Band Dour | Album Dour | Full Album | Audio Jukebox

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024
  • เพลง

ความคิดเห็น • 33

  • @RiadVlog
    @RiadVlog 4 ปีที่แล้ว +5

    ১৮ বছর পরেও লিরিকগুলো ভুলি নাই।। আজকে কেনো জানি মাথায় হঠাত গানটা বেজে উঠলো।
    অবশেষে সার্চ দিয়া পাইলাম 😍🔥😍

  • @abhiroopchatterjee3249
    @abhiroopchatterjee3249 6 ปีที่แล้ว +18

    01. Porobashi 0:00
    02. Sagor Pare 4:45
    03. Mukhosh 10:06
    04. Bishonno Nilima 15:17
    05. Protikkhar Prohor 20:08
    06. Megher Golpo 25:13
    07. Priyotoma 29:56
    08. Akash Jabe Chowa 34:56
    09. Durey 38:52
    10. Geye Jabo Tomarey Gaan 43:50

  • @mihzamusabsifat615
    @mihzamusabsifat615 4 ปีที่แล้ว +8

    Listening in 2020. Such a blessing. Thanks G series. Bought this album before test exam of ssc. Doing maths and relentlessly DOUR is playing on windows media player. Oh those days!! ♥

    • @akikanwar3552
      @akikanwar3552 ปีที่แล้ว

      SSC 08 Batch vai? U made me nostalgic.

  • @jewelhk8226
    @jewelhk8226 ปีที่แล้ว +1

    অনেক খুঁজার পর এই গানগুলো পেয়েছি

  • @syedullah7719
    @syedullah7719 5 ปีที่แล้ว +1

    Oshadharon ekta album... akash jabe chowa best of the bests!!! Eto shundor keno gaan ta!!!!!!! Unfortunately sometimes “goodbye” is the only way... :(

  • @Kirtinasha999
    @Kirtinasha999 2 หลายเดือนก่อน

    পরবাসী - দৌড়
    আমার কেন তোমায় শুধু দেখতে ইচ্ছা হয়,
    মনের চোখের জল শুকাইয়া কান্না চাপতে হয়,
    জলে আগুন পরবাসি বুকের ভিটায়,
    চোখের দেখা না দেখিয়া অন্তরা পুড়ায়।
    ভবঘুরে জীবন নিয়া আমি অপয়া,
    তবু কেন তোমার তরে লাগে যে মায়া।
    মনে ভাসে সারা লগন তোমারই ছবি,
    তোমার লাগি বিবেক পুড়ি ছাই হল সবই।
    জলে আগুন পরবাসি বুকের ভিটায়,
    চোখের দেখা না দেখিয়া অন্তরা পুড়ায়,
    আমার কেন তোমায় শুধু দেখতে ইচ্ছা হয়,
    দেখতে ইচ্ছা হয়।

