আমি ভারত থেকে বলছি । আমি ইংরেজির একজন শিক্ষক ও শিক্ষার্থী । বাংলা ব্যকরণে আমার দুর্বলতা সেই ছোটবেলা থেকেই কিন্তু আপনার ক্লাসগুলো দেখার পর আমি বাংলা ব্যকরণ অনেক ভালো বুঝতে পারছি । তাই আপনাকে ধন্যবাদ জানাই ।
🔷---------বাংলা-ই শ্রেষ্ঠ ভাষা 🪡...........মুহাম্মদ উমর ফারুক পৃথিবীর সকল ভাষাই বিলুপ্ত হবে। শুধু থাকবে আরবি ভাষা। তাই আরবি ভাষার পরেই বাংলা ভাষার মর্যাদা। সাত আসমানের উপর লাওহে মাহফুজে লিখিত আছে আরবি ভাষায় পবিত্র কোরআন ও সবকিছুর তাকদীর। পরকালের ভাষাও আরবি। কবরে সুওয়াল-জওয়াব ও কেয়ামতের মাঠসহ জান্নাত-জাহান্নামে প্রবেশের পর জিন ও মানুষ ফেরাশতাকুল সবাই আপন রবের সাথে আরবি ভাষায় কথা বলবেন। পৃথিবীর কোন ভাষার বর্ণমালাই আকাশে উদিত হয় না। কিন্তু আমাদের মাতৃভাষার বাংলা 'বর্ণ' রাতের আকাশে উদিত হয়। যেমন আমরা দেখতে পাই মেঘ মালার ফাঁকে ফাঁকে চঁন্দ্র-বিঁন্দু চাঁদ!!! ৫২ এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ধীর্ঘ ৫৩ বছর পার করেও বাংলা ভাষার বর্ণমালা 'শুদ্ধ' উচ্চারণের জন্য বহু ভাষাবিদ-পন্ডিত ও গবেষক শিক্ষকবৃন্দগণ নিরলসভাবে সঠিক উচ্চারণে অক্ষর জ্ঞান দান করে যাচ্ছেন। যেমন 'ব' শূন্য 'র'কে ব বিন্দু 'র' বা 'উম'কে ঙ। এবং 'ঞ' কে ইঁয়ো বুঝিয়ে সঠিক শুদ্ধ উচ্চারণ ইত্যাদি ইত্যাদি জাতিকে সঠিকভাবে শিখাচ্ছেন। মাশাআল্লাহ! কিন্তু আজ প্রর্যন্ত কোন ভাষাবিদ স্বরবর্ণের শেষের অক্ষর চন্দ্রঁ-বিন্দুঁ চাঁদতারার শুদ্ধ-সঠিক উচ্চারণ শেখাতে আগ্রহী হতে দেখছি না। আকাশের চাঁদের উপর কখনও বিন্দু হয় না। চাঁদের উপর তারা বা তারকা হয়। সুতরাং শুদ্ধ বা সঠিক উচ্চারণ হবে 'চন্দ্রঁ-তারা' বা চাঁদতারা। মহান আল্লাহ তায়া’লা এই চাঁদকে আমাদের জন্য বানিয়েছেন আলোকিত ক্যালেন্ডার দিন মাস বছর হিসাব করার জন্য।.. আকাশের মিঠি মিঠি তাঁরাগুলোও রাতের আধাঁরে গভীর অন্ধকারে সাগর-সমুদ্রে নাবিকের পথ নির্দেশ করছে। আল্লাহ পাক বলেন, "তবে তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে?"........... ----------------আলহামদুলিল্লাহ! তাই আমরা আমাদের মাতৃভাষার বাংলা 'বর্ণ' আকাশের চাঁদ দেখে রোজা রাখি ও বাংলা বর্ণ আকাশের চাঁদ দেখেই ঈদ পালন করে থাকি। সুম্মা আলহামদুলিল্লাহ! সুতরাং আমাদের মাতৃভাষার মর্যাদা কত বেশী তা সহজেই অনুমান করা য়ায়। আল্লাহ তায়া’লা সকলকে এই বাংলা আমার মাতৃভাষা দ্বারা দ্বীনের খেদমতে ইসলামের পুত-পবিত্র বিধিবিধান লেখার ও বলার তাওফিক দান করুন।----- আমীন সুম্মা আমীন।.…...... -------------------০---------------
একটা ভিডিয়ো করতে যে কী পরিমাণ পরিশ্রম হয় তা কেবল আমি জানি। তবে দিন শেষে আপনার কমেন্টের মতো এরকম কিছু কমেন্ট যখন দেখি তখন সারাদিনের ক্লান্তি ভুলে যাই। পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে হয়। আসলে আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। তাই সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। আর একটা কথা, আমাদের মূল লক্ষ্য বাংলা বিষয়টিকে সবার মাঝে সহজভাবে উপস্থাপন করা। তবে তা আমার একার পক্ষে প্রায় অসম্ভব একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। তাই, আপনি যদি ভিডিয়ো থেকে সামান্য কিছু হলেও শিখে থাকেন তাহলে বন্ধুদের সাথে চ্যানেলের ভিডিয়োগুলো শেয়ার করবেন। ধন্যবাদ ভাইয়া। 🥰💞
comment na kore thakte parlam na ,, apnar video dekhe moja kore kore porte pri ... ato din dhore amn akjon teacher khujte cilam,, respect to you my new teacher .
আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। তাই আপনাদের অনুপ্রেরণা না পেলে, ভিডিয়ো সবার মাঝে ছড়িয়ে দিয়ে সহযোগিতা না করলে কাজ করার আগ্রহ পাই না। তাই ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে সামান্য কিছুও যদি শিখে থাকেন তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 🥰💞
একটা ভিডিয়ো তৈরি করতে কী পরিমাণ কষ্ট হয় তা বলে বুঝানো যাবে না। সাউন্ড কোয়ালিটি পরিষ্কার রাখার জন্য রুমের ফ্যান অফ রেখে ভিডিয়ো রেকর্ড করা, ফ্যান অফ থাকার জন্য শত শতবার ঘাম মুছা, একটা লাইন দুবার বলে ফেললে তা আবার প্রথম থেকে ভিডিয়ো করা, ভিডিয়ো শেষে কম্পিউটারে বসে পুরো ভিডিয়ো এডিট করা, ইউটিউব আপলোডের নির্দেশ মেনে ভিডিয়ো আপলোড করা - সব মিলিয়ে একটা ভিডিয়ো করতে আমার ৫/৬ ঘণ্টার মতো সময় লাগে। আর তাই এত সময় ব্যয় করে তৈরি করা ভিডিয়োতে যখন আপনার মতো কিছু লোকের অনুপ্রেরণা বার্তা পাই তখন ঐ কষ্ট ভুলে যাই। 😊 আশা করি সব সময় আমাদের সাথেই থাকবেন। আমাদের ভিডিয়োগুলো আপনার বাংলা বিষয়ের জ্ঞান ভাণ্ডারকে আরো সমৃদ্ধ করবে। 🥰
আমরা ইনশাল্লাহ ব্যাকরণের সবগুলো বিষয়ের উপরই আস্তে আস্তে সকল ভিডিয়ো আপলোড করব। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব বাংলা ব্যাকরণকে সহজভাবে উপস্থাপন করে আপনাদের সামনে তুলে ধরার। শুধু প্রয়োজন আপনাদের সাপোর্ট, অনুপ্রেরণা, অপরিসীম ভালোবাসা আর দোয়া। আশা Shawon's Bangla ইউটিউব চ্যানেলের ভিডিয়োগুলো আপনার ব্যাকরণভান্ডারকে আরও সমৃদ্ধ হতে সর্বোচ্চ সহায়তা করবে। তাই আমাদের সাথেই থাকবেন। আর বন্ধুমহলে ভিডিয়োগুলো Share করে চ্যানেলের কার্যক্রম বৃদ্ধিতে সর্বাত্মক সহযোগিতা করবেন।
আমরা ধীরে ধীরে ব্যাকরণের সকল টপিকের উপরই ভিডিয়ো আপলোড করব ইনশাআল্লাহ। আর আপনাদের অনুপ্রেরণা বার্তাই আমাদের কার্যক্রমের মূল চালিকাশক্তি। তাই সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ভাইয়া। আশা করি আমাদের ভিডিয়োগুলো আপনার বাংলা বিষয়ের জ্ঞানকে আরও শাণিত করবে। 🥰❤️
আমার মূল উদ্দেশ্য আসলে বাংলা ব্যাকরণ ও বাংলা সাহিত্য, মানে পুরো বাংলা বিষয়টাকে সহজভাবে সকলের নিকট উপস্থাপন করা। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা করার চেষ্টা করি। কিন্তু আমার একার পক্ষে আসলে সবার নিকট এই তথ্যগুলো পৌঁছানো সম্ভব না। তাই সকলের নিকট ছোট্ট একটা অনুরোধ রইলো ভিডিয়োটা দেখার পর যদি মনে হয় যে এই ভিডিয়ো ক্লাস থেকে আপনি সামান্য কিছু হলেও শিখতে পেরেছেন তাহলে নিজের জায়গা থেকে সর্বোচ্চ শেয়ার করে সকলের নিকট তথ্যগুলো পৌঁছে দিবেন। 🥰 আসলে একটা ভিডিয়ো তৈরি করা যে কতটা পরিশ্রমের কাজ তা সরাসরি না দেখলে কাউকে বুঝাতে পারব না। একটা ভিডিয়োর জন্য তথ্যবহুল স্লাইড বানাতেই সময় লাগে কমপক্ষে ২ দিন। তারপর ভিডিয়ো শ্যুটিং। একটা ১৫-২০ মিনিটের ভিডিয়ো শ্যুট করতে সময় লাগে ঘণ্টা দুয়েকের মতো। তারপর এডিটিং এর কাজ। এটা আরও কঠিন। ২ ঘণ্টার ভিডিয়ো কেটে ১৫-২০ মিনিট করার কাজটা নেহায়েত পরিশ্রমের বিষয়। তারপর চ্যানেলে আপলোড করা, ডেস্ক্রিপশন লেখা, টাইটেল লেখা, থাম্বনেইল বানানো, ট্যাগ লেখাসহ আরও অনেক কাজ আছে। মোট কথা, আপনাদের জন্য একটা তথ্যবহুল ভিডিয়ো করতে আমাকে প্রায় ২-৩ দিনের পরিশ্রম করতে হয়। একারণে দিনশেষে যথাযথ মূল্যায়ন না পেলে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা পাই না। তাই আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়ো যদি ভালো লেগে থাকে; ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। কারণ আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💕 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 😊
অনেক ধন্যবাদ ভাইয়া। আশা করি আমাদের সবগুলো ভিডিয়ো ক্লাসই আপনার জন্য বাংলা ব্যাকরণকে আরও সহজভাবে শিখতে সহায়তা করবে। আর তাই সব সময় সাথেই থাকবেন। আর আমাদের চ্যানেলের ভিডিয়োগুলো ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰
আমার প্রচেষ্টা খুবই ক্ষুদ্র। আমি পুরো বাঙালি জাতির মধ্যে শিক্ষার্থীসমাজটাকে একটু দক্ষ করে গড়ে তুলতে চাই। আমি চাই, কেবল গৎ বাঁধা মুখস্থের গণ্ডির মধ্যে থেকে শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি না নেক। বাংলা বিষয়টিও যে বুঝে বুঝে পড়া যায়, বাংলা বিষয়টাও যে মজা করে পড়া যায়, বাংলা বিষয়টাকেও যে আগ্রহ নিয়ে পড়া যায় - এই সহজ কথাটা সবাইকে অনুধাবন করানোর চেষ্টা করছি। তবে আমার এই কাজটি নিতান্তই সহজ নয়। ভিডিয়ো হয়তো ২৫-৩০ মিনিটের। কিন্তু এই ২৫-৩০ মিনিটের ভিডিয়োর স্লাইড তৈরি করতে সময় লেগেছে প্রায় ২/৩ দিন। তারপর, ভিডয়ো রেকর্ড, এডিট, আপলোড, থাম্বনেইল ক্রিয়েশন, ডেসক্রিপশন ও ট্যাগ ফিক্সিং সবকিছুই অনেক ঝামেলার কাজ। তবে এই সব কাজ আমিই করে থাকি। কিন্তু সবার মাঝে ছড়িয়ে দেওয়াটা কেবল আমার হাতে নয়। এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। তাই আপনাদের সকলের নিকট ছোট্ট একটা অনুরোধ করছি - ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখে থাকেন তাহলে বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💞 আর সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। আশা করি এই চ্যানেলের ভিডিয়োগুলো আপনার বাংলা শিক্ষার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে। 💕❣️
