কবুতরের মাসিক কোর্স - kobutorer masik course - Pigeon Monthly Medicine Course

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ต.ค. 2024

ความคิดเห็น • 38

  • @mr.absikdar9021
    @mr.absikdar9021 3 หลายเดือนก่อน +1

    বড় ভাই,
    ভাইটাল এমিনো ফোর্ট কি মাল্টিভিটামিন?
    এর পরিবর্তে অন্য কি ব্যাবহার করতে পারি?

    • @zahidpets280
      @zahidpets280  3 หลายเดือนก่อน

      জি মাল্টিভিটামিন।
      হিপ্রাচক বা হিউম্যান জোভিয়া, সুপারসিস বা পগো
      এগুলা নিয়ে ভিডিও আছে রিসেন্ট আপলোড দিয়েছি

  • @manikchandro7734
    @manikchandro7734 ปีที่แล้ว +1

    ভাই আপনার কথাগুলো খুবই ভালো লাগে

    • @zahidpets280
      @zahidpets280  ปีที่แล้ว

      আপনাকে ধন্যবাদ ভাই পাশে থেকে সাপোর্ট করার জন্য

  • @akhimollik
    @akhimollik ปีที่แล้ว +1

    ভাই আমার কবুতরের পাতলা পায়খানা করছে অনেক দিন ধরে initial. Probiozyme.ডমিন অনেক ঔষধ খাওয়াইছি কিন্তু ভালো হচ্ছে না ।পায়খানা দিয়ে অনেক দুরগন্ধ ।এখন কবুতর ডিম দিয়ে দুই দিন হলো কি ঔষধ খাওয়ালে ভালো হবে বলবেন

    • @zahidpets280
      @zahidpets280  ปีที่แล้ว

      আপনি কি কষ্ট করে আমার ফেসবুকে পায়খানার ছবি গুলা দিতে পারবেন?
      দিলে ভাল একটা সলিউশন দিতে পারবো ইনশাআল্লাহ।
      facebook.com/profile.php?id=100086270272110&mibextid=LQQJ4d
      ফেসবুক লিংক।
      তবে আপনি চাইলে
      এক লিটার পানিতে ইরোকট দুই গ্রাম জিসভ্যাট দুই এম এল আর লাইসোভিট দুই গ্রাম মিশিয়ে সিরিঞ্জ দিয়ে ৫ এম এল করে খাইয়ে দিবেন তিন বেলা।
      তবে যদি কবুতর ব্রিডিং অবস্থায় থাকে তাহলে অনেক সময় এই রকম পায়খানা করে।
      আবার জিংক আয়রণ ক্যালসিয়াম এর অভাবেও এরকম ভিজা পায়খানা করে।
      তাই যদি ছবিটা দেন তাহলে ভাল হতো
      ধন্যবাদ

  • @lijaakter2092
    @lijaakter2092 ปีที่แล้ว +1

    ভাই কবুতরকে মাসিক কোর্স করানোর জন্য,১ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত ঔষধ খাওয়ানো শেষ হলে।আবার কি এক তারিখ থেকে শুরু করব জানাবেন প্লিজ

    • @zahidpets280
      @zahidpets280  ปีที่แล้ว +1

      ধন্যবাদ আপনার কমেন্টের জন্য।
      আসলে এতো মেডিসিন না খাওয়ালেও চলে।
      দুই মাস পর পর খাওয়ালেই হবে। বা কখনো তিন মাস পর।
      কিংবা শুধু ব্রিডিং টাইমের আগে এবং মল্টিং এর সময় খাওয়ালেই হবে।
      ধন্যবাদ

  • @antortalukder9885
    @antortalukder9885 9 หลายเดือนก่อน +1

    ভাইয়া
    কবুতরকে কৃমি কোর্স করাইছি
    এখন কোন ঔষধ খাওয়াবো
    প্লিজ জানাবেন ?

