#মহালয়া

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024
  • #মহালয়া:
    #মহিষাসুরমর্দিনী
    #mahalaya
    #mahishasuramardinistotra
    #আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোক-মঞ্জীর;
    ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা;
    প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা।
    আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নব ভাবমাধুরীর সঞ্জীবন।
    তাই আনন্দিতা শ্যামলীমাতৃকার চিন্ময়ীকে মৃণ্ময়ীতে আবাহন।
    আজ চিৎ-শক্তিরূপিনী বিশ্বজননীর শারদ-স্মৃতিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যানবোধিতা।
    মহামায়া সনাতনী, শক্তিরূপা, গুণময়ী।
    তিনি এক, তবু প্রকাশ বিভিন্ন-
    দেবী নারায়ণী,
    আবার ব্রহ্মশক্তিরূপা ব্রহ্মাণী,
    কখনো মহেশ্বেরী রূপে প্রকাশমানা,
    কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী,
    কখনো মহাবজ্ররূপিণী ঐন্দ্রী,
    উগ্রা শিবদূতী,
    নৃমুণ্ডমালিনী চামুণ্ডা,
    তিনিই আবার তমোময়ী নিয়তি।
    এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে, সপ্তলোক তাই আনন্দমগ্ন।
    বাজলো তোমার আলোর বেণু,
    মাতলো যে ভুবন।
    আজ প্রভাতে সে সুর শুনে
    নবীন সুরের লীলায়।
    আজ শরতের আকাশবীণায়
    গানের মালা বিলায়।
    তোমায় হারা জীবন মম,
    তোমারি আলোয় নিরুপম,
    ভোরের পাখি উঠে গাহি
    তোমারি বন্দন।।
    হে ভগবতী মহামায়া, তুমি ত্রিগুণাত্মিকা;
    তুমি রজোগুণে ব্রহ্মার গৃহিণী বাগ্দেবী,
    সত্ত্বগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী,
    তমোগুণে শিবের বণিতা পার্বতী,
    আবার ত্রিগুণাতীত তুরীয়াবস্থায় তুমি অনির্বচনীয়া, অপার মহিমময়ী, পরব্রহ্ম-মহিষী।
    দেবী ঋষি কাত্যায়নের কন্যা কাত্যায়নী,
    তিনি কন্যাকুমারী আখ্যাতা দুর্গি।
    তিনিই আদিশক্তি আগমপ্রসিদ্ধমূর্তিধারী দুর্গা,
    তিনি দাক্ষায়ণী সতী।
    দেবী দুর্গা নিজ দেহ সম্ভূত তেজোপ্রভাবে শত্রুদহনকালে অগ্নিবর্ণা, অগ্নিলোচনা।
    এই ঊষালগ্নে, হে মহাদেবী, তোমার উদ্বোধনে বাণীর ভক্তিরসপূর্ণ বরণ-কমল-আলোক-শতদল মেলে বিকশিত হোক দিকে-দিগন্তে;
    হে অমৃতজ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী।
    জাগো! জাগো, জাগো মা!
    জাগো, তুমি জাগো।
    জাগো দুর্গা, জাগো দশপ্রহরণ-ধারিণী।
    অভয়া শক্তি-বল-প্রদায়িনী, তুমি জাগো।
    জাগো, তুমি জাগো।
    প্রণমি বরদা অজরা অতুলা-
    বহুবলধারিণী রিপুদল-বারিণী, জাগো মা।
    শরন্ময়ী, চণ্ডিকা, শঙ্করী জাগো, জাগো মা।
    জাগো অসুর বিনাশিনী, তুমি জাগো।
    জাগো দুর্গা, জাগো দশপ্রহরণধারিণী।
    অভয়া শক্তি, বলপ্রদায়িনী, তুমি জাগো।
    জাগো, তুমি জাগো।
    পূর্বকল্প অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন কারণ-সলিলে পরিণত হল, ভগবান বিষ্ণু অখিল শক্তির প্রভাব সংহত করে সেই কারণ-সমুদ্রে রচিত অনন্ত-শয্যা ‘পরে যোগনিদ্রায় হলেন অভিভূত।
    বিষ্ণুর যোগনিদ্রার অবসানকালে তাঁর নাভিপদ্ম থেকে জেগে উঠলেন ভাবী কল্পের সৃষ্টি-বিধাতা ব্রহ্মা।
    কিন্তু বিষ্ণুর কর্ণমলজাত মধুকৈটভ-অসুরদ্বয় ব্রহ্মার কর্ম, অস্তিত্ব বিনাশে উদ্যত হতে পদ্মযোনি ব্রহ্মা যোগনিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বপাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্থিতি-সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জননী হরিনেত্র-নিবাসিনী নিরূপমা ভগবতীকে স্তবমন্ত্রে করলেন উদ্বোধিত।
    এই ভগবতী বিষ্ণুনিদ্রারূপা মহারাত্রি যোগনিদ্রা দেবী।
    ওগো আমার আগমনী আলো,
    জ্বালো প্রদীপ জ্বালো।
    এই শরদের ঝঞ্ঝাবাতে
    নিশার শেষে রুদ্র মাতে
    নিভলো আমার পথের বাতি
    নিভলো প্রাণের আলো।
    #entertainment
    dance
    #bengali and hindi songs
    #travelling english popular songs and all
    #famous pop so

ความคิดเห็น •