কসাই শুধু মাকে সেবা করতেন না। বড়ো আল্লাহ ওয়ালা ও ছিলেন। তাঁর মা ও আল্লাহওয়ালা ছিলেন। কসাই,র মা আল্লার দরবারে দোয়া করে ছিলেন কসাই,র জন্য , আল্লাহ আমার ছেলেকে মুসা নবীর সংগে জান্নাত দিও। আর এটাই হলো হাকিকত।
তোমার লাগান হুজুরের দ্বারা মানুষ হেদায়েত পাবে না শুধু মানুষের মধ্যে বিশৃঙ্খলা বাড়বে। তুমি খুব সুন্দর করে গীবত করছো। এভাবে গীবত করা কোন হাদিসে লেখা আছে দয়া করে একটু সহিহ হাদিস নাম্বারটা দিবেন।
আমি বিনয়ের সাথে বলছি, কোরান যে অস্পষ্ট কিতাব তা আল ইমরান ৭ নাম্বার আয়াতে আল্লাহ তালা প্রথম ২ লাইনে স্পষ্ট করে বলে দিয়েছেন।পরে আবার পেচিয়ে পোচিয়ে এইটাকে গিলানোর ব্যবস্থা করা হয়েছে। এবং নবীর ওম্মতেরা তা ভালভাবেই গ্রহন করেছে। আননিসা ১১৯ নাম্বার আয়াতে আল্লাহ বলেছে আমি অবশ্য অবশ্যই তাদেরকে পথভ্রষ্ট করব। এই আয়াতে বলা হয়েছে যদি কেউ পশুপাখির কান ছিদ্র করে তাহলে সে আল্লার সৃষ্টিকে বিকৃত করে। আর সে অবশ্যই শয়তানকে অনুসরন করে। আর আপনি যে লিংগ ছেদন করেন তাহলে আল্লার সৃষ্টি বিকৃত হয় না? প্রশ্ন রইল? এখন আপনি বলবেন এইটা বিজ্ঞানস্মমত। এইটার পিছনে বৈজ্ঞানিক যুক্তি আছে। তার মানে আল্লাহ পাক থেকে আপনি অনেক বেশী বিজ্ঞান বুঝেন। আল্লাহ আদম তৈরীতে একটা বিরাট ভূল করেছেন। আপনারা প্রকারান্ত্রে আল্লাহকে সেটাই বুঝাতে চাইছেন।আর সেজন্য আল্লাহ পাক প্রায় সকল আয়াতের সেষে বলেছেন, তিনি পরম কৌশুলী এবং প্রজ্ঞাময়। কিন্তু শেষে যে আল্লাহ বলেছেন আমার সৃষ্টিকে বিকৃত করলে তুমি শয়তানকে অনুশরন করছ, সেইটা বুঝেন নাই। এত বিজ্ঞান বুঝেন এই একটা লাইন বুঝেন নাই। বিজ্ঞান বিজ্ঞান বলে আপনারা শয়তানের ফাদে পা দিয়ে ফেলেছেন বলে আমার মনে হয়।এই এক লাইন আপনাদেরকে জাহান্নামের রাস্তা ধরিয়ে দিয়েছে।ভালভাবে আয়াতটি পড়ার অনুরোধ রহিল। আল ইমরান ৭ নাম্বার আয়াত পড়ার পরে কোরানকে আকড়ে ধরে যে এগিয়ে যাবে সেই বিভ্রান্তির দিকেই এগিয়ে যাবে বা বিভ্রান্ততে পড়বে। গীতা ১০/৮ ভগবান নিজের পরিচয় দিয়েছেন যে সব কিছু আমার থেকে সৃষ্টি হয়েছে। অর্থাৎ আমি সব কিছু সৃষ্টি করেছি। গীতা ১৫/১৫ ভগবান বলেছেন আমি জ্ঞান দেই, আবার জ্ঞান (অপহনম চ) অপহরন করি। আমার মনে হয় আপনাদের জ্ঞান অপহরন করা হয়েছে। এবার বলুন আল্লাহ নিরাকার কোরানের কোন আয়াতে আছে? কিন্তু সাকারের কথা কোরানে আছে। নবী সবেমেরাজে আল্লার সাথে দেখা করতে যাওয়া কি সাকারের প্রমান হয় না? মৃত্যর পর আল্লাহকে নিজ চোখে দেখবেন তা কি সাকারের প্রমান দেয় না? আল্লাহ সাকার না হলে অর্থাৎ রুপ না থাকলে মৃত্যর পর দেখবেন কি?এখনতো আপনাকে যদি বলি আল্লাহ সাকার না নিরাকার। আপনিতো এক বাক্যে বলে দিবেন আল্লাহ নিরাকার। নিরাকার স্বীকার করা এবং সাকারকে অস্বীকার করার মাধ্যমে আপনি কোরানকেইতো অস্বীকার করলেন বলে আমার মনে হয়। নবী মেরাজে গেলেন আল্লার সাথে দেখা করার জন্য৷ দেখা না গেলে বা হলে মেরাজে গেলেন কেন? প্রশ্ন রহিল। অথচ আপনারা সেই আয়াতকে স্বীকারই করেন না। সুতরাং কোরানের কোন একটি আয়াত অস্বীকারকারীও জান্নাত পাবে না। কোরান সত্য। কারন কোরানে সাকারের কথা ইংগিত দেওয়া আছে। ইদানিং অবশ্য কোন কোন আলেম অবশ্য সাকারকে স্বীকার করা শুরু করেছেন।পুরো পুরি স্বীকার করতে আরও সময় লাগবে।একটু ভালভাবে হৃদয় দিয়ে চিন্তা করে দেখবেন। ধর্মগ্রন্থ পড়তে হয় হৃদয় দিয়ে। সাকার কোরানে আছে জানলেও আপনি তা স্বীকার করবেন না। সাকার স্বীকার করা মানেইতো আপনি সনাতন ধর্মকে স্বীকার করে নেওয়া। সুরা আল ইমরান আয়াত নাম্বার ৭ ভালভাবে পড়ুন। সেখানে বলা আছে কিছু আয়াত স্পষ্ট অর্থবোধক। আর কিছু আয়াত অস্পষ্ট। এখন আমি যদি বলি কোরানের কোন কোন আয়াত অস্পষ্ট(যা কোরান বলেছে)? তা আপনি কি আমাকে দেখিয়ে দিতে পারবেন? আর এই অস্পষ্ট কিতাব নিয়ে যদি এগিয়ে যান তাহলেতো আপনি অস্পষ্টতার দিকেই এগিয়ে গেলেন। আর যা অস্পষ্ট, তার ব্যখ্যা কে করেছে? আর সেজন্যই এক এক জন তার সুবিধা অনুযায়ী কোরানের এক এক রকম ব্যাখ্যা তৈরি করছে। আর এজন্যই ইসলাম ধর্ম বহুভাগে বিভক্ত হয়ে পড়েছে। আর যিনি এর গভীর অর্থ অনুধাবন করেন তিনি হয় নাস্তিক বা ইসলাম বিদ্বেষী হয়ে যান।