকে যেনো তোমার কাছে নিয়ে যায়৷
প্রথম দিন টানা ৩৫ বার শুনেছি। আজ কুমিল্লা থেকে ঢাকা যাচ্ছি সাথে হেডফোন কানে প্লে ওয়ানে "নিজের জন্য"। আসার সময়ও শুনবো। নতুন গান আসার আগ পর্যন্ত শুনতেই থাকবো। ভালোবাসা ইভান ভাই,আমাদের নিয়ে লিখার জন্য অসংখ্য ধন্যবাদ। 💘
মৃত্যু সহজ,! বরং বেঁচে থাকাটাই কঠিন 😢 আমি জানি এই গানটা শুনতে তুমি আসবেই আসবে.! ইভানের ফ্যান তুমিও💜 সেদিন যদি হুট করে ভুল নাম্বারে তোমার কলটা না আসতো, তাহলে হয়তো বা এই সমাজের ঘৃণার মাঝে আমাকে বেঁচে থাকতে হতো না। আমিও দু চারজনের মতো স্বাভাবিকভাবেই জীবন যাপন করতাম😪 কেনই বা আসলে আর কেনই বা চলে গেলে.! বলেছিলাম না ইভানের গানগুলো কেমন জানি আমার সাথে মিলে যায়,আজ আরও একটা প্রমাণ দেখো✌️ আমিতো তোমাদের পথের কাটা হয়ে আচমকা ঘৃণার মাঝে বেঁচে থাকা দায়🙂💔
গান কখনোই পুরাতন হয় না! যখন ই গানটি শুনি মনে হয় এই প্রথমবার এতো মনোমুগ্ধকর গান শুনলাম! তাই সৃতি রেখে গেলাম, নতুন বছরের নতুন দিনে ১/১/২০২৫! আমরা মৃত্যু মানুষের অভাব বুঝি কিন্তু জীবিত মানুষের আর্তনাথ বুঝি না! 😅
2030 সালের জন্য কমেন্ট করে রেখে গেলাম।😐 এই গানটি শুনতে শুনতে আমার রক্তে মিশে গেছে💔 2030 সালে যখন ছোটরা শুনবে তখন বুঝবে আমরা কি গান শুনতাম🥰🥰❤️ লাভ ইউ ইভান ভাই❤️
রাত ১২:৩০ শীতের রাতে শান্ত এক রঙিন শহরের মাঝে সাদা-কালো এই আমি হেডফোন দিয়ে গান শুনছি আর চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে কিছু কথা কিছু অনুভূতি সব মিলিয়ে অসাধারণ খুব অল্প সংখ্যক গান আছে যা আমাদের জীবনের সাথে মিলে যায় আর মিলে যায় বলেই আমাদের ভালো লাগে তাই অনেক ধন্যবাদ
আমি তো ভেতরে সুপ্ত প্রতিভা নিয়ে , পাপের বন্ধনে থাকা সরল মানুষ ।। আহা , একদম জীবন থেকে নেয়া । মাঝে মাঝে নিজের জন্য খুবই মায়া হয় । ভালোবাসি আপনাকে ইভান ভাই । 🖤🖤
এসব গান হয়তো ইউটিউবে ট্রেন্ডিং থাকে না,কিন্তু কিছু রুচিশীল মানুষের হৃদয়ে থাকে।
স্মৃতি রেখে গেলাম যাতে কেউ লাইক দিয়ে গানটি আবার শোনার সুযোগ করে দেয়।
❤❤❤
Ruchishil manus na re heart vanga manus. Bigar ala manus😅
আই ভাই দুইজনে একসাথে গানটা শুনি❤😢😅
Asen Vai 🙏🙏🙏 sunle reply diyen 🙏
Ashes এর “ নিজের জন্য “ গানের একটি লাইনের ব্যাখ্যা।
''আমি তো ভেতরে সুপ্ত প্রতিভা নিয়ে,
পাপের বন্ধনে থাকা সরল মানুষ''
যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা আমাদের পাপকে সমর্থন দেই , নিটশে সেই প্রক্রিয়ার একটি নাম দিয়েছেন - ‘মাস্টার মোরালিটি’ এবং ‘স্লেভ মোরালিটি’।
প্রত্যেকেই তার পক্ষে একটি যুক্তি খোঁজার যে চেষ্টা , সেই চেষ্টা ভালো এবং মন্দ'কে বিবেচনা করে হয় না। নিজেকে নির্দোষ ভাবার তাগিদ থেকে আমরা এই কাজটি করি। অর্থাৎ আমরা যখন খারাপ কাজ করি, তখনও নিজের কাছে নির্দোষ হয়ে করি। এটা একধরনের মানসিক শান্তি দেয়।
I love ashes songs
☺️
Aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàààà
❤❤
❤❤❤❤❤
এই গানগুলো যারা শুনে তারাও একধরনের বিশেষ মানুষ
True🙂💔🥀
চমৎকার কমেন্ট।
🖤🖤
🤘✌️👌
Ami vai
পুরো জী'বন নিঃসঙ্গতায় কা'টুক,,তবুও কোনো ভু'ল মানুষ জীবনে না আসুক..!😔💙
right
'কি যে মায়া লাগে আমার
নিজের জন্য আহারে'- এ লাইনগুলো কেবল জুনায়েদ ইভান ই লিখে ফেলতে পারে। এ্যাশেজের গান শুনে যে অনুভূতি, তা লিখে বোঝানো কঠিন। এ অনুভূতির নদী বেঁচে থাক । কেবল সেই প্রার্থনায়..
