বাংলাদেশের ডামি ইলেকশনের আগেও এরকম বলেছিলেন যে ওটা ওদের নিজেদের ব্যাপার, আমরা হস্তক্ষেপ করার আবার কি আছে? স্যার যে এই বিষয় টাও আপনি উল্লেখ করেছেন তাই আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের মানুষ ও যাতে সেটা ভুলে না যায়।
দাদা চানক্যনীতি বড়ই কঠিন l প্রথমে তারা নেতা ছিল , আমেরিকা ছিল হাতা l এখন আমেরিকা নেতা , ভারত হাতা l অপেক্খা করুন , আনসার , হিন্দু , হিজড়া, সামনে আরো আসবে এমন কি ঃঃঃঃl
সালাম, ভাই। আমার ব্যক্তিগত মত, ভারতের সাথে আমাদের সম্পর্ক সতর্কতামূলকও হওয়া উচিত। ভারত এই অঞ্চলের কারো সাথেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থায়ী করতে পারেনি।
ভারত-বাংলাদেশ কে হায়দ্রাবাদ কেন বানাবে? আপনারা স্বাধীন জনগোষ্ঠী স্বাধীন দেশ আপনার এই সমস্ত উল্টোপাল্টা কথা ভাবেন কেন? কালকে ভাববেন আমেরিকা আপনাদের আমেরিকার নাগরিক বানাবে পরশুদিন স্বপ্ন দেখবেন চীন আপনাদের দখল করে চীনা নাগরিক বানাবে আপনারা বাংলাদেশি সেটা ভাবতে কি লজ্জা লাগে? আপনাদের দেশপ্রেম সম্পর্কে আমাদের সন্দেহ হয়
এরা এখন আমেরিকার মাধ্যমে আবার বাংলাদেশকে নিজেদের করদ রাজ্য বানাতে চায়। আমেরিকা বাংলাদেশের স্বার্থ আগে দেখবে না নিজেদের স্বার্থ আগে দেখবে? অবশ্যই আমেরিকার স্বার্থ। দক্ষিন এশিয়ায় আমেরিকার স্বার্থ দেখতে হলে আমেরিকা আগে ভারতের স্বার্থ দেখে কারণ ভারত পুরো পৃথিবীতে আমেরিকার কৌশলগত মিত্র। তাই আমেরিকা কখনো ভারতের স্বার্থের বাইরে গিয়ে বাংলাদেশের স্বার্থ দেখবে না সে ইউনুস যতই আমেরিকার বন্ধু মানুষ হোন না কেন। কারন আমেরিকার কাছে ব্যক্তির চেয়ে দেশ বড়।
তাদের মুখের কথা এবং অন্তর এর ভাবনা সম্পুর্ন আলাদা। সুতরাং তাদেরকে কোনো ভাবেই বিশ্বাস যায়না। এখন আমাদের প্রথম এবং প্রধান কাজ হলো আমাদের দেশের সিকিউরিটি নিশ্চিত করা।
@skartube India line e esheche bolei Maldives shomporko thik koreche. Prithibite kono desh ee permanently karo bondhu ba shotru na. Varot jodi shomporko future thik thak rakhe, mutual friendship bojay rakhe, amrao amader side theke valo shomporko bojay rakhbo.
মালদিব আর নেপাল এর মত বাংলাদের অবস্থান এক নয় সেভেন সিসটার বাচাতে হলে বাংলাদেশ লাগবে নেপাল মালদিব এর কাছে তাদের কোন ভয় নাই আর বাংলাদেশর সাথে লাগতে আসলে ইন্ডিয়া ৭ খন্ড হবে রিয়েলিটে ভিন্ন বাংলাদেশ আর অন্য দেশের মধ্যে@skartube
আপনারা বলেন ভারত বন্ধু রাষ্ট্র, আবার বলেন আমাদের গোলাম করে রেখেছে, আবার করেন ভারত বয়কট, আবার ভারত বিদ্বেষী কথা বলেন, আবার শত্রু বলেন, আবার বলছেন ভারত সুর পালটাচ্ছে। আসলে আপনারা নিজেদের জনগণকে বোকা বানাচ্ছেন। ভারত তার নীতি কোনদিন পাল্টায় নি, কোন রাজনৈতিক বা কূটনৈতিক বাংলাদেশ নিয়ে শত্রুতার কথা বলে নি, আর্মি দিয়ে বাংলাদেশে আগ্রাসন করে নি, তাহলে কোন জিনিসের ভিত্তিতে বলেন ভারত তার নীতি পালটাচ্ছেন। ভারত নিজের স্বার্থে নীতি বানায়, ভারত বাংলাদেশের যে সম্পর্ক ভারতের স্বার্থ অনুকূলে যাবে ভারত তেমন নীতি বানাবে, ইউনূস ভারতের স্বার্থ রক্ষা করলে তার সাথেও সুসম্পর্ক রাখা হবে।
ভারতীয় পণ্য বয়কট চালিয়ে যেতে হবে, বাংলাদেশের জনগণকে আর্মি ট্রেনিং নিতে হবে, ইংলিশ কিছু নিউজ চ্যানেল তৈরি করতে হবে, সাইবার ফোর্স তৈরি করতে হবে, সদা সর্বদা সজাগ থাকতে হবে।
জেনারেল ওয়াকারুজ্জামান এর কার্যকলাপ সন্দেহ জনক মনে হচ্ছে। সেনাবাহিনীকে দেশ পরিচালনার দায়িত্ব দেয়া যেতে পারে না, এরা দেশকে ধ্বংস করবে। দেশের পুলিশ প্রশাসনকে অতি তাড়াতাড়ি ঠিক করে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে দেওয়া উচিত। সেনাবাহিনী মনে হচ্ছে পাকিস্তানি আর্মিদের মত দেশের অভিভাবক হতে চায় সেটা হতে দেওয়া যাবে না।
@skartubeYou think everyone is Lendhup Dorjee!!! Well Maldives kicked you out of - not long ago ! Yes now you can publicize to whole world Muizzu came for $400 M Nepal S Lanka China Pakistan still kicking your ass They will continue- act like a good neighbor
ভাই ভারতীয়দের আত্ব উপলব্ধি ভালো। আবার দুর্বিসন্ধি মূলক কিনা ভেবে দেখতে হবে। ভারতের সাথে বন্ধুত্বের ক্ষেত্রে এদেশের জনগণকে সতর্ক থাকা জরুরি। জনগণের ভারতীয় পণ্য বর্জন অব্যাহত থাক সেটিই চাই।
ডঃ সাহেব ধন্যবাদ আপনাকে । আপনার বক্তব্য ১০০শত ভাগ সত্য। ডঃ সাহেব সবাই বলে মোদি বাংলাদেশের ক্ষতি করেছে।আসলে এই ক্ষতি শুরু করছে কংগ্রেস মোদি নিয়ম পালন করেছে।
