তোমারে জানিনে হে, তবু মন তোমাতে ধায়.... এই একটা গান একাধারে কতবার যে শুনেছি হিসাব নেই। পরপর তোমার অনেকগুলো গান শুনেছি.... আমি বিমুগ্ধ, অভিভূত, এমন খোলা গলায় উদার কন্ঠ!!! এমন কণ্ঠের গান-ই মন চায়.... আহ্ সার্থক তোমার শিল্প সত্তা। ফলোয়ার হয়ে গেলাম আজ থেকে।
Very well rendered. After Suchitra Mitra and Ritu Guha, this was one of the best performances of this song I came across. Would like to hear some more of her performances A suggestion is "Shuvra Aasane". Dr. Ajit Thakur (USA)
This is rendition is inspired by a recording by Suchitra Mitra, recorded around 1980-83. Some one in your family is indeed a true Rabindrasangeet bhakt to be actually having that recording. Very well sung. Not many people dare to sing this kind of song and do justice to it. God Bless🙏
গায়কী ও কন্ঠ নিয়ে কোন কথা হবে না। ভাব অসাধারণ। কিন্তু আজ যেন লয় আর তালে একটু কাটল মনে হল। আমি গানের ব্যাকরণ জানিনা। শুধু কানের উপর নির্ভর করে বললাম। ভুল হলে অগ্রীম মার্জনা চেয়ে নিলাম। শুভেচ্ছা।
গানটি ঝাঁপতালে নিবদ্ধ। শুরুতে সম পড়েছে দ্বিতীয় অক্ষর অর্থাৎ 'মা'-এর ওপরে। অন্তরা শেষ করে স্থায়ীতে ফেরত আসার আগে চার মাত্রা দাঁড়াতে হচ্ছে, ঠিকঠাক সমে আসার জন্য। মোদ্দা কথা হল এই গানটির চলন একটু আনকনভেনশনাল। এজন্যই হয়তো আপনার 'তাল কেটেছে' বলে মনে হয়েছে। আদতে তাল কোথাওই কাটেনি। আমার এই ছাত্রীটি সুর ও ভাবের সাথে সাথে তাল ও লয়ের ক্ষেত্রেও যথেষ্ট দড়।
@@callraja1Why haven't I heard of you and your students? Are you Kolkata based? Please let us hear some more of you, Shreetama and your others students whom we don't know of yet. Let us know few other TH-cam links. It is easy to follow that way. I'm overwhelmed.
সঙ্গীতে দ্বৈত থেকে অদ্বৈতে। যথার্থ পরিবেশন।
অসাধারণ, অপূর্ব। স্রোতের বিপরীতে গিয়ে এমন শুদ্ধ রাবীন্দ্রিক পরিবেশনের জন্য আপনাকে কুর্নিশ। আপনি জয়যুক্ত হন, এই শুভেচ্ছা।
দিনু ঠাকুর, শৈলজারঞ্জন, প্রফুল্ল দাসের পরে এই আবার এক শিল্পী কে পাওয়া গেল! বাজিল কাহার বীণা মধুর স্বরে....
Ekdom thik bolechen.
ভীষণ ভীষণ ভীষণ ভালো লাগলো।
এসরাজ বাজিয়ে রবীন্দ্রসঙ্গীত,এত সুরে, সঠিক গায়কি তে;
মন ভ'রে গেলো।।🙏🙏
আপনাদের মত শিল্পীরা আছেন বলেই আমরা আশান্বিত হই, ভবিষ্যতের স্বপ্ন দেখি। নষ্ট স্রোতের বিরুদ্ধে আপনারা উজান স্রোতের যাত্রী। আপনাদের গায়কী আমাদেরক ভরসা দেয়। অফুরন্ত ভাললাগা আপনার গানে।
তোমারে জানিনে হে, তবু মন তোমাতে ধায়....
এই একটা গান একাধারে কতবার যে শুনেছি হিসাব নেই।
পরপর তোমার অনেকগুলো গান শুনেছি....
আমি বিমুগ্ধ, অভিভূত, এমন খোলা গলায়
উদার কন্ঠ!!! এমন কণ্ঠের গান-ই মন চায়....
