আমি মেডিকেল প্রথমবর্ষের ছাত্রী। জানিনা লেখাটা কোনোদিন আপনার কাছে পৌঁছাবে কিনা, আমার এক বন্ধু হিমাচলপ্রদেশে থাকে, বাংলা বোঝেনা কিন্তু সেও আপনার গানটা শুনে কেঁদে ছিলো। এখানেই রবি ঠাকুরের থেকেও বেশী আপনারই জয়... ভালোবাসা অফুরান।
তিমির দা, একটা কথা বলি নদীর স্রোতে তো অনেকেই ভাসে। তবে কিছু জন থাকে যারা নিজের মতো স্রোত তৈরি করে। আলাদা করে তাদের চেনা যাই। ঠিক তেমনি তোমার কণ্ঠ শত ভালো শ্রুতি মধুর কণ্ঠের থেকে আলাদা অনেক আলাদা। এতে নিজস্বতা আছে। অন্তত আমার তাই মনে হয়েছে যতদিন থেকে তোমাকে শুনি। এই দেখো কী সুন্দর চেনা গানটা কেও নতুন করে তুলে ধরলে। যদি এটা কোনোদিনও পড়ো তাহলে যেনো তুমি অনন্য।
প্রথম যেদিন এই গানটি শুনেছি আমি দরজা বন্ধ করে চিৎকার করে কেঁদেছি। প্রতিটি কথা যেন আমার কথা। যখন বুকের ভেতর চাপা কষ্ট হয় নিঃশ্বাস নিতে পারিনা কাঁদতে পারলে ভালো লাগতো তখনই গানটি শুনি।কি অসাধারণ । কতবার যে যে এই গানটি শুনেছি একমাত্র উপর ওয়ালা জানেন। আমার প্রিয় মানুষটির জন্যে শুনে যাব । যতদিন বেঁচে থাকব ততদিন। ভগবান ভালো রেখো প্রার্থনা করি। এতো কাছে থেকেও তবু কত দূরে। শুধু নিজের কথাই লিখে লম্বা করে ফেলেছি। অনেক সুন্দর করে গানটি গেয়েছেন। ধন্যবাদ।
আমি সহজে কাঁদি না কিন্তু এই গানটা শুনে আর নিজেকে শক্ত রাখতে পারলাম না বুকের পাথরটা যেনো ভেঙে খান খান হয়ে গেলো। আজ আমার দাদা সপ্তর্ষির ২৮তম জন্মদিন, বছর তিনেক আগে যে আমাদের থেকে অনেক দূরে চলে গেছে । তাই এই গানটি আমি তাকে dedicate করলাম ।
গানের মধ্যে যে এক তীব্র অথচ খুব সুক্ষ, প্রচ্ছন্ন আবেদন, অনুরোধ, প্রার্থনা আছে, সেটা তিমিরদার গলাতে কি ভীষণ উজ্জ্বল। সাথে খুব যোগ্য, মনোরম সঙ্গত কিবোর্ডের
হঠাৎ অাপনার একটা গান শুনে অামি এতই মায়ায় পড়ে গেলাম!!!এত মায়া অাপনার কন্ঠে...অামার প্রতিটা দিনই অাপনার গান শুনতে হয়,না হলে ভালো লাগে না...অদ্ভুদ একটা অনূভুতি কাজ করে....অারও সুন্দর গানের অপেক্ষায় রইলাম :)
আমি যার প্রেমিকা ছিলাম,তাকে আমি পাঁয়ে ছুঁয়ে প্রনাম করতাম,কিন্তু সে আমার দোষ বলে ছোট্ট একটা করনে একা করে চলে গেছে। গতকাল মিটমাট করতে গিয়ে জানতে পারি,৩মাসের মাথায় বিয়েও ঠিক করেছে। ভালো থাকুক সে। 🌿
Jake tumi sob diye bhalobasle, Se baslo sudhu kichu khon, Bhebo na tumi tar kotha, koro na choto mon.🌻 Bhalo theko. Nijeke bhalo rekho. Sob somoy nijer maa, baba ar eesshor ke bhebo. Koshto laga gulo kombe...