ভাই আপনাদের কবে নতুন গান আসবে sohojia
প্রিয় সহজিয়া! আমরা কৃতজ্ঞ!
প্রিয় সহজিয়া ভালোবাসা আপনাদের জন্য ও জুনায়েদ ইভান ভাইয়ের জন্য 🖤🖤
সহজিয়া প্রশংসা করলে তা নিয়ে আর বিন্ধু মাত্র ও প্রশংসা পাওয়ার দ্বিধা থাকেনা❤
আহ্
ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পিছনে আর ফিরে না তাকানোই শ্রেষ্ঠ প্রতিশোধ.! 🌼
সম্ভব হয়না। সেই প্রতিশোধ তারা বুঝতে পারেনা। তারা নতুন কাওকে নিয়ে খুব সুখে থাকে।
ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে।পিছনে আর না তাকানোর শ্রেষ্ঠ প্রতিশোধ।😊🤟
ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পিছনে আর ফিরে না তাকানোই শ্রেষ্ঠ প্রতিশোধ ..!
ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পিছনে আর ফিরে না তাকানোই শ্রেষ্ঠ প্রতিশোধ
সুন্দর কথা ❤❤
৫টা ৩০ এ রিলিজ হওয়ার কথা ছিলো, ৫টা ৪০ অর্থাৎ (২টা ৪০ সৌদি আরব টাইম)পর্যন্ত অপেক্ষা করছিলাম পাইনি, পরে ঘুমিয়ে পড়ি ৩ঘন্টা(প্রায়) ঘুমিয়ে সজাগ হয়ে যাই ফোন হাতে নিয়ে প্রথমেই "নিজের জন্য" সার্স দিয়ে বের করে গানটা শুনে মুগ্ধ হয়ে গেলাম।
ধন্যবাদ এশ্যাজ, ধন্যবাদ ইভান ভাই,ধন্যবাদ পুরো টিমকে।
দূর-প্রবাস থেকে ভালোবাসা নিয়েন।
ধন্যবাদ।
ভাই এদের সন্মানীটা বিকাশে পাঠিয়ে দিয়েন। তাহলে আরো কাজটা ভালো হবে। ধন্যবাদ
চ্যানেল সাবস্ক্রাইব করা নাই নাকি, সার্চ দিতে হবে কেন??
@@msagar1053 na dada 3:30 a release hoyne tay asene...
@@afzalmahmud1441 জ্বি দাদা🖤
আচ্ছা বুঝলাম 😍
আমি তো ভিতরে সুপ্ত প্রতিভা নিয়ে
পাপের বন্ধনে থাকা সরল মানুষ ...
This line hits different 🔥
সুপ্ত প্রতিভার অবসান ঘটুক ...!
মানুষ যত বেশি ম্যাচিউর হয়,,তত বেশি বাংলা গানের প্রতি আসক্ত হয়ে যায় 🙂💜
Je vai
@@humayraafrin9265 q1q❤11❤❤qq
হুম এটা ঠিক কথা।
যারা নতুন গান শোনা শুরু করে বিদেশি ভাষার গান দিতে নিজেকে স্ট্যান্ডার্ড বোঝানোর জন্য।
কিন্তু দিনশেষে বাংলা গানের দিকেই ফিরতে হয়। 😻
Hello 🙂
Acca apnike akta kotha bolbo..?
অনেকেই আমাদের কাছে গানটির Guitar Chord Progressions জানতে চেয়েছে। ভিডিওটি দেখলে আশা করি সব কিছু ঠিকভাবে তুলতে পারবেন।
th-cam.com/video/Xc0MZK4SCQ0/w-d-xo.html
Thank you Rizwan Abid
🤟🥰💞
❤❤❤❤❤❤❤❤❤
একটা স্মৃতি রেখে গেলাম🖤
পরবর্তী প্রজন্মের জন্য😊
এই গান গুলো ছিল আমাদের জীবনের সঙ্গীত😊
"কি যে মায়া লাগে আমার নিজের জন্য আহারে"💙
😥😥😥😥😥
শুনে যাবে ওরা ও
শুনে যাবে ওরা ও
Ççq
একটা স্মৃতি রেখে গেলাম 🖤
পরবর্তী প্রজন্মের জন্য😊
এই গান গুলো ছিল আমাদের জীবনের সঙ্গীত 😊
মনে পড়ে সেই গোলাপ ফুলের কথা'
যে গোলাপ আমায় দিয়ে বলেছিলে অসম্ভব ভালবাসি তোমায়!
মনে পড়ে আমার দেওয়া সেই ডাইরির কথা
যে ডাইরির প্রথম পৃষ্ঠায় লিখে ছিলে'
কখনো ছেড়ে যাবে না আমায়"
মনে পড়ে সেই ১৫ টাকা দামের রিং এর কথা!
যে রিং আমি তোমায় পড়িয়ে দিয়েছিলাম'
আমার ঠিক মনে আছে "
মধ্যরাতে যখন তুমি আমায় বলতে কোথায় তুমি?
এইতো রুমে শুয়ে আছি এক্ষুনি একটু বাইরে আসো
কেন কি হইছে"
শীতের রাত বিছানা থেকে উঠে বাইরে এসে দাঁড়াইতাম'
দেখো আবির কত সুন্দর চাঁদ!
এখন আর মধ্যরাতে বিছানা থেকে উঠে চাঁদ দেখা হয় না"
তুমিতো দিব্যি সুখে আছো "কারণ এখন তোমার চাঁদ দেখার মানুষের অভাব হয় না!
