রাসূল (ﷺ) সকালে ঘুম হতে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত দৈনন্দিন সুন্নাহগুলো নিয়ে রচিত একটি চমৎকার বই এটি। এক মলাটের ভিতর চলে এসেছে, প্রিয় নবী কখন কী করতেন, ফজরের আগে কী করতেন, ফজরের পর কী করতেন, ওযুর সময় কী করতেন, নামাজে কী কী পড়তেন, মসজিদে গিয়ে আগে কী কী করতেন এবং মসজিদ থেকে বের হয়ে কী করতেন-এভাবে বিছানায় যাওয়ার আগ পর্যন্ত নবীজির আমল, আযকার এই বইতে উঠে এসেছে। . এই বইয়ের পেছনে লেখকের মূল উদ্দেশ্য ছিল, মুসলিম উম্মাহ বর্তমানে যেভাবে সুন্নাত পালনে উদাসীনতা ও শিথীলতাও প্রদর্শন করেছে, এর বিপরীতে অনুপ্রেরণা যোগানো। কারণ, এগুলো ছেড়ে দেয়ার মাধ্যমে উম্মাহ শুধু আমল থেকেই নিজেকে বঞ্চিত করছে না, বড় বড় অনেক কল্যাণও হাতছাড়া হয়ে যাচ্ছে। আসুন, নবীজির সুন্নাহগুলো জানি এবং নিজেদের জীবনে প্রয়োগ করি। • বইঃ দৈনন্দিন সুন্নাত ও যিকির সংকলন: ড. আবদুল্লাহ ইবনে হামূদ আল-ফুরাইহ অনুবাদ-সম্পাদনা: প্রফেসর ড. আবু বকর মুহাম্মদ যাকারিয়া পৃষ্ঠা সংখ্যা: ১৬০ মুদ্রিত মূল্য: ১৮৫ টাকা
এই বিষয়ে ওনি ফেইসবুকে পোস্ট করছেন।। নতুন নিয়মে সব ইউটিউব চ্যানেলে ইউটিউব কতৃপক্ষ এড দিবে।। আর শায়খ ইউটিউব চ্যানেল থেকে ইনকাম হারাম মনে করেন। তাই শায়খের চ্যানেলে মনিটাইজেশন অফ করা আছে।।
ইউটিউবে অ্যাড সেন্স ব্যবহার করার বিপক্ষে বরাবরই আমরা সোচ্চার ভূমিকা পালন করে আসছি। কারণ, ইউটিউবের বহু এডভার্টাইজ ইসলামের সাথে সাংঘর্ষিক ও অশ্লীল। ফলে এ থেকে যা ইনকাম করা হয় তা হালাল হবে না বলেই আমরা মনে করি। এই জন্য আমাদের ইউটিউব চ্যানেলে শুরু থেকেই আমরা সকল অ্যাড সম্পূর্ণভাবে ব্লক করে রেখেছি। ইদানিং ইউটিউব কর্তৃপক্ষ একটি নতুন পলিসি দিয়েছে যে, এখন থেকে ইউটিউবে প্রচারিত সকল প্রোগ্রামে তারা অ্যাড প্রচার করবে এবং ব্লক করলেও তারা অ্যাড দেওয়া বন্ধ করবে না। আমরা সকল প্রকার অ্যাড ব্লক করার পরেও কিছু অ্যাড প্রচারিত হওয়ার বিষয়টি আমাদের নজরে এসেছে। আমাদের সম্মানিত দর্শক ভাই-বোনদের সদয় জ্ঞাতার্থে জানাচ্ছি যে, আমরা অ্যাড বন্ধ করার সকল প্রচেষ্টা সত্বেও ইউটিউব কর্তৃপক্ষের কারণে এগুলো অটোমেটিকভাবে আমাদের ভিডিও ক্লিপে মাঝে মাঝে প্রদর্শিত হচ্ছে। অতএব অ্যাড প্রচারের সকল দায়-দায়িত্ব ইউটিউব কর্তৃপক্ষের উপর বর্তায়। আমরা অ্যাড প্রচারের সুযোগ কখনো গ্রহণ করিনি এবং অ্যাড বন্ধ করার সকল প্রচেষ্টা আমদের এখনো অব্যাহত আছে।
শায়েখ, ১) কওমি মাদ্রাসায় যে কিতাব গুলো পড়ানো হয় এটার সাথে আলিয়া এবং সালাফি আকিদার কিতাবের মধ্যে পার্থক্য কি কি? ২) কওমি, আলিয়া এবং সালাফি আকিদার শিক্ষা পদ্ধতির মধ্যে পার্থক্য কি কি?