তোমার গলায় যে আবেগ রয়েছে সে আবেগ সকলের মুখে হাসি ফোটাতে পারে আবার যারা দীর্ঘদিন ধরে কষ্ট বুকে চেপে ধরে বেঁচে আছে যারা কাঁদতে চেয়ে ও কাঁদতে পারে না তারা তোমার গানে অঝোরে কেঁদে ফেলতে পারে । জানো এটা তোমার কতো বড় সফলতা♥️🙏 প্রণাম নিও দাদা এভাবেই গেয়ে যাও আর আমাদের অন্তরে তোমার সুর ধ্বনি বেজে যাক আজীবন।
কি যে অবাধ্যস্রোত বয়ে যায় সে ভালোবাসার হোক কিংবা বন্ধুত্ব হারিয়ে যাওয়ার ব্যাকুলতায়, তার যে একটা তীব্র বেদনাভরা চিৎকার যার ভীষণ আওয়াজ কেউ শুনতে পাওয়া যায় না,সেই অনুভূতির প্রকাশ করার জন্য এই গান সম্পূর্ণ। আর তিমির দা র গলায় একবারে সূক্ষ্ম ছাঁচের মতো বসানো এই গান। অফুরন্ত ভালোবাসা নিও। ♥️
Timir Da Tomar name ta Amar hridoye gethe Geche......folk jogot ta j koto ta bhalo lage....ta e prokitir buk theikei r Tomar gan sonei bojha ja go.... love you dada
বড্ড অস্থির সময় চলছে জানো এখন। এই গান আর কলঙ্কভাগী না শুনলে ঘুম আসতে চায় না আমার। এত মন ছুঁয়ে কেমন করে গান করো হে গুণী। খুব কঠিন নোনাজলের রাত গুলোতে আমি সত্যিই তিমিরে বিশ্বাস রাখি।
মানুষ বড় অদ্ভুত। পৃথিবীর সবচেয়ে স্বার্থপর প্রাণী। চাওয়ার মধ্যে চেয়েছিলাম শুধু তাকেই, কিন্তু সেটাও দেয়নি। থাকবে বলে চলে গেছে। যেখানেই থাকো ভালো থাকো। গানটা আমাকে আজীবন কাঁদাবে তবুও শুনি রোজ। কারণ তোমার আমার সবচেয়ে বেশি স্মৃতি এই গানকে ঘিরে।
কষ্ট হয়তো ইচ্ছাকৃত নয় , হয়তো বাস্তবতা, হয়তো শক্তিহীনতা তবু যার গলায় গান, তার মনের ভিতর গভীর অনুসন্ধান, আত্মসমর্পণ পরিস্থিতির হাতে , আর প্রিয়জনকে জানানো শেষ কথা কথা যেন এখানে প্রবাহ , তলে তলে বয়ে চলে সুর , ভাষাহীনতা তোমার মতো তো গাইতে পারবনা দাদা, বুঝতে পারছিনা আগামী দিনটা কি করব, মুখ ফুটে বলব না পায়ে ধরে কাঁদব নাকি চুপ করে থাকব?
গানটা শুনে খুব ভালো লাগল। তিমিরদা তোমার কন্ঠ আমাকে মোহিত করে। অনেক অনেক শুভকামনা রইল তোমার জন্য। এই ভাবেই আমাদের উপহার দিও।আরামবাগ যুব উৎসব এ প্রথম তোমাদের live concert দেখি।
এখনো রবীন্দ্রসংগীত আগের মতোই প্রিয়.. কিন্তু রবীন্দ্রসংগীতের সাথে কোনো মানুষকে এক করে দেখার রুচি উঠে গেছে.. মনে পড়ে যায়, খারাপ লাগে,কষ্ট হয়, তাও দুই টাকে এক করতে নেই.. সবাই যোগ্য না,,যোগ্য না🤍
খুব খুব খুব ভালো লাগলো তোমার গান। এক সময় আমি যেখানে যেতাম সঙ্গে যেত গান।। আমি মানেই ছিল গান। যারা ভাবতো আমি গাইতে রাজি হব না, তারা আমার সামনে এক খিলি পান এনে ধরতো। পানটা মুখে দিয়েই আপন মনে শুরু করতাম গান। সব হারিয়ে গেল। আজ আমি সেই আমিটার ফসিল।
Bah chomotkar,dukkhota ki darun futlo go dada,darun geyecho dada,uff ki feelings,opurbo,vashiye niye gele chotto ekta nouko kore sesh na howa nodir kono ek ojana kinaray.........
তিমির দা just outstanding.... Sorir e sihoron ene dilo gaan ta sune...... rahul da r onoboddo keyboard playing... Osmvob sundor arrangement.... Just outstanding, excellent..just speechless..
