NID সংশোধন আবেদন পেন্ডিং থাকলে কি করবেন দেখুন। NID Correction 2021 Application Pending Status। NID।

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024
  • NID সংশোধন আবেদন পেন্ডিং থাকলে কি করবেন দেখুন। NID Correction 2021 Application Pending Status। NID।
    আপনাদের যাদের NID তে ভুল আছে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন।
    আমার মোবাইল নম্বরঃ 01754-212794
    #NID_correction
    #NID_Correction_Application_Pending
    #NID_problem_2020
    #NID_correction_2020
    #SmartCardcorrection
    #Online_NIDcorrection
    #howtocorrectionsmartnidcard
    #howtocorrectionnidcard
    #howtogetnationalidcardbangladeshonline
    #NIDcorrection
    #SmartCardcorrection
    #newservernidcorrection
    #OnlineNIDcorrection
    #bangladeshnationalidcard
    #votaridcardcorrection
    #downloadcorrectionnidcard
    #howtogetbangladeshcorrectionidcard
    #nationalidcardcorrection
    #nidcardcheckinbangladeshcorrection
    #howtogetnidonlinecopy2020correction
    #nidbdonlinecopydownloadcorrection
    #onlinenidcarddownloadbdcorrection
    #howtodownloadnidonlinecopycorrection
    #nidcardonlinecopydownload2020correction
    #nidcardonlinecopy2020correction
    #nidcardonlinecopydownloadcorrection
    #nationalidcardbangladeshcorrection
    #nidonlinecopydownloadcorrection
    #nidonlinecopydownload2020correction
    #nidcardcorrection
    #idcardcorrection
    #bangladeshnationalidcardcorrection
    #nidcardonlinecopycorrection

ความคิดเห็น • 366

  • @alamgirhossain2260
    @alamgirhossain2260 3 ปีที่แล้ว +20

    অনেক উপকৃত হইলাম। অনেক ভিডিও দেখেছি কিন্তু আপনারটা অনেক কার্যকর।
    জাজাকাল্লাহ খাইরান, ভাইয়া❤️

  • @shamsuzzaman_bhuiyan
    @shamsuzzaman_bhuiyan 2 วันที่ผ่านมา

    I have submitted NID correct under dhanmondi Thana, but status says application pending. Can you help me to get the next steps?

  • @millathossainahmed6560
    @millathossainahmed6560 ปีที่แล้ว

    আসসালামুয়ালাইকুম, আমি আমার NID সংশোধন করার জন্য এপ্লাই করছি, এখন স্টেটাসে দেখা যাচ্ছে, আপনার একটি ড্রাপ অ্যাপ্লিকেশন রয়েছে। দয়া করে একটু জানাবেন। পরবর্তী রিকোয়ারমেন্ট কি?

  • @SumayaSinthia-e2p
    @SumayaSinthia-e2p ปีที่แล้ว

    Vaya Ami Amar nid card a Amar pitar name dogsodoner jonno apply koreci 15 din Hoye gece Amar application ta pending a ace Amar immediately feed back proyojon karon amake passport Korte hobe.vaya apni ki amk help Korte parben?

  • @SuroviNasrin-dg3pv
    @SuroviNasrin-dg3pv ปีที่แล้ว

    আমার আইডি কার্ড সংশোধন করতে দিয়েছিলাম বাট একটা ভুল হয়েছিলো,2 বছর হয়ে গেছে, এখন কি আমি বাতিল করার আবেদন করতে পাড়বো একটু জানাবেন

  • @odrizabarua2137
    @odrizabarua2137 ปีที่แล้ว

    ভাই কোন ঠিকানায় যোগাযোগ করব। বর্তমান নাকি স্থায়ী ঠিকানায়।

  • @digitalservicebymotiur
    @digitalservicebymotiur 2 ปีที่แล้ว +10

    ভাই, সত্যি বলতে সরকারি সার্ভিস এতো জগন্য লেভেলের খুবই বিরক্ত। সবকিছু অনলাইনে তাহলে কেন অফিসে যেতে হবে?

  • @shariarahmed1471
    @shariarahmed1471 2 ปีที่แล้ว

    Bai sikkagoto juggota poriborton korle ki Nid ata upzila diye new id ante obe

  • @ophasib3685
    @ophasib3685 ปีที่แล้ว

    Vai upazila te kicui kortecenah bolce dhaka teke order dile amra kaj korte parbo

  • @firojpailod7161
    @firojpailod7161 10 หลายเดือนก่อน

    ভাই আমি অনলাইনে আবেদন করেছি কিন্তূ আবার আরো কিছু কাগজ পত্র দিতে হবে কি ভাবে দিব

  • @mdshahidulislam98
    @mdshahidulislam98 2 ปีที่แล้ว +2

    Vai apni to ans den dekci
    Amar nid certificate
    Passport karo sate mill nai
    Akon portme nid songsodon dici pending dekhacce
    Tarpore ki oi nid diye passport songsodon Hobe to Vai?

  • @মেহেদীহাসানতাসিক
    @মেহেদীহাসানতাসিক 3 ปีที่แล้ว +3

    ভাইয়া আমার এনআইডি করার সময় ভুলে পেশার জায়গায় গৃহিণী হয়ে গেচে এখন ছাএ দিচি এখন কি আমাকে নির্বাচন অফিসে যেতে হবে নাকি না গেলেও ঠিক হয়ে যাবে??

    • @rohulaminudc3932
      @rohulaminudc3932  3 ปีที่แล้ว +1

      না গেলেও হবে।

    • @ishrakjahenirfan3699
      @ishrakjahenirfan3699 3 ปีที่แล้ว +2

      আমি গত বৃহস্পতিবার সংশোধনের জন্য আবেদন করি রবিবার আমি শুধু ইসি ফোন অর্থাৎ ১০৫ নম্বর এ কল অপারেটরকে বললাম আমার আর্জেন্ট দরকার সে বলেছিল একটু অপেক্ষা করতে হবে তো সেই দিন রাতে আমাকে ৮:০০ সময় মেসেজ আসছে আমার এ্যাপলিকেশন উপযুক্ত আপনি অনলাইনে অথবা অফিস থেকে এন আইডি কার্ড পেয়ে যাবেন।

    • @suzanaahmed5185
      @suzanaahmed5185 3 ปีที่แล้ว

      @@ishrakjahenirfan3699 105 e to phn dile received kore na,,,,,kivabe phn dai akto blben vai....amr khub argent drkar...

