আপনাদের পশ্চিমবঙ্গের মতো আমরা Fake না। এটা অস্বীকার করার কিছুই নেই যে বাংলাদেশে ৭৫% মানুষ গ্রামে বসবাস করে।তাদের সংস্কৃতিই বাংলাদেশের সংস্কৃতি কে সমৃদ্ধ করেছে। কিন্তু পশ্চিমবঙ্গে সিরিয়াল দেখলে মনে হয় কোনো গরিব মানুষ নেই,কোনো নিম্ন শ্রেনীর লোক নেই। সবাই বনেদী বাড়ির লোক। এক এক জন ১০ ভোরি করে গহনা পরে আর সবাই সরকারি উচ্চপদস্থ চাকরী করে বৌয়ের আঁচলের তলায় বসে!!!!!! বাস্তবতা হচ্ছে পশ্চিমবঙ্গের মাথাপিছুআয় বাংলাদেশের চাইতেও কম।তাহলে ১০/২০% মানুষের সংস্কৃতি ৮০ % মানুষের উপর চাপিয়ে দেওয়া কেন। ওই কৃত্রিম আকাশ সংস্কৃতি বাংলা সংস্কৃতি তে পচন ধরিয়েছে।
আমি গর্বিত আমি একজন পাল পরিবার এর সন্তান। আমার বাবা পেশা মৃৎশিল্প। সমাজের চোখে এই শিল্পের কাজ কোন সম্নান দেয় নাহ মানুষ। পরিশেষে বলতে চাই, খুব সুন্দর।।।
apnader natok golo amra daki maja maja but amader moto valo hoi na -sikkar kichioi nai apnader natoka-sudo 2/3,ta,beya kora r familyta jogra lagai thaka -so natoka porokiaia kora-akdom baja obosta -but movi kub valo kora apnader
Tnx bhai amader bd natok onek valo taibole sob valo na bindabon dash conchol Chowdhury sahanaz apu eder nato agun ar je khane natok kore sei chatmohor bazar ghurte jawar onek issa
প্রায় ১০ বছর পর,আবারও গ্রামের নাটক এর প্রকৃত সাধ পেলাম।আমার সন্তানেরা দেখবে,আমরা কতো গুনি মানুষের রচনা ও পরিচালনা করা নাটক দেখেছি। অনেক ভালোবাসা আপনার জন্য.......বিন্দাবন দাস দাদা
আমার নানীর বাড়ি থেকে ১ কিলো মিটার দূরত্ব পালপাড়া এবং কুমার পাড়া বলে। ছোট বেলা পাটখড়ি বিনিময়ে খেলনা নিতাম তারা খুব ভালো ছিলো আমাকে ভালো বাসিতো আমার নানা একটু প্রভাবশালী ছিলো এবং ঐ পালপাড়া গ্রামোঃ কার্তিক ডক্টর ছিলো আমি মামা বলে ডাকতাম খুব ভালো চিকিৎসা দিতো। এখন খুব মিস করি। সেই দিন গুলো মনে হয় অনেক ভালো ছিলো। ধন্যবাদ বৃন্দাবন দাদা এমন সুন্দর একটা স্টোরি লেখার জন্য। বাদশা বিন তাহের বগুড়া।
খুব বেদনার, অথচ অত্যন্ত বাস্তবোচিত কাহিনির অবতারণা করেছেন শ্রদ্ধেয় বৃন্দাবন দাদা । চিরদিনই শয়তান,অকর্মণ্য, সুযোগসন্ধানীর------অস্ত্র হয়েছে -ধর্ম এবং সামাজিক ভেদাভেদ । ভেকধারি ধার্মিকের উদ্দেশ্য সফলের হাতিয়ার হিসেবেই ধর্ম যুগে যুগে ব্যবহৃত হয়েছে । সকল কলাকুশলীদের জন্য রইলো একরাশ শ্রদ্ধা।
বৃন্দাবন দাস রচিত প্রত্যেকটি নাটক এতটাই সমাজ কেন্দ্রীক , বলার বাইরে। এনি সমাজের ক্ষুদ্র থেকে বৃহত্তম বিষয় গুলিকে এতটাই নাটকীয়তায় রুপান্তর করেন যা অন্যান নাট্যকাররা সচারাচর করতে হিমসিম খায় । অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা পশ্চিমবঙ্গ থেকে।
সমাজের রন্ধ্রে রন্ধ্রে মিশে থাকা কুসংস্কার, বিশেষ করে হিন্দু সমাজের জাত প্রথা,বর্ণ প্রথার কি এক ভয়ঙ্কর দৃশ্য তুলে ধরেছেন এই নাটকে। বৃন্দাবন দাস দাদার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ❤️
অসাধারণ অভিনয়! গ্রামীন সমাজের প্রতিচ্ছবি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ২০২২ সালে এসে এমন নাটক ভাবাই যায়না। অসংখ্য ধন্যবাদ স্যার বৃন্দাবন দাস সহ নাটকের পুরো টিমকে।
হিন্দুদের মাঝে সেই আদিকাল থেকেই উঁচু জাতি নিচু জাতি গোত্র নিয়ে নানান সমস্যা হয়ে আসছে এসব নাটকে সেগুলো আবার মনে মনে করিয়ে আরো ধ্বংসের পথে ফেলে দিবে হিন্দু সমাজ কে
বাবা-মায়ের ছোটবেলা কেটেছে অবিভক্ত বাংলার বগুড়া ও ময়মনসিংহ জেলায়। তাদের মুখে ওইসব স্থানের অনেক গল্প শুনেছি,গ্রামবাসীদের পারস্পরিক মধুর সম্পর্কের কথা শুনেছি----কোথা থেকে কী হয়ে গেল !! সে আফসোসের কথাও শুনেছি। আপনাদের নাটকের মাধ্যমে সেগুলোকে প্রত্যক্ষ করি এবং খুব পরিচিত আপনজন মনে হয় আপনাদের সকলকে,খুব ভালো থাকবেন সকলে।
অপূর্ব নাটক, বৃন্দাবন দার ছেলের অভিনয়ও দারুণ লেগেছে। সবচেয়ে করুণ কথা হলো এদেশের সংখ্যালঘু মানুষের জীবন যাত্রা নিয়ে আসলেই চক্রান্ত হয়ে চলেছে। আর এজ্যেই সংখ্যা লঘুরা আরও লঘু হচ্ছে। ধন্যবাদ বৃন্দাবন পরিবার, ধন্যবাদ অন্যান্য সব অভিনেতা /অভিনেত্রীগণকে।
যে দেশে ব্যাচেলর পয়েন্ট এর মত নাটকের ভিউ হয় মিলিয়ন মিলিয়ন, সে দেশের মানুষের এ নাটকের মর্ম কি বুঝবে। অপেক্ষায় থাকি কবে বৃন্দাবনদার নাটক দেখব নতুন করে, অসাধারণ রচনা
