Thank you Koushik. এই বয়সে (74) বাড়িতে বসে তোমার সৌজন্যে লাক্ষাদ্বীপ ভ্রমণ হচ্ছে । এ কি কম কথা ! Thank you, thank you again. ভালো থেকো, সাবধানে থেকো । শুভেচ্ছা রইল ।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দাদার নতুন ভিডিও প্রাকৃতিক দৃশ্য দেখে মুগ্ধ হলাম,দাদা তোমার ড্রোন ক্যামেরার দৃশ্য প্রকৃতির সৌন্দর্য যেন আরও বাড়িয়ে দিয়েছে,
অসাধারণ ভিডিও হয়েছে 👌 আমি জীবনে এই প্রথম আপনার কল্যাণে লাক্ষাদ্বীপ এর মিনিকয় দর্শন করলাম 👍 জাহাজের অংশ টুকু তো দারুন উপভোগ্য হয়েছে 👍 তার সাথে যুক্ত হয়েছে আপনার রুচিশীল ভাষ্য 👌 আপনি ভালো থাকুন 🙏 আমাদের আরও ভালো, ভালো ভিডিও উপহার দিন 🙏
দাদা প্রথমেই রইল হাজার প্রনাম। আমি একজন বাংগালী মুসলমান, দাদা আজ আমি আপনার চোখ দিয়ে সুদূর বাংলাদেশে থেকেও দেখে নিলাম প্রকিতির অপার সুন্দরে ঘেরা লাক্ষাদ্বীপ। হয়তো কখনো যেতে পারবো না তাতে কি, আপনিইতো এত সুন্দর করে দেখালেন যেন নিজ চোখে দেখলাম আর অনুভব করলাম, এ জন্য আপনার প্রতি রইল প্রকিতির মতো নিখাত ভালোবাসা ও প্রনাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আপনার চোখে সকলকে প্রকিতিকে দেখাবেন এই দোয়া রইল, "নয়ন"।
কৌশিক দাদা তোমার এই ভিডিওটা অনেকদিন পরে দেখছি লাক্ষাদ্বীপের তোমার ঘুরতে যাওয়ার দু'বছর পরে যে দুটো দেশের মধ্যে ট্রেন্ডিং চলবে তা ভাবতে অবাক লাগছে। এই লাক্ষাদ্বীপ এক দেশের অর্থনীতি নিয়ে খেলা করছে এখন আর এক দেশের সন্মান বাঁচাচ্ছে।
দাদা তোমার আওয়াজ আর হাসি লাক্ষাদ্বীপের মতো লাখ টাকার। সারাজীবন এই ভাবে নিজের হাসি অন্যের মুখে ফুটিয়ে তোলো। 😊অনেক শুভেচ্ছা রইল এতো সুন্দর করে লাক্ষাদ্বীপ ঘুরিয়ে দেখানোর জন্য।।❤❤
তোমাকে আমার হিংসা হয়।তুমি যে ভাবে বিভিন্ন স্থান পরিদর্শন কর ভ্রমন করো।আজকে যে ভিডিও উপহার দিয়েছো তা জীবনে ভুলবো না।যে প্রাকৃতিক নয়নাভিরাম দৃশ্য দেখালে আঃ কি বলবো ভাষা হারিয়ে ফেলেছি। ধন্যবাদ নয় ভালোবাসা নিও❤️❤️❤️
Mesmerizing 👌👌👌drone shots গুলো জাস্ট দুর্দান্ত...শেষের কথা গুলো মন ছুঁয়ে গেলো এই virtual জগৎ টা ছাড়া ও যে এতো সুন্দর করে থাকা যায় আজকের এই vlog টা তাঁর প্রমাণ..এতো সুন্দর জায়গা কিছু লাগে না..সমুদ্র কোনোদিন ও আমায় attract করেনি কিন্তু lakshadeep দেখার পর আমার ও যাওয়ার ইচ্ছে রইলো..অপেক্ষায় থাকলাম😊
আমি লাক্ষাদ্বীপের দ্বিতীয় এপিসোড টা দেখেছি শুধু মাত্র। আমার মনে হচ্ছে আপনার মতো ব্লগ সোকল্ড বড় বড় ব্লগাররাও করতে পারবেনা। আপনি যে প্রকারের দারুন দারুন সিনেমাটিক শট নেন তা ছাড়া আপনার ব্যাকগ্রাউন্ডে যে ডায়েরির লেখা গুলো পড়েন সেগুলো ব্লগটিকে অন্যমাত্রা দেয় (কনসেপ্টটা অন্য লেভেলের)। আমি সত্যি বলছি আপনার মত কোয়ালিটি কনটেন্ট খুবই কম দেখা যায়। এই প্রথম হয়তো একটি মাত্র ভিডিও দেখে এত পছন্দ হয়ে গেল যে সাবস্ক্রাইব না করে পারলাম না। অনেক ধন্যবাদ, ভালো ভালো এইরকম কোয়ালিটি কনটেন্ট চাই।
Koushik, despite your hurdles on & off the ship you have perfectly depicted India's small n beautiful island L'deep. Oh! Drone shots near the Lighthouse were Excellent. But the last few words were just emanating from your heart ''the people not having 3G/4G/5G but satisfied & closely knitted with each other at the time of distress.''Thnx once again.