    • @ishrakjahenirfan3699
      @ishrakjahenirfan3699 3 ปีที่แล้ว

      @@suzanaahmed5185 আপনি ১০৫ এ কল করে আপনি সংশোধন অথবা ডুপ্লিকেট ইস্যূর সমস্যা হলে keypad এ ওরা যদি বলে সংশোধনের ইস্যূতে সমস্যা হলে এই নম্বর চাপুন keypad এ । এরকম দুইবার কার্যদিবসের সময় ফোন করলে না ধরলেও আপনাকে ২-৪ ঘন্টার মধ্যে ইসি থেকে মেসেজ আসবে আপনি দেখে বুঝে নিবেন। অপারেটরের সাথে কথা বলতে চাইলে রবি-বৃহঃ এর মধ্যে ৪:৩০ এরপর কল দিলে আশা করা যায় ফোন ধরবে। ধন্যবাদ

    • @suzanaahmed5185
      @suzanaahmed5185 3 ปีที่แล้ว

      @@ishrakjahenirfan3699 amr nam songsodon krvo nid te abedon korsi akn o msg ase niii...105 e phn dio sorasoriii oparetor er sathe kotha bolar jonno 9 keypad diyeche but ki hoilo buji nai....phn ki gese nki dore na,,,,,,amr sms ta onk early drkar tai....kivabe amiii ki krte pare plz akto bln vai

  • @worldtoptiktokers.3xx
    @worldtoptiktokers.3xx 2 ปีที่แล้ว +1

    Bai ami bule samir name songsodon Kore grea babar namer jaegae samir name likhe disi akhon ki korar taka o joma diea disi akhen ki korbo! Bai plz bolen.

  • @TusharHossainsmmservice
    @TusharHossainsmmservice 2 ปีที่แล้ว

    vai ami goto porshu 10 digit er nid online copy paisi.. correction application er somoy Regular select korbo naki Regular smart card select korbo?

  • @mdshazzadhossain999
    @mdshazzadhossain999 2 ปีที่แล้ว

    ঢাকা জেলার বাসিন্দা, এস এম এস পেয়েছি। এখন কি কি কাগজ জমা দিতে হবে এবং কোথায় জমা দিতে হবে জানালে উপকৃত হতাম। আমি তথ্য হালনাগাদ এর আবেদন করেছিলামঃ মোবাইল নম্বর+পেশা+টিন+ড্রাইভিং লাইসেন্স।

  • @121.jasmineakter7
    @121.jasmineakter7 3 ปีที่แล้ว

    Nid apply er somoy ki obosso e babar ID card a taar naam jei bhabe ache, hubuhu shei bhabe e type korte hobe ba entry korte hobe?

    • @121.jasmineakter7
      @121.jasmineakter7 3 ปีที่แล้ว

      vaiya, jonmo nibondhon a babar naam er agee Md. nei kintu Babar Nid te Md. ache and amar educational certificate a o Md. nei tahole kon information ta bohal rakhle amar future er jonno bhalo hobe.....kindly janaben.

  • @tonuislam4273
    @tonuislam4273 2 ปีที่แล้ว

    ভাই আমার ভোটার এর আবেদনে জন্মতারিখ দিয়েছি ২০০২-১০-১৯,আমার সার্টিফিকিটেও ২০০২-১০-১৯ দেওয়া। সব জায়গায় ২০০-১০-১৯ দেওয়াই আছে।।
    কিন্তু আমার নতুন অনলাইনের জন্মসনদে ২০০২-১০-০৯ তারিখ এসেছে।
    এক্ষেত্রে আমার ভোটার কার্ডে কোন টা আসবে জন্মতারিখ? এবং কোন টা সংশোধন করতে হবে প্লিজ রিপ্লাই দিবেন???

  • @iftarahmednurnnobi1286
    @iftarahmednurnnobi1286 2 ปีที่แล้ว

    ভাই আমি আমার ন্যাশনাল আইডি কাড টি সংশোধনের জন্য আবেদন করেছি ১৭/০২/২০২১ কোন SmS তো আসেনি, দুক্ষের বিষয় হচ্ছে আমার উপজেলা নির্বাচন অফিসে বহুবার যাওয়ার পরেও তারা আমাকে সঠিক কিছুই বলছেন না। একবার চেক করে দেখে বলছেন এটা আমাদের এখানে নাই বিভাগীয় প্রজায় আছে। এখন আমার করনিয় কি একটু বলবেন প্লিজ,,,,?

  • @mdrajebahmed9091
    @mdrajebahmed9091 ปีที่แล้ว

    ভাই জান আমার দুইটা জন্ম নিবন্ধন একটি দিয়ে আইডি কার্ড, আর একটি দিয়ে পাসপোর্ট, একন আমি আমার আইডি কার্ড টিক করতে ছাইয়, পাসপোর্ট উনোজাইয়,

  • @Masumkabir9n
    @Masumkabir9n 2 ปีที่แล้ว

    আমার নাম সংশোধনের আবেদন করার ৬ মাস পেরিয়ে গেছে। উপজেলা নির্বাচন অফিসে গেলে বলে আরো সময় লাগবে। তারপর উপজেলা নির্বাচন অফিস থেকে বললো আমাকে জেলা নির্বাচন কমিশন অফিসে যেতে । এরপর আমি জেলা নির্বাচন অফিসে গিয়ে আবেদনের কপি ও জাতীয় পরিচয় পত্র দেখিয়ে আমার সমস্যার কথা বলার পর সেখানে রেজিস্টারে আমার নাম ও আবেদন নাম্বার লিখে নিয়ে বললো অপেক্ষা করতে। তারপর ২ সপ্তাহ...... এখনো অপেক্ষা করছি...............