৷এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা ইসলামের সমালোচনা করছে তারা সবাই একসময় ইসলামেরই লোক ছিল। আমিতো এই ধর্মের শেষ দেখতেছি। ইউটিউব এই ধর্মের পতন তরান্বিত করবে মাত্র। বিসমিল্লায় গলদ। কথাটা আমরা সবাই জানি। কথাটা এমনি এমনি আসে নাই। এই কথার অর্থ বুঝার শক্তি এখনো আমার মনে হয় আপনাদের হয় নাই। সৃষ্টিকর্তা যেন আপনাদেরকে বুঝার শক্তি দান করেন। আর আমার যদি বুঝায় সমস্যা থাকে তাহলে ব্যাখ্যা দিবেন। আর এই ব্যাপারে আপনি যখন আপনার উদ্ধতন কারো কাছে ব্যাখা চাইবেন বা জানতে চাইবেন তখন তিনি আপনাকে শুধু বলবেন, কোরান নিয়ে গবেষণা করা যাবে না। আমাদের কাজ শুধু নবীর প্রতি ঈমান আনা। কোনভাবেই এই প্রশ্নের উত্তর আপনি আপনার উদ্ধতন কারো কাছ থেকে পাবেন না। আমার এই লেখা কাঊকে আঘাত দেওয়ার জন্য নয়।শুধুমাত্র সচেতন করার জন্য। যেহেতু কোরান বলেছে কিছু আয়াত অস্পষ্ট তাই একজনের সাথে আরেকজনের মতের মিল কেয়ামত পর্য্যন্ত হবে না। উত্তরের অপেক্ষায় রহিলাম।
দূঃখিত! বলতে বাধ্য হলাম, আপানার কথার মধ্যেও রিয়ার গন্ধ সুস্পষ্ট। আপনার কথা অনুযায়ী আপনি ও আপনার ভাই এবং সৌদি আরবের একজন ছাড়া আর কেউ সঠিক তেলাওয়াত জানে না। আল্লাহ আমাদের সবাইকে আপনাদের মত জানলেওয়ালা জ্ঞানীদের থেকে হেফাজত করুন (আমিন)।
জাল হাদিস বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামে মিথ্যাচার করবে বক্তা, তাকে আমাদের আলেমরা না ধরলে কে ধরবে? তোমাদের মত বকরিরা তো জাল হাদিস শুনেও সুবহানাল্লাহ, মাশাআল্লাহ বলতে থাকে😂
আর তোমার যদি মনে হয় যে কেউ মিথ্যা বললে আটকানো উচিত না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর নামে মিথ্যাচার করলেও তাকে হুজুর হুজুর বলে ডাকা উচিত, তাহলে আসলে তোমার আবার কালেমা পড়ে মুসলমান হওয়া উচিত, তওবা করা উচিত
কে সত্য, আর কে মিথ্যা, এটা বুঝা খুবই কঠিন.কারণ আমরা কেউ তখন ছিলাম না এবং নিজের কানে শুনি নাই. সবই আমাদের শুনা কথা. সবাই বলে, আল্লা বলেছেন, এই কথাটা কতটা সত্য. সৃষ্টার নামে মিথ্যা অপবাদ দেওয়া, মনে হয় আমাদের উচিত নয়. রাগ করবেন না.সবাই ভাল থাকুন.
ভই আপনার কথাটা আমার খনু ভালো লেগেছে। আপনি ঠিকই বলেছেন এখনকার আলেম মানেই জালে, আর মোজাফ্ফর এর কথা বলছেন ওতো পুরোপুরি ইয়াহুদীর দালাল। একদিন দেখবেন ও বলে ফেলবে যে কোরআন - ই জাল ।
মহান আল্লাহ আপনি দয়া করে,মায়া করে,করুণা করে,আমাদেরকে সকল প্রকার বিদাতি কাছ থেকে হেফাজত করুন।আমিন।আমিন।আমিন।মহান আল্লাহ আপনি দয়া করে,মায়া করে,করুণা করে,আমাদেরকে সঠিক বুঝ দান করুন।আমিন।আমিন।আমিন।
মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত এটা কোরআনে বর্ণিত।মা কে সবচেয়ে সম্মানিত করা হয়েছে সেটাও ৩ বার। তারপর বাবাকে সম্মানিত করা হয়েছে।মা বাবার দোয়া সবচেয়ে বড় দোয়া।
মিজানুর রহমান আজহারীর থেকে কখনও ইলম নিই নি আলহামদুলিল্লাহ।। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আর দু একটা ইংরেজি বাণী দিয়ে কখনও কাউকে আলেম বিবেচনা করাটা অনুচিত
এরকম লক্ষ লক্ষ হাফেজ আছে, হাফেজ ছাড়া ও সাধারণ মানুষ আছে, সুন্দর করে তেলাওয়াত করে, তেলোয়াত শোনার জন্য মন লাগে, সেই মনটা আপনি গড়ে তোলেন, সেই মনটা আল্লাহ তাআলা সবাইকে দেন না, এটা আপনার ভাগ্যে নাই।
আপনারা, সবাই কোরানের মাহফিলে এই সব গল্প ই বলেন আর একে অন্যের ভুল ধরেন,গীবত করেন, এই তো আপনাদের দ্বিনী দাওয়াত। কঠিন আজাবের জন্য তৈরী থাকুন,আল্লাহর বান্দাদের বিপথগামী করানোর জন্য। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আমিন।
বাংলাদেশের হুজুরদের একটাই সমস্যা তারা সকলেই নিজেকে সবচেয়ে বড় ভাবে। আমার কাছে মনে হয় যে তারা ভাবে আমি সবকিছু জানি আমার থেকে বেশি কেউ জানে না। আর এটাই সবচেয়ে বড় দুঃখের বিষয় 😢😢
মুজাফফর বিন মুহসিন এবং মিজানুর রহমান আজহারী এদের দুইজনকে আমি সম্মান করি,,, এরা অনেক বড় আলেম কিন্তু এভাবে যদি একে অপরের বিরুদ্ধে কথা বলতে থাকেন তাহলে সাধারণ মানুষ ইসলাম থেকে সিটকে পড়ে যাবে,,, আমি জানি আপনারা অনেক বড় আলেম,,, আমার অনুরোধ ইউটিউবার যেন এটি মুজাফফর বিন মুহসিন এর কাছে এই কথা টাকে যেন যে কোন মূল্যে পৌঁছে দেয়,,,
হুজুর আপনাদের কি হয়েছে একজন বলেন সহি হাদিস আর একজন বলেন না এটা জাল হাদিস। সাধারণ মানুষ কোনটা বিশ্বাস করবে মেনে চলবে। সাধারণ মানুষদের নিয়ে আপনারা তামসা করেন।।
ছোট থাকতে হুজুরদের কাছ থেকে দোয়া চাইতাম আর এখন হুজুর দের জন্য দোয়া করি হুজুরে হুজুরে যেন ঝামেলা। ঝগড়া না করে
মুজাফফর কি ভাবে বুঝতে পারল তেলাওত কারিদের অন্তরে রিয়া আছে সে কি গায়েব জানে?
