JARE JABI JODI JA | PINJOR KHULE DIYESI - BASHIR AHMED | পিঞ্জর খুলে দিয়েছি | বশির আহমেদ |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • পিঞ্জর খুলে দিয়েছি | বশির আহমেদ | JARE JABI JODI JA || PINJOR KHULE DIYESI - BASHIR AHMED
    #JareJabiJodiJa #PinjarKhuleDiyesi #BashirAhmed

ความคิดเห็น • 1.2K

  • @shambhusarkar9359
    @shambhusarkar9359 ปีที่แล้ว +59

    আমি পশ্চিমবঙ্গে থাকি ,বাংলাদেশ রেডিওতে এই গানটি শুনতাম আর কান্না করতাম । এখানেও বিভিন্ন অনুষ্ঠানে অনেক শিল্পীই এই গানটি গেয়ে থাকেন ,শুনে চোখে জল আসে । আজও তার অন্যথা হল না ।

    • @majibhaque6280
      @majibhaque6280 ปีที่แล้ว +1

      Onek dhonnobad

    • @user-kl9ed4sx2y
      @user-kl9ed4sx2y ปีที่แล้ว +4

      আপনার অনুভূতিকে সম্মান জানাচ্ছি, বাংলাদেশের বেড়াতে আসবেন।

    • @SyeefPanna
      @SyeefPanna 11 วันที่ผ่านมา

  • @ramaprasadchakraborty764
    @ramaprasadchakraborty764 ปีที่แล้ว +21

    প্রাণ ভরে গেলো ! সম্ভবত ১৯৭৫ সালেই প্রথম শুনেছি । আকাশবাণী কলকাতা , ঢাক বেতার থেকে প্রায়ই এই গানের রেকর্ড বাজানো হতো । ঐ বয়েসে মুগ্ধ হয়ে যেতাম । শিল্পীকে আজ দেখলাম । শ্রদ্ধা থাকলো শিল্পীর প্রতি । অসাধারণ সংগীত সহযোগিতা । আজ ও একরাশ মুগ্ধতায় মন ভরে গেলো । (কলকাতা থেকে)

  • @krishnaroy4081
    @krishnaroy4081 2 ปีที่แล้ว +41

    বশির ভাই আমি ধন‍্য। দীর্ঘ পঞ্চাশ টি বসন্ত পেরিয়ে আপনাকে দেখলাম। বিশ্বাস করতে পারছি না।।

  • @palashjanntul592
    @palashjanntul592 2 หลายเดือนก่อน +9

    হৃদয় ছুঁয়ে যাওয়া এই গানগুলো, বেঁচে থাকুক সকল শ্রোতাদের মনে শত জনম ধরে...!!!

  • @অপূর্বঅপু-হ৫ফ
    @অপূর্বঅপু-হ৫ফ 2 ปีที่แล้ว +49

    এই বয়সে এসেও দারুন কন্ঠস্বর। কোনো জোড়োতা নাই। বশির আহমেদ স্যারের প্রতি রইলো শ্রদ্ধা।

  • @voiceofpaikel
    @voiceofpaikel 2 ปีที่แล้ว +51

    এই প্রথম টেলিভিশনের কোন গানের অনুষ্ঠানের বাজনা এত ভাল লাগল। বাদ্যযন্ত্রে যারা আছেন তাদের সবাইকেই আমার শ্রদ্ধা ও ভালোবাসা।❤❤❤

    • @khokonmimikhan2658
      @khokonmimikhan2658 ปีที่แล้ว +2

      ট্র্যাকে গানটা গাওয়া হয়েছে। সবাই অভিনয় করলো বাজানোর। বাঁশিওয়ালা আছে ওখানে? তাকে কেন ক্যামেরায় একবারও ধরা হলো না? এত সুন্দর বাঁশি যে বাজলো?

    • @bijoykumarshanto3251
      @bijoykumarshanto3251 ปีที่แล้ว

      @@khokonmimikhan2658 right.

    • @sabujsarker4877
      @sabujsarker4877 ปีที่แล้ว

      অভিনয়। সব এখানে কিন্তু সেতার নেই

    • @rahenulhque9150
      @rahenulhque9150 6 หลายเดือนก่อน

      Good 4:51

    • @mdmahfuzurrahman1074
      @mdmahfuzurrahman1074 หลายเดือนก่อน

      বাশি কিবর্ডে বাজিয়েছে মনে হচ্ছে।​@@khokonmimikhan2658

  • @minhazshanto7603
    @minhazshanto7603 2 ปีที่แล้ว +33

    উনার এই বয়সে উনি খুব স্মুথ ভাবে গান টা গেয়েছেন।
    কষ্টের বিষয় আমাদের এখনকার শিল্পী রা বয়স হলে আর আগের মত গাইতে পারেন না।মনে হচ্ছে এটা ৩০ বছর আগে গেয়েছেন।