    • @zahidpets280
      @zahidpets280  9 หลายเดือนก่อน +1

      ভাইটাল এমিনো খাওয়ান টানা দুই সপ্তাহ লিটারে তিন এম এল দিয়ে

    • @antortalukder9885
      @antortalukder9885 9 หลายเดือนก่อน

      @@zahidpets280 ধন্যবাদ ভাইয়া

  • @RMFoodHunter
    @RMFoodHunter 2 ปีที่แล้ว +1

    Donnobad apner video er jnno

    • @zahidpets280
      @zahidpets280  2 ปีที่แล้ว

      আপনাকেও ধন্যবাদ ভাই

  • @horidasmajumdar4310
    @horidasmajumdar4310 2 ปีที่แล้ว +2

    ভাই আমার এক জোড়ার একটা কবুতর একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে খাবার ও ভালোভাবে গিলতে পারছে না এখন,,, এর কি কোন চিকিৎসা আছে আর থাকলে একটু কমেন্টে রিপ্লাই দিয়ে ওষুধটার নাম বলে দিয়েন প্লিজ 🙏

    • @zahidpets280
      @zahidpets280  2 ปีที่แล้ว

      কৃমির কোর্সটা করিয়ে নিলে ভাল হতো যেহেতু অবস্থা অতিমাত্রায় সূচনীয় তাই শুরুতে আপনি এনরোসিন দুই বেলা করে দুই দিন পাশাপাশি লাইসোভিট দিয়েন এক চিমটি দশ এম এল পানির সাথে মিশিয়ে দুই বেলা করে খাইয়ে দিবেন তবে দুইটা মেডিসিন এক সাথে খাওয়াবেন না।
      একটার এক ঘন্টার পর আরেকটা। আর আসলে এইভাবেতো বলা যায়না কি মেডিসিন কন্টিনিউ করবেন কারণ কবুতরের মল দেখিনাই বা ঠান্ডা আছে কিনা।
      যাইহোক এই দুইটা করেন হায়াত থাকলে ইনশাআল্লাহ সুস্থ হবে।
      আল্লাহ ভরসা।

  • @iftakharulamin9028
    @iftakharulamin9028 2 ปีที่แล้ว +1

    ভাইয়া, আমি ফেন্সি কবুতর পালি, আমার ডিম বাচ্ছা ঠিক মত হয় না, খুব ফ্রাস্টেটেড লাগে, ২ বছর ধরে পালি, মোটামুটি অনেক কবুতরই আছে, এখন বুঝতে পারতেছি না যে কবুতর ডিম পাড়ার আগে কি কেলশিয়াম /ইসেল বেশি করে দিতে হয় নাকি???? একটা ভিডি ও দিয়েন না হয় আপনার মোবাইল নাম্বার দিয়েন।

    • @zahidpets280
      @zahidpets280  2 ปีที่แล้ว +1

      ভাই শুরুতে কৃমির কোর্সটা করান।
      তারপর ভাইটাল এমিনো ফর্তে ভ্যাট টানা সাত দিন, তারপর জিংক বি এবং ক্যালপ্লেক্স দেন। এবং এই কোর্স চলাকালীন নর মাদী আলাদা রাখবেন।
      তারপর যখন জোড়া দিবেন তখন শুধু মাত্র ভাইটাল এমিনোটা কন্টিনিউ করলেই হবে।
      ধন্যবাদ ভাইজান।
      আপডেট জানাইয়েন।

  • @akhimollik
    @akhimollik ปีที่แล้ว +1

    ভাই ওষুধের নামগুলো যদি একটু লিখে দিতেন ভালো হতো কোনটার পর কোনটা খাওয়াবে সিরিয়াল করে যদি লিখে দিতেন ভালো হতো

    • @zahidpets280
      @zahidpets280  ปีที่แล้ว

      ভিডিওতে তো বিস্তারিত বলা আছে।

  • @mdmilonmondol8526
    @mdmilonmondol8526 ปีที่แล้ว +1

    আলহামদুলিল্লাহ ভাই আপনার পরামর্শে আমার দুটো কবুতর মরার থেকে আল্লাহ পাক বেচে রেখেছে
    দুটি ডিম দেওয়ার পর কবুতর অসুস্থ হয়ে গেছে চলা ফেরা খাওয়া দাওয়া সব বন্ধ করেছে দু ডানা ছেড়ে দিয়েছে
    তিন দিন পর সাভাবিক অবস্থায় ফিরে আসে৷ ❤❤❤