  • @Mdmijan-jv3xn
    @Mdmijan-jv3xn 2 ปีที่แล้ว

    Yesterday 11:13 PM
    Tamara Green
    purple interment
    Yesterday 11:13 PM
    কিছু কথা বলতে পারো
    মানুষ না
    উস
    খেলাধুলা
    Yesterday 11:20 PM
    কাকা কি খবর কিছু তো জানালেন না
    4:21 PM
    আমার এটা এক বছর যাবত দাঁড়িয়ে আছি এখন পর্যন্ত কাজ করছেন
    আমার করনীয় কি

  • @mdrashidahmed7408
    @mdrashidahmed7408 ปีที่แล้ว

    ভাই পেন্ডিং অপশনটি কি অটোমেটিক কাটে না ভাই জানাবেন দয়া

  • @raselahmed835.
    @raselahmed835. ปีที่แล้ว

    ভাই আমারো এই মেসেজটি আরো ১ মাস আগে এসেছিলো আমি উপজেলায় গেছিলাম তারা বললো এটা কোনো সমস্যা নাই কিন্তু মেসেজটি এসেছিলো শুনানিতে অংশ গ্রহনের পর তাহলে এখন করণীয় কি। আর আমি আমার এন আই ডির প্রোফাইল ঘুরে দেখলাম স্টাটাস লেখা টা নাই

  • @MehediHasan-oz5or
    @MehediHasan-oz5or ปีที่แล้ว

    ভাই আমার বর্তমান ঠিকানার মৌজা এর নাম ভুল ঠিক হতে কতদিন লাগবে।

  • @mddelowerhossian9550
    @mddelowerhossian9550 ปีที่แล้ว

    ভাই উপজেলায় যেয়ে ৫০০ টাকা অফিস খরচ দিয়ে দেন। দেখবেন সব সুর সুর করে হয়ে গেছে। বা...........দ দেশ আমাদের বা........দ মার্কা আমাদের অনলােইন সিস্টেম। অন লাইনে আবেদন করে আবার উপজেলায় গিয়ে ম্যানুয়ালি ঠিক করা লাগে।

  • @TAZULISLAM-px2lr
    @TAZULISLAM-px2lr 2 ปีที่แล้ว

    এনআইডি কার্ডের সংশোধনের জন্য আবেদন করেছি। এখন কোন অবস্থায় আছে অনলাইনে চেক করবো কিভাবে?

  • @irinslifesstyle3600
    @irinslifesstyle3600 ปีที่แล้ว

    আমার পিসিতে এনাআইডি সাএরভারের হোম পেজে থ্রি ডট অপশন টি আসছেনা কেন।

  • @safwansadikismail3440
    @safwansadikismail3440 2 ปีที่แล้ว +1

    ভাই ১০৫ এ কল করছি, বলসে জেলা নির্বাচন অফিসে আছে, কিন্তু কোনো ম্যসেজ আসে না, ২ মাস হইসে আবেদন করছি, এখন কি করতে পারি?

  • @SaifulIslam-qk8lz
    @SaifulIslam-qk8lz 2 ปีที่แล้ว

    ভাই আমার বাবা মা এর কাগজ ছাইছিল।আমি কাগজ গুল দিয়েছি কিন্তু এখনো ১৪ দিন যাবত কোন মেসেস পাইনি...কি করনিও একটু জানাবেন।

  • @muhammadrasel7930
    @muhammadrasel7930 2 ปีที่แล้ว +2

    Vai,ami nid card online a correction ar jonno abedon korechilam,but,porjapto documents submit kora hoi ni and documents sttaito krao hoi ni..akhon amar kache opujukto documents ache,ami ki vabe ai documents submit korbo???

    • @alishakib9525
      @alishakib9525 2 ปีที่แล้ว

      ami jante cai plz bolben

  • @mdnomankhan2208
    @mdnomankhan2208 ปีที่แล้ว

    Sogsodhon copy download kora jai na kn

  • @useryeaur-fv7zs7bv2h
    @useryeaur-fv7zs7bv2h 2 ปีที่แล้ว +1

    ভাই আমার
    এন আইডি কার্ড বয়স ১ জানুয়ারী ২০০০
    জন্ম নিবন্ধন বয়স ২এপ্রিল ১৯৯৪/
    সেটাকি সংশোধন করা যাবে।
    প্লিজ ভাইয়া দয়া করে একটু বলবেন প্লিজ।

    • @Masumkabir9n
      @Masumkabir9n 2 ปีที่แล้ว

      এসএসসি সনদে যেটি ঠিক সেটা অনুসারে ঠিক করা যাবে আর এফিডেভিড ও চিকিৎসকের সনদ লাগবে। তবে সময় লাগবে কমপক্ষে ৬ মাস।

  • @Arif-bt2rb
    @Arif-bt2rb 3 ปีที่แล้ว

    ভাই মোবাইল নাম্বার পরিবর্তন করতে হলে কি কি কাগজপত্র লাগবে...?????? যদি একটু জানাতেন....

    • @mdkabirgazi9702
      @mdkabirgazi9702 3 ปีที่แล้ว

      সিম কোম্পানি থেকে একটা প্রত্যায়ন পত্র লাগবে অবশ্যই

  • @tanvirhasan8490
    @tanvirhasan8490 ปีที่แล้ว

    ভাইয়া আমি আবেদন করছি এখন পরবর্তী কার্যক্রমের জন্য কাগজপত্র কিভাবে জমা দিব?