  • @asisbhattacharya7371
    @asisbhattacharya7371 2 ปีที่แล้ว +58

    আমি শুনছি ইন্ডিয়া থেকে। আজও আমার ভালো লাগে।আপনি আমার চিরকালের প্রিয় মানুষ।

    • @asadsarker2916
      @asadsarker2916 3 หลายเดือนก่อน

      Good good

    • @JobaAlam-pq5dr
      @JobaAlam-pq5dr 5 วันที่ผ่านมา

      আমি বাংলাদেশ

  • @MdJaynul-go4vg
    @MdJaynul-go4vg 4 หลายเดือนก่อน +8

    অসাধারণ অতুলনীয় প্রিয় বসির আহাম্মদ ভাইয়ের সুমধুর কন্ঠস্বুরে এই গানটি শুনে আমার প্রানটা জুড়িয়ে গেলো ওনার সব গানই সবার সেরা আমি ওনার সর্বাঙ্গীন শুভ এবং মঙ্গল কামোনা করছি আমিন 💝♥️💖❤💕❤️💗💞💘🥀🥀💐💐🌺🌺🌷🌷🎉🎉😍😍🥰🥰🥳🥳👌🏻👌🏻👍👍👍

  • @sumonpondit6874
    @sumonpondit6874 2 ปีที่แล้ว +51

    আমার মতন কে কে আছেন, গান শুনতে শুনতে কমেন্ট দেখছেন।।
    সোনালী অতীত, ছোটবেলা থেকেই এইসব কালজয়ী গান শুনে শুনে বড় হয়েছি।।
    শ্রদ্ধা স্যার।।

  • @ajoypandit9669
    @ajoypandit9669 2 ปีที่แล้ว +27

    শৈশবের সেই হারানো গানটি , আজ পুনরায় শুনলাম, হৃদয় জুড়িয়ে গেল, বয়স ছিল 12 বছর, এখন 2022 সে হল 60 বছর, বহু অতীতের স্মৃতি জড়িয়ে আছে, বহু মানুষ কে হারিয়েছি,! জন্ম বাংলাতে এখন ভারতে আছি। অনেক কথা , বলে শেষ করা যাবেনা। সকলেই ভাল থাকুন !! আপাতত চলি!---------------🌹

    • @ummesalma8651
      @ummesalma8651 2 ปีที่แล้ว +2

      আবার আসেন বাংলা দেশে বেরিয়ে জান আপনি কি হিন্দু না মুসলমান কিছু মনে করবেনা

    • @user-kl9ed4sx2y
      @user-kl9ed4sx2y ปีที่แล้ว

      ভাঙ্গা গড়া নিয়ে দুনিয়া,
      আপনার প্রতি অনেক সহানুভূতি প্রকাশ করছি, বাংলাদেশের আসবেন।

  • @Racer460
    @Racer460 2 ปีที่แล้ว +29

    যে গান কখনো পুরনো হয় না,,, বেঁচে থাকে হাজারো হৃদয়ে সদা জাগ্রত। আমি ২০২২ এ কমেন্ট টা করলাম।২০৫০ সালের পোলাপান গুলো যখন দেখবে কমেন্টটা তখন তারা বুঝতে পারবে আমাদের সময়েও কত জনপ্রিয় ছিলো এই গান গুলো।

    • @sojib8709
      @sojib8709 2 ปีที่แล้ว

      Right vai❤💯

  • @mdabdul6634
    @mdabdul6634 2 ปีที่แล้ว +100

    অপার্ব,বশির আহমেদ গানের জগতে এক উজ্জ্বল নক্ষত্র। এ রকম পূরনো গান শুনতে কার না ভালো লগে!

    • @abodantv8137
      @abodantv8137 2 ปีที่แล้ว

      th-cam.com/video/yHDhrYjbDWA/w-d-xo.html

  • @subhashsaha1944
    @subhashsaha1944 2 ปีที่แล้ว +24

    ছোট্টবেলা থেকে শোনা এই কালজয়ী গান আজও সমানভাবে ভাস্বর। বর্তমানে আমি ষাটোর্ধ্ব, তথাপি এই গানটি বারবার শুনতে ইচ্ছা হয়। খুবই ভালো লাগলো। সর্বোপরি আজকের পরিবেশনায় মিউজিশিয়ানদের অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত পারফেক্ট মিউজিক পরিবেশনার জন্য।

