Ami to ekmuhurter jnno skip korar proyojon bodh korini....onar theke normal manus er ank kichu sekhar ache....onar observation ta amader o observe korte hbe
মনে হলো ভগবানের সাক্ষাৎকার দেখলাম। এরকম ম্যাটেরিয়ালস্টিক যুগে সৎ থেকে বেকারদের কথা কজন ভাবে? স্যালুট🙏🙏শুধু এই স্পিরিটটা ঈশ্বর এনাকে অবসর পর্যন্ত দিক👌👌👌
আজকে বিচারব্যবস্থার প্রতি আমরা শ্রদ্ধাশীল, এরকম মানুষের প্রতি আমরা মাথা নত করে কোটি কোটি প্রণাম জানাই, আজকে আমরা খুব গর্বিত বোধ করছি যে এরকম একজন বাঙালি মানুষ রয়েছেন, বাংলার মানুষজনকে ভাবতে শিখিয়ে দিলেন, আমার লাইফে সব থেকে সেরা interview দেখলাম। খুব ইচ্ছে ছিলো মহাশয়ের কথা শোনার জন্য, দুর্নীতিকে উৎখাত করতে তিনি যে সাহস দেখিয়েছেন, তার জন্য উনি আমরা বাঙালিদের কাছে ভগবান, অত্যন্ত সৎ, গুণী,ভদ্র একজন মানুষ। আপনাকে মন থেকে একটা প্রণাম জানাই sir।🙏🙏
আপনার প্রতি আমাদের হিমালয় প্রতীম শ্রদ্ধা । বর্তমান সময়ে বিচার ব্যবস্থায় যে বেনোজল ঢুকে গিয়েছে, সেখানে আপনি একজন উজ্জ্বল ব্যতিক্রম । বিনম্র শ্রদ্ধা রইল স্যার ।
স্বামী বিবেকানন্দ বলেছেন, "সত্যর জন্য সব কিছু ত্যাগ করা যায় , কিন্তু কোন ও কিছু র জন্য সত্য কে ত্যাগ করা যায় না।' বাবা অভিজিৎ বাংলার সমস্ত মায়ের পক্ষ থেকে আমি ৭৪বছরের চন্দনা সেনগুপ্ত সিঙ্গাপুর থেকে বলছি , এক অত্যন্ত আনন্দিত ব্ঙ্গমাতা তোমার মধ্যে তরুণ নরেন্দ্রনাথ দত্ত , রবীন্দ্রনাথ ও সুভাষ চন্দ্র বসু কে খুঁজে পেলাম। বয়সে বড় বলে তোমার জন্য প্রাণভরা শুভেচ্ছা ও অভিনন্দন এবং স্নেহাশীষ জানাই। আর ছোট হলেও অনেক সম্মান শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করি। প্রবাসে দুর্নীতি হীন সিঙ্গাপুরে বসে দেশের বিশেষত বাঙলার Corruption দেখে বড় দুঃখ পাই। ঐ কথাটা এখন আর ইংরাজি নয় বাঙালি র চরিত্রে কেন কি ভাবে কখন থেকে মিশে গেল তার হদিশ পাচ্ছি না। সুমন তোমার অপূর্ব প্রশ্নাবলী , ইন্টারভিউ এর ধরন ও বিচার বিশ্লেষণ নতুন প্রজন্ম কে প্রভাবিত করুক।এই একান্ত কাম্য। Email ID mukulikanet@ gmail .com
আমার চেয়ে বয়সে ছোট, তবু ওনাকে প্রণাম করছি। ছাত্র জীবন থেকে এখনো আমি দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরব, আমার মনের কথা ওনার মুখে শুনে ভালো লাগলো। আমি এরকম কিছু মানুষ দেখেছি যারা সত্যিই সৎ, তাদের মধ্যে খুব কমই মুখ খুলেছেন নির্ভয়ে। জীবনের ঝুকি না থাকলেও,ট্রান্সফার বা প্রমোশনের প্রশ্নে অনেকেই মুখে কুলুপ এঁটে থাকতেন। সরকারি সংস্থায় আমি প্রতিবাদ করে ও দুর্নীতির প্রশ্নে অনড় অবস্থান নিয়ে, পরিবারের সদস্যদের থেকে গাল খেয়ে, ট্রান্সফার মেনে নিয়ে, স্বামী বিবেকানন্দ কে, নেতাজি সুভাষ কে বুকে নিয়ে থেকেছি। আশার কথা, জীবনের শেষ প্রান্তে স্বীকৃতি পেয়ে মনে হচ্ছে ভালো টা ভালোই,যতো ছোটই হোক। দুনিয়ায় বিচারপতি গাঙ্গুলীর মতো মানুষ কম হলেও, আছে তো! এই বিশ্বাস থাকলে মৃত্যুভয় থাকে না। মানুষ যেন একটু সময় করে ভাবে!