আপনাদের একটুখানি সময় ব্যয় করে ভিডিয়োর কমেন্টবক্সে করা ছোট্ট একটা মন্তব্য আমাদের অনেক অনুপ্রেরণা জোগায়। 😍 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। আশা করি আমাদের ভিডিয়োগুলো আপনার ব্যাকরণ দক্ষতাকে আরও শাণিত করবে। 🙂
আসসালামু আলাইকুম, আমি পশ্চিমবংগের জলংগি সংলগ্ন ডোমকল পৌরসভায় থাকি।আমি হাই স্কুলে শিক্ষকতা করি।কিন্তু এমন চুলচেরা বিশ্লেষণ আমার সেই অনুপাতে জানা ছিল না।খুব ভাল লাগল।কোনো কারণে বাংলাদেশে গেলে সাক্ষাৎ এর ইচ্ছে রইল।।।
Vaiya bangla grammar ato ta sohoj hoite pare kono din vabinai but bangla je ato sohoj kore bujhaite pare kew ami prothom dekhlam vaiya Apnar bujhanor vongima ak kotha osadhron apnar jonno doya roilo vaiya r sotti ami khub upokrito hoi apnar video gula theke Alhamdulillah bujte pari akhon motamuti bangla grammar
২০ মিনিটের একটা ভিডিয়ো তৈরি করতে সময় লাগে প্রায় ১০-১২ ঘণ্টা। কিন্তু এই ১০-১২ ঘণ্টার পরিশ্রমও সার্থক মনে হয় যখন আপনাদের একটা অনুপ্রেরণামূলক মন্তব্য পাই। আর একটা কথা, এই চ্যানেলের মূল লক্ষই হচ্ছে বাংলা বিষয়টিকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করা। কিন্তু তা আমার একার পক্ষে অনেক দুঃসাধ্য একটি ব্যাপার। তাই একটা ছোট্ট রিকুয়েস্ট হচ্ছে, ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা নিয়েই চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে চাই। 😍
২০ মিনিটের একটা ভিডিয়ো তৈরি করতে সময় লাগে প্রায় ১০-১২ ঘণ্টা। কিন্তু এই ১০-১২ ঘণ্টার পরিশ্রমও সার্থক মনে হয় যখন আপনাদের একটা অনুপ্রেরণামূলক মন্তব্য পাই। আর একটা কথা, এই চ্যানেলের মূল লক্ষই হচ্ছে বাংলা বিষয়টিকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করা। কিন্তু তা আমার একার পক্ষে অনেক দুঃসাধ্য একটি ব্যাপার। তাই একটা ছোট্ট রিকুয়েস্ট হচ্ছে, ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা নিয়েই চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে চাই। 😍
ইসসসসসস..... সসস...... সসস, ভিজে গেলাম। 🤣 মানে সিক্ত হয়ে গেলাম আর কি। 😜 আর অনেক ধন্যবাদ ভাইয়া। আশা করি আমাদের সবগুলো ভিডিয়ো ক্লাসই আপনার জন্য বাংলা ব্যাকরণকে আরও সহজভাবে শিখতে সহায়তা করবে। আর তাই সব সময় সাথেই থাকবেন। আর আমাদের চ্যানেলের ভিডিয়োগুলো ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰
আমরা ইনশাল্লাহ ব্যাকরণের সবগুলো বিষয়ের উপরই আস্তে আস্তে সকল ভিডিয়ো আপলোড করব। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব বাংলা ব্যাকরণকে সহজভাবে উপস্থাপন করে আপনাদের সামনে তুলে ধরার। শুধু প্রয়োজন আপনাদের সাপোর্ট, অনুপ্রেরণা, অপরিসীম ভালোবাসা আর দোয়া। আশা Shawon's Bangla ইউটিউব চ্যানেলের ভিডিয়োগুলো আপনার ব্যাকরণভান্ডারকে আরও সমৃদ্ধ হতে সর্বোচ্চ সহায়তা করবে। তাই আমাদের সাথেই থাকবেন। আর বন্ধুমহলে ভিডিয়োগুলো Share করে চ্যানেলের কার্যক্রম বৃদ্ধিতে সর্বাত্মক সহযোগিতা করবেন।
একজন রাঁধুনিকে যখন বলবেন যে আজকের রান্নাটা অসাধারণ হয়েছে তখন সে পরের দিন কীভাবে আরও ভালো করা যায় সেটা চিন্তা করে। আমার অবস্থাটা হয়েছে এরকম যে আপনাদের অনুপ্রেরণা যখন পাই তখন শুধু এটা মনে হয় যে কীভাবে আরও ভালো করা যায়? কীভাবে আরও ভালো সেবা দেওয়া যায় আপনাদের? 🥰 আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। আর তাই ভিডিয়োটি যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে বন্ধুদের সাথে ভিডিয়োটি শেয়ার করবেন। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। 💞🥰
আমি আপনাদের সকলের প্রতি আমার অন্তরের অন্তস্তল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। 💞 আপনাদের অপরিসীম ভালোবাসা আমার কাজ করার ক্ষমতাকে করেছে প্রসারিত। আপনাদের প্রতিটি মূল্যবান মতামত আমার জন্য অনুপ্রেরণার এক একটি উৎকৃষ্ট উদাহরণ। আসলে প্রতিটা ভিডিয়ো তৈরি করতে যে কতগুলো বই ঘাটতে হয়, কতগুলো অভিধানের পৃষ্ঠা উল্টাতে হয় - তা বলে বুঝানো যাবে না। তবে এই সব কষ্টই ম্লান হয়ে যায় যখন ভিডিয়োর কমেন্টবক্সে আপনাদের অনুপ্রেরণামূলক একটা কমেন্ট দেখি। 🥰 সর্বদা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। 💕❣️ আর একটা কথা, বাংলা বিষয়টিকে সহজভাবে সকলের নিকট উপস্থাপন করাটাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। তবে এটা আমার একার পক্ষে প্রায় অসম্ভব একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য। তাই ছোট্ট একটা অনুরোধ করছি - আমাদের চ্যানেলের ভিডিয়োগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰❤️
আমার মূল উদ্দেশ্য আসলে বাংলা ব্যাকরণ ও বাংলা সাহিত্য, মানে পুরো বাংলা বিষয়টাকে সহজভাবে সকলের নিকট উপস্থাপন করা। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা করার চেষ্টা করি। কিন্তু আমার একার পক্ষে আসলে সবার নিকট এই তথ্যগুলো পৌঁছানো সম্ভব না। তাই সকলের নিকট ছোট্ট একটা অনুরোধ রইলো ভিডিয়োটা দেখার পর যদি মনে হয় যে এই ভিডিয়ো ক্লাস থেকে আপনি সামান্য কিছু হলেও শিখতে পেরেছেন তাহলে নিজের জায়গা থেকে সর্বোচ্চ শেয়ার করে সকলের নিকট তথ্যগুলো পৌঁছে দিবেন। 🥰 আসলে একটা ভিডিয়ো তৈরি করা যে কতটা পরিশ্রমের কাজ তা সরাসরি না দেখলে কাউকে বুঝাতে পারব না। একটা ভিডিয়োর জন্য তথ্যবহুল স্লাইড বানাতেই সময় লাগে কমপক্ষে ২ দিন। তারপর ভিডিয়ো শ্যুটিং। একটা ১৫-২০ মিনিটের ভিডিয়ো শ্যুট করতে সময় লাগে ঘণ্টা দুয়েকের মতো। তারপর এডিটিং এর কাজ। এটা আরও কঠিন। ২ ঘণ্টার ভিডিয়ো কেটে ১৫-২০ মিনিট করার কাজটা নেহায়েত পরিশ্রমের বিষয়। তারপর চ্যানেলে আপলোড করা, ডেস্ক্রিপশন লেখা, টাইটেল লেখা, থাম্বনেইল বানানো, ট্যাগ লেখাসহ আরও অনেক কাজ আছে। মোট কথা, আপনাদের জন্য একটা তথ্যবহুল ভিডিয়ো করতে আমাকে প্রায় ২-৩ দিনের পরিশ্রম করতে হয়। একারণে দিনশেষে যথাযথ মূল্যায়ন না পেলে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা পাই না। তাই আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়ো যদি ভালো লেগে থাকে; ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। কারণ আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💕 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 😊