কিছু বলার ভাষা নেই। সবাই মিলে কাঁদিয়ে ছারলেন। এই নাটকটির গুনমান বাংলা নাটকে একটা অন্য উচ্চতায় পৌঁছে দিল। লেখক পরিচালক,অভিনয় শিল্পী সহ সমস্ত কলাকুশলীদের জান্য অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ রইল। চন্দন সাহা। কোলকাতা, ভারত।
পাবনার এক পাল পাড়ায় আমার নানু বাড়ি। ছোটবেলায় পুরো পাড়া জুড়ে পলেরা ছিল। আহা! পোড়ামাটির কি গন্ধ! কতশত স্মৃতি আমার এই পাল পাড়ায় 🖤। আস্তে আস্তে সবাই ইন্ডিয়া চলে গেছে। কি জানি এইসব নোংরা লোকদের জন্যই কিনা! হাতেগোনা কয়েকটা বাড়ি এখনো আছে। পালপাড়া নামটাও আছে এখনও। কদিন পরে হয়তো কিছুই থাকবে না 😭😭😭😭 কয়েকবছর পরে নানু বাড়ি গিয়ে যখন দেখি এই ক‘টা মাত্র বাড়ি আছে, খুব মন কেমন করেছিল! আজ আবার নতুন করে মন খারাপ লাগছে। অদ্ভুত একটা টান কাজ করছে। মৃৎশিল্পীরা ভালো থাকুক। এ দেশটাই তাদের হোক।
বাংলাদেশে আর কি তারা থাকতে পারবে? কয়দিন পরপরইতো দেখি ভুয়া ফেসবুক পোস্ট দিয়ে তাদের ঘরবাড়ি উপাসনালয় জ্বালিয়ে দিতে। সবাই চলে যাবে, তারপর আপনারা রোহিঙ্গাদের নিয়ে সুখে থাকবেন আর সকাল বিকাল ওয়াজ শুনবেন।
নাটকের কাহিনি আর অভিনয় নিয়ে কিছু বলার ভাষা নেই। এক কথায় অসাধারণ সুন্দর। আমাদের নাটক আসলেই সমৃদ্ধশালী।তবে কিছু অশালীন অভিনেতাদের জন্য বাংলা নাটকের বদনাম হচ্ছে।। এই নাটকে ভাবনাকে অন্য রুপে আবিষ্কার করা হয়েছে। সত্যিই অসাধারণ।
মোশাররফ করিম,আফরান নিশো এদের নাটক দেখার অনুরোধ করলাম,তারাও কেমন অভিনয় শিল্পী তা বুঝতে পারবেন,মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, আফরান নিশো এরা হলো আমাদের দেশের অভিনয়ের ত্রিমূর্তি।❣️
কেউই হয়তো বিশ্বাস করবেন না, আমি কলকাতা নিবাসী ......কিন্তু মনের নিবাস বাংলাদেশে ....আমার জন্ম হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চাকদহ গ্রামে ....বাবার দেশবাড়ি ছিল বিক্রমপুর, ঢাকা ..আর মায়ের ছিল ফরিদপুর এর বরাট গ্রামে ...বাল্যকাল থেকেই বাংলাদেশের নানারকম গল্প (সত্যি কথা) শুনেই আজ আমি একজন পৌঢ় ..... নিয়মিত বাংলাদেশের নাটক দেখি ....আর রোমাঞ্চিত হই ...পুলকিত হই .....চঞ্চল চৌধুরি ....বৃন্দাবন দাস ....খুশি ম্যাডাম এদের অসাধারণ অভিনয় ....বৃন্দাবন দাসের নাট্য রচনা .....সবই অনন্যসাধারণ .....নাটকের প্রত্যেক কেই আমার সাদর প্রণাম 🙏🙏🙏🙏🙏🙏
জাত পাত করতে করতে আজ সমাজ ও মানবতা ধংসের দারপ্রান্তে। মানুষ এখনও সময় আছে মানুষ হও, জাত পাত ভুলে মানুষকে ভালোবাসো সমাজকে বাচাও। পাল বাড়ি বাস্তবসম্মত একটি অসাধারণ নাটক❤️
অপূর্ব অভিনয়, জীবন্ত সমাজ চিত্র, চঞ্চল বাবু, ও অন্য দের অসম্ভব জীবন্ত অভিনয়, যেন বাস্তব চোখের সামনে ঘোটছে। এরকম অভিনেতাদের টিম আমাদের এই বাংলায় দেখি না। এখানে গঠন মুলোক কিছু নেই শুধুই পরকীয়া, নীতি হীনতা দেখানো হয়। কোন আদর্শের শিক্ষা পাই না,সজন্য বাংলাদেশের নাটক দেখি, মন ভোরে যায়,বিশেষ করে চঞ্চল বাবুর,এইরকম অভিনেতা আজ বিরল।ভারসাটাইল৷ এক্টর বলা যেতে পারে। উনি বাংলাদেশ নাটকের এক সম্পদ,বাংলা নাটোক আরো এগিয়ে যাক। এই কামনা করিঃ
২০২২ সালে এমন নাটক বৃন্দাবন দাশ ছাড়া অসম্ভব,। এক কথায় সকলের অভিনয় অনেক অনেক সুন্দর হইছে যা বলে বুঝানো যাবে না। ধন্যবাদ,,, বৃন্দাবন দাশ দাদা কে এমন নাটক উপহার দেওয়ার জন্য ।
কথাটা ঠিক নয়। হিন্দুদের এসব ধর্মীয় কুপ্রথা আমরা তুলে ধরলে অনেক কিছুই পোহাতে হত! দক্ষিণ ভারতীয় মুভি "শূদ্র দ্য রাইজিং" এবং "শূদ্র টু শিখ", " ব্রেস্ট ট্যাক্স" মুভিগুলো দেখবেন। এসব ভারতেও সম্ভব, হিন্দুদের দ্বারা সম্ভব, মুসলিম ও মুসলিম দেশদ্বারা হলে আমরা সাম্প্রদায়িক, মিথ্যে প্রচারকারী, ধর্মে আঘাতকারী হিসেবে অপবাদে জর্জরিত হতাম।
বাংলাদেশের কিছু অঞ্চলে এখনো এই ধরনের সমস্যা রয়েছে, শিক্ষিত সমাজ এখনো এই বর্ণ প্রথা থেকে বের হতে পারেনি, বৃন্দাবন দাস কে অসংখ্য ধন্যবাদ এই অপ্রিয় সত্য কথা তুলে ধরার জন্য
ভিউ দিয়ে যারা নাটকের মান নির্ধারণ করে তারা নাটকের মানেই বোঝেনা,চিরকাল বেঁচে থাকুক বৃন্দাবন দাদার লেখা নাটক❤️❤️অগুনিত প্রনাম জানাই এপার বাংলা থেকে আপনাদের সবাইকে❤️❤️🙏🙏
দাদা ❤️❤️❤️ কেমন আছেন বহু দিন কোন খোঁজ খবর নাই ভালো আছেন তো আখম হাসান নতুন একটি নাটক আপলোড দিয়েছে আজকে ৪ পর্ব আগামী দিন দিনের বারোটায় রিলিজ হবে দেখবেন গ্রামীণ দৃশ্য অনেক সুন্দর নাটকের নাম কাক ডাকা ভোর
সব গ্রামেই এরকম কিছু নোংরা মানুষের জন্য অন্য ভালো মানুষ গুলো ও খারাপ হয়ে যাচ্ছে, তাদের চিন্তা ভাবনা গুলো নষ্ট হয়ে যায়, খুব সুন্দর একটা নাটক, অসাধারণ অভিনয় সবার! বৃন্দাবন দাদা এরকম নাটক আরো চাই!