ছোটবেলা শুনেছি একটা গল্প ( ghotona): আমাদের এক সুরেন পড়বর্তীতে সুরেন বাবু বাল্য কালে মায়ের বকাঝকা খেয়ে একদিন গোষ্যা করে উপাস থাকা শুরু করে। একবেলা উপাস থাকার পর মাতো সুরেনকে খাইতে ডাকেনা। এরপর রাতের খাবারে সুরে খাইতে না আসাতে মায়ের মনে কষ্ট আসে এবং সুরেনকে খাইতে ডাকে। সুরেনের সাব কথা সে এই ঘরের অন্ন মুখে নিবেনা। এর পরে মা সুরেনকে আর খাইতে ডাকেনা। এদিকে অনাহারে সুরেনের অবস্থা নেতিয়ে পড়েছে। বলতে গেলে সুরেনের কুদানি শেষ। এমনি এক পরিস্থিতে খুদার জ্বালা সয্য করতে না পেরে খরিমাটি দিয়ে দরজায় লিখে রাখে সুরেনকে আর এক বার শাধিলেই খাবে। ভারতের জয় শংকর বাবুরা বুঝতে পেরেছে আমরা তাদেরকে আর চাইনা এবং সাদবোনা। এবার তারা পেট চাপড়াতে থাক।
হাহাহা। ছোট বেলার কথা মনে পড়ে গেল 😁। ছোট বেলায় দুই বার মার সাথে রাগ করে ১দিন কিছু খাইনি, কিন্তু মা আমাকে একটি বারের জন্য ও সাধেনি। মা বলে খিদে লাগলে মানুষ গু ও খায় 🤣🤣।ভাইরে ভাই এর পর থেকে যার সাথেই রাগ করিনা কেন খাবার এর সাথে রাগ করিনা😁😁।
এই স্টেইটমেন্টও সতর্কভাবেই নেয়া উচিত। রাতারাতি ভারত তার অবস্থান পরিবর্তন অশংকার। প্রতিটি অবস্থানের বিপরীতে কিছু চাওয়া পাওয়ার ব্যাপার থেকে যায়। প্রশ্ন হলো, কি আশ্বাসের ভিত্তিতে ভারতের এই পরিবর্তন।
ভারতের ব্যাপারে আপনার অবস্থান বাস্তবমুখী। আমি মনে করি আমাদের সার্বিক পররাষ্ট্রনীতি পুনর্গঠন করা উচিত। ভারতের ব্যাপারে আমাদের সতর্কতা মূলক বিদেশ নীতি নেওয়া উচিত।
@@tahminakhan4362 এক কথায় বললে কথাটি নেতি বাচক ভাবে সত্য । তবে ভারতে আভ্যন্তরীণ ভাবে অনেক বদলে গেছে। বর্তমান ভারত চরম পুঁজিবাদী এবং সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত হয়েছে।
১. মার্কিন প্রতিনিধিরা ভারতে সফরে আসবে এটা কবে মানে কোন তারিখে স্থির হয়েছিল, সেই তারিখটা জানাতে পারেন? ২. রাজনাথ সিং এর পুরো বক্তব্যটা আপনি শুনেছেন? ক্লিপটা বা লিঙ্কটা একটু পাঠাবেন প্লিজ। অথবা ভারতীয় যে কোন রাজনীতিকের বাংলাদেশ বিরোধী যে কোন বক্তব্য থেকে থাকলে পাঠাতে পারেন। যাতে বোঝা যায়, বাংলাদেশ সম্পর্কে জয়শঙ্করের বক্তব্য বাংলাদেশ বিষয়ে ভারতের পূর্ব অবস্থানের বিপরীত। ৩. গণতন্ত্র কি প্রতিষ্ঠিত হয়ে গেছে আপনাদের দেশে ছাত্র-জনগনের প্রাণের মূল্যে? না কি সৈন্য শাষণের ক্ষেত্র প্রস্তুত করার জন্য এই কটা প্রাণ দরকার ছিল? ৪. আপনারা ঐক্যবদ্ধ, আপনাদের সকলের দাবী এক - তবু, ক্ষমতায় না থেকেও দিবালোকে শেখ হাসিনা কার সহায়তায় দেশ থেকে বেরিয়ে যেতে পারলেন? এমনই !!??
ডোনাল্ড লু ভারত ঘুরে বাংলাদেশে আসার পর থেকেই ভারত সোজা হয়ে গেছে আপাতত। কিন্তু ভারত তার পুরোনো খেলা আবার শুরু করবে এটাও ঠিক। কিন্তু বাংলাদেশের মানুষ ভারতের বাসনা পূরণ হতে দেবে না এটা আরোও বড় সত্য।
ডঃ ইউনুছ স্যারের কাছে অনুরোধ স্যার দয়া করে ভারতকে সাবধানে ডিল করবেন । আপনিই পারবেন ভারতকে সোজা করতে । আমাদের দেশের সকল ন্যায্য পাওনা আদায় করে নেবেন স্যার , আপনি পারবেন ইনশাআল্লাহ ।
দাদা চানক্যনীতি বড়ই কঠিন l প্রথমে তারা নেতা ছিল , আমেরিকা ছিল হাতা l এখন আমেরিকা নেতা , ভারত হাতা l অপেক্খা করুন , আনসার , হিন্দু , হিজড়া, সামনে আরো আসবে এমন কি ঃঃঃঃl
দাদা চানক্যনীতি বড়ই কঠিন l প্রথমে তারা নেতা ছিল , আমেরিকা ছিল হাতা l এখন আমেরিকা নেতা , ভারত হাতা l অপেক্খা করুন , আনসার , হিন্দু , হিজড়া, সামনে আরো আসবে এমন কি ঃঃঃঃl
দাদা চানক্যনীতি বড়ই কঠিন l প্রথমে তারা নেতা ছিল , আমেরিকা ছিল হাতা l এখন আমেরিকা নেতা , ভারত হাতা l অপেক্খা করুন , আনসার , হিন্দু , হিজড়া, সামনে আরো আসবে এমন কি ঃঃঃঃl
আপনাদের ভারতকে নিয়ে এতো চিন্তা কিসের ? আপনারা স্বাধীন হয়েছেন, আলাদা থাকুন, ভারতকে সম্পূর্ণরূপে বর্জন করুন। ভারত নিজের স্বার্থ নিয়ে চলবে, এটাই স্বাভাবিক। আপনাদের একটা ছোট দেশ। সুসম্পর্ক বজায় রাখার দায় আপনাদের।
ভারতের ব্যাপারে আমাদের চিন্তা নয় দুশ্চিন্তা রয়েছে,!! সেটা ভারতের অসৎ প্রতিবেশী সুলভ আচরণের কারণেই ঘটেছে। এটা আমরা সবাই জানি যে ভারত তার কোন প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে পারে নাই।কাজেই কেবল সুসম্পর্ক রাখার দায় ছোট প্রতিবেশীদের না ,ভারতকে এই দায় বহন করতে হবে, কারণ সম্পর্ক নষ্ট করার দায় _আপনার অহংকারী দেশ ভারতের। এবং বাস্তবতা সেটাই বলে। আশা করি দাদাবাবু আমার কথা বুঝতে পেরেছেন, তাই না?