আমরা ইনশাল্লাহ ব্যাকরণের সবগুলো বিষয়ের উপরই আস্তে আস্তে সকল ভিডিয়ো আপলোড করব। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব বাংলা ব্যাকরণকে সহজভাবে উপস্থাপন করে আপনাদের সামনে তুলে ধরার। শুধু প্রয়োজন আপনাদের সাপোর্ট, অনুপ্রেরণা, অপরিসীম ভালোবাসা আর দোয়া। আশা Shawon's Bangla ইউটিউব চ্যানেলের ভিডিয়োগুলো আপনার ব্যাকরণভান্ডারকে আরও সমৃদ্ধ হতে সর্বোচ্চ সহায়তা করবে। তাই আমাদের সাথেই থাকবেন। আর বন্ধুমহলে ভিডিয়োগুলো Share করে চ্যানেলের কার্যক্রম বৃদ্ধিতে সর্বাত্মক সহযোগিতা করবেন।
অনেক ধন্যবাদ ভাইয়া। আশা করি আমাদের সবগুলো ভিডিয়ো ক্লাসই আপনার জন্য বাংলা ব্যাকরণকে আরও সহজভাবে শিখতে সহায়তা করবে। আর তাই সব সময় সাথেই থাকবেন। আর আমাদের চ্যানেলের ভিডিয়োগুলো ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰
আপনাদের এই অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। দোয়া করবেন যেন আপনাদের এই শ্রদ্ধা ও ভালোবাসার জায়গাটা ধরে রাখতে পারি সবসময়। 💞 আর ভিডিয়ো ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। বাংলা বিষয়ের কঠিনকে পড়াকে সহজ করাই আমার চ্যানেলের মূল লক্ষ্য। কিন্তু সবার মাঝে তা ছড়িয়ে দেওয়া আমার একার পক্ষে সম্ভব না। তাই আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ভিডিয়ো যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। 🥰
ভালোবাসা রইলো ভাই। আশা করি সব সময় সাথেই থাকবেন। আর আমাদের চ্যানেলের ভিডিয়োগুলো ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰
২০ মিনিটের একটা ভিডিয়ো তৈরি করতে সময় লাগে প্রায় ১০-১২ ঘণ্টা। কিন্তু এই ১০-১২ ঘণ্টার পরিশ্রমও সার্থক মনে হয় যখন আপনাদের একটা অনুপ্রেরণামূলক মন্তব্য পাই। আর একটা কথা, এই চ্যানেলের মূল লক্ষই হচ্ছে বাংলা বিষয়টিকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করা। কিন্তু তা আমার একার পক্ষে অনেক দুঃসাধ্য একটি ব্যাপার। তাই একটা ছোট্ট রিকুয়েস্ট হচ্ছে, ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা নিয়েই চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে চাই। 😍
আমি ভারত থেকে বলছি । আমি ইংরেজির একজন শিক্ষক ও শিক্ষার্থী । বাংলা ব্যকরণে আমার দুর্বলতা সেই ছোটবেলা থেকেই কিন্তু আপনার ক্লাসগুলো দেখার পর আমি বাংলা ব্যকরণ অনেক ভালো বুঝতে পারছি । তাই আপনাকে ধন্যবাদ জানাই ।
🔷---------বাংলা-ই শ্রেষ্ঠ ভাষা
🪡...........মুহাম্মদ উমর ফারুক
পৃথিবীর সকল ভাষাই বিলুপ্ত হবে। শুধু থাকবে আরবি ভাষা। তাই আরবি ভাষার পরেই বাংলা ভাষার মর্যাদা।
সাত আসমানের উপর লাওহে মাহফুজে লিখিত আছে আরবি ভাষায় পবিত্র কোরআন ও সবকিছুর তাকদীর।
পরকালের ভাষাও আরবি। কবরে সুওয়াল-জওয়াব ও কেয়ামতের মাঠসহ জান্নাত-জাহান্নামে প্রবেশের পর জিন ও মানুষ ফেরাশতাকুল সবাই আপন রবের সাথে আরবি ভাষায় কথা বলবেন।
পৃথিবীর কোন ভাষার বর্ণমালাই আকাশে উদিত হয় না। কিন্তু আমাদের মাতৃভাষার বাংলা 'বর্ণ' রাতের আকাশে উদিত হয়। যেমন আমরা দেখতে পাই মেঘ মালার ফাঁকে ফাঁকে চঁন্দ্র-বিঁন্দু চাঁদ!!!
৫২ এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ধীর্ঘ ৫৩ বছর পার করেও বাংলা ভাষার বর্ণমালা 'শুদ্ধ' উচ্চারণের জন্য বহু ভাষাবিদ-পন্ডিত ও গবেষক শিক্ষকবৃন্দগণ নিরলসভাবে সঠিক উচ্চারণে অক্ষর জ্ঞান দান করে যাচ্ছেন।
যেমন 'ব' শূন্য 'র'কে ব বিন্দু 'র' বা 'উম'কে ঙ। এবং 'ঞ' কে ইঁয়ো বুঝিয়ে সঠিক শুদ্ধ উচ্চারণ ইত্যাদি ইত্যাদি জাতিকে সঠিকভাবে শিখাচ্ছেন। মাশাআল্লাহ!
কিন্তু আজ প্রর্যন্ত কোন ভাষাবিদ স্বরবর্ণের শেষের অক্ষর চন্দ্রঁ-বিন্দুঁ চাঁদতারার শুদ্ধ-সঠিক উচ্চারণ শেখাতে আগ্রহী হতে দেখছি না।
আকাশের চাঁদের উপর কখনও বিন্দু হয় না। চাঁদের উপর তারা বা তারকা হয়। সুতরাং শুদ্ধ বা সঠিক উচ্চারণ হবে 'চন্দ্রঁ-তারা' বা চাঁদতারা।
মহান আল্লাহ তায়া’লা এই চাঁদকে আমাদের জন্য বানিয়েছেন আলোকিত ক্যালেন্ডার দিন মাস বছর হিসাব করার জন্য।..
আকাশের মিঠি মিঠি তাঁরাগুলোও রাতের আধাঁরে গভীর অন্ধকারে সাগর-সমুদ্রে নাবিকের পথ নির্দেশ করছে।
আল্লাহ পাক বলেন, "তবে তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে?"...........
----------------আলহামদুলিল্লাহ!
তাই আমরা আমাদের মাতৃভাষার বাংলা 'বর্ণ' আকাশের চাঁদ দেখে রোজা রাখি ও বাংলা বর্ণ আকাশের চাঁদ দেখেই ঈদ পালন করে থাকি।
সুম্মা আলহামদুলিল্লাহ!
সুতরাং আমাদের মাতৃভাষার মর্যাদা কত বেশী তা সহজেই অনুমান করা য়ায়।
আল্লাহ তায়া’লা সকলকে এই বাংলা আমার মাতৃভাষা দ্বারা দ্বীনের খেদমতে ইসলামের পুত-পবিত্র বিধিবিধান লেখার ও বলার তাওফিক দান করুন।-----
আমীন সুম্মা আমীন।.…......