  • @variousNserious
    @variousNserious 3 หลายเดือนก่อน

    One of my favourite...❤

  • @azwadadeeb2489
    @azwadadeeb2489 7 หลายเดือนก่อน

    ami ei cd ta kinsilam jokhon ber hoy

  • @mdrafin6668
    @mdrafin6668 5 ปีที่แล้ว +3

    Sagor parey👌

  • @yzx9122
    @yzx9122 5 ปีที่แล้ว +3

    One of the best Bengali song include here💚💚💚💚

  • @shoronhossain2443
    @shoronhossain2443 5 ปีที่แล้ว +1

    Shob gula gaan e valo,obak hoye gelam

  • @anisurrahman-uz7nx
    @anisurrahman-uz7nx 10 หลายเดือนก่อน +2

    Listening 20-02-2024 still

  • @ceoatlebugang6513
    @ceoatlebugang6513 4 ปีที่แล้ว +1

    Dour - দৌড় (Self Titled) (4-6)
    ৪. বিষন্ন নীলিমা 15:17 - 20:07
    এতটা দূরে এসে, ফিরে দেখি আবার তোমায়।
    আজও কি তুমি স্বপ্নে দেখো,
    জোছনা তে হারানো আমাকে
    জানো কি; আমি আজও খুঁজে চলি শুধু তোমাকে,
    কেনো যে... আমি পারিনি, বেধে রাখতে তোমায় আবেগে...
    আজ আমার স্বপ্ন ভেসে যায়,
    একাকি বিষন্ন নীলিমায়
    তুমি নেই বলে আমি মেঘের কাতারে ডুবে যাই
    যতটা অভিমানে তুমি আমায় ফেরালে;
    ততটা ভালোবাসে মেলে যাও আমার আড়ালে
    জানো নাকি আজও তোমারই খোঁজে,
    ছুটে চলি স্মৃতি মাঝে
    এখনো তাই শুধু ভেবে তোমাকে,
    জেগে ওঠে জল আমার দুচোখে...!
    আজ আমার স্বপ্ন ভেসে যায়,
    একাকি বিষন্ন নীলিমায়
    তুমি নেই বলে আমি মেঘের কাতারে ডুবে যাই...
    এভাবে, আজও আমি, বয়ে আছি স্মৃতির অতলে...
    কিভাবে আমি জানিনা বেঁচে রবো তোমায় ভুলে
    আজ আমার স্বপ্ন ভেসে যায়,
    একাকি বিষন্ন নীলিমায়
    তুমি নেই বলে আমি মেঘের কাতারে ডুবে যাই...
    ৫. প্রতীক্ষার প্রহর 20:08 - 25:13
    প্রতীক্ষার প্রহর গুনে ক্লান্ত আমি হায়,
    ভালোবাসা গুলি ভাসিয়ে দিলাম কোন দুর অজানায়...
    মহাকাল স্রোতে হায়, ভালোবাসা ভেসে ভেসে যায়,
    অবশেষে হৃদয় খোঁজে নেয় ভর...
    পেছনে দেখিনা, ভুলেও ভাবিনা তোমার মিথ্যে ভালোবাসা
    দেখেও দেখি না, খুঁজেও খুঁজিনা তোমার চোখে অনুশোচনা
    চেয়েছিলাম এই তৃষিত হৃদয়ে উষ্ণতার ছোঁয়া তোমার,
    ভালোবাসার গল্পঃ অভিনয়ে কাটিয়ে দিলে প্রহর।
    শুনি তো সেই প্রতারণা, ভুলেও মনে পরেনা...
    মহাকাল স্রোতে হায়, ভালোবাসা ভেসে ভেসে যায়,
    অবশেষে হৃদয় খোঁজে নেয় ভর...
    প্রতীক্ষার প্রহর গুনে ক্লান্ত আমি হায়...
    সুশীতল হৃদয় আজ তোমার প্রতারণায় তপ্ত নয়,
    অনুশোচনা অনুক্ষণ কিভাবে তবে আমার এ হয়
    শুনি তো সেই প্রতারণা, ভুলেও মনে পরেনা...
    ভালোবাসা গুলি ভাসিয়ে দিলাম কোন দুর অজানায়...
    মহাকাল স্রোতে হায়, ভালোবাসা ভেসে ভেসে যায়,
    অবশেষে হৃদয় খোঁজে নেয় ভর...
    পেছনে দেখিনা, ভুলেও ভাবিনা তোমার মিথ্যে ভালোবাসা
    দেখেও দেখি না, খুঁজেও খুঁজিনা তোমার চোখে অনুশোচনা
    প্রতীক্ষার প্রহর গুনে ক্লান্ত আমি হায়,
    ভালোবাসা গুলি ভাসিয়ে দিলাম কোন দুর অজানায়...
    মহাকাল স্রোতে হায়, ভালোবাসা ভেসে ভেসে যায়,
    অবশেষে হৃদয় খোঁজে নেয় ভর...
    পেছনে দেখিনা, ভুলেও ভাবিনা তোমার মিথ্যে ভালোবাসা
    দেখেও দেখি না, খুঁজেও খুঁজিনা তোমার চোখে অনুশোচনা (2x)
    ৬. মেঘের গল্পঃ 25:14 - 29:57
    নিঃসঙ্গ আকাশ আলোর ছায়া
    মেঘের সাথে গল্পঃ শেষে
    নিশ্চুপ একাকি মনে
    কেটে যায় প্রহর নিরবে, আনমনে,
    তবুও সে ক্লান্ত বিষন্ন ঘোরে...
    বসে আছে নীলেরই পাশে,
    হাতটি ধরে দুজনাতে।
    পাওয়া না পাওয়ার হিসেবে,
    আলো সব যায় নিভে...
    বৃষ্টিরই নামে জীবন সাজিয়ে,
    সবুজ বনানীর বুক শিক্ত করে,
    অবশেষে আলোর তব্দ স্পর্শে,
    ফিরে যাওয়া ভাসমান পৃথিবীর...
    বসে আছে নীলেরই পাশে,
    হাতটি ধরে দুজনাতে।
    পাওয়া না পাওয়ার হিসেবে,
    আলো সব যায় নিভে...
    নিঃসঙ্গ আকাশ আলোর ছায়া
    মেঘের সাথে গল্পঃ শেষে
    নিশ্চুপ একাকি মনে
    হো...
    বসে আছে নীলেরই পাশে,
    হাতটি ধরে দুজনাতে।
    পাওয়া না পাওয়ার হিসেবে,
    আলো সব যায় নিভে...
    বসে আছে নীলেরই পাশে,
    হাতটি ধরে দুজনাতে
    পাওয়া না পাওয়ার হিসেবে,
    আলো সব যায় নিভে...