  • @runarunkumar5173
    @runarunkumar5173 2 ปีที่แล้ว +30

    আমি পশ্চিম বঙ্গের বাসিন্দা। আমার অতি প্রিয় গান, স্কূল জীবন থেকে শুনে আসছি।

  • @l.garnob6528
    @l.garnob6528 หลายเดือนก่อน +2

    আমার মত কে ১৪ বছর ধরে প্রতিদিন শুনছেন লাইক করে যান

  • @AbcGrammarandSpokenEnglish
    @AbcGrammarandSpokenEnglish 2 ปีที่แล้ว +107

    অতৃপ্ত হৃদয় কে তৃপ্ত করার গানগুলো বারবার কানে বেজে ওঠে ;এ যেন এক অমৃতসুধা।
    এসময় এসেও যারা এই গানগুলো শুনেন তাদেরকে একটু দেখতে চাই।
    সবার জন্য শুভকামনা

  • @SiddqueAli-l7m
    @SiddqueAli-l7m 5 วันที่ผ่านมา

    প্রয়াত বশীর আহাম্মদ সাহেবের গানটি প্রথমে আমরা রেডিও তে শুনতাম এই গানটি এক সময়ে আলোরন সৃষ্টি কারী গান। গানটি যে আমার কত প্রিয় তা ভাষায় বুঝাইতে পারব না। এ গানটি হয়তো কয়েক শত বার শুনেছি। যাক শিল্পীর প্রতি আমার দোয়া রইল।আল্লাহ যেন উনাকে বেহেস্ত নসিব করেন।

  • @sunilkundu3075
    @sunilkundu3075 2 ปีที่แล้ว +24

    প্রতি ১০০ বছরে একজন করে বশির অাহমেদ অাসে। অামার অত্যন্ত পছন্দের শিল্পী। উনি একজন জাত শিল্পী।

  • @mdtito1081
    @mdtito1081 2 ปีที่แล้ว +24

    যারে যাবি যদি যা,,,,, আহ কি সুর কি লিরিক যতই শুনি ততই যেনো শুনতে মন চায়।
    জানিরে এ জীবনে তুকে পাবার নয়। সত্যি এ জীবনে চাইলেও কাউকে আপন করা যায়না। কিছু মানুষ কে আমাদের জীবনে বিধাতা লিখেছে কেবলি এক রোদ্র উজ্জল হাসির ছলকানির ন্যায়।😭

  • @GreenVally-xn5lv
    @GreenVally-xn5lv ปีที่แล้ว +5

    কোথাও নামী-দামী যন্ত্রের বাহুল্যতা তো দেখিনা। অথচ বশীর স্যার কী চমৎকারভাবে গাইলেন। কিন্তু এখনকার শিল্পীদের একাধিক আধুনিক যন্ত্রের প্রয়োজন হয় কেন ?

  • @jillurrahman6955
    @jillurrahman6955 2 ปีที่แล้ว +15

    আমি এ যুগের মানুষ, আমাদের মত সঙ্গীত প্রেমী মানুষ যখন শুদ্ধ সঙ্গীত চর্চা করার জন্য কোন ওস্তাদ এর কাছে যাই, উনারা সচরাচর আমাদেন এই গান গুলি-ই বেশি শিখিয়ে থাকেন। আর এই গান গুলি চর্চা করতে হিমশিম খেতে হয়। এত কঠিন গান। তখন আমরা বুঝতে পারি যে আসলে এগুলোই প্রকৃত শুদ্ধ বাংলা গান।

  • @akterdipo9841
    @akterdipo9841 5 หลายเดือนก่อน +4

    আপন পর সিনেমাটি বাংলাদেশ টেলিভিশনে সেই শিশু বয়সে প্রথম যখন দেখি তখন গানের কথা না বুঝতে পারলেও সুর গেঁথে গিয়েছিল মনে । পাঁচ ছয় বছর বয়েস থেকেই আমি ছবি ও গানের পাগল ছিলাম এবং ভাবতাম বড় হয়ে আমি নায়িকা শিল্পী সব হব কিন্তু আম্মার যুক্তির কাছে হেরে জীবনে আমার কিছুই হওয়া হলনা তবে বশির আহমদ স্যারের গানটা এখনো সমান ভালবাসি এবং ভালবাসি । কমেন্টে একজন বলল গানটা যখন শুনেন তখন তার চোখ দিয়ে .....!!! গানটা যে প্রেক্ষাপটে গাওয়া হয়েছে তার মত কোন সমস্যা যার নেই তারও মনটা ছুয়ে গেছে এর সুর এবং আগামীতেও যাবে অনন্তকাল বাঙালির মুখে মুখে থাকবে এই গান পাগল করা সুর । গীতিকার সুরকার এবং শিল্পীকে অন্তরের অন্তস্তল থেকে ভালবাসা । 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩💙💙💙💙💙❤️❤️❤️❤️❤️🌈🌈🌈🌈🌈👍০২/০৫/২০২৪।

  • @ZaraKhan-xl7fz
    @ZaraKhan-xl7fz ปีที่แล้ว +16

    এতো সুন্দর একটা গান।
    কিছু বলার ভাষা নেই।
    আম্মুর থেকে শুনে এই গান সার্চ দিয়ে একদম মুগ্ধ হয়ে গিয়েছি।