তোমার এই গানটি প্রায় রোজ শুনি।সবাই কতো কিছু বলে ধন্যবাদ জানায় তোমায়। আমি নগণ্য মানুষ, তাও ভাবি কিছু তোমায় বলা উচিত, কিন্তু কি বলবো জানিনা। শিউলি ফুল বড়ো প্রিয় আমার। সামনে পেলে আঁচল ভরে শিউলি ফুল দিতাম তোমায়
আমি মেডিকেল প্রথমবর্ষের ছাত্রী। জানিনা লেখাটা কোনোদিন আপনার কাছে পৌঁছাবে কিনা, আমার এক বন্ধু হিমাচলপ্রদেশে থাকে, বাংলা বোঝেনা কিন্তু সেও আপনার গানটা শুনে কেঁদে ছিলো। এখানেই রবি ঠাকুরের থেকেও বেশী আপনারই জয়... ভালোবাসা অফুরান।
Debajana joy apnaro.karon ai upolobdhi apnar howeche.jeta sobar hay na
বিশ্ব কবি রবি ঠাকুর পৃথিবীর "রবিঠাকুর" তিনি অনন্য প্রনাম আমাদের সকলের রবীন্দ্রনাথ ঠাকুর কে 🙏🙏
Breathtaking 🙏
@TimirBiswas অনবদ্য !!
এত সুন্দর একটা কমেন্ট দেখলেন না কেন কর্তৃপক্ষ, বুঝলাম না.. ♥️♥️
তিমির দা, একটা কথা বলি নদীর স্রোতে তো অনেকেই ভাসে। তবে কিছু জন থাকে যারা নিজের মতো স্রোত তৈরি করে। আলাদা করে তাদের চেনা যাই। ঠিক তেমনি তোমার কণ্ঠ শত ভালো শ্রুতি মধুর কণ্ঠের থেকে আলাদা অনেক আলাদা। এতে নিজস্বতা আছে। অন্তত আমার তাই মনে হয়েছে যতদিন থেকে তোমাকে শুনি। এই দেখো কী সুন্দর চেনা গানটা কেও নতুন করে তুলে ধরলে। যদি এটা কোনোদিনও পড়ো তাহলে যেনো তুমি অনন্য।
প্রথম যেদিন এই গানটি শুনেছি
আমি দরজা বন্ধ করে চিৎকার করে কেঁদেছি। প্রতিটি কথা যেন
আমার কথা। যখন বুকের ভেতর চাপা কষ্ট হয় নিঃশ্বাস নিতে পারিনা কাঁদতে পারলে ভালো লাগতো তখনই গানটি শুনি।কি অসাধারণ । কতবার যে যে এই গানটি শুনেছি একমাত্র উপর ওয়ালা জানেন। আমার প্রিয় মানুষটির জন্যে শুনে যাব ।
যতদিন বেঁচে থাকব ততদিন।
ভগবান ভালো রেখো প্রার্থনা করি। এতো কাছে থেকেও তবু কত দূরে। শুধু নিজের কথাই লিখে লম্বা করে ফেলেছি। অনেক সুন্দর করে গানটি গেয়েছেন।
ধন্যবাদ।
aj kal r gaite pari na.....valo kichu sunle sudhu chokhe jol e ase ....god bless u ..anek valobasa ..