Dr. Zahed, You will make a big mistake if you think India has changed its policy . India will never become a friendly country to Bangladesh . S. Jayshankar is a diplomat and consider his " yes" as "no" or " maybe ". The Akhand Bharat doctrine is still in place. If neibouring countries would have been important to India then strategically and cost and benefit basis, Pakistan would be more important for India to make a normalize relationship.
Ma sha Allah. Alhamdulillah. May Allah bless our nation peace, security and prosperity May Allah protect our people from evil Ameen ya Rabb al 'alameen
একজন মানুষ সাধারণ থেকে রাষ্ট্রপতি পযর্ন্ত সকলেই কিন্তু প্রাথমিক শিক্ষা গ্রহণ করেই এতদূর যায় কিন্তু আমরা কি কখনও প্রাইমারির শিক্ষক ততটা সম্মান দিতে পেরেছি??? ভালো খারাপ তো সব জায়গাই আছে কিন্তু আমরা প্রাইমারির শিক্ষকদের নিচু করি কিন্তু এটা বলি না এদের একটা জবাবদিহি মাধ্যমে কাজের মান আর সম্মান নিশ্চিত করি। তাদের যে বেতন দেওয়া হয় এটা কি আদো যুক্তিক??? তারাই কিন্তু শিক্ষার বীজ রোপণ করছে। তাদের সম্মান উচ্চ হওয়া উচিৎ। স্যার এ বিষয়ে কিছু বলার অনুরোধ রইল। ধন্যবাদ 🙏🙏🙏
এই জনাবের একটাই কন্টেন্ট ভারত। ভিউ ব্যাবসা ছাড়া আর কিছুনা, আজকাল ইনি একটু টেনশনে আছেন খুব একটা কন্টেন্ট পাচ্ছেনা ভারত নিয়ে, দেশে ডক্টর এর অভাব কিন্তু ইনি ডাক্তারি ছেড়ে geopolitics করছেন কারণ ডাক্তারি করতে দক্ষতা লাগে, কিন্তু দেশের মানুষকে ভুলভাল বোঝাতে কোনো ডিগ্রি বা দক্ষতা লাগেনা, শুধু ভারত বিদ্ধেষী হলেই হলো আপনার ভিভ আসবে,
Dhaka Medical er nam sunchen !!??? Apnar 14 generation er koyjon Dhaka medical e porar joggota orjon korse!!??? 1 year e medical e admission exam Dey 3 lac , Tar modde first 201 Jon Dhaka medical e pore. Bucchen amar kotha!!!???
এতো গুলো চুল ছিঁড়ে ভারতে চিকিত্সা করাতে হয়,লজ্জা লাগে না? আপনাদের ভিক্ষুক সরকার ভর্তুকি দিতে পারে না।ভারতে এন্ট্রান্স পরীক্ষায় যারা সুযোগ পায় না তারা বাংলাদেশ যায় সস্তা বলে।এখন ওদের 50 লাখ দিয়ে শুরু হয়।
@@riaydshapon3664 na bhai sotti ami bujlam na, ki bojate chichen. kichu bollar age ata vaben daka medical no1 medical college r sekhane matro 201 ta seat. ki hobe unnoti desher, charen, ami bolte chaichilam desha doctor er ovab r ai janab dr hoyeo to daktari korena. karon joggota nai. aktu mon ta khule bojar chesta koren ki hoche, enar lav kothay khoti kotai.
আসসালামু আলাইকুম, জনাব আপনার আলোচনা শুনতে ভালো লাগে। আপনার নামটাও সুন্দর জাহেদ উর রহমান, মাশাল্লাহ। যদি আসসালামু আলাইকুম বলে বক্তব্য শুরু করেন তাহলে আরও বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ।
আমাদের সাধীনতার ও সার্বভৌমত্বের প্রতি যথাযোগ্য মর্যাদা ও সম্মান দিয়ে ন্যায্য, বিশাসযোগ্য সম্পর্ক গড়ে উঠতে ভারতকে দায়িত্ব পালন করতে হবে, তাদের নিরাপত্তা ও অস্তিত্বের জন্য।
Dear Sir, I first encountered your views during a talk show in Bangladesh. Initially, I dismissed your opinions and categorized you as an anti-India, right-wing intellectual, akin to certain figures in India, such as Abhijit Chavda, who present themselves as geopolitical experts. However, when a lecture of yours at Dhaka University appeared in my feed, I decided to listen. I was captivated by the depth and clarity of your insights, and I watched the entire 2.5-hour lecture without pause, finding it intellectually gratifying. This led me to explore all the videos in your "Zahed Take on Geopolitics" series, and I was genuinely impressed by your profound knowledge of geopolitics. You have mentioned several times that India treats its neighbors like colonies and that its foreign policy has been largely unsuccessful. I kindly request you to create a detailed video elaborating on India's misadventures in its neighborhood, particularly in Maldives and Sri Lanka. Indian media, being biased towards the government, often presents a misleadingly positive image of India's relations with its neighbors, which influences perspectives like mine. Sincerely, Sandipan
অন্তরে অনিষ্ট চিন্তা, মুখে আত্মীয়তা, তার চেয়ে অধিক ভালো, প্রকাশ্যে শত্রুতা।
চাচা তুমি বুঝতাসো কিন্তু ইউনুস ভাই বুঝতাসে না, খালি পায়ে পড়ে আলু পেঁয়াজ ডিম 😂😂
হিন্দু ছোটলোক ভিখারি গুলো কাঁচাবাজার নিয়ে চিন্তা করে , আমাদের আলু পেঁয়াজ চাষ করার সময় নেই । ওগুলো তোমরা কৃষকের কাজ@@debabratapandit5238
Right
আমীন۔ সুম্মা আমীন۔۔
ekdom shosta faltu kotha jar kono jayga diplomacy te nai.
এটা কথায়। একেবারেই নিজেদের সুবিধার জন্য। মনে রাখবেন, Black will take no other hue”.
