একটা বাইক কোম্পানি যখন একটা মটরসাইকেলের ডিজাইন করে তখন অনেক কিছু চিন্তা করে ডিজাইনটি বানায়, এতে বাইকারের সেফটি, বাইক দ্বার পরিবেশর দূষণ এর হার (যেমন শব্দ দূষণ), ইত্যাদি দিক বিবেচনায় রাখে এবং কোম্পানি গুলো গবেষণার পিছনে যথেষ্ট সময় দিয়েই বাইকটি রাস্তায় নামায়। সুতরাং আমাদের বাড়তি কিছু সংযোজন বা বিয়োজন না করাই উত্তম। এটি আমার একান্ত ব্যক্তিগত মতামত। আমি নিজেও একজন বাইকার। আমার ব্যাক্তিগত মোটরসাইকেলটির সাইলেন্সরের উপরে একটা সাইলেন্সর গার্ড পর্যন্ত লাগাইনি।
@@mshiurtraveltraffic আপনে পুলিশ সরকারের কাজ করছেন, আপনাকে কোন সরকার পারমিশন দিছে অন্য লোকের পারমিশন ছাড়া ভিডিও করার আপনাদের কিছু লোকের বানানো আইন হাস্য কর ❤
Sir Motorcycle e After market exhaust lagano thick na kintu Motorcycle er stock look kono change na kore kisu modify kora jai jegula korle Motorcycle er Brakeing performance valo hoi ar look ta sundor hoi.Ai rokom Halka mod kora jabe kina❤❤
যত আইন সব মোটরসাইকেলর এর উপর, দেশে লাক লাক অবৈধ ব্যাটারি চালিত যান চলে, লাইসেন্স ছাড়া বাস ট্রাক ও পট পটি , টলি চলে, মোটরসাইকেলর সমিতি নাই তাই জরিমানা হয় । আর ওদের তো থানা মেনেজ করে চলে, গত ২বছরে আমাদের থানায়১০-১২জন টলি চাপায় মারা গেছে, কি একটা অবস্থা 😢
বর্তমানে পুলিশের ব্যবহার এবং কাজ গুলো দেখলে অনেক ভালো লাগে। মাশাআল্লাহ পুলিশ ভাইরা অনেক পরিবর্তন হয়েছে। আমরা চাই আমাদের দেশে পুলিশ সব সময় অন্যায় ও জুলুমের বিরুদ্ধে থাকবে এবং ন্যায় ও সাধারণ জনগণের পাশে থাকবে । দোয়া ও ভালোবাসা রইলো সবার জন্য ❤ ।
সত্যাই খুব সুন্দর ব্যাবহার,, আমরা জনগণ এমন সুন্দর ব্যবহার পুলিশদের কাছ থেকে আশা করি,,আর আমাদের চালক বা জনগণ হিসাবে নিয়াই নীতি মধ্যে থাকা উচিত,,ট্রাফিক পুলিশ ভাই দের কাছে অনুরোধ যারা উচ্চ শব্দে মটর সাইকেল বা কার চালাই তাদের গাড়ি আটক করে চিরস্থায়ী বন্ধ করা
ধন্যবাদ স্যার'কে,কিন্তু কিছু কিছু পুলিশ আছে গাড়ি নিয়ে যায়,চাবি নিয়ে যায় পরে অন্য পুলিশ গিয়ে বলে স্যার'কে কিছু দিয়ে চলে জান,কিন্তু নিয়ম হলো আমি অপরাধ করছি আমাকে মামলা দিয়ে দেন,তাহলে সবাই আইন মেনে চলবে এবং অসৎ পুলিশের হয়রানি থেকে সাধারণ মানুষ মুক্তি পাবে।
খুবই ভালো লাগলো৷ ব্যবহার অত্যান্ত ভালো৷ কিছুটা স্ক্রিপটেড মনে হলো৷ আমরা সচেতন হলাম৷ কিন্তু তাকে হেলমেট বাদে ছাড়া ঠিক হয়নি৷ আর রাস্তায় অন্যান্য ফিটনেসবিহীন বাস ট্রাক ও তিন চাকার অনুমোদনহীন গাড়ি চলতে দেয়ার বেলায় আপনাদের উদাসীনতা কষ্ট দেয়৷ রাতের ট্রাক, বাস ও প্রাইভেট কারের ফগলাইট ব্যবহার যাচ্ছেতাই ভাবে চোখে পড়ে কিন্তু তাদের বেলায় ব্যবস্থা নেয়া হয়না৷
সংযোজন বিয়োজন করলে সমস্যা কোথায় আমি তো সমস্যা দেখি না উন্নত রাষ্ট্রগুলোতেও এরকম মডিফিকেশন করে থাকে যেখানে কোন প্রকার কোন সমস্যার সম্মুখীন হতে হয় না এটা একটা মনের ব্যাপার একই সাথে প্রতিভারও বিকাশের ব্যাপার আমি মনে করি
এই শীতের দিনে ফগ লাইট ছাড়া বাইক চালাতে খুবই অসুবিধা হয়। আইন ভঙ্গ হবে বলে ফগ লাইট লাগাতে পারি না। আপনার কাছে রিকোয়েস্ট সম্ভব হয় উপর মহলে বার্তাটি পৌঁছিয়ে দিয়েন। বাস, প্রাইভেট কার, মতো বাইক ও যেন ফগ লাইট লাগানোর পারমিশন দেওয়া হয়
প্রথমত সেই বাইকে exhaust ব্যবহার করছে শব্দ যেন বেশি হয় তাই,,এতে শব্দ দূষন হবে,,হাসপাতাল বা ক্লিনিকের সামনে দিয়ে যাওয়ার সময় এইরকম শব্দ রোগীদের জন্য দুর্ভোগ এরপর আবার হেলমেট নেই,,কোনো কারনে দুর্ঘটনা হলে সারাজীবন তার বাবা মা পস্তাবে,,তাই আমার মনে হয় পুলিশ ভাই আপনি ঠিক কাজ করেছেন,,আর এইভাবে ভালো মতো ওনাকে বুঝিয়ে বলার জন্য ধন্যবাদ
