নিবন্ধন ভাইভা পরীক্ষায় যে কারণে ফেল করায়। ১৮ তম নিবন্ধন পরীক্ষার ভাইভা।18th NTRCA Viva Preparation

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ต.ค. 2024

ความคิดเห็น • 198

  • @mahbubamou52
    @mahbubamou52 วันที่ผ่านมา +7

    স্কুল + কলেজ দুটো প্রিলিতে টিকেছিলাম শুধু আপনার বইটি পড়ে। আলহামদুলিল্লাহ স্কুলে রিটেনে আসছে ( ইংরেজি) ।
    দোয়া করবেন স্যার, ভাইভায় যেন উত্তীর্ণ হই।

    • @BCSPreliminaryAnalysis
      @BCSPreliminaryAnalysis  21 ชั่วโมงที่ผ่านมา +1

      আলহামদুলিল্লাহ।
      জেনে অনেক ভালো লাগছে।
      অভিনন্দন আপনাকে।
      বইটি পড়ে উপকৃত হয়ে থাকলে অন্যদের সাথে বইটির কথা শেয়ার করে ভালো কাজে পাশে থাকবেন, এইটুকু প্রত্যাশা।
      অনেক অনেক শুভকামনা রইল

  • @Cinematicgolpo90
    @Cinematicgolpo90 วันที่ผ่านมา +4

    আমি সবগুলো জবে টিকছি আপনার বই পড়ে। নিবন্ধন এনালাইসিস পড়ে প্রিলি টিকছি, আর রিটেন দিকদর্শন গাইড পড়ে আলহামদুলিল্লাহ ভাইবা কল আসছে। ২৭ তারিখ ভাইবা❤️❤️

  • @purnimapurni7281
    @purnimapurni7281 วันที่ผ่านมา +3

    স্যার আপনার কথা গুলো শুনলে মনে অনেকটা সাহস পাই

  • @NayemIslam-js2yq
    @NayemIslam-js2yq วันที่ผ่านมา +3

    আলহামদুলিল্লাহ স্যার আপনার বইটি খুবই সুন্দর সাজানো গোছানো

    • @mohammadmilton1681
      @mohammadmilton1681 23 ชั่วโมงที่ผ่านมา

      ভাইবা বই না‌কি

  • @mrtopper6599
    @mrtopper6599 วันที่ผ่านมา +2

    ধন্যবাদ স্যার, সঠিক তথ্য দিয়ে সহায়তা করার জন্যে।
    ভালোবাসা নিবেন।❤

  • @himadripaik168
    @himadripaik168 18 ชั่วโมงที่ผ่านมา +1

    সেরা একটা বই, বইটা পড়ে প্রথম বারে প্রিলি পাশ, এবং লিখিত পাশ করলাম

  • @md.gausulazam7976
    @md.gausulazam7976 วันที่ผ่านมา +2

    Alhamdulillah sir, apnar book ta sobar sese pore...ami tekchilam..

  • @Teachmizanbd
    @Teachmizanbd วันที่ผ่านมา

    ধন্যবাদ স্যার

  • @ZannatulMaowa-o9f
    @ZannatulMaowa-o9f วันที่ผ่านมา +1

    ভাইভা মার্ক নিয়ে ভুল তথ্য জানতাম ধন্যবাদ স্যার সঠিক তথ্য দেওয়ার জন্য

  • @MrinmoyBiswas-mh3ni
    @MrinmoyBiswas-mh3ni 9 ชั่วโมงที่ผ่านมา

    ভালোবাসার আরেক নাম গাজী মিজানুর রহমান স্যার

  • @bosorirabaya5311
    @bosorirabaya5311 วันที่ผ่านมา

    জা্যাকাল্লাহু খইরন

  • @RungdongVlog
    @RungdongVlog วันที่ผ่านมา +7

    স্যার ভালো আছেন? আপনার ইনফরমেশন ১০০ভাগ সঠিক হয়। আমি কলেজে টিকেছি । দোয়া করবেন।

    • @BCSPreliminaryAnalysis
      @BCSPreliminaryAnalysis  วันที่ผ่านมา

      অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান অভিমতের জন্য। অভিনন্দন আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