হতভাগা সেই আমি মধ্যরাতে বিছানা থেকে উঠে চাঁদের দিকে চাইয়া থাকি আর ভাবি আমার মানুষটা ওই দূর আকাশে চাঁদের সাথে যে তারা এই তারাটা হয়তো আমার প্রিয় মানুষ!
তোমার কাছ থেকে পাওয়া আমার শ্রেষ্ঠতম উপহার!
তোমার দেওয়া দুঃখ"
আমি বেহায়ার কাছে হিসাব চাইতে যদি কখনো আসো'
তোমার ছবিতে যে পরিমাণ চোখের পানি আমি ফেলেছি ওইটার হিসাবে তো আমি কখনো তোমায় দিতে পারবো না!
আফসোস কি জানো তোমার পরে আজ অব্দি কোন নারীকে ভালবাসতে পারলাম না গো! 💔😅
নিরুদ্দেশ _-_
কি বলবো..!!
বলার ভাষা হারিয়ে ফেলেছি🥰
-আমি তো ভেতরে সুপ্ত প্রতিভা নিয়ে 🥀
-পাপের বন্ধনে থাকা সরল মানুষ 🥱
Osthir vai😍
এটাই সত্যি কথা!
Evan ashokto love vai
আমি তো ভেতরে সুপ্ত প্রতিভা নিয়ে 🥀
পাপের বন্ধনে থাকা সরল মানুষ
~ আমিতো ভিতরে সুপ্ত প্রতিভা নিয়ে 🥀
~পাপের বন্ধনে থাকা সরল মানুষ 🙃
"কি যে মায়া লাগে আমার নিজের জন্য আহারে" এই লিরিকস বুঝার মত ক্ষমতা সবার নেই। 💔
সহমত-!!😊🥀
Hmmmm🙃
vai ki bujlen ektu jodi bujaten.🙂
Unless you are whole empty inside!!!
সহমত
পাগল সাইরিন গান গুলো দেখে আসার দাওয়াত রইল
কি যে মায়া লাগে আমার নিজের জন্য আহারে,
লিরিক্স❤
love ashes❤❤
আহা🌹
এমন লিজেন্ড
প্রতি ১০০ বছরে
১ জন জন্মায়
ভালোবাসা নিও-ইভান ভাই
হুম
100% Right
হোপ বলদা ।
অনবদ্য!! প্রতি লাইনে জীবন দর্শনের ছাপ....
অনন্ত কাল ধরে বেচে থাকুক অ্যাশেজ বাঙালির হৃদয়ে....বাঙালির সঙ্গীত সাধনায়.. 💕🌿
বেকার ছেলে, ছাত্র হিসেবে খারাপ না,ইচ্ছে ছিল এইবার H.S.C দিয়ে ইউনিভার্সিটিতে পড়বো কিন্তু পরিবারের অভাবের সংসারের হাল ধরতে সপ্ন ছেড়ে চাকরির সন্ধানে ছুটছি,সেই ছেলেটি তোমার কাছ থেকে এই গানটি দেনা হিসেবে নিলাম। ইভান ভাই তোমার জন্য ভালবাসা অবিরাম।
ব্রাক্ষণবাড়িয়া থেকে কমেন্ট রেখে গেলাম।
নিজের জন্য।
১৫/১১/২০২০
শুভ কামনা তোর জন্যে ভাইয়া🌻
Brahmanbaria kon thana bhai apni....
নবীনগর। আপনি?
Amio brahmanbarian
@@jrrakib9689 bancharampur, Tejkhali apnar gram
যখন কেউ খুব একা ফিল করে, যখন কেউ তার নিজের কাছের মানুষদের কাছে নিজের স্পেস খুজে পায়না, তখনি এই গান টা তার মনে দারুণ ভাবে হিট করে।
মাস্টারপিস 🤎
সবার একাকিত্ব ঘুচে যাক।
বড় ভাই মারুফ চৌধুরীর একটা ছোট অনুরোধে গান টা শুনতে আসছিলাম।তিনি বলেছিলো ভাই তুমি গানটা ২ বার শুইনো।আমি এ পর্যন্ত ৭ বার শুনে ফেলছি।তাও আমার কাছে মনে হইতেছে আমি গানটা নতুন শুনতেছি।আজকে রাতে ঘুমটা হবে বেশ ভালো একটা গান পেয়েছি।
ধন্যবাদ মারুফ ভাইয়া আমাকে এইখানে আনার জন্য এবং ভালোবাসি ইভান ভাই♥
ভালবাসা অবিরাম ব্রো 🥰🥰❤️❤️🥰🥰
Nijer Jonno Lyrics Video - th-cam.com/video/bWT1KLBYaUI/w-d-xo.html
কিছু বলার নেই, ভাষা হারিয়ে ফেলছি 🙂
শুধু একটা কথাই বলবো, ' আমি তো ভেতরে সুপ্ত প্রতিভা নিয়ে পাপের বন্ধনে থাকা সরল মানুষ' 🥀
"কি যে মায়া লাগে আমার নিজের জন্য আহারে"💙
ইভান ভাই♥✌
কি যে মায়া লাগে
আমার নিজের জন্য আহারে
কি যে মায়া লাগে
আমার
নিজের জন্য আহারে
💔💔 ইভান ভাই 💔💔
Emotion 🙃🙃🙃 th-cam.com/video/7zxzhwQIhvA/w-d-xo.html
Emotion 🙃🙃🙃 th-cam.com/video/7zxzhwQIhvA/w-d-xo.html
আহা
Lyrics :-
আমি তো অনেকদিন
আকাশের তারা গুনিনা,
আমি তো এখন আর
আমাকে খুঁজে পাইনা।
আমি তো তোমাদের পথের কাঁটা হয়ে,
আচমকা ঘৃণার মাঝে বেঁচে থাকা দায়।