-------------------০---------------
এক কথায় অসাধারণ। অনেক কিছু জলের মত পরিষ্কার হয়ে গেল।
এতটা গভীর আলোচনা মনে হয়না এখনও করেছে। স্যালুট আপনাকে ভাই
একটা ভিডিয়ো করতে যে কী পরিমাণ পরিশ্রম হয় তা কেবল আমি জানি। তবে দিন শেষে আপনার কমেন্টের মতো এরকম কিছু কমেন্ট যখন দেখি তখন সারাদিনের ক্লান্তি ভুলে যাই। পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে হয়। আসলে আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। তাই সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ।
আর একটা কথা, আমাদের মূল লক্ষ্য বাংলা বিষয়টিকে সবার মাঝে সহজভাবে উপস্থাপন করা। তবে তা আমার একার পক্ষে প্রায় অসম্ভব একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। তাই, আপনি যদি ভিডিয়ো থেকে সামান্য কিছু হলেও শিখে থাকেন তাহলে বন্ধুদের সাথে চ্যানেলের ভিডিয়োগুলো শেয়ার করবেন। ধন্যবাদ ভাইয়া। 🥰💞
স্যার যতবার আপনার ক্লাসগুলো দেখি ততবার একটা নতুন ভালোলাগা কাজ করে মনের ভিতর।❤❤
Vai Allah Apnk nek hayat din.Apni eto shundor kore bujan, totally Awesome Ma sha Allah.
চমৎকারভাবে বুঝালেন স্যার😊
স্যার, আসসালামু আলাইকুম।
আপনার প্রতিটা ভিডিও আমি দেখি এবং নতুন নতুন কিছু শিখছি। আলহামদুলিল্লাহ
স্যার আপনার বোঝানো খুব সুন্দর. আরো কঠিন বিষয় গুলো বোঝা le ভালো হয়
ক্লাস টা দারুন sir,,,thank you sir, আমার সমস্ত doubt clear হয়ে গেলো chapter টার,,,,,
comment na kore thakte parlam na ,,
apnar video dekhe moja kore kore porte pri ...
ato din dhore amn akjon teacher khujte cilam,,
respect to you my new teacher .
খুবই সুন্দর বোঝালেন খুবই উপকৃত হলাম সির❤❤❤❤❤
নিজে নিজে অনেক পড়ছি না বুঝছি,না পারি🙂।ধন্যবাদ ভাইয়া এভাবে বুঝানোর জন্য🥰।
আপনাকে সম্পূর্ণ এবং আদর্শ শিক্ষক হিসাবে আমি অভিহিত করলাম
অনেক সুন্দর ক্লাস! ❤
Darun sir, love from India❤❤
খুবই সুন্দর ও তথ্যবুহুল একটি ক্লাস।
Apner protita class dekhe mugdho hoye jacci ❤️❤️asha rakhi Baki j topic gula ace ogular class o pabo
অনেক অনেক ধন্যবাদ ভাই ❤
Feeling blessed as I'm not that late to find ur channel out sir!
স্যার চমৎকার ক্লাস,,, বাংলা কোনো সমস্যা হলেই আপনার ক্লাস দেখি। স্যার সবগুলো অধ্যায়ের ধারাবাহিক ভাবে ক্লাস গুলো দিয়ে খুবই উপকৃত হবো।
আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। তাই আপনাদের অনুপ্রেরণা না পেলে, ভিডিয়ো সবার মাঝে ছড়িয়ে দিয়ে সহযোগিতা না করলে কাজ করার আগ্রহ পাই না।
তাই ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে সামান্য কিছুও যদি শিখে থাকেন তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 🥰💞
Thank you sir apner video satti darun lage...ami India,West Bengal theke dekhchhi apner video
Onek dhonnobad sir❤❤❤❤❤❤❤❤
খুব চমৎকার শিক্ষক আপনি ♥️
Shukur al hamdulillah
Best ❤️
darun sir . apnake oshonkho dhonnobad ❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰🥰
মা শা আল্লাহ ❤
Alhamdulillah,,onek valo,,,vaya
স্যার আমি আপনার নতুন স্টুডেন্ট,আপনার জাস্ট 2 টা ক্লাস দেখেই আপনার ভক্ত হয়ে গেছি।
আলহামদুলিল্লাহ, স্যার অনেক উপকৃত হয়েছই
Shawon bhaiii bestttt ❤️❤️
দাদা আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি । অনেক উপকার করলেন
অত্যন্ত চমকপ্রদ এবং স্পষ্ট আলোচনা।
একটা ভিডিয়ো তৈরি করতে কী পরিমাণ কষ্ট হয় তা বলে বুঝানো যাবে না। সাউন্ড কোয়ালিটি পরিষ্কার রাখার জন্য রুমের ফ্যান অফ রেখে ভিডিয়ো রেকর্ড করা, ফ্যান অফ থাকার জন্য শত শতবার ঘাম মুছা, একটা লাইন দুবার বলে ফেললে তা আবার প্রথম থেকে ভিডিয়ো করা, ভিডিয়ো শেষে কম্পিউটারে বসে পুরো ভিডিয়ো এডিট করা, ইউটিউব আপলোডের নির্দেশ মেনে ভিডিয়ো আপলোড করা - সব মিলিয়ে একটা ভিডিয়ো করতে আমার ৫/৬ ঘণ্টার মতো সময় লাগে।
আর তাই এত সময় ব্যয় করে তৈরি করা ভিডিয়োতে যখন আপনার মতো কিছু লোকের অনুপ্রেরণা বার্তা পাই তখন ঐ কষ্ট ভুলে যাই। 😊
আশা করি সব সময় আমাদের সাথেই থাকবেন। আমাদের ভিডিয়োগুলো আপনার বাংলা বিষয়ের জ্ঞান ভাণ্ডারকে আরো সমৃদ্ধ করবে। 🥰
এতো সুন্দর করে বুঝান
খুব ভালো লাগে ❤️❤️
আমরা ইনশাল্লাহ ব্যাকরণের সবগুলো বিষয়ের উপরই আস্তে আস্তে সকল ভিডিয়ো আপলোড করব। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব বাংলা ব্যাকরণকে সহজভাবে উপস্থাপন করে আপনাদের সামনে তুলে ধরার। শুধু প্রয়োজন আপনাদের সাপোর্ট, অনুপ্রেরণা, অপরিসীম ভালোবাসা আর দোয়া।
আশা Shawon's Bangla ইউটিউব চ্যানেলের ভিডিয়োগুলো আপনার ব্যাকরণভান্ডারকে আরও সমৃদ্ধ হতে সর্বোচ্চ সহায়তা করবে। তাই আমাদের সাথেই থাকবেন। আর বন্ধুমহলে ভিডিয়োগুলো Share করে চ্যানেলের কার্যক্রম বৃদ্ধিতে সর্বাত্মক সহযোগিতা করবেন।
onk shundor kore bujhay deyar jnno dhonnobad,,, asha korbo all video pabo..