    • @sheikhafsana9477
      @sheikhafsana9477 10 หลายเดือนก่อน +1

      আমিও আমার খালার মুখে শুনে গানটার প্রেমে পড়েছি

  • @bdstudent7875
    @bdstudent7875 2 ปีที่แล้ว +15

    আহ! ভেতর সর্বস্য শুকিয়ে আসে। বার বার শুনে হৃদয় শীতল করতে মন চায়। কিন্তু ভেতরটা শীতল হয় না। বার বার রিস্টার্ট করি প্রতিবারই নুতন লাগে। অবিরাম শ্রদ্ধা মহান শিল্পী বশির আহমেদ।

  • @ShirinAkther-fx8ic
    @ShirinAkther-fx8ic 19 วันที่ผ่านมา +1

    আপনার মত করে আজও কেউ,৷ এত সুন্দর করে গানটও গাইতে পরে নাই,, সেলুট,, বশির ভাইয়া কে,
    গান মানেই জীবন কিছু কথা,,
    যা ছন্দে আনন্দে আর, আর আবছা হালকা কিছু মায়ায়,,
    😅😅😅😅

  • @minatibiswas6843
    @minatibiswas6843 2 ปีที่แล้ว +8

    এগুলো আমাদের আবেগের গান। এগুলো শুনে শুনে বড়ো হয়েছি। তাই এখনও আমরা আপ্লুত হয়ে যাই গানগুলো শুনলে। 🙏

  • @fakirabdulsatter3365
    @fakirabdulsatter3365 ปีที่แล้ว +2

    Pearayhuzur, assalamu,,,we need bagla nazm jajakallah doa chai

  • @chandanchowdhury196
    @chandanchowdhury196 3 ปีที่แล้ว +89

    আমি ৭০ এর দশক থেকে এই কালজয়ী গান শুনে আসছি। কেন জানি মনে হচ্ছে বার বার শুনার পর ও অতৃপ্ত থেকে যায়।

  • @KaziArman-f2j
    @KaziArman-f2j 3 หลายเดือนก่อน

    হৃদয় দোলা লাগানোর মতো, কিছু গান থেকে,, তারই অন্তর্ভুক্ত এই গান,, ,, প্রসংসার সাগরে ভাসালে ও বোধহয়,প্যাপ্য মর্যাদা পাবে না, ❤️

  • @pocomirpur2199
    @pocomirpur2199 2 ปีที่แล้ว +23

    আহ্ কি যুগ ছিলো ছোট বেলার সৃতিময়ি গান।
    বশির আহমাদ,আবদুল,আবুল হাদি এদের কি অশাধারন কণ্ঠ ছিলা।

  • @abdulkayum8173
    @abdulkayum8173 ปีที่แล้ว +17

    যত শুনি আরো শুনতে ইচ্ছে করে। মন ভরে না।কি যেন হারিয়ে ফেলেছি,বুঝতে পারছি না।

  • @ImranHossain-lz3wg
    @ImranHossain-lz3wg 2 ปีที่แล้ว +10

    বাংলার গর্ব বাংলার বাঘ বাংলাদেশের খাটি সোনা..... যত শুনি তত ভালো লাগে।

  • @sukantasarkar4492
    @sukantasarkar4492 2 ปีที่แล้ว +19

    আমি বাংলাদেশের যত গান শুনেছি তার মধ্যে এটাই সবথেকে ভালো লাগে।

  • @nanigopaldas304
    @nanigopaldas304 2 ปีที่แล้ว +8

    সোনালী যোগের গান।এ ধরনের গান গুলো কোন বিকল্প হয় না। বশীর ভাই এর আত্মার শান্তি কামনা করি।

  • @ashwinisarkar1455
    @ashwinisarkar1455 ปีที่แล้ว +2

    60/70 এর দশকে রেডিওতে আমরা এই গানটি মাঝে মাঝে শুনেছি আর আজ 72 বছর পরেও গানটি প্রান কেড়ে নেয়। অমর হয়ে থাকো তুমি শিল্পী যেখানেই থাকুন।

  • @MdJosim-n1t
    @MdJosim-n1t 8 หลายเดือนก่อน +104

    2024 সালে কে কে দেকছে লাইক দেয়ে যানাই

    • @MdRuhul-bl9hg
      @MdRuhul-bl9hg 2 หลายเดือนก่อน +1

      ২০১৬ সালে প্রতম শুনছিলাম

  • @subhasismajumdar6776
    @subhasismajumdar6776 2 ปีที่แล้ว +17

    ছোটবেলার মন কাঁদানো গান। খুব নস্টালজিক লাগছে। ছোটবেলার দিনগুলি মনে পড়ছে। শ্রদ্ধেয় শিল্পীকে প্রনাম।