"আমি নিজেও বহুদিন বেকার ছিলাম। ফলে বেকারদের চোখের জল আমি দেখতে পায়। তাদের চোখের জলে রাত্রিবেলা বালিশ ভিজে যাওয়া আমি দেখতে পাই..." এই লাইন দুটোই যথেষ্ট। আপনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করি। ভবিষ্যতে আরও অভাবনীয় কিছু রায়ের সাক্ষী হতে পারবো আশা রাখছি।
বাঙ্গালী হিসাবে আজ আপনাকে দেখে সত্যিই গর্ব অনুভব করছি। বাংলায় এখনো গর্বিত মায়ের সন্তান আছে তা আপনাকে দেখে মনে হয়। আপনি দীর্ঘ জীবন লাভ করেন এটাই আমি আল্লাহর কাছে দোয়া করি। আপনার অসম সাহস,সৎ,ন্যায়, এবং জেদ এই গুলো আমাকে অনেক অনেক বেশি স্পর্শ করে।আপনার এইগুন গুলো যেন অনুসরণ করতে পারি।
কে বলেছে মনে রাখবে না এই ভারতবর্ষের প্রতিটি সাধারণ মানুষ আর যুবসমাজ জীবনভর মনে থাকবে এই বিচারপতি স্মৃতি বর্তমান শ্রেণিদের সবারই মনে থাকবে। সত্যবাদী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তোমাকে শত কোটি প্রণাম।
ভয় থেকেই আসে ভক্তি, ভক্তি থেকে অনুশাসন, অনুশাসন থেকে ব্যক্তিগত উন্নতি আর সেটাই হল সর্বৈব উন্নয়নের ভিত্তিপ্রস্তর। মি লর্ডের এই সাক্ষাৎকার থেকে এই আমার মহামূল্য প্রাপ্তি 🙏🇮🇳
একবার পায়ের ধুলো মাথায় নিতে পারলে নিজেকে গর্বিত মনে করতাম। দেশের প্রতি যার প্রবল ভালোবাসা তার জয় সুনিশ্চিত। বৃষ্টির জলের মতো সচ্ছ ও বীর যোদ্ধার মতো সাহসী।
যারা স্রোতের বিপরীতে হাটে , তারাই সমালোচিত হয় এবং তাদেরই ইতিহাস স্বর্ণ অক্ষরে লেখা হয়। দুর্নীতির বিরুদ্ধে আপনার এই প্রতিবাদকে ইতিহাস মনে রাখবে । আপনাদের মত মানুষ আছে বলেই আজও মানুষ বিচার ব্যবস্থার উপরে বিশ্বাস রাখে । ❤️❤️
স্যার বাঙালি কে ভাবতে বলেছেন।। বুদ্ধিমান বাঙালি একবারও ভাববে কি ? জাতির জনক মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের ভাবাদর্শে বিশ্বাসী হয়ে এইরকম ভালো ভালো কথা বললে ,তার প্রতি কতটা বিশ্বাস করা উচিত❓ সুমনদার একটা প্রশ্ন খুবই বাস্তবসম্মত হত বাবরি মসজিদ ধ্বংসের জন্য দায়ী কে❓ বা গাঙ্গুলী মশাই এই বিচারের রায় দিলে কি করতেন❓❓
Yes, ✊✊✊✊ Mr Ganguly, Please go on with your Iron Like helpful attempt to find out the Culprits of Corrupted TMC govt ...those who are only beneficiaries of Bengal There are so many innumerable people who are groaning in pains !!! Drive corrupted TMC out of Bengal to live in peace
স্যার অসংখ্য প্রণাম ও শ্রদ্ধা আপনাকে। আপনার মতামত ও বক্তব্য শুনে এই ছোট্ট বুদ্ধিতে যেটুকু বুঝলাম সেটা হলো, প্রকৃত জ্ঞানী বাঁচেনা, জ্ঞানই বাঁচে।। আমি কে ? চেনা টা আপনার বোধ হয় ৯৯% পূরণ হয়েছে। আমদের জগতে যদি ,! আমদের ২০% ও আমরা আমি কে বুঝতে চেষ্টা করতাম তাহলে এই জগৎ টা দেবতাময় হয়ে উঠত। স্বামী বিবকানন্দ ভাষায় আমরা যদি ভগবানে পূজা ও অর্চনা না করি, তবুও বেচেঁ থাকবো। কিন্তু রাজনৈতিক বিষয় মাথা রাখলে মাথা আমদের কাটা জাবে!!!স্যার এই যুদ্ধে যদি আপনার হার হয়, সেটাই আপনার তথা আমদের কাছে সবথকে বড় জিত।
অনেকদিন পর এ. বি. পি বাংলায় এই রকম একটি সাক্ষাৎকার দেখলাম এবং অসাধারণ অনুভূতির সঞ্চার হল নিজের মধ্যে এবং বিচার পতির এই নির্ভিক সাক্ষরতার দেখানোর জন্য এ. বি. পি আনন্দ ও সুমন বাবুকে অসংখ্য ধন্যবাদ।
আমি সাধারণ মানুষ, ভগবান কেমন হয় কখনো দেখিনি, শুধু শুনে এসেছি ৩৩কোটি দেব দেবী, আজ ABP আনন্দের দৌলতে একজন জীবন্ত ভগবান দেখলাম, হে ভগবান তোমাকে শত কোটি প্রনাম ।
আমি ব্যক্তিগত ভাবে বিশ্বাস করি ঈশ্বর জাস্টিস গাঙ্গুলি কে পৃথিবীতে পাঠিয়েছেন মানুষকে ন্যায় দেয়ার জন্য । স্যারের সঙ্গে এই সাক্ষাৎকার দেখে অনেক কিছু জানতে পারলাম । স্যার গাঙ্গুলির দীর্ঘ জীবন কামনা করি ।
অভিজিৎ স্যার ভগবান সবারই মঙ্গল চায়। আইন অনুযায়ী অন্যায় কে প্রশ্রয় দেয় না। তার সুস্থ জীবন কামনা করি। এভাবেই মানুষের উপকার করে যান। সবাই আপনার সাথে আছে।
স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের পর কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি হিসেবে আপনাকে শ্রদ্ধা করতে,সম্মান করতে ইচ্ছে করছে। প্রনাম আপনাকে🙏।আপনার মত একজন ‘বাংলার বাঘ' কে এখন বাংলার মানুষের বড্ড প্রয়োজন।
আপনি বহু মানুষের আদর্শ......সাধারণ থেকে কি করে অসাধারণ কাজ করা যায় তা আপনি আমাদের শিখিয়ে দিলেন.. বাঙালি তথা ভারতীয় হিসাবে আপনি আমাদের তো "একমাত্র" প্রতিনিধি 👑
মাননীয় বিচারপতির বক্তব্য একজন পিতার মতো। শ্রদ্ধা আর ভক্তিতে আমার দুচোখ দিয়ে শুধুই জল পরছে। আপনার চরণে আমার শত কোটি প্রণাম রইল। আশীর্বাদ করুন আমরা ভারতবাসী সকলেই যেন ভালো থাকি।