আমার বাসায় পাশে একটা বাচ্চা থাকে আমায় মামা বলে ডাকে ঠিক তার পাশেই আরও একটা মেয়ে থাকে আমায় মামা বলে ডাকে কি বাচ্চা বাচ্চা কাজ ওর বয়স ১৪ আমার বয়স ২৭ আশেপাশে কুত্তার বাচ্চাগুলা ওরে আর আমারে নিয়া খারাপ কথা বলে
হিন্দু সমাজের নিচে যাদের এক কুসংস্কারের জন্য উচ্চ ব্রাহ্মণ দের অত্যাচারে কোটি কোটি হিন্দু সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল কষ্টে শুধু কষ্টে,, ভগবান যা করে ভালোর জন্যই করে কারণ এই কুসংস্কারের জন্য সনাতন ধর্মের থেকে নিজের জীবনকে বিসর্জন দেওয়ার কোনো মানেই ছিল না তখন। ধন্যবাদ এত সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য দাদা
এই মানুষ গুলো আছে জন্য এখনো গ্রামের নাটক দেখা যায়। অনেক সুন্দর একটা নাটক। সমাজের কিছু মানুষের জন্য প্রতিনিয়ত খারাপ কিছু ঘটে যাচ্ছে আমাদের আসেপাশে। বৃন্দাবন স্যারের ছেলেকে নায়ক হিসেবে দেখার অপেক্ষায়।♥
নাটক বলে মনেই হলো না। অসম্ভব সুন্দর পরিচ্ছন্ন এক বিশ্বয়!!! সত্যি কথা ও এমন করে বলা যায়। অনেক সাধুবাদ জানাই সকল কুশীলব গুণী জনদের। শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানাই।
নাটক বলে মনেই হলো না। অসম্ভব সুন্দর পরিচ্ছন্ন এক বিশ্বয়!!! সত্যি কথা ও এমন করে বলা যায়। অনেক সাধুবাদ জানাই সকল কুশীলব গুণী জনদের। শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানাই।
সত্যিই অনবদ্য ❤️মনে পড়ে গেল গ্রাম বাংলার আসল রূপ। বাবা ছিলেন পদ্মাপাড়ের বাসিন্দা। উনার মুখে শুনেছি বাংলাদেশের আসল রূপ আর কল্পনা করেছি মনে মনে😥😥আহহ কল্পনাতেই যা এত সুন্দর বাস্তবে না জানি কত সুন্দর হবে 🌷🌷Love from India
বৃন্দাবন দাসের নাটক আমি নিরিবিলি সময় নিয়ে হেডফোন লাগিয়ে দেখি । তার প্রতিটা নাটকে একটি ম্যাসেজ থাকে । বৃন্দাবন দাস স্যারকে অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর নাটক উপহার দেয়ার জন্য
আমি আপনাদের নাটক না দেখলে মন ভালো লাগে না …. অপুর্ব আপনাদের উপস্থাপনা…আমি কোনদিন বাংলাদেশ যাই নি বাবা জেঠু দের ফরিদ পুরের বর্ননা শুনেছি এখন আপনাদের নাটক দেখলে অনেক মিল পাই…
আমি নিজে এই সম্প্রদায়ের হওয়ায় এইটা দেখতে আমার খুব ভালো লাগতিছে। মনে পড়ছে যখন বাবা ছিল, এগুলো করত কত সুন্দর ছিল এই দিনগুলো। আর এখন বাবা নেই কাজগুলো আর করার কেউ নেই। বাবার কথা এখন খুব বেশি মনে পড়ছে।
হিন্দুদের এতো নিয়ম,, হিন্দু ছেলে মেয়ে এতো কিছু মেনে নেয় কি ভাবে। আল্লাহর কাছে অনেক শুকরিয়া মুসলিম হয়ে জন্ম হয়েছিলো, (আলহামদুলিল্লাহ) আমি কোন ধর্মকে ছোট করে দেখি না তবুও বলবো মুসলিম হয়ে আমি গর্ভিত
Ami gorbito amra ekhono nijer dhormo change korinai.. Jara tader bongso porichoy tader k ki bolbo. 72 ta fikra Islam a Shia, Sunni, deobandhi, hanafi, Sufi, ahmedia, kiyani etc. Ek firka r ek firka k Kafir boley, marte chay..
@@arobindumohonto7142 তুই তুকারি করা ঠিক নয়। আমাদের ধর্ম অন্য ধর্মকে অবহেলা করা শেখায়নি বরং শ্রদ্ধা করতে শেখায়। যাই হোক আমাদের সকলের শ্রদ্ধাশীল হওয়া উচিৎ। আমি কত বছর পাল পাড়ায় গেছি,, কত রকমের খাবার দিতো জেঠিমা,,, কাকি,, বৌদি।আবার ইদে তারাও কত রকমের খাবার খেতো। কখনও তাদের সাথে মনমালিন্য হয়নি। আমাদের সম্পর্ক রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।
আমি ভারতে থেকে বৃন্দাবন দাস বাবু কে মনে করি সত্যি উনি ঈশ্বরের অনবদ্য সৃষ্টি, উনার দাড়ায় একমাত্র এরকম রচনা সম্ভব। আপনাকে জানাই শতকোটি প্রণাম
সহমত পোষণ করি আপনার কথা 🙏
শতকোটি প্রণাম ! 😂😂
আপনারা যাকে পারছেন ভগবান বানিয়ে দিচ্ছেন!
আমি এপার বাংলায় থাকি !! পাল বাড়ী নাটকটা দেখতে বসে ৫০বছর পিছিয়ে গিয়েছিলাম !! এখনো আগের সেই ধ্যান ধারণার নাটক এখনো দেখতে বসে চোখে জল এসে গেলো !! প্রত্যেকটা কলাকুশলী দুর্দান্ত অভিনয় করেছেন !! আর চঞ্চল বাবুর অভিনয় মনকে নাড়িয়ে দিয়েছে !! আপনাদের বেশীরভাগ নাটক ভালো লাগে !! নাটক দেখি আর আপনাদের নিয়ে গর্ব অনুভব করি !! আমাদের শেকড় বাংলাদেশের মাটিতে রয়ে গেছে ,,বাবা ঠাকঙরদা সবাই ওখানে জন্মেছেন !! ভালো থাকুন বাংলাদেশের সব কলাকুশলী ও আর সবাই 🙏🙏🙏🙏🙏🙏
আপনাদের পশ্চিমবঙ্গের মতো আমরা Fake না। এটা অস্বীকার করার কিছুই নেই যে বাংলাদেশে ৭৫% মানুষ গ্রামে বসবাস করে।তাদের সংস্কৃতিই বাংলাদেশের সংস্কৃতি কে সমৃদ্ধ করেছে।
কিন্তু পশ্চিমবঙ্গে সিরিয়াল দেখলে মনে হয় কোনো গরিব মানুষ নেই,কোনো নিম্ন শ্রেনীর লোক নেই। সবাই বনেদী বাড়ির লোক। এক এক জন ১০ ভোরি করে গহনা পরে আর সবাই সরকারি উচ্চপদস্থ চাকরী করে বৌয়ের আঁচলের তলায় বসে!!!!!!