ঠিক বলছেন
th-cam.com/video/iFS7kVdsMOc/w-d-xo.htmlsi=NIkvHr4nvZebTyf8
❤
❤
মিজানুর রহমান হুজুর একজন ভাল মানুষ, নম্র,ভদ্র, সৎ। মন মানসিকতা খুবই সফ্ট সুন্দর ভালো মনের তিনি।ওনার ভদ্রতা মুগ্ধ করে সবাই কে।🌹🇧🇩💞🌷
😂😂😂😂
th-cam.com/video/iFS7kVdsMOc/w-d-xo.htmlsi=NIkvHr4nvZebTyf8
নম্র ভদ্র এক জিনিস সত্য প্রচার করা আরেক জিনিস।
আপনি চুল ছাড়া মানুষ
Vodro dya islam chole na
আপনার কথায় মনে হয় পৃথিবীর একমাত্র আলেম আপনি আর সবাই জালেম
আল্লাহ আপনাকে হেদায়েত দিক
মুজাফফর তুমি বাংলাদেশের শ্রেষ্ঠ ফেতনাবাজ গীবতকারী,
আপনি মিস্টার ইবলিস হতেও বেশি জ্ঞানী ,
কারও ভুল ধরা গিবত নয়।
যত বার আপনার ওয়াজ শুনি বেশিরভাগ সময় আপনি গিবত গাইতে থাকেন আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন আমিন 🤲
লা মাজহাবি যে তাই
তোমার মত হুজুরদের জন্য সাধারণ মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ বেধে যায😢
th-cam.com/video/ntNRd_hES9k/w-d-xo.htmlsi=0gzCt6ugQqlFwnjq
আমার মনে হয় আপনি কোন ভদ্র বংশে জন্ম নেননি,তা যদি হত তা হলে ভাষা ভদ্র হত।
Tomader moto ondho bisshasi der jonnoi ajke ai obostha tomader nijeder eman o amoler....
সকল ইসলামিক স্কলারদের প্রতি আবেদন আপনারা এক টেবিলে বসে ভুলগলো সংশোদন করে নিন please. ❤❤
jonogonkeo sohi jinis jana lagbe
কেন সাধারণ মানুষ কি দোষ করল?? এরা সহীহ জানবে না??
হুজুর আপনার ওয়াজ এবং আমল অহংকারে পরিপূর্ণ বলেই মনে হয়। আল্লাহ ভালো জানেন।
#MISLAMICTV786#
হিংসুটে জানুয়ার জানুয়ারের আচারন
ঠিক বলছেন
আমারও আপনার মতো মনে হয়েছিল। তবে এখন বুঝি কথা গুলো সত্য তবে তিতা....
নিজেদের আইডলদের বিপক্ষে বললে আপনাদের এমন জ্বলবেই
হুজুর আপনারা একজনের ভুল গিবত এভাবে স্টেজে না বলে যার ভুল তাকে দাওয়াত দিয়ে সংশোধন করে নিবেন,,তা না হলে কোন দিন ভুলের সমাদান হবে না
ভাই উনি কি কথাটা পার্সোনালি বলেছেন না সকলের সামনে বলেছেন?
Hogore hoya somo alosana na kora bata pata gaya na alla hadayate koroke amine
বেটা মুর্খ এভাবে ভুল না ধরিয়ে দিলে ও শোংশোধন হবেনা।
ওনি কিভাবে গিবত করলেন ওনি সঠিক কথা বলেছেন শুধু কে বলেছে না বলেছে সেটা তো বলে নাই
আল্লাহ সাধারণ মানুষের চেয়ে যেন এইসব হুজুর কে আরো আগে হেদায়েত দান করেন
কসাই শুধু মাকে সেবা করতেন না। বড়ো আল্লাহ ওয়ালা ও ছিলেন। তাঁর মা ও আল্লাহওয়ালা ছিলেন। কসাই,র মা আল্লার দরবারে দোয়া করে ছিলেন কসাই,র জন্য , আল্লাহ আমার ছেলেকে মুসা নবীর সংগে জান্নাত দিও। আর এটাই হলো হাকিকত।
ঘটনাটা কোথায় পাইছেন। কোরআন হাদিসের কোথায় পাইছেন দলিল দেন।
@@SohagMia-wg5qu khuje nen
@@SohagMia-wg5qu খুজে নেন
এই ঘটনা শুনতে ভাল লাগে তবে পুরাই মিথ্যা
মুজাফফর তুমি বাংলাদেশের শ্রেষ্ঠ ফেতনাবাজ গীবতকারী
মুজাফফর নিজেই শয়তান
মিথ্যাকে মিথ্যা বললেই ফেতনাবাজ?