আহ্ সার্থক তোমার শিল্প সত্তা।
ফলোয়ার হয়ে গেলাম আজ থেকে।
আহারে কি সুন্দর কি সুন্দর 🙏🙏❤️❤️
অপূর্ব! এসরাজ বাজিয়ে গান গাইলে সাক্ষাৎ দেবী সরস্বতীকে সামনে দেখতে পাই। নিজেকে ধন্য মনে হয়। 🤍🖤
আহা আহা কি সুন্দর গান নিবেদন
চমৎকার গায়কী!
এইটিই আসল রবীন্দ্রসংগীত, শুধু মাত্র এসরাজের সাথে।❤
এক কথায় অসাধারণ
Thanks!
এই সময় এই ধরনের পরিবেশনা __ অকল্পনীয়। শুধু মাত্র এসরাজ নিয়ে রবীন্দ্রনাথের গান । প্রাণ জুড়িয়ে গেল। এইভাবেই গেয়ে যান।
ভালো থাকবেন।
প্রশংসা করার ভাষা হারিয়ে ফেলেছি।❤❤❤
প্রথম থেকেই এই গান আপনার কণ্ঠে শুনছি।কী ভালো লাগে!! অভিনন্দন জানাই ❤❤❤
নান্দনিক লাগলো!🎉🎉🎉
সবই দেখছি ৩/৪ বছরের আগে গাওয়া!
নতুনের দেখা পাওয়া যাচ্ছে না...
ভালো থাকবে
কি অসাধারণ সুন্দর গলা এবং অসাধারণ সুন্দর গায়কী। প্রাণ জুড়িয়ে গেলো।
অনেক শুভেচ্ছা, শুভকামনা , অবিরাম ভালবাসা।
Very well rendered. After Suchitra Mitra and Ritu Guha, this was one of the best performances of this song I came across. Would like to hear some more of her performances A suggestion is "Shuvra Aasane". Dr. Ajit Thakur (USA)
শ্রীতমা খুব ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।
শ্রীতোমা, মা তোমার জয় হোক... অনবদ্য...
শ্রীতমা √
Apurbho joy jogonnaty tomer golau aroooooo sur dibennnnn
বড় ভালো লাগলো।। আবার শুনবো ❤❤
অত্যন্ত প্রশংসনীয় আপনার সমস্ত যোগ্যতা। আমি ভাষাহীন। এককথায় অপূর্ব। সাবস্ক্রাইব না করে পারলাম না।🙏🎼🎻🍁
কি অসাধারণ গাইলেন ম্যাডাম।
অনায়াস, অপূর্ব
অসাধারণ গায়কী।
শুদ্ধ। সুন্দর। বড় আনন্দদায়ক অনুভূতি। আপনার সাধনা সার্থক, সিদ্ধিপ্রদ হোক, এই প্রার্থনা করি। 🙏
Excellent. 🙏🏻🙏🏻🙏🏻👍👌👌
Excellent performance and performance ❤️❤️❤️
খুব ভালো গেয়েছো মামনি ❤
Aei gaanti Rabindrasangeet er barenya shilpi Suchitra Mitrer kantthe shune mugdho hoye chhilam aabar o
Sreetomar gawoa gane mugdho holam . Khub khub valo laglo.
Apurbo 👌👌
Apurbo ❤❤
শুধুই মুগ্ধতা।
ভালো থাকবেন ।
Moro dware kaharo,ar nayon chere gele chole gaan duti sunte pele valo lagto.sonaber anurodh roilo.dhonnobad.
Khoob Sundar........Apurba......Sudirgha gayaki jeevan er prarthana roilo ...toma tore
আমি ভাষা হীন ,মুগ্ধ হলাম ,অপূর্ব সুন্দর দিদি।❤❤❤
অপূর্ব।
মন প্রান জুড়িয়ে যাওয়া গান 🌼 অসাধারণ আপনার গলায় 🎵
anabadyo
Eto valo laglo!! Apnar aro gan sunbo bole channel subscribe korlam.. Vab, sur, gayoki... Aro sob bishoyei mugdhota ene dilen.. Valo thakben.
Darun gan kren apni mam
আহা ...অনেক শুভেচ্ছা তোমার জন্য 💐💐
I am going to use this rendition during my meditation. God bless 🙏
ভাষা নেই ভালো লাগার কথা জানাবার। প্রাণ ভরা শুভেচ্ছা রইল ।
অদ্ভুত সুন্দর । ভাল থাকুন ।
This is rendition is inspired by a recording by Suchitra Mitra, recorded around 1980-83. Some one in your family is indeed a true Rabindrasangeet bhakt to be actually having that recording. Very well sung. Not many people dare to sing this kind of song and do justice to it. God Bless🙏
অসাধারন আপনি বিরল প্রজাতির শিল্পী, ঠাকুরের কাছে প্রার্থনা করি, আপনি ভালো থাকুন, আর সুস্থ থাকুন
Apurbo..🙏🏻🙏🏻
মুগ্ধ হলাম
Excellent.