বাস ট্রাকে ইচ্ছামত অতিরিক্ত হেডলাইট লাগানো যায় তখন বিপরীতমুখী যানবাহনের বিশেষ করে মোটরসাইকেল চালকের কোনো সমস্যা হয়না ! অন্যদিকে মোটরসাইকেলে ফগলাইট লাগালে আইন প্রয়োগ করার জন্য হাত ধুয়ে বসে থাকেন
এইখানে কি ফগলাইত এর কথা বলা হয়েছে ? যাই হোক বাস ট্রাক a অনেক লাইট থাকার কারণ জানেন ? সারা রাত রাস্তয় চলে গাড়ি গুলো আলো না থাকলে তো চালকদের কষ্ট হয় এতে সড়ক দুর্ঘটনাও বাড়ে, তবে আপনার কথাও সঠিক জ অতিরিক্ত লাইট লাগালে বিপরীত মুখি চালকদের কষ্ট হয় তার উপরেও আইন করা উচিত এমই মনে করি। তবে এই মোটরসাইকেল যেসব মডিফাই করা হয় তা কি প্রয়োজন ?? বাইকের ফগ লাইট ছাইলেনছারের শব্দ কি অন্য চালকদের বিরক্ত করে না নাকি ?? এতে কি দুর্ঘটনা বাড়ে না ?? হাত ধুয়ে বসে থাকেন বলে কি বুঝান ? বেপরোয়া বাইক চালানর জন্য কি দুর্ঘটনা হয় না ?
@muhaimin-chino ভিডিওতে উল্লেখিত বাইকারের কোনো কাজকেই আমি জায়েজ বলি নাই। মোটরসাইকেল যে ভাবে ধরা হয় অন্যান্য যানবাহন তার ১০% ও ধরা হয়না এটা বুঝাতে চেয়েছি
বাইকারদের কোন মূল্যায়ন কেন করা হয় না। বাসট্রাক এগুলো সামনের হেডলাইট বাম্পার এগুলো চোখে পড়ে না,। বাইকারদের ধরলেই চাবিটা কেড়ে নেওয়া হয় কেন। সবাইকাররা একসঙ্গে সাড়া দাও এটা প্রতিরোধ করতে হবে,,,
আপনার যদি কোন দুই থেকে তিন বছরের বাচ্চা থাকে বা ধলাম পাঁচ বছর। যখন সে ঘুমিয়ে থাকবে আমি আপনার বাসার সামনে। silencer modified করে গাড়ি চালাবো। ৮০ উপরে তুলবেন ৬০ উপরে তুলবেন আর আইন কিছু করতে পারবেনা। শুধু দেখান কোন দেশে এই ধরনের আইন নাই? কোথায় কোথায় তো বলেন আমেরিকা ইউরোপিয়ান কান্ট্রি ওইখানে চল্লিশের উপর গাড়ি উঠানো যায় না। শব্দ করা তো দূরের কথা হর্ন বাজাতে পারবেন না। বাংলাদেশের আইনেও আছে হর্ন বাজানো যাবে না। শুধু পুলিশ এম্বুলেন্স আর্মি ইমারজেন্সি ভেহিকেল হর্ন বাজাতে পারবে। নিজে এবং দেশ উভয়টাকেই ঠিক করেন।
@@angkonislam-q5tapnar kono knowledge nai ei bisoye valo kore age jene niyen ar eigula oi desh thekei ashe.ar ghum eita ahamuri eto sound na je manuser disturb hoy
সাইলেন্সার মোডিফিকেশন করতেই পারে যদি শব্দদূষণ আর পরিবেশের ক্ষতি না হয়। আর নিরাপত্তা বর্ধনে ও স্বাস্থ্যঝুকি কমাতে সামনে উইন্ডব্রেকার সংযোজন করলেও কোন সমস্যা হওয়ার কথা নয়। মোটরসাইকেল কোম্পানী বিদেশে যে ধরনের চিন্তা ভাবনা করে তা ওখানকার জন্যই ঠিক আছে। তারপরও তারা বেসিক ভাবনাই করে সেটা বানায়। কাস্টমার তার প্রয়োজনে অপরজনের কোন নিরাপত্তা ও স্বাস্থ্যঝুঁকির কারণ না ঘটিয়ে তার বাহনে সংযোজন বিয়োজন করতে পারে। সড়ক পরিবহন আইন ২০১৮ সকল বানিজ্যিক পরিবহনে প্রযোজ্য।
আজকের সকালে আমি পরীক্ষা দিতে যাচ্ছিলাম তখন রাস্তায় আমাকে পুলিশ দাঁড়াতে বলতেছিল , কিন্তু আমার পরীক্ষায় লেট হয়ে যাচ্ছিল সেই কারণে আমি না দাঁড়িয়ে চলে গেছিলাম । এতে কি আমার কোন সমস্যা হবে নাকি ,
কালেমার দাওয়াত দিয়ে গেলাম.! لا إله إلا الله محمد رسول اللّه "লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ"(সা:) 🌺"𝐀𝐥𝐡𝐚𝐦𝐝𝐮𝐥𝐢𝐥𝐥𝐚𝐡"🌺 ১. “সুবহানাল্লাহ”(سبحان الله) ২.“আলহামদুলিল্লাহ”(الحمد لله) ৩.“লা ইলাহা ইল্লাল্লাহ”(لأ إله إلا الله) ৪.“আল্লাহু আকবার”(الله اكبر) ৫.“আস্তাগফিরুল্লাহ”(استغفر الله) ৬.“আল্লাহুম্মাগফিরলি”(اللهم اغفر لي) ৭.“ইয়া রব্বিগফিরলি”(يا رب اغفر لي) ৮.“আল্লাহুম্মা আজিরনি মিনান-নার”(اللهم اجرني من النار) ৯.“সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম”(صلى الله عليه وسلم) ১০.“লা হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লাহ”(لا هول ولا قوه الا بالله) ১১.“লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নি কুংতু মিনায জোয়ালিমিন”(لأ إله إلا أنت سبحانك إني كنت من الظالمين) ১২.“লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাঃ”(لأ إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم) ১৩.সুবনাল্লাহি অবিহামদিহি সুবহানাল্লাহিল আজীম 🤍🤍 পড়া শেষে আলহামদুলিল্লাহ্@@LazyBoyShiam
পুলিশ যখন রোডে গাড়ী চেক করে তখন মনে খুব একটা শান্তি অনুভুত হয় কিন্তু দুঃখের বেপার হলো , প্রথমত সেটা হটাত একদিন অথবা দুই দিন । এবং সবাইকে চেক করে না। এবং যে জায়গাতে ধরাযাবে বেশি সেখানে তারা থাকে না। দ্বিতীয়ত আমাদের বগুড়াতে দেখিই না এই চেক।
@@mshiurtraveltraffic Ader chakri akhon e ses Korte Hobe ora Bangladesh er kolonko ader k gace jhulabe nah to kar jhulabe silencer khoti kintu bike a ja ischa Lage te parbo ata amr bike sudhu sounds a noise nah hoila holo
ভুল হলে ক্ষমা করবেন স্যার ছেলেটা গাড়ির সামনে যে মডিফিকেশন করেছে এর জন্য কোন আইনেই মামলা দেওয়ার রাইট নেই আপনাদের শুধুমাত্র হেলমেট ও সাইলেন্সার এর জন্য মামলা দিতে পারেন তবে একটু সেক্রিফাইস করলেও পারতেন
ভালো লাগালো স্যার কিন্তু আমাদের জনগণের টাকায় রাস্তা করা অথচ রিকশা সিএনজি ভ্যান এরা রাস্তা ব্যবহার করবে অথচ রাস্তার Tax দিবে না আবার তাদের রাস্তায় চলতে কোন ড্রাইভিং লাইসেন্সের লাগবে না এটা একটা দেশের আইন হলো।
আমি নিজেও একজন বাইকার , স্যার আপনাকে ধন্যবাদ
ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
একটা বাইক কোম্পানি যখন একটা মটরসাইকেলের ডিজাইন করে তখন অনেক কিছু চিন্তা করে ডিজাইনটি বানায়, এতে বাইকারের সেফটি, বাইক দ্বার পরিবেশর দূষণ এর হার (যেমন শব্দ দূষণ), ইত্যাদি দিক বিবেচনায় রাখে এবং কোম্পানি গুলো গবেষণার পিছনে যথেষ্ট সময় দিয়েই বাইকটি রাস্তায় নামায়। সুতরাং আমাদের বাড়তি কিছু সংযোজন বা বিয়োজন না করাই উত্তম। এটি আমার একান্ত ব্যক্তিগত মতামত। আমি নিজেও একজন বাইকার। আমার ব্যাক্তিগত মোটরসাইকেলটির সাইলেন্সরের উপরে একটা সাইলেন্সর গার্ড পর্যন্ত লাগাইনি।
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনার সুচিন্তিত পোষ্টের জন্য। শুভকামনা আপনার জন্য।
@@mshiurtraveltraffic আপনে পুলিশ সরকারের কাজ করছেন, আপনাকে কোন সরকার পারমিশন দিছে অন্য লোকের পারমিশন ছাড়া ভিডিও করার
আপনাদের কিছু লোকের বানানো আইন হাস্য কর ❤
এই পুলিশ অফিসারের ব্যবহার দেখে খুবই ভালো লাগলো ধন্যবাদ।।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
hmm😂😂😂
Video vlog facts..! 😂. Abr ki julate hbe naki..??!! 😢😢😊
হুম ভালো তো লাগবেই কারো পৌষ মাস কারো সর্বনাশ,,🤩🫶❤️🩹
এমনিতে স্যালুট সকল প্রশাসনিক কর্মকর্তা কে,,😅,, কারণ তারা তাদের দায়িত্ব পালন করেন,,🤩💥
রাইট। পুলিশ ভাই আপনার কথাগুলো অনেক ভালো লাগলো
ধন্যবাদ ও কৃতজ্ঞতা। দোয়া করবেন।
শিখনীয় ভিডিও ধন্যবাদ স্যার কিছু জানাগেলো আপনার জন্য
আগে পুলিশের গতি আস্তা হারিয়ে ফেলেছিলাম, এখন আবার নতুন করে ফিরে পেতে যাচ্ছি, এখন পুলিশ ভাই গুলো অনেক ভালো, বিশেষ করে আপনার জন্য এখন সবাইকে ভালো লাগে,
ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
Bro the police officers in Abul Hotel Chowrasta literally get bribed every single day
গুড ❤❤@@mshiurtraveltraffic
