Lalakhal Sylhet | লালাখাল সিলেট | Lalakhal Winter View | লালা খাল ভ্রমণ | Ohab Traveler

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024
  • Lalakhal Sylhet | লালাখাল সিলেট | Lalakhal Winter View | লালা খাল ভ্রমণ | Ohab Traveler
    ✅ ইন্সটাগ্রামে ফলো করুন: / ohabtraveler
    Lalakhal is a beautiful tourist destination located in the Jaintapur Upazila of Sylhet district in Bangladesh. It is known for its stunning natural beauty and picturesque surroundings, making it a popular destination for tourists.
    Lalakhal is situated on the banks of the Shari River, which flows through the heart of the region. The surrounding hills and lush green forests add to the scenic beauty of the region, making it a picturesque destination for visitors.
    Attractions:
    Here are some of the most popular attractions in Lalakhal:
    Boating:
    Lalakhal is most famous for its boating opportunities. Visitors can rent a boat and explore the crystal-clear water of the Shari River. During the boat ride, visitors can enjoy the stunning views of the surrounding hills and lush green forests.
    Trekking:
    The hills surrounding Lalakhal offer excellent trekking opportunities for adventurous visitors. The trekking routes provide a panoramic view of the surrounding landscape, and visitors can enjoy the fresh air and scenic beauty of the region.
    Bird Watching:
    Lalakhal is home to a diverse range of bird species, including several rare and endangered species. Visitors can take a bird-watching tour and observe the beautiful birds in their natural habitat.
    Tribal Villages: Lalakhal is surrounded by several tribal villages, and visitors can visit these villages to learn about the unique culture and way of life of these tribes.
    Photography: Lalakhal is a paradise for photographers, with its stunning landscapes and scenic beauty. Visitors can capture some breathtaking shots of the river, hills, and natural surroundings.
    Lalakhal is a beautiful destination that offers visitors a unique blend of natural beauty and cultural heritage. Lalakhal is a must-visit destination for those looking to explore the beauty of Bangladesh.
    🔰 লালাখাল কিভাবে যাবেন, কি কি দেখবেন? ⤵️
    লালাখাল বেড়ানোর এখনই উপযুক্ত সময়। এই সময়টায় আপনি পাবেন চমৎকার নীল জলরাশি। বর্ষার স্রোত নেই এখন। তাই পানি শান্ত, স্বচ্ছ। একেবারে যেন নদীর তল দেখা যায় উপর থেকে। যারা সিলেট যান নি তারা ভাবতেও পারবেন না যে পানি এত স্বচ্ছ হতে পারে! বর্ষায় স্রোতের সময় পানির রং হারিয়ে যায়। এই সময় বোনাস হিসেবে দেখতে পাবেন হরেক রকম শীতের পাখি।
    লালাখাল সিলেট শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে জৈন্তাপুর উপজেলায় অবস্থিত। ভারতের চেরাপুঞ্জির ঠিক নিচেই লালাখালের অবস্থান। চেরাপুঞ্জি পাহাড় থেকে উৎপন্ন এই নদী বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত। প্রকৃতিকে একান্তে অনুভব করার জন্য স্থানটি বেশ উপযোগী।
    লালাখাল নদীতে অসংখ্য বাঁকের দেখা মেলে। প্রতিটি বাঁকই দেখার মতো সুন্দর। নদী থেকে দূরে পাহাড় দেখা যায়। দেখলে যতটা কাছে মনে হয়, আসলে তত কাছে না। পাহাড়গুলোকে দেখলে মনে হয়, কেউ যেন নিজ হাতে থরেথরে একের পর একটি করে সাজিয়ে রেখেছে। এখানে পাহাড়ের গায়ে মেঘ জমা হয়। একটু কাছ থেকে দেখা যায়, মেঘেরা দল বেঁধে পাহাড়ের গায়ে ঠেস লাগিয়ে থেমে থাকে। আবার কখনো দুই পাহাড়ের মাঝখান দিয়ে সবার অলক্ষ্যে হারিয়ে যায়।
    লালাখালের নাম “খাল” হলেও এটি আসলে একটি সারি নদীর অংশ। পানির নীল রঙ দেখে যে কারো মনে হতে পারে এর নাম লালাখাল কেন! নীলাখাল হতে পারত! স্থানীয়রাও নামের কারণ বলতে পারেন নি। পানির রঙ ও ব্যাখ্যাতীত কারণে অপুর্ব নীল। বাংলাদেশের নীলনদ যেন লালাখাল।
    🔰 যাতায়াত: ⤵️
    লালাখালে যেতে হলে সিলেটের শিশু পার্কের সামনে থেকে লেগুনা অথবা জাফলংয়ের বাসে চেপে সিলেট-তামাবিল সড়ক ধরে যেতে হবে সারিঘাট। সিলেট আর জাফলং মাঝামাঝি এ স্থানটির নাম সারিঘাট। আগেই বলা হয়েছে, যাওয়ার জন্য পথ দুটি সড়কপথ ও নৌপথ। সড়ক পথে যেতে চাইলে মাইক্রোবাস বা কার ভাড়া নিলে ভালো হয়। তা ছাড়া সিলেট শহর থেকে বাস, লেগুনায় সারিঘাট গিয়ে সিএনজিচালিত অটোরিকশা ভাড়া নিতে পারেন। নৌপথে যেতে চাইলে আগে সারিঘাট পর্যন্ত একই নিয়মে বাস, লেগুনায় গিয়ে নৌযান ভাড়া নিতে হবে। ফেরার পথে এখান থেকে বাসে কিংবা লেগুনায় আসতে পারবেন। রাত ৮টা নাগাদ যানবাহন পাওয়া যাবে।
    🔰 NB: ⤵️
    যেখানেই ঘুরতে যান না কেন, খেয়াল রাখবেন আপনার এবং ভ্রমণসঙ্গীদের দ্বারা পরিবেশের যেন কোন ধরণের ক্ষতি না হয় । স্থানীয়দের সাথে সুন্দর ও মার্জিত আচরণ করবেন ।
    যে কোন ধরণের উচ্ছিষ্ট (খালি প্যাকেট বা বোতল বা এই টাইপের সব কিছুই) সাথে করে নিয়ে আসবেন, প্রকৃতির কোলে রেখে আসবেন না ।
    📞আর কোন সমস্যায় পড়লে টুরিস্ট পুলিশ হেল্পলাইন: 01769690740
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    💬 For Sponsorship & Brand Collaboration 👉 ohababc@gmail.com
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    🎦 Camera: Canon M50 Mark ii
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    ©️ Copyrighted by Ohab Traveler
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    📢 Please Note: I only share my personal opinion/experience, which may not be same to other or in real.
    Disclaimer 📢
    Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    #lalakhal #sylhet #ohab_traveler

ความคิดเห็น •