এই ক’টা দিন আমি বাঁচার জন্য বাঁচতে চাইনা
এই ক’টা নিঃশ্বাস ফুরালে যাবো বিশ্বাস হয়না।
এই ক’টা দিন আমি বাঁচার জন্য বাঁচতে চাইনা,
এই ক’টা নিঃশ্বাস ফুরালে যাবো বিশ্বাস হয়না।
কী যে মায়া লাগে
আমার নিজের জন্য আহারে,
কী যে মায়া লাগে
আমার নিজের জন্য আহারে,
কী যে মায়া লাগে
আমার নিজের জন্য আহারে।
আমি তো ভেতরে সুপ্ত প্রতিভা নিয়ে,
পাপের বন্ধনে থাকা সরল মানুষ।
টগবগে রক্ত বিপ্লবী নকশাল মন,
দুয়োর বন্ধ ঘরে ফুরিয়ে গেছে।
এই ক’টা দিন আমি বাঁচার জন্য বাঁচতে চাইনা,
এই ক’টা নিশ্বাস ফুরালে যাবো বিশ্বাস হয়না,
এই ক’টা দিন আমি বাঁচার জন্য বাঁচতে চাইনা,
এই ক’টা নিশ্বাস ফুরালে যাবো বিশ্বাস হয়না।
কী যে মায়া লাগে আমার
নিজের জন্য আহারে,
কী যে মায়া লাগে আমার
নিজের জন্য আহারে,
কী যে মায়া লাগে আমার
নিজের জন্য আহারে,
কী যে মায়া লাগে আমার
নিজের জন্য আহারে।
Ashes গানের লিরিক্স না বুঝে যারা গান শুনে। তারা এখনো সত্যিকারের গানের মজার খোঁজ পায়নি।
যদি পেয়ে থাকেন তাহলে ভিতর এবং বাহির শুধু শান্তি অনুভব হবে।
😢
অনেক অপেক্ষার পর
নিজের জন্য গানটা শুনতে পাইলাম 🙂
আহা ভাই ;গানটা শুনা পর নিরব হয়ে বসে আছি !
আজ নিরুদ্দেশ গান রিলিজ হলো। আজ থেকে 10...15 বছর পরের যুব সমাজের জন্য সৃতি টা রেখে গেলাম কতোটা ভালোবাসতাম Ashes কে love For Bogra...❤
hum vhai
Love From Bogura 😊
Bogura astise vai aj
আসলেই নিজের জন্য খুব মায়া হয় 2:31
তাই
শতাধিক নির্ঘুম রাতের সঙ্গী হওয়ার জন্য ধন্যবাদ Ashes ❤️
love u evan vai
সুন্দর কমেন্ট 🌼
আজ 12 agust 2022 comment ta sober jonno raka galam .
@@md.rayhanrione3626 jf
@@যেজলেআগুনজলে-ন২ঞ uu[uuuuuu[[u[uuuu[u[[[[uuuuuuuu[uuuu[uuuuuu[uuuuuuuuuuu
প্রতি বছর ৪-৫ টা গান রিলিজ দেয়া লাগবে না; ১ যুগ পর এমন একটা গান দিলেই আমরা সন্তুষ্ট 🥀🙂
#ashes_fam
হুম রে ভাই সত্যি বলছস 🥰
Hmmm
৷
হুম ভাই
Hmm vaii
ও ভাই কি শুনাইলেন,,, মাস্টারপিস,,
৪-৫ বার শোনার পর গানের লিরিক্স টা কিছুটা হলেও বুঝতে পারছি,,,,
❤️❤️❤️
আফসোস বাঙালিরা এইসব মাস্টারপিস না শুনে বলিউড নিয়ে ব্যস্ত,,😪😪
😔😔
যখন কেও গানটা শুনতে এসে আমার কমেন্ট এ like dibe তখন আমি আবার ফিরে আসবো এই গানের প্রেমে 😢
আসেন ভাই ২ জনে আবার শুনি কানটা 😢
Cole asun vaiya ek sathe shuni
আই ভাই এক সাথে শুনি দুই ভাই🥹
Aso mama🍁🍁
Ami dilam
আসলেই ভাই, অনেক সময় চাইলেও আকাশের তারা গুনা যায় নাহ, অনেক সময় নিজের জন্য মায়া বাড়িয়ে আর কোনো লাভ হয় না। নিজের চলে যাওয়ার সময়টার জন্য নিজেকেই অপেক্ষা করা লাগে। 🖤
কমেন্ট টা পরবর্তী প্রজন্মের জন্য রেখে গেলাম, যাতে তারা বুঝে Ashes কোনো নাম না, এটা একটা আবেগ,অনুভূতি, ভালোবাসা 💝
#take_love_Ashes🤘
এই কটা দিন আমি বাচার জন্য বাচতে চাই নাহ।
লিরিক্স ভাই।💜💜
হয়তো শেষ বয়সে গিয়ে বলতে পারব আমাদের একজন জুনায়েদ ইভান ছিল। যার জন্য ভেতর থেকে মরে গিয়ে ও বেচে এসেছি ❤️🙂
ভালোবাসা সব টুকু এখন তোমাকে ঘিরে প্রিয় 💖
🙂💔
লোম দাঁড়িয়ে যায় ,
কি যে মিয়া লাগে
নাজের জন্য আহারে, আহারে
আহারে ,আহারে,আহারে
অনেক অপেক্ষার পর গানটা পেলাম,ধন্যবাদ ইভান ভাই,
৩০ সেকেন্ড এর মধ্যে ভিউ🙂
উরে যাওয়া পাখির চোখে কাজল মুছে গেছে অভিমান এ না খেয়ে ঘুমিয়ে গেছে তোমরা কি তাকে বুঝাবা না।
--- এতো সামান্য বাতাসে জরে পরে গেলে কিভাবে ধারাবে কাল বৈশাখি জরে?