বাস্তবতা হচ্ছে পশ্চিমবঙ্গের মাথাপিছুআয় বাংলাদেশের চাইতেও কম।তাহলে ১০/২০% মানুষের সংস্কৃতি ৮০ % মানুষের উপর চাপিয়ে দেওয়া কেন।
ওই কৃত্রিম আকাশ সংস্কৃতি বাংলা সংস্কৃতি তে পচন ধরিয়েছে।
সত্যি নাটকটি এক কথায় অসাধারণ হুদয় বিদারক।
Hm
💔🥀
আপনি মন পুরা মুভিটা দেখেছেন চনচলের দেখেন অনুরোধ রয়লো
আমি গর্বিত আমি একজন পাল পরিবার এর সন্তান। আমার বাবা পেশা মৃৎশিল্প। সমাজের চোখে এই শিল্পের কাজ কোন সম্নান দেয় নাহ মানুষ।
পরিশেষে বলতে চাই, খুব সুন্দর।।।
কোন পেশায় ছোট নয় মনে রাখবেন
কোন কাজই ছোট না কে কি বলে তাতে কান দিও না পারলে নিজের বাবাকে সাপোর্ট করো
কোন কাজই ছোট না
ভাই আপনারে কি করে বোঝাই এই শিল্প আমার অনেক পছন্দের যা কাউকেই বলে বোঝাতে পারবো না আর এই পালপাড়া আমার খুব পছন্দ এবং ওনাদের অনেক সম্মান করি
বৃন্দাবন দাস মানেই অনবদ্য রচনা, আমি পশ্চিমবঙ্গের মানুষ হলেও ইন্ডিয়ান tv নাটকে কোনো আগ্রহ নেই, কিন্তু বাংলাদেশের নাটকের ফ্যান হয়ে গেছি
apnader natok golo amra daki maja maja but amader moto valo hoi na -sikkar kichioi nai apnader natoka-sudo 2/3,ta,beya kora r familyta jogra lagai thaka -so natoka porokiaia kora-akdom baja obosta -but movi kub valo kora apnader
Very good prestation
Saumen wb
কথায় আপনার বাসা ভাই
বাংলাদেশের নাটক নাম্বার ওয়ান
Tnx bhai amader bd natok onek valo taibole sob valo na bindabon dash conchol Chowdhury sahanaz apu eder nato agun ar je khane natok kore sei chatmohor bazar ghurte jawar onek issa
প্রায় ১০ বছর পর,আবারও গ্রামের নাটক এর প্রকৃত সাধ পেলাম।আমার সন্তানেরা দেখবে,আমরা কতো গুনি মানুষের রচনা ও পরিচালনা করা নাটক দেখেছি। অনেক ভালোবাসা আপনার জন্য.......বিন্দাবন দাস দাদা
আমার নানীর বাড়ি থেকে ১ কিলো মিটার দূরত্ব পালপাড়া এবং কুমার পাড়া বলে। ছোট বেলা পাটখড়ি বিনিময়ে খেলনা নিতাম তারা খুব ভালো ছিলো আমাকে ভালো বাসিতো আমার নানা একটু প্রভাবশালী ছিলো এবং ঐ পালপাড়া গ্রামোঃ কার্তিক ডক্টর ছিলো আমি মামা বলে ডাকতাম খুব ভালো চিকিৎসা দিতো। এখন খুব মিস করি। সেই দিন গুলো মনে হয় অনেক ভালো ছিলো। ধন্যবাদ বৃন্দাবন দাদা এমন সুন্দর একটা স্টোরি লেখার জন্য। বাদশা বিন তাহের বগুড়া।
পাবনা জন্ম নিয়েছি,,,এই নাটক গুলো দেখলে গ্রামের কথা খুব মনে পড়ে যায়,,,,,অভিনয় গুলো বাস্তবতার সাথে মিলে যায়,,,,ধন্যবাদ এত সুন্দর পরিবেশনার জন্য
আপনার বাসা কোথায় পাবনা
খুব বেদনার, অথচ অত্যন্ত বাস্তবোচিত কাহিনির অবতারণা করেছেন শ্রদ্ধেয় বৃন্দাবন দাদা । চিরদিনই শয়তান,অকর্মণ্য, সুযোগসন্ধানীর------অস্ত্র হয়েছে -ধর্ম এবং সামাজিক ভেদাভেদ । ভেকধারি ধার্মিকের উদ্দেশ্য সফলের হাতিয়ার হিসেবেই ধর্ম যুগে যুগে ব্যবহৃত হয়েছে ।
সকল কলাকুশলীদের জন্য রইলো একরাশ শ্রদ্ধা।
অনন্ত সিনেমা হলের পাসে
মনটা যে পবিত্র আপনার।
আমি✋✋✋✋✋✋✋
আমি ভারতীয় হয়ে বলছি, বৃন্দাবন দাস স্যারের লেখা নাটক গুলি এক কথায় অসাধারণ, যা ভাষায় প্রকাশ করা যাবে না। তাই,বৃন্দাবন দাস স্যার কে আমার প্রনাম জানাই।
Hmmm
পাবনা আসেন ঘুরতে তাহলে বৃন্দাবন দাসের বাড়িতে নিয়ে যাব । চঞ্চলদার বাড়িতে নিব আমাদের বাড়ির কাছে ।
@@johurulislam6994 Thank you dada, valo thakben
Oo
একটু ভাষায় প্রকাশ করেন শুনি😜
বৃন্দাবন দাস রচিত প্রত্যেকটি নাটক এতটাই সমাজ কেন্দ্রীক , বলার বাইরে। এনি সমাজের ক্ষুদ্র থেকে বৃহত্তম বিষয় গুলিকে এতটাই নাটকীয়তায় রুপান্তর করেন যা অন্যান নাট্যকাররা সচারাচর করতে হিমসিম খায় । অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা পশ্চিমবঙ্গ থেকে।
সমাজের রন্ধ্রে রন্ধ্রে মিশে থাকা কুসংস্কার, বিশেষ করে হিন্দু সমাজের জাত প্রথা,বর্ণ প্রথার কি এক ভয়ঙ্কর দৃশ্য তুলে ধরেছেন এই নাটকে।
বৃন্দাবন দাস দাদার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ❤️
কিছু বলার ভাষা নেই,আমি আবেগ আপ্লুতো
দিনে দিনে জাত পাত কমে আসছে হিন্দুদের মধ্যে।
ভীষন সত্য কথাটা বলেছেন ধন্যবাদ আপনাকে।
অসাধারণ অভিনয়! গ্রামীন সমাজের প্রতিচ্ছবি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ২০২২ সালে এসে এমন নাটক ভাবাই যায়না। অসংখ্য ধন্যবাদ স্যার বৃন্দাবন দাস সহ নাটকের পুরো টিমকে।
প্রত্যেকটা ক্যারেক্টার খুবই অনবদ্য অভিনয় করেছেন। আমি এমন একটা নাটক দেখে সত্যিই অভিভূত। ধন্যবাদ বৃন্দাবন দাস সহ সকলকে।
হিন্দুদের মাঝে সেই আদিকাল থেকেই উঁচু জাতি নিচু জাতি গোত্র নিয়ে নানান সমস্যা হয়ে আসছে এসব নাটকে সেগুলো আবার মনে মনে করিয়ে আরো ধ্বংসের পথে ফেলে দিবে হিন্দু সমাজ কে
ও আচ্ছা ২০২২ সালে ভারতের ঘরে ঘরে কোটিপতি আর সবাই বনেদী বাড়ীর নাকি!!!
যেখানে ভারত,বাংলাদেশে প্রায় ৮৫% মানুষ গ্রামে বসবাস করে।
সমাজ ভিত্তিক এসব নাটক দেখে পুরাতন দিনগুলোর কথা মনে করে এখনও চোখের কোণায় পানি জমে। ধন্যবাদ, পুরো টিমকে।
বাংলা নাটকের পাশে থাকুন সবসময়।
আপনাদের ভালোবাসায় এগিয়ে যাক আমাদের বাংলা নাটক।
সকলের প্রতি অফুরন্ত শ্রদ্ধা ও ভালোবাসা ❤️
হাওয়া সিনেমা কবে ইউটিউবে আসবে 🙏
আমি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার একজন আপনার খুব বড় ফ্যান, প্রণাম নিবেন।
বাবা-মায়ের ছোটবেলা কেটেছে অবিভক্ত বাংলার বগুড়া ও ময়মনসিংহ জেলায়। তাদের মুখে ওইসব স্থানের অনেক গল্প শুনেছি,গ্রামবাসীদের পারস্পরিক মধুর সম্পর্কের কথা শুনেছি----কোথা থেকে কী হয়ে গেল !! সে আফসোসের কথাও শুনেছি। আপনাদের নাটকের মাধ্যমে সেগুলোকে প্রত্যক্ষ করি এবং খুব পরিচিত আপনজন মনে হয় আপনাদের সকলকে,খুব ভালো থাকবেন সকলে।
অনেক অনেক সম্মান ও ভালোবাসা রইলো আপনাদের টিমের জন্য এমন সুন্দর একটা উপস্থাপনা আমাদের উপহার দেওয়ার জন্য।
ওরে বাটপার
অপূর্ব নাটক, বৃন্দাবন দার ছেলের অভিনয়ও দারুণ লেগেছে।
সবচেয়ে করুণ কথা হলো এদেশের সংখ্যালঘু মানুষের জীবন যাত্রা নিয়ে আসলেই চক্রান্ত হয়ে চলেছে। আর এজ্যেই সংখ্যা লঘুরা আরও লঘু হচ্ছে।
ধন্যবাদ বৃন্দাবন পরিবার, ধন্যবাদ অন্যান্য সব অভিনেতা /অভিনেত্রীগণকে।
ঘুনে ধরা সমাজের অনৈতিক কর্মকান্ডের বিষয়গুলি মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়ার অপর নাম বৃন্দাবন দাস। ধন্যবাদ পুরো টিমকে!
