দু'দিনের ভারি বৃষ্টিপাতে কাছাড়ের বড়খোলা-চন্দ্রনাথপুর সড়কে ধস।

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ต.ค. 2024
  • দু'দিনের ভারি বৃষ্টিপাতে কাছাড়ের বড়খোলা-চন্দ্রনাথপুর সড়কে ধস।
    সুস্মিতা দাস, নিউজ বেঙ্গল 365 , করিমগঞ্জ: টানা দু'দিনের ভারি বৃষ্টিপাতে মানুষ প্রচণ্ড দাবদাহ থেকে পরিত্রাণ পেলেও কাছাড়ের বিভিন্ন এলাকায় ধসের কারণে যানবাহন পরিসেবা সহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রভাব ফেলেছে। কাছাড় জেলার জারইলতলা-চন্দ্রনাথপুর সংযোগকারী সড়কে ধসের ফলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সড়কে ভেঙে পড়েছে বৃহৎ গাছ-গাছালী। ফলে শিলচর সহ বরাকের অন্যান্য প্রান্তের সঙ্গে যাতায়াত পরিসেবা স্তব্ধ হয়ে পড়েছে। বৃহৎ গাছ ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা এলাকা। বন্ধ হয়ে পড়া যোগাযোগ ব্যবস্থাকে চালু করতে প্রায় চার পাঁচ ঘন্টা পর প্রশাসন মাঠে নামে, ফলে জনমনে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। এদিকে চন্দ্রনাথপুর স্টেশনে যাওয়া ট্রেনের যাত্রীরা এই ধসের মধ্যে আবদ্ধ হয়ে পরেন।
    #newsbengal365 #Cachar #Karimganj #kachar #assam

ความคิดเห็น •