  • @mdrahmot6772
    @mdrahmot6772 2 ปีที่แล้ว +118

    আমি একজন এই মর্ডান যুগের এক জন ছেলে কিন্তু আমার এখন কার এই সময়ের গান বাজনা আমার কাছে ভালো লাগেনা,, আমি ৬০,৭০,দশকের গান গুলো,,,শুনি,কিছু বিখ্যাত, শিল্পী আছেন, তাদের গান গুলো ভুলার মতো না,, ❤️❤️❤️❤️

    • @rakibfakir1774
      @rakibfakir1774 2 ปีที่แล้ว +2

      ওনেক ভালে লাগে ভাই

    • @sojib8709
      @sojib8709 2 ปีที่แล้ว +4

      Sem two you vai ❤💯

    • @hasanurrahman6597
      @hasanurrahman6597 2 ปีที่แล้ว +2

      হুম

    • @hasanmohammed2848
      @hasanmohammed2848 2 ปีที่แล้ว +6

      আমিও আপনার মত এই যুগের গান কেনো জানি সুনতে ইচ্ছে করে না,,, লতা, ইব্রাহিম,মান্না দে,।মজিব পরদেশি তাদের গান শুনি ভালো লাগে ❤️

    • @sougatapradhan7120
      @sougatapradhan7120 ปีที่แล้ว

      Pp0ppp

  • @salilkarmakar1325
    @salilkarmakar1325 2 ปีที่แล้ว +13

    মুগ্ধ হয়ে শুধু শুনে যাই! কোন রকম কমেন্ট লেখার মানসিকতা থাকে না। আপনাকে অন্তর থেকে শ্রদ্ধা জানাই। ❤❤🙏🙏

  • @rayhanulkarim8950
    @rayhanulkarim8950 ปีที่แล้ว +6

    এই গান শুনলে আমি চোখের জল ধরে রাখতে পারিনা। মনে হয় কি যেন আমি হারিয়ে ফেলেছি

  • @FaridaYasmin-g5t
    @FaridaYasmin-g5t 8 หลายเดือนก่อน +6

    আমার বয়স যখন ১১ বছর ষষ্ঠ শ্রেণিতে পড়ি ,টিভিতে ছবিটা দেখে ( জাফর ইকবাল এই গানটিতে ঠোঁট মিলিয়েছিলেন) দেখে আমি জাফর ইকবালের প্রেমে পড়ে গিয়েছিলাম।কি মন খারাপ হয়েছিল আমার। আহা! সেই শৈশব।

  • @enayetmahmood140
    @enayetmahmood140 2 ปีที่แล้ว +11

    যতবার শুনি,এযেন শোনার আগ্রহ আরো বাড়িয়ে দেয়।

  • @khandakerkamrunnessa5106
    @khandakerkamrunnessa5106 2 ปีที่แล้ว +51

    যখন বুঝতে শিখেছি তখন থেকে শুনছি, এখনও একইরকম ভালো লাগে, কখনো পুরোনো হবে না এই গান গুলো।

  • @mddelwarhossain-pc2fd
    @mddelwarhossain-pc2fd 2 ปีที่แล้ว +11

    ছোট বেলায় এই গানের মানে বুঝতাম না, কিন্তু এখন প্রতি মুহূর্তে বুঝতে হয়।

  • @SurunjitBorman-ww5zl
    @SurunjitBorman-ww5zl หลายเดือนก่อน

    গানের কথাগুলোকে সুরের মালা জলে জড়িয়ে তিনি শ্রোতার মনের মাঝে ইতিহাস রচনা করেছেন। যখনই শুনি শুধু শুনতে মন চায়। মনে বড় তৃপ্তি আসে ❤❤❤❤

  • @bananikhandoker2335
    @bananikhandoker2335 2 ปีที่แล้ว +51

    যতদিন ঐ চাঁদ আর সূর্য থাকবে পৃথিবীতে
    ততদিন এ গানের আবেদন থাকবে হৃদয়ে।
    এর রেশ কখনও শেষ হবে না।

  • @AjoyMallick-m5d
    @AjoyMallick-m5d 8 หลายเดือนก่อน +6

    আশির দশক থেকে শুরু করে আজ অবধি শুনছি ।যতই শুনছি ততই 2024এ এসে ও একই রকম ভালো লাগছে। অসম্ভব সুন্দর। ধন্যবাদ।

  • @abdussamad243
    @abdussamad243 8 หลายเดือนก่อน

    জিরো পয়েন্ট মিউজিক কে অজস্র ধন্যবাদ জানাচ্ছি!
    সেই ৫০ বছর আগের মধুময় স্মৃতি মনে ক'রে দেয়!
    কী-ই সুন্দর ও পরিচ্ছন্ন ছবি তৈরী হতো সেই সময়! আর ৮/৯জন সেরা শিল্পী !!!!!
    আজকে কেউ নেই কিন্তু তাদের?????? মনে পড়ে!!

