আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাইজান কেমন আছেন আপনার ভিডিও নিয়মিত দেখা হয় আমি নতুন আসছি মালয়েশিয়ায় আমি একটা হার্ডওয়্যার এর দোকানে আছি এখানে সব ধরনের কাস্টমার আসে এতো ভাষা শিখতে অনেক সময় লেগে যাচ্ছে কিন্তু ভাষা জানা জরুরি আপনার কাছে অনুরোধ থাকবে হার্ডওয়্যার এর মালামাল নিয়ে একটা ভিডিও দিবেন অনুরোধ থাকলো আপনি বললে আমি কিছু জিনিসের বাংলা নাম লিখে দিতে পারবো
রাজ ভাই প্রথমে আমার সালাম নেবেন আসসালামু আলাইকুম আমি ২০২২ এর কলিং এসেছি কিন্তু ৬ মাস হলো আমি আপনার ভিডিও নিয়মিত শুনি দেখার সময় খুব একটা পাইনা আল্লাহর রহমতে আপনার শিক্ষায় যা শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ এখন মালয়েশিয়ায় কেউ কোনো জায়গায় ঠকাতে পারবেনা আশা করি কিন্তু দুঃখের বিষয় হলো আমি যেখানে থাকি সেখানে ভাষা বলার মত মালয়েশিয়ান লোক পাই না আমরা যেখানে কাজ করি সেখানে সবাই বাঙালি আরো কয়েকটা চীনা বস আছে আমি যা শিখেছি আমার মনে হয় সেটা আমার জন্য যথেষ্ট না আমি আরো বেশি শিখতে চাই আমি সবসময় আপনার নতুন ভিডিওর জন্য অপেক্ষা করি আর আপনার যত পুরাতন ভিডিও আছে সব শুনি আপনার জন্য সব সময় দোয়া আছে এবং থাকবে আপনার মত এত সুন্দর এবং শুদ্ধ করে মালয়েশিয়ান ভাষার ভিডিও আমি ইউটিউবে দেখিনি আমার দেখা মতে আপনি হলেন সবচাইতে বেস্ট টিচার মালয়েশিয়ান ভাষা শিক্ষার ইউটিউব চ্যানেলে কমেন্টটা বড় হওয়ার জন্য মাফ করবেন
ওয়ালাইকুম আসসালাম ৷ আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আমি আপনাদের মত মানুষের সাথে পরিচিত হতে পারতেছি ৷ আমার মত মানুষের দ্বারা আপনাদের এত উপকার হচ্ছে এটা ভাবতেই অনেক সময় মনের অজান্তে চোখে পানি চলে আসে ভাই ৷ আল্লাহর কাছে শুকরিয়া করার মতো ভাষা খুজে পাইনা ৷
@@EasyBanglatoMalay ভাই আমি যদি মালয়েশিয়াতে থাকাকালীন কোনদিন সুযোগ পাই আর যদি আপনিও মালয়েশিয়াতে থাকেন আমি চাই আপনার সাথে দেখা করতে ভাই আমার জন্য দোয়া করবেন আমি আছি এক লাডাং এর মধ্য যেখান থেকে কাউকে বাহিরে যাওয়ার অনুমতি দেয় না শুধু বেতন উঠানোর দিন শহরে যেতে দেয়
আসসালামুয়ালাইকুম স্যার কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বাংলাদেশে থাকতে আপনার ভিডিও দেখে গত ছয় মাস হলো মালয়েশিয়ায় আয়ছি আলহামদুলিল্লাহ এখন আমি চলাফেরা এবং বছের সাথেও মোটামুটি কিছু কথা বলতে পারি এগুলো পিছনে আপনার অবদানেই অনকটা সফল
