এটাই বাস্তব!
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- It is a Shahadat Udraji Personal creation, Only for fun! Nothing Serious! Easy, Cool!
(এই সব ভিডিও দেখে শুনে রাগ ক্ষোভের কোন কারন নেই, কারন এই কাজ গুলো আমি নিজেই শিখে শিখে আপলোড দিয়েছি বা দিচ্ছি, এদিকে এই গুলো মুলত আমার একটা সংগ্রহ, ভাল না লাগলে ইগ্নোর করুন। আমন্ত্রন জানাই পরের ভিডিওতে, নিশ্চয় পরের ভিডিওটা এর চেয়ে ভাল হয়েছে। অগ্রীম ধন্যবাদ।)
আমি মুলত একজন ব্লগার, যখন যা দেখি অভিজ্ঞতা হয় তাই নিয়ে লিখে থাকি, ছবি তুলি, ভিডিও করি। তবে দুঃখ কষ্টের কাজ গুলো আমি এড়িয়ে চলি। খাবার দাবার চরম ভালবাসি ফলে নিজে একটা রান্নার ব্লগ চালাই, গল্প ও রান্না। অবশ্য এর পিছনে আরো কারন আছে, আমি প্রায় ১০ বছর প্রবাসে ছিলাম, রান্না জানতাম না, হাতের কাছে সব থাকলেও কখনো রান্না করি নাই, ফলে অনেক বেলা আজে বাজে বা বিস্কুট খেয়েও পার করেছি। অথচ কত সহজ কাজ রান্না করা, সময় কাটে, মন ভাল থাকে, টাকা বাঁচে, স্বাস্থ্য সম্মত খাবার মিলে, ইত্যাদি ইত্যাদি। তাই, দেশে ফিরে বিবাহের পর প্রিয়তমা স্ত্রীর (মানসুরা হোসেন) কাছেই রান্না শিখে ফেলি! আরো গল্প ও কথা আছে, আসুন আমাদের ব্লগে...
udrajirannagho...