    • @zahidpets280
      @zahidpets280  ปีที่แล้ว

      আলহামদুলিল্লাহ সবকিছুই আল্লাহর রহমত।
      ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান বক্তব্য শেয়ার করার জন্য।
      💝

  • @bestchannel910
    @bestchannel910 10 หลายเดือนก่อน

    এই গুলো কি সব ঔষধ পানির সাথে দিবো এক বেলা করে

    • @zahidpets280
      @zahidpets280  10 หลายเดือนก่อน

      হ্যাঁ ভাই।
      পানি ছয় ঘন্টা পরে চেঞ্জ করতে হবে

  • @utpalghosh3821
    @utpalghosh3821 3 หลายเดือนก่อน

    এক একটি ঔষধ কায় দিন করে খাওয়াতে হবে৷

    • @zahidpets280
      @zahidpets280  3 หลายเดือนก่อน

      বিস্তারিত বলা আছে

  • @johnpranto9441
    @johnpranto9441 ปีที่แล้ว +1

    Koi bela dibo dine?

    • @zahidpets280
      @zahidpets280  ปีที่แล้ว +1

      সাধারণত এক বেলা দিলেই হয়। বা খাওয়ানোর পর পানির সাথে মিশিয়ে দিবেন।

  • @jahidhassan9395
    @jahidhassan9395 ปีที่แล้ว

    Vaiya kobutor dim a ase akhon ki kobutor ke krimi course korano jabe?

    • @zahidpets280
      @zahidpets280  ปีที่แล้ว +1

      করানো যাবে।
      এসিমিক ১% ওরাল দিয়ে করাবেন।
      লিটারে তিন থেকে চার এম এল দিবেন
      বড় কবুতরকে ১২ এম এল।
      আর ছোট গুলাকে ১০ এম এল করে খাওয়াবেন।
      পরের দিন থেকে দুই সপ্তাহ ভাইটাল এমিনো ফর্টে ভ্যাট লিটারে দুই এম এল করে খাওয়াবেন।
      ধন্যবাদ

    • @jahidhassan9395
      @jahidhassan9395 ปีที่แล้ว

      @@zahidpets280 kobutor guloke ki syringe diye khawabo?

    • @zahidpets280
      @zahidpets280  ปีที่แล้ว +1

      হ্যাঁ

    • @jahidhassan9395
      @jahidhassan9395 ปีที่แล้ว

      @@zahidpets280 acca vaiya kobutor ke krimi course koranor por ki multivitamin course korano lagbe?ar liver tonic o ki khawano lagbe?

    • @zahidpets280
      @zahidpets280  ปีที่แล้ว

      অবশ্যই লাগবে।
      লিভার টনিক অথবা ভাইটাল এমিনো খাওয়াবেন দুই সপ্তাহ।
      লিটারে দুই এম এল করে

  • @jewelrana300
    @jewelrana300 11 หลายเดือนก่อน

    ভাই আগে তো এতো কিছু লাগতো না তা হলে তখন কবুতর পালন কেমন করে করতো ভাই ম্যান কথা হলো একবার অসুখে ধরলে কবুতর আর ভালো হয় না অনেক কিছু দেখলাম কোন কাজে আসেনা

    • @zahidpets280
      @zahidpets280  11 หลายเดือนก่อน

      আগেতো মা খালারা সব নরমালে বাচ্চা প্রসব করতো কেনো?
      আগেতো বাপ চাচারা ঘন্টার পর ঘন্টা হেটে আসা যাওয়া করতো কিভাবে ইভেন ঘন্টার পর ঘন্টা কাজ করতো কিভাবে?
      কারণ তখন সবকিছু ছিল রো এবং ১০০০০% পিউর বা অথেনটিক।
      ডে বাই ডে সব কিছু ভেজালে পরিণত হচ্ছে এবং রো জিনিসটা মোডিফাই হয়ে যাচ্ছে ফলে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্সটা নষ্ট হচ্ছে।
      তাই এখন লাগে ভাই

  • @bestchannel910
    @bestchannel910 10 หลายเดือนก่อน

    Bhai ami apner sate aktu kotha bolte cai

    • @zahidpets280
      @zahidpets280  10 หลายเดือนก่อน +1

      ফেসবুকে নক দেন