আসসালামু আলাইকুম, ভাই আশা করি ভালো আছেন। ভাই আমি মালয়েশিয়া থেকে বলছিলাম। আমি রেগুলার আপনার ভিডিও দেখে থাকি।আপনার ভিডিও থেকে আমি অনেক কিছু শিখেছি। আপনার ভিডিওগুলো আমার কাছে অনেক ভালো লাগে। ভাই আমার একটা প্রশ্ন ছিল। আশা করি প্রশ্নটির উত্তর দিবেন। আমরা মালয়েশিয়ার কোথায় আছি। কোন ডিসটিকে আছি, কোন থানায় আছি। এটা আমাদের নতুন প্রবাসীদের জন্য বোঝা অনেক কষ্টকর। আশা করি আপনি আমাদের এ সকল সমস্যার সমাধান নিয়ে একটি ভিডিও দিবেন। ❤❤ আপনার ভিডিওর অপেক্ষায় রইলাম ❤️❤
ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ | অনেক ধন্যবাদ ভাইয়া গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করার জন্য | ঠিকানাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় Alamat স্থান = kawasan এলাকা = daerah গ্রাম = kampung শহর = Bandar আমি এ ব্যাপারে একটা আলাদা ভিডিও বানাবো ইনশাল্লাহ |
আসসালামু আলাইকুম ভাই আমি আপনার একজন সাবস্ক্রাইবার আমি আপনার ভিডিও প্রতিনিয়ত দেখি আমি ফার্নিচার শোরুমে কাজ করি কিন্তু আমাকে আরো কিছু ভাষা জানার জন্য আপনি সাহায্য করবেন, একাটা ভিবিও বানাবে পোরনো দের জন্য , একটু কঠিন কঠিন কিছু, যেন কাস্টমার সাথে আর একটু ভালো করে কথা বলতে পারি, আপনার ভিডিও দেখে, ধন্যবাদ ভাই।
@@EasyBanglatoMalay ভাইয়া রেস্টুরেন্টের কাজের একটা সুন্দর ভিডিও প্রত্যাশা করি। চির কৃতজ্ঞ থাকবো। কারণ আমি যেখানে কাজ করি কোনো বাংগালী ইন্দিয়ান পাকিস্তানি কেউ নাই।। শুধু মালাই আর ইন্দোনেশিয়ান। কাস্টমার সব মালাই। ইংলিশে ও কাজ হয় না।। খুবই বিপাকে ভাই।।। আশা করি রেস্টুরেন্ট নিয়ে একটা ভিডিও বানাবেন।। বিশেষ করে কাস্টমার কে কিভাবে বুজাবো এই সব নিয়ে আরকি
বস্ আমি মালয়েশিয়াতে নতুন এসেছি। আমি প্রজেক্টের ফর্কলিফ্ট চালাতে চাই ভাষা জানিনা এজন্য ওয়েটিং এ রেখেছে দয়া করে গাড়ি অথবা ফর্কলিফ্ট চালাতে যে ভাষাগুলো লাগে।সেগুলোর একটা ভিডিও বানালে উপকৃত হতাম।ধন্যাবাদ বস্ আপনাকে আমাদের পাশে থাকার জন্য।
আসসালামু আলাইকুম আমি মালোশিয়াতে নতুন আছি আমি একটু ভাষা কম বুঝি তার জন্য এই প্রশ্নটা আপনাকে করা৷ দুই তিন মাস আগে আমার ঘাড় সাবির দিয়ে অনেক খানি কেটে গিয়েছিল এখন মাঝে মাঝে অনেক খাইজে এবং অনেক ব্যথা করে আমি তো ভাষা বুঝিনা আপনি যদি একটু৷ মালাইতে বলে দিতেন তাহলে শিখে আমি ডাক্তারের কাছে বুঝিয়ে বলতাম
আসসালামুয়ালাইকুম ভাই একটা বিষয় নিয়ে আমি অনেক চিন্তিত বিষয়টা হলো ১ আপা খাবার অর্থ= কেমন আছো ২ আপা হাল অর্থ= কি অবস্থা ) কিন্তু (আপা চাই অর্থ কি? প্লিজ ভাই জানাবেন
আসসালামু আলাইকুম ভাই আপনি কেমন আছেন? ভাই আপনার ভিডিও দেখে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ এখন প্রায় অনেক ভাষা বুঝি কিন্তু বলতে গেলে উল্টো পাল্টা হয়ে যায় তাই হাসাহাসি করে😢আমার কোম্পানিতে সবাই ইন্দোনেশিয়ার আর নেপালি, এখন কথা হচ্ছে আমরা বাংলায় বলি এখানে এসো আর মালয় বলে এসো এখানে/ মারি ছিনি এরকম একটা ভিডিও বানাবেন শুধু মালয়রা যেভাবে বলে বাওয়া ডি চিনি আমরা বলি তার কাছে দেও আর মালয়রা বলে "দেও কাছে তার" বাগি ডেকাত ডিয়া,,এটা নিয়ে খুব সমস্যায় আছি প্লিজ একটা সমাধান দেন