পাল বাড়ি এবং শীল বাড়ি এক একটা জাতীয় পুরস্কার প্রাপ্ত নাটক। নাটকের পুরো টিম কে আমার অভিনন্দন 🌹🌹🌹🙏
শীলবাড়ি নাটক একটাই, আর হবেনা
স্যালুট
Avinandon
চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস, সালাউদ্দিন লাভলু এই তিন ব্যক্তির প্রতিভার কোনো বিকল্প নেই❤️❤️❤️অসম্ভব পছন্দের মানুষ গুলো।
এর সাথে মোসাররফ করিম এর নামটা বললেন না ভাই?
@@prashantamandal2755 Mosharraf Karim is also genius....
মোশাররফ করিম
আ খ ম ছাড়া বাংলা নাটক কল্পনা করা যায় না
যে দেশে ব্যাচেলর পয়েন্ট এর মত নাটকের ভিউ হয় মিলিয়ন মিলিয়ন, সে দেশের মানুষের এ নাটকের মর্ম কি বুঝবে। অপেক্ষায় থাকি কবে বৃন্দাবনদার নাটক দেখব নতুন করে, অসাধারণ রচনা
thik kotha bolesen dada
Osadharon osadharon dada
Absolutely.
১০০% সঠিক বলছেন
ব্যাচেলর পয়েন্ট থু 🤮
কিছু বলার ভাষা নেই। সবাই মিলে কাঁদিয়ে ছারলেন। এই নাটকটির গুনমান বাংলা নাটকে একটা অন্য উচ্চতায় পৌঁছে দিল। লেখক পরিচালক,অভিনয় শিল্পী সহ সমস্ত কলাকুশলীদের জান্য অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ রইল। চন্দন সাহা। কোলকাতা, ভারত।
পাবনার এক পাল পাড়ায় আমার নানু বাড়ি। ছোটবেলায় পুরো পাড়া জুড়ে পলেরা ছিল। আহা! পোড়ামাটির কি গন্ধ! কতশত স্মৃতি আমার এই পাল পাড়ায় 🖤। আস্তে আস্তে সবাই ইন্ডিয়া চলে গেছে। কি জানি এইসব নোংরা লোকদের জন্যই কিনা! হাতেগোনা কয়েকটা বাড়ি এখনো আছে। পালপাড়া নামটাও আছে এখনও। কদিন পরে হয়তো কিছুই থাকবে না 😭😭😭😭
কয়েকবছর পরে নানু বাড়ি গিয়ে যখন দেখি এই ক‘টা মাত্র বাড়ি আছে, খুব মন কেমন করেছিল! আজ আবার নতুন করে মন খারাপ লাগছে। অদ্ভুত একটা টান কাজ করছে। মৃৎশিল্পীরা ভালো থাকুক। এ দেশটাই তাদের হোক।
Religious conflict make them to fly from their own motherland 🙂
কমেন্ট টা দারুন ছিল....❤️
@@nibirchowdhury3837 😭😭😭😭
Amara to thakte cai amader desh e...
Kintu amader to taranor janno apnara sobai uthe/pore legechen....
বাংলাদেশে আর কি তারা থাকতে পারবে? কয়দিন পরপরইতো দেখি ভুয়া ফেসবুক পোস্ট দিয়ে তাদের ঘরবাড়ি উপাসনালয় জ্বালিয়ে দিতে। সবাই চলে যাবে, তারপর আপনারা রোহিঙ্গাদের নিয়ে সুখে থাকবেন আর সকাল বিকাল ওয়াজ শুনবেন।
চোখে পানি আটকে রাখতে পারলাম না।
এ যেনো আমার ও আমাদের পাল পরিবারের এক নির্মম পরিহাস।😭😭😭
Gtv চ্যানেল কে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ❤❤
এই গ্রুপটা মানেই অসাধারণ, অথচ এই গ্রুপটা আজ পর্যন্ত কোন পুরস্কার পাইনি , তাদের একটা পুরস্কার দেওয়া উচিত |
Vul
রাইট
হুম
এরা অনেক পুরস্কার পেয়েছে
শিল্পীর সবথেকে বড়ো পুরস্কার যে মঞ্চ আর দর্শক। আর যে কিছু নেই।ভুললে চলবে কেমন করে।
জয় বৃন্দাবন দাশের জয়......
অসাধারণ গামীন পটভূমির নাটক
বৃন্দাবন দাস মানেই জ্ঞানের ভান্ডার
যা প্রতি নিয়ত নতুন কিছু শিক্ষা দিচ্ছেন সমাজ কে❤
নাটকের কাহিনি আর অভিনয় নিয়ে কিছু বলার ভাষা নেই।
এক কথায় অসাধারণ সুন্দর।
আমাদের নাটক আসলেই সমৃদ্ধশালী।তবে কিছু অশালীন অভিনেতাদের জন্য বাংলা নাটকের বদনাম হচ্ছে।।
এই নাটকে ভাবনাকে অন্য রুপে আবিষ্কার করা হয়েছে।
সত্যিই অসাধারণ।
নায়ক তো অনেকেই হতে পারে, কিন্তু অভিনয় করতে পারে কয়জন, বাংলাদেশের একমাত্র অভিনয় শিল্পী হচ্ছে চঞ্চল চৌধুরী।
R8
মোশাররফ করিম,আফরান নিশো এদের নাটক দেখার অনুরোধ করলাম,তারাও কেমন অভিনয় শিল্পী তা বুঝতে পারবেন,মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, আফরান নিশো এরা হলো আমাদের দেশের অভিনয়ের ত্রিমূর্তি।❣️
@@siamabedin3783 হ্যাঁ ওনারাও পারেন তবে শুধু অফিসের ভিতরে গলায় টাই ঝুলিয়ে বাবুর অভিনয় দিলে পারেন,
@@riponrushi2032 তাদের কয়টা নাটক দেখছেন আপনি?তারাও এই ধরনের গ্রাম্য চরিত্রে অভিনয় করেছেন।
ভাই আপনি তাহলে বাংলাদেশের নাটকের সব অভিনেতার অভিনয় দেখেননি।
কেউই হয়তো বিশ্বাস করবেন না, আমি কলকাতা নিবাসী ......কিন্তু মনের নিবাস বাংলাদেশে ....আমার জন্ম হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চাকদহ গ্রামে ....বাবার দেশবাড়ি ছিল বিক্রমপুর, ঢাকা ..আর মায়ের ছিল ফরিদপুর এর বরাট গ্রামে ...বাল্যকাল থেকেই বাংলাদেশের নানারকম গল্প (সত্যি কথা) শুনেই আজ আমি একজন পৌঢ় ..... নিয়মিত বাংলাদেশের নাটক দেখি ....আর রোমাঞ্চিত হই ...পুলকিত হই .....চঞ্চল চৌধুরি ....বৃন্দাবন দাস ....খুশি ম্যাডাম এদের অসাধারণ অভিনয় ....বৃন্দাবন দাসের নাট্য রচনা .....সবই অনন্যসাধারণ .....নাটকের প্রত্যেক কেই আমার সাদর প্রণাম 🙏🙏🙏🙏🙏🙏
জাত পাত করতে করতে আজ সমাজ ও মানবতা ধংসের দারপ্রান্তে। মানুষ এখনও সময় আছে মানুষ হও, জাত পাত ভুলে মানুষকে ভালোবাসো সমাজকে বাচাও।
পাল বাড়ি বাস্তবসম্মত একটি অসাধারণ নাটক❤️
♥
🙏🙏🙏🙏🙏🙏
❤️
আমাদের পাল বংশের ঐতিহ্যকে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ নাট্যকারঔপন্যাসিক বিন্দাবন দাসকে।
অপূর্ব অভিনয়, জীবন্ত সমাজ চিত্র, চঞ্চল বাবু, ও অন্য দের অসম্ভব জীবন্ত অভিনয়, যেন বাস্তব চোখের সামনে ঘোটছে। এরকম অভিনেতাদের টিম আমাদের এই বাংলায় দেখি না। এখানে গঠন মুলোক কিছু নেই শুধুই পরকীয়া, নীতি হীনতা দেখানো হয়। কোন আদর্শের শিক্ষা পাই না,সজন্য বাংলাদেশের নাটক দেখি, মন ভোরে যায়,বিশেষ করে চঞ্চল বাবুর,এইরকম অভিনেতা আজ বিরল।ভারসাটাইল৷ এক্টর বলা যেতে পারে। উনি বাংলাদেশ নাটকের এক সম্পদ,বাংলা নাটোক আরো এগিয়ে যাক। এই কামনা করিঃ
আমি ইন্ডিয়ান হয়েই বলছি,আমাদের ইন্ডিয়ার কিছু বাংলা নাটক সংসার ভাঙতে সেরা,আর বাংলাদেশের নাটক সংসার গড়তে সেরা,যেখান থেকে অনেক কিছুই শেখা যায়
100% Right brother i am From Rangpur Bangladesh 🇧🇩🇧🇩🇧🇩
দাদা...সত্য প্রকাশ করেছে
দাদা একদম মনের কথা বলেছেন, ধন্যবাদ।
সহমত পোষণ করি।
চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস যেখানে সেখানে ভিন্ন কিছু হবে এটাই কাম্য। এক কথায় অসাধারণ! বাকরুদ্ধ!