রাইট
সত্যি প্রকাশ যদি ফেতনা হয় তাইলে কি ফেতনা হবে ভেবে সত্যি প্রকাশ বন্ধ করতে হবে আর মানুষ সারাজীবন ভুল আমল করেই যাবে?
মুজাফ্ফার বিন মহসিন এই বাটপার নিজেকে খুব বড় মনে করে সুতরাং এই বাটপার জাহান্নামী কোন রকম সন্দেহ নাই
মিজানুর রহমান আজহারী ওয়াজ গুলো শুনে আমি অনেক কিছু শিখতে পেরেছি আল হামদুলিল্লাহ
ওয়াজ মাহফিলে হাজার হাজার মানুষের সামনে বসে মিথ্যাচার বা বেঈমানী করেছে যে কারণে নিজ থেকেই দেশ ত্যাগ করেছে।
তোমার লাগান হুজুরের দ্বারা মানুষ হেদায়েত পাবে না শুধু মানুষের মধ্যে বিশৃঙ্খলা বাড়বে। তুমি খুব সুন্দর করে গীবত করছো। এভাবে গীবত করা কোন হাদিসে লেখা আছে দয়া করে একটু সহিহ হাদিস নাম্বারটা দিবেন।
Procholito manusher banano hadis sarun , kuran bujhe bujhe porun manun mulla sarun shomoy thakte .
কারও ভুল ধরা গিবত নয়
উনাকে ইসরাইল থেকে পাঠানো হয়েছে। কে কে আমার সাথে একমত । 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
শয়তানও দেখি একমত তোমার সাথে
ঠিক বলেছেন
কোরআন অর্থ সহ ভালোভাবে পরেন তার পর বিচার করেন।
তোমাকে ইরানে পাঠানো হবে।
@@AtikulIslamShohagবুঝে না বুঝে কথা বলা কত বড় মুনাফিকি জানিস?
পাবলিক এখন আগের চেয়ে অনেক ভালো বুঝে আমরা জানতে চাইনি আপনি কার তেলাওয়াত শোনেন, হাজার হাজার ভাই বোন আছেন তাদের তেলাওয়াত শুনতেই মন চায় ইত্যাদি।
সে মনে হয় গায়েব জানে?
হুজুরের কথায় এটা বোঝা যায় যে উনি সহ বাংলাদেশে ৩-৪ জন সঠিক পথে আছেন, বাকিরা ভুলে।
শায়েখ আপনার কথা বরাবরই হিংসাত্মক। আপনার এই হিংসাত্মক মনোভাব পরিবর্তন করা উচিত।
আপনি মিস্টার ইবলিস হতেও বেশি জ্ঞানী ,
ঠিকই বলছেন ভাই
তুই শয়তানি ছেরে ভাালো হ
ঠিক রে ভাই
টিচার অব ইবলিশ
মিস্টার ইংলিশ শব্দ, এর অর্থ কি?
আমি জানি মিজানুর রহমান আজহারী হুজুরের ওয়াজ সুনি এবং সত্য মনে করি ঘটনা ও সত্যি মনে করি বাকি সব কিছু আল্লাহ জানেন
আমি বিনয়ের সাথে বলছি, কোরান যে অস্পষ্ট কিতাব তা আল ইমরান ৭ নাম্বার আয়াতে আল্লাহ তালা প্রথম ২ লাইনে স্পষ্ট করে বলে দিয়েছেন।পরে আবার পেচিয়ে পোচিয়ে এইটাকে গিলানোর ব্যবস্থা করা হয়েছে। এবং নবীর ওম্মতেরা তা ভালভাবেই গ্রহন করেছে। আননিসা ১১৯ নাম্বার আয়াতে আল্লাহ বলেছে আমি অবশ্য অবশ্যই তাদেরকে পথভ্রষ্ট করব। এই আয়াতে বলা হয়েছে যদি কেউ পশুপাখির কান ছিদ্র করে তাহলে সে আল্লার সৃষ্টিকে বিকৃত করে। আর সে অবশ্যই শয়তানকে অনুসরন করে। আর আপনি যে লিংগ ছেদন করেন তাহলে আল্লার সৃষ্টি বিকৃত হয় না? প্রশ্ন রইল? এখন আপনি বলবেন এইটা বিজ্ঞানস্মমত। এইটার পিছনে বৈজ্ঞানিক যুক্তি আছে। তার মানে আল্লাহ পাক থেকে আপনি অনেক বেশী বিজ্ঞান বুঝেন। আল্লাহ আদম তৈরীতে একটা বিরাট ভূল করেছেন। আপনারা প্রকারান্ত্রে আল্লাহকে সেটাই বুঝাতে চাইছেন।আর সেজন্য আল্লাহ পাক প্রায় সকল আয়াতের সেষে বলেছেন, তিনি পরম কৌশুলী এবং প্রজ্ঞাময়। কিন্তু শেষে যে আল্লাহ বলেছেন আমার সৃষ্টিকে বিকৃত করলে তুমি শয়তানকে অনুশরন করছ, সেইটা বুঝেন নাই। এত বিজ্ঞান বুঝেন এই একটা লাইন বুঝেন নাই। বিজ্ঞান বিজ্ঞান বলে আপনারা শয়তানের ফাদে পা দিয়ে ফেলেছেন বলে আমার মনে হয়।এই এক লাইন আপনাদেরকে জাহান্নামের রাস্তা ধরিয়ে দিয়েছে।ভালভাবে আয়াতটি পড়ার অনুরোধ রহিল। আল ইমরান ৭ নাম্বার আয়াত পড়ার পরে কোরানকে আকড়ে ধরে যে এগিয়ে যাবে সেই বিভ্রান্তির দিকেই এগিয়ে যাবে বা বিভ্রান্ততে পড়বে। গীতা ১০/৮ ভগবান নিজের পরিচয় দিয়েছেন যে সব কিছু আমার থেকে সৃষ্টি হয়েছে। অর্থাৎ আমি সব কিছু সৃষ্টি করেছি। গীতা ১৫/১৫ ভগবান বলেছেন আমি জ্ঞান দেই, আবার জ্ঞান (অপহনম চ) অপহরন করি। আমার মনে হয় আপনাদের জ্ঞান অপহরন করা হয়েছে। এবার বলুন আল্লাহ নিরাকার কোরানের কোন আয়াতে আছে? কিন্তু সাকারের কথা কোরানে আছে। নবী সবেমেরাজে আল্লার সাথে দেখা করতে যাওয়া কি সাকারের প্রমান হয় না? মৃত্যর পর আল্লাহকে নিজ চোখে দেখবেন তা কি সাকারের প্রমান দেয় না? আল্লাহ সাকার না হলে অর্থাৎ রুপ না থাকলে মৃত্যর পর দেখবেন কি?