I am hearing this wonderful rendition of 6 great luminaries song writers of Bengali culture after 8 years when sukanto was present in audience and was trancedented in musical world. I am grateful to him for bringing these highly trained artists and the story behind it of their traininer dedication from Bangladesh. Thank you Musicana. What can I say about Shri Sukanto Acharya? Not only he is great singer but a sensitive person who brings Rabindranath's songs into new heights.
আাহ!!! কি যে সুধামৃত তুল্য উনাদের গলা। নিজেকে অনেক ভাগ্যবতী মনে হয় বারবার কারণ এতো গুনী দুজন মানুষ আমার শ্রদ্ধেয় গুরু। দুজনের কাছ থেকে সরাসরি গান শেখার ভাগ্য এখনও হচ্ছে।
আপনার মন্তব্য দেখে একটা মজার অভিজ্ঞতা বলি ৷ আমি গত নারী দিবসে ভার্সিটিতে তার গান হঠাৎ করে শুনি ৷ ভেবেছিলাম তিনি সংগীত ডিপার্টমেন্টের শিক্ষক ৷ গানটা শুরুর আগে তার নাম আর ডিপার্টমেন্টটা শোনা হয়নি ৷ পরে ভার্সিটির ওয়েবসাইটে সংগীত বিভাগে আর খুঁজে পাই না ম্যামকে ৷ পরে এক মাধ্যমে জানতে পারলাম তিনি বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের অধ্যাপক ৷ খুব অবাক হয়েছিলাম ৷ সত্যিই ম্যাম রবীন্দ্রসংগীত শিল্পীদের মধ্যে সেরা একজন ৷
Simply beautiful program. Thanks to Sreekanta Acharya and the two outstanding singers from Bangladesh, Laisa Ahmed Lisa and Mita Haq. I will hear this program again and agan. Dr. Ajit Thakur (USA)
আমি ধন্য, শ্রদ্ধেয় 'মিতা হক' এবং 'লাইসা আহমেদ লিসা' .. ছায়ানটের গান শিখাচ্ছেন এবং আমি তাদের কাছে এই ১৭ সালেও শিখছি.. ..তারা সরাসরি অসাধারন গান করেন..এবং খুব ভালো মানুষ..
Thanks to Srikanto babu for bringing this unique experience through youtube . Omar bhai is a superb tabla player. Mira and Lisa needs no special mention , just brilliant!
ashadharon , anobaddo ..... episode ta shesh hoe galo bole raag hoche.... jodi shambhav hoi puro programme ta youtube e upload karar bineeto anurodh roilo...
WOW : SRIKANTODA, YOUR ANALYSIS WAS SO PRECISE & PROFOUND, CONFIDENT & CHARISMATIC. THE 3 TALENTS FROM OUR EASTERN NEIGHBOUR COMPLIMENTED YOU PERFECTLY. MY GOOD WISHES FOR EACH ONE OF THE FOUR MUSKETEERS - Dr. APU CHOWDHURY
this musical programme is beautiful, most interesting and educative; revealing two excellent singers Laisa and Mita amidst " Anandadhani'. Request more of such programe. Thank you.
মিতা হক। তিনি বিশাল মাপের শিল্পী ছিলেন। তার স্বামী যুবরাজও উঁচু মাপের অভিনয় শিল্পী ছিলেন। আমরা এই দুই মহান শিল্পীকেই হারিয়েছি। প্রার্থনা করি পরপারে যেন উনারা শান্তিতেই থাকেন।
It has been a remarkable discussion and demonstration. Feel fortunate to know details of what seems to be a wonderful performance, and thanks for sharing it. Frankly, all of the participants deserve grateful thanks.
অসাধারণ! সত্যিই কিছু বলার নেই, মুগ্ধ.... যে মূল অনুষ্ঠানটি (পঞ্চভাস্কর, আনন্দধ্বনি )সম্পর্কে এতো আলোচনা চলছে, খুব ইচ্ছে করছে সেটি দেখার, কোথায় পাব অন্লাইন কেউ কি একটু বলতে পারবেন?
