বৃষ্টি ভেজা পথে গলে পড়ে সোডিয়ামের সোনার আলো আমার করতলে তোমার হাত মনে কি পড়ে সেই রাতগুলো সেই পথও আছে, আছে সেই বাতিই এখনও বৃষ্টি হয় শুধু তুমি নেই আজ আমার পাশে এই পথ আর তোমার নয় সব পাখি নীড়ে ফেরে সব নদী মেশে সাগরে ঠিকানা বিহীন চলি আমি নিঃসঙ্গ এক ভবঘুরে আজও আমি ফিরে আসি কিসের টানে? সব কিছু মনে রাখি কি কারণে? কত কথা কত ব্যথা আমার মনে জড়ো হয়ে ঝরে পড়ে আমার গানে ব্যস্ত শহর নিঝুম দুপুর ঘাসে ছাওয়া উদ্যান কৃষ্ণচূড়ার ছায়ায় তুমি আমি আর পাখিদের কলতান সেই মাঠও আছে, আছে সেই গাছ পাখিরাও গায় তাদেরও গান শুধু তুমি নেই আজ আমার সাথে আছে তোমার না থাকার অভিমান সব পাখি নীড়ে ফেরে সব নদী মেশে সাগরে ঠিকানা বিহীন চলি আমি নিঃসঙ্গ এক ভবঘুরে আজও আমি ফিরে আসি কিসের টানে? সব কিছু মনে রাখি কি কারণে? কত কথা কত ব্যথা আমার মনে জড়ো হয়ে ঝরে পড়ে আমার গানে আজও আমি ফিরে আসি কিসের টানে? সব কিছু মনে রাখি কি কারণে? কত কথা কত ব্যথা আমার মনে জড়ো হয়ে ঝরে পড়ে আমার গানে চিলেকোঠার ছোট্ট সেই ঘর সাজিয়েছিলে যা নিজের হাতে যেটা হাজার দিন হাজারও রাত স্বপ্ন দেখে গিয়েছে কেটে তোমার হাতে গড়া সে বাগান এখনও ফোটায় ফুল ভুলে যায় মানুষ দূরে চলে যায় তবু ফুল ফোটাতে গাছ করে নাকো ভুল সব পাখি নীড়ে ফেরে সব নদী মেশে সাগরে ঠিকানা বিহীন চলি আমি নিঃসঙ্গ এক ভবঘুরে আজও আমি ফিরে আসি কিসের টানে? সব কিছু মনে রাখি কি কারণে? কত কথা কত ব্যথা আমার মনে জড়ো হয়ে ঝরে পড়ে আমার গানে
Really enjoying the series from Cryptic Fate. Very good quality sound, everyone is on point with the notes and melody. Rafa, bro I would say you are the showstopper in this song. Extremely well played on the drums, great fills and great feel, topping with the super stable and on pitch harmony melody on the vocals!
বৃষ্টি ভেজা পথে গলে পড়ে সোডিয়ামের সোনার আলো আমার করতলে তোমার হাত মনে কি পড়ে সেই রাতগুলো সেই পথও আছে, আছে সেই বাতিই এখনও বৃষ্টি হয় শুধু তুমি নেই আজ আমার পাশে এই পথ আর তোমার নয় সব পাখি নীড়ে ফেরে সব নদী মেশে সাগরে ঠিকানাবিহীন চলি আমি নিঃসঙ্গ এক ভবঘুরে আজও আমি ফিরে আসি কিসের টানে? সব কিছু মনে রাখি কি কারণে? কত কথা কত ব্যথা আমার মনে জড়ো হয়ে ঝরে পড়ে আমার গানে ব্যস্ত শহর নিঝুম দুপুর ঘাসে ছাওয়া উদ্যান কৃষ্ণচূড়ার ছায়ায় তুমি আমি আর পাখিদের কলতান সেই মাঠও আছে, আছে সেই গাছ পাখিরাও গায় তাদেরও গান শুধু তুমি নেই আজ আমার সাথে আছে তোমার না থাকার অভিমান সব পাখি নীড়ে ফেরে সব নদী মেশে সাগরে ঠিকানা বিহীন চলি আমি নিঃসঙ্গ এক ভবঘুরে আজও আমি ফিরে আসি কিসের টানে? সব কিছু মনে রাখি কি কারণে? কত কথা কত ব্যথা আমার মনে জড়ো হয়ে ঝরে পড়ে আমার গানে আজও আমি ফিরে আসি কিসের টানে? সব কিছু মনে রাখি কি কারণে? কত কথা কত ব্যথা আমার মনে জড়ো হয়ে ঝরে পড়ে আমার গানে চিলেকোঠার ছোট্ট সেই ঘর সাজিয়েছিলে যা নিজের হাতে যেটা হাজার দিন হাজারও রাত স্বপ্ন দেখে গিয়েছে কেটে তোমার হাতে গড়া সে বাগান এখনও ফোটায় ফুল ভুলে যায় মানুষ দূরে চলে যায় তবু ফুল ফোটাতে গাছ করে নাকো ভুল সব পাখি নীড়ে ফেরে সব নদী মেশে সাগরে ঠিকানাবিহীন চলি আমি নিঃসঙ্গ এক ভবঘুরে আজও আমি ফিরে আসি কিসের টানে? সব কিছু মনে রাখি কি কারণে? কত কথা কত ব্যথা আমার মনে জড়ো হয়ে ঝরে পড়ে আমার গানে
Such a special song. It takes me to another time when I was someone else. Then again what changed?! Listening to this anthem after all these years feels amazing. In my opinion a NWOBHM masterpiece. Up the irons!! I wish they could hear this song. ♥️ to Cryptic Fate for giving us this classic!