Chesta korun r akbr..apni parben.. valo thakben. :)
Lv u dada lv u so much...... Allah bless u da Tomi khub vlo thko.... Tomi sera❤️
Nischoi paarben । Valo thakun
@@jonaidursarkarjonaidursark850 pp
গাইবেন | আমিও ছাড়িনি, গেয়ে যাই সাওস্রু নয়নে |
আমি সহজে কাঁদি না কিন্তু এই গানটা শুনে আর নিজেকে শক্ত রাখতে পারলাম না বুকের পাথরটা যেনো ভেঙে খান খান হয়ে গেলো। আজ আমার দাদা সপ্তর্ষির ২৮তম জন্মদিন, বছর তিনেক আগে যে আমাদের থেকে অনেক দূরে চলে গেছে । তাই এই গানটি আমি তাকে dedicate করলাম ।
You'll meet him in heaven. ❤️
গানের মধ্যে যে এক তীব্র অথচ খুব সুক্ষ, প্রচ্ছন্ন আবেদন, অনুরোধ, প্রার্থনা আছে, সেটা তিমিরদার গলাতে কি ভীষণ উজ্জ্বল। সাথে খুব যোগ্য, মনোরম সঙ্গত কিবোর্ডের
দাদা তোমায় যত বার শুনি তত বার অন্যরকম একটা অনুভূতি হয় ।।। তোমার কাছে রবীন্দ্রসংগীত চাই আরো ।।। আর্জি রইলো ।।।❤️❤️❤️
শরীরের প্রতি লোমও যেন এই গানের ভাষা বুঝতে পারে। কি প্রেম ঢালা সুর আপনার! এই গানকে আরো প্রেমময় ও হৃদয়স্পর্শী করে তোলে ❤️❤️😇
আপনি কোন ফাতেমস তুজ?শিল্পী
রবি ঠাকুরের গানের প্রত্যেকটা কথা শুনলেই আমার চোখ দিয়ে জল চলে আসে হে গুরু তুমি এই গানের মধ্যে সবার সাথে থেকো ।😢
হঠাৎ অাপনার একটা গান শুনে অামি এতই মায়ায় পড়ে গেলাম!!!এত মায়া অাপনার কন্ঠে...অামার প্রতিটা দিনই অাপনার গান শুনতে হয়,না হলে ভালো লাগে না...অদ্ভুদ একটা অনূভুতি কাজ করে....অারও সুন্দর গানের অপেক্ষায় রইলাম :)
তিমির বার বার বোঝান, তিনি কেন এত প্রিয় কণ্ঠ
আমি যার প্রেমিকা ছিলাম,তাকে আমি পাঁয়ে ছুঁয়ে প্রনাম করতাম,কিন্তু সে আমার দোষ বলে ছোট্ট একটা করনে একা করে চলে গেছে। গতকাল মিটমাট করতে গিয়ে জানতে পারি,৩মাসের মাথায় বিয়েও ঠিক করেছে। ভালো থাকুক সে। 🌿
যে সম্মান করেনা, মূল্য ও মর্যাদা দেয় না,তার জন্য কষ্ট পেয়ে লাভ কি? উঠে দাড়াও নিজেকে প্রতিষ্টিত করো একদিন তুমি বিজয়ী হবেই, বিধাতার বিচার আছে।
Jake tumi sob diye bhalobasle, Se baslo sudhu kichu khon,
Bhebo na tumi tar kotha, koro na choto mon.🌻
Bhalo theko.
Nijeke bhalo rekho.
Sob somoy nijer maa, baba ar eesshor ke bhebo. Koshto laga gulo kombe...
যা আপনাকে পিড়া দেয়
এমন বিষয় নিয়া ১ মিনিটের বেশি ভাববেন না।
হ্যাঁ এটাই মনেহয় ভালোবাসা.....
তবে একতরফা.......
যা সময়ের সাথে সাথে পরিষ্কার হয়ে গেছে..........
চরণ ধরিতে দিয়ো গো আমারে, নিয়ো না, নিয়ো না সরায়ে--
জীবন মরণ সুখ দুখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে ॥
স্খলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরি কত আর--
নিজ হাতে তুমি গেঁথে নিয়ো হার, ফেলো না আমারে ছড়ায়ে ॥
তোমার গলায় যে আবেগ রয়েছে সে আবেগ সকলের মুখে হাসি ফোটাতে পারে আবার যারা দীর্ঘদিন ধরে কষ্ট বুকে চেপে ধরে বেঁচে আছে যারা কাঁদতে চেয়ে ও কাঁদতে পারে না তারা তোমার গানে অঝোরে কেঁদে ফেলতে পারে । জানো এটা তোমার কতো বড় সফলতা♥️🙏 প্রণাম নিও দাদা এভাবেই গেয়ে যাও আর আমাদের অন্তরে তোমার সুর ধ্বনি বেজে যাক আজীবন।
ভালো লাগলো - অসংখ্য ধন্যবাদ 🥰🙏🏽
Very bad
@@TimirBiswasliveki sonale tumi
কলিজাটা একদন ঠান্ডাহয়ে গেলো 😊
কি যে অবাধ্যস্রোত বয়ে যায় সে ভালোবাসার হোক কিংবা বন্ধুত্ব হারিয়ে যাওয়ার ব্যাকুলতায়, তার যে একটা তীব্র বেদনাভরা চিৎকার যার ভীষণ আওয়াজ কেউ শুনতে পাওয়া যায় না,সেই অনুভূতির প্রকাশ করার জন্য এই গান সম্পূর্ণ।
আর তিমির দা র গলায় একবারে সূক্ষ্ম ছাঁচের মতো বসানো এই গান।
অফুরন্ত ভালোবাসা নিও। ♥️
রবি ঠাকুরের এই গান টা যেন তার গাওয়াতেই পূর্ণতা পাই 🔆 সুর তাল আর ছন্দ এদের একেকটা একে অপরকে ছাড়া অসম্পূর্ণ।🙏🏻
অসাধারণ। আরো প্রচুর রবীন্দ্রসঙ্গীত চাই আপনার কন্ঠে।
Excellent.!!!!!!!!!