ইভান ভাই❤😍
শেষ ৩ বছরে এ্যাশেজের রিলিজ হওয়া গানগুলোর মধ্যে এই গান আমার কাছে লিরিক্স,মিউজিক কম্পোজিশন,ভিডিও থিম, সিনেমাটোগ্রাফি ও এডিটিংয়ে সবচেয়ে সেরা মনে হচ্ছে❤️
ভাই ডিরেক্ট করছে কে দেখতে হবে না
কাবিলা ভাই
সলো টার জন্যে বেশি মাস্টারপিচ 🤘🤘
2025 এ এসে যারা এই গান শুনবে তারা আমার ভাই❤ভালোবাসা নিও🥹
হুম ভাই আমি আছি❤❤
Hum ami achi❤
Aci ekhon pinike
আমি প্রতিদিন শুনি
ভাই ❤
আহা ভাই, প্রতিটি লাইন।🥰
এইকটা দিন আমি বাচার জন্য বাচতে চাইনা🖤
এ ক'টা দিন আমি বাঁচতে চাই না
আহারে..... 💘💔
(Ashes)
কি যে মায়া লাগে আমার নিজের জন্য আহারে!!
ভালোবাসার আরেক নাম #ইভান ভাই
কী যে মায়া লাগে আমার নিজের জন্য আহারে 😍.Love u evan 😘.
আহা রে
আমি নিজেই এহন গাজার ভিতরে হান্দাই গেছি এহন আইছো ভালোবাসি কইতে
@@raf.i সেই গানটা হবে নাকি ভাই
@@heroalom8720 হবে ভাই, আসরে সাজান
@@raf.i ভাইয়া গান টার লিংক টা দেন সেই ৪/৫ বছর আগে শুনেছিলাম আর পাইনি গান টা!!!
ভাই! #বান্দরবনের আছি এখন...
কি বলব ভাই.... (খোদার কসম) #গানটা স্টার্ট করার পর পুরো বান্দরবনটাই একদম নিস্তব্ধ হয়ে গেল।🤘
[ ১০০ বছর পরও যদি কারো গান শুনার অনুভুতি জাগ্রত হয় তাহলে সে সবার আগে #ASHES খোঁজে নিবে!🤘✋🤘]
#সবার প্রতি ভালোবাসা রইল♥
কি যে মায়া লাগে আমার নিজের জন্য আহারে 🖤 স্মৃতি টা রেখে গেলাম কেউ হয়তো একসময় ভুল করে হলেও মনে করবে। ভালোবাসা বিচ্ছেদেই শ্রেয় ♠️
হু
2:38 গানের এই অংশটুকু জাস্ট মাথার ভেতরে হিট করে কতবার যে শুনছি আল্লাহ জানে
অনেক অনেক ভালোবাসা রইলো ইভান ভাই ভবিষ্যতে এইরকম আরও সুন্দর সুন্দর গান উপহার দিন
,🥀
হুমম
আমি তো ভেতরে সুপ্ত প্রভি ভাগিয়ে জোস লাগে
Vai amr onar sathe pic o tulisi
ইংল্যান্ডের লন্ডন ব্রীজের উপর রাত 3:48 মিনিটে গান টা 12 বার শুনেছি & 12 বারই চিৎকার করে কান্না করেছি 😅💔
3.20😂
"ডিপ্রেশনে ভোগা মানুষটার শেষ চিকিৎসার নামই অ্যাশেজ।
ভালোবাসা নিরন্তর❤
নিখুঁত কথা....
নো, সেটা হবে আর্টসেল, অথবা অর্থহীন।
@@samiajaker929 ❤️❤️
@@zahidpavel3695 আর্টসেল ও আমার খুব প্রিয় ব্যান্ড। তাই বলে কাউকে কখনো বড় করতে গিয়ে কাউকে ছোট করে দেখা ঠিক নয়।
@@almamunhriday9044
আমরা কখনো কোন ব্যান্ডকে ছোট করে দেখি না, প্রত্যেকটা ব্যান্ডর আলাদা একটা বৈশিষ্ট্য থাকে, সে ক্ষেত্রে ড্রিপেশনের মহাঔষুধ হলো, আর্টসেল অথবা অর্থহীন।
এই কারনেই আমি আত্মহত্যার বিপক্ষে। যে কোনো সময় প্রিয় ব্যান্ড নতুন সুন্দর গান দিতে পারে।
copy
Comment of the year.....
Copy koro kn vai ??
