বুরো ধানে ১৫ দিন বয়সে, সালফার এবং জিংক বিঘা প্রতি সর্বোচ্চ কতো কেজি দেওয়া যায়? আমি চাচ্ছি, সালফার ২ কেজি এবং জিংক ২ কেজি দেওয়ার জন্য, এক্ষেত্রে কোন ক্ষতি হবে?
ধান গাছের বয়স ২৬ দিন , ১৪ কাঠা জমিতে ১২ কেজি টিএসপি, ৭ কেজি এমওপি,, ১০ কেজি ইউরিয়া, ৭৫০ গ্রাম করে থিওভিট ও গ্রোজিন দস্তা দিয়েছি ।। এখন কি জিপসাম ও ডিএপি সার দিতে পারি ? যদি দেয়া যায় তাহলে পরিমাণটা বলবেন ভাই
আপনারা বলেন ইউরিয়া ব্যাতিত অন্যান্য সার সমুদয় শেষ চাষে প্রয়োগ করতে হবে....এখানে বলছেন ৩৫-৪০ দিনে এবং ৫৫ দিনের মাথায় টিএসপি সার প্রয়োগ করতে.....কোনটা করতে হবে আমরা নতুন কৃষক সব গুলিয়ে ফেলছি...😢😢
Bai Ami Amar Dani jomity Boron-zink-fullura mix kore diche Amar Dane jomity kono somosssa hovi na ki Amar daner bouiss 36 din Janaben Bai please assalamoailaikom
ধন্যবাদ
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই
ভাই আসসালামুআলাইকু। ভাই শেষ চাষে সার দেয়া ভালো নাকি রোপনের ২/৩ দিন পর দেয়া ভালো
শেষ চাষে
Nice 👍
ধন্যবাদ
ভাই আমার গমের পাতা হলুদ হয়ে গমের সিস সহ হলুদ হচ্ছে কি দিব ভাই
নাটিভা + জিংক দিন
ভাই নাটিভো আমাদের এইখানে নেই এমিস্টার টপ দেয়া যাবে
আমি 7 দিন আগে এমিস্টার টপ দিছি
ভাই দয়া করে একটু পরামর্শ দেন
১. ট্রুপার/ দিফা / ব্যাকট্রল+ জিংক দিন
বুরো ধানে ১৫ দিন বয়সে, সালফার এবং জিংক বিঘা প্রতি সর্বোচ্চ কতো কেজি দেওয়া যায়?
আমি চাচ্ছি, সালফার ২ কেজি এবং জিংক ২ কেজি দেওয়ার জন্য, এক্ষেত্রে কোন ক্ষতি হবে?
জিংক ১ - ১.৫ কেজি হারে দিন
সালফার ওকে বাট সার দেওয়ার ৩দিন পর জমি নিড়ানি দিতে পারেন।
@@krishijanala ❤️
welcome
ধান খেতে ২০ দিন বয়সে ডি এ পি দিচিলাম একন বয়স ৪০ দিন একন কোন সার দিলে ভাল হবে ডি এ পি নাকি ডি এস পি
এখন টিএসপি দিন।
ধান গাছের বয়স ২৬ দিন , ১৪ কাঠা জমিতে ১২ কেজি টিএসপি, ৭ কেজি এমওপি,, ১০ কেজি ইউরিয়া, ৭৫০ গ্রাম করে থিওভিট ও গ্রোজিন দস্তা দিয়েছি ।। এখন কি জিপসাম ও ডিএপি সার দিতে পারি ? যদি দেয়া যায় তাহলে পরিমাণটা বলবেন ভাই
না যেহেতু টিএসপি এবং আগে জীবসাম দিছেন এখন আর কিছু লাগবে না
@@krishijanala ধন্যবাদ ভাই
আপনারা বলেন ইউরিয়া ব্যাতিত অন্যান্য সার সমুদয় শেষ চাষে প্রয়োগ করতে হবে....এখানে বলছেন ৩৫-৪০ দিনে এবং ৫৫ দিনের মাথায় টিএসপি সার প্রয়োগ করতে.....কোনটা করতে হবে আমরা নতুন কৃষক সব গুলিয়ে ফেলছি...😢😢
সব ঠিক আছে বাট যদি প্রয়োজন সেজন্য বলা আছে। ধন্যবাদ
Apnar number ta dewya jabe...kishi bishoye help nitam
কেন দেওয়া যাবে না ভাই, অবশ্যই দেওয়া যাবে
০১৭৫১-২৮০৭৮১
কুশি বৃদ্ধি হয় নাই ইমারজেন্সি কি দিলে কুশিবৃদিহবে।
দ্রুত, জীবসাম+ পটাশ + সালফার ৫০০ গ্রাম দিন
@@krishijanala সালফার ও পটাশ এক সাথে ব্যবহার করা যায় কি।
@@mdzasim7628 অবশ্যই
Bai Ami Amar Dani jomity
Boron-zink-fullura mix kore diche
Amar Dane jomity kono somosssa hovi na ki Amar daner bouiss 36 din
Janaben Bai please assalamoailaikom
Jee onek vlo hbe
সঠিক পরামর্শ, বেচে থাকুন শতবর্ষ। কি জাত লাগাইছেন?
ধন্যবাদ ভাই
ডুলো মাইক পাউডার কোথায় পাওয়া যায় এর দাম কত বলেন প্লিজ
বড় সারের দোকানে পাবেন, ৫০ কেজি বস্তা ৮০০ টাকা
এখন তো শীত কম জ্যাকেট পড়ছেন কেন।
হুম ভাই, এটাই তো কথা।
ভিডিও করার সময় মুচকি হাসি দিয়েছেন কেন ভাই।
@@mdzasim7628 ভাই, এটা গোপন থাক পরে এক সময় জানাবো কেন মুসকি হাসি দিছি
@@krishijanala হাসিটা কিন্তু অনেক সুন্দর ছিল।
@@mdzasim7628 জী ভাই, অসংখ্য ধন্যবাদ