মন ছুঁয়ে গেল।দাদা কি বলবো আর এত মিষ্টি সুর।আবেগ ভরা গান।
অতি চমৎকার গায়কী! রবীন্দ্র সঙ্গীতের এখানেই মাধুর্যতা! বাণী, সুর, কন্ঠ আর গায়কী। মুগ্ধতায় মনোময়তা অশেষ!
গায়ে কাঁটা দিয়ে উঠছে 🥺🥺 মনটা প্রচন্ড ভাবে অস্থির লাগছিল 😔 মনটা এখন বেশ ভালো লাগছে 🥰❤️
আপনার কন্ঠে জাদু আছে তিমির ভাইয়া😘😘🥰।আরো রবিন্দ্র সংগীত চাই
অসংখ্য ধন্যবাদ 🙏🏽 🙂 অবশ্যই গাইবো !
দাদা কি যে শান্তি পাই আমি যেন এক অন্য দুনিয়া হাঁড়িয়ে যাই
রবীন্দ্রনাথের বিপুল প্রতিভার বিশ্বয় ছড়ানো মুক্তগুলোর মধ্যে একটা এই শিল্পীর কন্ঠে প্রতিভাত হয়ে উঠেছে
এক অসাধারণ কন্ঠ ও এক অসাধারণ কিবোর্ড সাউন্ড সিস্টেম।
Timir Da Tomar name ta Amar hridoye gethe Geche......folk jogot ta j koto ta bhalo lage....ta e prokitir buk theikei r Tomar gan sonei bojha ja go.... love you dada
চরন ও ধরিতে দিয়ো গো আমারে
নিও না নিও না সরায়ে😢 দুচোখে অশ্রু ধারা, অশ্রু সিক্ত হৃদয়, তাকে হৃদয়ে রেখেছি যতনে।।
কেহ জানিবে না মোর গভীর প্রণয়,
কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়।
আপনি আজিকে যবে শুধাইছ আসি,
কেমনে প্রকাশি কব কত ভালোবাসি॥
প্রতিটি শব্দের প্রাণ প্রতিষ্ঠা হলো,আপনার অনবদ্য গায়কী তে।
খুব সুন্দর, সুন্দর প্রয়াস,মনের গহীন তলের!!!! শব্দ....
খুব ভালো হয়েছে। পুরো টিমকে অভিনন্দন
কী আকুতি, কতটুকু প্রাণের স্পন্দন থাকলে এভাবে বক্ষে জড়িয়ে ধরা যায়❤
অনেক দিন পর একটা ভালো রবীন্দ্রসঙ্গীত শুনতে পেলাম।
আমি আজ প্রথম আপনার কন্ঠের গান শুনলাম। প্রথমবারে এই কন্ঠের প্রেমে পড়ে গেলাম❤️
বড্ড অস্থির সময় চলছে জানো এখন। এই গান আর কলঙ্কভাগী না শুনলে ঘুম আসতে চায় না আমার। এত মন ছুঁয়ে কেমন করে গান করো হে গুণী। খুব কঠিন নোনাজলের রাত গুলোতে আমি সত্যিই তিমিরে বিশ্বাস রাখি।
দারুণ লাগল অনেক অনেক ধন্যবাদ আপনাদের জন্য। এমনই দরদী কন্ঠস্বর চোখে জল এসে যায়। সবাই সুস্থ ওভালো থাকুন।
মন ছুয়ে গেলো স্যার খুব ভালো লাগলো,
এভাবেই গান গেয়ে আমাদের ভালো রাখার চেষ্টা কোরো সারাজীবন অনেক ভালোবাসা রইলো
মানুষ বড় অদ্ভুত। পৃথিবীর সবচেয়ে স্বার্থপর প্রাণী। চাওয়ার মধ্যে চেয়েছিলাম শুধু তাকেই, কিন্তু সেটাও দেয়নি। থাকবে বলে চলে গেছে। যেখানেই থাকো ভালো থাকো।
গানটা আমাকে আজীবন কাঁদাবে তবুও শুনি রোজ। কারণ তোমার আমার সবচেয়ে বেশি স্মৃতি এই গানকে ঘিরে।
এই গানটা অনেকের কনেঠই শুনেছি। তবে আপনার কন্ঠে সেরা। এস কে চমদ।
Aapni kakhonoi thik kore shonenni. Hemanta Babur dhaare kaachhe keu naa. Enaar kathaa chherei din.