  • @ShahnazAkter-t4j
    @ShahnazAkter-t4j วันที่ผ่านมา +2

    Sir apnar preliminary analysis amio pore upokrito hoyeci

  • @belalofficial5419
    @belalofficial5419 11 ชั่วโมงที่ผ่านมา

    সালামুআলাইকুম স্যার আশা করি খুব ভালো আছেন এ্যানালাইসিস বইটা পড়ে আমি অনেক ভালো করেছিলাম, প্রভাষক নিবন্ধন পরীক্ষায় আপনার পরামর্শ অনুযায়ী পড়ে বাংলায় এক নজরে ২২-টি প্রশ্নের উত্তর করেছিলাম ইংরেজিতে ১৩ টি সাধারণ জ্ঞানের ১৭ টি এবং গণিতে শুধু আপনার পরামর্শ ছিল বিগত সনে প্রশ্নগুলো ফলো করবেন। আল্লাহ আপনার জ্ঞানে আর বরকত দান কর। আলহামদুলিল্লাহ স্যার সরকারি মৌলভী এবং আরবি প্রভাষক লিখিত পরীক্ষায় দুটিতে টিকেছি। দোয়া চাই আল্লাহ যেন ভাইভা পরীক্ষার মাধ্যমে একজন সৎ এবং যোগ্য শিক্ষক হিসেবে কবুল করেন।

  • @suronjit5732
    @suronjit5732 วันที่ผ่านมา +1

    আসলে ভাইবা মার্ক নিয়ে ভুল তথ্য জানতাম এবং পাসিং ইয়ার নিয়ে কনফিউশান ছিল
    ধন্যবাদ স্যার❤️❤️❤️

  • @MdSammy-l6s
    @MdSammy-l6s วันที่ผ่านมา +2

    আপনার শিক্ষক নিবন্ধন এনালাইসিস পড়ে আমি স্কুল, কলেজ দুইটাই টিকেছিলাম ১৮ তম,

  • @TahaminaAkter-tm8bb
    @TahaminaAkter-tm8bb 7 ชั่วโมงที่ผ่านมา

    আপনার বই পরে রিটেন টিকেছি আলহামদুলিল্লাহ

  • @NasirUddinAnNasiri
    @NasirUddinAnNasiri วันที่ผ่านมา +6

    স্যার, নিবন্ধনের সহকারী শিক্ষকের ক্ষেত্রে যারা নির্দিষ্ট বিষয়ে অনার্স কমপ্লিট করেছে তাদের ক্ষেত্রে ""বিএড "" প্রয়োজন আছে কিনা?

    • @SomaParvin-v2u
      @SomaParvin-v2u 12 ชั่วโมงที่ผ่านมา

      Abossoi course korben aita korle 5000tk salary bere Jabe.

  • @ranakhan016
    @ranakhan016 วันที่ผ่านมา +5

    স্যার আমি প্রভাষক (অর্থনীতি) পাশ করেছি, আমি ঢাকায় ভোটার হয়েছি কিন্তু আমার গ্রামের বাড়ি ভোলা দিয়েছি স্থায়ী ঠিকানা এতে কি কোন সমস্যা হবে..?

  • @lubnaakhter2446
    @lubnaakhter2446 21 ชั่วโมงที่ผ่านมา

    স্যার আপনার বইটা পড়ে নিবন্ধন প্রিলিতে পাশ করছি।।এখন আলহামদুলিল্লাহ রিটেনেও পাশ করছি।।দোয়া করবেন ভাইবার জন্য।। ভৌতবিজ্ঞান স্কুল

  • @arnabbiswas8480
    @arnabbiswas8480 วันที่ผ่านมา +1

    স্যার প্রিলিতে শুধু আপনার বইটি পড়েছিলাম। তখন আপনাকে চিনতাম না।
    প্রিলিতে টিকেছিলাম আপনার বইটি পড়ে।

  • @communityclinic203
    @communityclinic203 วันที่ผ่านมา +2

    স্যার আমার ১৮ তম নিবন্ধন আবেদন করার সময় অনার্স ও মাস্টার্স cgpa এর জায়গায় gpa দিয়েছি পয়েন্ট ঠিক আছে। এতে ভাইবায় কোন সমস্যা হবে কি? প্লিজ যদি বলতেন।

  • @বিজ্ঞানেঅজ্ঞান-ত৫ঘ
    @বিজ্ঞানেঅজ্ঞান-ত৫ঘ 7 ชั่วโมงที่ผ่านมา

    রেজাল্ট অনেক আগেই প্রকাশিত হয়েছে কিন্ত cgpa 3.45 এর জায়গায় 3.75 হয়ে গেছে

  • @abidasultana929
    @abidasultana929 วันที่ผ่านมา +1

    আসসালামু আলাইকুম স্যার। দয়া করে জানাবেন যে ভাইবা বোর্ডে একাডেমিক সার্টিফিকেট এর ফটোকপি গুলো যে নিব সেটা কি সত্যায়িত করা বাধ্যতামূলক?