@@mshiurtraveltraffic
Face blur kore video upload din ba public er video kora theke biroto thakben.
Sir Motorcycle e After market exhaust lagano thick na kintu Motorcycle er stock look kono change na kore kisu modify kora jai jegula korle Motorcycle er Brakeing performance valo hoi ar look ta sundor hoi.Ai rokom Halka mod kora jabe kina❤❤
স্যার আপনি অনেক একটা ভালো মানুষ 😊
ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
যত আইন সব মোটরসাইকেলর এর উপর, দেশে লাক লাক অবৈধ ব্যাটারি চালিত যান চলে, লাইসেন্স ছাড়া বাস ট্রাক ও পট পটি , টলি চলে, মোটরসাইকেলর সমিতি নাই তাই জরিমানা হয় । আর ওদের তো থানা মেনেজ করে চলে, গত ২বছরে আমাদের থানায়১০-১২জন টলি চাপায় মারা গেছে, কি একটা অবস্থা 😢
আস্থা রাখুন সকল কিছুরই সংস্কার হবে পুলিশতো এর ফেরেশতা নহ সময় দিন
যত মৃত্যু অধিকাংশ ই মটর সাইকেল
রাস্তায় যত ঝামেলা এই মটর সাইকেলই
মনের কথা বলছেন ভাই।
একদম ঠিক আছে মামলা টা দিয়ে দিছেন, শিক্ষা হয়ে যাবে আজীবনের জন্য❤❤
ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
গাল ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি,জরুরী কাজ😂@@mshiurtraveltraffic
একদম ঠিক হইছে। কান ফাইটে যায়।❤
ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
বর্তমানে পুলিশের ব্যবহার এবং কাজ গুলো দেখলে অনেক ভালো লাগে। মাশাআল্লাহ পুলিশ ভাইরা অনেক পরিবর্তন হয়েছে। আমরা চাই আমাদের দেশে পুলিশ সব সময় অন্যায় ও জুলুমের বিরুদ্ধে থাকবে এবং ন্যায় ও সাধারণ জনগণের পাশে থাকবে । দোয়া ও ভালোবাসা রইলো সবার জন্য ❤ ।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
২০১৮ সালের আইন পরিবর্তন করতে হবে।
আলহামদুলিল্লাহ স্যার এর ব্যাবহার খুব ভালো ও লাগলোও
ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
আমরা সাধারণ মানুষ এইসব ভূমিকা আরো বেশি বেশি দেখতে চাই
ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
ভালো লাগলো। সুন্দর ব্যবহারের মধ্যেমে যাথাযথ আইনি ববস্থা গ্রহন।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
এত ভালো অফিসার যদি সবাই হত তাহলে দুর্নীতি মতো বাংলাদেশ হত ❤
আসসালামু আলাইকুম স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি নিজেও একজন ভাই কার আপনার ভালো ব্যবহারের জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না আসসালামু আলাইকুম
ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
ব্যবহার টাই আসল খুব ভালো লাগলো ব্যবহার খুবই সুন্দর পুলিশ ভাইকে ধন্যবাদ
ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
স্যালুট জানাই স্যার আপনাদের ❤❤❤❤
ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
100% Good Job Sir❤❤❤😊😊
ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
The boy is too loyal 😂 literally he was saying his gf is waiting to police 🚨 😂
😆😂😂ekdom loyal
😂😂
সত্যাই খুব সুন্দর ব্যাবহার,, আমরা জনগণ এমন সুন্দর ব্যবহার পুলিশদের কাছ থেকে আশা করি,,আর আমাদের চালক বা জনগণ হিসাবে নিয়াই নীতি মধ্যে থাকা উচিত,,ট্রাফিক পুলিশ ভাই দের কাছে অনুরোধ যারা উচ্চ শব্দে মটর সাইকেল বা কার চালাই তাদের গাড়ি আটক করে চিরস্থায়ী বন্ধ করা
ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
বাংলাদেশের জনগণ শুধু পুলিশের কাছে আশা করে আর জনগণের কাছে পুলিশ কিছু আশা করতে পারে না😂
স্যার আপনাকে ধন্যবাদ আপনারা ুতো সুন্দর করে বুজিয়ে দিয়েছেন..
ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
ধন্যবাদ মামলা দেয়ার জন্য
ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
স্যার আপনার ভিডিও দেখি, আপনার ব্যাবহার খুব ভালো লাগে স্যার।
আসসালামু আলাইকুম স্যার। ভালো থাকবেন স্যার,
আলাইকুম আসসালাম। ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাই।
সুন্দর ভিডিও করেছেন আপনারা সুন্দর ভিডিও
ধন্যবাদ ও কৃতজ্ঞতা
স্যার ধন্যবাদ জানাচ্ছি আপনাকে
কত টা খারাপ হলে মানুষ এসব বলে। আল্লাহ সবাইকে মাপ করুক সহি বুঝ দান করুক আমিন ছুম্মা আমিন
খুব ভাল কাজ হয়েছে।❤
আলহামদুলিল্লাহ ভালো লাগলো ❤❤❤❤❤😂
বর্তমান সময়ে আমাদের সবার উচিত আইনশৃঙ্খলা বাহিনীকে মানসিক ভাবে সহযোগিতা করা। ❤
ধন্যবাদ স্যার।এদেরকে কিছুতেই ছাড় দিবেন না।এদের জন্য ভালো বাইকারদের বদনাম হয়।এদের এমন জরিমানা করবেন যেন বাইক বিক্রি করে জরিমানা দিতে হয়।
খুব সুন্দর একটা কার্যক্রম। আমরা চাই প্রত্যেকটা সেক্টরে এরকম দুর্নীতি অপরাধ কাজ দমন করা হোক প্রশাসনের মাধ্যমে
ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
ধন্যবাদ স্যার আমি ও একজন মটরবাইকার
ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
জাযাকাল্লাহ প্রিয় ভাই ❤❤❤❤
Always respect humble sir
ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
পুলিশের ব্যবহারটা অনেক ভালো লাগলো 😊
পুলিশ কর্মকর্তার জন্য ভালোবাসা ❤❤❤
স্যালুট A.T si, সার্জেন্ট ও T.I স্যার কে।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
বেচারার জিএফ কিন্তু অপেক্ষা করছে 😝
ধন্যবাদ স্যার'কে,কিন্তু কিছু কিছু পুলিশ আছে গাড়ি নিয়ে যায়,চাবি নিয়ে যায় পরে অন্য পুলিশ গিয়ে বলে স্যার'কে কিছু দিয়ে চলে জান,কিন্তু নিয়ম হলো আমি অপরাধ করছি আমাকে মামলা দিয়ে দেন,তাহলে সবাই আইন মেনে চলবে এবং অসৎ পুলিশের হয়রানি থেকে সাধারণ মানুষ মুক্তি পাবে।
ভাই আপনার সব কিছু ঠিক থাকলে টাকা দিবেন কেন? আর ঠিক না থাকলে ও টাকা দিবেন না। ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
২০১৮ সড়ক আইন বাতিল করা হোক
BD, Police nice ,
Love From India ❤
খুবই ভালো লাগলো৷ ব্যবহার অত্যান্ত ভালো৷ কিছুটা স্ক্রিপটেড মনে হলো৷ আমরা সচেতন হলাম৷ কিন্তু তাকে হেলমেট বাদে ছাড়া ঠিক হয়নি৷ আর রাস্তায় অন্যান্য ফিটনেসবিহীন বাস ট্রাক ও তিন চাকার অনুমোদনহীন গাড়ি চলতে দেয়ার বেলায় আপনাদের উদাসীনতা কষ্ট দেয়৷ রাতের ট্রাক, বাস ও প্রাইভেট কারের ফগলাইট ব্যবহার যাচ্ছেতাই ভাবে চোখে পড়ে কিন্তু তাদের বেলায় ব্যবস্থা নেয়া হয়না৷
হয় ভাই। ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শব্দের জন্য সাজা দেওয়া হোক
Love You Police Officers 😍❤️
ধন্যবাদ ও কৃতজ্ঞতা
প্রতিটি মহাসড়কে এমন দরকার স্যার..তাহলে সবাই সতর্ক হবে..
ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শব্দ দুষণের জ্বালায় আমরা অতিষ্ঠ এদের শাস্তি চাই।
বাইকের সাথে বাস, প্রাইভেট সহ সকল যানবাহন আটকানো দরকার
ধরা হয় ভাই। ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
পুলিশ ভাইদের জন্য দোয়া করবেন
ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
পুলিশ ভাইদের কে বলতেছি আপনাদের ব্যবহার অনেক সুন্দর ছিল
ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
Sport sir tipra boy❤❤❤
সংযোজন বিয়োজন করলে সমস্যা কোথায় আমি তো সমস্যা দেখি না উন্নত রাষ্ট্রগুলোতেও এরকম মডিফিকেশন করে থাকে যেখানে কোন প্রকার কোন সমস্যার সম্মুখীন হতে হয় না এটা একটা মনের ব্যাপার একই সাথে প্রতিভারও বিকাশের ব্যাপার আমি মনে করি
ধন্যবাদ পুলিশ কে। তবে আইন সবার জন্য সমান হোক, অন্যরা একই অপরাধ করে পার পাচ্ছে এমনটা না হোক।
ওকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাই।
আপনাদের ভিডিওটা সিয়ার জরে দিলাম স্যার
এই শীতের দিনে ফগ লাইট ছাড়া বাইক চালাতে খুবই অসুবিধা হয়। আইন ভঙ্গ হবে বলে ফগ লাইট লাগাতে পারি না। আপনার কাছে রিকোয়েস্ট সম্ভব হয় উপর মহলে বার্তাটি পৌঁছিয়ে দিয়েন। বাস, প্রাইভেট কার, মতো বাইক ও যেন ফগ লাইট লাগানোর পারমিশন দেওয়া হয়
ফগ লাইটের মামলা দেওয়া ঠিক না। ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
আপনাকে অনেক ধন্যবাদ জানাই
ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
মাশাআল্লাহ 😊😊😊
অসাধারণ ভিডিও
প্রথমত সেই বাইকে exhaust ব্যবহার করছে শব্দ যেন বেশি হয় তাই,,এতে শব্দ দূষন হবে,,হাসপাতাল বা ক্লিনিকের সামনে দিয়ে যাওয়ার সময় এইরকম শব্দ রোগীদের জন্য দুর্ভোগ এরপর আবার হেলমেট নেই,,কোনো কারনে দুর্ঘটনা হলে সারাজীবন তার বাবা মা পস্তাবে,,তাই আমার মনে হয় পুলিশ ভাই আপনি ঠিক কাজ করেছেন,,আর এইভাবে ভালো মতো ওনাকে বুঝিয়ে বলার জন্য ধন্যবাদ
ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
অনেক ধন্যবাদ স্যার
Good job,sir.
ধন্যবাদ আপনাদেরকে যারা মোটর সাইকেলে সাইলেন্সার মডিফাই করে বিকট আওয়াজ করে এটা সত্যিই অনেক বিরক্ত কর ছোট বাচ্চারা ভয় পায় অসুস্থ রোগীদেরও ক্ষতি হয়
ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
আরাফা মক্কা মদিনা 🕋🇸🇦🇧🇩🍏🍋🍅🍐🍎🥭🍊
আমার মনে হয় পুলিশ অফিসার অনেক ভালো মানুষ ❤❤❤
ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
Sir Salute apnader k..🫡 nije der Kaj evabe e korben inshallah always ❤
সামনে বাইক কিনব ইনশাআল্লাহ।
আমি বাইকে কোনোরকম সংযোজন করবনা❤
ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
আজ জানতে পারলাম কমেন্টের উপর দুইটা ক্লিক করলে লাইক হয়👍👍
ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
ইমার্জেন্সি জেনা করতে যাচ্ছে। অসভ্য...
Nice comment
টিক আছে।
আমার অনুরোধ থাকবে এর বাস্তবায়ন ব্যবস্থা শুধু বাইক না, সকল যানবাহনের ক্ষেত্রে ব্যবস্থা নিতে হবে,।
আপনাদের সাথে একমত,
Amar boyos 16 bosor ami kono vabe i bike chalate parbo na . legal vabe .
পুলিশের ব্যবহার খুব ভালো এরকম ব্যবহার করে আস্তে আস্তে বুঝলে সবাই বুঝবে ইনশাল্লাহ
ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
ধন্যবাদ স্যার
বাস ট্রাকে ইচ্ছামত অতিরিক্ত হেডলাইট লাগানো যায় তখন বিপরীতমুখী যানবাহনের বিশেষ করে মোটরসাইকেল চালকের কোনো সমস্যা হয়না ! অন্যদিকে মোটরসাইকেলে ফগলাইট লাগালে আইন প্রয়োগ করার জন্য হাত ধুয়ে বসে থাকেন
এইখানে কি ফগলাইত এর কথা বলা হয়েছে ? যাই হোক বাস ট্রাক a অনেক লাইট থাকার কারণ জানেন ? সারা রাত রাস্তয় চলে গাড়ি গুলো আলো না থাকলে তো চালকদের কষ্ট হয় এতে সড়ক দুর্ঘটনাও বাড়ে, তবে আপনার কথাও সঠিক জ অতিরিক্ত লাইট লাগালে বিপরীত মুখি চালকদের কষ্ট হয় তার উপরেও আইন করা উচিত এমই মনে করি। তবে এই মোটরসাইকেল যেসব মডিফাই করা হয় তা কি প্রয়োজন ?? বাইকের ফগ লাইট ছাইলেনছারের শব্দ কি অন্য চালকদের বিরক্ত করে না নাকি ?? এতে কি দুর্ঘটনা বাড়ে না ?? হাত ধুয়ে বসে থাকেন বলে কি বুঝান ? বেপরোয়া বাইক চালানর জন্য কি দুর্ঘটনা হয় না ?