যন্ত্রনা আর একরাশ কান্না মেশালে তোমার আওয়াজ হবে দাদা । গুরু 🙏🙏🙏🙏
Very good
অপূর্ব, খুবই ভালো লাগলো, খুব ভালো থাকো, তোমার গানের গলা খুব ভালো 👌👌👌👌
আহা♥.. গান গুলো শুনতে বড্ড বাধ্য করায় গলার স্বর টা। সত্যি আর কিছুই বলতে ইচ্ছে করেনা।
খুব ভালোবাসি এই মানুষটার গান শুনতে।
ফেবু তেও বলেছি,,একটা গানের আবদার। এভাবেই চাই গানটি.... "আমি তোমার প্রেমে হবো সবার কলঙ্কভাগী"
অপেক্ষায় থাকবো
যতবার গানটা শুনি, কিছুতেই কান্না থামাতে পারিনা.. .তবু কেউ চরণ সরায়ে নেয়.. তবু কেউ সুখে থাকে.. কিন্তু আমিই পারিনি... হয়তো আমারই সমস্ত ব্যর্থতা, সব দায়.. নয়তো কেন খোলশ পাল্টাতে পারিনা?? 😢😢😢😢😢😢
গানটা আজো কাঁদালো, সেই সেদিনের মতো.. সম্ভবত বাঁচার দিনগুলো এভাবেই নিজেকে লুকাতে হবে..হাসির আড়ালে...। লুকিয়ে ফেলতে হবে...কারো সুখকে চীর স্হায়ী করতে।
প্রিয়,কাছের কোনো মানুষ থেকে কষ্ট পাওয়ার পর যদি চোখে জল না এসে থাকে তাইলে এই গানটি শুনুন। জল নিয়ে আসবে।।
খুব মূল্যবান কথা দাদা ।
কষ্ট হয়তো ইচ্ছাকৃত নয় , হয়তো বাস্তবতা, হয়তো শক্তিহীনতা
তবু যার গলায় গান, তার মনের ভিতর গভীর অনুসন্ধান, আত্মসমর্পণ পরিস্থিতির হাতে , আর প্রিয়জনকে জানানো শেষ কথা
কথা যেন এখানে প্রবাহ , তলে তলে বয়ে চলে সুর , ভাষাহীনতা
তোমার মতো তো গাইতে পারবনা দাদা,
বুঝতে পারছিনা আগামী দিনটা কি করব, মুখ ফুটে বলব না পায়ে ধরে কাঁদব
নাকি চুপ করে থাকব?
আলাদা করে ভাষা খুঁজে পাচ্ছিনা, মন শুধু বলছে অসাধারণ।।।।💕💕
অনেক অনেক ধন্যবাদ এক দারুন সকাল দেওয়ার জন্য।।।💖💖
Sanjib Banerjee th-cam.com/video/wYv6EqfPaak/w-d-xo.html
এক অন্তহীন অন্তরে আকুতি ঝরে পড়ছে গানটিতে। এই একটি গান শ্রোতার মনি কঠোর অমর করে রাখবে শিল্পীকে।
সত্যি গানটা খুবই ভালো আমি কান্যা করে দিয়েছি আমার রবীন্দ্রনাথ ঠাকুর কে খুবই ভালো লাগে এবং তার নানা ধরনের গান খুবই ভালো ❤❤❤❤❤❤
অনেক কান্যা করেছেন। এবার একটু হাসি করুন...