  • @mstfatemakhatun3724
    @mstfatemakhatun3724 วันที่ผ่านมา +1

    ইসলামের ইতিহাস ও সংস্কৃতি কলেজ পর্যায়ে ভাইভা প্রস্তুতি সম্পর্কে ক্লাস চাই স্যার

  • @mahabubarrahamanmahbub7598
    @mahabubarrahamanmahbub7598 วันที่ผ่านมา +2

    আসসালামু আলাইকুম স্যার। রাষ্ট্রবিজ্ঞান প্রভাষক পদের ভাইভা সম্পর্কে কিছু বলিয়েন।

  • @SomaParvin-v2u
    @SomaParvin-v2u 12 ชั่วโมงที่ผ่านมา

    Alhamdulillah, sir apnar kothai anek sahos pai.
    Sir akta kotha janar silo, anekei to shari porte bole but ami khas pordha kori, ami ki borka pore jete parbo, r hate paye mujha pora jabe ki? Shudu faceta khola rakhle hobe ki ?plz help me dear sir.Apnar reply err jonno wait korbo, Asha rakhchi, answer pabo Inshallah.

  • @ShahnazAkter-t4j
    @ShahnazAkter-t4j วันที่ผ่านมา +1

    Sir business studies vivar subjective kicu questions niye jodi video den valo hoy

  • @tech-banglafriendcircle6087
    @tech-banglafriendcircle6087 11 ชั่วโมงที่ผ่านมา

    ভাইয়া আমার অনার্স Testimonial ache,,certificate nei,,,problem hobe?

  • @sujansen7221
    @sujansen7221 วันที่ผ่านมา +2

    যাদের মার্ক ৪৫ এবং চাকরি হয় । তাহ‌লে সে কি ৩০ পে‌য়ে টিক‌ছে।

  • @aklimakhatun7176
    @aklimakhatun7176 20 ชั่วโมงที่ผ่านมา

    স্যার সালাম নিবেন, আশা করি আপনি সব সময় ভালো থাকুন, আমার SSC ও NID তে পিতার নামে মোঃ আছে কিন্তু বাকি তিনটি সনদে পিতার নামে মোঃ নেই, এ পর্যায়ে ভাইভাতে কোনো সমস্যা হবে কি, স্যার অনুগ্ৰহ করে যদি বলেন তাহলে খুবই উপকার হতো।

  • @MasudRana-rn9ib
    @MasudRana-rn9ib 16 ชั่วโมงที่ผ่านมา

    মেধা তালিকা প্রনয়ণ করা হয় কোথাও লেখা নাই।
    কিন্তু ভাইভা সহ ফলাফল প্রকাশের কথা উল্লেখ রয়েছে।

  • @Monir-t5p2x
    @Monir-t5p2x วันที่ผ่านมา +1

    স্যার, আপনার এনালাইসিস বই পড়ে প্রিলি পাশ করেছিলাম।

    • @BCSPreliminaryAnalysis
      @BCSPreliminaryAnalysis  21 ชั่วโมงที่ผ่านมา

      আলহামদুলিল্লাহ।
      জেনে অনেক ভালো লাগছে।
      অভিনন্দন আপনাকে।
      বইটি পড়ে উপকৃত হয়ে থাকলে অন্যদের সাথে বইটির কথা শেয়ার করে ভালো কাজে পাশে থাকবেন, এইটুকু প্রত্যাশা।
      অনেক অনেক শুভকামনা রইল

  • @RoundPotato
    @RoundPotato 18 ชั่วโมงที่ผ่านมา

    আপনার বই পড়ে স্কুল and কলেজ টিকেছি

  • @niazmurshid
    @niazmurshid วันที่ผ่านมา +1

    স্যার আপনার ভাইবার এনালাইসিস টা কি ইংরেজি বিষয়ের জন্য যথেষ্ট??