এনার থেকে সবার শেখা উচিত, কিভাবে দুর্বৃত্ত দের বিরুদ্ধে একা রুখে দাঁড়ানো যায়।চাই একটা শক্ত মেরুদন্ড আর মুক্ত বিচার এর অবকাশ। প্রনাম জানাই আপনার মত একজন সৎ নির্ভীক মানুষ কে।। আপনি সত্যিকারের বাঙালি।
আমার জীবনে দেখা সব থেকে সেরা , সাক্ষাৎ ,,,,,, স্যার এর থেকে অনেক কিছু শেখার আছে ।❤️, এমন বিচার পতি আরো কিছু লাগবে , তাহলেই আমাদের দেশ সামনে এগোতে পারবে
খুব মনোমুগ্ধকর স্বাক্ষাৎকার শুনলাম, সাংবাদিক সুমন বাবু এবং মাননীয় বিচারপতি গাঙ্গুলির আলাপচারিতায়।আমি উৎকর্ণ হয়ে থাকলাম, আবার এই রকম আরও স্বাক্ষাৎকার শোনার জন্য। আপনাদের দুইজনকে অনেক ধন্যবাদ।
অসাধারণ আলোচনা। জাস্টিস গাঙ্গুলীর প্রতিটি বক্তব্য অত্যন্ত মূল্যবান এবং আমার ও মনের কথা। সমাজ সংস্কারের লক্ষ্যে এমন মানুষের এগিয়ে আসা অত্যন্ত জরুরি। কখনো যদি এমন দৃঢ়চেতা মানুষেরা এগিয়ে আসেন তাহলে বহুমানুষকেই পাশে পাবেন বলে আমার বিশ্বাস। জাস্টিস গাঙ্গুলীকে আমার সস্রদ ধন্যবাদ এবং সুমন বাবুকে ও অনেক ধন্যবাদ এমন একটা আলোচনা উপহার দেবার জন্য।
এরকম বিচারপতি দেশ যদি দশটাও পায়,তবে দেশের চেহারার পরিবর্তন ঘটবে।বিচারপতি গঙ্গোপাধ্যায়কে শুভেচ্ছা জানাই। ওনার কাছে অনুরোধ উনি যেন ওনার মতো আরও বিচারপতি তৈরী করে যান।
কে বলছে এই সমুদ্রের গভীরতা সদৃশ দুর্নীতি দূর হবার নয়? আমি মনে করি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর মত বিচারপতি আর বিকাশ ভট্টাচার্যের মত আইনজীবী থাকলে সম্ভব। আশা ছাড়বেন না।
"Light of Bengal & Light of Justice" Honorable sir Avijit Ganguly.. ❤❤ What Bengal thinks today, India thinks tomorrow. Great perception by you...."get a job and change our family index". We are proud of you sir.. Again salute you❤❤
হরে কৃষ্ণ সত্যি অভিজিৎ গাঙ্গুলীর বক্তব্য শুনে যতই শুনি ততোই মনে হয়। এই পৃথিবীতে এখনো সৎ মানুষ আছে। তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি এরূপ সততা নিয়ে এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত সাধারণ মানুষের চোখের জল নিষ্ফল না হয়। এটাই আমার কামনা, জয় গৌর নিতাই জয় শ্রীরাম ভারত মাতার জয়
সাক্ষাৎকার টা দেখে মনে একটা জোর ধাক্কা খেলাম, যে এই কলিযগে এমন সৎ-নির্ভেজাল মানুষ আছেন!!! কখন মনে হচ্ছে কত নরম অমায়ীক মনের, কখন আবার ঠিক জায়গায় কত দৃঢ় সম্পন্ন, সত্যি কলিযুগের ভগবান 🙏
ভগবানকে কোনদিন দেখিনি আজ দেখলাম ভগবানকে দেওয়ার মতো কিছুই নেই আমার .. শতকোটি প্রণাম জানাই তোমায়🙏🙏 শেষ পর্যন্ত দেখার পর চোখের জলটা আর ধরে রাখতে পারলাম না 😭😭😭
জীবনে এই প্রথম,TH-cam এর একটা content এক টানা ১ ঘন্টা ধরে দেখলাম। উনি দীর্ঘজীবী হন 🙏🏻🙏🏻🙏🏻
আমি ও তাই
আমিও মুগ্ধ হয়ে শুনলাম। 🙏
আমিও ঠিক তাই
Ami to ekmuhurter jnno skip korar proyojon bodh korini....onar theke normal manus er ank kichu sekhar ache....onar observation ta amader o observe korte hbe
Amio
মনে হলো ভগবানের সাক্ষাৎকার দেখলাম। এরকম ম্যাটেরিয়ালস্টিক যুগে সৎ থেকে বেকারদের কথা কজন ভাবে? স্যালুট🙏🙏শুধু এই স্পিরিটটা ঈশ্বর এনাকে অবসর পর্যন্ত দিক👌👌👌
😀😂 🙉🙈🙊🦮🐕🦺
Ei rokom bicharpoti ke pronam janai
Ekdaam......
আজকে বিচারব্যবস্থার প্রতি আমরা শ্রদ্ধাশীল, এরকম মানুষের প্রতি আমরা মাথা নত করে কোটি কোটি প্রণাম জানাই, আজকে আমরা খুব গর্বিত বোধ করছি যে এরকম একজন বাঙালি মানুষ রয়েছেন, বাংলার মানুষজনকে ভাবতে শিখিয়ে দিলেন, আমার লাইফে সব থেকে সেরা interview দেখলাম। খুব ইচ্ছে ছিলো মহাশয়ের কথা শোনার জন্য, দুর্নীতিকে উৎখাত করতে তিনি যে সাহস দেখিয়েছেন, তার জন্য উনি আমরা বাঙালিদের কাছে ভগবান, অত্যন্ত সৎ, গুণী,ভদ্র একজন মানুষ। আপনাকে মন থেকে একটা প্রণাম জানাই sir।🙏🙏
চোখের জলে বালিশ ভিজে যায় কথাটা যে কতো হৃদয় ছুয়ে গেলো অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকুন আপনার মতো মানুষ দরকার তবে পশ্চিমবঙ্গ বাঁচবে//
Varegoodman
আপনার প্রতি আমাদের হিমালয় প্রতীম শ্রদ্ধা । বর্তমান সময়ে বিচার ব্যবস্থায় যে বেনোজল ঢুকে গিয়েছে, সেখানে আপনি একজন উজ্জ্বল ব্যতিক্রম । বিনম্র শ্রদ্ধা রইল স্যার ।
Sir u r great... Salut janai,সততার জন্যই আপনি একদিন বা্লার মুখ্যমন্ত্রী হবেন।🙏🙏🙏
মহান বিচারপতি মাননীয় শ্রী অভিজীত গংগোপাধ্যাযকে আমার স্যালুট এবং শত শত নমন !!