১.শারহুল আক্কীদাহ আত-ত্বহাবীয়া
ব্যাখ্যা : ইমাম ইবনে আবীল ইয আল-হানাফী
প্রকাশনী : মাকতাবাতুস সুন্নাহ
২.উসূলুল ঈমান
মূল : মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বিশেষজ্ঞ আলেম
অনুবাদ : ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া, ড. মোহাম্মদ মানজুরে ইলাহী
প্রকাশনী : সবুজপত্র পাবলিকেশন্স
৩.আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা
লেখক : ড. মোহাম্মদ মানজুরে ইলাহী
প্রকাশনী : Taibah Academy
৪.আকীদাহ আত-তাওহীদ
লেখক : ড. সালিহ আল ফাওযান
প্রকাশনী : সিয়ান পাবলিকেশন
৫.কুরআন-সুন্নাহর আলোকে ইসলামী আকীদা
লেখক : ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর
প্রকাশনী : আস-সুন্নাহ পাবলিকেশন্স
মাকতাবাতুস সুন্নাহ কিতাবুত তাওহীদ
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।জাযাকাল্লহু খয়রন।
আল্লাহ আপনাকে নেক হায়াত ও জান্নাতুল ফেরদাউস এর অধিকারি করুক
جزاكم الله
❤️❤️
আলহামদুলিল্লাহ । খুব উপকারি হলাম। আপনার কথাগুলো বুঝতে খুব সহজ লাগে। শায়েখ আপনার জন্য আমার দয়াময় মহান আল্লাহ তায়ালার কাছে রইলো অনেক দোয়া।
জাযাকাল্লাহু খাইরান।আল্লাহ সুবহানাহু তাআলা শায়েখকে নেক হায়াত দান করুন।এবং সকল মুসলিমকে সঠিক ইসলাম জানার ও মানার তৌফিক দান করুন।।।আমিন
আলহামদুলিল্লাহ ডঃ আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ রচিত ইসলামি আকিদা বইটির কথা উল্লেখ করেছেন।
আলহামদুলিল্লাহ ধন্যবাদ শায়েখ আপনাকে
আল্লাহ আপনাকে উত্তম জীবন ও মৃতু্্য দান করুক
জাঝাকাল্লাহু খাইরান ❤❤❤❤❤❤
রাসূল (ﷺ) সকালে ঘুম হতে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত দৈনন্দিন সুন্নাহগুলো নিয়ে রচিত একটি চমৎকার বই এটি। এক মলাটের ভিতর চলে এসেছে, প্রিয় নবী কখন কী করতেন, ফজরের আগে কী করতেন, ফজরের পর কী করতেন, ওযুর সময় কী করতেন, নামাজে কী কী পড়তেন, মসজিদে গিয়ে আগে কী কী করতেন এবং মসজিদ থেকে বের হয়ে কী করতেন-এভাবে বিছানায় যাওয়ার আগ পর্যন্ত নবীজির আমল, আযকার এই বইতে উঠে এসেছে।
.
এই বইয়ের পেছনে লেখকের মূল উদ্দেশ্য ছিল, মুসলিম উম্মাহ বর্তমানে যেভাবে সুন্নাত পালনে উদাসীনতা ও শিথীলতাও প্রদর্শন করেছে, এর বিপরীতে অনুপ্রেরণা যোগানো। কারণ, এগুলো ছেড়ে দেয়ার মাধ্যমে উম্মাহ শুধু আমল থেকেই নিজেকে বঞ্চিত করছে না, বড় বড় অনেক কল্যাণও হাতছাড়া হয়ে যাচ্ছে। আসুন, নবীজির সুন্নাহগুলো জানি এবং নিজেদের জীবনে প্রয়োগ করি।
•
বইঃ দৈনন্দিন সুন্নাত ও যিকির
সংকলন: ড. আবদুল্লাহ ইবনে হামূদ আল-ফুরাইহ
অনুবাদ-সম্পাদনা: প্রফেসর ড. আবু বকর মুহাম্মদ যাকারিয়া
পৃষ্ঠা সংখ্যা: ১৬০
মুদ্রিত মূল্য: ১৮৫ টাকা
Jajakallahu khair
MashaAllah
Jazakillahu khoiron
আল্লাহ স্যারকে উত্তম প্রতিদান দিন
alhamdulillah.