অসাধারণ এক মন্তব্য ❤️
F
I'm from India.......this song and lyrics is unique and ...... nice song
All the songs of Ashes are beautiful brothers
Gd
Joined
"এই কটা দিন ,আমি বাঁচার জন্য বাঁচতে চাইনা
এ কটা নিঃশ্বাস ফুরালে যাবো, বিশ্বাস হয়না "
ভাবলেও বিশ্বাস হয়না, কতগুলি সময় তোমার করে দিয়েছিলাম, কতগুলো মুহূর্ত তোমার জন্য হারিয়েছি।। কোনোদিনও ফিরে আসবে না আমার নির্দিষ্ট সময়।। ভাবলে অবাক হই যে এই কটা নিঃশ্বাস ফুরালেই চলে যাবো, বিশ্বাসই হয়না।
তারপর নিজেকে আবার বুঝাই যে এই কটা দিন খালি বাঁচার জন্য বাঁচতে চাইনা। বাঁচতে চাই তোমাকে ভুলে ।। কিন্তু সেটাও তো পারিনা ।।
এজন্যে নিজেকে মাঝে মাঝে ঘৃনা করতে গিয়ে ও করিনা ।। কারণ -
"কি যে মায়া লাগে আমার,নিজের জন্যে । আহারে।।" ...
হঠাৎ খেয়াল করে দেখলাম
টানা দশবার শুনে হয়ে গেছে...!
কি বানাইলেন ইভান ভাই ❤
আপনি এমন একজন শিল্পী যে নিজের সকল ডিপ্রেশন কষ্ট মানুষের মধ্যে ঢুকায়ে দিছেন!
bastob kotha
Bastob ta onak kothin vaii taii
আব্বু মারা যাবার পর , আত্মীয় স্বজনরা বন্ধুরা এমন কি ৫ বছরের ভালোবাসা আমাকে ছেড়ে চলে গেছে আপনার গানের প্রতিটি লাইন আমার কানে বাজে এখন প্রতিটি লাইনের মানে বুঝি , কিযে মায়া লাগে আমার নিজের জন্য আহা রে , ঢাকা থেকে ১ দিনের জন্য দিনাজপুরে গিয়ে আপনার কন্সার্ট দেখিছি অনেক চেস্টা করেও আপনার সাতে দেখা করতে পারি নাই । আমার বেচে থাকার জন্য এক মাএ ভেক্সিন আপনি আর আপনার গানের লাইন ,আপনার সাতে দেখা করার জন্য আমার যা যা করতে হয় আমি তাই করব। আমি আপনাকে একবার জরিয়ে ধরতে চাই , Love u vai
🕦🕒🕖🕗🕙🕠🕚📅💔❤️
নাটোর গতকাল আসছিলো, আপনার কমেন্ট আগে দেখলে ব্যবস্থা করে দিতাম ভাই
😍🥲
@@shawonpk 🙏🙏
@@Limonkhann ok vai
অ্যাশেজ মানে আবেগ, অ্যাশেজ মানে ভালোবাসা!
প্রেম ভালোবাসার যুগে এসবে ব্যর্থ হলেও অ্যাশেজে ঠাঁই নিলে প্রসঙ্গ হিসেবে গানগুলোই যথেষ্ট। এতে করে নিজেই নিজের ওপর ভালোবাসাটা শেখায়।
যা প্রত্যাশা করছিলাম তার থেকে অনেক বেশি পায়ছি 😍
অনেক মায়া লাগে নিজের জন্য আহারে....🙂🙂🙂
ভালবাসার ভাই জুনায়েদ ইভান😍😍😍
Family problems, relationship issues, financial issues, self doubt.
Still fighting the whole world with just a smile on your face.
And you think you're weak?
Go ahead, You're awesome.🖤
তুমি কথা টা ইংরেজিতে লিখে ফেললে আর আমি বাংলায় আমার ডাইরিতে লিখে রেখেছিলাম 🙂🙂
@@tanimkawsar1401 ❤💯
"আমি তো ভেতরে সুপ্ত প্রতিভা নিয়ে, পাপের বন্ধনে থাকা সরল মানুষ"...
এ গান টা সবার বোঝার ক্ষমতা নেই
কি যে মায়া লাগে আমার নিজের জন্য, আহারে😑
অনেক ভালোবাসি ভাই আপনাকে😍😍
এই এতো সুন্দর লিরিক্স টা লিখেছেন,অসংখ্য ভালোবাসা আপনার জন্য ইভান ভাই💕💕💕💕
আমাদের জন্য কি
গানটা লিখেছেন জিয়াউল হক পলাশ সুর করেছেন ইভান ভাই 😂
আমি তো ভেতরে সুপ্ত প্রতিভা নিয়ে পাপের বন্ধনে থাকা সরল মানুষ...👌👌👌❤️
ছেলেটা অনেক কষ্ট নিয়ে গায়💔🙂
ভালোবাসি ইভান ভাই🖤❣
Nijer Jonno Lyrics Video - th-cam.com/video/bWT1KLBYaUI/w-d-xo.html
অপেক্ষায় অনুভূতি বিশুদ্ধ হয়।
প্রথম 😍
কি যে মায়া লাগে আমার নিজের জন্য আহারে😞
ইভান ভাই,এই দূরসময়ে এর রকম গানই তো চাইছিলাম।
লাভ ফর Ashes❤
জীবন্ত লাশ গুলো দেখতে ছাই 🖤🥀
শুনে বলি!!
( Edited)
অসাধারণ হয়েছে ইভান ভাইয়া!!
Love from Kureghor 💝💞
বাংগালি লিরিক্স বুঝে না😪
এতো দারুন কথা গুলো বোঝার ক্ষমতা সবার হয় না....