আপনাকে স্যালুট 🙏🙏🙏🙏🙏 আপনি পারবেন দুর্নীতি মুক্ত করতে, আপনি ভগবান sir শত কোটি প্রণাম
Honest officer punished by higher authority I myself lost four years seniority for this reason
আপনার মতো সচেতন শান্ত মনোভাব সম্পন্ন বিচারপতি এই দেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। দৃঢ়চেতা সম্পন্ন ও নির্ভিক মনোভাব আজকের যুগে সত্যিই বড়ো অভাব।
স্বামী বিবেকানন্দ বলেছেন, "সত্যর জন্য সব কিছু ত্যাগ করা যায় , কিন্তু কোন ও কিছু র জন্য সত্য কে ত্যাগ করা যায় না।' বাবা অভিজিৎ বাংলার সমস্ত মায়ের পক্ষ থেকে আমি ৭৪বছরের চন্দনা সেনগুপ্ত সিঙ্গাপুর থেকে বলছি , এক অত্যন্ত আনন্দিত ব্ঙ্গমাতা তোমার মধ্যে তরুণ নরেন্দ্রনাথ দত্ত , রবীন্দ্রনাথ ও সুভাষ চন্দ্র বসু কে খুঁজে পেলাম। বয়সে বড় বলে তোমার জন্য প্রাণভরা শুভেচ্ছা ও অভিনন্দন এবং স্নেহাশীষ জানাই। আর ছোট হলেও অনেক সম্মান শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করি। প্রবাসে দুর্নীতি হীন সিঙ্গাপুরে বসে দেশের বিশেষত বাঙলার
Corruption দেখে বড় দুঃখ পাই। ঐ কথাটা এখন আর ইংরাজি নয় বাঙালি র চরিত্রে কেন কি ভাবে কখন থেকে মিশে গেল তার হদিশ পাচ্ছি না। সুমন তোমার অপূর্ব প্রশ্নাবলী , ইন্টারভিউ এর ধরন ও বিচার বিশ্লেষণ নতুন প্রজন্ম কে প্রভাবিত করুক।এই একান্ত কাম্য। Email ID mukulikanet@ gmail .com
Didi vai Ami akjon police hayoyar icha rakhi ...Asirbad korun......
.@@raunak7461
"Bhabo...bhaba practice koro"..bhaba chhara. Amra bhat khete parina.. ami ekjon professor ke peyechhilam in 2006..I abide by her lecture..
প্রথম পর্বেই কমেন্ট করেছি। কি আর বলবো ওনার বক্তব্য যতই শুনছি ততই অবাক হচ্ছি। বলার কোন ভাষাই খুঁজে পাচ্ছিনা। যাইহোক আমি ওনার দীর্ঘায়ু কামনা করি।
Se ak jan nyyer protik tini justice ganguly
Absolutely correct openion.congratulation.
আমার চেয়ে বয়সে ছোট, তবু ওনাকে প্রণাম করছি।
ছাত্র জীবন থেকে এখনো আমি দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরব, আমার মনের কথা ওনার মুখে শুনে ভালো লাগলো।
আমি এরকম কিছু মানুষ দেখেছি যারা সত্যিই সৎ, তাদের মধ্যে খুব কমই মুখ খুলেছেন নির্ভয়ে। জীবনের ঝুকি না থাকলেও,ট্রান্সফার বা প্রমোশনের প্রশ্নে অনেকেই মুখে কুলুপ এঁটে থাকতেন।
সরকারি সংস্থায় আমি প্রতিবাদ করে ও দুর্নীতির প্রশ্নে অনড় অবস্থান নিয়ে, পরিবারের সদস্যদের থেকে গাল খেয়ে, ট্রান্সফার মেনে নিয়ে, স্বামী বিবেকানন্দ কে, নেতাজি সুভাষ কে বুকে নিয়ে থেকেছি।
আশার কথা, জীবনের শেষ প্রান্তে স্বীকৃতি পেয়ে মনে হচ্ছে ভালো টা ভালোই,যতো ছোটই হোক।
দুনিয়ায় বিচারপতি গাঙ্গুলীর মতো মানুষ কম হলেও, আছে তো!
এই বিশ্বাস থাকলে মৃত্যুভয় থাকে না।
মানুষ যেন একটু সময় করে ভাবে!
বিচার কখনো অবসর নেয় না..... সে থেকে যায় কোনো না কোনো কিছুর মধ্যেই.... আপনা কে কোটি কোটি স্যালুট স্যার জাস্টিস গাঙ্গুলি... 🙏
সম্পূর্ণ সাক্ষাৎকার দেখলাম, ভবিষ্যৎও দেখবো,এই মানুষই সেই মানুষ যে কলিযুগের পরিত্রান দাতা।❤️🙏🙏❤️❤️❤️
Exactly......
মন ভরে গেল ওনার কথা শুনে..!
আপনার কথা শুনলে মানুষের আবার বিচার ব্যবস্থার ওপর আস্থা ভরসা ফিরে আসবে... 🙏🏻
খানকীর ছেলে TMC কে গত বছর ভোট দিয়ে এখন বাল বোকা হচ্ছে । সালা বোকাচোদা
মাননীয় বিচারপতি কে আমার প্রণাম জানাই.সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
শুধু মাত্র এই ইন্টারভিউ টির অজুহাত নিয়েই ওনাকে সরানো হলো ! ভালো থাকবেন স্যার ❤
যুগে যুগে এরকম ধর্মাবতারের জন্যই পৃথিবী টিকে থাকবে 🙏🙏🙏 স্যারকে🙏🙏🙏
Ekdomi thik bolechen ,emon ekjon nirvik manuser kontho bohudin bangali mane amra suni ni
"আমি নিজেও বহুদিন বেকার ছিলাম। ফলে বেকারদের চোখের জল আমি দেখতে পায়। তাদের চোখের জলে রাত্রিবেলা বালিশ ভিজে যাওয়া আমি দেখতে পাই..."
এই লাইন দুটোই যথেষ্ট। আপনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করি। ভবিষ্যতে আরও অভাবনীয় কিছু রায়ের সাক্ষী হতে পারবো আশা রাখছি।
খুব গর্ব বোধ হচ্ছে
জাস্টিস অভিজিৎ গাঙ্গুলী কে নিয়ে আমরা খুব গর্ববোধ করি। উনি এখন যেন রিটার্ন না করেন উনাকে এক্সটেনশন দেয়া হোক। 🙏🙏🙏
অনেক অনেক সম্মান করি।।
আমাদের গর্ব। দীর্ঘ দিন ধরে আমাদের সাথে থাকুন।
Proud of Justice Ganguly.Like him, Love n Respect him very much.