🖤🖤🖤🖤
মাশা-আল্লাহ
শায়েখ আপনার চ্যানেল এ অ্যাড দেখতে পাচ্ছি। আমি কোলকাতা থেকে
এই বিষয়ে ওনি ফেইসবুকে পোস্ট করছেন।। নতুন নিয়মে সব ইউটিউব চ্যানেলে ইউটিউব কতৃপক্ষ এড দিবে।। আর শায়খ ইউটিউব চ্যানেল থেকে ইনকাম হারাম মনে করেন। তাই শায়খের চ্যানেলে মনিটাইজেশন অফ করা আছে।।
ইউটিউবে অ্যাড সেন্স ব্যবহার করার বিপক্ষে বরাবরই আমরা সোচ্চার ভূমিকা পালন করে আসছি। কারণ, ইউটিউবের বহু এডভার্টাইজ ইসলামের সাথে সাংঘর্ষিক ও অশ্লীল। ফলে এ থেকে যা ইনকাম করা হয় তা হালাল হবে না বলেই আমরা মনে করি। এই জন্য আমাদের ইউটিউব চ্যানেলে শুরু থেকেই আমরা সকল অ্যাড সম্পূর্ণভাবে ব্লক করে রেখেছি।
ইদানিং ইউটিউব কর্তৃপক্ষ একটি নতুন পলিসি দিয়েছে যে, এখন থেকে ইউটিউবে প্রচারিত সকল প্রোগ্রামে তারা অ্যাড প্রচার করবে এবং ব্লক করলেও তারা অ্যাড দেওয়া বন্ধ করবে না।
আমরা সকল প্রকার অ্যাড ব্লক করার পরেও কিছু অ্যাড প্রচারিত হওয়ার বিষয়টি আমাদের নজরে এসেছে। আমাদের সম্মানিত দর্শক ভাই-বোনদের সদয় জ্ঞাতার্থে জানাচ্ছি যে, আমরা অ্যাড বন্ধ করার সকল প্রচেষ্টা সত্বেও ইউটিউব কর্তৃপক্ষের কারণে এগুলো অটোমেটিকভাবে আমাদের ভিডিও ক্লিপে মাঝে মাঝে প্রদর্শিত হচ্ছে। অতএব অ্যাড প্রচারের সকল দায়-দায়িত্ব ইউটিউব কর্তৃপক্ষের উপর বর্তায়। আমরা অ্যাড প্রচারের সুযোগ কখনো গ্রহণ করিনি এবং অ্যাড বন্ধ করার সকল প্রচেষ্টা আমদের এখনো অব্যাহত আছে।
কুরআন সুন্নাহের আলোকে ইসলামী ফিকাহ" এই বইটি কেমন হবে
@@islamicmotivation7816 কার লেখা বই এটি?
সালাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (নাসিরুদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাইহি)
বইটি আছে কি???
বুখারী শরীফ কোন প্রকাশনীর ভালো?
❤️❤️❤️❤️❤️❤️
Alhamdulillah
আসসালামু আলাইকুম ওস্তাদজী,
মূল আরবি কিতাবের কোন pdf এর ওয়েবসাইট জানা থাকলে প্লিজ জানাবেন?
শায়েখ,
১) কওমি মাদ্রাসায় যে কিতাব গুলো পড়ানো হয় এটার সাথে আলিয়া এবং সালাফি আকিদার কিতাবের মধ্যে পার্থক্য কি কি?
২) কওমি, আলিয়া এবং সালাফি আকিদার শিক্ষা পদ্ধতির মধ্যে পার্থক্য কি কি?
অনেক পারথক্য আছে তারপর সবচাইতে খারাপ বিষয় হলো যে তারা শিরকি বিষয়াদি অনেক কিছু পড়াই থাকে
আলিয়া আর সালাফি এরা আপনাদেরকে তাদের দ্বীন শিখাবে।
শায়েখ নতুনদের জন্য যে অনুবাদ গ্রন্থটির কথা বললেন সেটির নাম কি?
আর রায়াহুল বয়ান
🖤🖤🖤🖤🖤
Book gula koi pabo
Rokomari te paben
Alhamdulillah
Alhamdulillah
Alhamdulillah