khub khub sundor dada😊😊👌👌👌👌👏👏👏👏
গানটা শুনে খুব ভালো লাগল। তিমিরদা তোমার কন্ঠ আমাকে মোহিত করে। অনেক অনেক শুভকামনা রইল তোমার জন্য। এই ভাবেই আমাদের উপহার দিও।আরামবাগ যুব উৎসব এ প্রথম তোমাদের live concert দেখি।
ভীষণ ভালো লাগলো ! অনেক অনেক ধন্যবাদ ! 🙏🏽🙂
এতো ব্যস্ত আমরা ,এতো ব্যস্ত আমাদের মন এখন, কিছুতেই এই যুদ্ধ টা কমার না। তার মধ্যে
দিনের শেষে এমন একটুকরো গান সব শান্ত করতে পারে,🙏💙
অসংখ্য ধন্যবাদ 🙏🏽🙂🙂🙂🙂🙂
@@TimirBiswaslive ❤️❤️ সাথে আছি ,সাথে থেকো।🙏
আমার প্রিয় গানের মধ্যে একটা...সুন্দর ছিলো 🥰💎👌
Khub valo laglo...
Misti galar aawas...
Khub sundar...
তিমির দা আমি তোমার ভয়েস এর খুব বড়ো ভক্ত ,,তোমার গাওয়া গানের লাইন গুলো যেনো গায়ে কাঁটা দেয়,, এভাবেই চিরকাল আমাদের মন জয় ক র ।
রবিঠাকুর মানেই প্রাণের ঠাকুর
আর এই গানটি গেয়েও আপনি প্রাণ ভরে দিলেন🤝🤝🤝🤝🤝
অসংখ্য ধন্যবাদ 🙂🙏🏽
Darun laglo , khub valo
Timir , tears in my eyes anmounces that it is the real prem of Tagore.
এখনো রবীন্দ্রসংগীত আগের মতোই প্রিয়.. কিন্তু রবীন্দ্রসংগীতের সাথে কোনো মানুষকে এক করে দেখার রুচি উঠে গেছে.. মনে পড়ে যায়, খারাপ লাগে,কষ্ট হয়, তাও দুই টাকে এক করতে নেই.. সবাই যোগ্য না,,যোগ্য না🤍
Aktai kotha asadharonnn
Asadharon bhalo gaan ta khub sundor laglo onek dhonnobad bhalo thakun onek onek bhalo.
গানটি তিমিরের কন্ঠ থেকে নয়, অন্তর থেকে উঠে এসেছে। বক্ষ জুড়ে তাই থাকুক এ গানের রেশ.....
আমি অফিসে থাকা কালীন সময়ে এই গান টা বাজিয়ে কাজ শুরু করি।অনবরত শুনি।তা,হলে যেন কাজ আগাতেই পারি না। তিমির তুমি অনেক দূর যাবে। তোমার গানের গলা অসাধারণ।
হে পরমপিতা সকলকে তোমার কাছে আসার সুযোগ করে দিও প্রভু ❤❤❤❤
Asadharan laglo. Aro Rabindra sngeet tomar galay sunte chai. God bless you my son.
অসংখ্য ধন্যবাদ 🙏🏽😊
এক অসাধারণ আবেদন সৃষ্ট হয়েছে আপনার সুরে ভাবে।
এই পৃথিবি পায় তারে একবার
যারে পায় নাকো আর।।।
###Timir da😊
❤
Aj abar ek Rabindrajayanti te ese sunchi. Ei Rabindrasangeet ti sunle kyano jani na chokh e jol chole ase ojantei.
Ato priyo Apni.. Apnar kontho jeta sunle Kothai hariye jai jno... Mugho hoi Sudhu 🤗❤️pronam neben Dada.. Apnar golai Robi thakurer gaan.. Onoboddo lage... Kadte iche kore Sudhu sunte sunte...