Light house এর থেকে অনেক ভালো দেখলাম ড্রোন শট এ... দাদা তুমি শুধু travel bloger ই নও তুমি ভালো video grapher ও... সাথে ভালো story teller ও... সাথে হালকা comedian ও.. পুরো combo...😁😁😁😆😆 তোমার blog দেখলেই মন টা পুরো খুশি হয়ে যায়... keep it up দাদা
প্রথম থেকে এক মিনিট তিরিশ সেকেন্ডের সময়...মুগ্ধ ছিলাম।সব কিছুকে ছাপিয়ে দৃষ্টি উত্তাল হচ্ছিল ঐ কালো জলে সাদা ঢেউয়ের মন মাতানো খেলা।মিনিকয় এর মানুষের প্রিয়জনের প্রতীক্ষার অবসান, তাদের ভালো বাসার বিনিময় সত্যি অন্য জগতে নিয়ে যায়।আপনার অনুভূতি ছড়িয়ে পড়ছিল আমাদের মনে।কী ভীষণ আনন্দ তাদের...। আপনার জলে ভেসে যাওয়া।আপনি তখন নিমিত্ত মাত্র।ভাসছিল আমাদের মন ।সাদা বালি, হালকা সবুজ জল।শামুকের গুটি গুটি পায়ে চলা । 👌👌 ঠিক 16 মিনিটের পর যা দেখলাম ,তা দেখতেই থাকলাম উপর থেকে....প্রকৃতির ঐ নীল জলরাশির দিকে তাকাতে মনে পড় ছিল..'আপ কো দেখ কর, দেখতা রহ গয়া......" এমন সৌন্দর্যের কাছে মন সপে বসে র ইলাম আমিও..।👌👌👌👌👌👌👌👌👍
I love my INDIA 🇮🇳.. ai kothata bhai bare, bare shudhu tomar beautiful presentation ar jonnoi bolte parchi.. drone shots were excellent.. l, deep ar jono jibon o tumi ashadharon bhabe present korecho.. somudro vishon shanto l, deep ar..stay blessed n safe.. ❤️ from NAIHATI.. 🙌👌👌💙🇮🇳💯☺️
আপনার ফিরে যাওয়ার গল্পটা কত মধূরমনে হয় আমিযেন লাক্ষ্মদ্বীপ থেকে আপনার সাথে গঘুরে এসেছি। এ অনুভূতি বলে শেষ করা যায় না। ধন্য আপনার চেনেলকে। বাংলাদেশে আমার বাড়ী জন্ম আমার ভারতে।
কবিগুরুর কথায় বলতে পারি... "তুমি কেমন করে গান করও হে গুনি, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি.. তুমি কেমন করে গান করও হে গুনি.." তুমি সংগীত পরিবেশন করছো না ঠিকই, তবে তোমার উপস্থাপনা, শব্দ ব্যবহারের মাধুর্যতা এবং দিগন্ত বিস্তৃত নীল জলরাশির মাঝে হারিয়ে যাওয়া, সব মিলেমিশে এক মনমুগ্ধকর দৃশ্যের সাক্ষী রইলাম ❤️❤️
আজকের Video টা just ফাটিয়ে দিয়েছ👌👌👌👌আর তার সাথে বাড়তি মাত্রায় ভালো লাগা যোগ করেছে তোমার উপস্থাপনা ও কাব্যিক কথা গুলো।ভারত বর্ষে এমন স্বর্গীয় সুন্দর জায়গা আছে দেখেই মনটা গর্বে ভরে গেল।এখন শুধু অপেক্ষা করছি কবে আমি যাব এই সুন্দর জায়গাটিতে।
প্রথমবার আপনার ভিডিও দেখেছি এবং আমি অবশ্যই বলব আপনার ভ্রমণ ভ্লগগুলি অনন্য। আপনি আপনার ভ্রমণ আশ্চর্যজনকভাবে বর্ণনা করেছেন। আপনার যাত্রার একটি অংশ ডায়েরিতে লেখার ধারণাটি আমার ভালো লেগেছে। ❤️
দারুণ, অপূর্ব, অসাধারণ! মন প্রাণ ভরে দেখলাম, ধন্য হলাম! ড্রোন ক্যামেরা ব্যবহার খুব ভালো লাগলো! তোমার মাঝে মাঝে ছন্দ করে কথা বলা খুব ভালো লাগে! তোমার সাথে আমার পছন্দ মিলে যায়! অনেক ছোট বেলা থেকেই লাক্ষাদ্বীপ দেখার স্বপ্ন ছিল, আজ তোমার সাথে দেখলাম! ধন্যবাদ, আশীর্বাদ, ভালোবাসা জানাই। তোমার সাথে কিছু দিন ধরে পথ চলা শুরু করে খুব ভালো লাগছে। রোজ কয়েকটা ভিডিও দেখি আর মনে মনে পৌঁছে যাই সেই সব জায়গায়!