আমরা ধীরে ধীরে ব্যাকরণের সকল টপিকের উপরই ভিডিয়ো আপলোড করব ইনশাআল্লাহ।
আর আপনাদের অনুপ্রেরণা বার্তাই আমাদের কার্যক্রমের মূল চালিকাশক্তি। তাই সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ভাইয়া।
আশা করি আমাদের ভিডিয়োগুলো আপনার বাংলা বিষয়ের জ্ঞানকে আরও শাণিত করবে। 🥰❤️
@@ShawonsBangla onk shundor vabe bujhay den vaiya,,,thanks bollew kom hbe.. shate asi ,,in shaa allah
স্যার, অনেক ধন্যবাদ আপনাকে
Thanks, Bhaia. Indebted.
স্যার এতো সুন্দর ভাবে বুজানোর জন্য ধন্যবাদ।
ধন্যবাদ স্যার অনেক উপকার করলেন 🥰🥰🥰
আমার মূল উদ্দেশ্য আসলে বাংলা ব্যাকরণ ও বাংলা সাহিত্য, মানে পুরো বাংলা বিষয়টাকে সহজভাবে সকলের নিকট উপস্থাপন করা। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা করার চেষ্টা করি। কিন্তু আমার একার পক্ষে আসলে সবার নিকট এই তথ্যগুলো পৌঁছানো সম্ভব না। তাই সকলের নিকট ছোট্ট একটা অনুরোধ রইলো ভিডিয়োটা দেখার পর যদি মনে হয় যে এই ভিডিয়ো ক্লাস থেকে আপনি সামান্য কিছু হলেও শিখতে পেরেছেন তাহলে নিজের জায়গা থেকে সর্বোচ্চ শেয়ার করে সকলের নিকট তথ্যগুলো পৌঁছে দিবেন। 🥰
আসলে একটা ভিডিয়ো তৈরি করা যে কতটা পরিশ্রমের কাজ তা সরাসরি না দেখলে কাউকে বুঝাতে পারব না। একটা ভিডিয়োর জন্য তথ্যবহুল স্লাইড বানাতেই সময় লাগে কমপক্ষে ২ দিন। তারপর ভিডিয়ো শ্যুটিং। একটা ১৫-২০ মিনিটের ভিডিয়ো শ্যুট করতে সময় লাগে ঘণ্টা দুয়েকের মতো। তারপর এডিটিং এর কাজ। এটা আরও কঠিন। ২ ঘণ্টার ভিডিয়ো কেটে ১৫-২০ মিনিট করার কাজটা নেহায়েত পরিশ্রমের বিষয়। তারপর চ্যানেলে আপলোড করা, ডেস্ক্রিপশন লেখা, টাইটেল লেখা, থাম্বনেইল বানানো, ট্যাগ লেখাসহ আরও অনেক কাজ আছে।
মোট কথা, আপনাদের জন্য একটা তথ্যবহুল ভিডিয়ো করতে আমাকে প্রায় ২-৩ দিনের পরিশ্রম করতে হয়। একারণে দিনশেষে যথাযথ মূল্যায়ন না পেলে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা পাই না।
তাই আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়ো যদি ভালো লেগে থাকে; ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। কারণ আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💕 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 😊
Jazakallahu khoyran 👍
ধন্যবাদ ভাইয়া। ক্লাস টা অনেক ভালো ছিলো 🥰🥰
অনেক ধন্যবাদ ভাইয়া। আশা করি আমাদের সবগুলো ভিডিয়ো ক্লাসই আপনার জন্য বাংলা ব্যাকরণকে আরও সহজভাবে শিখতে সহায়তা করবে।
আর তাই সব সময় সাথেই থাকবেন। আর আমাদের চ্যানেলের ভিডিয়োগুলো ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰
দাদা ভারত থেকে দেখছি, দারুন লাগলো।
আলহামদুলিল্লাহ ভাই আপনার ক্লাস টা খুবই সুন্দর এবং ভালো লেগেছে ধারাবাহিক ক্লাসগুলো পেলে খুব উপকৃত হতাম
Vaiya ei class ta onek valo laglo. White bord er theke eta valo
Vai super class ne apni 🥰🥰🥰🌹🌹
আপনার ক্লাসরুম চ্যানেল এর ভিডিও দেখার পর অনেক খুঁজে ও নতুন ভিডিও পাই নি।। নতুন ভাবে কিছু শিখার সূযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ।।
আমার প্রচেষ্টা খুবই ক্ষুদ্র। আমি পুরো বাঙালি জাতির মধ্যে শিক্ষার্থীসমাজটাকে একটু দক্ষ করে গড়ে তুলতে চাই। আমি চাই, কেবল গৎ বাঁধা মুখস্থের গণ্ডির মধ্যে থেকে শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি না নেক। বাংলা বিষয়টিও যে বুঝে বুঝে পড়া যায়, বাংলা বিষয়টাও যে মজা করে পড়া যায়, বাংলা বিষয়টাকেও যে আগ্রহ নিয়ে পড়া যায় - এই সহজ কথাটা সবাইকে অনুধাবন করানোর চেষ্টা করছি।
তবে আমার এই কাজটি নিতান্তই সহজ নয়। ভিডিয়ো হয়তো ২৫-৩০ মিনিটের। কিন্তু এই ২৫-৩০ মিনিটের ভিডিয়োর স্লাইড তৈরি করতে সময় লেগেছে প্রায় ২/৩ দিন। তারপর, ভিডয়ো রেকর্ড, এডিট, আপলোড, থাম্বনেইল ক্রিয়েশন, ডেসক্রিপশন ও ট্যাগ ফিক্সিং সবকিছুই অনেক ঝামেলার কাজ। তবে এই সব কাজ আমিই করে থাকি। কিন্তু সবার মাঝে ছড়িয়ে দেওয়াটা কেবল আমার হাতে নয়।
এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। তাই আপনাদের সকলের নিকট ছোট্ট একটা অনুরোধ করছি - ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখে থাকেন তাহলে বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💞
আর সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। আশা করি এই চ্যানেলের ভিডিয়োগুলো আপনার বাংলা শিক্ষার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে। 💕❣️
you are just amazing vaia,,,
Boss of all online teacher
সাবস্ক্রাইব করে ফেলুন নতুন কিছুর প্রত্যাশায়। 🥰 আর সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ভাইয়া। ❤️
Extraordinary class sir apnar,,,Alhamdulillah
আপনাদের একটুখানি সময় ব্যয় করে ভিডিয়োর কমেন্টবক্সে করা ছোট্ট একটা মন্তব্য আমাদের অনেক অনুপ্রেরণা জোগায়। 😍 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। আশা করি আমাদের ভিডিয়োগুলো আপনার ব্যাকরণ দক্ষতাকে আরও শাণিত করবে। 🙂
স্যার সংবৃত বিবৃত উচ্চারণের একটা ক্লাস দিলে ভালো হয়🥺
Admission period a jodi cls gula korte partam, koto tk khoroj koresi kissu bhujte pari nai choching a.
Allah apnar hayat daraj koruk vai.