ভালোবাসা অবিরাম ইভান ভাই❤️🖤
🙃🙃
Thik
তামাক
Damn true 🙂
Eto awesome akta song💞💞💞
একজন ভালবাসার মানুষ, আজ গানটি তুরস্ক থেকে শুনলাম জানিনা আবার কবে কোথায় শোনা হবে ঠিক কতো বছর অব্দি তাও জানি না...
অনেক অনেক শুভ কামনা রইল...💚💙💜
যতবার গানটা শুনছি, আরও বেশি করে এর অর্থ বুঝতে পারছি,
ইউটিউবে লাভ '❤️' রিয়্যাক্ট না থাকায় বরং আজ প্রথম খারাপ লাগলো। 😢😢
গানটার প্রোমো রিলিজের পর থেকে কম করে হলেও শতবার ইউটিউবে সার্চ দিযেছি।
ভালোবাসা নিয়েন ভাই 😍😘
🚀নিজের জন্য গানের লিরিক্সঃ 🔥
আমি তো অনেকদিন আকাশের তারা গুনি না
আমি তো এখন আর আমাকে খুঁজে পাই না।
আমি তো তোমাদের পথের কাঁটা হয়ে
আচমকা ঘৃণার মাঝে বেঁচে থাকা দায়।
এই কটা দিন আমি বাঁচার জন্য বাঁচতে চাই না।
এই কটা নিঃশ্বাস ফুরালে যাব বিশ্বাস হয় না।
কী যে মায়া লাগে আমার নিজের জন্য আহারে।
কী যে মায়া লাগে আমার নিজের জন্য আহারে।
আমি তো ভেতরে সুপ্ত প্রতিভা নিয়ে
পাপের বন্ধনে থাকা সরল মানুষ
টগবগে রক্ত বিপ্লবী নকশাল মন
দুয়োর বন্ধ ঘরে ফুরিয়ে গেছে।
কী যে মায়া লাগে আমার নিজের জন্য আহারে।
কী যে মায়া লাগে আমার নিজের জন্য আহারে।
📝 বিঃদ্রঃ আজ থেকে হয়তো শতবছর পরেও একদল ছারপোকা এই কমেন্টে লাইক দেবে।😘 কারন কমেন্টসটা সবারই মনের কথা। 😍
ভালোবাসি ইভান ভাই। 😍😍😍
(Ashes) এর গানের টিউন শুনলেইন প্রত্যেকটা দর্শকই শিল্পী হয়ে যায় ❤️
তুমি বলেছিলে আদি আমি তোমাকে ছেড়ে কখনো চলে যাবোনা, অথচ তুমি পরের দিন বাস এক্সিডেন্ট এর সারা দিয়ে চলে গেলে।
তুমি চলে যাবার পরে আমি পাগল হয়ে নেশাখোড় হয়ে ১ বছর জেলে ছিলাম।
আমিও আজও কান্না করি তোমার জন্য আজও আমি একাক্বীত হয়ে আছি। আমার পাশে কেও নাই,রোজ ঈ্বশর কে বলি আমাকে যেনো তোমার কাছে নিয়ে যায়৷
vai ata ki real kahini??
@@notunderstanding4938 Hum vai
গান গুলো বেঁচে থাকুক সারাজীবন ❤
প্রতিটা লাইন যেন আমার জীবনের সাথে মিলে যায়..
নিজের জন্য বাঁচার অনুপ্রেরণার নাম অ্যাসেজ।
ভালবাসা অবিরাম জুনায়েদ ইভান ভাই 🖤🖤
রাইট
বানান ভুল
This line❤
"পাপের বন্ধনে থাকা সরল মানুষ" 2:45
🫶
Sobai nijeke nije sorol manus mone kore
লাইন বাই
- আফসোস আমরা লিরিক্স বুঝিনা!
- কবে বুঝবো এই লিরিক্সের মর্ম
- ভালোবাসা অবিরাম ইভান ভাই ❤
৩/৪ টা গান ছাড়া ফোনে কোনো দিনও কোনো গান যায়গা পাবে না
এই জীবন্ত লাশ কে শান্তনা দেওয়ার জন্য গান গুলোয় যথেষ্ট
প্রথম দিন টানা ৩৫ বার শুনেছি। আজ কুমিল্লা থেকে ঢাকা যাচ্ছি সাথে হেডফোন কানে প্লে ওয়ানে "নিজের জন্য"। আসার সময়ও শুনবো। নতুন গান আসার আগ পর্যন্ত শুনতেই থাকবো। ভালোবাসা ইভান ভাই,আমাদের নিয়ে লিখার জন্য অসংখ্য ধন্যবাদ। 💘
মৃত্যু সহজ,!
বরং বেঁচে থাকাটাই কঠিন 😢
আমি জানি এই গানটা শুনতে তুমি আসবেই আসবে.!
ইভানের ফ্যান তুমিও💜
সেদিন যদি হুট করে ভুল নাম্বারে তোমার কলটা না আসতো, তাহলে হয়তো বা এই সমাজের ঘৃণার মাঝে আমাকে বেঁচে থাকতে হতো না।
আমিও দু চারজনের মতো স্বাভাবিকভাবেই জীবন যাপন করতাম😪
কেনই বা আসলে আর কেনই বা চলে গেলে.!