Ohhh...kaka...rafa on drums...shakib on vocals...reliving my highschool days👌
Lots of love ❣️ from West Bengal
You are right
Goosebumps....🤟🤟🤟🤟
বাংলাদেশের লিজেন্ডারি বেইজ প্রধান ব্যান্ডের মধ্যে অন্যতম।
১. মাইলস
২. অর্থহীন
৩. প্রমিথিউস
৪. ক্রিপটিক ফেইট
LRB, WARFAZE, ARTCELL, SOULS, NOGORBAUL, VIKINGS ERA KOI?
@@RSEedits15 bro look carefully, he said base guitar based
সব পাখি নীড়ে ফেরে,
সব নদী মেশে সাগরে
ঠিকানাবিহীন চলি আমি
ভবঘুরে.....
অসাধারন ক্রিপটিক ফেইট,আমার অনেক প্রিয় গান।
Same here.
Love this line up, Rafa bhai on drums❤❤
এইরকম গান ১০০ বছরে ১ বারই আসে!! আর এটার ভিউ মাত্র ৯০ হাজার!! কস্ট লাগে খুব!! :)
etai Bangladesh dude🙂
right 1000%
rare jinish shoabi nite pare na :)
A song cannt be judged by statistics.
These songs donnt need view. These songs need true listener❤️❤️❤️
@@bivasindhudatta1688 ❤️
বৃষ্টি ভেজা পথে গলে পড়ে
সোডিয়ামের সোনার আলো
আমার করতলে তোমার হাত
মনে কি পড়ে সেই রাতগুলো
সেই পথও আছে, আছে সেই বাতিই
এখনও বৃষ্টি হয়
শুধু তুমি নেই আজ আমার পাশে
এই পথ আর তোমার নয়
সব পাখি নীড়ে ফেরে
সব নদী মেশে সাগরে
ঠিকানা বিহীন চলি আমি
নিঃসঙ্গ এক ভবঘুরে
আজও আমি ফিরে আসি কিসের টানে?
সব কিছু মনে রাখি কি কারণে?
কত কথা কত ব্যথা আমার মনে
জড়ো হয়ে ঝরে পড়ে আমার গানে
ব্যস্ত শহর নিঝুম দুপুর
ঘাসে ছাওয়া উদ্যান
কৃষ্ণচূড়ার ছায়ায় তুমি আমি
আর পাখিদের কলতান
সেই মাঠও আছে, আছে সেই গাছ
পাখিরাও গায় তাদেরও গান
শুধু তুমি নেই আজ আমার সাথে
আছে তোমার না থাকার অভিমান
সব পাখি নীড়ে ফেরে
সব নদী মেশে সাগরে
ঠিকানা বিহীন চলি আমি
নিঃসঙ্গ এক ভবঘুরে
আজও আমি ফিরে আসি কিসের টানে?
সব কিছু মনে রাখি কি কারণে?
কত কথা কত ব্যথা আমার মনে
জড়ো হয়ে ঝরে পড়ে আমার গানে
আজও আমি ফিরে আসি কিসের টানে?
সব কিছু মনে রাখি কি কারণে?
কত কথা কত ব্যথা আমার মনে
জড়ো হয়ে ঝরে পড়ে আমার গানে
চিলেকোঠার ছোট্ট সেই ঘর
সাজিয়েছিলে যা নিজের হাতে
যেটা হাজার দিন হাজারও রাত
স্বপ্ন দেখে গিয়েছে কেটে
তোমার হাতে গড়া সে বাগান
এখনও ফোটায় ফুল
ভুলে যায় মানুষ দূরে চলে যায়
তবু ফুল ফোটাতে গাছ করে নাকো ভুল
সব পাখি নীড়ে ফেরে
সব নদী মেশে সাগরে
ঠিকানা বিহীন চলি আমি
নিঃসঙ্গ এক ভবঘুরে
আজও আমি ফিরে আসি কিসের টানে?