  • @alaminmia-dp3fd
    @alaminmia-dp3fd ปีที่แล้ว

    ভাইয়া আমার একটা নাম সংশোধন করতে হবে আপনি কি পারবেন

  • @mdfazlerabbi209
    @mdfazlerabbi209 3 ปีที่แล้ว +2

    ভাই পিতা মাতার নাম সংশোধন ও স্বামীর নাম যোগ করতে হলে কি কি ডকুমেন্ট লাগবে।

    • @rohulaminudc3932
      @rohulaminudc3932  3 ปีที่แล้ว

      এই বিষয়ে উপর ভিডিও তৈরী হচ্ছে। সাথেই থাকুন। ধন্যবাদ।

  • @mdarifhossain6394
    @mdarifhossain6394 2 ปีที่แล้ว

    ভাইয়া জাতীয় পরিচয় পত্রের নতুন আবেদন করলে আবেদন সাবমিট দেওয়ার পর পিডিএফ ফাইল ডাউনলোড দেওয়ার পর সংযুক্ত বর্ণ গুলো এক সাথে আসেনা কেন ? যেমন মোক্তার আহম্মদ রাড়ী এভাবে না এসে মোক্ তার আহম্ মদ এভাবে আসে কি কারনে আসে একটু বুঝিয়ে দিলে ভালো হতো ভাই

  • @tanzinhaque4322
    @tanzinhaque4322 2 ปีที่แล้ว

    আমার আইডি কার্ড ঠিক করার জন্য এক জন্যকে দিয়ে ছিলাম,সে ভুলটাই আবার ঠিকের ঘরে দিয়ে রাখছে ৭/৮ মাস হলো। এখনো আমি ঢুকে দেখি পেন্ডিং এখন আমি কি করতে পারি 🙏🙏🙏

  • @DessertArcadia
    @DessertArcadia 2 ปีที่แล้ว

    Notun NID applicaion submit er por application pending likha ekhetre ki korbo?

  • @bibikulsummonijibonergolpo3647
    @bibikulsummonijibonergolpo3647 2 ปีที่แล้ว

    ভাই আমার আইডি কার্ডে আমার পিতার নাম ভুল হইছে আমি সংশোধন করার জন্য অনেক দিন আগে এপলাই করেছি কিন্তু পরবর্তীতে মেসেজ আসছে আমার মা ভাই বোন থাকলে ওদের আইডি কার্ড দিতে এখন কথা হচ্ছে আমার আইডি কার্ডে যে ভুল একই ভুল তাদের আইডি কার্ডে ও এখন এ ক্ষেত্রে কি করা যায় বলবেন

  • @sachoice5125
    @sachoice5125 3 ปีที่แล้ว +1

    এস এম এস পাওয়ার পরে ডকুমেন্টস গুলো কোথায় জমা দিব,,,,,,,???

  • @mozahidulislamnahid2406
    @mozahidulislamnahid2406 2 ปีที่แล้ว

    ভাইয়া আমি NID স্মার্ট কার্ড একবার হাতে পেয়েছিলাম পরে আবার নাম সংশোধন করলে NID সংশোধনের পরে স্মার্ট কার্ড পাবো কিনা? দয়া করে একটু সঠিক তথ্য দিয়ে সহায়তা করবেন ভাইয়া

  • @miniminiwaz
    @miniminiwaz 2 ปีที่แล้ว

    ভাই এইভাবে কি ভোটার এলাকা পরিবর্তন করা যায়??

  • @shazzadhosen6131
    @shazzadhosen6131 2 ปีที่แล้ว

    ড্রাফট আপ্লিকেশন বাতিল করার উপায় কি?

  • @MdSojib-mv3dk
    @MdSojib-mv3dk 2 ปีที่แล้ว

    ভাইয়া আমার মোবাইল নাম্বার ভুল আমার আবেদন করতে কি কি লাগবে?

  • @akborhluujiytjiyyuutyiutuuyy
    @akborhluujiytjiyyuutyiutuuyy ปีที่แล้ว

    ভাইয়া আমার আইডি কার্ড আইছেনা 5 মাস হয়েছে কি করা জায়

  • @insightfulinhorizons
    @insightfulinhorizons 2 ปีที่แล้ว

    আমার জন্ম নিবন্ধন এ MD আছে, NID ও school certificate এ MD আছে কিন্তু Passport এ MD নাই। আমি কি NID সংসোধন করে MD বাদ দিতে পারব?

    • @user-js7bb2nr6
      @user-js7bb2nr6 2 ปีที่แล้ว

      জ্বী

    • @mdsumonreza8213
      @mdsumonreza8213 ปีที่แล้ว

      ভাই আপনার সমস্যা কি সমাধান হয়েছে?

  • @mohammadmonirhossan487
    @mohammadmonirhossan487 2 ปีที่แล้ว

    সংশোধনের জন্য অনলাইনে এপ্লাই করেছি কিন্তু ফর্মটি ডাউনলোড অপশন পাচ্ছিনা। করনীয় কি?

  • @rupktharrani998
    @rupktharrani998 2 ปีที่แล้ว

    Accha sir Amar NID card jonmosal vul ace, ar amar jonmo nibondon, ar school certificate thik ace, ar ami goto 8 months age amar Union porisode theke apply kore songsodon e diechi, kintu akhono sonsodon hoccena, pending ace,akhon ki kornio, akhon amake ki korte hobe sir, akta poramossho din

  • @sifatislam2
    @sifatislam2 3 ปีที่แล้ว +1

    আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকা।
    আমি প্রবাসে থেকে NID এর জন্য আবেদন করি, ৩/৪ মাস আগে, আগারগাঁও নির্বাচন কমিশন অফিসে যেয়ে যা জানলাম তার পরিপ্রেক্ষিতে আরেকটা ফর্ম সাবমিট করছি (অনলাইনে)। কিন্তু ওয়ার্ড ২০এর পরিবর্তে ১৯ লিখে সাবমিট করি। এখনো পেন্ডিং আছে, আমি কি করতে পারি, দয়া করে জানাবেন। ধন্যবাদ

  • @armanhossain2215
    @armanhossain2215 2 ปีที่แล้ว

    ভাই আমি আমার নাম বাড়ির নাম অ্যান্ড ব্লাড গ্রুপ ঠিক করার জন্য আবেদন করছি,কিন্তু আমি ডকুমেন্ট দিছি শুধু আমার এস এস সি অ্যাডমিট কার্ড আর সার্টিফিকেট এখন কি আমার কোন সমস্যা হবে???

