বাড়ি নির্মাণে মিস্ত্রি খরচ প্রতি স্কয়ার ফিটে কত টাকা জেনে নিন

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
  • বাড়ি, bd online help, house design, বাড়ির ডিজাইন, bedroom house design Bangladesh, Bangladesh village house design, ২কাঠা, ও ডিজাইন, ১ তলা ছোট্ট সুন্দর বাড়ির ডিজাইন, গ্রামের আধুনিক বাড়ির ডিজাইন, একতলা, akram, home, house, bd home, bd house,akram

ความคิดเห็น • 47

  • @smshah.alam.3059
    @smshah.alam.3059 2 ปีที่แล้ว +2

    ভাই ২০০.../২২০ এটা কি ভিম,,ছাদ,,এবং গাঁথনি সহ একটু জানাবেন......

  • @nazrulislamislam5111
    @nazrulislamislam5111 หลายเดือนก่อน

    ভাই ভিম ছাদ দিলে কি ভিমের মাপ আলাদা দরে নাকি প্লিজ জানাবেন

  • @salamjsl9790
    @salamjsl9790 2 ปีที่แล้ว +1

    ভাইয়া আমি ২৩ /৩/২০২২ তারিখের মধ্যে ঘরের কাজ শুরু করবো যত তাড়াতাড়ি সম্ভব জানাবেন, উপকার হবে, ছাদ ডালাই পযন্ত মিস্তিরি খরচ কত টাকা হবে।

  • @sourabdas5404
    @sourabdas5404 3 ปีที่แล้ว +1

    আমি বাড়ির ৩তলা ফাউন্ডেশন। প্রথমে আমরা ১ তলা করবো। মিস্ত্রি ১তলার নিচের কাজ ফুট ১০০ এবং উপরে ২২০ বলতেসে। আবার আমার আব্বু সব একসাথে মানে সেইফটি, রিজার্ব টাংকি এবং পুরো কাজ ফুট কত দিব জিঙ্গেস করাতে মিস্ত্রি বললো ৩০০ টাকা।
    আমি হিসাব টা বুজে উঠতে পারতেসি না। একটু হেল্প প্লিজ।

  • @pearahmmed976
    @pearahmmed976 3 ปีที่แล้ว +1

    আচ্ছা ভাই এখানে কাজ করার জন্য যে মালামাল গুলা লাগবে যেমন সাটারীং ইত্যাদি এগুলোর খরচ কার কন্ট্রাক্টারের নাকি মালিকের??

  • @banglafun5813
    @banglafun5813 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম ভাইয়া আমি চাইর তলা ফাউন্ডেশন দুইতলা কমপ্লিট করব পার স্কয়ার ফিট ২৮০ টাকা করে দিচ্ছি ঠিকাদার রে আমি কি লস খেলাম না ভালো হলো দয়া করে আমাকে জানাবেন ভাইয়া

  • @salamjsl9790
    @salamjsl9790 2 ปีที่แล้ว

    প্লিজ প্লিজ প্লিজ এটা জানাবেন ভাইয়া ছাদ ডালাই পযন্ত মিস্তিরি খরচ কত হবে।

  • @ibrahimmadina7045
    @ibrahimmadina7045 3 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম ভাই জমিনে নতুন মাটি ভরাট করার কত বছর পর ঘর করতে পারব (জমি হল কৃষিক্ষেত আর একতালা পাউন্ডেশনের ঘর করতে চাই)

  • @salamjsl9790
    @salamjsl9790 2 ปีที่แล้ว

    আচ্ছা ভাইয়া প্লিজ এটা জানাবেন, ১৮০০ স্কয়ার ফিটে ছাদ ডালাই পযন্ত মিস্তিরি খরচ কত হবে। সব সেন্টারিমাল, জলি তার সব মিস্তিরির। প্লিজ প্লিজ প্লিজ এটা জানাবেন।

  • @frmasum
    @frmasum 4 ปีที่แล้ว +1

    ধন্যবাদ

  • @habib051064
    @habib051064 2 ปีที่แล้ว

    এর মধ্যে কি ফাউন্ডেশন খরচ সংযুক্ত?

  • @rakalit99
    @rakalit99 3 ปีที่แล้ว

    Ki vakhor korle kom taka jabe. Mistri k roj kar er taka roj dile,na contact e taka dile plz ektu bolben

  • @mohammadsharif660
    @mohammadsharif660 3 ปีที่แล้ว

    ভাই ২০ হাত একটা ঘর করলে ছাদ দিয়ে তাহলে কত টাকা খরচ হবে প্লিজ বলবেন?????

  • @abhakim5082
    @abhakim5082 3 ปีที่แล้ว

    আইটেম অনুযায়ী রাজমিস্ত্রি কাজের রেট এ নিই একটা ভিডিও বানাবেন বরো ভাই খুবই দরকার

  • @তারেকসেনাভয়পাইনা4217

    ভাই ছাদের সাথে কি বাড়ির টাংকি মাপে

  • @jhmedia8783
    @jhmedia8783 3 ปีที่แล้ว

    শুধু ছাদ ঢালাইয়ে প্রতি স্কয়ারে কত টাকা মুজুরী দিতে হবে?

