মাত্র তিন দিনে পুরীর সমস্ত দর্শনীয় স্থান ভ্রমণ || পুরীর সম্পূৰ্ণ ভ্রমণ গাইড || puri travel guide

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 มิ.ย. 2023
  • বাঙালির চিরকালীন নস্টালজিয়া রয়েছে পুরীকে ঘিরে। ইতিহাসেও বহু প্রাচীনকাল থেকেই পুরী বা পুরুষোত্তম ক্ষেত্রের উল্লেখ পাওয়া যায়। ওড়িশার এই একান্ত বাঙালিপ্রবণ শহরটির মূল আকর্ষণ দীর্ঘ সমুদ্রতট আর জগন্নাথ দেবের মন্দির। পুরীর বিচগুলির মধ্যে স্বর্গদ্বারের প্রশস্তিই সবচেয়ে বেশি।
    পুরী শহরের আশেপাশে স্থানীয় দ্রষ্টব্যগুলি রিকশা বা অটোতে ঘুরে দেখে নেওয়া যায়। এরমধ্যে রয়েছে চক্রতীর্থ বা স্বর্গদ্বার, কানপাতা হনুমান, বিদুরপুরী, মহোদধি, সুদামাপুরী, সোনার গৌরাঙ্গ মঠ, শংকরাচার্য মঠ, কবির মঠ, নানক মঠ, রাধাকান্ত মঠ বা কাশীমিশ্র ভবন, সিদ্ধবকুল মঠ, শ্বেতগঙ্গা, শ্রীশ্রীগুণ্ডিচা মন্দির বা মাসির বাড়ি বা বাগানবাড়ি, দশাবতার মঠ, তোতা গোপীনাথজির মন্দির, কপালমোচন মন্দির ইত্যাদি।
    পুরী থেকে ভুবনেশ্বরের পথে ১৭কিমি দূরে সাক্ষীগোপাল। দেবতা এখানে শ্রীকৃষ্ণ রূপে পূজিত হন। এই পথেই পুরী থেকে ৯কিমি দূরে চন্দনপুর থেকে আরও দেড় কিমি এগিয়ে পটচিত্রের জন্য খ্যাত রঘুরাজপুর।
    সারাদিনের কন্ডাক্টেড ট্যুরে দেখে নেওয়া যায় কোণারক, নন্দনকানন, ভুবনেশ্বরের মন্দিরগুলো, খণ্ডগিরি, উদয়গিরি, ধৌলি বা ধবলেশ্বর ইত্যাদি।
    যাওয়াঃ- নিকটতম রেলস্টেশন পুরী। ওড়িশার প্রতিবেশি রাজ্যগুলির বিভিন্ন জায়গা থেকে ও ওড়িশার বিভিন্ন শহরের সঙ্গে বাস যোগাযোগ রয়েছে পুরীর। পুরী থেকে কন্ডাক্টেড ট্যুরে কোনারক, উদয়গিরি-খণ্ডগিরি ও ভুবনেশ্বর বেড়িয়ে নেওয়া যায়।
    থাকাঃ- পুরীর সমুদ্র ও জগন্নাথদেবের মন্দিরকে কেন্দ্র করে নানা বাজেটের অজস্র হোটেল ছড়িয়ে রয়েছে পুরো এলাকা জুড়ে। ধর্মশালাও আছে বেশ কয়েকটি। সস্তায় থাকার জন্য রয়েছে নানান সংস্থার হলিডে হোমগুলি। পুরীর এস টি ডি কোডঃ- ০৬৭৫২।
    কেনাকাটাঃ- সমুদ্রের ধার জুড়ে শাঁখ, ঝিনুক, পাথরের নানান পসরা নিয়ে হাজির দোকানীরা। শহরেও মিলবে হস্তশিল্প বা তাঁতশিল্পের অনেক দোকান। কটকি, সম্বলপুরী শাড়ি, রঘুরাজপুরের পটশিল্প, পিপলির অ্যাপ্লিক, শাঁখ, ঝিনুক অথবা পাথরের ঘরসাজানোর জিনিস -এসবই হতে পারে পুরী বেড়ানোর স্মারক।
    খাওয়াদাওয়াঃ- পুরী বেড়িয়ে এসে সবাইকে আর কিছু নাহোক গজা কিম্বা জগন্নাথের মহাপ্রসাদ চেনাপরিচিত সবাইকে দেওয়া বাঙালির এক রীতি। মন্দিরে পুজোর বিনিময়ে প্রসাদতো মেলেই, মন্দিরের আনন্দবাজারেও কিনতে পারা যায় এই মহাপ্রসাদ।
    উৎসবঃ- পুরীর সেরা উৎসব জগন্নাথদেবের রথযাত্রা। আষাঢ় মাসে এই রথযাত্রা উৎসবে দেশি-বিদেশি লক্ষাধিক পুণ্যার্থী আসেন।
    ডিসেম্বর মাসে স্বর্গদ্বার লাগোয়া সৈকতে অনুষ্ঠিত হয় বিচ ফেস্টিভাল।
    #purijagannath
    #puri
    #puriodisha

ความคิดเห็น • 6

  • @somakhanra5755
    @somakhanra5755 3 หลายเดือนก่อน +2

    খুব ভাল লাগল

  • @user-cr9xl7jz8b
    @user-cr9xl7jz8b ปีที่แล้ว +4

    Khub sundor informative video. Thanks.

  • @user-dg4fg1nd5z
    @user-dg4fg1nd5z ปีที่แล้ว +3

    Bahh khub sundor video❤

  • @melonadhikari1805
    @melonadhikari1805 7 หลายเดือนก่อน +1

    ভালো বেশ ভালো

  • @RupamMandal-z1b
    @RupamMandal-z1b 12 วันที่ผ่านมา

    Nil madhob mondir jayar line bolbe na

  • @nandadulalbag7128
    @nandadulalbag7128 2 หลายเดือนก่อน +1

    বলছি দাদা এই গরম কালে কী পুরি যাওয়া যাবে?