  • @mdnomankhan2208
    @mdnomankhan2208 ปีที่แล้ว

    Sogsodhon copy download kora jai na kano

  • @rubelhasan3100
    @rubelhasan3100 2 ปีที่แล้ว

    আমার পেন্ডিং এপ্লিকেশন ফ্রমটি ডাউনলোড করেছিলাম কিন্তু ভুল বশতো ডিলিট হয়ে গেছে এখন ২য় বার ডাউনলোড করার জন্য কি করব।অনেক চেষ্টা করছি কিন্তু ডাউনলোড অপশন টি খুঁজে পাচ্ছিনা😴প্লীজ একটু হেল্প করেন।

  • @MdSumon-lc2br
    @MdSumon-lc2br 2 ปีที่แล้ว

    I have done it almost 5 years ago by manually but I did not get correction still now. But I had the receipt with me. Plz let me know what should I do now.

  • @md.riajulislamanik5823
    @md.riajulislamanik5823 3 ปีที่แล้ว

    ভাইয়া,আমি একজনের মাধ্যমে নাম সংশোধন করেছিলাম তখন সে আমার এ্যকাউন্ট রেজিস্টার করেছে তখন আমি সাথে না থাকার কারনে সে আমার মুখের ভিডিও নিয়ে এ্যকাউন্ট রেজিস্ট্রশন করে।এখন আমার প্রশ্ন সে কি পরবর্তিতে আমার এ্যকাউন্টে প্রবেশ করে আমার কোনো কিছু নস্ট করতে পারবে কি না?যদিও আমি আবার রেজিষ্ট্রেশন করে নিয়েছি কিন্তু তার কাছে আমার মুখচ্ছবির ভিডিও থাকার কারনে টেনশন হচ্ছে?

    • @mdkabirgazi9702
      @mdkabirgazi9702 3 ปีที่แล้ว

      কিছুই করতে পারবেন আর আপনি চাইলে পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে পারবেন

  • @BdHealthEntertainment
    @BdHealthEntertainment 2 ปีที่แล้ว

    সরকার তাদের রেখেছে জনগণের সেবা দিতে, ঠিকঠাক সেবা দিলে কখনোই, আমার উপর লেভেলে এই আছে সেই আছে কেউ কখনও বলে না, আপনারা নিজেদের কিযে মনে করেন। মনে হয় যে বিশাল একটা কাজের দায়িত্বে আছেন অথচ জনগণের সেবার জন্য আছেন এটা কেনো ভুলে যান আপনারা। আপনাকে ফোন করলেও তো আপনি ভাব নিয়ে কেটে দেন।

  • @opsayed7043
    @opsayed7043 3 ปีที่แล้ว

    bay amar nid card পেন্ডিং রয়েগেছে ata dekacce onek din hocce,ami to kaje besto taki opojelai jete parteci na. ki korbo..?

    • @rohulaminudc3932
      @rohulaminudc3932  3 ปีที่แล้ว

      এ ছারা আর কোন পদ্ধতি নেই, ভাইয়া।

  • @ONLYREDGAMINGFF444
    @ONLYREDGAMINGFF444 2 ปีที่แล้ว

    NID সংশোধনের আবেদন বাতিলের আবেদন -এর ওয়ার্ড ফাইলটি দরকার।

  • @srifkhan9387
    @srifkhan9387 3 ปีที่แล้ว

    ভাই আমার আডি কাডে ভুল আছে আমি সুংশোধন কতে চাই আপনি কি করে দিতে পারে জানেবেন

  • @mdshakilmia1940
    @mdshakilmia1940 3 ปีที่แล้ว +1

    ভাই আমি আবেদন করছি এখন একটা মেসেজ আসছে তদন্র করতে হবে এবং উপজেলা নির্বাচন অফিস থেকে মতামত প্রয়োজন। এমন একটা মেসেজ আসছে।
    প্লিজ ভাই বলেন এখন আমি করনীয় কি?

    • @mdjewelmiah8899
      @mdjewelmiah8899 3 ปีที่แล้ว

      আপনার উপজেলা অফিসার তদন্ত পাঠানো হয়েছে সেইখানে যোগাযোগ করুন।

  • @abuhanifasumon6048
    @abuhanifasumon6048 2 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম
    আবেদন করার পরে একটি মাত্র ভুল সংশোধন হয়েছে এখন কি করণীয় ?

    • @moumukta2035
      @moumukta2035 2 ปีที่แล้ว

      আপনি কি কি কাগজ পত্র শো করেছিলেন আবেদন করার সময় প্লিজ বলবেন কি

  • @farjanaakter3918
    @farjanaakter3918 2 ปีที่แล้ว

    Vai.amir.nid.card.boyash.bull
    Passpota.o.bull.akhon.somosh
    Amir.rokito.boyash.pora.hesaba
    Amra.bull.desi
    Ki.kormo.janan.vai

  • @meherunnesamunni7037
    @meherunnesamunni7037 3 ปีที่แล้ว +2

    Assalamualaikum.
    Ami nid correction er jonno 9 September upazila office theke online ey apply kori.14 September amar sms ase j Add these documents. Ekhn amak nxt kj krte hobe.(amar urgent nid ta drkr)

  • @AHNWazMedia
    @AHNWazMedia 3 ปีที่แล้ว +3

    ভাইয়া আমি আবেদন করেছি 4-5 মাস হবে কিন্তু এখনো পেন্ডিং এ রয়েছে গেছে। উপজেলা অফিসে গেলে শুধু বলে হয়ে জাবে আমি এখন কি করতে পারি