বলেছিলাম না ইভানের গানগুলো কেমন জানি আমার সাথে মিলে যায়,আজ আরও একটা প্রমাণ দেখো✌️
আমিতো তোমাদের পথের কাটা হয়ে
আচমকা ঘৃণার মাঝে বেঁচে থাকা দায়🙂💔
bad luck man😪💙✌️
ভাই💜😓
@@8dbd265 My Luck😶
@@FriendsForever1 💝
@@MirjaGang God Bless 💖
কি যে মায়া লাগে আমার নিজের জন্য আহারে 🖤😌🖤
যতবার ই শুনলাম ততই নতুন মনে হয় 😌
#Ashes❤
গান কখনোই পুরাতন হয় না! যখন ই গানটি শুনি মনে হয় এই প্রথমবার এতো মনোমুগ্ধকর গান শুনলাম! তাই সৃতি রেখে গেলাম, নতুন বছরের নতুন দিনে ১/১/২০২৫!
আমরা মৃত্যু মানুষের অভাব বুঝি কিন্তু জীবিত মানুষের আর্তনাথ বুঝি না! 😅
নেশা লেগে গেলো।
অসাধারণ লিরিক্স ভাই।
মনে হচ্ছে আমার ভেতরের কথা আপনি লিখেছেন।
অ্যাশেজ এর সেরা মিউজিক ভিডিও , নতুনত্ব আনার জন্য আ্যশেজ কে ধন্যবাদ ❤️🥰
2030 সালের জন্য কমেন্ট করে রেখে গেলাম।😐
এই গানটি শুনতে শুনতে আমার রক্তে মিশে গেছে💔
2030 সালে যখন ছোটরা শুনবে তখন বুঝবে আমরা কি গান শুনতাম🥰🥰❤️
লাভ ইউ ইভান ভাই❤️
Best Comment 👌
thik vai😊
addicted in this
Right
আমিও
"কি যে মায়া লাগে আমার নিজের জন্য আহারে" এই লাইনটা মস্তিষ্কের স্নায়ুকোষে পৌঁছায়।😔
আহা একজন ছেলের সংগ্রামী জীবন যুদ্ধ , ও প্রকাশিত কষ্ট প্রতিভা, কি এক গান বস ❤❤
❤
"আমি তো তোমাদের পথে কাঁটা হয়ে!
আচমকা ঘৃনার মাঝে বেঁচে থাকা দায়!"
গানটা কলিজায় গিয়ে লাগে।...❤❤
আমার ও
কলিজায় লাগা গানের জন্য কত টাকা দিলেন? ইভান ভাই তো বলছে কিনে শুনতে।
যখন সবার আচরণে বুঝতে পারি। নিজের কাছেই যখন প্রমাণ হয়ে যায়। "আসলে আমি দৃশ্যমান কিন্তু আমার কোনো অস্তিত্ব নেই" তখন এই গানটা উপভোগ করা যায়।
কথা সত্যি
Ami apnir Facebook friend hote pari. 🙂
@@MDHasan-lv5ec kar vai❤️
এই গানগুলা যারা শুনে তারাও এক ধরনের বিশেষ মানুষ ❤️
শুনে নিন আজ আর একবার গান টা
রাত ১২:৩০ শীতের রাতে শান্ত এক রঙিন শহরের মাঝে সাদা-কালো এই আমি হেডফোন দিয়ে গান শুনছি আর চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে
কিছু কথা
কিছু অনুভূতি সব মিলিয়ে অসাধারণ
খুব অল্প সংখ্যক গান আছে যা আমাদের জীবনের সাথে মিলে যায় আর মিলে যায় বলেই আমাদের ভালো লাগে তাই অনেক ধন্যবাদ
🙂
প্রতি ১০০ বছরে এরকম লিজেন্ড একজনি জন্মায়
ভালোবাসা অবিরাম ইভান ভাই❤️🌹
আমিতো ভেতরে সুপ্ত প্রতিভা নিয়ে
পাপের বন্ধনে থাকা সরল মানুষ!💔
কমেন্টা রেখে গেলাম
একযুগ পর আবার খোঁজ করে দেখবো বলে।
অসাধারন ছিলো ভাই💜
এই গানগুলো যারা শোবেন তাদের বলছি🗣️
আপনাদের রুচির প্রশংসা করতেই হবে 😊❤
সন্ধা নামার মুহুর্তে টং দোকানের একাকী বসে, হাতে এক কাপ চা সাথে একটা সিগারেট সাথে এই গান আসলেই সেরা ভাই সেরা 🖤🖤
আসলেই সেরা 🖤
ভাই ৩০০ টাকা দিয়েছি,,,,,, ভালোবাসা রইলো প্রিয় ভাই ও পুরো ব্যান্ড কমিউনিটি কে।😍
আমরা কৃতজ্ঞ।
Namber ta send kora jabe vai
-কমেন্ট রেখে গেলাম।
যেদিন এক মিলিয়ন হবে সেদিন বুঝবো জাতি লিরিক্স বুঝে'❤
-ভালোবাসা অবিরাম Ashes❤ ভক্ত ভাইয়াদের'!😊
Ummmm Bahi :'')😊❤
@@saadcomeback8373 valobasa broh😊❤
কি যে মায়া লাগে আমার নিজের জন্য আহারে 🙂
- হে আল্লাহ আমার অতীত কে ক্ষমা করুন.!😥
- এবং আমার ভবিষ্যৎ কে পরিবর্তন করুন.!🌺
আমি তো ভেতরে সুপ্ত প্রতিভা নিয়ে , পাপের বন্ধনে থাকা সরল মানুষ ।। আহা , একদম জীবন থেকে নেয়া । মাঝে মাঝে নিজের জন্য খুবই মায়া হয় ।
ভালোবাসি আপনাকে ইভান ভাই । 🖤🖤
গানটা তৈরি করতে যে সকল মানুষ কাজ করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই 💓