@muhaimin-chino ভিডিওতে উল্লেখিত বাইকারের কোনো কাজকেই আমি জায়েজ বলি নাই। মোটরসাইকেল যে ভাবে ধরা হয় অন্যান্য যানবাহন তার ১০% ও ধরা হয়না এটা বুঝাতে চেয়েছি
এই প্রশ্ন এখানে করতে হবে
আপনার ধারণা ভুল বাস ট্রাকে ইচ্ছে মতো লাইট লাগায় না ,,, যেটুকু প্রয়োজন সেটুকুই থাকে
স্যার এই পার্সোনাল ড্রাইভারদের জন্য ্ আামরা রেন্টকার ড্রাইভার রাও খতিগ্রাস্ত স্যার
কলকাতা তে একটা ডাক্তার মেয়ের জীবন চলে গেছে কত জন মিলে রেপ করেছিল তখন আপনি কোথায় ছিলেন
যতো দোস সব কিছুই Bike ar Upor
হেলমেট আনে নাই উদাহরণ দেবার আর কোনো কথা পায় নাই গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে আর্জেন্ট 😅
বাইকারদের কোন মূল্যায়ন কেন করা হয় না।
বাসট্রাক এগুলো সামনের হেডলাইট বাম্পার এগুলো চোখে পড়ে না,।
বাইকারদের ধরলেই চাবিটা কেড়ে নেওয়া হয় কেন।
সবাইকাররা একসঙ্গে সাড়া দাও এটা প্রতিরোধ করতে হবে,,,
ট্রাফিক পুলিশ হাইওয়ে পুলিশের মামলার যন্ত্রণায় গাড়ি আর চালানো যাবেনা 😢😢😢
আপনার যদি কোন দুই থেকে তিন বছরের বাচ্চা থাকে বা ধলাম পাঁচ বছর। যখন সে ঘুমিয়ে থাকবে আমি আপনার বাসার সামনে। silencer modified করে গাড়ি চালাবো।
৮০ উপরে তুলবেন ৬০ উপরে তুলবেন আর আইন কিছু করতে পারবেনা।
শুধু দেখান কোন দেশে এই ধরনের আইন নাই?
কোথায় কোথায় তো বলেন আমেরিকা ইউরোপিয়ান কান্ট্রি ওইখানে চল্লিশের উপর গাড়ি উঠানো যায় না। শব্দ করা তো দূরের কথা হর্ন বাজাতে পারবেন না। বাংলাদেশের আইনেও আছে হর্ন বাজানো যাবে না। শুধু পুলিশ এম্বুলেন্স আর্মি ইমারজেন্সি ভেহিকেল হর্ন বাজাতে পারবে।
নিজে এবং দেশ উভয়টাকেই ঠিক করেন।
@@angkonislam-q5tapnar kono knowledge nai ei bisoye valo kore age jene niyen ar eigula oi desh thekei ashe.ar ghum eita ahamuri eto sound na je manuser disturb hoy
আপনার যদি সব ঠিক থাকে তাইলে মামলা দেবে কেনো।আপনি করবেন অন্যায় আবার এর কোনো বিচারও করতে দেবেন না তাইলে কেমনে হয়।।
গাড়ি চালোনো দরকার কি, জমিতে সবজি চাষ করাই ভালো।
সাইলেন্সার মোডিফিকেশন করতেই পারে যদি শব্দদূষণ আর পরিবেশের ক্ষতি না হয়। আর নিরাপত্তা বর্ধনে ও স্বাস্থ্যঝুকি কমাতে সামনে উইন্ডব্রেকার সংযোজন করলেও কোন সমস্যা হওয়ার কথা নয়। মোটরসাইকেল কোম্পানী বিদেশে যে ধরনের চিন্তা ভাবনা করে তা ওখানকার জন্যই ঠিক আছে। তারপরও তারা বেসিক ভাবনাই করে সেটা বানায়। কাস্টমার তার প্রয়োজনে অপরজনের কোন নিরাপত্তা ও স্বাস্থ্যঝুঁকির কারণ না ঘটিয়ে তার বাহনে সংযোজন বিয়োজন করতে পারে। সড়ক পরিবহন আইন ২০১৮ সকল বানিজ্যিক পরিবহনে প্রযোজ্য।
আজকের সকালে আমি পরীক্ষা দিতে যাচ্ছিলাম তখন রাস্তায় আমাকে পুলিশ দাঁড়াতে বলতেছিল , কিন্তু আমার পরীক্ষায় লেট হয়ে যাচ্ছিল সেই কারণে আমি না দাঁড়িয়ে চলে গেছিলাম । এতে কি আমার কোন সমস্যা হবে নাকি ,
ভোদাই এর মতো কথা জিজ্ঞেস করেন কেন?
😂
Ami apnar akjon subscriber
কালেমার দাওয়াত দিয়ে গেলাম.!