ওয়ালাইকুম আসসালাম ভাইজান ৷ আপনার এই সমস্যাটা মালয়েশিয়ান ভাষা শিখতে গিয়ে একটা কমন সমস্যা৷ একটু খেয়াল করে কয়েকটা ভিডিও যদি ভালো করে বোঝার চেষ্টা করেন এবং তারা কি করে বাক্য বানায় তা যদি লক্ষ্য করেন তাহলে অবশ্যই এই সমস্যার সমাধান হয়ে যাবে একটা সময়
আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন । ভাই আমি আসছি আজকে ৪ মাস সেষ হলো। তবে আপনার বিডিও দেখে কমছে কম ১৫০০ ওয়াড মুখস্থ করেছি। আজ থেকে সুদু একটার সাথে একটা মিলুনু বাকি তবে ছোট ছোট বাক্য গুলো আমি সিখে ফেলেছি তবে আমার সাথে সব বাংগালি তাই এখনু বলা হয় না।। তাও লেখা পাডা ঠিক নবম শ্রেণির মতো চালিয়ে জাইতাছি। আমি ও সবার উপকার করতে জানি পারি ভাই দুয়া করবেন।।
আসসালামু আলাইকুম ভাই আশা করি ভাল আছেন আমার একটা প্রশ্ন ছিল আপনার যে মালাই ভাষা শিখানোর অ্যাপস যেহেতু আপনি নতুন নতুন ভিডিও বানান আমরা কি apps এ এই ভাষাগুলা পাব এক কথায় apps a ki update hoy দয়া করে একটু জানাবেন ভাইয়া ❤
আরে ভাই ভিডিওটা একটু ক্লাসের মতো করে ১৪/১৫মিনিট করেন কারন আমরা কাজ থেকে এসে রান্না করতে হয় বাড়িতে কখা বলতে হয় আর ১৪/১৫ মিনিট করে দিলে আমাদের মনে থাবে বালো
Assalamualaikum abg nak Tanya sikit peribadi dan hanya tu bahaha Bangladesh cakap apa sebab saya Tanya dengan awak saya suka sangat video awak maaf kalau saya ganggu abg
মিরাজুল ভাই আমার একটা প্রশ্ন ছিলো আশা করি উওর দেবেন আমার কম্পনিতে থেকে কিছু লোক অন্য জায়গায় নিয়ে যাবে ওদের সাথে আমিও যেতে চাই কিন্ত বস এখান থেকে আমাকে সড়াবে না আমার শ্বাসকষ্ট অসুখ আছে ইনহেলার ব্যবহার করি বর্তমান আমি যেখানে আছি এখানে রান্না করে ভাজি পোড়া করার গ্যাস আমার সহ্য হয় না খুব কাশি হয় ও শ্বাসকষ্ট বেড়ে যায় আমার সমস্যার কথা আমি বস কে বুঝিয়ে বলতে পারছি না
স্যার আমি ভিডিও দেখে। অ্যাপস থেকে গ্রামার এবং বাক্য সাজানো শিখছি। এখন কোন জিনিসটাকে বেশি গুরুত্ব দিলে আমি ভালোভাবে পানডাই হতে পারবো।কেন জানি আমার হইতেছে না
এখন শুধু বেশি বেশি করে প্র্যাকটিস করবেন ভাইয়া তাতাই হবে ৷ প্রয়োজনে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে নিজে কিছু কথা বলবেন ৷ একটা সময় দেখবেন খুব সুন্দর ভাবে কথা বলতে পারতেছেন