Thanks a million sir 💖
আসসালামু আলাইকুম, আমি পশ্চিমবংগের জলংগি সংলগ্ন ডোমকল পৌরসভায় থাকি।আমি হাই স্কুলে শিক্ষকতা করি।কিন্তু এমন চুলচেরা বিশ্লেষণ আমার সেই অনুপাতে জানা ছিল না।খুব ভাল লাগল।কোনো কারণে বাংলাদেশে গেলে সাক্ষাৎ এর ইচ্ছে রইল।।।
Osadharon class ….thanks
Thank You Sir💘💘
Thank you ❤
স্যার আপনার পড়ানো আমার খুব ভালো লাগে
মাশাআল্লাহ চমৎকার
Thanks ❤😊
you are the best.
স্যার জব এর জন্য দরকারি টপিকগুলো অধ্যায় ভিওিক ভিডিও দিবেন প্লিজ
ভারত থেকে দেখছি, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা তে এত ভালোভাবে বাংলা পরাই এমন কাউকে দেখিনি এখনও YT এ।
আপনার জানার পরিসর কম তাই চোখে পড়েনি। ত্রিপুরা রাজ্যে রাজীবদা বেশ ভালো পড়ায়।
Dhonyobad ❤❤❤
Kub sundor poran apni_ India
best teacher
Vaiya bangla grammar ato ta sohoj hoite pare kono din vabinai but bangla je ato sohoj kore bujhaite pare kew ami prothom dekhlam vaiya
Apnar bujhanor vongima ak kotha osadhron apnar jonno doya roilo vaiya
r sotti ami khub upokrito hoi apnar video gula theke Alhamdulillah bujte pari akhon motamuti bangla grammar
২০ মিনিটের একটা ভিডিয়ো তৈরি করতে সময় লাগে প্রায় ১০-১২ ঘণ্টা। কিন্তু এই ১০-১২ ঘণ্টার পরিশ্রমও সার্থক মনে হয় যখন আপনাদের একটা অনুপ্রেরণামূলক মন্তব্য পাই।
আর একটা কথা, এই চ্যানেলের মূল লক্ষই হচ্ছে বাংলা বিষয়টিকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করা। কিন্তু তা আমার একার পক্ষে অনেক দুঃসাধ্য একটি ব্যাপার। তাই একটা ছোট্ট রিকুয়েস্ট হচ্ছে, ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা নিয়েই চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে চাই। 😍
২০ মিনিটের একটা ভিডিয়ো তৈরি করতে সময় লাগে প্রায় ১০-১২ ঘণ্টা। কিন্তু এই ১০-১২ ঘণ্টার পরিশ্রমও সার্থক মনে হয় যখন আপনাদের একটা অনুপ্রেরণামূলক মন্তব্য পাই।
আর একটা কথা, এই চ্যানেলের মূল লক্ষই হচ্ছে বাংলা বিষয়টিকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করা। কিন্তু তা আমার একার পক্ষে অনেক দুঃসাধ্য একটি ব্যাপার। তাই একটা ছোট্ট রিকুয়েস্ট হচ্ছে, ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা নিয়েই চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে চাই। 😍
Thank u vaiya
আসসালামু আলাইকুম স্যার,,, আপনি আমাদের সকলের ভালোবাসায় সিক্ত,,,
ইসসসসসস..... সসস...... সসস, ভিজে গেলাম। 🤣
মানে সিক্ত হয়ে গেলাম আর কি। 😜
আর অনেক ধন্যবাদ ভাইয়া। আশা করি আমাদের সবগুলো ভিডিয়ো ক্লাসই আপনার জন্য বাংলা ব্যাকরণকে আরও সহজভাবে শিখতে সহায়তা করবে।
আর তাই সব সময় সাথেই থাকবেন। আর আমাদের চ্যানেলের ভিডিয়োগুলো ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰
অসাধারণ ।
❤️
আমরা ইনশাল্লাহ ব্যাকরণের সবগুলো বিষয়ের উপরই আস্তে আস্তে সকল ভিডিয়ো আপলোড করব। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব বাংলা ব্যাকরণকে সহজভাবে উপস্থাপন করে আপনাদের সামনে তুলে ধরার। শুধু প্রয়োজন আপনাদের সাপোর্ট, অনুপ্রেরণা, অপরিসীম ভালোবাসা আর দোয়া।
আশা Shawon's Bangla ইউটিউব চ্যানেলের ভিডিয়োগুলো আপনার ব্যাকরণভান্ডারকে আরও সমৃদ্ধ হতে সর্বোচ্চ সহায়তা করবে। তাই আমাদের সাথেই থাকবেন। আর বন্ধুমহলে ভিডিয়োগুলো Share করে চ্যানেলের কার্যক্রম বৃদ্ধিতে সর্বাত্মক সহযোগিতা করবেন।
Best teacher....
একজন রাঁধুনিকে যখন বলবেন যে আজকের রান্নাটা অসাধারণ হয়েছে তখন সে পরের দিন কীভাবে আরও ভালো করা যায় সেটা চিন্তা করে। আমার অবস্থাটা হয়েছে এরকম যে আপনাদের অনুপ্রেরণা যখন পাই তখন শুধু এটা মনে হয় যে কীভাবে আরও ভালো করা যায়? কীভাবে আরও ভালো সেবা দেওয়া যায় আপনাদের? 🥰
আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। আর তাই ভিডিয়োটি যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে বন্ধুদের সাথে ভিডিয়োটি শেয়ার করবেন। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। 💞🥰
খুব সুন্দর হয়েছে ❤️
আমি আপনাদের সকলের প্রতি আমার অন্তরের অন্তস্তল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। 💞
আপনাদের অপরিসীম ভালোবাসা আমার কাজ করার ক্ষমতাকে করেছে প্রসারিত। আপনাদের প্রতিটি মূল্যবান মতামত আমার জন্য অনুপ্রেরণার এক একটি উৎকৃষ্ট উদাহরণ।
আসলে প্রতিটা ভিডিয়ো তৈরি করতে যে কতগুলো বই ঘাটতে হয়, কতগুলো অভিধানের পৃষ্ঠা উল্টাতে হয় - তা বলে বুঝানো যাবে না। তবে এই সব কষ্টই ম্লান হয়ে যায় যখন ভিডিয়োর কমেন্টবক্সে আপনাদের অনুপ্রেরণামূলক একটা কমেন্ট দেখি। 🥰
সর্বদা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। 💕❣️
আর একটা কথা, বাংলা বিষয়টিকে সহজভাবে সকলের নিকট উপস্থাপন করাটাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। তবে এটা আমার একার পক্ষে প্রায় অসম্ভব একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য। তাই ছোট্ট একটা অনুরোধ করছি - আমাদের চ্যানেলের ভিডিয়োগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰❤️
Ninc teaching sri 💯💯💯💯💥💥💫💫 I like you sri