ভাই এইটা কোন ধরনের কথা।
@Mr Khan toder ei ektai jala .. toder sob kisu te ga jole
@Mr Khan কিরে মূর্খচোদা কি বলিস
নাটক বলে মনেই হল না। যেন ঘটনা গুলো চোখের সামনে ঘটল। অসাধারণ উপস্থাপন। যেমন রচনাশৈলী তেমনই সবার অভিনয়। প্রশংসার ভাষা নেই।
২০২২ সালে এমন নাটক বৃন্দাবন দাশ ছাড়া অসম্ভব,। এক কথায় সকলের অভিনয় অনেক অনেক সুন্দর হইছে যা বলে বুঝানো যাবে না। ধন্যবাদ,,, বৃন্দাবন দাশ দাদা কে এমন নাটক উপহার দেওয়ার জন্য ।
কথাটা ঠিক নয়। হিন্দুদের এসব ধর্মীয় কুপ্রথা আমরা তুলে ধরলে অনেক কিছুই পোহাতে হত! দক্ষিণ ভারতীয় মুভি "শূদ্র দ্য রাইজিং" এবং "শূদ্র টু শিখ", " ব্রেস্ট ট্যাক্স" মুভিগুলো দেখবেন। এসব ভারতেও সম্ভব, হিন্দুদের দ্বারা সম্ভব, মুসলিম ও মুসলিম দেশদ্বারা হলে আমরা সাম্প্রদায়িক, মিথ্যে প্রচারকারী, ধর্মে আঘাতকারী হিসেবে অপবাদে জর্জরিত হতাম।
এক কথায় অসাধারণ হয়েছে নাটকটা"" কিন্তু দুঃখের বিষয় হলো এসব নাটক ভাইরাল হয় না,, এ সমাজে ভালো জিনিসের কদর কম🤔
রাইট
এই তো ভাইরাল হয়েছে। দুই মিলিয়ন+ ভিউ
A sob natok komsaykom 100 million views dorkar
সত্যি কথা বলতে আমার কোন ভাষা নাই অনেক সুন্দর একটি নাটক
বর্তমানে মৃৎশিল্পের কোন মূল্য নাই আমাদের উচিত এইটাকে বাচিয়ে রাখা
শিক্ষণীয় একটা নাটক, সত্যি চোখের জল ধরে রাখতে পারলাম না। চঞ্চল দাদা এমন একটা নাটক উপহার দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমাদের ইন্ডিয়ার কিছু বাংলা নাটক সংসার ভাঙতে সেরা,আর বাংলাদেশের নাটক সংসার গড়তে সেরা,যেখান থেকে অনেক কিছুই শেখা যায়
ইংলিশে আপনার কমেন্টটা দেখাচ্ছে ভারতিয় নাটক পৃথিবী ভাংতে সেরা আর বাংলাদেশিগুলা পৃথিবী গড়তে 🤣🤣🙈🙈
Thanks
পৃথিবীর জগন্যতম নাটক তৈরি করে ভারত।
১০০%
সহমত পোষণ করছি
হবিগঞ্জ যে ভারতে যানতাম না 🤔🤔🤔 আমি তো জানতাম হবিগঞ্জ সিলেট ডিভিশনে 😆😆😆
কমেন্ট করে রাখলাম পরবর্তী জাতিরা দেখবে বলে😍😍
এইসব নাটকের কোন তুলনা হয় না❤
কমেডির বাইরে এসে এতো স্পর্ষকাতর বিষয় নিয়ে বৃন্দাবন দাস খুব সুন্দর লিখেছেন। সকলের অভিনয় চমৎকার, হৃদয়ছোঁয়া।
এতো শুধু একটা নাটক নয়, সমাজের বাস্তব চিএ।
ধন্যবাদ বৃন্দাবন দাস স্যার কে।
বৃন্দাবন দাসের নাটকের কোন তুলনা হয়না ❤️ নাটকটি দেখার সময় অনেকবার চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছে 😥
চঞ্চল চৌধুরী মানেই গ্রামের বাস্তব চিত্র তুলে ধরা। গ্রামের সহজ সরল মানুষ আর চারিদিকে মাঠ ও সবুজ পাতার গাছ পাখির কিচিরমিচির শব্দ সত্যি অসাধারন লাগে।
সত্যি শেষটা হৃদয় বিদারক ছিলো,😢
মৃৎশিল্প বাঙালির ঐতিহ্য, আজ ভেজালের বিঁড়ে হারিয়ে যেতে বসেছে।।।
নাটকটি দেখলে কান্না চলে আসে
বাংলাদেশের কিছু অঞ্চলে এখনো এই ধরনের সমস্যা রয়েছে, শিক্ষিত সমাজ এখনো এই বর্ণ প্রথা থেকে বের হতে পারেনি, বৃন্দাবন দাস কে অসংখ্য ধন্যবাদ এই অপ্রিয় সত্য কথা তুলে ধরার জন্য
চোখ ফেরাতে পারিনি যতক্ষণ দেখেছি এই ঈদে এর থেকে ভালো নাটক আশা করা যাবে না ❤️❤️
মোশারফ করিমের অমানুষ দেখিয়েন...
অমানুষ নাটকটা দেইখেন
অসাধারণ ছোখের পানি ধরে রাখা যায় না
অমানুষ এটা কার নাটক বলবেন
আহা নাটক দেখছি না,
মনে হচ্ছে গ্রাম বাংলার জীবন্ত সোনালী দিন গুলো দেখতেছি।
L
Q
Llql
Lll
পুরোনো বাস্তব চিত্রটি তুলে ধরার জন্য ধন্যবাদ।পৃথিবীটা সুন্দর হত যদি সবাই সবাই কে ভালোবাসত
ভিউ দিয়ে যারা নাটকের মান নির্ধারণ করে তারা নাটকের মানেই বোঝেনা,চিরকাল বেঁচে থাকুক বৃন্দাবন দাদার লেখা নাটক❤️❤️অগুনিত প্রনাম জানাই এপার বাংলা থেকে আপনাদের সবাইকে❤️❤️🙏🙏
দাদা ❤️❤️❤️ কেমন আছেন বহু দিন কোন খোঁজ খবর নাই ভালো আছেন তো
আখম হাসান নতুন একটি নাটক আপলোড দিয়েছে আজকে ৪ পর্ব আগামী দিন দিনের বারোটায় রিলিজ হবে দেখবেন গ্রামীণ দৃশ্য অনেক সুন্দর নাটকের নাম কাক ডাকা ভোর
@@bangladeshkaiom7526 ভালো আছি দাদা,আপনি বলেছেন যখন অবশ্যই দেখবো দাদা
H h
দীপক দাদা আপনার চরিত্রে কলঙ্ক লাগিয়ে দিয়েছে
অসাধারণ নাটক। আমি পাল বংশীয় হয়ে যদিও এই কাজ কখনো করা হইনি তবে ভালবাসা আছে। বেচে থাকুক ঐতিহ্য। ❤
Same to same
Akdomi tai
@@madusudan6517 পজ=)জ
@@madusudan6517 ৭
=))'=))
কিন্তু এই বর্ণ প্রথা থেকে সকলকে বেরিয়ে আসতে হবে,,,🙏🙏🙏
বৃন্দাবন দাশ আমার ফেবারিট, খুশি আপা, বৃন্দাবন দাশ আর চঞ্চল চৌধুরী একসাথে অসাধারণ ❤
সব গ্রামেই এরকম কিছু নোংরা মানুষের জন্য অন্য ভালো মানুষ গুলো ও খারাপ হয়ে যাচ্ছে, তাদের চিন্তা ভাবনা গুলো নষ্ট হয়ে যায়, খুব সুন্দর একটা নাটক, অসাধারণ অভিনয় সবার! বৃন্দাবন দাদা এরকম নাটক আরো চাই!