  • @RokeyaRokeya-o4f
    @RokeyaRokeya-o4f วันที่ผ่านมา

    Sir,provisional certificate ki grohon joggo hobe,jodi bolten

  • @Md.MominulIslam-s9n
    @Md.MominulIslam-s9n 19 ชั่วโมงที่ผ่านมา

    শিক্ষক নিবন্ধনে লিখিত+ মৌখিক পরীক্ষার নাম্বার মিলিয়ে ফলাফল ঘোষনা করা হয়??সার্কুলারে এটাই লেখা আছে।আবার কেউ বলে মৌখিক পরীক্ষার নম্বর যুক্ত হয় না!!!কারটা বিশ্বাস করবো?
    🙏অভিজ্ঞদের পরামর্শ চাই।

  • @imtiyaz4998
    @imtiyaz4998 17 ชั่วโมงที่ผ่านมา

    19 tomo NTRCA boi ta kokhon publish hobe sir please janaben

  • @RajuIslam-e4d
    @RajuIslam-e4d วันที่ผ่านมา

    ডিপ্লোমা পাস ধারীদের ক্ষেত্রে কি সব সেমিস্টারের মার্ক শীট নিয়ে যেতে হবে মনে ৮ টি সেমিস্টারের সব মার্ক শীট নিয়ে যেতে হবে কিনা।। সঠিক তথ্য জানালে উপকৃত হতাম

  • @AbdulBarik-u2t
    @AbdulBarik-u2t 20 ชั่วโมงที่ผ่านมา

    Sir all main certificate ta ki?

  • @sabbir.hossain.3628
    @sabbir.hossain.3628 23 ชั่วโมงที่ผ่านมา

    অনার্সের পাসের সাল ২০২২ হবে। কিন্তু পাসের সাল ২০২০ হয়ে গেছে এপ্লিকেশন কপিতে।
    কোন সমস্যা হবে কি?

  • @user-up1qf1ex7b
    @user-up1qf1ex7b วันที่ผ่านมา

    Sir aponer Boi ami follow koresi

  • @shamimaakhter5305
    @shamimaakhter5305 วันที่ผ่านมา +1

    মার্কশীটের সেশন ভুল হলে ভাইভাতে সমস্যা হবে ?

  • @sajibmehedi1656
    @sajibmehedi1656 วันที่ผ่านมา

    স্যার, অনার্সের Provisional Certificate এবং Provisional Transcript দিয়ে কি ভাইভা দেয়া যাবে??? নাকি আবেদন করে মুল Certificate তুলতে হবে? দয়া করে জানাবেন।

  • @touhidurrahman6630
    @touhidurrahman6630 วันที่ผ่านมา +1

    স্যার বাবা মায়ের নাম সংশোধন করার কারণে SSC, HSC মুল সার্টিফিকেট ও মার্কশীট বোর্ড থেকে ভুল টা কেটে ঠিক করে দিয়েছে। এই জন্য কি কোনো সমস্যা হবে?

  • @poritosroyporitos4859
    @poritosroyporitos4859 วันที่ผ่านมา +1

    স্যার,
    আদাব নিবেন। আপনার নিবন্ধন বই না পড়লে আমি প্রিলি পাস করতে পারতাম না।রিটেন রেজাল্ট এসেছে আর্শীবাদ রাখবেন।।

  • @tahmidgalib1
    @tahmidgalib1 วันที่ผ่านมา +13

    স্যার আপনার শিক্ষক নিবন্ধন এর প্রিলির বইটি পড়ে আমি প্রিলিতে টিকেছি

    • @BCSPreliminaryAnalysis
      @BCSPreliminaryAnalysis  วันที่ผ่านมา +2

      আলহামদুলিল্লাহ।
      জেনে অনেক ভালো লাগছে।
      অভিনন্দন আপনাকে।
      বইটি পড়ে উপকৃত হয়ে থাকলে অন্যদের সাথে বইটির কথা শেয়ার করে ভালো কাজে পাশে থাকবেন, এইটুকু প্রত্যাশা।
      অনেক অনেক শুভকামনা রইল

    • @abulmukaramraseladvocate4696
      @abulmukaramraseladvocate4696 วันที่ผ่านมา

      আসসালামু আলাইকুম স্যার। আমার wife ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে কলেজ পযার্য়ে লিখিত পাশ করেছে। সেই বি এ পাশ করে মাস্টার্স পাশ করেছে ভাইবা কোন অসুবিধা হবে কিনা।

    • @MdMoznuInfo
      @MdMoznuInfo วันที่ผ่านมา +1

      Alhamdulillah, apnar preliminary book ta best.