সুনিপুন তোমার উপস্থাপনা। অসাধারণ। সাথে তোমার সুন্দর বর্ননা। ভাষা খুঁজে পাচ্ছি না। একটা কথা না বললেই নয়। যা দেখলাম তা ভীষণ ভালো। কিন্তু আমার তার থেকেও বেশী ভালো লাগলো তোমার অফুরান এনার্জি। খুউব এনজয় করলাম ।ভালো থাকো ।অনেক শুভকামনা রইলো
আজকে দ্রোণের কার্যকারিতা অনুভব করলাম আর দ্রোনচালক দ্রোনাচার্য্য তথা আমাদের প্রিয় কৌশিকের হিম্মত দেখলাম। সত্যিই, আমাদের খুশি করতে তোমার অসামান্য পরিশ্রম আর অধ্যাবসায় তুলনাহীন। অবসর জীবন আর অতিমারীর দুঃসহ সময়ে তোমার ভিডিও এক ঝলক তাজা বাতাসের মতো চারিদিকে সুঘ্রাণ ছড়ায়।
বাহ দাদা তোমার ভিডিও দেখে আমি মুগ্ধ মানে এক সেকেন্ড ও চোখ সরেনি ভিডিও থেকে, তুমি আমাদের হিরো, শুধু ভগবানের কাছে প্রার্থনা করি তুমি সুস্থ এবং ভালো থেকো, তোমার থেকে সারা ভারতবর্ষ কেন সারা বিশ্ব দেখতে চাই।
Dada আমি লাক্ষাদ্বীপ এর এই video গুলো 10 বার দেখ লম....খুব ভালো পরিবেশন.ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভাবে আনন্দ দিন....মন খারাপ হলে আপনার মধ্য দিয়ে লাক্ষাদ্বীপ ঘুরে আসি....
Eto asadharonbhabe ei vlog dekhalen j bhabai jaina. Atuloniyo drone shot. Eto sundor bornona j mon chuea jai. Food items are quite good and interesting. Porer porber opekkhai roilam.
Asadharon..bolar apekhhai rakhe na...ki sundor okhankar jibonjatra..sune khub valo laglo. .jamon sundor island temnii sundor oder parosporik attikota..sune mon ta bhore galo..sobtai jante par6i tomar ei travel blog er jonnoi..etao toh amader ak birat paona..bollle khub kom hbe..bhogoban tomar mongol koruk..ank ank valobasa roilo
আমি নিজেই এখন কলকাতার বাইরে,পুরো ভিডিও দেখতৈ পারলাম না।শুধু প্রথম ছবি দেখে থেমে গেলাম যেন!না,আমার হোশ নেই!এমন দৃশ্য আরো কত সাজিয়েছেন এখানে।তাকে দেখব পরে,দিল থাম কে।👍
Asadharon laglo sob drone shoot gulo,tar songe monorom poribesh clear dekhalo sob khub jaoar iccha hocche,onek dhanyabad eto sundor video r jonno onek tathya pelam
ট্রিপ এর সব তথ্য পেতে Description বক্স দেখুন
SIR AMI AR AMAR DIDUN KHUB BORO FAN APNAR ❤️❤️❤️
Amio FAN sir
Nice spot dada
দারুন উপভোগ্য ভিডিও
Khoushik da very nice 👍👍 vlog excellent💯
Thank you Koushik. এই বয়সে (74) বাড়িতে বসে তোমার সৌজন্যে লাক্ষাদ্বীপ ভ্রমণ হচ্ছে । এ কি কম কথা ! Thank you, thank you again.
ভালো থেকো, সাবধানে থেকো । শুভেচ্ছা রইল ।
তোমার চিত্রনাট্যের উপস্থাপনার শিল্পকলা বাস্তবিকই অতুলনীয়। তোমার শব্দচয়ন, গল্পের প্লটের সজ্জা,ভাষার যথাযথ প্রতিস্থাপন তোমার ভিডিও তে এক অন্যরকম মাধুর্য তুলে ধরে.......এছাড়াও তোমার Camera sense, ফিল্মি কায়দায় কাহিনী বলার ঢং......অতুলনীয় করে তুলেছে তোমার content কে......এভাবেই এগিয়ে যাও.....বাংলা ও বাঙালির অনাবিল সুগন্ধ তোমার ডালিতে প্রস্ফুটিত পুষ্পের কুঁড়ি বেয়ে ছড়িয়ে পড়ুক সকলের ঘ্রাণে......