আমার বাসায় পাশে একটা বাচ্চা থাকে আমায় মামা বলে ডাকে ঠিক তার পাশেই আরও একটা মেয়ে থাকে আমায় মামা বলে ডাকে কি বাচ্চা বাচ্চা কাজ ওর বয়স ১৪ আমার বয়স ২৭
আশেপাশে কুত্তার বাচ্চাগুলা ওরে আর আমারে নিয়া খারাপ কথা বলে
আমি এক ভারতীয় নাট্য প্রেমিক।বাংলাদেশের বৃন্দাবন দাস ও চঞ্চল চৌধারী। নাটকের জামানায় দুটি উজ্জ্বল নক্ষত্র। এই নক্ষত্র দুটি যেন সারাজীবন জ্বলে থাকে।
হিন্দু সমাজের নিচে যাদের এক কুসংস্কারের জন্য উচ্চ ব্রাহ্মণ দের অত্যাচারে কোটি কোটি হিন্দু সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল কষ্টে শুধু কষ্টে,,
ভগবান যা করে ভালোর জন্যই করে কারণ এই কুসংস্কারের জন্য সনাতন ধর্মের থেকে নিজের জীবনকে বিসর্জন দেওয়ার কোনো মানেই ছিল না তখন।
ধন্যবাদ এত সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য দাদা
Sobta thik bollen na. Sudhu er jonnoi muslim hoini beshirvag tai morar voite convert hoyecelo. Musolman der hat theke bachar jonno
বৃন্দাবন দাসের রচনা তারপর আবার নিজেই অভিনয় সাথে চঞ্চল চৌধুরী 'এক কথায় অসাধারণ।। পশ্চিমবঙ্গ থেকে দেকলাম ( ভারত )❤️❤️❤️❤️
♥
👍
যারা গ্রামের সংস্কৃতি ভালবাসে তাদের কাছে অসাধারণ একটি নাটক৷
মৃৎশিল্পী এবং মৃৎশিল্প নিয়ে এতো সুন্দর রচনা সত্যিই অসাধারণ। মন ছুঁয়ে গেলো। ❤
এই মানুষ গুলো আছে জন্য এখনো গ্রামের নাটক দেখা যায়।
অনেক সুন্দর একটা নাটক।
সমাজের কিছু মানুষের জন্য প্রতিনিয়ত খারাপ কিছু ঘটে যাচ্ছে আমাদের আসেপাশে।
বৃন্দাবন স্যারের ছেলেকে নায়ক হিসেবে দেখার অপেক্ষায়।♥
বৃন্দাবন দাসের লেখা নাটক মানে বেশীরভাগ সময়ই অশ্রু দিয়ে অজান্তেই কখন জল গড়িয়ে পড়ে যায় তা বোঝা যায় না।
কারা কারা `পালবাড়ি` নাটকটির জন্য অপেক্ষায় ছিলেন আমার মত......???
আমি
আমি
Ami
Me also,,,,
Ami.every day search kortam
বৃন্দাবন দাস is superhuman,, স্যালুট জানাই তোমাকে,, চঞ্চল চৌধুরী একজন জাত অভিনেতা,,,,
আমি মন প্রাণ ভরে আপনাদের নাটক গুলো দেখি।
প্রতিটি রচনা শিক্ষা মুলক।
বৃন্দাবন দাস মশাই 'কে আমার শতকটি প্রনাম 🙏
কলকাতা থেকে।
বৃন্দাবন দাস আর চঞ্চল চৌধুরী মানেই ❤️❤️অসাধারণ!
শাহনাজ খুশি চঞ্চল চৌধুরী বৃন্দাবনদাস এনাদের জুড়ি অতুলনীয়
অসংখ্য ধন্যবাদ বৃন্দাবন দাস স্যার কে । শীলবাড়ি ,পালবাড়ী হারকিপ্টা সহ অসংখ্য ভালো মানের নাটক উপহার দেওয়ার জন্য । স্যারের দীর্ঘায়ু কামনা করি ❤❤❤❤
অসম্ভব সুন্দর একটা নাটক,,,,
ক্ষণে ক্ষণে চোখের জল গড়িয়েছে নাটকটি দেখে।
পুরষ্কার প্রাপ্ত নাটক বলেই মনে করছি।
R8
নাটক বলে মনেই হলো না। অসম্ভব সুন্দর পরিচ্ছন্ন এক বিশ্বয়!!! সত্যি কথা ও এমন করে বলা যায়। অনেক সাধুবাদ জানাই সকল কুশীলব গুণী জনদের। শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানাই।
মাস্টারপিস নাটক।
অপেক্ষায় ছিলাম নাটকটির জন্য।
জাপান থেকেও বাংলাদেশের সংস্কৃতির স্বাদ পাচ্ছি।❤️
ধন্যবাদ GTV Entertainment কে
তাই ভাই,,আসলেই সত্যি কথা
Khub sundor natok. Sabai ke amar suvechha.
Koi acen?