বাংলাদেশের ডামি ইলেকশনের আগেও এরকম বলেছিলেন যে ওটা ওদের নিজেদের ব্যাপার, আমরা হস্তক্ষেপ করার আবার কি আছে? স্যার যে এই বিষয় টাও আপনি উল্লেখ করেছেন তাই আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের মানুষ ও যাতে সেটা ভুলে না যায়।
তারা সুযোগের অপেক্ষায় থাকবে। আমাদের তাদের ফাঁদে পা দেয়া যাবে না।
দাদা চানক্যনীতি বড়ই কঠিন l প্রথমে তারা নেতা ছিল , আমেরিকা ছিল হাতা l এখন আমেরিকা নেতা , ভারত হাতা l অপেক্খা করুন , আনসার , হিন্দু , হিজড়া, সামনে আরো আসবে এমন কি ঃঃঃঃl
❤❤❤❤ঠিক দাদা
Right
Right
সালাম, ভাই। আমার ব্যক্তিগত মত, ভারতের সাথে আমাদের সম্পর্ক সতর্কতামূলকও হওয়া উচিত। ভারত এই অঞ্চলের কারো সাথেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থায়ী করতে পারেনি।
বাংলাদেশকে হায়দ্রাবাদ বানানোর মিশন ব্যর্থ হওয়ায় নতুন কার্ড খেলছে।
ভারত-বাংলাদেশ কে হায়দ্রাবাদ কেন বানাবে? আপনারা স্বাধীন জনগোষ্ঠী স্বাধীন দেশ আপনার এই সমস্ত উল্টোপাল্টা কথা ভাবেন কেন? কালকে ভাববেন আমেরিকা আপনাদের আমেরিকার নাগরিক বানাবে পরশুদিন স্বপ্ন দেখবেন চীন আপনাদের দখল করে চীনা নাগরিক বানাবে আপনারা বাংলাদেশি সেটা ভাবতে কি লজ্জা লাগে? আপনাদের দেশপ্রেম সম্পর্কে আমাদের সন্দেহ হয়
এরা এখন আমেরিকার মাধ্যমে আবার বাংলাদেশকে নিজেদের করদ রাজ্য বানাতে চায়। আমেরিকা বাংলাদেশের স্বার্থ আগে দেখবে না নিজেদের স্বার্থ আগে দেখবে? অবশ্যই আমেরিকার স্বার্থ। দক্ষিন এশিয়ায় আমেরিকার স্বার্থ দেখতে হলে আমেরিকা আগে ভারতের স্বার্থ দেখে কারণ ভারত পুরো পৃথিবীতে আমেরিকার কৌশলগত মিত্র। তাই আমেরিকা কখনো ভারতের স্বার্থের বাইরে গিয়ে বাংলাদেশের স্বার্থ দেখবে না সে ইউনুস যতই আমেরিকার বন্ধু মানুষ হোন না কেন। কারন আমেরিকার কাছে ব্যক্তির চেয়ে দেশ বড়।
Right
রাইট
ভারত কোনোদিনই হায়দরাবাদ করতে চাইনি বাংলাদেশকে। টা ইচ্ছে থাকলে ১৯৭১ করতে পারতো। প্রোপাগান্ডা থেকে দূরে থাকুন।
জাহিদ ভাই আপনি বলেছিলেন শেখ হাসিনাকে দরজা খোলা রাখেন জনগণ আসছে তাদের ক্ষমতা বুঝে নেওয়ার জন্য কথাটা খুব ভালো লেগেছে
তাদের মুখের কথা এবং অন্তর এর ভাবনা সম্পুর্ন আলাদা। সুতরাং তাদেরকে কোনো ভাবেই বিশ্বাস যায়না। এখন আমাদের প্রথম এবং প্রধান কাজ হলো আমাদের দেশের সিকিউরিটি নিশ্চিত করা।
ভারতকে পাড়া প্রতিবেশি হিসাবে মানা যায়। বাংলাদেশের সার্থে কোন ব্যাপারে কোন ছাড় নয়
ধন্যবাদ জনাব ডাঃ জাহেদ উর রহমান
সাপ যখন গর্তে ঢুকে ,সোজা হয়েই ঢুকে।কথায় আছে,ঠেলার নাম বাবাজি।
@skartube Muizzu kicked your ass really hard don’t forget - and Nepal Pakistan S Lanka China don’t give a shit to you
@skartube India line e esheche bolei Maldives shomporko thik koreche. Prithibite kono desh ee permanently karo bondhu ba shotru na. Varot jodi shomporko future thik thak rakhe, mutual friendship bojay rakhe, amrao amader side theke valo shomporko bojay rakhbo.
Correct
মালদিব আর নেপাল এর মত বাংলাদের অবস্থান এক নয় সেভেন সিসটার বাচাতে হলে বাংলাদেশ লাগবে নেপাল মালদিব এর কাছে তাদের কোন ভয় নাই আর বাংলাদেশর সাথে লাগতে আসলে ইন্ডিয়া ৭ খন্ড হবে রিয়েলিটে ভিন্ন বাংলাদেশ আর অন্য দেশের মধ্যে@skartube
ভারতীয় পণ্য বয়কট অব্যাহত থাকবে ইনশাআল্লাহ ।
Tobe khabe ki?
বাংলাদেশের জনগণ ভারতীয় পণ্য বয়কট আন্দোলন চালিয়ে যাবে।
❤❤❤❤❤
আমি জানা মতে, ঠেকে না গেলে কখনো ভটতীয় পন্য করিনি, কিনবো না।
বয়কটে মজাপাই।
ভারতের পন্য আসলে তবে খাই।।😅
বুঝবি। না খেয়ে তো মরতে বসেছিস।
ইনশাআল্লাহ
মন থেকে পরিবর্তন কখনোই করবে এটা আমি মনে করি না।
❤❤❤
Right
ভারত যদি বাংলাদেশকে ভালোবাসার কথা বলে তবে বুঝতে হবে তারা পরিকল্পনা পরিবর্তন করেছে শত্রুতা নয়।
একদম ঠিক
সঠিক
Ekdim tik
Vedio ta dekhe mone holo, bangladesh ekhono line-e na eleo line-e asar chesta korchhe.