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দাদার নতুন ভিডিও প্রাকৃতিক দৃশ্য দেখে মুগ্ধ হলাম,দাদা তোমার ড্রোন ক্যামেরার দৃশ্য প্রকৃতির সৌন্দর্য যেন আরও বাড়িয়ে দিয়েছে,
Ĺ apurba
Dada khub sundor lage 😊 🥰😍🥰😍🥰😍🥰😍🥰
অসাধারণ ভিডিও হয়েছে 👌 আমি জীবনে এই প্রথম আপনার কল্যাণে লাক্ষাদ্বীপ এর মিনিকয় দর্শন করলাম 👍 জাহাজের অংশ টুকু তো দারুন উপভোগ্য হয়েছে 👍 তার সাথে যুক্ত হয়েছে আপনার রুচিশীল ভাষ্য 👌 আপনি ভালো থাকুন 🙏 আমাদের আরও ভালো, ভালো ভিডিও উপহার দিন 🙏
দাদা প্রথমেই রইল হাজার প্রনাম। আমি একজন বাংগালী মুসলমান, দাদা আজ আমি আপনার চোখ দিয়ে সুদূর বাংলাদেশে থেকেও দেখে নিলাম প্রকিতির অপার সুন্দরে ঘেরা লাক্ষাদ্বীপ। হয়তো কখনো যেতে পারবো না তাতে কি, আপনিইতো এত সুন্দর করে দেখালেন যেন নিজ চোখে দেখলাম আর অনুভব করলাম, এ জন্য আপনার প্রতি রইল প্রকিতির মতো নিখাত ভালোবাসা ও প্রনাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আপনার চোখে সকলকে প্রকিতিকে দেখাবেন এই দোয়া রইল, "নয়ন"।
কৌশিক দাদা তোমার এই ভিডিওটা অনেকদিন পরে দেখছি লাক্ষাদ্বীপের তোমার ঘুরতে যাওয়ার দু'বছর পরে যে দুটো দেশের মধ্যে ট্রেন্ডিং চলবে তা ভাবতে অবাক লাগছে। এই লাক্ষাদ্বীপ এক দেশের অর্থনীতি নিয়ে খেলা করছে এখন আর এক দেশের সন্মান বাঁচাচ্ছে।
Govt এবার ফিল করুক দেশ এর পর্যটন কে একটা বিশেষ গুরুত্ব দিতে হবে.. লোকে দুবাই কম IND তে বেশি আসবে..
@@TravelWithKoushikekdom perfect bolecho dada❤ ayodhya video darun lagche. Jay sree ram
অসাধারণ দৃশ্য উপভোগ করলাম তোমার সৌজন্যে। আর কথার পরে কথা দিয়ে তুমি কথার মালা গেঁথেছো।খুব ভালো।
দাদা তোমার আওয়াজ আর হাসি লাক্ষাদ্বীপের মতো লাখ টাকার। সারাজীবন এই ভাবে নিজের হাসি অন্যের মুখে ফুটিয়ে তোলো। 😊অনেক শুভেচ্ছা রইল এতো সুন্দর করে লাক্ষাদ্বীপ ঘুরিয়ে দেখানোর জন্য।।❤❤
শেষ পর্ব টা দেখতে ভুলবেন না আগামী শুক্রবার
তোমাকে আমার হিংসা হয়।তুমি যে ভাবে বিভিন্ন স্থান পরিদর্শন কর ভ্রমন করো।আজকে যে ভিডিও উপহার দিয়েছো তা জীবনে ভুলবো না।যে প্রাকৃতিক নয়নাভিরাম দৃশ্য দেখালে আঃ কি বলবো ভাষা হারিয়ে ফেলেছি।
ধন্যবাদ নয় ভালোবাসা নিও❤️❤️❤️
Mesmerizing 👌👌👌drone shots গুলো জাস্ট দুর্দান্ত...শেষের কথা গুলো মন ছুঁয়ে গেলো এই virtual জগৎ টা ছাড়া ও যে এতো সুন্দর করে থাকা যায় আজকের এই vlog টা তাঁর প্রমাণ..এতো সুন্দর জায়গা কিছু লাগে না..সমুদ্র কোনোদিন ও আমায় attract করেনি কিন্তু lakshadeep দেখার পর আমার ও যাওয়ার ইচ্ছে রইলো..অপেক্ষায় থাকলাম😊
Fatafati drone shot..darun lago jole vese berano..darun darun..