মুসলিম হয়েও নাটকটি দেখে হৃদয় ছুয়ে গেলো🥲🥲,
Kolkata theke ki dekhe na Bangladesh r natok 🇮🇳 a😮kta thik na❤ Bangladesh r natok dekhne khub valo lage
@@ilurajbansi6988
Amio kolkata theke dekhci,
Sotti khub valo Lage Bangladesh er natok gulo ❤
বৃন্দাবন দাদা মানেই নতুন কিছু ❤️❤️
নাটক বলে মনেই হলো না। অসম্ভব সুন্দর পরিচ্ছন্ন এক বিশ্বয়!!! সত্যি কথা ও এমন করে বলা যায়। অনেক সাধুবাদ জানাই সকল কুশীলব গুণী জনদের। শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানাই।
নিক্ষুত ভাবে সবাই অভিনয় করছে ❤ধন্যাবাদ বৃন্দাবন দাদা ❤❤
খুব সুন্দর নাটক, বৃন্দাবন দাস ও তার ছেলে, চঞ্চল চৌধুরী শাহনাজ খুশি প্রত্যেকে অসাধারণ অভিনয়
বৃন্দাবন দাস এবং চঞ্চল চৌধুরী র অভিনয় একবার দেখলে বার বার দেখতে ইচ্ছে করে অসাধারণ একটি নাটক গ্রামের কথা মনে পড়ে যায়
আমি ভারত থেকে দেখছি এই নাটক। দেখতে দেখতে মনে হচ্ছে যেন আমাদের নিজেদের জীবনের এই গল্পঃ। চরিত্র গুলো যেনো আমাদেরই আসে পাশের মানুষজন।
সত্যিই অনবদ্য ❤️মনে পড়ে গেল গ্রাম বাংলার আসল রূপ। বাবা ছিলেন পদ্মাপাড়ের বাসিন্দা। উনার মুখে শুনেছি বাংলাদেশের আসল রূপ আর কল্পনা করেছি মনে মনে😥😥আহহ কল্পনাতেই যা এত সুন্দর বাস্তবে না জানি কত সুন্দর হবে 🌷🌷Love from India
ধর্মীয় কুসংস্কার ও চিরাচরিত গ্রাম বাংলার সারল্য জনজীবন। সকলের অভিনয় অনবদ্য। বিশেষভাবে ধন্যবাদ বৃন্দাবন দাদাকে।
সত্যিই তাই নাটকের চঞ্চল চৌধুরী আর বৃন্দাবন দাস আছে বলেই সেই নাটক সবার মন জয় করবে
অসাধারণ একটি নাটক 💞
নমস্কার বৃন্দাবন স্যার,চঞ্চল স্যার💞
বর্তমান সমাজ ব্যবস্থার চিত্র তোলে ধরার জন্য (বৃন্দাবন দাস) দাদাকে অনেক অনেক ধন্যবাদ
বৃন্দাবন দাস ,চঞ্চল চৌধুর, খুশি দি মানেই ,,❤❤❤❤❤👌
বৃন্দাবন দাস আর সালাউদ্দিন লাভলু চঞ্চল চৌধুরীরা আছে বলেই গ্রামের নাটক গুলো স্বাদ নিতে পারছি।
অসাধারণ, অনবদ্য লেগেছে বৃন্দাবন দা এবং চঞ্চল চৌধুরীর অভিনয়❤️
ভাবনা অভিনয় টা ও দুর্দান্ত ছিল❤️এরকম একটা নাটক উপহার দেওয়ার জন্য ধন্যবাদ পালবাড়ী টিম কে❤️❤️❤️
পচা-গলা সমাজের এক বাস্তব চিত্রনাট্য। সকলের প্রানবন্ত অভিনয়ে মুগ্ধ আমরা সবাই। আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সমস্ত শিল্পী এবং কলাকুশলী বৃন্দ কে।
Thanks for Brindabon Das and others. From India, West Bengal, Santiniketan, Birbhum, Bolpur.
এই নাটক গুলোই হলো মনের আসল খোরাক,,ধন্যবাদ বৃন্দাবন দাস ভাইকে
বৃন্দাবন দাসের নাটক আমি নিরিবিলি সময় নিয়ে হেডফোন লাগিয়ে দেখি । তার প্রতিটা নাটকে একটি ম্যাসেজ থাকে । বৃন্দাবন দাস স্যারকে অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর নাটক উপহার দেয়ার জন্য
আমি আপনাদের নাটক না দেখলে মন ভালো লাগে না …. অপুর্ব আপনাদের উপস্থাপনা…আমি কোনদিন বাংলাদেশ যাই নি বাবা জেঠু দের ফরিদ পুরের বর্ননা শুনেছি এখন আপনাদের নাটক দেখলে অনেক মিল পাই…
যেদিন থেকে শুনেছি ইউটিউবে নাটকটি পাওয়া যাবে সেদিন থেকে দিনে ২ বার করে সার্চ করেছি।। অবশেষে পেয়ে গেলাম👍
পুরা নাটকে সমাজের উচ্চবর্গের মানুষের অবিচার তুলে ধরা হয়েছে।।
আহ পালবাড়ি💝
আমি নিজে এই সম্প্রদায়ের হওয়ায় এইটা দেখতে আমার খুব ভালো লাগতিছে। মনে পড়ছে যখন বাবা ছিল, এগুলো করত কত সুন্দর ছিল এই দিনগুলো। আর এখন বাবা নেই কাজগুলো আর করার কেউ নেই। বাবার কথা এখন খুব বেশি মনে পড়ছে।
Nijeke hariye felen ni ,
জাত পাত দেশ দেশান্তর ভেদা ভেদ বন্ধ হোক। মানুষের জন্য আমরা বাঁচি। অসাধারণ একটি নাটক। বৃন্দাবন দাস দাদাকে নমস্কার 🙏। ভারত থেকে।
❤❤❤❤❤❤❤
সমাজের বাস্তব প্রতিচ্ছবি,সমাজের মানুষরূপী পশুদের জন্য আজ সমাজে এত ভেদাভেদ।ধন্যবাদ বৃন্দাবন স্যারকে।
চোখের পানি ধরে রাখতে পারলাম না
বৃন্দাবন দাসের নাটক গুলা খুঁজে খুঁজে দেখি❤উনার লেখায় জাদু আছে🥰
নাটকের মাধ্যমে কুসংস্কার গুলো তুলে ধরার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এককথায় অসাধারণ নাটক।
অভিনয়ের প্রশংসা না করলেই নয়, সত্যিই আপনারা অভিনয়ের জগতে কিংবদন্তী। চমৎকার অভিনয়।
চঞ্চল চৌধুরী আর বৃন্দাবন দাস এদেরকে আমরা ওয়েস্টবেঙ্গলে খুব মিস করি ।
হিন্দুদের এতো নিয়ম,,
হিন্দু ছেলে মেয়ে এতো কিছু মেনে নেয় কি ভাবে।
আল্লাহর কাছে অনেক শুকরিয়া মুসলিম হয়ে জন্ম হয়েছিলো, (আলহামদুলিল্লাহ)
আমি কোন ধর্মকে ছোট করে দেখি না তবুও বলবো মুসলিম হয়ে আমি গর্ভিত
Amio hindu hoy gorbito.kintu siya Sunni. Kory manus martico taty ki?taty ki tumi gorbito?
Ami gorbito amra ekhono nijer dhormo change korinai.. Jara tader bongso porichoy tader k ki bolbo.
72 ta fikra Islam a Shia, Sunni, deobandhi, hanafi, Sufi, ahmedia, kiyani etc.
Ek firka r ek firka k Kafir boley, marte chay..
Mohammad hasan আপনাদের ভাষায় বোঝা যায়। আপনাদের চিন্তা ধারা যে এতো ছোট
নাটক দেখতে এসেছিস দেখ অন্য ধম নিয়ে চুলকানি বাদ দিস বলে দিলাম নিজের ধম সঠিক ভালো ওটা পালন কর
@@arobindumohonto7142 তুই তুকারি করা ঠিক নয়। আমাদের ধর্ম অন্য ধর্মকে অবহেলা করা শেখায়নি বরং শ্রদ্ধা করতে শেখায়। যাই হোক আমাদের সকলের শ্রদ্ধাশীল হওয়া উচিৎ। আমি কত বছর পাল পাড়ায় গেছি,, কত রকমের খাবার দিতো জেঠিমা,,, কাকি,, বৌদি।আবার ইদে তারাও কত রকমের খাবার খেতো। কখনও তাদের সাথে মনমালিন্য হয়নি। আমাদের সম্পর্ক রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।
সত্যিই অসাধারণ অসাধারণ অসাধারণ। কোনভাবেই চোখের পানি আটকাতে পারিনি। আমাদের সমাজ ব্যবস্থার সঠিক চিত্র ফুটিয়ে তোলার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। 😥😥❤️❤️❤️
পাল বাড়ী নাটকে জাতিভেদের যে নির্মম চিত্র উঠিয়ে ধরা হয়েছে, তা এক কথায় অসাধারণ। ধন্যবাদ কলাকুশলী সবাইকে।।
এই নাটক এর প্র্রসংসা করবার কোনো ভাষা নেই ❤️❤️❤️
নাটকের শেষ দৃশ্যে খুব কেঁদেছি!
ভাবনা দিদি চরিত্রের সাথে যে এতটা মিশে যাবে ভাবতেও পারিনি,
প্রত্যাকের অভিনয় ছিল অনবদ্য।
অসাধারণ 🙏🙏কি নিখুঁত আয়োজন। বাংলাদেশের অভিনয় জগত অনেক রুচিশীল ।
অসাধারণ একটা নাটক মঞ্চস্থ করে জাতিকে মুগ্ধ করেছেন। সকলকে ধন্যবাদ জানাই।