  • @ABasha.Islam2344
    @ABasha.Islam2344 11 หลายเดือนก่อน +8

    গানটা অসম্ভব ভালো লাগে, মন খারাপ হলেই গানটা শুনি বারবার ।

  • @ShirinAkther-fx8ic
    @ShirinAkther-fx8ic 5 หลายเดือนก่อน

    আহারে গানটা এতটায় বাস্তব মুখী,,
    রেডিও ঢিবি,, নাটক , সিনেমা,
    আর জীবন সব কিছু র জন্য ই পারফেক্ট,,,

  • @MaimunaFancy
    @MaimunaFancy 7 หลายเดือนก่อน +54

    ২০২৪ সালে এসে কমেন্ট করে গেলাম।। হয়তো আগামি শত বছর পরেও মানুষ এই গানগুলো মানুষ শুনবে।।

  • @nurjahanbanu1356
    @nurjahanbanu1356 2 หลายเดือนก่อน

    ষাটের দশকে রেডিওতে এ-ই সুন্দর গানগুলো শুনেছি। রবিবারে রাত ১০.৩০ দশটায় অনুরোধের আসরে, তৎকালীন শিল্পী দের গাওয়া চমৎকার গান শুনে মুগ্ধ হয়ে যেতুম। বশির আহমেদ, খন্দকার রফিক আহমেদ, খুরশিদ আলম, মোহাম্মদ আলী সিদ্দিকী,সাইফুল ইসলামের গান শুনে মুগ্ধ হতাম। প্রিয় শিল্পী দের যাহারা এই দুনিয়ায় নেই। মহান আল্লাহ্ ওনাদেরকে জান্নাতুল ফেরদৌসের মেহমান করে রাখুন। আমিন।

  • @moinahmed4100
    @moinahmed4100 ปีที่แล้ว +56

    ২০২৩ সালে এসে কে কে শুনছেন এই অসাধারণ গানটি?

  • @krishnaroy4081
    @krishnaroy4081 3 หลายเดือนก่อน +1

    অপূর্ব। যেন আগের মত আছি। ভালো লাগল❤

  • @baidyanathkar2698
    @baidyanathkar2698 2 ปีที่แล้ว +4

    Aami 50 bachar pichaner theke ai gan sune aschi, khub khub sundor, valo laglo, from Kolkata.

  • @MrittunjoyDas-l8u
    @MrittunjoyDas-l8u 23 วันที่ผ่านมา

    বিনম্র শ্রদ্ধা জানাই এই গুণী শিল্পীর প্রতি এবং তাদের সংস্কৃতির প্রতি

  • @chandrikgupta4922
    @chandrikgupta4922 2 ปีที่แล้ว +25

    সেই ছোট্ট বেলার দিন গুলো মনে পড়লো! আমার খুবই প্রিয় গান।

  • @SatishBarai-t3m
    @SatishBarai-t3m 4 หลายเดือนก่อน

    অতি সুন্দর একটা গান এই গানটি কখনো ভোলা যায় না হাজার বছর পর ও এই গানটি সবাই শুনবে ছত্রিশ গড় ভারত থেকে 😊😊😊😊😊

  • @ajadulajadul9738
    @ajadulajadul9738 ปีที่แล้ว +10

    বেচে থাকুক হাজার বছর এই পুরোনো গান গুলো আসলে অনেক ভালো লাগে

  • @aklimanwar147
    @aklimanwar147 6 หลายเดือนก่อน

    যে গান বার, বার শুনলেও অন্তরে আকাঙ্খা থেকে যাবে, সাঙ্গঁ করি মনে হবে, কিন্তু! শেষ হয়েও যেনো হইলো না শেষ.........

  • @monsurahamed8038
    @monsurahamed8038 2 ปีที่แล้ว +8

    বসির চাচার গান শুনে ৫০বছর পিচনে পিরে গেলাম আনেক অনেক শুকরিয়া

  • @DabluChandraRay
    @DabluChandraRay หลายเดือนก่อน +2

    2024 এ এসে কে কে শুনছেন এত সুন্দর মন মানসিকতা নিয়ে

  • @pritamdebnath1777
    @pritamdebnath1777 2 ปีที่แล้ว +5

    এক মূহুর্তের জন্য কোথায় যেন হারিয়ে গেলাম

  • @jahanaldeen1484
    @jahanaldeen1484 4 หลายเดือนก่อน

    ২০২৪ এ শুনছি। আহাঃ কী মধুরতম মিউজিক, কণ্ঠ,কথা, সূর পরিবেশনা অসাধারণ মনমুগ্ধকর 😊সুস্থ্ থাকুন প্রিয় 🤲