অসাধারণ দৃশ্য সাথে তোমার অসাধারণ বর্ণনা মন কে এক অন্য জগতের উদ্দেশে পাড়ি দিতে সাহায্য করলো❤️
❤️
অপূর্ব। মন ভরে গেল ।
@@aratiseth9160 ❤️🙏
আমি লাক্ষাদ্বীপের দ্বিতীয় এপিসোড টা দেখেছি শুধু মাত্র। আমার মনে হচ্ছে আপনার মতো ব্লগ সোকল্ড বড় বড় ব্লগাররাও করতে পারবেনা। আপনি যে প্রকারের দারুন দারুন সিনেমাটিক শট নেন তা ছাড়া আপনার ব্যাকগ্রাউন্ডে যে ডায়েরির লেখা গুলো পড়েন সেগুলো ব্লগটিকে অন্যমাত্রা দেয় (কনসেপ্টটা অন্য লেভেলের)। আমি সত্যি বলছি আপনার মত কোয়ালিটি কনটেন্ট খুবই কম দেখা যায়। এই প্রথম হয়তো একটি মাত্র ভিডিও দেখে এত পছন্দ হয়ে গেল যে সাবস্ক্রাইব না করে পারলাম না। অনেক ধন্যবাদ, ভালো ভালো এইরকম কোয়ালিটি কনটেন্ট চাই।
❤️
Koushik, despite your hurdles on & off the ship you have perfectly depicted India's small n beautiful island L'deep. Oh! Drone shots near the Lighthouse were Excellent. But the last few words were just emanating from your heart ''the people not having 3G/4G/5G but satisfied & closely knitted with each other at the time of distress.''Thnx once again.
অপূর্ব সুন্দর মিনিকয় আইল্যান্ড।সমুদ্রের স্বচ্ছ জলরাশি দুর্দান্ত লাগলো।
Light house এর থেকে অনেক ভালো দেখলাম ড্রোন শট এ... দাদা তুমি শুধু travel bloger ই নও তুমি ভালো video grapher ও... সাথে ভালো story teller ও... সাথে হালকা comedian ও.. পুরো combo...😁😁😁😆😆 তোমার blog দেখলেই মন টা পুরো খুশি হয়ে যায়... keep it up দাদা
অসাধারন। আপনার ক্যামেরার মধ্যদিয়ে দুচোখ ভরে মনপ্রান ভরে লাক্ষাদ্বীপ দেখছি। এরজন্য অসংখ্য ধন্যবাদ
প্রকৃতির মতোই সুন্দর সেই প্রকৃতির মানুষগুলো।।।❤️❤️❤️❤️
প্রথম থেকে এক মিনিট তিরিশ সেকেন্ডের সময়...মুগ্ধ ছিলাম।সব কিছুকে ছাপিয়ে দৃষ্টি উত্তাল হচ্ছিল ঐ কালো জলে সাদা ঢেউয়ের মন মাতানো খেলা।মিনিকয় এর মানুষের প্রিয়জনের প্রতীক্ষার অবসান, তাদের ভালো বাসার বিনিময় সত্যি অন্য জগতে নিয়ে যায়।আপনার অনুভূতি ছড়িয়ে পড়ছিল আমাদের মনে।কী ভীষণ আনন্দ তাদের...। আপনার জলে ভেসে যাওয়া।আপনি তখন নিমিত্ত মাত্র।ভাসছিল আমাদের মন ।সাদা বালি, হালকা সবুজ জল।শামুকের গুটি গুটি পায়ে চলা । 👌👌 ঠিক 16 মিনিটের পর যা দেখলাম ,তা দেখতেই থাকলাম উপর থেকে....প্রকৃতির ঐ নীল জলরাশির দিকে তাকাতে মনে পড় ছিল..'আপ কো দেখ কর, দেখতা রহ গয়া......" এমন সৌন্দর্যের কাছে মন সপে বসে র ইলাম আমিও..।👌👌👌👌👌👌👌👌👍
ঘরে বসে Amazing experience koushik da
Wowwww Awesome... Mon chue gelo ...Galpo sune... drones shot suparrrrrr..
