নূর আলম ভাই, কেমন আছেন ? আপনার স্যানেটারি কাজ আমি প্রায় সবসময় দেখি ৷ আমার খুব ভালও লাগে ৷ কিন্তু ভাই, আজকে যে কাজটা করেছেন সবই ঠিক আছে এবং সুন্দরও হয়েছে ৷ তবে আরেকটু সুন্দর ও পরিপাটি হতো যদি বালতির পয়েন্টের সোজাসোজি শাওয়ারের পয়েন্টটা দিতেন ৷ শাওয়ারের লাইনে শুধু দুইটা ৪৫° ডিগ্রী এলবো ব্যবহার করে বালতির পয়েন্টের ব্রাশ এলবো এবং শাওয়ারের ব্রাশ এলবো শল-সূতার মাধ্যমে সোজা রাখতে পারতেন ৷ তাতে কাজটি আরো সুন্দর হতো ৷ ধন্যবাদ ভাই ৷
Asalaam alaykum &Very good Job working brother!!🙂🚿👨🔧🏠💞💞💞💞and Thank you so much brother!!🙂
ধন্যবাদ ভাই আপনাকে
থ্যাংক ইউ ভাই
Bahi ppr faib diye korle balo hoto
থ্যাংক ইউ ব্রাদার।
পাইগুলোকে সুন্দর করে বাঁধার জন্য
জি ভাই ধন্যবাদ
গরম পানির জন্য থ্রেড পাইপ দিলে কি সমস্যা হয়, একটু যানাবেন,
ভাইয়া এক তলায় এটার পানির পেশার কেমন আসবে একটু জানাবেন
অসংখ্য ধন্যবাদ ভাই
ভাইয়া আমি এটা নিতে চাইতেছি তাই আপনার কাছে জানতে চাইতেছি এক তালায় পানির পেশার কেমন আসবে
ভাই এগুলোর বলে ঘামের ডেট চলে গেলে কি নষ্ট হয়ে যাবে নাকি
একতলা দুইতালা তিন তালা প্রেসার কম্পাস এজন্য না দেওয়াটাই উত্তম। আবার অটো প্রেসার মটর যদি দেন সে ক্ষেত্রে ঠিক আছে।
ভাই এই ফিটিংস কি 2 তলা ঘরে পানির প্রেসার হবে??
❤
মিক্সার মেশিনের সেটআপ এর দাম কত
একতলা বা দোতলা এটার প্রেসার কোনোভাবেই পাবে না যদি অটোমটো লাগানো যায় তাহলে পাবে।
নূর আলম ভাই, কেমন আছেন ? আপনার স্যানেটারি কাজ আমি প্রায় সবসময় দেখি ৷ আমার খুব ভালও লাগে ৷
কিন্তু ভাই, আজকে যে কাজটা করেছেন সবই ঠিক আছে এবং সুন্দরও হয়েছে ৷
তবে আরেকটু সুন্দর ও পরিপাটি হতো যদি বালতির পয়েন্টের সোজাসোজি শাওয়ারের পয়েন্টটা দিতেন ৷ শাওয়ারের লাইনে শুধু দুইটা ৪৫° ডিগ্রী এলবো ব্যবহার করে বালতির পয়েন্টের ব্রাশ এলবো এবং শাওয়ারের ব্রাশ এলবো শল-সূতার মাধ্যমে সোজা রাখতে পারতেন ৷ তাতে কাজটি আরো সুন্দর হতো ৷
ধন্যবাদ ভাই ৷
ভাই আপনি খুব সুন্দর কথা বলেছেন এটা আমি পরবর্তীতে যাইয়া দরকার হলে ট্রাই করবো ধন্যবাদ আপনাকে।
নুর আলম 1ভাইয়া যদি বলতেন cpvc পাইপে এবং ফিটিং সব সচেয়ে ভালো কোন কম্পানির
শুকরিয়া ভাই ভালো থাকবেন ইনশাআল্লাহ
আলম ভাইয়া আম্নের নাম্বার টা আমার খুব প্রয়োজন
মিক্সারের নাম কি ভাই
লোডাওন এর পয়েন্ট কই
জি ভাইয়া এটা একতলা দোতলায় না ব্যবহার করাটাই ভালো।
হেন্ড শাওয়ার টা যে এই ভাবে দিলেন,, পরবর্তীতে,, যদি হেন্ড শাওয়ার,, লাগায় কানেকশন পাইপ আর শাওয়ার টা কি ভাবে থাকবে,, দেখতে খারাপ দেখা যাবে না.....???????
CPVC পাইপ কোন কোম্পানির ভালো হবে।
অসংখ্য ধন্যবাদ ভাই
Astrol suprime
নুর আলম ভাই আপনার কাজগুলি আমার কাছে খুবই ভালো লাগবে আপনার নাম্বারটা আমাকে দিবেন
জি ভাই অসংখ্য ধন্যবাদ
শরিফের এই মিক্সারের কাজ আমি আজ থেকে ৪ বছর আগে করেছি,
আপনার বেসির পয়েন্ট গুলো উপরে নিচে না করে প্লেন টি + ফি- মেইল এলবো সোজাসুজি করতে পারতেন।
ভাই ধন্যবাদ আপনাকে
এটা সওয়ার মিকসার নয় এটা হোল ডা
পেশার মতো লাগিয়ে ব্যবহার করতে হবে।
Vi gum er name ki
প্রিয়া ভাই
এটার নাম ডায়বেটার মিকসার সাওয়ার মিকসার নয়
জি ভাইয়া
তোমরা যে তাহলে আরকাম করো আইতে আমার জন্য ভালো করে না
জি ভাইয়া অসংখ্য ধন্যবাদ
চাপা কম মার 😂
সাথে একটু কম
তারের ক্ল্যান করতে হয়
ধন্যবাদ ভাই
কাজে ওনেক ভুল
কেন ভাই ভুল হইছে।