لا إله إلا الله محمد رسول اللّه
"লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ"(সা:)
🌺"𝐀𝐥𝐡𝐚𝐦𝐝𝐮𝐥𝐢𝐥𝐥𝐚𝐡"🌺 ১. “সুবহানাল্লাহ”(سبحان الله)
২.“আলহামদুলিল্লাহ”(الحمد لله)
৩.“লা ইলাহা ইল্লাল্লাহ”(لأ إله إلا الله)
৪.“আল্লাহু আকবার”(الله اكبر)
৫.“আস্তাগফিরুল্লাহ”(استغفر الله)
৬.“আল্লাহুম্মাগফিরলি”(اللهم اغفر لي)
৭.“ইয়া রব্বিগফিরলি”(يا رب اغفر لي)
৮.“আল্লাহুম্মা আজিরনি মিনান-নার”(اللهم اجرني من النار)
৯.“সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম”(صلى الله عليه وسلم)
১০.“লা হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লাহ”(لا هول ولا قوه الا بالله)
১১.“লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নি কুংতু মিনায জোয়ালিমিন”(لأ إله إلا أنت سبحانك إني كنت من الظالمين)
১২.“লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাঃ”(لأ إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم)
১৩.সুবনাল্লাহি অবিহামদিহি সুবহানাল্লাহিল আজীম 🤍🤍
পড়া শেষে আলহামদুলিল্লাহ্@@LazyBoyShiam
😂😂😂😂@@LazyBoyShiam
পুলিশ যখন রোডে গাড়ী চেক করে তখন মনে খুব একটা শান্তি অনুভুত হয় কিন্তু দুঃখের বেপার হলো , প্রথমত সেটা হটাত একদিন অথবা দুই দিন । এবং সবাইকে চেক করে না। এবং যে জায়গাতে ধরাযাবে বেশি সেখানে তারা থাকে না। দ্বিতীয়ত আমাদের বগুড়াতে দেখিই না এই চেক।
ঠিক বলেছেন
Woo very good
police er bibek ar aayin ami posondo korlam na
ভিডিও আপলোড দিবে বিধায় এতো ভালো ব্যবহার😏
তবে সত্যিই যদি পুলিশরা এতো ভালো হতো, ধান্দাহীন হতো, কত্তো ভালো হতো।
ঝিনাইদহ জেলায় এসে দেখে যাবেন। ধন্যবাদ
@@mshiurtraveltraffic আল্লাহ দেখাইলে দেখব ইনশাআল্লাহ। তবে স্পেসিফেকলি কোনো জায়গায় হলে তো হবে না,সব জায়গার পুলিশই গণমানুষের হওয়া উচিত।
1:23 honest biker 😂
পুলিশের প্রথম প্রশ্ন হওয়া উচিত ছিলো আপনার হেলমেট কোথায়? তার পর ড্রাইভিং লাইসেন্স পরে বাকি কাজ।
ওকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা
এই রকম পুলিশ ই আমাদের দেশে দরকার।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
@@mshiurtraveltraffic Ader chakri akhon e ses Korte Hobe ora Bangladesh er kolonko ader k gace jhulabe nah to kar jhulabe silencer khoti kintu bike a ja ischa Lage te parbo ata amr bike sudhu sounds a noise nah hoila holo
আসসালামু আলাইকুম এটা কো থানা
ঝিনাইদহ জেলা ট্রাফিক। ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
একটু বেশি হয়ে গেলো যে স্যার, সুধু হেলমেটের দিলে ভালো হতো
ভুল হলে ক্ষমা করবেন স্যার ছেলেটা গাড়ির সামনে যে মডিফিকেশন করেছে এর জন্য কোন আইনেই মামলা দেওয়ার রাইট নেই আপনাদের শুধুমাত্র হেলমেট ও সাইলেন্সার এর জন্য মামলা দিতে পারেন তবে একটু সেক্রিফাইস করলেও পারতেন
@@AhamedAhsanSaom মানুষের দেখাচ্ছে
Hello is my best friend man
ভিডিওটি সুন্দর হয়েছে 👍🏻
স্যার হেলমেট না থাকলে কত টাকা মামলা?
লাইসেন্স না থাকলে কত টাকা মামলা?
Good decision
মামলা চলুক ঘুষ নয়,,তাহলে সব সোজা হয়ে যাবে,,,অফিসাররা এটা খেয়াল রাখবেন,, যত বড় নেতা খেতা হোক অনলাইন মামলা বিদেশের মত দিয়ে দিবেন আপনা আপনি জনগন ঠিক হয়ে যাবে
ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
আজ একটা গালর্ফ্রেন্ড নাই বলে হেলমেট ছাড়া যাইতে পারিনা😂
Sir, bike led light lagano jabe?
ভালো লাগালো স্যার কিন্তু আমাদের জনগণের টাকায় রাস্তা করা অথচ রিকশা সিএনজি ভ্যান এরা রাস্তা ব্যবহার করবে অথচ রাস্তার Tax দিবে না আবার তাদের রাস্তায় চলতে কোন ড্রাইভিং লাইসেন্সের লাগবে না এটা একটা দেশের আইন হলো।