কোনো ভাষা নেয় বলার,শতকোটি প্রণাম স্যার আপনাকে।
শতকোটি প্রণাম জানাই স্যার ও আপনার দীর্ঘায়ু কামনা করি
বাঙ্গালী হিসাবে আজ আপনাকে দেখে সত্যিই গর্ব অনুভব করছি। বাংলায় এখনো গর্বিত মায়ের সন্তান আছে তা আপনাকে দেখে মনে হয়। আপনি দীর্ঘ জীবন লাভ করেন এটাই আমি আল্লাহর কাছে দোয়া করি। আপনার অসম সাহস,সৎ,ন্যায়, এবং জেদ এই গুলো আমাকে অনেক অনেক বেশি স্পর্শ করে।আপনার এইগুন গুলো যেন অনুসরণ করতে পারি।
কে বলেছে মনে রাখবে না এই ভারতবর্ষের প্রতিটি সাধারণ মানুষ আর যুবসমাজ জীবনভর মনে থাকবে এই বিচারপতি স্মৃতি বর্তমান শ্রেণিদের সবারই মনে থাকবে। সত্যবাদী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তোমাকে শত কোটি প্রণাম।
আগে বিচার হোক ।
ভয় থেকেই আসে ভক্তি, ভক্তি থেকে অনুশাসন, অনুশাসন থেকে ব্যক্তিগত উন্নতি আর সেটাই হল সর্বৈব উন্নয়নের ভিত্তিপ্রস্তর।
মি লর্ডের এই সাক্ষাৎকার থেকে এই আমার মহামূল্য প্রাপ্তি 🙏🇮🇳
এই প্রথম একজন মানবতাবাদী মানুষ কে দেখলাম যিনি খোলা মনে মানুষকে কথা বললেন এবং হৃদয় কে নাড়া দিয়ে গেলেন
একবার পায়ের ধুলো মাথায় নিতে পারলে নিজেকে গর্বিত মনে করতাম। দেশের প্রতি যার প্রবল ভালোবাসা তার জয় সুনিশ্চিত। বৃষ্টির জলের মতো সচ্ছ ও বীর যোদ্ধার মতো সাহসী।
আপনি শুধু বাঙালির নন, সারা ভারতবর্ষের গৌরব।।
শতকোটি প্রনাম🙏🙏🙏❤❤❤
জয় হিন্দ🇮🇳🙏❤
যারা স্রোতের বিপরীতে হাটে ,
তারাই সমালোচিত হয় এবং তাদেরই ইতিহাস স্বর্ণ অক্ষরে লেখা হয়।
দুর্নীতির বিরুদ্ধে আপনার এই প্রতিবাদকে ইতিহাস মনে রাখবে । আপনাদের মত মানুষ আছে বলেই আজও মানুষ বিচার ব্যবস্থার উপরে বিশ্বাস রাখে । ❤️❤️
Darun likecho
Ekdaam.....
Right brother
প্রত্যেকটা বিচারপতি যদি এরকম হতো তাহলে শাসকের আইন হতো না ,আইনের শাসন হতো।
♥️♥️ আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ♥️♥️
দেশের এই রকম বিচারপতিকে হাজারও স্যালুট জানাই ❤️❤️❤️
Really rare discussion.
স্যার বাঙালি কে ভাবতে বলেছেন।।
বুদ্ধিমান বাঙালি একবারও ভাববে কি ? জাতির জনক মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের ভাবাদর্শে বিশ্বাসী হয়ে এইরকম ভালো ভালো কথা বললে ,তার প্রতি কতটা বিশ্বাস করা উচিত❓
সুমনদার একটা প্রশ্ন খুবই বাস্তবসম্মত হত বাবরি মসজিদ ধ্বংসের জন্য দায়ী কে❓
বা গাঙ্গুলী মশাই এই বিচারের রায় দিলে কি করতেন❓❓
Yes, ✊✊✊✊
Mr Ganguly,
Please go on with your Iron Like helpful attempt to find out the Culprits of Corrupted TMC govt ...those who are only beneficiaries of Bengal
There are so many innumerable people who are groaning in pains !!!
Drive corrupted TMC out of Bengal to live in peace
Thanku sir
@@basudevmondal5913 q
আমিও ভাবতাম এই দুর্নীতির অবসান কবে হবে, বিচারপতি গাঙ্গুলী স্যারকে শতকোটি প্রণাম জানাই.
আপনার মতো মানুষের জন্য লাখ লাখ ছাত্র-ছাত্রী আজও শিরদাঁড়া সোজা করে বাঁচার স্বপ্ন দেখে। প্রনাম আপনাকে ও আপনার আদর্শকে।
Qqq
Ekdam thik
Eaq.
এক দাম ঠিক
@@jayantabhunia3080 Az À byX😂
""""স্যার অভিজিৎ গাঙ্গুলিকে আমার অন্তরের অ্তঃস্থল থেকে শত কোটি সালাম জানাই""""
আজ স্বশরীরে স্বয়ং ধর্মরাজ কে দেখলাম। প্রণাম জানাই মহান বিচারপতি গাঙ্গুলী স্যার কে। শুধু পাশে নারদ মুনি কে বসে থাকতেও দেখলাম।
Pranam sir
স্যালুট
Eta sera chhilo
thik. 😂
ঠিক।নারদ মুনি
স্যার অসংখ্য প্রণাম ও শ্রদ্ধা আপনাকে। আপনার মতামত ও বক্তব্য শুনে এই ছোট্ট বুদ্ধিতে যেটুকু বুঝলাম সেটা হলো, প্রকৃত জ্ঞানী বাঁচেনা, জ্ঞানই বাঁচে।। আমি কে ? চেনা টা আপনার বোধ হয় ৯৯% পূরণ হয়েছে। আমদের জগতে যদি ,! আমদের ২০% ও আমরা আমি কে বুঝতে চেষ্টা করতাম তাহলে এই জগৎ টা দেবতাময় হয়ে উঠত। স্বামী বিবকানন্দ ভাষায় আমরা যদি ভগবানে পূজা ও অর্চনা না করি, তবুও বেচেঁ থাকবো। কিন্তু রাজনৈতিক বিষয় মাথা রাখলে মাথা আমদের কাটা জাবে!!!স্যার এই যুদ্ধে যদি আপনার হার হয়, সেটাই আপনার তথা আমদের কাছে সবথকে বড় জিত।
অনেকদিন পর এ. বি. পি বাংলায় এই রকম একটি সাক্ষাৎকার দেখলাম এবং অসাধারণ অনুভূতির সঞ্চার হল নিজের মধ্যে এবং বিচার পতির এই নির্ভিক সাক্ষরতার দেখানোর জন্য এ. বি. পি আনন্দ ও সুমন বাবুকে অসংখ্য ধন্যবাদ।
আমি সাধারণ মানুষ, ভগবান কেমন হয় কখনো দেখিনি, শুধু শুনে এসেছি ৩৩কোটি দেব দেবী, আজ ABP আনন্দের দৌলতে একজন জীবন্ত ভগবান দেখলাম, হে ভগবান তোমাকে শত কোটি প্রনাম ।
Sotyi.Ganguly.sir.debdut.hoye.janatar.kasto.dur.korte.esechhen.