আসসালামু আলাইকুম মিরাজ বাই আমি একটা সম্মসায় আছি আমি একটু অসুস্থ কাশি হয় খুসখুসি কাশি আমি ডাক্তার কে কিবাবে বলবো জে আমার কাশিটা অনেক পুরাতন এবং দিন রাত সব সময় কাশি হয় দয়া করে এই বিষয়ে একটা বিডিও বা কমেন্ট করে জানালে আমি খুবি উপক্রিত হবে
ওয়ালাইকুম আসসালাম ৷ ভাইজান আপনি এই আমার লেখা কমেন্টটা ডাক্তারকে দেখালে আশা করি আল্লাহর রহমতে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। অথবা আপনি EASY BANGLA TO MALAY এফ B পেজে মেসেজ পাঠাতে পারেন ৷ আমি প্রয়োজনে ডাক্তারের সাথে আপনার হয়ে কথা বলে দিব ৷ এটার জন্য কোন প্রকারের চার্জ অথবা সম্মানি দিতে হবে না ৷ শুধু মন খুলে আমার জন্য দোয়া করবেন অথবা সুযোগ পেলে অন্য কারো উপকার করবেন। Doktor, ini sudah lama saya hadapi masalah batuk. Biasanya batuk berterusan tapi kahak tak berapa keluar . Dari pagi sampai malam selalu saya batuk. Batuk sampai rasa sakit dada sangat sangat. Doktor tolonglah bagi saya ubat yang boleh hilangkan masalah batu saya ni. Sungguh saya dah tak tahan.
আসসালামু আলাইকুম মিরাজ ভাই আপা খাবার আমি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার আপনি এর আগে একটা ভিডিওতে বলেছেন ভিডিও অন্য একজন ডাউনলোড করে তার চ্যানেলে সাড়ে চুরি করে আপনার চ্যানেলে একটা লোগো লাগিয়ে দিবেন তাই আর কেউ চুরি করে ভিডিও ছাড়তে পারবে না
যখন কোন সিলেটি বা নোয়াখালীর মানুষ আমাদের বাগেরহাটে এসে তার স্থানীয় ভাষায় কথা বলে তখন আমরাও কিছু বুঝিনা ৷ কিন্তু খুলনা অথবা মেহেরপুরের লোকজন .. বাংলাদেশের মধ্যে যে কোন অঞ্চলে গিয়ে কথা বললে তা সবাই বুঝতে পারে ৷ তাই আমাদের অবশ্যই শুদ্ধ চলিত ভাষা শেখা উচিত ৷ তারপর নির্দিষ্ট কোন গ্রাম্য আঞ্চলিক ভাষা শিখতে হবে যেখানে আমরা থাকি ৷ তা না হলে শুধুমাত্র ওই এলাকায় ছাড়া আপনার ভাষা কেউ বুঝবে না ৷
বস্ আমি মালয়েশিয়াতে নতুন এসেছি। আমি প্রজেক্টের ফর্কলিফ্ট চালাতে চাই ভাষা জানিনা এজন্য ওয়েটিং এ রেখেছে দয়া করে গাড়ি অথবা ফর্কলিফ্ট চালাতে যে ভাষাগুলো লাগে।সেগুলোর একটা ভিডিও বানালে উপকৃত হতাম।ধন্যাবাদ বস্ আপনাকে আমাদের পাশে থাকার জন্য।
ভাই দেশে থাকতে দেখতাম এখন মালয়েশিয়া এসে ও দেখি।
আপনি একজন ভালো শিক্ষক।
আল্লাহর কাছে আপনা জন্য দুআ করি। আপনি ভালো থাকুন।
এখন বলতে পারেন নাকি
@@imrantarik8998 ভাই ৬ মাস ধরে আসছি মালয়েশিয়া। মুটা মুটি যা সিখছি আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ ভাইয়া এভাবে এগিয়ে যান ৷ আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল
Alhamdulillah ❤
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
ভাইজান কেমন আছেন
আপনার ভিডিও নিয়মিত দেখা হয়
আমি নতুন আসছি মালয়েশিয়ায়