  • @mdshafikislammiwag818
    @mdshafikislammiwag818 2 ปีที่แล้ว

    কথাটা ঠিক

  • @rakalit99
    @rakalit99 3 ปีที่แล้ว

    Ama der India te mystery 430 taka and labour 400 taka tahole koto khoroj hobe ektu bolben

  • @hamster22222-f
    @hamster22222-f 4 ปีที่แล้ว +1

    ৩ তলা ফাউন্ডেশন ৩ শতাংশ জমিতে ১তলা শেষ করতে মোট খরচ কত... plz

  • @anwarulkabir6319
    @anwarulkabir6319 3 ปีที่แล้ว

    একটি বহুতল বাড়ির নির্মাণ কাজে মিস্ত্রির বতমান বাজার দর আইটেম অনুযায়ী একটি ভিডিও তৈরি করুন।( ঢাকা অঞ্চল) পাইলিং কাজ সহ।

  • @mdferdus8870
    @mdferdus8870 2 ปีที่แล้ว

    ১৭০০ ইসকয়য়ার ছাদ সাটারিং করতে কতটাকা লাগবে

  • @MdNayem-ji3hk
    @MdNayem-ji3hk 3 ปีที่แล้ว

    ফল ছাদ এবং সিড়ি জন্য কি আলাদা টাকা দিতে হবে?

  • @mdsabuzsardarmdsabuzsardar4189
    @mdsabuzsardarmdsabuzsardar4189 2 ปีที่แล้ว

    ১০৮০ স্কায়ার ফিট ১৪ টি পিলার ছাদ পজন্ত করতে মিস্তি খরচ কত

  • @mbhridoy4525
    @mbhridoy4525 3 ปีที่แล้ว

    apnr kache valo mestere bache.....thakle jogajog koron..bah keu ekhane thakle jogajog koron plsss

  • @nurulhasan8602
    @nurulhasan8602 4 ปีที่แล้ว

    ভাই টিনসেট বাড়ির স্কয়ার ফিট কত টাকা পরবে

  • @m.g.m540
    @m.g.m540 4 ปีที่แล้ว

    ভাই এক তলা দু তলা ইটের গা্ঁথনি প্লাস্টার কত টাকা নিলে কাজ করা জাবে

  • @mdnayeem5539
    @mdnayeem5539 4 ปีที่แล้ว

    ৩"দিয়ে দেওয়াল করলে কোনো সমস্যা হবে কি

  • @mdnayeem5539
    @mdnayeem5539 4 ปีที่แล้ว

    ভাই ৩"দিয়ে কি বাড়ির দেওয়াল করা যাবে নাকি

  • @advikwahid1330
    @advikwahid1330 4 ปีที่แล้ว

    Awesome bro 👍

  • @jahidulislamfahim1055
    @jahidulislamfahim1055 4 ปีที่แล้ว

    আমার ২তলা ফাওউন্ডেসন বাড়িতে আলাদা নিচ থেকে ফিলার তুলে ৩ তলা টিন দিয়ে করার কনো উপায় আছে?