সব কিছু মনে রাখি কি কারণে?
কত কথা কত ব্যথা আমার মনে
জড়ো হয়ে ঝরে পড়ে আমার গানে
Drumming Legend On The Back!!!!!!!!!Big Fan!!!!!!
Wth Rafa ekhaneo!! Wow!! Legend🔥🤘
"আজো আমি ফিরে আসি কিসের টানে?
সব কিছু মনে রাখি কি কারণে??"
I just wanna cry to how insanely good this song is. UGH
An applause for the sound engineer(s)
Really enjoying the series from Cryptic Fate. Very good quality sound, everyone is on point with the notes and melody. Rafa, bro I would say you are the showstopper in this song. Extremely well played on the drums, great fills and great feel, topping with the super stable and on pitch harmony melody on the vocals!
Not only that. He made it look so easy.
Sakib bhai ei age eo eto perfectly gaise eitar tarif korben na bhai? Eta ki ajk klk er gaan?
Rafa on drums 😍
Ahhh,I see a legend on the drums
eikhane shobai legend
Ekhane shob i legend(2)
এখানে সবই লিজেন্ড (৩)
Aikhane sobai legend (4)
Eikhane sobai legend (5)
কিছু গান আন্ডার রেটেড থাকায় ভালো। ভালোবাসা ক্রিপটিক ফেইটের জন্য সব সময় 😘💖
১১ বছর ধরে শুনি... ♥
আমি একটু কম ব্রো😢
oh those loud & clear bass lines...
Oh I just would say this
Really loved the solo
এক কথায় 🫡🫡🫡👏👏👏💪💪💪👍👍👍🔥🔥🔥❤️❤️❤️
The most perfect live session of Bhoboghurey. Cheers!
eita live na, pre-recording version
Listening it for 5 years total. I was not fan of rock but man Bangladesh had some great singers.
আজন্ম ভবঘুরে।১০০ বছর বাঁচার জন্য এই এক গানই যথেষ্ট।
Epic classic track...miss those days :(
বৃষ্টি ভেজা পথে গলে পড়ে
সোডিয়ামের সোনার আলো
আমার করতলে তোমার হাত
মনে কি পড়ে সেই রাতগুলো
সেই পথও আছে, আছে সেই বাতিই
এখনও বৃষ্টি হয়
শুধু তুমি নেই আজ আমার পাশে
এই পথ আর তোমার নয়
সব পাখি নীড়ে ফেরে
সব নদী মেশে সাগরে
ঠিকানাবিহীন চলি আমি
নিঃসঙ্গ এক ভবঘুরে
আজও আমি ফিরে আসি কিসের টানে?
সব কিছু মনে রাখি কি কারণে?
কত কথা কত ব্যথা আমার মনে
জড়ো হয়ে ঝরে পড়ে আমার গানে
ব্যস্ত শহর নিঝুম দুপুর
ঘাসে ছাওয়া উদ্যান
কৃষ্ণচূড়ার ছায়ায় তুমি আমি
আর পাখিদের কলতান
সেই মাঠও আছে, আছে সেই গাছ
পাখিরাও গায় তাদেরও গান
শুধু তুমি নেই আজ আমার সাথে
আছে তোমার না থাকার অভিমান
সব পাখি নীড়ে ফেরে
সব নদী মেশে সাগরে
ঠিকানা বিহীন চলি আমি
নিঃসঙ্গ এক ভবঘুরে
আজও আমি ফিরে আসি কিসের টানে?
সব কিছু মনে রাখি কি কারণে?
কত কথা কত ব্যথা আমার মনে
জড়ো হয়ে ঝরে পড়ে আমার গানে
আজও আমি ফিরে আসি কিসের টানে?
সব কিছু মনে রাখি কি কারণে?
কত কথা কত ব্যথা আমার মনে
জড়ো হয়ে ঝরে পড়ে আমার গানে
চিলেকোঠার ছোট্ট সেই ঘর
সাজিয়েছিলে যা নিজের হাতে
যেটা হাজার দিন হাজারও রাত
স্বপ্ন দেখে গিয়েছে কেটে
তোমার হাতে গড়া সে বাগান
এখনও ফোটায় ফুল
ভুলে যায় মানুষ দূরে চলে যায়
তবু ফুল ফোটাতে গাছ করে নাকো ভুল
সব পাখি নীড়ে ফেরে
সব নদী মেশে সাগরে
ঠিকানাবিহীন চলি আমি
নিঃসঙ্গ এক ভবঘুরে
আজও আমি ফিরে আসি কিসের টানে?