আমি একটা হার্ডওয়্যার এর দোকানে আছি এখানে সব ধরনের কাস্টমার আসে
এতো ভাষা শিখতে অনেক সময় লেগে যাচ্ছে কিন্তু ভাষা জানা জরুরি
আপনার কাছে অনুরোধ থাকবে হার্ডওয়্যার এর মালামাল নিয়ে একটা ভিডিও দিবেন অনুরোধ থাকলো
আপনি বললে আমি কিছু জিনিসের বাংলা নাম লিখে দিতে পারবো
রাজ ভাই প্রথমে আমার সালাম নেবেন আসসালামু আলাইকুম আমি ২০২২ এর কলিং এসেছি কিন্তু ৬ মাস হলো আমি আপনার ভিডিও নিয়মিত শুনি দেখার সময় খুব একটা পাইনা আল্লাহর রহমতে আপনার শিক্ষায় যা শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ এখন মালয়েশিয়ায় কেউ কোনো জায়গায় ঠকাতে পারবেনা আশা করি কিন্তু দুঃখের বিষয় হলো আমি যেখানে থাকি সেখানে ভাষা বলার মত মালয়েশিয়ান লোক পাই না
আমরা যেখানে কাজ করি সেখানে সবাই বাঙালি আরো কয়েকটা চীনা বস আছে আমি যা শিখেছি আমার মনে হয় সেটা আমার জন্য যথেষ্ট না আমি আরো বেশি শিখতে চাই আমি সবসময় আপনার নতুন ভিডিওর জন্য অপেক্ষা করি
আর আপনার যত পুরাতন ভিডিও আছে সব শুনি আপনার জন্য সব সময় দোয়া আছে এবং থাকবে
আপনার মত এত সুন্দর এবং শুদ্ধ করে মালয়েশিয়ান ভাষার ভিডিও আমি ইউটিউবে দেখিনি
আমার দেখা মতে আপনি হলেন সবচাইতে বেস্ট টিচার মালয়েশিয়ান ভাষা শিক্ষার ইউটিউব চ্যানেলে
কমেন্টটা বড় হওয়ার জন্য মাফ করবেন
ওয়ালাইকুম আসসালাম ৷ আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আমি আপনাদের মত মানুষের সাথে পরিচিত হতে পারতেছি ৷ আমার মত মানুষের দ্বারা আপনাদের এত উপকার হচ্ছে এটা ভাবতেই অনেক সময় মনের অজান্তে চোখে পানি চলে আসে ভাই ৷ আল্লাহর কাছে শুকরিয়া করার মতো ভাষা খুজে পাইনা ৷
@@EasyBanglatoMalay ভাই আমি যদি মালয়েশিয়াতে থাকাকালীন কোনদিন সুযোগ পাই আর যদি আপনিও মালয়েশিয়াতে থাকেন আমি চাই আপনার সাথে দেখা করতে
ভাই আমার জন্য দোয়া করবেন আমি আছি এক লাডাং এর মধ্য যেখান থেকে কাউকে বাহিরে যাওয়ার অনুমতি দেয় না শুধু বেতন উঠানোর দিন শহরে যেতে দেয়
My Love Vai jan
আপনার জন্য অপেক্ষা করছি
আসসালামুআলাইকুম
❤bang bang banyak banyak sinta awak❤Dari hati❤
ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভাই আমি প্রতিদিন শিখি
মিরাজ ভাই আমি আপনার প্রেমে পড়ে আছে
আসসালামুয়ালাইকুম স্যার কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বাংলাদেশে থাকতে আপনার ভিডিও দেখে গত ছয় মাস হলো মালয়েশিয়ায় আয়ছি আলহামদুলিল্লাহ এখন আমি চলাফেরা এবং বছের সাথেও মোটামুটি কিছু কথা বলতে পারি
এগুলো পিছনে আপনার অবদানেই
অনকটা সফল
ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ৷ আলহামদুলিল্লাহ ভাই 🥰
@@EasyBanglatoMalay 🇧🇩🇺🇲🇺🇲👍
অসাধারণ হয়েছে 🙏
ভাই আপনাকে অনেক ধন্যবাদ। ❤