  • @ahsanhabibabir5887
    @ahsanhabibabir5887 3 ปีที่แล้ว +1

    underrated band, they r so good

  • @aliahammedshawon9152
    @aliahammedshawon9152 ปีที่แล้ว

    This band had something inspiring in their music. Listening to them in 2023 giving me Soul-stirring vibe.

  • @ashrafulislambhuyian7328
    @ashrafulislambhuyian7328 3 ปีที่แล้ว

    Onnomanush theke mukhosh😅❤️

  • @russelrahman3860
    @russelrahman3860 5 ปีที่แล้ว

    Onekdin khojchilam obosheche pailam

  • @fahmidornab5618
    @fahmidornab5618 3 ปีที่แล้ว +1

    such an underrated band!

  • @EPiiqZawwad
    @EPiiqZawwad 7 ปีที่แล้ว +2

    I loved the song 'Mukhosh'.. nishi did a very good job 👍 in it

    • @Topperforsure
      @Topperforsure 4 ปีที่แล้ว

      এই গানটা খুঁজতেই এখানে আসা।

  • @anisurrahman-uz7nx
    @anisurrahman-uz7nx 2 หลายเดือนก่อน

    এই এলবামটা যখন বের হয় সসর্বপ্রথম আমি কিনেছিলাম এখনো আছে।

  • @ceoatlebugang6513
    @ceoatlebugang6513 4 ปีที่แล้ว

    Dour - দৌড় (Self Titled) 7
    ৭. প্রিয়তমা 29:58 - 34:54
    দিশেহারা এই মন আমার
    শুধু চায় যে তোমাকে
    সপ্ন গুলো সব ভেঙ্গে ছুড়ে
    চলে গেলে তুমি অজান্তে
    দুর আঁধারের শূন্যতায় ঘেরা স্তব্ধ প্রহরে
    এই দুচোখের দৃষ্টি খোঁজে শুধু যে তোমাকে
    ও প্রিয়তমা, তুমি ফিরে এসো
    আমার এই শূন্য জীবনে
    ও প্রিয়তমা, যাও রয়ে যাবো;
    আমার এই শূন্য ভুবনে
    প্রতিরাত বিনিদ্র জেগে থাকি অকারণে
    মেঘময় দিগন্ত ধেয়ে আসে আনমনে
    দুর আঁধারের শূন্যতায় ঘেরা স্তব্ধ প্রহরে
    এই দুচোখের দৃষ্টি খোঁজে শুধু যে তোমাকে
    ও প্রিয়তমা, তুমি ফিরে এসো
    আমার এই শূন্য জীবনে
    ও প্রিয়তমা, যাও রয়ে যাবো;
    আমার এই শূন্য ভুবনে
    অসহায় প্রতীক্ষা যদি তুমি আসো ফিরে
    স্মৃতিময় বসন্ত হারিয়েছে বহুদূরে
    দুর আঁধারের শূন্যতায় ঘেরা স্তব্ধ প্রহরে
    এই দুচোখের দৃষ্টি খোঁজে শুধু যে তোমাকে
    ও প্রিয়তমা, তুমি ফিরে এসো
    আমার এই শূন্য জীবনে
    ও প্রিয়তমা, যাও রয়ে যাবো;
    আমার এই শূন্য ভুবনে