মুসলিম জঙ্গি মরা রবীন্দ্রসঙ্গীত গাইলেই জঙ্গি অবস্হান থেকে মুক্ত হয়ে যাবে। আর এনারা দু'জনই সামাজিক অবস্হানগত ভাবে মুসলিম ধর্ম তথা সামাজিক গঠনের মধ্যে অবস্হান করলেও মানষিক উৎকর্ষতায় রাবিন্দ্রিক মনোভাপন্ন। এটাকে কটাক্ষ করার যোগ্যতা শয়তানেরই থাকে। ধন্যবাদ।
লাইসা আহমেদ লিসা মেম এবং মিতা হক মেম এর গানের সুর, স্পষ্টতা এবং উচ্চারণ এত সুন্দর যে শুনলে মন আনন্দে ভরে ওঠে।
সত্যি আনন্দ ধ্বনি নাম সার্থক। অপূর্ব। মন প্রান জুড়িয়ে গেল। সংশ্লিষ্ট সকলকে অজস্র ধন্যবাদ।
লাইসা আহমেদ লিসা-র মত একজন দক্ষ গায়িকা বিরল।সরাসরি গান শুনলেও মনে হয় সি ডি চলছে । শ্রীকান্ত দা কে অশেষ ধন্যবাদ এই উদ্যোগ নেবার জন্য
এক কথায় অসাধারণ।
খুবই চমৎকার পরিবেশন।
ধন্যবাদ সবাইকে।
I am hearing this wonderful rendition of 6 great luminaries song writers of Bengali culture after 8 years when sukanto was present in audience and was trancedented in musical world. I am grateful to him for bringing these highly trained artists and the story behind it of their traininer dedication from Bangladesh. Thank you Musicana. What can I say about Shri Sukanto Acharya? Not only he is great singer but a sensitive person who brings Rabindranath's songs into new heights.
অপূর্ব। বাংলাদেশের সেরা রবীন্দ্র সংগীত শিল্পী ছিলেন। ব্যক্তিগত মতামত। আজকের অনুষ্ঠানে ও বাসন্তী হে ভাবমনমোহিনী তেমনি।
আাহ!!! কি যে সুধামৃত তুল্য উনাদের গলা। নিজেকে অনেক ভাগ্যবতী মনে হয় বারবার কারণ এতো গুনী দুজন মানুষ আমার শ্রদ্ধেয় গুরু। দুজনের কাছ থেকে সরাসরি গান শেখার ভাগ্য এখনও হচ্ছে।
সত্যি তুমি/আপনি ভাগ্যবতি। এনারা আমার খুউউউব পছন্দের। প্রণাম যোগ্যা। অদিতি মহসিনও। কথা সুর ভাবে ডুবে গান গান। না দেখে। আপনার গান শোনার অপেক্ষায় রইলাম।
প্রফেসর লাইসা আহমেদ লিসা আমাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান।
সত্যিই খুব গর্ব হয় যে উনার মত বরেণ্য শিল্পীর ক্লাস করি। অনেকেই হয়ত জানেন না,উনি বায়োকেমিস্ট্রি & মলিক্যুলার বায়োলজি নিয়ে পড়েছেন।
আপনার মন্তব্য দেখে একটা মজার অভিজ্ঞতা বলি ৷ আমি গত নারী দিবসে ভার্সিটিতে তার গান হঠাৎ করে শুনি ৷ ভেবেছিলাম তিনি সংগীত ডিপার্টমেন্টের শিক্ষক ৷ গানটা শুরুর আগে তার নাম আর ডিপার্টমেন্টটা শোনা হয়নি ৷ পরে ভার্সিটির ওয়েবসাইটে সংগীত বিভাগে আর খুঁজে পাই না ম্যামকে ৷ পরে এক মাধ্যমে জানতে পারলাম তিনি বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের অধ্যাপক ৷ খুব অবাক হয়েছিলাম ৷ সত্যিই ম্যাম রবীন্দ্রসংগীত শিল্পীদের মধ্যে সেরা একজন ৷
অসাধারণ, অপূর্ব দুজনকে একসঙ্গে এর আগে কখনও শুনিনি, মোহিত হয়ে গেছি, মনে হচ্ছে এখন থেকে ওদের দুজনের গান ই শুনব।🙏🏻🙏🏻❤️❤️
বাঙালি হিসেবে এটা একটা দারুন প্রাপ্তি ...... শ্রীকান্ত দা কে অনেক অনেক ধন্যবাদ ...... সংক্ষেপে অপূর্ব অভূতপূর্ব
Simply beautiful program. Thanks to Sreekanta Acharya and the two outstanding singers from Bangladesh, Laisa Ahmed Lisa and Mita Haq. I will hear this program again and agan. Dr. Ajit Thakur (USA)
আমি ধন্য, শ্রদ্ধেয় 'মিতা হক' এবং 'লাইসা আহমেদ লিসা' .. ছায়ানটের গান শিখাচ্ছেন এবং আমি তাদের কাছে এই ১৭ সালেও শিখছি..
