আল্লাহ বলো মন রে পাখী। ভবে কেউ কারো নয় দুঃখের দুখী।। ভুলো না রে ভব ভ্রান্ত কাজে আখেরে এসব কান্ড মিছে। আসতে একা যেতে একা এ ভব পিরিতের ফল আছে কি।। হওয়া বন্ধ হলে সুবাদ কিছুই নাই ঘরের বাহির করবেন সবাই। কেবা আপন পর কে তখন দেখে শুনে কেদে ঝরবে আঁখি।। গোরের কিনারে যখন লয়ে যায় কাঁদিয়ে সবাই প্ররাণ ত্যাজতে চায়। লালন বলে, কারো গোরে কেউ না যায় থাকিতে মন হয় একাকি।।
লালন সাঁইজীর অবদানের কোনো প্রকার তুলনাই হয়না,আর আমাদের ছোট শিশু শিল্পী এই গানটি আরও অনেক মধূময় করেছে।❤❤❤
আল্লাহ বলো মন রে পাখী।
ভবে কেউ কারো নয় দুঃখের দুখী।।
ভুলো না রে ভব ভ্রান্ত কাজে
আখেরে এসব কান্ড মিছে।
আসতে একা যেতে একা
এ ভব পিরিতের ফল আছে কি।।
হওয়া বন্ধ হলে সুবাদ কিছুই নাই
ঘরের বাহির করবেন সবাই।
কেবা আপন পর কে তখন
দেখে শুনে কেদে ঝরবে আঁখি।।
গোরের কিনারে যখন লয়ে যায়
কাঁদিয়ে সবাই প্ররাণ ত্যাজতে চায়।
লালন বলে,
কারো গোরে কেউ না যায়
থাকিতে মন হয় একাকি।।
বিচারকদের বিচারিক ক্ষমতা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে কারন অর্পিতা অসাধরন হওয়া সত্বেও বাদ দেওয়া হয়েছে।
😊
অসাধারণ
Op nice 🥰🥰❤️❤️❤️❤️🥰🥰🥰🥰
❤❤❤❤❤
Beautiful ocam
অসাধারণ গান অরপিতার