আমার মূল উদ্দেশ্য আসলে বাংলা ব্যাকরণ ও বাংলা সাহিত্য, মানে পুরো বাংলা বিষয়টাকে সহজভাবে সকলের নিকট উপস্থাপন করা। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা করার চেষ্টা করি। কিন্তু আমার একার পক্ষে আসলে সবার নিকট এই তথ্যগুলো পৌঁছানো সম্ভব না। তাই সকলের নিকট ছোট্ট একটা অনুরোধ রইলো ভিডিয়োটা দেখার পর যদি মনে হয় যে এই ভিডিয়ো ক্লাস থেকে আপনি সামান্য কিছু হলেও শিখতে পেরেছেন তাহলে নিজের জায়গা থেকে সর্বোচ্চ শেয়ার করে সকলের নিকট তথ্যগুলো পৌঁছে দিবেন। 🥰
আসলে একটা ভিডিয়ো তৈরি করা যে কতটা পরিশ্রমের কাজ তা সরাসরি না দেখলে কাউকে বুঝাতে পারব না। একটা ভিডিয়োর জন্য তথ্যবহুল স্লাইড বানাতেই সময় লাগে কমপক্ষে ২ দিন। তারপর ভিডিয়ো শ্যুটিং। একটা ১৫-২০ মিনিটের ভিডিয়ো শ্যুট করতে সময় লাগে ঘণ্টা দুয়েকের মতো। তারপর এডিটিং এর কাজ। এটা আরও কঠিন। ২ ঘণ্টার ভিডিয়ো কেটে ১৫-২০ মিনিট করার কাজটা নেহায়েত পরিশ্রমের বিষয়। তারপর চ্যানেলে আপলোড করা, ডেস্ক্রিপশন লেখা, টাইটেল লেখা, থাম্বনেইল বানানো, ট্যাগ লেখাসহ আরও অনেক কাজ আছে।
মোট কথা, আপনাদের জন্য একটা তথ্যবহুল ভিডিয়ো করতে আমাকে প্রায় ২-৩ দিনের পরিশ্রম করতে হয়। একারণে দিনশেষে যথাযথ মূল্যায়ন না পেলে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা পাই না।
তাই আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়ো যদি ভালো লেগে থাকে; ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। কারণ আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💕 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 😊
সুন্দর উপস্থাপনা
Thanks sir❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ভাইয়া উচ্চারণ নিয়ে একটা ক্লাস দেন।
Sir apnar kachhe bises anurodh protyoy chapter complete korun.Ami India theke apnake follow Kori.
ধন্যবাদ ভাই ❤️❤️
Thank u sir anek balo legese
Icon plus a ashe shawon vaiya k na pele amr bangla grammar er jorota kokhonoi komtona i think so. 🙂
Thanks vaiya ❤️
1.24k wow 😍
আমরা ইনশাল্লাহ ব্যাকরণের সবগুলো বিষয়ের উপরই আস্তে আস্তে সকল ভিডিয়ো আপলোড করব। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব বাংলা ব্যাকরণকে সহজভাবে উপস্থাপন করে আপনাদের সামনে তুলে ধরার। শুধু প্রয়োজন আপনাদের সাপোর্ট, অনুপ্রেরণা, অপরিসীম ভালোবাসা আর দোয়া।
আশা Shawon's Bangla ইউটিউব চ্যানেলের ভিডিয়োগুলো আপনার ব্যাকরণভান্ডারকে আরও সমৃদ্ধ হতে সর্বোচ্চ সহায়তা করবে। তাই আমাদের সাথেই থাকবেন। আর বন্ধুমহলে ভিডিয়োগুলো Share করে চ্যানেলের কার্যক্রম বৃদ্ধিতে সর্বাত্মক সহযোগিতা করবেন।
Masaallah
সুন্দর ক্লাস
Jajakallah khairan
অসাধারণ স্যার
রাহাত ভাই আর শাওন ভাই ব্যাকরণের শ্রেষ্ঠ শিক্ষক 💜
অনেক ধন্যবাদ ভাইয়া। আশা করি আমাদের সবগুলো ভিডিয়ো ক্লাসই আপনার জন্য বাংলা ব্যাকরণকে আরও সহজভাবে শিখতে সহায়তা করবে।
আর তাই সব সময় সাথেই থাকবেন। আর আমাদের চ্যানেলের ভিডিয়োগুলো ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰
উচ্চারণ নিয়ে ভিডিও দিলে উপকৃত হবো ♥️
স্যার, অভিনন্দন আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব 1k+ হয়েছে আলহামদুলিল্লাহ ।
3 month e 30K ❤️
৬ মাসে almost 46 😃
8 months 70k😍
9-76K
Now 83.3k🥰
উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি - 'এ', ৪৫ বিসিএস এ আসছিলো ভাইয়া✨
মাশা আল্লাহ, আল্লাহ আপনার জীবনে বারাকাহ দান করুন।
Darun class sir 🙏
ধন্যবাদ, দাদা।
আসসালামুয়ালাইকুম স্যার
স্যার সত্যি মন থেকে বলছি যদি একসাথে যত খুশি ততবার সাবস্ত্রাইব করা খুব খুব খুশি হতাম🙂🙂
আপনাদের এই অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। দোয়া করবেন যেন আপনাদের এই শ্রদ্ধা ও ভালোবাসার জায়গাটা ধরে রাখতে পারি সবসময়। 💞
আর ভিডিয়ো ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। বাংলা বিষয়ের কঠিনকে পড়াকে সহজ করাই আমার চ্যানেলের মূল লক্ষ্য। কিন্তু সবার মাঝে তা ছড়িয়ে দেওয়া আমার একার পক্ষে সম্ভব না। তাই আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ভিডিয়ো যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। 🥰
অসাধারণ ভাই
এতোদিনে ক্লিয়ার হলাম। অনেক অনেক ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ ভাই
ভালোবাসা রইলো ভাই। আশা করি সব সময় সাথেই থাকবেন। আর আমাদের চ্যানেলের ভিডিয়োগুলো ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰
বস ❣️
Thank you vaiya ❤️❤️
২০ মিনিটের একটা ভিডিয়ো তৈরি করতে সময় লাগে প্রায় ১০-১২ ঘণ্টা। কিন্তু এই ১০-১২ ঘণ্টার পরিশ্রমও সার্থক মনে হয় যখন আপনাদের একটা অনুপ্রেরণামূলক মন্তব্য পাই।
আর একটা কথা, এই চ্যানেলের মূল লক্ষই হচ্ছে বাংলা বিষয়টিকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করা। কিন্তু তা আমার একার পক্ষে অনেক দুঃসাধ্য একটি ব্যাপার। তাই একটা ছোট্ট রিকুয়েস্ট হচ্ছে, ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা নিয়েই চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে চাই। 😍
kub shundor classs vaya
ভাই রে ভাই কি স্পিড। পড়াবার অন্য কিছু নয়😁😁 প্রণাম নেবেন কলকাতা থেকে দেখছি♥️
Tet naki?? 😁😁
Sir সানস্ক্রাইব করেছি!!!!!
Kub -e valo laglo vaia
ostir
ভাই আমি ইন্ডিয়া থেকে বলছি, আমার লাইফে এরকম ক্লাস কখনো দেখিনি