..তারা সরাসরি অসাধারন গান করেন..এবং খুব ভালো মানুষ..
You are our pride. Mita, Lisa you all are the reasons I proudly call myself Bengali
আমার খুব দুজন প্রিয় শিল্পীকে এক সঙ্গে পেলাম। ধন্যবাদ শ্রীকান্ত আচার্যকে।
অপূর্ব এককথায় বলতে গেলে বারবার শুনতে ইচ্ছা করে । শ্রীকান্ত দা দুই বাংলা র সংস্কৃতি যখন এক, আরও বেশি করে করুন।
This is just amazing - two of my favourite singers from Bangladesh !!!
খুবই সুন্দর ।মন টা ভরে গেল। অসাধারণ অপূর্ব সুন্দর।
মনটা খুব ভালো হয়ে গেলো গানগুলো শুনে | দুজন শিল্পীই অনবদ্য আর শ্রীকান্ত দা সূত্রধর হিসাবে দারুণ |
Thanks to Srikanto babu for bringing this unique experience through youtube . Omar bhai is a superb tabla player. Mira and Lisa needs no special mention , just brilliant!
Wonderful, deeply regret the loss of Mita Haque
বড় ভাল লাগল। শিল্পীদের প্রণাম। সঞ্চালককে অভিবাদন।
osadharon..... bakkohara hoe jaoar moto onusthan.... dhonnobad musiana ke ebong srikanto da o arna di ke...
Asadharon!!! Durdanto... jemon Srikanta Acharya, temon Laisa Ahmed Lisa temon-i Mita Haque... khuuub bhalo laglo
এক কথায় অনবদ্য।এক আকাশ মুগ্ধতা রইলো।
ashadharon , anobaddo ..... episode ta shesh hoe galo bole raag hoche.... jodi shambhav hoi puro programme ta youtube e upload karar bineeto anurodh roilo...
Ki bolbo bujay parchina! Eato bhalo gaan onekdin shunini. Srikanda ka onek, onek, dhonobad emon ekti onosthan upohar dyar jhonno.
WOW : SRIKANTODA, YOUR ANALYSIS WAS SO PRECISE & PROFOUND, CONFIDENT & CHARISMATIC. THE 3 TALENTS FROM OUR EASTERN NEIGHBOUR COMPLIMENTED YOU PERFECTLY. MY GOOD WISHES FOR EACH ONE OF THE FOUR MUSKETEERS - Dr. APU CHOWDHURY
There can not be any better bouquet than can be offered to the almighty .
Remains ever gteatful the magnificent singers
.
Apurba asadharan, both are God gifted.
আজ শ্রীকান্ত আচার্য আমাদের খুব সুন্দর একটি উপহার দিলেন। ধন্যবাদ আপনাকে ❤😂😂
শ্রীকান্তবাবুর সঙ্গালনা. দুই দিদির কণ্ঠদান, আজ সকাল আমাকে একটা নতুন মাত্রা দিল। .কিমিষ্টি মিষ্টি আজ এ সকাল "
মিতা হক প্রখ্যাত সংগীত শিল্পী আর নেই। তার মত শিল্পী আর হয়ত বাংলা পাবে না।
অসাধারন !!কি বলব ?পুরাই স্পেল বাউন্ড ।
সুরে গলায় ছন্দে অপরাজেয় এই সাগীত শিল্পী রা
Excellent, speechless.love....
this musical programme is beautiful, most interesting and educative; revealing two excellent singers Laisa and Mita amidst " Anandadhani'. Request more of such programe. Thank you.