স্যার আজকের দিনে আপনাকে দেখে আমার কোথাও নেতাজী সুভাষচন্দ্র বসুর মত নির্ভীক মানুষের কথা মনে পড়েযাচছে || নমস্কার নমস্কার স্যার 🙏🙏🙏
এক মত আপনার সাথে। ওনার মতো মানুষ খুব ই দুর্লভ। ওনাকে অভিনন্দন জানায়।
Bazigarmove
শুধু নেতাজি কেন এরকম অনেক মহাপুরুষ এই মাটিতে জন্মেছে..বলে শেষ হবে না..
বাংলার মুখ উজ্জ্বল করতে আপনাকে অবশ্যই আমরা চাই মুখ্যমন্ত্রী হিসেবে ❤️
আমি ব্যক্তিগত ভাবে বিশ্বাস করি ঈশ্বর জাস্টিস গাঙ্গুলি কে পৃথিবীতে পাঠিয়েছেন মানুষকে ন্যায় দেয়ার জন্য । স্যারের সঙ্গে এই সাক্ষাৎকার দেখে অনেক কিছু জানতে পারলাম । স্যার গাঙ্গুলির দীর্ঘ জীবন কামনা করি ।
কথার ভাঁজে শিক্ষার ওজন খুব বেশি।
বাঙ্গালী হিসেবে আজ সত্যি গর্ব ❤️
খুব ভালো লাগলো সত্যকে ধরে রেখে ছেন বলে 🙏মায়ের কৃপা ওনার ওপর বর্ষণ হবে হবেই হবে জয় মা 🙏🙏
❤❤❤
Oni vogoban
@@gaythrichakravarthy4944
Khub Valo laglo, honesty niye kaj Kora, bangali hisabe gorbito bodh kori.
মনের দুঃখে পড়াশোনা ছেড়ে দিতে চাইছিলাম, এই মানুষ টা দেখে আবার পড়াশোনা টা শুরু করে দিয়েছি।
একটা লোমহর্ষক সিনেমার থেকে অনেক অনেক বেশী উপভোগ্য এক কথোপকথন।অসাধারণ!
আল্লাহর নিকট দোয়া করি, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করুন। আল্লাহ আপনাকে দীর্ঘ পরমায়ু দান করুন । আপনার উপর আল্লাহর অশেষ রহমত বর্ষিত হোক।
Nice
@@sahajadikhatun thanks
Apnake anek 🙏🙏🙏
🙏🙏🙏AMRA SABAI BHAI BHAI.. BHARAT MATA KI JAY.. BJP BJP BJP BJP BJP BJP
❤️
আপনাকে অনেক ধন্যবাদ স্যার এই ভাবেই আমাদের পাশে থাকুন 👍🙏
অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার আমরা চাই আপনার মত সাহসী ও নির্ভীক আইনজীবী যে মা জন্ম দিয়েছেন তাকে শত কোটি প্রণাম
অভিজিৎ স্যার ভগবান সবারই মঙ্গল চায়। আইন অনুযায়ী অন্যায় কে প্রশ্রয় দেয় না।
তার সুস্থ জীবন কামনা করি। এভাবেই
মানুষের উপকার করে যান। সবাই আপনার সাথে আছে।
Today's god
শ্রদ্ধেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারকে কোটি কোটি প্রণাম জানাই .সুস্থ থাকুন খুব ভালো থাকুন।🙏🙏🙏
Thik g da
Sir you are great
And today our Moonshine stays the same order. Irony dies a thousand deaths. Chandrachud is corrupt according to me...
স্যালুট স্যার
মূল্যবোধের আজ বড়ো অভাব ।
এই কথা গুলো শুনে সবাই ত্যাগ ও নৈতিকতার জায়গা বড়ো করে দেখবে ।
স্বয়ং ভগবান তো...আপনার দীর্ঘায়ু কামনা করি স্যার , ঈশ্বর আপনার মঙ্গল করুন।
বিচারপতি অভিজিৎ গাঙ্গুলীর মতো মানুষ বিচারব্যবস্থায় আছে বলেই ভারতবর্ষের আইন-কানুন টিকে আছে।। ভালো থাকবেন স্যার 🙏🏻🖤
স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের পর কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি হিসেবে আপনাকে শ্রদ্ধা করতে,সম্মান করতে ইচ্ছে করছে। প্রনাম আপনাকে🙏।আপনার মত একজন ‘বাংলার বাঘ' কে এখন বাংলার মানুষের বড্ড প্রয়োজন।
স্যারের কথাগুলি শুনে মন ভরে গেল ,হৃদয় ভরে গেল। বর্তমান রাবনের যুগে রামের জন্ম হয়েছে।আমি একজন মুসলমান , দোয়া করি আল্লাহ যেন হায়াত বারিয়ে দেন।
Yes you are very right
Apni holen prokrito musolman
আপনি একজন সাচ্চা মুসলিমের পরিচয় দিলেন দাদা আপনাকে সালাম জানাই
Right
এটাই হলো প্রকৃত ভালোবাসা ধন্যবাদ দাদা
আপনি বহু মানুষের আদর্শ......সাধারণ থেকে কি করে অসাধারণ কাজ করা যায় তা আপনি আমাদের শিখিয়ে দিলেন.. বাঙালি তথা ভারতীয় হিসাবে আপনি আমাদের তো "একমাত্র" প্রতিনিধি 👑
আগামী 100 বছর বাঙালি কে রন্ধে রন্ধে সঠিক পথ অনুসরণ করতে সহযোগিতা করবে ... আপনার এই মূল্যবান সূত্র সমূহ 🙏🙏🙏
স্যার আপনার এমন চলতি বাংলায় নির্ভিক সততা এবং বিচার আমরা খুব খুশি , আপনার মত লোক এ চাই ।
Sir..o.god
.