এখনতো আপনাকে যদি বলি আল্লাহ সাকার না নিরাকার। আপনিতো এক বাক্যে বলে দিবেন আল্লাহ নিরাকার। নিরাকার স্বীকার করা এবং সাকারকে অস্বীকার করার মাধ্যমে আপনি কোরানকেইতো অস্বীকার করলেন বলে আমার মনে হয়। নবী মেরাজে গেলেন আল্লার সাথে দেখা করার জন্য৷ দেখা না গেলে বা হলে মেরাজে গেলেন কেন? প্রশ্ন রহিল। অথচ আপনারা সেই আয়াতকে স্বীকারই করেন না। সুতরাং কোরানের কোন একটি আয়াত অস্বীকারকারীও জান্নাত পাবে না। কোরান সত্য। কারন কোরানে সাকারের কথা ইংগিত দেওয়া আছে। ইদানিং অবশ্য কোন কোন আলেম অবশ্য সাকারকে স্বীকার করা শুরু করেছেন।পুরো পুরি স্বীকার করতে আরও সময় লাগবে।একটু ভালভাবে হৃদয় দিয়ে চিন্তা করে দেখবেন। ধর্মগ্রন্থ পড়তে হয় হৃদয় দিয়ে। সাকার কোরানে আছে জানলেও আপনি তা স্বীকার করবেন না। সাকার স্বীকার করা মানেইতো আপনি সনাতন ধর্মকে স্বীকার করে নেওয়া। সুরা আল ইমরান আয়াত নাম্বার ৭ ভালভাবে পড়ুন। সেখানে বলা আছে কিছু আয়াত স্পষ্ট অর্থবোধক। আর কিছু আয়াত অস্পষ্ট। এখন আমি যদি বলি কোরানের কোন কোন আয়াত অস্পষ্ট(যা কোরান বলেছে)? তা আপনি কি আমাকে দেখিয়ে দিতে পারবেন? আর এই অস্পষ্ট কিতাব নিয়ে যদি এগিয়ে যান তাহলেতো আপনি অস্পষ্টতার দিকেই এগিয়ে গেলেন। আর যা অস্পষ্ট, তার ব্যখ্যা কে করেছে? আর সেজন্যই এক এক জন তার সুবিধা অনুযায়ী কোরানের এক এক রকম ব্যাখ্যা তৈরি করছে। আর এজন্যই ইসলাম ধর্ম বহুভাগে বিভক্ত হয়ে পড়েছে। আর যিনি এর গভীর অর্থ অনুধাবন করেন তিনি হয় নাস্তিক বা ইসলাম বিদ্বেষী হয়ে যান।৷এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা ইসলামের সমালোচনা করছে তারা সবাই একসময় ইসলামেরই লোক ছিল। আমিতো এই ধর্মের শেষ দেখতেছি। ইউটিউব এই ধর্মের পতন তরান্বিত করবে মাত্র। বিসমিল্লায় গলদ। কথাটা আমরা সবাই জানি। কথাটা এমনি এমনি আসে নাই। এই কথার অর্থ বুঝার শক্তি এখনো আমার মনে হয় আপনাদের হয় নাই। সৃষ্টিকর্তা যেন আপনাদেরকে বুঝার শক্তি দান করেন। আর আমার যদি বুঝায় সমস্যা থাকে তাহলে ব্যাখ্যা দিবেন। আর এই ব্যাপারে আপনি যখন আপনার উদ্ধতন কারো কাছে ব্যাখা চাইবেন বা জানতে চাইবেন তখন তিনি আপনাকে শুধু বলবেন, কোরান নিয়ে গবেষণা করা যাবে না। আমাদের কাজ শুধু নবীর প্রতি ঈমান আনা। কোনভাবেই এই প্রশ্নের উত্তর আপনি আপনার উদ্ধতন কারো কাছ থেকে পাবেন না। আমার এই লেখা কাঊকে আঘাত দেওয়ার জন্য নয়।শুধুমাত্র সচেতন করার জন্য। যেহেতু কোরান বলেছে কিছু আয়াত অস্পষ্ট তাই একজনের সাথে আরেকজনের মতের মিল কেয়ামত পর্য্যন্ত হবে না। উত্তরের অপেক্ষায় রহিলাম।
মিথ্যুকের ওয়াজ শুনলে তুইও মিথ্যুক হয়ে যাবে।
Baki Allah janen ! Age jane Azhari ! Ai bhabe mullara procholito manusher banano hadiser waz kore islamer 12 ta bajiyese .
Ondho vokto
জীবনে বহু মানুষের আলোচনা শুনছি। কিন্তু এই একটা লোক যার আলোচনা শুনলে মনে হয় তার ফালতু লোক আর হয় না।
আগে নিজেকে যাচাই করুন যে আপনি কতটুকু জানেন
Right
দূঃখিত! বলতে বাধ্য হলাম, আপানার কথার মধ্যেও রিয়ার গন্ধ সুস্পষ্ট। আপনার কথা অনুযায়ী আপনি ও আপনার ভাই এবং সৌদি আরবের একজন ছাড়া আর কেউ সঠিক তেলাওয়াত জানে না।
আল্লাহ আমাদের সবাইকে আপনাদের মত জানলেওয়ালা জ্ঞানীদের থেকে হেফাজত করুন (আমিন)।
Allah ohongkarider nischoy poton kore thaken
আমিন
হজুর আপনার কথা থাকে রিয়া আসছে
যদি ওমর বেঁচে থাকতো তাহলে ইউটিউবের বক্তাগুলোকে কঠিন শাস্তি দিতো
নিজেকে সবার থেকে বড় পন্ডিত ভাবেন ।
সে মনে হয় গায়েব জানে?