দূর্দান্ত ♥️ ড্রোন এর ফুটেজ গুলো দারুন লেগেছে,পরের পর্বগুলো দেখার জন্য মনটা আঁকুপাঁকু করছে। সবুর করতে ইচ্ছে না করলেও জানি সবুরে মেওয়া অবশ্যই ফলবে 😊✨
নৈসর্গিক প্রকৃতির মতোই আপনার ধারা বর্ণনায় মুগ্ধ হয়েছি। অসাধারণ আপনি। আপনার চ্যানেলের প্রতি দোয়া থাকবে। বাংলাদেশ থেকে ভালোবাসা।
Wooooooow ❤️ কিছুক্ষণের জন্য হারিয়ে গিয়েছিলাম মিনিকয় দ্বীপে
Darun
I love my INDIA 🇮🇳.. ai kothata bhai bare, bare shudhu tomar beautiful presentation ar jonnoi bolte parchi.. drone shots were excellent.. l, deep ar jono jibon o tumi ashadharon bhabe present korecho.. somudro vishon shanto l, deep ar..stay blessed n safe.. ❤️ from NAIHATI.. 🙌👌👌💙🇮🇳💯☺️
Dada... Ami Avivuto😊😊😊
thanx ...ek kothai Asadharon 🙂🙂
all the best 👍👍🇧🇩🇧🇩
আপনার ফিরে যাওয়ার গল্পটা কত মধূরমনে হয় আমিযেন লাক্ষ্মদ্বীপ থেকে আপনার সাথে গঘুরে এসেছি। এ অনুভূতি বলে শেষ করা যায় না। ধন্য আপনার চেনেলকে। বাংলাদেশে আমার বাড়ী জন্ম আমার ভারতে।
Darun👌👌👌👌👌👌👌i66e ho6e lakswa deep ghurte jabar
অবশেষে হলো অপেক্ষার অবসান। এক বাঙালি যুবকের স্বপ্নের যাত্রা। তোমার জীবন সত্যিই সার্থক । এগিয়ে চলো এভাবেই। ❤❤❤
Darun enjoy korlam tomer ajker blog bhai 👍👍👍
excellent 👍waiting for more exciting vlog keep it up 👍
দারুন সুন্দর লাগলো দাদা লাক্ষাদ্বীপের ট্রাভেল।
কোনদিন যেতে পারবো কিনা জানিনা, তবে কৌশিক দা মনটা পুরো ভরে গেল।
পরের পর্ব কবে আসছে?
নেক্সট Friday
@@TravelWithKoushik ধন্যবাদ কৌশিক দা
কবিগুরুর কথায় বলতে পারি...
"তুমি কেমন করে গান করও হে গুনি, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি.. তুমি কেমন করে গান করও হে গুনি.."
তুমি সংগীত পরিবেশন করছো না ঠিকই, তবে তোমার উপস্থাপনা, শব্দ ব্যবহারের মাধুর্যতা এবং দিগন্ত বিস্তৃত নীল জলরাশির মাঝে হারিয়ে যাওয়া, সব মিলেমিশে এক মনমুগ্ধকর দৃশ্যের সাক্ষী রইলাম ❤️❤️
Your vlogs are progressing towards the best versions...👍👍
কৌশিক বাবু ধন্যবাদ আপনাকে --আপনার বর্ণনায় বেড়ানোর আনন্দ পুরোপুরি উপভোগ করলাম ।জানতে ইচ্ছা করে ভিডিও টা তুলছেন কি করে কথা বলতে বলতে ! !
জায়গাটা খুব সুন্দর কিন্তু কোথাও কোনো ময়লা ফেলে না তো এত সুন্দর জায়গা টায়
দারুণ দারুণ দারুণ প্রাকৃতিক দৃশ্য দেখে যতটা মুগ্ধ হয়েছি ততটাই মুগ্ধ হয়েছি তোমার লাস্টের কথাগুলো শুনে।THANK YOU
200k Subscribers by the end of this series............keep it as a target TWK army.........osasharon video koushik kaku...........ausum jayga......👍🏻
❤️❤️
Bapak presentation 👍 khub bhalo laglo apnader blog ta
hats off brother
take love from Bangladesh
আজকের Video টা just ফাটিয়ে দিয়েছ👌👌👌👌আর তার সাথে বাড়তি মাত্রায় ভালো লাগা যোগ করেছে তোমার উপস্থাপনা ও কাব্যিক কথা গুলো।ভারত বর্ষে এমন স্বর্গীয় সুন্দর জায়গা আছে দেখেই মনটা গর্বে ভরে গেল।এখন শুধু অপেক্ষা করছি কবে আমি যাব এই সুন্দর জায়গাটিতে।
Wait For Next .....Ota Sera Hobe ei Series Er
NORTH YA SOUTH EAST AND WEST KOUSHIK IS THE BEST💯💯
প্রথমবার আপনার ভিডিও দেখেছি এবং আমি অবশ্যই বলব আপনার ভ্রমণ ভ্লগগুলি অনন্য। আপনি আপনার ভ্রমণ আশ্চর্যজনকভাবে বর্ণনা করেছেন। আপনার যাত্রার একটি অংশ ডায়েরিতে লেখার ধারণাটি আমার ভালো লেগেছে। ❤️
শুধু ভ্রমণপিপাসু নন, আপনি সাহিত্যিক ও বটে ।😀
Thik
আপনার ভিডিও তে লাক্ষাদ্বীপ সৌন্দর্য যে ভাবে আপনি তুলে ধরেছেন, তা সত্যিই মন মুগ্ধকর
অসাধারণ জায়গা আমাদের দেশের মধ্যেই। ❤❤❤❤
Apnar seser katha gulo mon chuye galo.one of your best video from all aspects
সত্যিই দাদা তোমার জবাব নেই..... তোমার চোখেই দেখা আমাদের...... ❤️❤️❤️❤️
ভাই তোমাকে অনেক ধন্যবাদ এইরকম একটা টুর প্রোগ্রাম আমাদের সামনে উপস্থাপনের জন্য ।আমার তো যাওয়ার ক্ষমতা নেই তাই তোমার এই সব অনুষ্ঠান দেখে খুব আনন্দ পাই।
অনেক সুন্দর হয়েছে আজকের ভিডিও টা অনেক অজানা কিছু কথা জানলাম ধন্যবাদ দাদা।
দারুণ, অপূর্ব, অসাধারণ!