আমাদের অভিভাবক শ্রদ্ধেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারকে কোটি কোটি প্রণাম!🙏🙏🙏🙏🙏❤️❤️❤️
আপনার জন্য গর্বে বুক ভরে ওঠে স্যার ۔۔۔ আপনি আমাদের গর্ব ۔۔۔۔
ওনার অবসরের পর ওনাকে আমাদের মুখ্যমন্ত্রী হিসেবে চাই। এখন এই রাজ্যের বাসিন্দা বলে যতটা লজ্জিত ওনার শাসনকালে তার থেকেও বেশি গর্বিত হতে চাই।🙏🙏
আমি ওনাকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে দেখতে চাই
Osaber proyojoniota onar nei
amio dekhte chai..✅
Me too
@@oishichaudhuri1957ওনাকে প্রয়োজন আছে রাজ্য বাসির।
মাননীয় বিচারপতির বক্তব্য একজন পিতার মতো। শ্রদ্ধা আর ভক্তিতে আমার দুচোখ দিয়ে শুধুই জল পরছে। আপনার চরণে আমার শত কোটি প্রণাম রইল। আশীর্বাদ করুন আমরা ভারতবাসী সকলেই যেন ভালো থাকি।
এনার থেকে সবার শেখা উচিত, কিভাবে দুর্বৃত্ত দের বিরুদ্ধে একা রুখে দাঁড়ানো যায়।চাই একটা শক্ত মেরুদন্ড আর মুক্ত বিচার এর অবকাশ। প্রনাম জানাই আপনার মত একজন সৎ নির্ভীক মানুষ কে।। আপনি সত্যিকারের বাঙালি।
যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে!
মরূদ্যান
Ekdom khati kotha
আমার জীবনে দেখা সব থেকে সেরা , সাক্ষাৎ ,,,,,, স্যার এর থেকে অনেক কিছু শেখার আছে ।❤️, এমন বিচার পতি আরো কিছু লাগবে , তাহলেই আমাদের দেশ সামনে এগোতে পারবে
খুব মনোমুগ্ধকর স্বাক্ষাৎকার শুনলাম, সাংবাদিক সুমন বাবু এবং মাননীয় বিচারপতি গাঙ্গুলির আলাপচারিতায়।আমি উৎকর্ণ হয়ে থাকলাম, আবার এই রকম আরও স্বাক্ষাৎকার শোনার জন্য।
আপনাদের দুইজনকে অনেক ধন্যবাদ।
খুব ভালো লাগলো প্রত্যেকটা বিচারপতি এমন হওয়া দরকার আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন
Sob bichar poti jodi ei sir er moto hoto tahole manuser aj ei durgoti hoto na sob takar lovi
অসাধারণ আলোচনা। জাস্টিস গাঙ্গুলীর প্রতিটি বক্তব্য অত্যন্ত মূল্যবান এবং আমার ও মনের কথা। সমাজ সংস্কারের লক্ষ্যে এমন মানুষের এগিয়ে আসা অত্যন্ত জরুরি। কখনো যদি এমন দৃঢ়চেতা মানুষেরা এগিয়ে আসেন তাহলে বহুমানুষকেই পাশে পাবেন বলে আমার বিশ্বাস। জাস্টিস গাঙ্গুলীকে আমার সস্রদ ধন্যবাদ এবং সুমন বাবুকে ও অনেক ধন্যবাদ এমন একটা আলোচনা উপহার দেবার জন্য।
এই সময়টা আপনার মতন বিচারপতি পাওয়াটা বাংলার মানুষের জন্য গর্বিত
এই রকম আবেগপ্রবণ, সৎ বিচারপতি র সংখ্যা আরও অনেক বেশি দরকার।
নেতাজি ফিরেছেন অভিজিৎ বেশে🙏🙏
নেতাজি ছাড়া আর কারো নাম মনে আসে না.. এই দেশে হাজার হাজার মহাপুরুষ জন্মেছেন..
@@souravmukherjee7565একদম ঠিক নেতাজী একটু ওভাররেটেড মনে হয়।।
@@souravmukherjee7565 kintu netajir jaiga ta keo e nite parbena….
এরকম বিচারপতি দেশ যদি দশটাও পায়,তবে দেশের চেহারার পরিবর্তন ঘটবে।বিচারপতি গঙ্গোপাধ্যায়কে শুভেচ্ছা জানাই। ওনার কাছে অনুরোধ উনি যেন ওনার মতো আরও বিচারপতি তৈরী করে যান।
WB cm murdabad murdabad murdabad
Sir এইরকম বিচারপতি সুপ্রিম কোর্টে থাকুক এবং আমার মনে হয় এত সৎ মানুষ আমাদের মুখ্যমন্ত্রী পদে থাকলে আজকের দিন দেখতে হতো না 10000 স্যালুট আপনাকে ।
স্যার, আপনি ভগবান আমাদের কাছে। আপনি এভাবেই সততার পথে থাকুন সারাজীবন। এই আশাই রাখি।
কে বলছে এই সমুদ্রের গভীরতা সদৃশ দুর্নীতি দূর হবার নয়? আমি মনে করি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর মত বিচারপতি আর বিকাশ ভট্টাচার্যের মত আইনজীবী থাকলে সম্ভব। আশা ছাড়বেন না।
Akdom thik
এত ভালো মানুষ বর্তমান যুগে বিরল । আজকের এই সমাজ ব্যবস্হায় এইরকম মানুষ খুব দরকার। আপনি মানুষরুপি ভগবান। ধন্যবাদ আপনাকে
অভিজিৎ বাবুকেই বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই.. 😍😍
কে বলে সৎ এবং নির্ভীক মানুষ আর নেই? আজ ও আপনার মত মানুষ আছেন বলেই পৃথিবীটা এখনো টিকে আছে। অনেক প্রনাম আপনাকে।
"Light of Bengal & Light of Justice" Honorable sir Avijit Ganguly.. ❤❤
What Bengal thinks today, India thinks tomorrow.