কোরানের নির্দেশ যে ব্যাক্তি কোরান বুঝে পড়বে এবং বুঝাবে সেই আল্লাহর কাছে সবচেয়ে সম্মানের। তার অহঙ্কার জায়েজ।
বেশি বেশি অন্যের ভুল ধরেন,অনেক সওয়াব পাবেন আর তাতে বেশি বেশি জান্নাত পাবেন।
জাল হাদিস বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামে মিথ্যাচার করবে বক্তা, তাকে আমাদের আলেমরা না ধরলে কে ধরবে? তোমাদের মত বকরিরা তো জাল হাদিস শুনেও সুবহানাল্লাহ, মাশাআল্লাহ বলতে থাকে😂
আর তোমার যদি মনে হয় যে কেউ মিথ্যা বললে আটকানো উচিত না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর নামে মিথ্যাচার করলেও তাকে হুজুর হুজুর বলে ডাকা উচিত, তাহলে আসলে তোমার আবার কালেমা পড়ে মুসলমান হওয়া উচিত, তওবা করা উচিত
ইসলাম বিষয় জ্ঞান কম থাকলে যা হয়
আপনার কথা শুনেই অনেক ভালো লাগছে।
আপনার ভিতর অহংকার ও রিয়ার গন্ধ!! আল্লাহ আমাদের হেদায়েত/ হেফাজত করুক,আমিন
আমিন
বেটা তোর আহাজারি মুর্খ হুজুর যদি মিথ্যা গল্প বলে তখন কি প্রতারণা হয় না? ভুল সংশোধন করলে তোদের রিয়া ও অহংকারের ট্যাগ দেওয়ার মানসিকতা জন্ম নেয়্
রাইট
মিথ্যুকদের ধরিয়ে দিচ্ছে এতেই তোদের জ্বলে। মানুষ হ।
হাদিসে গেলেই জাল জয়ইফ এক হুজুরেরটা আরেক হুজুর মানেননা আমরা কি করি। হে আল্লাহ আমাদের খমা করেন সটিক রাস্তা দেখান।আমিন।
@MISLAMICTV786#
সঠিক রাস্তা চাইলে কোরআন পড়েন। এরপর কোরআনের আলোকে হাদিস পড়েন। সব বিভ্রান্তি দূর করে দেবেন আল্লাহ।
আমরা সবাই সত্যকে সত্য বলার চেষ্টা করি। সুর দিয়ে কথা বললেই সঠিক কথা নই।
মিজানুর হুজুর খুভই নম্র ভদ্র ভাল মনের মানুষ🌹মুজাফফর হুজুর আপনি ও ভাল মানুষ অনেক,আমি আপনাদের ওয়াজ পছন্দ করি।🌿🌿🌿🌿🌿🌿🌿🌹♥️🌹🌹🌹♥️♥️🌹🌹🌹♥️
কে সত্য, আর কে মিথ্যা, এটা বুঝা খুবই কঠিন.কারণ আমরা কেউ তখন ছিলাম না এবং নিজের কানে শুনি নাই. সবই আমাদের শুনা কথা. সবাই বলে, আল্লা বলেছেন, এই কথাটা কতটা সত্য. সৃষ্টার নামে মিথ্যা অপবাদ দেওয়া, মনে হয় আমাদের উচিত নয়. রাগ করবেন না.সবাই ভাল থাকুন.
মিজানুর রহমান আজহারী কে ভালবাসি তাই তাকে আল্লাহ আরও হেদায়েত দান করুক।
Onar vul tao sothik
মুসাফা করলে যদি সব পাপ মাফ হয়ে যেতো তাহলে রোজা রাখা নামাজ পড়া লাগতো না
আপনি কি তাইলে এই হাদিসকে অস্বিকার করছেন?
কোন হাদিস
নিজেরে নিজে সবচেয়ে বড় পন্ডিত মনে কইরেন না
বুঝেছি আপনি হলেন নতুন পন্ডিত 🎉
রাইট
একদম ঠিক ভাই
আপনি এত পান্ডিত্য না করে ,গঠন মূলক এবং সাধারণ মানুষের উপকার হয় এমন বক্তব্য দেন।
কথার মধ্যে দাম্ভিকতা অনেক বেশি
হুজুরের কথায় কোনো রস কস নেই
সত্য কথা তেতো লাগে
@@Rahultripathi-g5xth-cam.com/video/ntNRd_hES9k/w-d-xo.htmlsi=0gzCt6ugQqlFwnjq
এই পীর সাব পৃথিবীতে সবচেয়ে বড় আলেম মনে হচ্ছে
তাই নাকি মুরিদ ভাই
মহসিন সাহেব ইসলাম ও মুসলমানদের হেয় এবং ক্ষতি করার জন্য ই যেন লেগে থাকে ।মানুষ তাকে নিয়া হাসাহাসি করে । এটা তাকে কে বুঝাবে ।
ভই আপনার কথাটা আমার খনু ভালো লেগেছে। আপনি ঠিকই বলেছেন এখনকার আলেম মানেই জালে, আর মোজাফ্ফর এর কথা বলছেন ওতো পুরোপুরি ইয়াহুদীর দালাল। একদিন দেখবেন ও বলে ফেলবে যে কোরআন - ই জাল ।
বাংলার ইতিহাসে আপনি আর আপনার ভাই ছাড়া আর কেউ কিছুই জানেনা
রাইট
এই ইবলিশ বলে কারো তিলাওয়াতই শোনেনা, তাও কত গর্বের সাথে বলতেছে। তার নিজের তেলাওয়াতের অবস্থায় ই তো গুরুচরন।
তবে আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি আল্লাহ পাক যেন তোমাকে হেদায়েত দান করেন আমিন
মহান আল্লাহ আপনি দয়া করে,মায়া করে,করুণা করে,আমাদেরকে সকল প্রকার বিদাতি কাছ থেকে হেফাজত করুন।আমিন।আমিন।আমিন।মহান আল্লাহ আপনি দয়া করে,মায়া করে,করুণা করে,আমাদেরকে সঠিক বুঝ দান করুন।আমিন।আমিন।আমিন।
অন্যের ভুল না ধরে নিজের ঠিক হন
মুজ্জাফর সাহেবেরএর কাজ হলো অন্য আলেম দের সমালোনা করা। গিবত করা হারাম। সম্মানিত ব্যক্তির সম্মান আল্লাহই বাড়িয়ে দেন।