মন প্রাণ ভরে দেখলাম, ধন্য হলাম!
ড্রোন ক্যামেরা ব্যবহার খুব ভালো লাগলো!
তোমার মাঝে মাঝে ছন্দ করে কথা বলা খুব ভালো লাগে! তোমার সাথে আমার পছন্দ মিলে যায়! অনেক ছোট বেলা থেকেই লাক্ষাদ্বীপ দেখার স্বপ্ন ছিল, আজ তোমার সাথে দেখলাম! ধন্যবাদ, আশীর্বাদ, ভালোবাসা জানাই। তোমার সাথে কিছু দিন ধরে পথ চলা শুরু করে খুব ভালো লাগছে। রোজ কয়েকটা ভিডিও দেখি আর মনে মনে পৌঁছে যাই সেই সব জায়গায়!
শুরুতেই পাখির চোখে প্রকৃতির সৌন্দর্য মুগ্ধ হয়ে গেলাম।
সুনিপুন তোমার উপস্থাপনা। অসাধারণ। সাথে তোমার সুন্দর বর্ননা। ভাষা খুঁজে পাচ্ছি না। একটা কথা না বললেই নয়। যা দেখলাম তা ভীষণ ভালো। কিন্তু আমার তার থেকেও বেশী ভালো লাগলো তোমার অফুরান এনার্জি। খুউব এনজয় করলাম ।ভালো থাকো ।অনেক শুভকামনা রইলো
আজকে দ্রোণের কার্যকারিতা অনুভব করলাম আর দ্রোনচালক দ্রোনাচার্য্য তথা আমাদের প্রিয় কৌশিকের হিম্মত দেখলাম। সত্যিই, আমাদের খুশি করতে তোমার অসামান্য পরিশ্রম আর অধ্যাবসায় তুলনাহীন। অবসর জীবন আর অতিমারীর দুঃসহ সময়ে তোমার ভিডিও এক ঝলক তাজা বাতাসের মতো চারিদিকে সুঘ্রাণ ছড়ায়।
❤️❤️
koto shundor presentation ...dekhe mone hocchilo shesh na hok r o kichukkhn choluk ei video
পলাশী এর vlog theke ekhono obdi dekchi r dekhbo ।lots of love dada ❤️🙏
বাহ দাদা তোমার ভিডিও দেখে আমি মুগ্ধ মানে এক সেকেন্ড ও চোখ সরেনি ভিডিও থেকে, তুমি আমাদের হিরো, শুধু ভগবানের কাছে প্রার্থনা করি তুমি সুস্থ এবং ভালো থেকো, তোমার থেকে সারা ভারতবর্ষ কেন সারা বিশ্ব দেখতে চাই।
❤️❤️
@@TravelWithKoushik খুব ভালো থেকো দাদা। ❤❤❤❤❤❤
Wahhhh 😍😍
Drone Shots গুলোর জন্য মনে হচ্ছে কোনো বলিউড মুভি দেখছি।। দারুন উপস্থাপনা👌👌
Dada আমি লাক্ষাদ্বীপ এর এই video গুলো 10 বার দেখ লম....খুব ভালো পরিবেশন.ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভাবে আনন্দ দিন....মন খারাপ হলে আপনার মধ্য দিয়ে লাক্ষাদ্বীপ ঘুরে আসি....
Kaushik da aamar bolar kono bhasa nei..... Fantabulous......
খুবই অসাধারণ। ১৫ বছর আগের স্মৃতি মনে পড়ে গেল।
তবে best part "কি লাগছে! কেমন লাগছে! 😂"
ওটা কপি.. কোথায় যেন শুনেছিলাম
@@TravelWithKoushik 😀
Eto asadharonbhabe ei vlog dekhalen j bhabai jaina. Atuloniyo drone shot. Eto sundor bornona j mon chuea jai. Food items are quite good and interesting. Porer porber opekkhai roilam.