    • @rohulaminudc3932
      @rohulaminudc3932  3 ปีที่แล้ว +4

      ধন্যবাদ ভাইয়া। আপনাদের ভালবাসায় আমার পথ চলার অনুপেরণা যোগাচ্ছে। *** আপনার জন্য করনিয় কাজটি একটু কষ্ট দায়ক। আপনার সমস্যাটি তাদের দপ্তরে জমা রয়েছে। একটু কষ্ট করে আবার উপজেলা নির্বাচন অফিসে যাবেন এবং অফিস আওয়ার বাদে অথবা আগে থেকেই বসে থাকবেন, নয়ত উপজেলা নির্বাচন অফিসের প্রধানের সাথেক কথা বলার চেষ্টা করবেন, কি বলবেন? *** বলবেন স্যার, আমি সংশোধনের জন্য আবেদন করছি প্রায় 4-5 মাস হয়ে গেছে এখনো কোন প্রকার ফলাফল পাচ্ছি না। দয়া করে আমার আবেদনটি দেখে পরবর্তী কি কি প্রয়োজন তার জন্য আপনাদের দপ্তর থেকে একটু অনোমোদন করে দিলে, আমার পরবর্তী কার্যক্রমের জন্য মেসেজ আসবে এবং পেন্ডিং লেখাটি চলে যাবে। তারপর কি কি ডকুমেন্ট তারা আপনার সংশোধন আবেদনে সংযুক্ত করার জন্য বলবে, তা সংযোক্ত করবেন এবং ০৭ দিনের মধ্যে কোন বার্তা না আসলে আবারও পূর্বে মতো অফিসে যেতে হবে এবং একটু তদারকি করতে হবে। এই হলো আপনার কষ্টের কাজ। আবারও কোন প্রশ্ন থাকলে জানাবেন সাধ্যমত চেষ্টা করব উত্তর দেওয়ার। ভাল থাকবেন, আসসালামু আলাইকুম।

    • @suhanariyan3898
      @suhanariyan3898 2 ปีที่แล้ว

      hm vai...
      Nirbation officer er sathe kota bolle hoyejabe

  • @ayaatahmedayaat8091
    @ayaatahmedayaat8091 3 ปีที่แล้ว +1

    আমার আবেদন টি নাকি খ ক্যাটাগরি তে আছে। মানে জেলা নির্বাচন অফিসে। তাহলে এখন কি করব? আমার তো ১৮ তে অফলাইনে আবেদন করেছিলাম। লাস্ট সেপ্টেম্বরে তদন্ত রিপোর্ট পাঠাইছি।

    • @rohulaminudc3932
      @rohulaminudc3932  3 ปีที่แล้ว +2

      আপনার এনআইডি নাম্বারটি অথবা আবেদনের কপি টা পাঠান।

  • @MdSAMIM-uj1bi
    @MdSAMIM-uj1bi 3 ปีที่แล้ว

    Vaya thanks,,vai amar 4 years badanor jonno songsodohn korte cai ta ki hobe

  • @mukitbinabdulhamid160
    @mukitbinabdulhamid160 2 ปีที่แล้ว

    আমি বয়স সংশোধনের জন্য আবেদন করেছি ২০ মাস হয়েছে ৷ এখনও পেন্ডিং ৷ খোজ নিয়ে জেনেছি "ঘ" ক্যাটাগরীতে আছে ৷ কী করতে পারি?

    • @Masumkabir9n
      @Masumkabir9n 2 ปีที่แล้ว

      আরো বছর দুয়েক অপেক্ষা করে দেখুন। : D :)

  • @mdbasar7066
    @mdbasar7066 3 ปีที่แล้ว

    ভাইয়া আমি জানতে চাচ্ছি যে, আমার এনআইডির সাথে আমার সার্টিফিকেটের সাথে সকল তথ্য ঠিক আছে কিন্তুু আমার এনআইডি ও সার্টিফিকেটের সাথে আমার পিতা ও মাতার নামের ভুল আছে এটা সমাধান করতে কি করা লাগবে দয়া করে জানাবেন

    • @sagormhamud7895
      @sagormhamud7895 3 ปีที่แล้ว

      আপনার বিদ্যালয়ের শিক্ষকদের সাথে যোগাযোগ করে ওয়ান লাইনে আবেদন করতে হবে। আশা করি সমাধান হবে

  • @mtvbangla1476
    @mtvbangla1476 2 ปีที่แล้ว

    plz ans
    পোষ্ট কোড দেই নাই বাকি সব ঠিক আছে
    এখন কি করবো।

  • @Md.BadshaMia1782
    @Md.BadshaMia1782 ปีที่แล้ว

    ধন্যবাদ ভাইয়া

  • @mdjuwelmiah6355
    @mdjuwelmiah6355 2 ปีที่แล้ว

    ভাইয়া আমার একটি সমস্যা সমাধান করে দিবেন কী?

  • @md.sohelsarker8037
    @md.sohelsarker8037 2 ปีที่แล้ว +1

    আমি একবার আবেদন করিয়েছিলাম, তার পর সেই আবেদন বন্ধ করে দেই। এবং পেণ্ডিং দেখাচ্ছে, এখন আমি কি করব।