সব কিছু মনে রাখি কি কারণে?
কত কথা কত ব্যথা আমার মনে
জড়ো হয়ে ঝরে পড়ে আমার গানে
We are proud .We have cryptic fate
...Oshadharon....,😍
so much underrated song.....how oporadhi gets 160M views ??....
বোকাচোদা দিয়ে পরিপূর্ণ এ জগৎ সংসার
@md tazmir বোকাচোদা বাঙ্গালী যার কারণে এত ভালো গান থাকতে আপরাধী শুনে
You and me talk about oporadhi.. So that oporadhi get 160m views..
We stop talking about this shit, then no one search oporadhi..
@@bepositive24F 100% right
Bro valo jinish shobai nite pare na
Oshadharon dosto sakib,keep rocking
Late 90s mid 2000s hits different
Bring backs memories
Cryptic fate is love ♥
ভোর ৪টায় ধরলা ব্রিজের উপর বসে হাতে একটা জয়েন্ট কানে ইয়ারফোনে এই গান । আমি হারিয়ে গিয়েছিলাম । ❤
KGM Stoner
Such a special song. It takes me to another time when I was someone else. Then again what changed?!
Listening to this anthem after all these years feels amazing. In my opinion a NWOBHM masterpiece. Up the irons!! I wish they could hear this song. ♥️ to Cryptic Fate for giving us this classic!
Shakib Vai....Blaze of Bangladesh ❤️❤️❤️
What a voice 💥
এই গান শুনতে শুনতে বড় হয়ে গেলাম কিন্তু গান পুরনো হলো না❤❤❤
অসাধারণ, ভাল লেগে গেল ❤️❤️
Our very own Gems.❤
Gaan gulo besa takbe hajar bosor😍
এক্সেস জোস রে ভাই⚡⚡⚡
শুভ জন্মদিন সাকিব ভাই। 🎂 💜
দিন দিন সাকিব ভাই আরো ইয়াং হচ্ছে
আর ভয়েস 🔥🔥🔥🔥❤️
Set the speed 1.25 & thanks me later :”)
xoss man
Tnx
You do deserve a thx
Thanks❤️❤️❤️
obap
All Time favorite
What a bass playing!
Purai master pis ❤️🇧🇩🌹
অসাধারণ লিরিক্স😍
Amar priyo gaan ❤
Emn gan er view dekhe sottie hotas
Hoye jai,. 🙂
প্রিয় ব্যান্ড🖤🖤🖤
Love it 😍
This song is BOMB
IRON MAIDEN of Bangladesh
Shera❤❤
Next lezendry song..... 😍😍😍😍😍
একটু বেশি জোশ ❤
অসাধারণ ♥
I just love listening to them
Wow still green
Farhan bhai is on beast mode.
one of my favorite songs....
Rafa vai ka deka...mon kuse hoia galo
Shakib bhai prerecorded ken? :(
Cryptic Fate
উৎসর্গ সুলতানা কে😭😭😭😭😭❤️
rafa & shakib 👌😍😍
😍😍😍 ড্রামের লিজেন্ডকে ফলো করছে কে কে?
cryptic fate rocks
Shakib & Rafa bhai 😍
1:25
Any one in 2023?❤️
💥💥
Rafa bhai is OP 🤟🤟
Sakib and Rafa with drums😊
my teenage. recalling
Boss band
রাফা ভাইয়ের ব্যান্ড কয়টা?
3ta
আজও আমি ফিরে আসি
কীসের টানে?
Ajo ami fire asi kiser tane...sob kisu mone rakhi ki karone..
Ahh :)🤘
love you rafa
🔥🔥🔥
কত কথা কত ব্যথা আমার মনে...
Pretty good
Rafa ki ai band er members??
Hae
👌👌👏👏
1.25x speed beast mode
Exactly
Farshed Mahmud is irreplaceable in Fate. Period.
রাফার ড্রাম বাজানুটা আসাধারণ
🖤🖤
এসব গান শোনার জন্যে হলেও
তরুণ প্রজন্মকে ব্যান্ড সম্পর্কে জানা উচিৎ
🤘🤘🤘🤘🤘
ব্যান্ড মিউজিক লাভার হয়ে থাকলে চ্যানেলটি ঘুরে আসবেন । এখানে সকল আন্ডাররেটেড ব্যান্ড গান পাবেন 🌸🖤। সকলের জন্য অগ্রিম ধন্যবাদ ।
❤️
❤
fucking awesome live sound quality
Stone cold
🖤🖤🔥
wow
proves who is the dad
is that rafa ..