    • @BabulHosen-u1k
      @BabulHosen-u1k วันที่ผ่านมา

      amio 2ta tei pass korsi. alhamdulillah ​@@BCSPreliminaryAnalysis

    • @OmarFaruk-lx8mo
      @OmarFaruk-lx8mo วันที่ผ่านมา

      আসসলামু আলাইকু স্যার আমার ন্যাসনাল আইডি কার্ডতো এন্যালোগটা আছে স্মার্ট কার্ডতো পাইনি সমস্যা হবে কি​@@BCSPreliminaryAnalysis

  • @SumaiaAkthar-z9e
    @SumaiaAkthar-z9e วันที่ผ่านมา

    College e ki masters er certificate er upor mark ache?

  • @IshfiqunNisa56
    @IshfiqunNisa56 22 ชั่วโมงที่ผ่านมา

    Sir vivar jonno ki ki documents ready korbo

  • @mawnasirnasiruddin3927
    @mawnasirnasiruddin3927 วันที่ผ่านมา

    Sir ami chandpur theke .I really love Ur informative videos n Ur instructions n I used to read Ur written books like shikkhokh analysis.sir ami 18 tomo nibondoner Jonno apnar likhito analysis boiti porchi but onek Information being changed day after day, dorun apnar boite WTO er shodosso number chilo 164 but akhon 166 ei rokom problem theke bacte Apnar instruction chai

  • @RajuIslam-e4d
    @RajuIslam-e4d วันที่ผ่านมา +1

    Sir assalamu alaikum

  • @ashikulislan5488
    @ashikulislan5488 วันที่ผ่านมา +1

    স্যার আপনি রিটেনের জন্য বই লিখেন

  • @julakhabipa
    @julakhabipa 2 ชั่วโมงที่ผ่านมา

    স্যার সার্টিফিকেট এ মায়ের নামেMost দেওয়া নাই কিন্তু NID তে মোছা দেওয়া আছে সমস্যা হবে কি

  • @tahsinmicro-ps2ow
    @tahsinmicro-ps2ow วันที่ผ่านมา

    Sir, private universityr certificate e toh publish date thakena,tate ki kono problem hobe

  • @HosenSahadat-p1z
    @HosenSahadat-p1z 22 ชั่วโมงที่ผ่านมา

    Sir amar id carde matar nam rajena begum sajeda & cirtificate e sudu rajena begum ata ki problem hobe?

  • @BabyNaznin-s8g
    @BabyNaznin-s8g วันที่ผ่านมา +3

    সমাজবিজ্ঞান স্কুল পর্যায়ের ভাইভার জন্য একটা ভিডিও দেন প্লিজ স্যার

  • @UttomKumarDebnath-vb4hu
    @UttomKumarDebnath-vb4hu วันที่ผ่านมา +1

    Sir .class 5 er certificate chay ki

  • @asmatasnim2230
    @asmatasnim2230 19 ชั่วโมงที่ผ่านมา

    স্যার আমার ভোটার আইডি তে সাইন একটু অমিল আছে,,আমার নাম তাছনীম আর আইডি তে তাসনিম আছে সাইন এ,,নাম ঠিক আছে সুধু সাইন এ প্রব্লেম,,আমার কি সমস্যা হবে?

  • @monirulislam408
    @monirulislam408 22 ชั่วโมงที่ผ่านมา

    ১১-২০ তম গ্রেডের জন্য কোন বই ভাল হবে। কিভাবে পড়তে হবে এই বিষয় নিয়ে স্যার একটি ভিডিও তৈরি করুন। আপনি একটি ভিডিও তে বলছিলেন ১১-২০ তম গ্রেডের প্রস্তুতি কিভাবে নিতে হবে ২য় ভিডিও তে বলবেন কিনতু 2য় ভিডিও আর পাই নি। ৩য় ও ৪থ শ্রেনীর জব নিয়ে বিস্তারিত ভিডিও চাই

    • @BCSPreliminaryAnalysis
      @BCSPreliminaryAnalysis  21 ชั่วโมงที่ผ่านมา

      আছে ভিডিও। চ্যানেলে দেখুন

    • @monirulislam408
      @monirulislam408 21 ชั่วโมงที่ผ่านมา

      @@BCSPreliminaryAnalysis স্যার আপনার ১১-২০ তম গ্রেডের কোন আলাদা বই আছে? আমার কাছে বিসিএস প্রিলিমিনারী এনালাইসিস ৬তম এডিশন টা আছে এটা তে হবে নাকি অন্য কোন বই কিনতে হবে?