আপনারা বলেন ভারত বন্ধু রাষ্ট্র, আবার বলেন আমাদের গোলাম করে রেখেছে, আবার করেন ভারত বয়কট, আবার ভারত বিদ্বেষী কথা বলেন, আবার শত্রু বলেন, আবার বলছেন ভারত সুর পালটাচ্ছে। আসলে আপনারা নিজেদের জনগণকে বোকা বানাচ্ছেন। ভারত তার নীতি কোনদিন পাল্টায় নি, কোন রাজনৈতিক বা কূটনৈতিক বাংলাদেশ নিয়ে শত্রুতার কথা বলে নি, আর্মি দিয়ে বাংলাদেশে আগ্রাসন করে নি, তাহলে কোন জিনিসের ভিত্তিতে বলেন ভারত তার নীতি পালটাচ্ছেন। ভারত নিজের স্বার্থে নীতি বানায়, ভারত বাংলাদেশের যে সম্পর্ক ভারতের স্বার্থ অনুকূলে যাবে ভারত তেমন নীতি বানাবে, ইউনূস ভারতের স্বার্থ রক্ষা করলে তার সাথেও সুসম্পর্ক রাখা হবে।
ভারতীয় পণ্য বয়কট চালিয়ে যেতে হবে, বাংলাদেশের জনগণকে আর্মি ট্রেনিং নিতে হবে, ইংলিশ কিছু নিউজ চ্যানেল তৈরি করতে হবে, সাইবার ফোর্স তৈরি করতে হবে, সদা সর্বদা সজাগ থাকতে হবে।
Taka kothay?? Imf er loan niye army banabi.😂
ভারতের ঋণ আগে শোধ কর তারপর স্বপ্ন দেখিস
বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত করতে হবে যেন ভারতে যাওয়া না লাগে ।বিশেষ করে বাংলাদেশের ডায়াগনস্টিক সেন্টার।
Baal chire taal khaa kanglu 😂😂
@@mahmudhossain9834
Auto pass doctor ভাল diagonisis করবে
সুযোগ দিলেই পেয়ে বসবে।
পণ্য বয়কটের ডাক দিলে আরো
সোজা হয়ে যাবে।
জেনারেল ওয়াকারুজ্জামান এর কার্যকলাপ সন্দেহ জনক মনে হচ্ছে। সেনাবাহিনীকে দেশ পরিচালনার দায়িত্ব দেয়া যেতে পারে না, এরা দেশকে ধ্বংস করবে। দেশের পুলিশ প্রশাসনকে অতি তাড়াতাড়ি ঠিক করে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে দেওয়া উচিত। সেনাবাহিনী মনে হচ্ছে পাকিস্তানি আর্মিদের মত দেশের অভিভাবক হতে চায় সেটা হতে দেওয়া যাবে না।
"ভাই, বাচ্চারা রাগ করলে বাবারা এভাবেই রাগ কমায়।"😅😅😅😅😅
❤❤ঠিক দাদু
ভারত বাংলা ১০% পন্য রপ্তানি করে।
ভারতীয় পণ্য বয়কট ছিল আছে এবং থাকবে ! কমপক্ষে ১৫ বছর ! 🇧🇩
হুম, এখন ভারত যদি বাংলাদেশ কে গুরুত্ব না দেয়, আমরাও দিবো না!!
মালদ্বীপ আর বাংলাদেশ এক না।@skartube
বাংলাদেশের আবাল পাবলিক শুধু ভুয়া খবর ছড়ায়
বাংলাদেশ দেশটা বিক্রি হয়ে যাবে
সেটা ভারত কিনবে। মোদি বাবু কিনবে😂😂😂😂
@@faizybabyyt Accha tar age India tukro tukro na hoy oi doa koro
@skartubeYou think everyone is Lendhup Dorjee!!! Well Maldives kicked you out of - not long ago ! Yes now you can publicize to whole world Muizzu came for $400 M
Nepal S Lanka China Pakistan still kicking your ass
They will continue- act like a good neighbor
হঠাৎ ভালো হয়ে যাওয়া, ভালো লক্ষণ নয়
Ak Dofa, Ak Daabi --- Total India Out .
জাহিদ ভাই এর বিশ্লেষণধর্মি ভিডিওগুলা থেকে অনেক গুরুত্বপূর্ণ আমি জানতে পারি। আল্লাহ আপনাকে উত্তম পুরস্কার দিন
Yes sir. But no salaam, no duwa.
ভারত হতে আমরা জাতী,ধর্ম নির্বিশেষে সচেতন থাকতে হবে।
সবার আগে আমাদের দেশের সার্বভৌমত্ব তারপর বন্ধুত্ব।।
ভারতের স্বভাব পরিবর্তন হবে বলে মনে করি না।
100% TO 100%THUGHT,DONT NEED TO MAKE THEM ANY CHANCE.
100% true
আগে নিজেদের স্বভাব পরিবর্তন করো খোকা,,,,,,,,,,???
Kokhono poriborton hobe na
প্রজার প্রতি রাজার যা মনোভাব থাকে আমাদের ও বাংলাদেশের প্রতি তাই থাকবে তা সে তোমরা যতই হাত পা ছুড়তে থাকো
ভাই ভারতীয়দের আত্ব উপলব্ধি ভালো। আবার দুর্বিসন্ধি মূলক কিনা ভেবে দেখতে হবে। ভারতের সাথে বন্ধুত্বের ক্ষেত্রে এদেশের জনগণকে সতর্ক থাকা জরুরি। জনগণের ভারতীয় পণ্য বর্জন অব্যাহত থাক সেটিই চাই।
@@galibhardware2777 আল্লাহ কি বাংলাদেশের লোকেদের এক চামচে ঘিলুও দেয়নি, এত মাথামোটার মতো কথা বলে যায় কেন
ডঃ সাহেব ধন্যবাদ আপনাকে । আপনার বক্তব্য ১০০শত ভাগ সত্য। ডঃ সাহেব সবাই বলে মোদি বাংলাদেশের ক্ষতি করেছে।আসলে এই
ক্ষতি শুরু করছে কংগ্রেস মোদি নিয়ম পালন করেছে।
বাংলাদেশের উপর নজরদারি করার সাহস তাদেরকে কে দিয়েছে,,,,,,,, বাংলাদেশি সকল সুস্থ প্রাপ্তবয়স্ক নাগরিকদের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হোক
গঠনমূলক সমালোচনা শুনতে ভালো লাগলো। ধন্যবাদ।
ধন্যবাদ স্যার সুন্দর উপস্থাপনার জন্য ,আল্লাহ আপনাকে হায়াতে তৌয়বা দান করুন । ডঃ ইউনুস স্যারের হাত শক্তি শালী করুন ।