বুজে আসেনা এসব হুজুরের বেপারে আমাদেরকে আল্লাহ হেদায়েত দেন,
মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত এটা কোরআনে বর্ণিত।মা কে সবচেয়ে সম্মানিত করা হয়েছে সেটাও ৩ বার। তারপর বাবাকে সম্মানিত করা হয়েছে।মা বাবার দোয়া সবচেয়ে বড় দোয়া।
মিজানুর রহমান আজহারীর থেকে কখনও ইলম নিই নি আলহামদুলিল্লাহ।। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আর দু একটা ইংরেজি বাণী দিয়ে কখনও কাউকে আলেম বিবেচনা করাটা অনুচিত
th-cam.com/video/ntNRd_hES9k/w-d-xo.htmlsi=0gzCt6ugQqlFwnjq
আহালে হাদিস আলেমগণরাই সঠিক দ্বিন শিক্ষা দিচ্ছে তারা জাল যহীফ বুঝে কথা বলে। মহান আল্লাহ তাদের নেক হায়াত দান করুক৷ আমিন।
এইসব ফিতনাবাজ বক্তাদের বয়কট করলাম।আল্লামা মিজানুর রহমানকে আল্লাহর জন্য ভালোবাসি ❤
এরকম লক্ষ লক্ষ হাফেজ আছে, হাফেজ ছাড়া ও সাধারণ মানুষ আছে, সুন্দর করে তেলাওয়াত করে, তেলোয়াত শোনার জন্য মন লাগে, সেই মনটা আপনি গড়ে তোলেন, সেই মনটা আল্লাহ তাআলা সবাইকে দেন না, এটা আপনার ভাগ্যে নাই।
এদের হিংসা হয় আমরা যে মিজানুর রহমান আজহারী কে ভালোবাসি
আসলে আপনিই অহংকারী কাদের বলেন অহংকারী।
সকলের কুরআন তেলাওয়াত শুনতে মনোযোগ দেন না,তা ও আবার স্টেজে উঠে বলেন।
আল্লাহ আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন দান করুন।
আল্লাহ গীবতকারী হুজুরদের থেকে মুসলিম উম্মাহকে রক্ষা করুন সঠিক হাদিস কোরআনের কথা মুসলিম উম্মাকে জানিয়ে দিন আমিন
এক আলেম অপর আলেমের ভুল গোপনে ঠিক করবেন। তাতে সাধারণ জনগন দিদায় পরে যায়।
আমিও আজহারী সাহেবের ওয়াজ শুনি কিন্তু উনি জাল হাদিস বলেন এটা আমার জানা ছিলনা।
তোমাদের পক্ষে থাকলে সহীহ হাদীস। পক্ষে না থাকলে জাল হাদীস। অজুর ফরজ ৪টি এখনও খোঁজে পাওনি। অনলাইনের বরকতে তুমিও মহা শেখ
১৪০০ বছর পর এসে এখনো আমাদের শিখতে হয় ১ হাত মিলিয়ে মুসাফা করতে হয়। আমরা কতোটা বেআক্কেল।
হুজুর আপনার ভিতরটা তো হিংসায় ভরা আপনি আগে নিজের চিন্তা করেন
আপনি মানুষকে এই গীবত শিখাচ্ছেন, নাকি দুনিয়া ও আখেরাতের জ্ঞান দিচ্ছেন। হে আল্লাহ উনাকে হেদায়েত দান করুন।
বাংলাদেশের সকল আলেমদের জালেমদের ওয়াজ মাহফিলেও যাওয়া বন্ধ করুন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহ এক অন্তরে বিশ্বাস ধারন করুন,
এটাই একমাস সঠিক পথ,
Apni arek pondit
আপনি দলিল না দিয়ে অন্য দিকে চলে গেলেন😅😅😅
আপনি বাম হাত দিয়ে কোরআন ধরলেন এটা কোরআনের সাথে বেয়াদবি হলো না,
আপনারা,
সবাই কোরানের মাহফিলে এই সব গল্প ই বলেন আর একে অন্যের ভুল ধরেন,গীবত করেন, এই তো আপনাদের দ্বিনী দাওয়াত। কঠিন আজাবের জন্য তৈরী থাকুন,আল্লাহর বান্দাদের বিপথগামী করানোর জন্য। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আমিন।
আল্লাহ্ তায়ালা আছেন আসমানে
মহান আরশের উরধে সমুন্নত,
সবকিছু তাঁরই ক্ষমতা, জ্ঞান, দৃষ্টি ও নিয়ন্ত্রণে
কোথাও কিছু নেই আল্লাহ্র মতো।
আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা। আল্লাহ ছাড়া কোনো 'সত্য মাবুদ ' / 'সত্য ইলাহ' নেই। আল্লাহ তায়ালা আসমানে 'আরশের ঊর্ধ্বে সমুন্নত। কোরআন আল্লাহর বাণী। আল্লাহ এক ও অদ্বিতীয় একমাত্র উপাস্য। আল্লাহ ব্যতীত ইবাদত পাবার যোগ্য কেউ নেই । মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল । .♥♥♥ ...//////////////
#mislamictv786#
বাংলাদেশের হুজুরদের একটাই সমস্যা তারা সকলেই নিজেকে সবচেয়ে বড় ভাবে। আমার কাছে মনে হয় যে তারা ভাবে আমি সবকিছু জানি আমার থেকে বেশি কেউ জানে না। আর এটাই সবচেয়ে বড় দুঃখের বিষয় 😢😢
মুজাফফর বিন মুহসিন এবং মিজানুর রহমান আজহারী এদের দুইজনকে আমি সম্মান করি,,,
এরা অনেক বড় আলেম কিন্তু এভাবে যদি একে অপরের বিরুদ্ধে কথা বলতে থাকেন তাহলে সাধারণ মানুষ ইসলাম থেকে সিটকে পড়ে যাবে,,,