আমার জীবন এর সেরা ভিডিও দাদা 🥰🥰🥰🥰🥰🥰
✌️✌️✌️✌️✌️
অসাধারণ অসাধারণ অসাধারণ ।আর কি লিখব খুঁজে পাচ্ছি না ।প্রতিটি মুহূর্ত দারুণ উপভোগ কোরেছি ।অনেক শুভেচ্ছা জানালাম ।👌👍
Sotti dada asadharon jaiga r asadharon presentation, love u
Darun anuvuti bhai...tomar L deep dairy khub khub sundar legeche...sundar barnona...tumi egie chalo...sky is your limit.
Darun laglo..jibone konodin jete parbo kina janina kousik but tomar jonnyo eisob jaiga gulo ghure nilam..thnk u..love u..
প্রথমত অসাধারণ বর্ণনা দ্বিতীয়ত drone shots গুলো আহা অপূর্ব l পরের পর্বের অপেক্ষায় রইলাম দাদা l
খুব সুন্দর লাগলো ব্লগ টা দেখে , স্ক্রিপ্ট টাও খুব সুন্দর লেখা আর বললেন ও খুব সুন্দর ভাবে ।। খুব ভালো লাগলো
পুরো সিনেমার মত লাগল।। ভীষণ ভালো।। সঙ্গে উপস্থাপনা, ভাষার প্রয়োগ সত্যি প্রশংসনীয়।।
দারুন একটা ভিডিও ছিল আমার অনেক ভালো লাগলো
Asadharon..bolar apekhhai rakhe na...ki sundor okhankar jibonjatra..sune khub valo laglo. .jamon sundor island temnii sundor oder parosporik attikota..sune mon ta bhore galo..sobtai jante par6i tomar ei travel blog er jonnoi..etao toh amader ak birat paona..bollle khub kom hbe..bhogoban tomar mongol koruk..ank ank valobasa roilo
Hajir jonab.....darun laglo....boss of Bengal...
Koushik tomar kavaratri r minikoy I island dekhlam khub bhalo laglo thank you
অসাধারণ দাদা... আমি তোমার সব প্রোগ্রাম দেখেছি এবং দেখি
Drone camerai tola oshadharon drishyo dekhe mon vore gelo darunnnnn apnar vlog dekhar opekhai bose thaki
দাদা আপনার সব ভুমন ভালো লাগলো।
লালন মলো জল পিপাসাই থাকতে নদি মেঘনা।
বেড়ানো পিপাসা রয়ে গেলো দাদা।
Tomar video dekhle mood ta fresh hoye jai ....tai mood fresh korte chaile tomar video no.1 choice ...
joto dekhi mone hoy taratari sesh hoye gelo.ak kothay durdanto.
দাদা তোমার কথা বলার মধ্যে কবি কবি ভাব রয়েছে... 💕💕💕💕💕
ড্রোন ক্যামেরার দৃশ্য বলে বর্ণনা করা যাবে না !! অসাধারণ ,চুপ করে ভিডিও দেখলাম ।
আমি নিজেই এখন কলকাতার বাইরে,পুরো ভিডিও দেখতৈ পারলাম না।শুধু প্রথম ছবি দেখে থেমে গেলাম যেন!না,আমার হোশ নেই!এমন দৃশ্য আরো কত সাজিয়েছেন এখানে।তাকে দেখব পরে,দিল থাম কে।👍
Osadharon laglo 👍👍👍👌
সমুদ্র যাত্রা সহ লাখ্যাদ্বীপ ভ্রমণের ভিডিও টি অসাধারণ। খুব ভালো লাগলো।
Excellent presentation..mon vore galo r drone shot gulo aporbo
Ei tour ta korar khub ichche ache. Khub valo laglo vlog ta dekhe
Ato sundor shoot korecho ja vasai bola jabe na sotti bolchi osom akkothai.... Darun darun
Darun darun darun darun darun darun darun darun darun darun darun darun darun darun darun darun darun darun dada
Asadharon laglo sob drone shoot gulo,tar songe monorom poribesh clear dekhalo sob khub jaoar iccha hocche,onek dhanyabad eto sundor video r jonno onek tathya pelam
আপনার কথা বলার ধরণ এতোটাই funny, হেসে হেসে পেট ব্যথা হয়ে যায়।😂😂😂😂😂
Ohhh osadharan koushik da..tomar blog best 👌 👍
Puro vlog darun enjoy krlm protibarer moto island er manusher jibon somporke jne khub bhalo laglo r sabcheye jeta bhalo laglo dowry system nei
Excellent video graphy mon bhora galo
Asadharan video dekhlam konodin jete. parbona.. Jibon. Sarthok hoye gelo.. natun vloger pratikhay. railam..
K6u blar nei Koushik Da.. Khub vlo lge6!! ❤❤❤❤🥰🥰🥰🥰
দারুন ভিডিওর শেষের কথাগুলো শুনে মন ছুঁয়ে গেল। ❤
Osadharan dada. Kub kub kub valo laglo apnar video 👏🙏🙏🙏