ভাারতকে কখনোই বিস্বাস করাজায়না
ওরা মনে করে ওরা সারাজীবন প্রভু হয়ে থাকবে আমাদের পররাষ্ট্রনীতি যদি মেরুদন্ড সোজা করে দাঁড়ায় তাহলে ওরা লাইনে চলে আসবে আসতে বাধ্য 🇦🇪
Oho pipre
ছোটবেলা শুনেছি একটা গল্প ( ghotona): আমাদের এক সুরেন পড়বর্তীতে সুরেন বাবু বাল্য কালে মায়ের বকাঝকা খেয়ে একদিন গোষ্যা করে উপাস থাকা শুরু করে। একবেলা উপাস থাকার পর মাতো সুরেনকে খাইতে ডাকেনা। এরপর রাতের খাবারে সুরে খাইতে না আসাতে মায়ের মনে কষ্ট আসে এবং সুরেনকে খাইতে ডাকে। সুরেনের সাব কথা সে এই ঘরের অন্ন মুখে নিবেনা। এর পরে মা সুরেনকে আর খাইতে ডাকেনা। এদিকে অনাহারে সুরেনের অবস্থা নেতিয়ে পড়েছে। বলতে গেলে সুরেনের কুদানি শেষ। এমনি এক পরিস্থিতে খুদার জ্বালা সয্য করতে না পেরে খরিমাটি দিয়ে দরজায় লিখে রাখে সুরেনকে আর এক বার শাধিলেই খাবে। ভারতের জয় শংকর বাবুরা বুঝতে পেরেছে আমরা তাদেরকে আর চাইনা এবং সাদবোনা। এবার তারা পেট চাপড়াতে থাক।
😅😅😅😅😅😅😅
হাহাহা। ছোট বেলার কথা মনে পড়ে গেল 😁। ছোট বেলায় দুই বার মার সাথে রাগ করে ১দিন কিছু খাইনি, কিন্তু মা আমাকে একটি বারের জন্য ও সাধেনি। মা বলে খিদে লাগলে মানুষ গু ও খায় 🤣🤣।ভাইরে ভাই এর পর থেকে যার সাথেই রাগ করিনা কেন খাবার এর সাথে রাগ করিনা😁😁।
Darun bolechen 😊
Aita aktu ulta korle kemon hoy😂😂😂😂😂
দারুন
ডক্টর ইউনুস বাংলাদেশের গর্ব ,আল্লাহ ডক্টর ইউনুসকে সুস্থতা দিন, যেন এই দুর্দশাগ্রস্ত ১৮কোটি মানুষ গুলোকে বেশ কিছুদিন সেবা দান করে যেতে পারেন।
অন্তরে অনিষ্ট চিন্তা মুখে আত্মীয়তা, তার চেয়ে অনেক ভালো প্রকাশ্যে শত্রুতা।
Thonobad Dr Zahedur Rahman vai, onek onek shuveca Alochona shavol hoyece, ❤❤
আসসালামু আলাইকুম ভাই। সবই ড.ইউনুস স্যার এর মাধ্যমে লু এর খেলা 😊
ডোনাল্ড লু সাহেবের দিল্লি-ঢাকা-দিল্লি সফরের পর ভারতের অবস্থার পরিবর্তন ঘটে। একেই বলে ঠেলার নাম বাবাজি।
@skartubeNow go put together pieces of your ass - Muizzu kicked your ass really badly-
পাকিস্তান:ভিখারী স্থান
বাংলাদেশ:কাংলাদেশ
খুব তাড়াতাড়ি হবে
@skartube
মালদ্বীপ আর বাংলাদেশ এক না
লু এর সঙ্গে জুনিয়র অফিসার রা মিটিং করেছে। বিমান বন্দরে কেউ রিসিভ করতে যায় নি।😂😂
Ha bhai ebr USA ke military base dis......... Oi jonnoi meeting korte esche
স্যার আল জাজিরা ভূমি মন্ত্রীর রিপোর্ট নিয়ে কিছু বলেন
এই স্টেইটমেন্টও সতর্কভাবেই নেয়া উচিত। রাতারাতি ভারত তার অবস্থান পরিবর্তন অশংকার। প্রতিটি অবস্থানের বিপরীতে কিছু চাওয়া পাওয়ার ব্যাপার থেকে যায়। প্রশ্ন হলো, কি আশ্বাসের ভিত্তিতে ভারতের এই পরিবর্তন।
ভারতের ব্যাপারে আপনার অবস্থান বাস্তবমুখী। আমি মনে করি আমাদের সার্বিক পররাষ্ট্রনীতি পুনর্গঠন করা উচিত। ভারতের ব্যাপারে আমাদের সতর্কতা মূলক বিদেশ নীতি নেওয়া উচিত।
India poriborton houar noe
@@tahminakhan4362 এক কথায় বললে কথাটি নেতি বাচক ভাবে সত্য । তবে ভারতে আভ্যন্তরীণ ভাবে অনেক বদলে গেছে। বর্তমান ভারত চরম পুঁজিবাদী এবং সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত হয়েছে।
১. মার্কিন প্রতিনিধিরা ভারতে সফরে আসবে এটা কবে মানে কোন তারিখে স্থির হয়েছিল, সেই তারিখটা জানাতে পারেন?
২. রাজনাথ সিং এর পুরো বক্তব্যটা আপনি শুনেছেন? ক্লিপটা বা লিঙ্কটা একটু পাঠাবেন প্লিজ।
অথবা ভারতীয় যে কোন রাজনীতিকের বাংলাদেশ বিরোধী যে কোন বক্তব্য থেকে থাকলে পাঠাতে পারেন।
যাতে বোঝা যায়, বাংলাদেশ সম্পর্কে জয়শঙ্করের বক্তব্য বাংলাদেশ বিষয়ে ভারতের পূর্ব অবস্থানের বিপরীত।
৩. গণতন্ত্র কি প্রতিষ্ঠিত হয়ে গেছে আপনাদের দেশে ছাত্র-জনগনের প্রাণের মূল্যে? না কি সৈন্য শাষণের ক্ষেত্র প্রস্তুত করার জন্য এই কটা প্রাণ দরকার ছিল?
৪. আপনারা ঐক্যবদ্ধ, আপনাদের সকলের দাবী এক - তবু, ক্ষমতায় না থেকেও দিবালোকে শেখ হাসিনা কার সহায়তায় দেশ থেকে বেরিয়ে যেতে পারলেন? এমনই !!??
ডোনাল্ড লু ভারত ঘুরে বাংলাদেশে আসার পর থেকেই ভারত সোজা হয়ে গেছে আপাতত। কিন্তু ভারত তার পুরোনো খেলা আবার শুরু করবে এটাও ঠিক। কিন্তু বাংলাদেশের মানুষ ভারতের বাসনা পূরণ হতে দেবে না এটা আরোও বড় সত্য।
ভারত বন্ধু নয় প্রয়োজনে আমাদের সাথে থাকবে
এছাড়া এর বেশি আমরা কি আশা করতে পারি!