  • @akhimoni7260
    @akhimoni7260 วันที่ผ่านมา

    সামাজিক বিজ্ঞান (স্কুল) ১০ ইউনিটে প্রস্তুতি নিতে হবে নাকি শুধু নিজ পঠিত বিষয়

  • @NosinHabib
    @NosinHabib วันที่ผ่านมา

    Sir Master’s এর certificate ki lagbe????

  • @RumiSultana901
    @RumiSultana901 9 ชั่วโมงที่ผ่านมา

    Sir amr weitten er result net take daksi but akono kono sms ase nai kno bujlm na bolben plz?

  • @tamjidreza1062
    @tamjidreza1062 วันที่ผ่านมา

    Sir, Accounting a viva te ki fell korai Beshi

  • @saidul854
    @saidul854 วันที่ผ่านมา +1

    আসসালামুয়ালাইকুম।
    স্যার, আশা করি ভাল আছেন।
    স্যার, আমি মাদ্রাসা থেকে দাখিল পাশ করেছি। কিন্তু নিবন্ধনে আবেদনের সময় কম্পিউটারে সিলেকশন করতে গিয়ে দাখিল এর জায়গায় এস.এস.সি আসছে এছাড়া বাকি সকল তথ্য ঠিক আছে। এখন ভাইভাতে কোন সমস্যা হবে কিনা?

  • @popyakterpopy-q3p
    @popyakterpopy-q3p วันที่ผ่านมา

    স্যার আমার কাছে অনাস ও মাস্টার্স এর ২ টায় provisional certificate. এইগুলো নেওয়া যাবে?

  • @ferozhossain9638
    @ferozhossain9638 วันที่ผ่านมา

    Thanks

  • @আমারভুবন-ষ৪থ
    @আমারভুবন-ষ৪থ วันที่ผ่านมา

    আসসালামু আলাইকুম স‍্যার।।
    আমার ডিগ্রী পাশ 2019 সাল কিন্তু আবেদনে 2018 সাল দিয়েছে।
    এটা কি সমস্যা হবে নিবন্ধন ভাইবাতে😥
    আমার সিজিপিএ 3.39 কিন্তু দিয়েছে 3.36।।
    প্লিজ স‍্যার বললে উপকৃত হতাম

  • @Nurunnaher-r1v
    @Nurunnaher-r1v ชั่วโมงที่ผ่านมา

    আসসালামু আলাইকুম স্যার।আমি ১৮ তম নিবন্ধন লিখিত পাশ করেছি। কিন্তু আবেদন পত্রে HSC তে 4.8/5 এর জায়গায় 4.8/4 দিয়ে ফেলছি। কিভাবে এই ভুল সংশোধন করতে পারি?এজন্য কি আমাকে ভাইভাতে ফেল করায় দেওয়ার সম্ভাবনা আছে?এখন আমার করনীয় কি?

  • @AlaAlaina
    @AlaAlaina 3 ชั่วโมงที่ผ่านมา

    Ekta humble request sir
    Amer problem tar solution ta ektu diben to ,amer application e ektu mistake hoye gece ,amer babar namer age certificate plus voter id te Late lekha cilo nah but application tate Father's name Late MD ABDUL ZABBAR Hoye gce..

  • @PrasantaSarker-ce1qd
    @PrasantaSarker-ce1qd วันที่ผ่านมา

    Kmon achen sir

  • @hasanjony5602
    @hasanjony5602 วันที่ผ่านมา

    amar BSc result published hoise last year 31 October ar NTRCA apply start hoise 4 November

  • @KhadizaTul-f3g
    @KhadizaTul-f3g วันที่ผ่านมา

    Sir,amr hsc certificate a amr babar name a abdul er poriborte abul ache. But all certificate a abdul ache. Ate ki vivate somossha hbe ki?janaben plz

  • @monsurteacher3402
    @monsurteacher3402 วันที่ผ่านมา

    স্যার আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতাম???

  • @tonmoysaha61
    @tonmoysaha61 วันที่ผ่านมา

    ভাইয়া আমি একাউন্টিং এ অনার্স করেছি
    কিন্তু নিবন্ধন পরীক্ষায় শারীরিক শিক্ষা চয়েজ দিয়ে পরীক্ষা দেই এবং প্রিলি ও লিখিত পরীক্ষায় উওীর্ণ হই। আমার শারীরিক শিক্ষার উপর কোনো কোর্স ও নেই।
    এখন এইজন্য কী ভাইভা থেকে বাদ পড়ে যাব?