  • @shuvrosunbeam6559
    @shuvrosunbeam6559 2 ปีที่แล้ว +1

    2022 🙋‍♂️

  • @ceoatlebugang6513
    @ceoatlebugang6513 4 ปีที่แล้ว +2

    Dour - দৌড় (1-3)
    ১. পরবাসী 0:00 - 4:44
    আমার কেন তোমায় শুধু দেখতে ইচ্ছা হয়,
    মনের চোখের জল শুকাইয়া কান্না চাপতে হয়,
    জলে আগুন পরবাসি বুকের ভিটায়,
    চোখের দেখা না দেখিয়া অন্তরা পুড়ায়।
    ভবঘুরে জীবন নিয়া আমি অপয়া,
    তবু কেন তোমার তরে লাগে যে মায়া।
    মনে ভাসে সারা লগন তোমারই ছবি,
    তোমার লাগি বিবেক পুড়ি ছাই হল সবই।
    জলে আগুন পরবাসি বুকের ভিটায়,
    চোখের দেখা না দেখিয়া অন্তরা পুড়ায়,
    আমার কেন তোমায় শুধু দেখতে ইচ্ছা হয়,
    দেখতে ইচ্ছা হয়।
    ২. সাগর পারে 4:45 - 10:04
    গোধূলি বেলায়, সেই প্রথম ছোঁয়ায়
    মনের মাঝে, দক্ষিণা বাতাস।
    ফাগুন এরই গান, গেয়ে যায় হৃদয়...
    মাতাল সে এক অনুভূতি।
    সেই তুমি আমার, তাই বলি চিৎকার করে,
    কত কথোপকথন, দাড়িয়ে সাগর পারে।
    সেই তুমি আমার, তাই এই ধরণী-
    সাজানো আমার এই হৃদয়ের মাঝে...
    ভরা পূর্ণিমায়, সেই প্রথম ছোঁয়ায়-
    মনের মাঝে ঝড়ো হাওয়া...
    গভীর সে এক অচেনা দীর্ঘশ্বাস,
    মাতাল সে এক অনুভূতি...
    সেই তুমি আমার, তাই বলি চিৎকার করে,
    কত কথোপকথন, দাড়িয়ে সাগর পারে।
    সেই তুমি আমার, তাই এই ধরণী-
    সাজানো আমার এই হৃদয়ের মাঝে...
    সেই তুমি আমার
    কথা টি বারেবার
    দোলা দিয়ে যায়
    হৃদয়ে আমার
    তবু এ বৃথা
    অপেক্ষা দিয়েছো
    জীবনের কিছু
    ঘনঘনা
    সেই তুমি আমার, তাই বলি চিৎকার করে,
    কত কথোপকথন, দাড়িয়ে সাগর পারে।
    সেই তুমি আমার, তাই এই ধরণী-
    সাজানো আমার এই হৃদয়ের মাঝে...
    ৩. মুখোশ 10:04 - 15:16
    জানালার বাইরে ওই আকাশ,
    কখনো কালো, কখনো সাদা, কখনো নীল...
    জানালার বাইরে ওই আকাশ,
    কখনো কালো, কখনো সাদা, কখনো নীল...
    মানুষের ভেতরে অন্য মানুষ,
    নানা রঙের জীবন,
    বর্ণালী-
    মুখসে ঘুরেফিরে একই সত্তায় মিলে
    মিশে দিচ্ছে ধোঁকা সবার মাঝে, অস্তিত্বহীন, সকলের চিত্তের অবসান...
    মুখসে ঘুরেফিরে একই সত্তায় মিলে
    মিশে দিচ্ছে ধোঁকা সবার মাঝে, অস্তিত্বহীন, সকলের চিত্তের অবসান...
    অনেক মুখোশের নিচে হারিয়ে ফেলি আজ,
    নিজের চেনা নিজের পরিচয়...
    নানান রঙের আড়ালে থেকে থাকে সব,
    অনুভূতি ভুলে শুধু অভিনয়...
    ও, মুখসে ঘুরেফিরে একই সত্তায় মিলে
    মিশে দিচ্ছে ধোঁকা সবার মাঝে, অস্তিত্বহীন, সকলের চিত্তের অবসান...
    মুখসে ঘুরেফিরে একই সত্তায় মিলে
    মিশে দিচ্ছে ধোঁকা সবার মাঝে, অস্তিত্বহীন, সকলের চিত্তের অবসান...
    জানালার বাইরে ওই আকাশ,
    কখনো কালো, কখনো সাদা, কখনো নীল...
    মানুষের ভেতরে অন্য মানুষ,
    নানা রঙের জীবন-
    মুখসে ঘুরেফিরে একই সত্তায় মিলে
    মিশে দিচ্ছে ধোঁকা সবার মাঝে, অস্তিত্বহীন, সকলের চিত্তের অবসান...
    মুখসে ঘুরেফিরে একই সত্তায় মিলে
    মিশে দিচ্ছে ধোঁকা সবার মাঝে, অস্তিত্বহীন, সকলের চিত্তের অবসান...
    ওহহ...

  • @ahmedazmaine3059
    @ahmedazmaine3059 5 ปีที่แล้ว +4

    Anyone in 2019

  • @saifulislam9072
    @saifulislam9072 2 ปีที่แล้ว

    Where is this band now?