ধন্যবাদ জাহিদ ভাই।
🇨🇦
ডঃ ইউনুছ স্যারের কাছে অনুরোধ স্যার দয়া করে ভারতকে সাবধানে ডিল করবেন । আপনিই পারবেন ভারতকে সোজা করতে । আমাদের দেশের সকল ন্যায্য পাওনা আদায় করে নেবেন স্যার , আপনি পারবেন ইনশাআল্লাহ ।
@skartubeকলা
তারা যদি বাংলাদেশকে ভালোবাসার কথা বললে বুঝতে হবে তারা পরিকল্পনা পরিবর্তন করেছে শত্রুতা নয়।
দাদা চানক্যনীতি বড়ই কঠিন l প্রথমে তারা নেতা ছিল , আমেরিকা ছিল হাতা l এখন আমেরিকা নেতা , ভারত হাতা l অপেক্খা করুন , আনসার , হিন্দু , হিজড়া, সামনে আরো আসবে এমন কি ঃঃঃঃl
বাংলাদেশের সাথে ভারতের কখনোই শত্রুতা নেই ।। বাংলাদেশ যদি চীনের পাশে থাকতো তাহলে এতদিন চীনের অংশ হয়ে যেতো
❤❤
গোবর খোর রা মুখে মুখে যাই বলুক তাদেরকে বিশ্বাস করা যাবে না।
ডাঃ জাহেদ ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন? দোয়া করি ভালো ও সুস্থ থাকুন।আপনার সুন্দর বিশ্লেষণ জন্য ধন্যবাদ।
অপেক্ষায় ছিলাম স্যার।
দাদা চানক্যনীতি বড়ই কঠিন l প্রথমে তারা নেতা ছিল , আমেরিকা ছিল হাতা l এখন আমেরিকা নেতা , ভারত হাতা l অপেক্খা করুন , আনসার , হিন্দু , হিজড়া, সামনে আরো আসবে এমন কি ঃঃঃঃl
ফুয়াদ সাহেব অতি গুরুত্বপূর্ণ কথা বলেছেন।
প্রধান উপদেষ্টাকে দৃষ্টি আকর্ষণ করছি ফূয়াদ সাহেবের কথাগুলো আমলে নেওয়ার জন্য-🇧🇩🇧🇩🇧🇩
ভারতের কাছে কোন বিকল্প নেই তাই সুর নরম করেছে
দাদা চানক্যনীতি বড়ই কঠিন l প্রথমে তারা নেতা ছিল , আমেরিকা ছিল হাতা l এখন আমেরিকা নেতা , ভারত হাতা l অপেক্খা করুন , আনসার , হিন্দু , হিজড়া, সামনে আরো আসবে এমন কি ঃঃঃঃl
খুব সুন্দর আলোচনা করেছেন স্যার❤
, আমেরিকা ভালো যখন ইজরায়েল কে স্বীকৃতি দিতে বলবে তখন ভালো লাগবে তো ।😊😊😊
11:40 এখান থেকে শোনেন। আশা করি ক্লিয়ার হবে
To all 29 inchs beloved Rambos presently who are from fire to frying pan situation, a humble massage with love:
in subcontinent we always win.
আপনাদের ভারতকে নিয়ে এতো চিন্তা কিসের ? আপনারা স্বাধীন হয়েছেন, আলাদা থাকুন, ভারতকে সম্পূর্ণরূপে বর্জন করুন। ভারত নিজের স্বার্থ নিয়ে চলবে, এটাই স্বাভাবিক। আপনাদের একটা ছোট দেশ। সুসম্পর্ক বজায় রাখার দায় আপনাদের।
ভারতের ব্যাপারে আমাদের চিন্তা নয় দুশ্চিন্তা রয়েছে,!! সেটা ভারতের অসৎ প্রতিবেশী সুলভ আচরণের কারণেই ঘটেছে। এটা আমরা সবাই জানি যে ভারত তার কোন প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে পারে নাই।কাজেই কেবল সুসম্পর্ক রাখার দায় ছোট প্রতিবেশীদের না ,ভারতকে এই দায় বহন করতে হবে, কারণ সম্পর্ক নষ্ট করার দায় _আপনার অহংকারী দেশ ভারতের। এবং বাস্তবতা সেটাই বলে। আশা করি দাদাবাবু আমার কথা বুঝতে পেরেছেন, তাই না?
Excellent analysis & explanation, thanks bro
Dr. Zahed, You will make a big mistake if you think India has changed its policy . India will never become a friendly country to Bangladesh . S. Jayshankar is a diplomat and consider his " yes" as "no" or " maybe ". The Akhand Bharat doctrine is still in place. If neibouring countries would have been important to India then strategically and cost and benefit basis, Pakistan would be more important for India to make a normalize relationship.
Ma sha Allah. Alhamdulillah.
May Allah bless our nation peace, security and prosperity
May Allah protect our people from evil
Ameen ya Rabb al 'alameen
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💝💝💝💝💝💝💝💝💝💝👍👍
একজন মানুষ সাধারণ থেকে রাষ্ট্রপতি পযর্ন্ত সকলেই কিন্তু প্রাথমিক শিক্ষা গ্রহণ করেই এতদূর যায় কিন্তু আমরা কি কখনও প্রাইমারির শিক্ষক ততটা সম্মান দিতে পেরেছি???
ভালো খারাপ তো সব জায়গাই আছে কিন্তু আমরা প্রাইমারির শিক্ষকদের নিচু করি কিন্তু এটা বলি না এদের একটা জবাবদিহি মাধ্যমে কাজের মান আর সম্মান নিশ্চিত করি।
তাদের যে বেতন দেওয়া হয় এটা কি আদো যুক্তিক??? তারাই কিন্তু শিক্ষার বীজ রোপণ করছে। তাদের সম্মান উচ্চ হওয়া উচিৎ।
স্যার এ বিষয়ে কিছু বলার অনুরোধ রইল। ধন্যবাদ 🙏🙏🙏
এই জনাবের একটাই কন্টেন্ট ভারত। ভিউ ব্যাবসা ছাড়া আর কিছুনা, আজকাল ইনি একটু টেনশনে আছেন খুব একটা কন্টেন্ট পাচ্ছেনা ভারত নিয়ে, দেশে ডক্টর এর অভাব কিন্তু ইনি ডাক্তারি ছেড়ে geopolitics করছেন কারণ ডাক্তারি করতে দক্ষতা লাগে, কিন্তু দেশের মানুষকে ভুলভাল বোঝাতে কোনো ডিগ্রি বা দক্ষতা লাগেনা, শুধু ভারত বিদ্ধেষী হলেই হলো আপনার ভিভ আসবে,
Dhaka Medical er nam sunchen !!???
Apnar 14 generation er koyjon Dhaka medical e porar joggota orjon korse!!???
1 year e medical e admission exam Dey 3 lac ,
Tar modde first 201 Jon Dhaka medical e pore.
Bucchen amar kotha!!!???
এতো গুলো চুল ছিঁড়ে ভারতে চিকিত্সা করাতে হয়,লজ্জা লাগে না? আপনাদের ভিক্ষুক সরকার ভর্তুকি দিতে পারে না।ভারতে এন্ট্রান্স পরীক্ষায় যারা সুযোগ পায় না তারা বাংলাদেশ যায় সস্তা বলে।এখন ওদের 50 লাখ দিয়ে শুরু হয়।
@@riaydshapon3664 na bhai sotti ami bujlam na, ki bojate chichen.
kichu bollar age ata vaben daka medical no1 medical college r sekhane matro 201 ta seat. ki hobe unnoti desher, charen,
ami bolte chaichilam desha doctor er ovab r ai janab dr hoyeo to daktari korena. karon joggota nai. aktu mon ta khule bojar chesta koren ki hoche, enar lav kothay khoti kotai.