অসাধারণ🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Osadharon osadharon
ওহ!!! অসাধারন।
রবি ঠাকুরের গান মনে হচ্ছে আরো কিছু দিন নবীন প্রজন্মের কাছে শুনতে পারবো। এই গানটি আরো একটু ঢিমে লয়ে করা যায়?
Apurbo nibedon
Apurbo geyechen
খুব সুন্দর।মন ভরে গেল।
Excellent Performance....
অসাধারণ।
🙏🙏💐💐
কী মধুর কন্ঠ 😍😍😍
🙏🌺🌺
সত্যি অদ্ভুদ সুন্দর সুর।
অদ্ভুত
কবিগুরু আপনার গান শুনলে খুব খুশী হতেন ।
So mesmerize voice didi
Opurboo 😍😍
খুব সুন্দর। ভালোবাসা নেবেন।
বাহ।।
South 24 pargans জেলায় এসরাজ গুরুর খোঁজ করছি। জানাথাকলে যোগাযোগ করিয়ে দেবেন প্লিজ।
🎶🎶
Plz want to know the instrument?
এস্রাজ।
Plz inform the name of the instrument / want to know about the instrument √
বাংলায় প্রশ্ন করলে বিষয়ের সঙ্গে সাযুজ্যপূর্ণ হতো
Nashta sangeet paribes ke apnar mato shilpi pare mor ghurie dite. Rabindranath Thakurer gan amar mato sata sato vakta srota sonar apekhhay thake.
Sense of aesthetics ,concentration and devoton have all added to right
ambience of Rabindra sangeet.❤️🌹
বাংলায় মন্তব্য করলে বিষয়ের সঙ্গে সাযুজ্যপূর্ণ হতো
..... all have created the proper ambience of Rabindrasangeet√
😌😌😌😌❤❤❤❤
Fine devotion.God bless.Train
many many good singers of
Rabindra sangeet.
Anabadya gayaki
এসরাজ বাজিয়ে গাইছো ইদানিং এতো বিরল
পুজা পর্যায়ের গান অধিকাংশ ই এস্রাজের সঙ্গে সঠিক ভাবে প্রকাশ পায় 👌
গায়কী ও কন্ঠ নিয়ে কোন কথা হবে না। ভাব অসাধারণ। কিন্তু আজ যেন লয় আর তালে একটু কাটল মনে হল। আমি গানের ব্যাকরণ জানিনা। শুধু কানের উপর নির্ভর করে বললাম। ভুল হলে অগ্রীম মার্জনা চেয়ে নিলাম। শুভেচ্ছা।
আপনার মনে হতেই পারে, গান টা অফে অফে যাচ্ছে...সেটাই সম্ভবত আপনার তাল কাটা মনে হয়েছে..
গানটি ঝাঁপতালে নিবদ্ধ। শুরুতে সম পড়েছে দ্বিতীয় অক্ষর অর্থাৎ 'মা'-এর ওপরে। অন্তরা শেষ করে স্থায়ীতে ফেরত আসার আগে চার মাত্রা দাঁড়াতে হচ্ছে, ঠিকঠাক সমে আসার জন্য। মোদ্দা কথা হল এই গানটির চলন একটু আনকনভেনশনাল। এজন্যই হয়তো আপনার 'তাল কেটেছে' বলে মনে হয়েছে। আদতে তাল কোথাওই কাটেনি। আমার এই ছাত্রীটি সুর ও ভাবের সাথে সাথে তাল ও লয়ের ক্ষেত্রেও যথেষ্ট দড়।
বেশ। বেশ। নতুন কিছু শোনার অপেক্ষায় রইলাম।
@@callraja1Why haven't I heard of you and your students? Are you Kolkata based? Please let us hear some more of you, Shreetama and your others students whom we don't know of yet. Let us know few other TH-cam links. It is easy to follow that way. I'm overwhelmed.
অগ্রিম √ গান শুনেই উপলব্ধি করার বিষয়। একটি কথা আছে ' কানের ভিতর দিয়া মরমে পশিল'।