    • @obamtv7295
      @obamtv7295 4 ปีที่แล้ว

      Hollow Blocks
      ইটের বিকল্প, খরচ অল্প।
      Introduction of Concrete Blocks:
      প্রায় ৫ হাজার বছর ধরে Building Construction এ পোড়ামাটির তৈরি ইট (Red Brick) তার আধিপত্য বিস্তার করে আসলেও বর্তমান সময়ে তার স্থান দখল করে নিচ্ছে Concrete Blocks. যার ব্যাবহার সময়, খরচ এবং পরিবেশ বাঁচায়।
      Types of Concrete Blocks:
      ব্যাবহারের উপর ভিত্তি করে Concrete block বিভন্ন ধরনের হয়ে থাকে। যেমন:
      - Concrete Hollow Block
      - Concrete Solid Block
      - Concrete Paving Block
      - Concrete Ceiling Block
      - Concrete Kerb Stone
      - Concrete U-Drain
      - Concrete Embankment Protection Block
      Hollow Block Size:
      390 X 190 X 100 (mm)
      Solid Block Size:
      230 X 110 X 70 (mm)
      এগুলির মধ্যে Concrete Hollow Blocks Building Construction এ ব্যাপকভাবে ব্যাবহৃত হচ্ছে। কেননা এর ব্যাবহারে নির্মাণ খরচ কমে প্রায় ১৫ থেকে ২৫ ভাগ, তাই একে Low cost Building Matarials ও বলা হয়ে থাকে।
      Concrete Block Matarials:
      এ সকল Concrete Block তৈরিতে ব্যাবহৃত উপাদানগুলি হল:
      - স্টোন চিপস (stone Chips)
      - নুড়ি পাথর (Pea Gravel)
      - মোটাবালু (Syllhet Sand)
      - স্টোন ডাস্ট (Stone Dust)
      - সিমেন্ট (Cement)
      Advantage of Hollow Blocks:
      - প্রতিটি HOLLOW BLOCK ৫ টি ইটের সমান
      - এর ব্যবহার বাড়ির ওজন এবং খরচ দুই-ই কমায়
      - এটি শব্দ, অগ্নী ও তাপ নিরোধক, ফলে গরমের দিনে রুম অধিক ঠান্ডা থাকে, শীতের দিনে অপেক্ষাকৃত গরম থাকে
      - BLOCK এর তৈরি দেয়ালে লোনা ধরে না
      - HOLLOW BlOCKS SIZE এ বড় হবার কারনে দেয়ালের গাঁথুনিতে মর্টার (সিমেন্ট-বালূ) খরচ কম হয়
      - Hollow Blocks এর দেয়ালের প্লাস্টার ইটের তৈরি দেয়ালের তুলনায় অপেক্ষাকৃত পাতলা হয়। অনেক ক্ষেত্রে প্লাস্টার ছাড়াই সরাসরি Paint করা যায়। এতে করে মর্টার খরচ কম হয়
      - মাপে বড় হবার কারনে দেয়ালের গাঁথুনি দ্রুত হয়। ফলে লেবার খরচ কম হয়
      - BLOCK এর তৈরি বাড়ি অধিক ভুমিকম্প সহনশীল
      - দেয়াল না কেটে অতি সহজে ইলেক্ট্রিক্যাল/সেনেটারী পাইপ বসানো যায়।
      - গাঁথুনীর আগে সাধারণ ইটের মত এই ব্লক পানিতে ভেজাতে হয় না এবং প্লাস্টারের আগে দেয়াল ভেজাতে হয় না।
      - এটি ইটের ন্যায় অধিক পানি শোষণ করে না।
      - সাধারন দেয়ালের মত ঘামে না, ড্যাম্প হয় না, ফাংগাস পড়ে না এবং সৌনদর্য বৃদ্ধি করে।
      - সর্বোপরি হলো ব্লক পরিবেশ বান্ধব।
      facebook.com/Obams.amin/
      ওবায়দুল্লাহ আমীন
      +971569521510 whatsapp.

  • @ismailsheikh2647
    @ismailsheikh2647 9 หลายเดือนก่อน

    কেনরে ভাই, একটি প্রশ্নের ও উওর দেন নাই?

  • @nipuhashmi8765
    @nipuhashmi8765 4 ปีที่แล้ว

    বাড়ি তৈরী করার সময় বাশ কাঠ এগুলো কি মিস্ত্রী দেয় নাকি যে মালিক তারই সংগ্রহ করতে হয়

    • @BDOnlineHelp1871
      @BDOnlineHelp1871  4 ปีที่แล้ว

      আপনি বাড়ি কন্টাক্ট দিলে ওরা দিবে

    • @nipuhashmi8765
      @nipuhashmi8765 4 ปีที่แล้ว +1

      এখন তো সবই কন্টাকেই হয় তবে বাশ কাঠ এবং ইটকে খোয়া বানানোর মেশিন এগুলো নাকি ভাড়া করার নাম করে কিছু কিছু কন্টাকটর/মিস্ত্রি extra খরচ চায়

    • @BDOnlineHelp1871
      @BDOnlineHelp1871  4 ปีที่แล้ว

      @@nipuhashmi8765 হা ঠিক আছে আপনার কথা

    • @sobujkhaan1921
      @sobujkhaan1921 4 ปีที่แล้ว

      ফোন নম্বর দেন প্লিজ

  • @shikehrumel4896
    @shikehrumel4896 4 ปีที่แล้ว

    ভাই টাইলস মিছতিরীর বতমান বাজার কত জানাবেন..

    • @mohammadzilani5629
      @mohammadzilani5629 4 ปีที่แล้ว

      ঢাকা 950টাকা চলতেছে

  • @abdullahpapon1453
    @abdullahpapon1453 4 ปีที่แล้ว +2

    আমার কাছে ১৬০ টাকা করে চাইতেছে

    • @vaskardas3383
      @vaskardas3383 3 ปีที่แล้ว

      কত স্কয়ারফুটে

  • @mdaminulislam6335
    @mdaminulislam6335 2 ปีที่แล้ว

    ভাই রেটা তিরিস্টাকা বাডারান

  • @salauddinchowdhury8849
    @salauddinchowdhury8849 3 ปีที่แล้ว

    8 tala. Feet kot porba.

  • @m.g.m540
    @m.g.m540 4 ปีที่แล้ว

    একটু জানাবেন পিলিজ

  • @bdmbangla2216
    @bdmbangla2216 4 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম / ভাই আমি আপনচর সাথে দুই মিনিট কথা বলতে চাই আপনার মুবাইল নাম্বারটা কি দেয়া জাবে

  • @shahanuralam2187
    @shahanuralam2187 2 ปีที่แล้ว

    ভাই আপনার ফোন নাম্বার টা দরকার ছিল