  • @bananikhandoker2335
    @bananikhandoker2335 2 ปีที่แล้ว +7

    মনের ঠিকানা তো মন জানেনা।যখন কাউকে ভালোবাসে তখন পাওয়া নাপাওয়ার হিসাব থাকেনা।শুধুই ভালোবাসে।চাওয়া পাওয়ার হিসাব কষতে
    গিয়ে তখন মন ভাঙ্গে, হৃদয় ক্ষতবিক্ষত হয়।

  • @md.tahidulislamtahid4975
    @md.tahidulislamtahid4975 หลายเดือนก่อน

    এই বাংলা। হাজার ছালাম মুছে যাবে না। যদি আমরা দেশের সাথে বেঈমানী না করি। নদী ভরা রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়ে ছিল। আমি বাংলাদেশের সেনবাহিনীর সদস্য মন থেকে মুছতে পারিনা দেশের কথা।

  • @sandipghosh9077
    @sandipghosh9077 2 ปีที่แล้ว +15

    অপূর্ব মনভরানো গান ৷ শিল্পীকে সশ্রদ্ধ অভিনন্দন ৷

  • @mdabdulmatin108
    @mdabdulmatin108 2 ปีที่แล้ว +2

    সেই ছোটবেলায় শুনা গান এখনো মনে হয় নতুন একটি গান শুনছি।এমন গান হয়তোবা আর লিখা হবে না, খন্দকার বশির আহমেদেরও জন্ম হবে না।

  • @leetukhondaker186
    @leetukhondaker186 2 ปีที่แล้ว +3

    আজ জুন ১৭ অবিরাম বৃষ্টি হচ্ছে, এই সময় পুরোনো গান ভালো লাগছে, চমৎকার

  • @mostofasordar6852
    @mostofasordar6852 ปีที่แล้ว +27

    আমি ষাটোর্ধ্ব বয়সের একজন লোক। এই গানগুলো শুনলে মনে হয় আমি 18 বছরের যুবক হয়ে গেছি।

  • @azamsarwarchowdhury3779
    @azamsarwarchowdhury3779 2 ปีที่แล้ว +4

    মন জুড়ে যায়, প্রিয় শিল্পীকে শ্রদ্ধা

  • @shantaislammukta6005
    @shantaislammukta6005 7 หลายเดือนก่อน +4

    সত্যিই খাঁচার পাখি আপন হয় না তাকে উড়িয়েই দিতে হয়😢😢😢

  • @belalfakit2241
    @belalfakit2241 2 ปีที่แล้ว +8

    এই গানের মিউজিক সুনলেই বুকে কাপনি ধরে যায় আহা💖💖🇧🇩💖

  • @Newsmart24
    @Newsmart24 ปีที่แล้ว +2

    আধুনিকতাবাদ আজ ডিজিটাইজে অন্ধ হয়ে যাচ্ছে,ইউটিউব ধরে রেখেছ সেই স্মৃতি!!!

  • @samrat5940
    @samrat5940 2 ปีที่แล้ว +4

    বাবার খুব পছন্দের গান তখন গানের কথার অর্থ বুঝতাম না আর এখন তো শুনলেই ভিতর ফেটে যায় 🥺

  • @alisabuz3955
    @alisabuz3955 ปีที่แล้ว +1

    ছোটবেলার ছোট্র মনটাকে ঘিরে রেখেছিলো গানগুলো, রেডিওতে শুনতাম,বাবার কিনে দেয়া রেডিওটা।।🤔🤔

  • @DulalChBasak
    @DulalChBasak ปีที่แล้ว +9

    40 yrs age theke sunchhi ato valo gaan. From India

  • @OmanSg-x8g
    @OmanSg-x8g ปีที่แล้ว +2

    যার আছে মন আছে মনের টান এ শুধু তাদেরই গান।

  • @abdussamad243
    @abdussamad243 2 ปีที่แล้ว +12

    সেই ৭০ দশকের স্মৃতি মনে পড়ছে! আপনপর "ছবিতে জাফর ইকবালের ঠোঁট মিলিয়ে এক বিশেষ মুহূর্তে সিড়ি দিয়ে নীচে নামার সময় গাওয়া ও দৃশ্য আজ-ও অম্লান হ'য়ে আছে!!