আমি জানি আপনারা অনেক বড় আলেম,,,
আমার অনুরোধ ইউটিউবার যেন এটি মুজাফফর বিন মুহসিন এর কাছে এই কথা টাকে যেন যে কোন মূল্যে পৌঁছে দেয়,,,
মিজানু আহাজারি মিথ্যুক। বহুবার মিথ্যাচারে ধরা খাইছে যে কারণে নিজ থেকে দেশ ত্যাগ করেছে।
th-cam.com/video/ntNRd_hES9k/w-d-xo.htmlsi=0gzCt6ugQqlFwnjq
আল্লাহ হুজুরকে হেদায়েত দান করুক
এরকম আলেমের ওয়াজ বাংলাদেশে নিষিদ্ধ করার দরকার
ভাই এখানে কারো নাম বলা হয়নি
আমার মত লোক ভিডিও টি সেটিংস করেছে
কেন কি করেছে? সারা জীবন ওয়াজের নামে ধর্ম ব্যবসায়ীদের মিথ্যাচার শুনতে শুনতে এখন সত্য হজম হচ্ছে না?।
সব হুজুরদের জন্য এখন আমাদের দোয়া করতে হবে।
ফেতনা বাজ মুজজাফর
হুজুর আপনাদের কি হয়েছে একজন বলেন সহি হাদিস আর একজন বলেন না এটা জাল হাদিস। সাধারণ মানুষ কোনটা বিশ্বাস করবে মেনে চলবে। সাধারণ মানুষদের নিয়ে আপনারা তামসা করেন।।
আপনার কথাটি সত্য। তাই বহুল প্রচারের ব্যবস্থাটা কওমী আলেমদের মধ্যে বেশী দরকার।
মুজাফফর ওরফে মীর জাফরকে ১০টা জোতার বাড়ি দেওয়া হোক😂😂😂😂😂
আ মিন
কিয়ামতের মাঠে হিসাব দিতে হবে সবাইকে শায়খ জাতির কাছে সঠিক কথা বলেন ইনশাআল্লাহ
হুজুর যদি ভাইরাল হওয়ার ইছ্ছা থাকে, তবে এ ভাবে নয। চুরি করে ধরা পড়লে তাড়াতাড়ি ভাইরাল হওয়া যাবে
কেউ সত্যি প্রকাশ করতে চাইলে যদি আপনি বলেন ভাইরাল হতে চায় তাইলে কি সত্যি প্রকাশ বন্ধ করতে হবে?
Vhai ekbari sotto kotha bolacen !aponake donnobad
কষাই কে না বলে মুজাফফর এর নাম বললে সে খুশি হত
হুজুৰ আপনাৰা ভালো হন। এক হুজুৰ আৰ এক হুজুৰেৰ সমালোচনা কৰন,ভালো হৈয়ে যান ।আপনাৰা মানুষকে বিভ্ৰান্ত কৰছেন।ভাৰত,আসাম
আর যদি কোন আলেম ভুল করেন তাহলে তার বাসায় গিয়ে অথবা তাকে ফোন করে বলুন।
গীবত কারীহুজুরদেরকে,আল্লহ হেদায়েত দিন
আপনি এমন একটা ভাব নিয়া কথা বলেন,যেমন হেতার কথাই সঠিক বাকি সব ভুল,
আল্লাহ তাআলাহ সবাই কে সঠিক বুঝার তাউফিক দান করুন আমিন
ইন্না-লিল্লাহ কেমন আলেম
হুজুররা যদি এমন করে তবে আমরা সাধারন মানুষ কি করব 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
এত সহজেই যদি সব পাপ খমা হয়ে যায়,তাহলে কেনো মানুষেরা পাপ কোরবেনা ।
আল্লাহ তায়ালা সবার মন মানসিকতা পবিত্র করেন আমিন
আল্লাহ যেন বাংলাদেশের আলেমদের ফেতনা থেকে সকল কে মুক্ত করে,
বাংলাদেশের আলেমদের ওয়াজ শুনা পাপ,
হুজুর, আপনার তিলাওয়াত কেমন?
আমি যতবার শুনি মুযাফফর হুজুরের ওয়াজ, আল্লাহর প্রতি শুকরিয়া এ জন্য।🌿🌿🌿🌿🌹🌿🌿🌿🌹♥️💛♥️🏕️🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌻🌻🌻
Muzaffor bin mohashin you are great ❤❤❤❤❤❤❤❤
But মিজানুর রহমান,,,,,,সেও তো মানুষ ,,,, মানুষ মাত্রই ভুল হয়
হুজুরের তেলওয়াত কেমন সেটা তো বলা হলো না।
সব যদি জাল হয় আসলটা কি?
এত অহংকার আপনার? সবাইকে হেয় করার অপচেষ্টা করছেন। আপনাকে আল্লাহ হেদায়েত দান করুন।
ভাইরাস কি সম্মান সূচক শব্দ? যদি হয়ে থাকে আপনাকে ধন্যবাদ। আর যদি বকা হয়ে থাকে, আপনার কাছ থেকে জাতি এ অপভাষা প্রত্যাশা করে না।
Ei holo ohongkari hujur
#mislamictv786#
পাপ কামানের একটা হাদিস পাইছি বেশি বেশি হাত মোচা বা করলে নাকি পাপ কমে যায় তাহলে এখন হাত মুসাফা করবো বেশি বেশি 😅😅😅😅
Mujaffor gibot r jhogra baj..
আমিও আমির হামজা সাহেবের ওয়াজ মাহফিল ছাড়া কারো মাহফিল শুনিনা, মাহফিল হচ্ছে কোর-আন এর ক্লাস,যদি কিছু শিক্ষা নিতে না পারি, মাহফিল শুনে কেদে লাভ কি?
কথাটা যদি আপনি সরাসরি আজহারী হুজুর কে বলতেন তাহলে কি ভালো হতো না এভাবে ফিতনা সৃষ্টি করার কোন মানে আসে না
হয়তো আমি মিজানুর রহমান কে পছন্দ করি না,তার পরে ও বলছি মহাসিন থেকে আনেক ভালো
আপনার বিতর অহংকার ডুকে গেছে।
কেয়ামতের আগে জমিনের সর্ব নিকৃষ্ট কীট হবে আলেম,,,,,
উনি ভাইরাল হইতেছে