Great perception by you...."get a job and change our family index". We are proud of you sir.. Again salute you❤❤
প্রণাম নেবেন স্যার, আপনার মতোন সৎ, নির্ভীক মানুষের অনেক প্রয়োজন, আমাদের মতোন গরিব মানুষের,
আজকে ও এই রকম মহান ব্যক্তিদের জন্য সূর্য চন্দ্র ওঠে। আমার প্রণাম গ্রহন করুন।
স্যার,আপনাকে শতকোটি প্রণাম জানাই
স্যার আপনি ২০১১ সাল থেকে এসএসসি চাকরি তদন্ত করুন, তাহলে পুরো দুর্নীতির শিকড় কাটতে পারবেন।
Asadharan manush onake pronam..
নিয়োগের পাশাপাশি শিক্ষক শিক্ষিকা দের বদলি নিয়েও অভিজিৎ বাবু, নজরদারি প্রয়োজন।
একজন সৎ ও স্বচ্ছ লোকের নিভীর্ক কথা ,যা লক্ষ লক্ষ যুবক যুবতীকে ন্যায্য লড়াইয়ের অক্সিজেন জোগায়।প্রণাম বিচারপতি অভিজিৎ স্যার 🙏🙏🙏
Congratulations justice Ganguly
Akdom thik
@@selimulislam5115p†№@
আমেরিকা থেকে দেখছি আর ভাবছি এখনও ভালো মানুষ আছে।চালিয়ে যান।
আপনার সাহাসিকতার তুলনা হয় না। আপনাকে আমরা সম্মান জানাই
A great human, no hypocrisy unlike Arunabha Ghosh. Hats off!
হরে কৃষ্ণ সত্যি অভিজিৎ গাঙ্গুলীর বক্তব্য শুনে যতই শুনি ততোই মনে হয়। এই পৃথিবীতে এখনো সৎ মানুষ আছে। তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি এরূপ সততা নিয়ে এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত সাধারণ মানুষের চোখের জল নিষ্ফল না হয়। এটাই আমার কামনা, জয় গৌর নিতাই জয় শ্রীরাম ভারত মাতার জয়
হাজার,হাজার স্যাল্যুট স্যার।মনে হচ্ছে সাক্ষাৎ ঈশ্বর দর্শন হলো❤❤
TMC r chorera ei interview Sune khub Rege jabe. Tader churi Kora aapni bondho kore dichhen.
আপনার মতো মানুষ থাকলে দেশের উন্নতি হয়ে যেত
প্রকূত মানুষ,বাস্তব সমাজসেবক,মহামানবের সাক্ষাতকার দেখলাম।হৃদয়ের অন্তস্থল থেকে উনাকে প্রনাম🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
এই রকম হাই প্রোফাইল হাইকোর্টের বিচারপতিকে নিয়ে ইলেকট্রনিক মিডিয়ার খোলা মেলা অনুষ্ঠান বিরল থেকে বিরলতম ঘটনা। মন জুড়িয়ে গেল সাহস বেড়ে গেল।
আমি খুবই আপ্লুত ।
আমি পুরোটাই সাক্ষাত্কার শুনলাম ।
সমাজের বুকে আরও এমন মহান মানুষ বেরিয়ে আসুক।
নমস্কার জানাই স্যার ।🙏🇮🇳
দুর্নীতি ভারতবর্ষের সবথেকে বড় অভিশাপ আমরা যদি একজনট না হই তাহলে কখনোই দুর্নীতির রুখতে পারবো না। জয় হিন্দ 🙏
সাক্ষাৎকার টা দেখে মনে একটা জোর ধাক্কা খেলাম, যে এই কলিযগে এমন সৎ-নির্ভেজাল মানুষ আছেন!!! কখন মনে হচ্ছে কত নরম অমায়ীক মনের, কখন আবার ঠিক জায়গায় কত দৃঢ় সম্পন্ন, সত্যি কলিযুগের ভগবান 🙏
স্যার আপনি আমাদের উপর ওয়ালা,,, আল্লাহ তাআলা আপনাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করুন🙏🙏🙏🙏🙏 ❤❤❤❤❤❤❤
👉👉অভিজিৎ স্যার অসম্ভব সুন্দর লাগছে আপনার কথাগুলো, অনেক ভালো থাকবেন। ভারতের প্রতিটি হাইকোর্ট আপনার মতো বিচারপতিকেই চায়।।❤️❤️❤️
Khub bhalo laglo Sir apner kotha gulo
Respect Ganguly SIR 🥰..
Amon interview r dorkar chelo.. Thanks to Sumon da & ABP Ananda.. 🥰
🇮🇳 ⚖ 💐 🙋🏽♂️👍🏿
Bhaboon , Bhabteh Sikun .
( Think, Start Thinking )
এ সমাজ ক্রাইম আর দুর্নীতিতে ভরে গেছে স্যার হাজার হাজার বাঙালির আপনার প্রতি অনেক আস্থা আছে আপনাকে স্যালুট নত মস্তকে প্রণাম জানাই 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
একজন প্রকৃত মানুষ আপনি। আপনার প্রশংসা করার মতো কোনো ভাষা নেই। ধন্য আপনার জননী, ধন্য আপনার শিক্ষক ,ধন্য আপনি।
দুর্নীতির ধ্বংস হোক। সততার বোধগম্য উদায় হোক।এই অনুষ্ঠান দেখে জীবন শিক্ষার আলো দেখতে পাই।
সত্যি!আজ যেন এক সাক্ষাৎ ভগবানের দর্শন হলো!
ভগবানকে কোনদিন দেখিনি আজ দেখলাম ভগবানকে দেওয়ার মতো কিছুই নেই আমার .. শতকোটি প্রণাম জানাই তোমায়🙏🙏 শেষ পর্যন্ত দেখার পর চোখের জলটা আর ধরে রাখতে পারলাম না 😭😭😭
ভারত মাতার দামাল ছেলে।
মানবরূপী ঈশ্বর 🙏🙏🙏❤️
Many many Thanks ABP Ananda.
R Mr Ganguly ke asankha dhanybad. Garib asohay manuser bhalobasate apni dirghau houn.
যেদিন দেখবো দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য আপনি পথে নেমেছেন, কথা দিলাম যেখানেই থাকি যেভাবেই থাকি আপনার পাশে থাকার 100% চেষ্টা করবো।
Best comments