  • @mdfaruk-hb2xd
    @mdfaruk-hb2xd ปีที่แล้ว

    ভাই আবেদন কপি টা হারিয়ে গিয়েছে সে ক্ষেত্রে কিভাবে আগের আবেদন টি বাতিল করবো

  • @KING-sh3kx
    @KING-sh3kx 3 ปีที่แล้ว +2

    Ami online teke nije nije sonsodhon koresi Ami ki eta diye sob kicu korte parbo

    • @rohulaminudc3932
      @rohulaminudc3932  3 ปีที่แล้ว +1

      জি ভাইয়া আপনার প্রয়োজনীয় সবকিছুই করতে পারবেন।

    • @KING-sh3kx
      @KING-sh3kx 3 ปีที่แล้ว +1

      @@rohulaminudc3932 thank you so much Vai♥️ Valo basa r dua roilo ageye jaw vai

    • @rohulaminudc3932
      @rohulaminudc3932  3 ปีที่แล้ว +4

      @@KING-sh3kx ধন্যবাদ ভাইয়া। আপনাদের ভালবাসায় আমার পথ চলার অনুপেরণা যোগাচ্ছে। যে কোন সমস্যা আমাকে জানাবেন। সাহায্য করার চেষ্টা করব। ভাল থাকবেন এবং যদি মুসলমান হয়ে থাকেন পাঁচ ওয়াক্ত নামাজ পরার চেষ্টা করবেন। আখিরাতের সমস্যা সমাধান করবে একমাত্র নামাজ।

    • @KING-sh3kx
      @KING-sh3kx 3 ปีที่แล้ว +1

      Ji Vai Ami Muslim in sha Allah ♥️

    • @backgroundmusic5391
      @backgroundmusic5391 3 ปีที่แล้ว

      vai koto din lagce

  • @mahabubrahaman3862
    @mahabubrahaman3862 2 ปีที่แล้ว

    জাতীয় পরিচয় পত্র সংশোধন এর আবেদন করার পর আবেদন কপি টি ডাউনলোড না করে থাকলে কি করনীয়! প্রোফাইল এ ডাউনলোড অপশান এখন আর নাই। এর জন্য আমার কাছে আবেদন করার আইডি নাম্বার নাই।

  • @kamrulhasan-zc8zi
    @kamrulhasan-zc8zi 2 ปีที่แล้ว

    ভাইয়া আসালামুআলাইকুম আমার মায়ের আইডি কার্ডে ভুল ছিল তখন সংসোদনের জন্্য আবেদন করছিলাম। তার নাম ছিল মোসাঃ চকিনা বেগম। স্বামী নাম মামুন অর রশিদ। যা হবে মামুনুর রশিদ।এবং মোঃচকিনা বেগম এর জায়গায় হবে চকিনা বেগম কারন তার জম্ননিবন্ধন ও সাটিফিকেটে মোসাঃ নেই। কিন্তু তার স্মার্ট কাড এসে গেছে তার নামের ঐ ভুল গুলো।তার বত্মান স্মাট কাডে স্বামীর নাম নেই। এখেএে কি করার।

  • @lipurahim4196
    @lipurahim4196 3 ปีที่แล้ว

    Vai amr passport sate nid card mil nai, akn ami passport sonsudan korte parci na, ami ki passport a sate nid mil korte parbo ami ssc certificate Daye nid banici, birth vevadon 4year kub somasha aci, 😢😢😢😢

  • @HabiburRahman-eb5wc
    @HabiburRahman-eb5wc 3 ปีที่แล้ว

    @ruhulvai Assalamualaikum
    Amar Crtificate Onujayi Nid Hoice Pore passport Onujayi Shongshodhon Korte dici eta ki approved Hobe...?
    Je Kore dicilo shei operator bolce possible na...
    Suggest please if you know better anything...
    Jodi Abar upozelay gecilm bole koy Bosor ghuro tarpor dekha Jabe, Abar bole #civil Surgeon bcs Cader diye certified copy ante Jodi pari....
    Tokhon vebe dekhbe oi porjontoi shesh....
    (Ei muhurte ki Korte Pari) Jodi na hoy correction taile application
    Batil kora Jabe ki ?

  • @ebadurrahman4774
    @ebadurrahman4774 2 ปีที่แล้ว

    ভাই আমার ম্যাসেজ ডিলেট হয়েছে এখন কি করবো

  • @msmasum2134
    @msmasum2134 ปีที่แล้ว

    যারা ডানলোড দিতে পারেন নাই তারা পুনোরায় কম্পিউটার দিয়ে ডানলোড করতে পারবেন

  • @abdurrazzakrony1266
    @abdurrazzakrony1266 2 ปีที่แล้ว

    ভাই আমি এস মেস পাইছি ২০২০ সালে এখন গেলে কি পাবো ২২/৬/২০২২

  • @sumonroyvoirob4341
    @sumonroyvoirob4341 2 ปีที่แล้ว

    Vi apnr help lagto

  • @rmanizm_
    @rmanizm_ 2 ปีที่แล้ว

    ভাই সালাম💚
    please response 🙏
    বাবার নাম ঠিক করার জন্য আামার nid correction আবেদন করেছি, বাবার নামঃ মোহাম্মদ শফিউল আলম দিয়ে
    এখন pending এ আছে
    এ অবস্থায় আমার pasport বানাতে হবে urgent
    এখন কি করা যায় বা নাম ঠিক রেখে কি এখন passport kora jabee
    Passport এ তো বাবার নাম english থাকে
    কি করতে পারি🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💗💗

  • @News24win
    @News24win 2 ปีที่แล้ว

    Tnx for your suggested vaia

  • @abunasarsharkar9380
    @abunasarsharkar9380 2 ปีที่แล้ว

    দারুন ছোট ভাই

  • @faisalhossen6299
    @faisalhossen6299 2 ปีที่แล้ว

    pending ta ki dellet kora jina,,,?

  • @sachanelbd389
    @sachanelbd389 3 ปีที่แล้ว

    ধন্যবাদ ভাই,গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য।
    আমার ছোট একটা সমস্যা ছিলো আবেদন ও করেছিলাম সার্টিফিকেট দিয়ে,কিন্তু কিছুদিনপর ওরা নাকোচ কইরা দিছে।আমার মায়ের নাম, ঃঝর্না রানী রায় (আমার NID তে) কিন্তু, আমার সার্টিফিকেট এ Jorna Raniroy অর্থাৎ রানী রায় এ কোন স্পেস নাই।সরকারি জবের জন্য প্রিপারেশন নিচ্ছি অনেকদিন ধরে,,এই স্পেস এর জন্য কোন সমস্যা হবে কি না।

    • @rohulaminudc3932
      @rohulaminudc3932  3 ปีที่แล้ว +1

      না

    • @sbshahadat2242
      @sbshahadat2242 ปีที่แล้ว

      আপনার ফোন নাম্বার টা দেন ভাই

  • @abirhasanrony2431
    @abirhasanrony2431 2 ปีที่แล้ว

    ভাইয়া ৬-৭ মাস হলো আবেদন করেছি এখনো পেন্ডিং আছে😓আমার করণীয় কি??