  • @subajsarkar8444
    @subajsarkar8444 9 หลายเดือนก่อน

    Oti sundor old is gold ❤❤❤ সুনেছি খাঁচা র পাখি আপন হবার নয় জানি রে জানি তোকে ভালবাসা ভাল নয় ❤❤❤

  • @sonjaysen8446
    @sonjaysen8446 2 ปีที่แล้ว +14

    বশির আহমেদ গানের জগতের এক উজ্জ্বল নক্ষত্র।

  • @akterhossain4286
    @akterhossain4286 3 หลายเดือนก่อน

    আহা গানের কি মাধুর্য
    কি আবেগ, সত্যিই অনবদ্য সৃষ্টি ❤

  • @bimalrana7665
    @bimalrana7665 2 ปีที่แล้ว +13

    আমি ছোট বেলা থেকেই এই গানটি শুনে আসছি। সত্যি এ এক কালজয়ী গান। খুব প্রিয় গান আমার। বার বার গাইতাম আমি। এখনো গাই।
    আমি একজন গায়ক🎤 ও গীতিকার

  • @parimalchandraroy6128
    @parimalchandraroy6128 2 ปีที่แล้ว +1

    অসাধারণ কথা মালায় সুরের মূর্ছনায় হারিয়ে ছিলাম কিছুটা সময়।

  • @Alhaj_Gofran_Patwary
    @Alhaj_Gofran_Patwary ปีที่แล้ว +3

    অসাধারণ গায়িকি।আন্তরিকতা শুনতে খুব ভালো লাগ। ধন্যবাদ।

  • @animeshbiswash5555
    @animeshbiswash5555 10 หลายเดือนก่อน

    ❤❤এক কথাই অসাধারণ হয়েছে আসল শিল্পী বশির আহমেদ ভাই❤ভালোবাসা অবিরাম❤️❤️

  • @md.muktarbdmd.muktarbd874
    @md.muktarbdmd.muktarbd874 2 ปีที่แล้ว +17

    গানের কথা গুলো জিবনের সাথে মিলে গেলো,, আর কোন দিন এই সব শিল্পীদের আমরা পাবোনা,,,, 😢😢😢😢😢

  • @TsTs-y8r
    @TsTs-y8r 2 หลายเดือนก่อน

    এই অমৃত গান স্যার বশির আহমেদ এর কন্ঠেই সোভা পায়।

  • @litonlucky350
    @litonlucky350 2 ปีที่แล้ว +5

    ছোট বেলা রেডিও তে শুনতাম। আজ 2022 তে শুনে সেই ছোটবেলার সৃতি মনে পড়ে গেলো

  • @anowarhossien9793
    @anowarhossien9793 2 ปีที่แล้ว +1

    কালজয়ী গান ছোট বেলায় এই গান গুলো শুনে সময় কাটাতাম অসাধারন সৃষ্টি

  • @a.k.m.khurshidulanwar5910
    @a.k.m.khurshidulanwar5910 ปีที่แล้ว +4

    এ গানের মুগ্ধতায় আজীবন আপ্লুত হয়ে আছি।

  • @mahfuzniloy9674
    @mahfuzniloy9674 2 ปีที่แล้ว +2

    এই গানটি আমি ছোট থেকে কেছেটে শুনতাম ভাই। এখন ইউটিউবে শুনি ভাই। এই গানটি যতই শুনি ততই শুনতে ইচ্ছে করে।

  • @paritoshhalder2504
    @paritoshhalder2504 2 ปีที่แล้ว +10

    পরিতোষ কান্তি হালদার এমন।কালজয়ী গান কী কোনোদিন ভোলা যায়? শিল্পীরা বেচে থাকেন গানের মাঝে আর শ্রোতাদের হৃদয়ে মাঝে।

  • @subratadas3414
    @subratadas3414 11 หลายเดือนก่อน +13

    2023 সালে গানটা শুনে গেলাম 😢 অনেক সুন্দর গান মনের মাঝে লাগে।

  • @deluarhosen420
    @deluarhosen420 หลายเดือนก่อน +3

    ২০২৪ সালে কে কে এই অসাধারন গান টা শুনেছেন??

  • @shopnopurirrajkumar3907
    @shopnopurirrajkumar3907 11 หลายเดือนก่อน +2

    এই পৃথিবীতে বাংলা ভাষা যত দিন থাকবে এই কালজয়ী গান গুলো বাঙালি জাতির হৃদয়ে চির অম্লান হয়ে থাকবে .....❤️🧡♥️💙💜

    • @kajalsardar403
      @kajalsardar403 11 หลายเดือนก่อน

      আমি কোথায়ও এ গান খূজে পাবোনা

  • @nazrulislam-ex9wt
    @nazrulislam-ex9wt 2 ปีที่แล้ว +3

    অসাধারণ কন্ঠ। খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ।

  • @luvaanzumanshimu9192
    @luvaanzumanshimu9192 ปีที่แล้ว +2

    🌿🌹💚💚💚💚💚💚জানি রে এই জীবনে তোকে পাবার নয়... আকাশের ঠিকানা খুঁজে পাওয়া র কথা নয় ই..

  • @MdSayedkhan-m9r
    @MdSayedkhan-m9r 11 หลายเดือนก่อน +7

    অনেক সুন্দর গান,
    ধন্যবাদ, ধন্যবাদ ধন্যবাদ, এত সুন্দর গান শুনানোর জন্য