Manas Ja
Kazi Salma what is your comment
অসাধারণ।
মন ভরে গেল।
মিতা হক। তিনি বিশাল মাপের শিল্পী ছিলেন। তার স্বামী যুবরাজও উঁচু মাপের অভিনয় শিল্পী ছিলেন। আমরা এই দুই মহান শিল্পীকেই হারিয়েছি। প্রার্থনা করি পরপারে যেন উনারা শান্তিতেই থাকেন।
Hearing this my heart is broken.
Thank you so much for sharing this
It has been a remarkable discussion and demonstration. Feel fortunate to know details of what seems to be a wonderful performance, and thanks for sharing it. Frankly, all of the participants deserve grateful thanks.
Woooow Mindblowing...❤❤👌👌👌👌👌👍👍
Wonderful presentation....... Great ! Good effort truly appreciate.
বাহ!
অসাধারণ
খুব ভালো লাগলো।
মন ছুঁয়ে গেছে,,,,
অসাধারণ
Laisa ahamed Lisa Mita haque waidhul haque musiana uposthit hoechilen Srikanta Bhaier uposthapona.
Aha Enthralling ...... Im just speechless .....
A PRESTIGIOUS MUSICAL VIDEO ON BANGLADESH RESPECTED SINGERS(MADAMS)
আরও নতুন এপিসোড চাই।
মিতা হক যুগ যুগ ধরে বেচে থাকবেন
Excellent
ত্রিবেণীসঙ্গম । মন জুড়িয়ে যায় ।
শ্রীকান্ত দা আপনি একটা গান গাইলে আমি ধন্য হোতাম ।তবে অনুষ্ঠানটি দারুণ ছিল।
আমার প্রিয় শিক্ষক দুজন - মিতা আপা আর লিসা আপা! কি ভাল!
Anandadhara can bring a revolution in uniting the divided Bengal culturally which is estranged due to spurious politics
উভয়েই খুব সুন্দর ।
great
Malabika sen ar interview mon chue geló.
দারুন গলা
অসাধারণ! সত্যিই কিছু বলার নেই, মুগ্ধ....
যে মূল অনুষ্ঠানটি (পঞ্চভাস্কর, আনন্দধ্বনি )সম্পর্কে এতো আলোচনা চলছে, খুব ইচ্ছে করছে সেটি দেখার, কোথায় পাব অন্লাইন কেউ কি একটু বলতে পারবেন?
+Srijita Debnath এটা আমিও খুঁজছি।
mio.to/album/Pancha+Bhaskar+Anadadhwani
সেই অনুষ্ঠানের কিছু গান নিয়ে পরবর্তীতে একটি এলবাম বের হয়। শুনলে ভাল লাগবে আশা করি :)
thank you very much !!
বাঙালি সংস্কৃতির অসাধারণ উত্তরাধিকার ।
🙏🙏🙏
Apurba
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
অসামান্য 🥰🥰🥰🥰
❤️❤️❤️
গান সম্পর্কিত একটি অসামান্য বৈঠক
It seems musiana conversation stopped its delightful flow , inspite of extraordinary programme like this one.
Manas yJana
Mita hag k onek shorddha.
Allah yerhamah
Ki durlobh kontho shompod LAISA AHMED LISAr.
এরা কারা? যারা থাম্ব ডাউন দিয়েছে! তালিবান না কি?
মুসলিম জঙ্গিরাও এখন রবীন্দ্রনাথের গান গায় দেখছি
কাকে মুসলিম জঙি বল্লেন
এধরনের মন্তব্য করা অশালীন। দয়া করে সাম্প্রদায়িক মন্তব্য প্রত্যাহার করুন। শিল্পী ও শিল্পকে বিভাজন করা যায় না।
এগুলো আর এস এসএফআই জারজ সন্তান।
মুসলিম জঙ্গি মরা রবীন্দ্রসঙ্গীত গাইলেই জঙ্গি অবস্হান থেকে মুক্ত হয়ে যাবে। আর এনারা দু'জনই সামাজিক অবস্হানগত ভাবে মুসলিম ধর্ম তথা সামাজিক গঠনের মধ্যে অবস্হান করলেও মানষিক উৎকর্ষতায় রাবিন্দ্রিক মনোভাপন্ন। এটাকে কটাক্ষ করার যোগ্যতা শয়তানেরই থাকে। ধন্যবাদ।
Interviewer only speaks !!! The guests are made to largely keep quiet !!! Bogus 👎👎👎
অসাধারণ।
অসাধারণ
অসাধারণ