মেমারিতে sangha বীজ কেউ রাখেনা। সবাই singh এর বীজ রাখে। চন্দ্রকোনাতে ও sangha r বীজটা ডুব্লিকেট রয়েছে। আমাদের এলাকায়( বেলকাশ) অরিজিনাল পাঞ্জাবের সাংঘার বীজটা এসেছিল কিন্তু ঠেলা দাম এবং বীজ সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে।
আজিম ভাই তোমার বাড়ি বর্ধমানে কোথায়? আমার তো মঙ্গলকোট থানা। আমার দুই বস্তা বীজ দরকার।দু বস্তা বীজ এর জন্য মেমারি থেকে আনা সম্ভব না। আশেপাশে কোথাও পাওয়া গেলে জানাও।
মেমারিতে পাঞ্জাবের অরজিনাল আলু বীজটা পাওয়া যায়। ফলন টা ভালো হয়। লোকালে বিচের দাম অনেক বেশি হবে । মেমারিতে যদি ৪০০-৫০০ টাকাও কম হয় দুই বস্তায় তা ও অনেক। আমাদের এই দিকে তো বীজ পাওয়া যায় কিন্তু দামও বেশি আর অনেকটা দূর হবে আপনার ওখান থেকে।
কলম্ব আলু বীজের দাম ৩৩০০ টাকা বস্তা আমাদের এই দিকটায়। তাও পাওয়া যাচ্ছে না। আলুটা খেতে খুবই খারাপ কিন্তু ফলন বাম্পার। আর এটাকে মজুদ করে রাখা যাবে না , আলু তুলেই বিক্রি করে দিতে হবে, পোখরাজের মত।
দাদা মেমোরিতে জি এস সাজ্ঞা বীজ পাওয়া গেলে একটু জানাবেন।
মেমারিতে sangha বীজ কেউ রাখেনা। সবাই singh এর বীজ রাখে। চন্দ্রকোনাতে ও sangha r বীজটা ডুব্লিকেট রয়েছে। আমাদের এলাকায়( বেলকাশ) অরিজিনাল পাঞ্জাবের সাংঘার বীজটা এসেছিল কিন্তু ঠেলা দাম এবং বীজ সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে।
Thanks bro
Bol6i 1500/_ পোখরাজ পাবো তো তাহলে কাল যাবো মেমারি না হলে তারকেশ্বর যেতে হবে।
আমি কাল গিয়েছিলাম অর্থাৎ ১৩/১১/২৪ - ১৫০০ দাম ছিল, প্রত্যেকদিনই দাম পরিবর্তন হচ্ছে
Apni jodi nan tahola kanla asun
@@sumanbiswas6513 tnx
আমি KF এর CROP কিনেছি সেটা কতটা ভালো মন্দ একটু বলো
KF er kon farm er beej?? I mean sangha/singh/Kiran farm .??
মাহিন্দ্রার কলম্বা আলু বীজ পাওয়া যাবে ওই দুটো দোকানে। পাওয়া গেলে একটু মেসেজ করবেন। খুব উপকার হয়।
তারকনাথ নামের যে দোকানটা আছে,ওটাতে পাবেন মাহিন্দ্রার কলম্বা আলুটা
@Agrisupportandadvise ধন্যবাদ
Dada chandrokonar ekta genuine dhokan er nam bolun apner mote❤❤❤❤❤
মেমারির শ্যামাপদ গুহ এন্ড সন্স
Colombo
আজিম ভাই তোমার বাড়ি বর্ধমানে কোথায়? আমার তো মঙ্গলকোট থানা। আমার দুই বস্তা বীজ দরকার।দু বস্তা বীজ এর জন্য মেমারি থেকে আনা সম্ভব না। আশেপাশে কোথাও পাওয়া গেলে জানাও।
মেমারিতে পাঞ্জাবের অরজিনাল আলু বীজটা পাওয়া যায়। ফলন টা ভালো হয়। লোকালে বিচের দাম অনেক বেশি হবে । মেমারিতে যদি ৪০০-৫০০ টাকাও কম হয় দুই বস্তায় তা ও অনেক। আমাদের এই দিকে তো বীজ পাওয়া যায় কিন্তু দামও বেশি আর অনেকটা দূর হবে আপনার ওখান থেকে।
panjab ar nam kara kanti biz daba na too
Bhai Colombo alu kamon bolle na
কলম্ব আলু বীজের দাম ৩৩০০ টাকা বস্তা আমাদের এই দিকটায়। তাও পাওয়া যাচ্ছে না। আলুটা খেতে খুবই খারাপ কিন্তু ফলন বাম্পার। আর এটাকে মজুদ করে রাখা যাবে না , আলু তুলেই বিক্রি করে দিতে হবে, পোখরাজের মত।