আপনার র্সবশেয কথা খুবই ভালো লেগেছে।
আপনারা গোলাম ছিলেন এখনো রইলেন খালি বাবা পাল্টে নিলেন
Go check who is your mommy!!
আসসালামু আলাইকুম,
জনাব আপনার আলোচনা শুনতে ভালো লাগে। আপনার নামটাও সুন্দর জাহেদ উর রহমান, মাশাল্লাহ।
যদি আসসালামু আলাইকুম বলে বক্তব্য শুরু করেন তাহলে আরও বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ।
জাহেদ ভাই আপনাকে নিয়মিত দেখি। আপনার সাউন্ড টা আরেকটু বাড়িয়ে দিবেন। ফুল ভলিউম এ দিলেও কম শোনা যায়।
Bharat supar power country
Correct analysis, thanks.
চমৎকার আলোচনা।
Very clear argument. Fully agreed.
So true Mr Zahed 👏👏👏
GOOD INFORMATION ❤🎉
Very good discussion
সঠিক পরামর্শ ❤
ভারত আমাদের চিরশত্রু এই কথাটা যেই প্রজন্ম বুঝতে পারবে সেই প্রজন্মই জাতির শ্রেষ্ঠ সন্তান।
এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি।
Thanks Bhai
ধন্যবাদ
Great speech
ডোনাল্ড লু'র ঢাকা দিল্লী দূতিয়ালির পর মনে হয়, শুভ বুদ্ধির উদয় হয়েছে।
💥👍✌️
ভারতের মিষ্টি কথায় বাংলাদেশের মানুষ ভুলবে না
ভারতের সাথে করা সব চুক্তি প্রকাশ করা হোক
Geo poletics বোঝেন ? ভারতের পররাষ্ট্র নীতি নিয়ে কোনো ধারণা আছে ? শুধু দেখতে থাকুন, শেষে হাতে পেন্সিল ছাড়া কিছুই থাকবেনা আপনাদের।
এ জীবনে ভারত কে আর কখনো বন্ধু বলে ভাবতে পারবো না। তাদের এ-ই নিঃলজ্ব স্বার্থপর তার জন্য আমাদের কে চরম মুল্য দিতে হলো। অনেক গুলো তরতাজা প্রাণ ঝরে গেল।
দারুন বিশ্লেষণ। ধন্যবাদ, প্রিয় জাহেদ ভাই।
প্রিয় স্যার আপনাকে সবসময় শুনি ❤❤❤❤❤❤❤❤❤❤🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
আমাদের কখনো নমনীয় হলে চলবে না, তাদের কর্মকাণ্ড ই বলবে তারা কি করছে তার উপরেই আমাদের পরিকল্পনা থাকবে।
জী,আমরা ভারতের সাথে প্রতিবেশী হিসাবে সম্পর্ক রাখব , আমাদের মতো করে, ভারতের মনমতো না।
আমাদের সাধীনতার ও সার্বভৌমত্বের প্রতি যথাযোগ্য মর্যাদা ও সম্মান দিয়ে ন্যায্য, বিশাসযোগ্য সম্পর্ক গড়ে উঠতে ভারতকে দায়িত্ব পালন করতে হবে, তাদের নিরাপত্তা ও অস্তিত্বের জন্য।
Well said Zahed bhai
আমেরিকার প্রভাবে যেসব দেশ আছে আমেরিকার কিন্তু তাদের সাথে বন্ধুত্ব,সহযোগীতার সম্পর্ক।কিন্তু ভারত সবাই কে দাশ বানিয়ে রাখতে চাই এটাই পার্থক্য
সেন্টমার্টিন achhe naki gechhe
জাহেদ স্যার, প্রথম আলো আর দিল্লী স্টারকে প্রমোট কইরেন না
যতো কিছুই হোক ভারতীয় পণ্য বয়কট করতেছি।এটা বন্ধ হবে না।ইন শাহ আল্লাহ
কারন, ওদের এজেন্টগুলো তো বহাল তবিয়তেই আছে, তাই আরো এগিয়ে নেয়ার স্বপ্ন দেখাটা যৌক্তিক ।
বয়কট আন্দলোন চালিয়ে যেতে হবে।
❤❤❤❤
Nice job
আমরা ভারতের পরিবর্তন মুখে নয় আমরা তা কাজে পরিণত দেখতে চাই তবে ভারত আমাদের দেশ নিয়ে তাদের কর্মকাণ্ডের প্রতি আমাদের নজর থাকবে
Right viii
Dear Sir,
I first encountered your views during a talk show in Bangladesh. Initially, I dismissed your opinions and categorized you as an anti-India, right-wing intellectual, akin to certain figures in India, such as Abhijit Chavda, who present themselves as geopolitical experts. However, when a lecture of yours at Dhaka University appeared in my feed, I decided to listen. I was captivated by the depth and clarity of your insights, and I watched the entire 2.5-hour lecture without pause, finding it intellectually gratifying. This led me to explore all the videos in your "Zahed Take on Geopolitics" series, and I was genuinely impressed by your profound knowledge of geopolitics.
You have mentioned several times that India treats its neighbors like colonies and that its foreign policy has been largely unsuccessful. I kindly request you to create a detailed video elaborating on India's misadventures in its neighborhood, particularly in Maldives and Sri Lanka. Indian media, being biased towards the government, often presents a misleadingly positive image of India's relations with its neighbors, which influences perspectives like mine.
Sincerely,
Sandipan
লাইনে আসতে বাধ্য কারণ আমাদের চেয়ে তাদের প্রয়োজন বেশি তবপ সতর্ক থাকতে হবে।
এটা আসলেই।। যদি পরিবর্তন হয় তাহলে সবচাইতে বেশি তাদেরই ভালো হবে
Right talk
আমরা গর্বিত জাহেদ স্যারের মতো একজন বিশ্লেসক পেয়ে,এবং ডঃ ইউনুছ স্যারের মতো প্রধান উপদেষ্টা পেয়ে 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
ভারতীয় নয়, স্বদেশী পণ্য কিনে দেশকে স্বনির্ভর করতে সহায়তা করুন।
ওই বুদ্ধিতে জয়শঙ্করকে বুঝতে পারবেন না। তারাহুরো করবেননা দেখতে থাকুন, মালদ্বীপ শ্রীলঙ্কা পাকিস্তান কে দেখেও বুঝতে পারলেন না।
যারা ভারতের স্বার্থ রক্ষা করবে তাদের সাথে সুসম্পর্ক রাখা হবে...