  • @anikroy8789
    @anikroy8789 3 ปีที่แล้ว

    ভাই আমার মার একটা application pending আছে।তদন্ত করতে হবে খ এখন কি করা যায় অনেক দিন হইছে।

  • @polymutsuddy9789
    @polymutsuddy9789 3 ปีที่แล้ว

    ভাইয়া আমি অনলাইন তথ্য সংশোধনের আবেদন করে আবেদন ফর্মটি ডাউনলোড করতে ভুলে গেছি…. আবেদন ফর্মটি পুনরায় ডাউনলোড করার কোন উপায় আছে কি?

    • @natureblogs2251
      @natureblogs2251 3 ปีที่แล้ว

      ডাউনলোড একটা অপশন আছে।।।ওখানে ক্লিক করে ডাউনলোড করে নেন।।যতবার ইচ্ছা ততবার

    • @jahangiralam4167
      @jahangiralam4167 2 ปีที่แล้ว

      Koi download option a to nai

  • @Freedom360
    @Freedom360 3 ปีที่แล้ว

    ভাই পেডিং কেন্সেল করতে কিকরতে হবে?

  • @mohammednasiruddin7423
    @mohammednasiruddin7423 2 ปีที่แล้ว

    আমার এন আইডিতে গ্রামের নাম ও পোস্ট কোড ভুল লিপিবদ্ধ হয়েছে আমি প্রবাসে দুবাইয়ে থাকি এখানে থেকে কিভাবে সঃঃ‌শোধন করা যাবে?

    • @sohagmirdha345
      @sohagmirdha345 2 ปีที่แล้ว

      ভাই আমি করে দিতে পারবো।

  • @robelkhan7718
    @robelkhan7718 2 ปีที่แล้ว +1

    ভাই আমার পাসপোর্ট দিয়ে এনআইডি সংশোধন করে দিতে পারবেন। শুধু জন্মতারিখ প্রবলেম।

    • @amjadhossan7144
      @amjadhossan7144 2 ปีที่แล้ว

      পাসপোর্ট কত আছে বয়স আর আইডি কার্ড কত বয়স

    • @robelkhan7718
      @robelkhan7718 2 ปีที่แล้ว

      @@amjadhossan7144 passfort a 1.1.1989 are nid te 1.1.1993

  • @skdelwar2321
    @skdelwar2321 2 ปีที่แล้ว

    ভাই আমি এন আই ডি কার্ডের জন্য নতুন আবেদন করেছি।আমার বাংলা সবকিছু ঠিক আছে।কিন্তু ইংরেজি নামের ক্ষেত্রে Sheikhএই ভাবে বানান হলো আমার জন্ম নিবন্ধনে।কিন্তু আবেদনে শেখ থেকে আই অক্ষরটি বাদ পরে গেছে এখন করনীয় কি জানালে উপকৃত হবো।

  • @mdnurhosen5106
    @mdnurhosen5106 2 ปีที่แล้ว

    ভাই আমি নাম সংশোধন করবে কিন্তু জন্ম সনদ নাই কিভাবে NID নাম সংশোধন করব

  • @MdRipon-yl9fj
    @MdRipon-yl9fj 3 ปีที่แล้ว +2

    আসসালামু আলাইকুম ভাইয়া। আমি নতুন ভোটারের জন্য অনলাইনে আবেদন করলাম। আবেদন পরমে আমার একটা তথ্য ভুল হয়েছে। এখন কি আমি আরেকবার আবেদন করলে কোন সমস্যা হবে?

    • @rohulaminudc3932
      @rohulaminudc3932  3 ปีที่แล้ว +2

      ধন্যবাদ ভাইয়া। আপনাদের ভালবাসায় আমার পথ চলার অনুপেরণা যোগাচ্ছে। আপনি আরএকবার আবেদন করতে পারবেন না। যেহেতু ভুল হয়েছে, এ নিয়ে কোন চিন্তা করবেন না। আপনার যেই ভুলটি হয়েছে তা মাথায় রাখুন এবং আপনি যখন ভোট উঠাতে নির্বাচন অফিসে যাবেন তখন দায়িত্বে থাকা অপারেটর কে বিষয়টি বললে তাৎক্ষনিক উনি তা সংশোধন করবেন।

  • @amdadulhaque1637
    @amdadulhaque1637 3 ปีที่แล้ว +1

    ভাই আমার স্থায়ী ঠিকানা পোষ্ট কোড ভুল করে ০ আসছে, এটা কি সংশোধন করা যাবে?

    • @rahmotullah9647
      @rahmotullah9647 3 ปีที่แล้ว

      ভাই আমারও স্থায়ী ঠিকানা পোস্ট কোড ০ আসছে আপনি কি সংশোধন করছে

  • @varietiesshowfast3609
    @varietiesshowfast3609 2 ปีที่แล้ว

    উপজেলায় গেলে বলে জেলা অফিসে যান। জেলায় গেলে বলে এই হয়ে যাবে পরে যোগাযোগ করেন। শুধু ঘুরায়

  • @MASUDRANA-cj1hg
    @MASUDRANA-cj1hg 3 ปีที่แล้ว

    ভাই আবেদন বাতিল হতে কতদিন সময় লাগে???

    • @shofikulaslam295
      @shofikulaslam295 3 ปีที่แล้ว

      বাতিল করবেন কেন

  • @munnasz1456
    @munnasz1456 2 ปีที่แล้ว

    Vai ei proses kaje dey na....sudhu sudhu