  • @NahidaSumi-ot1xm
    @NahidaSumi-ot1xm วันที่ผ่านมา

    কাগজগুলো স্যতায়িত লাগে কি স্যার

  • @BabulHosen-u1k
    @BabulHosen-u1k วันที่ผ่านมา +1

    alhamdulilla. 2ta tei pass korsi

  • @msnargis6683
    @msnargis6683 วันที่ผ่านมา

    Alhamdulillah pass koreche

  • @KhairulIslam-u9q
    @KhairulIslam-u9q วันที่ผ่านมา

    আমার আইডি কার্ডে ঠিকানা ভুল আছে। গ্রাম ও ডাকঘর ভুল। আমি আবেদন করার সময় সঠিকটা দিয়ে আবেদন করেছিলাম। এখন ভাইভাতে কি আইডি কার্ডের ভুলের কারনে বাদ দেবে?

  • @md.emamulislam8596
    @md.emamulislam8596 21 ชั่วโมงที่ผ่านมา

    স্যার,জাতীয় বিশ্ব বিদ্যালয়ের সার্টিফিকেটে প্রভিশনাল লেখা আছে এটা কি কার্যকর হবে না৷ আলাদা সর্টিফিকেট আছে? একটু জানাবেন প্লিজ।

    • @BCSPreliminaryAnalysis
      @BCSPreliminaryAnalysis  21 ชั่วโมงที่ผ่านมา

      অরিজিনাল হলে চলবে

  • @Md.ForhadHossain-ke2lf
    @Md.ForhadHossain-ke2lf วันที่ผ่านมา

    19 তম সম্পর্কে কিছু বলবেন?

  • @salmasumi9150
    @salmasumi9150 วันที่ผ่านมา +1

    আসসালামু আলাইকুম স্যার।অনার্স এর প্রভিশনাল সার্টিফিকেট দিয়ে কি ভাইভা দেওয়া যাবে????

  • @shanjidahasnat7738
    @shanjidahasnat7738 20 ชั่วโมงที่ผ่านมา

    স্যার,,যারা hsc পাশে আবেদন করেছে,,,তাদের সার্টিফিকেট এর উপর কত মার্ক দিবে

  • @abusohan2009
    @abusohan2009 วันที่ผ่านมา

    sir,সকল সার্টিফিকেটে আমার মায়ের নাম Mst.SHEULI BEGUM কিন্তু মায়ের nid কার্ডে Mst.SHIULI BEGUM লিখা আছে, এতে কি কোন সমস্যা হবে??

  • @topuhussain9069
    @topuhussain9069 วันที่ผ่านมา

    স্যার ব্যবস্থাপনা প্রভাষক কলেজের ভাইবার জন্য কি কোনো বই পাবো আপনার লেখা। দয়া করে জানাবেন

  • @najmulhosen847
    @najmulhosen847 วันที่ผ่านมา

    Tnx Sir

  • @md.ridoyhossainkabirjajhak6670
    @md.ridoyhossainkabirjajhak6670 วันที่ผ่านมา

    Thanks sir

  • @arifaferdous3547
    @arifaferdous3547 วันที่ผ่านมา

    স্যার,,,, ভাইবা বোর্ডে কি মার্ক শিট দেখবে?

  • @QariShakilAhmad
    @QariShakilAhmad วันที่ผ่านมา

    THANKS

  • @AlImranSumon525
    @AlImranSumon525 21 ชั่วโมงที่ผ่านมา +1

    Sir apnar ki viva boi ace?

    • @BCSPreliminaryAnalysis
      @BCSPreliminaryAnalysis  21 ชั่วโมงที่ผ่านมา

      রকমারি ডটকমে 'Viva Analysis' বইটি সরাসরি অর্ডার করার লিংক-
      www.rokomari.com/book/409495/primary-shikkhok-niyog-viva-analysis
      অথবা 01519-521971 এই নম্বরে রকমারি ডটকমে WhatsApp -এ মেসেজ দিয়েও অর্ডার করতে পারেন।

  • @Humyra-siddika
    @Humyra-siddika วันที่ผ่านมา

    Provisional certificate e ki kono problem hobe ki??
    Amr study onk age ses hoyese

    • @mstrashidakhatun5942
      @mstrashidakhatun5942 วันที่ผ่านมา

      provisional certificate diye j kono job krte parben govt. hok ba non govt. Ete koni prblm nai

  • @serajammunira308
    @serajammunira308 18 ชั่วโมงที่ผ่านมา

    স্যার, এন আইডি কার্ডে বাবা মায়ের নামের টাইটেল আছে আর সার্টিফিকেটে নাই। এন আই ডি এই মুহুর্তে চেঞ্জ করতে চাই না কারন এর তথ্য গুলো সঠিক।সার্টিফিকেট গুলো কারেকশন করতে অনেক সময় লাগবে। তার আগেই আমার ভাইভার ডেট পড়বে৷ এমতাবস্থায় আমার কি করণীয়? আমার কি ভাইভা বা এর পরবর্তী ভেরিফিকেশনে সমস্যা হবে? রিপ্লাই দিয়েন প্লিজ!