একটা আলাদা রকমেরই দরদ দিলেন এই গানে আর রবিঠাকুরের গান ,মন তো ছোঁবেই🙂
অসংখ্য ধন্যবাদ 🙏🏽🙂
Most Welcome দাদা।আপনার গানগুলো ছাড়া যেন আজকাল আর বিকাল কাটে না🙂ধন্যবাদ আপনাকেও রবিঠাকুরকে আরও উজ্জ্বল ভাবে আমার অনুভূতিতে জাগ্ৰত করার জন্য।
লিখার তো ভাষা নেই। কি লিখবো। শুধু চোখ বন্ধ করে শুনছি আর শুনছি।মনের মতো গান।
অসাধারন। অনেক দিন থেকে এই গানটার এমন একটি Version এর অপেক্ষায় ছিলাম। অনেক ধন্যবাদ আপনাদের।
খুব খুব খুব ভালো লাগলো তোমার গান। এক সময় আমি যেখানে যেতাম সঙ্গে যেত গান।। আমি মানেই ছিল গান। যারা ভাবতো আমি গাইতে রাজি হব না, তারা আমার সামনে এক খিলি পান এনে ধরতো। পানটা মুখে দিয়েই আপন মনে শুরু করতাম গান।
সব হারিয়ে গেল। আজ আমি সেই আমিটার ফসিল।
Bah chomotkar,dukkhota ki darun futlo go dada,darun geyecho dada,uff ki feelings,opurbo,vashiye niye gele chotto ekta nouko kore sesh na howa nodir kono ek ojana kinaray.........
Khub sundor Timir Da.... Love you... 😍😍😍
khub bhalo laglo... Sukh... dukho.. Sur er somonay .... Ar e Keyboard bajiyeche.. just awesome ..lots of love from Hyderabad.
অসংখ্য ধন্যবাদ 🥰
A old fan from the beginning. Memories of your Performance in Gupta College is still fresh
অসংখ্য ধন্যবাদ ! 🙏🏽🥰 সেই স্মৃতি আজও তাজা !
Oh Dada....thanda kore dilo puro....ki feel ..awesome keyboard.. Superb superb.
Rabindranath Thakur +Timir Biswas = Magic
গানটি যত বারই শুনি তত বার আমার শরীর শিথিল হয়ে যায়
কাঁদিয়ে দিলে বাবা আমাকে। তোমার গান শুনে কান্না চলে আসলো।
এ গানের প্রেম আদতে জাগতিক প্রেমের গান নয়। ওপর ওলার প্রতি প্রেম।
এটা আমার অত্যন্ত প্রিয় গান। মন ভরে গেল। অসাধারণ।
Onek bar sunlam... asadharan ❤️❤️❤️
🙏🙏🙏💚💚 @Timir Biswas dada pronam nio osadharon, ata ami tmr gaowa pray 50 bar shunechi
অসাধারণ নিবেদন তিমির বিশ্বাস।রবীন্দ্র নাথ আমাদের জীবনময়।শুভ কামনা।
Chokh bondho kore sunlm.... Somoi ta theme gelo..... Thank you
❤❤❤❤❤darun hoyeche, apurbo, koto sundor voice ❤❤❤❤❤
Apni ononyo Timir babu,❤
Love from Bangladesh. Timir da, you are just awesome. May Allah bless you. feb and june
দারুণ ...খুব সুন্দর দাদা
তিমির দা just outstanding.... Sorir e sihoron ene dilo gaan ta sune...... rahul da r onoboddo keyboard playing... Osmvob sundor arrangement.... Just outstanding, excellent..just speechless..
Akash Mondal th-cam.com/video/wYv6EqfPaak/w-d-xo.html
Ek odvut nesha achhe tomar golay. Dhonnobad ei apurba sundar ganti upohar deoyar jonne. ❤️❤️❤️
Mon bhore gelo....barbar shuneo mone hoy abar shuni...ki apurvo geyechen .....
Vison sundor.❤️
তোমার এই গানটি প্রায় রোজ শুনি।সবাই কতো কিছু বলে ধন্যবাদ জানায় তোমায়। আমি নগণ্য মানুষ, তাও ভাবি কিছু তোমায় বলা উচিত, কিন্তু কি বলবো জানিনা। শিউলি ফুল বড়ো প্রিয় আমার। সামনে পেলে আঁচল ভরে শিউলি ফুল দিতাম তোমায়
Timir da tumi osadharon r Rahul rocks.
Dibyendu Dey th-cam.com/video/wYv6EqfPaak/w-d-xo.html
valo basha roilo dada💕
প্রাণটা ভরে গেলো দাদা । মনটা অনেকটা শিথিল হলো।
প্রণাম নিবেন। 🙏
Apurbo geyecho vision valo laglo .amar khub priyo akta gann .
খুব সুন্দর দাদা ভাই অপূর্ব খুব সুন্দর গানের সুর বলিহারি রাধে রাধে
দাদা আপনার গান যত শুনি ততো মুগ্ধ হয়ে যাই
Asadharan. ..Sadhu Sadhu.