  • @salimreza7055
    @salimreza7055 วันที่ผ่านมา

    Asslamualikum... Sir

  • @AshaAkter-gt4dz
    @AshaAkter-gt4dz วันที่ผ่านมา

    স্যার আমি আপলাই করার সময় পেজেন্ট ও পারমানেন্ট এডড্রেস রংপুর বিভাগের নীলফামারী জেলায় স্বামীর ঠিকানায় দেই।
    কিন্তু আমার বাবার বাসার ঠিকানা হলো রংপুর সদর। আর আমার ভোটার আইডি কার্ডে বাবার বাড়ির ঠিকানা আছে। স্বামীর ঠিকানায় চেঞ্জ করি নিহ। এক্ষেত্রে ভাইবা বোর্ডে ঠিকানা বললে কোনটা বলবো এপলিকেন্ট কপিতে যেটা দেওয়া স্বামীর ঠিকানা নাকি ভোটার আইডি কার্ডে দেওয়া বাবার বাড়ির ঠিকানা?
    প্লিজ স্যার, উত্তর দিবেন।

  • @sarkarsaidul4058
    @sarkarsaidul4058 วันที่ผ่านมา

    tnx sir

  • @mstrojina5282
    @mstrojina5282 วันที่ผ่านมา +2

    আসসালামু আলায়কুম স্যার। আমার এনাডিতে MD. আছে বাট সার্টিফিকেটে MD এরপর. নাই। অপরদিকে ssc/hsc/master এ মার নামের প্রথম অক্ষর বড়হাতের কিন্তু অনার্সের সনদ মার প্রথম অক্ষর ছোট হাতের। কোন সমস্যা হব কি

    • @MDSHAHADAT-nr7hh
      @MDSHAHADAT-nr7hh วันที่ผ่านมา +1

      . ডট নিয়ে কোন সমস্যা নাই

    • @ziauddinshohag3321
      @ziauddinshohag3321 วันที่ผ่านมา

      ​@@MDSHAHADAT-nr7hhভাই স্পেস নিয়ে সমস্যা আছে কিনা?

    • @mstrojina5282
      @mstrojina5282 21 ชั่วโมงที่ผ่านมา

      @@MDSHAHADAT-nr7hh মার নাম প্
      প্রথম অক্ষর অনার্সের ছোট হাতের কিন্তু বাকি সব বড় হাতের

  • @ShahjalalHossain-j3b
    @ShahjalalHossain-j3b วันที่ผ่านมา

    Economics somporke kicho bolon College porjay

  • @RahatIslam-d7b
    @RahatIslam-d7b 2 ชั่วโมงที่ผ่านมา

    স্যার আমার এসএসসির সার্টিফিকেট এ মায়ের নাম এর বানান ভুল। ভাইভাতে কি ফেইল দিবে?

  • @evabahar7165
    @evabahar7165 18 ชั่วโมงที่ผ่านมา

    স্যার, আমার জন্ম সনদ ও এসএসসি এইচএসসি সার্টিফেকট ঠিক আছে।কিন্তু জাতীয় পরিচয় পত্রে মা বাবা নামে মৌঃ মোছাঃ যুক্ত করা। এতে কি ভাইবা ফেল দিবে😢

  • @htv1998b
    @htv1998b วันที่ผ่านมา

    সামাজিক বিজ্ঞান বিষয় ভাইভার জন্যে কিকি পড়া লাগবে

  • @sonssyed8140
    @sonssyed8140 วันที่ผ่านมา

    স্যার আমি মৃওিকা বিজ্ঞান কলেজে হয়েছে।
    মৃওিকা বিজ্ঞান কলেজে সিট কি আছে?
    কোনোভাবেই জানতে পারছি না?
    প্লিজ জানাবেন?
    সিট না থাকলে ভাইভা কি দিবো??