আসসালামুআলাইকুম ভাইজান আমি আনেকন দিন ধরে আপনার ভিডিও দেখি
আসসালামু আলাইকুম,
ভাই আশা করি ভালো আছেন। ভাই আমি মালয়েশিয়া থেকে বলছিলাম। আমি রেগুলার আপনার ভিডিও দেখে থাকি।আপনার ভিডিও থেকে আমি অনেক কিছু শিখেছি। আপনার ভিডিওগুলো আমার কাছে অনেক ভালো লাগে।
ভাই আমার একটা প্রশ্ন ছিল। আশা করি প্রশ্নটির উত্তর দিবেন।
আমরা মালয়েশিয়ার কোথায় আছি। কোন ডিসটিকে আছি, কোন থানায় আছি। এটা আমাদের নতুন প্রবাসীদের জন্য বোঝা অনেক কষ্টকর। আশা করি আপনি আমাদের এ সকল সমস্যার সমাধান নিয়ে একটি ভিডিও দিবেন।
❤❤ আপনার ভিডিওর অপেক্ষায় রইলাম ❤️❤
ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ |
অনেক ধন্যবাদ ভাইয়া গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করার জন্য |
ঠিকানাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয়
Alamat
স্থান = kawasan
এলাকা = daerah
গ্রাম = kampung
শহর = Bandar
আমি এ ব্যাপারে একটা আলাদা ভিডিও বানাবো ইনশাল্লাহ |
Thank you bro ❤❤❤
Many many thanks 🥰 vai
আলহামদুলিল্লাহ ভাই
আমিও আনেক কিছু শিখে গেছি
আসসালামু আলাইকুম ভাই আমি আপনার একজন সাবস্ক্রাইবার আমি আপনার ভিডিও প্রতিনিয়ত দেখি আমি ফার্নিচার শোরুমে কাজ করি কিন্তু আমাকে আরো কিছু ভাষা জানার জন্য আপনি সাহায্য করবেন, একাটা ভিবিও বানাবে পোরনো দের জন্য , একটু কঠিন কঠিন কিছু, যেন কাস্টমার সাথে আর একটু ভালো করে কথা বলতে পারি, আপনার ভিডিও দেখে, ধন্যবাদ ভাই।
এখনো অনেক কিছুই বুঝতে পারি না কিন্তু আমি একটু ক্লিয়ার করতে চাই আপনি যদি সাহায্য করতেন
প্রাথমিক বিষয়গুলো ঠিক আছে অনেক সময় কাস্টমার কিছু কিছু কথা বলে এইগুলি আমার কাছে অনেক জটিল হয়ে যায় সাজাই ঠিকমত বলতে পারিনা
আমার সাত মাস হচ্ছে মালয়েশিয়া আশা সো আমি অনেকটা আয়ত্ত করে ফেলছি ভাষা তাই আমি ফার্নিচার শোরুমে কাজ পাইছি কিন্তু এখন অনেক শিক্ষার আছে
ইনশাআল্লাহ ভাইয়া বিভিন্ন কাজের টপিকের ভিডিওর সিরিয়াল গুলো খুব শীঘ্রই আসবে ৷
@@EasyBanglatoMalay ভাইয়া রেস্টুরেন্টের কাজের একটা সুন্দর ভিডিও প্রত্যাশা করি। চির কৃতজ্ঞ থাকবো। কারণ আমি যেখানে কাজ করি কোনো বাংগালী ইন্দিয়ান পাকিস্তানি কেউ নাই।। শুধু মালাই আর ইন্দোনেশিয়ান। কাস্টমার সব মালাই। ইংলিশে ও কাজ হয় না।। খুবই বিপাকে ভাই।।। আশা করি রেস্টুরেন্ট নিয়ে একটা ভিডিও বানাবেন।। বিশেষ করে কাস্টমার কে কিভাবে বুজাবো এই সব নিয়ে আরকি
আসসালামুয়ালাইকুম কেমন আছেন ❤
Thanks
ভাই প্রিন্টিং এর কাজ সম্পর্কে একটা মালয়েশিয়ান ভাষায় ভিডিও দিয়েন প্লিজ
আসসালামালাইকুম ভাই কেমন আছেন ভাই কিসের সম্পর্কে যেমন ধরেন যা কিছু লাগে তা নিয়ে একটা ভিডিও বানান লম্বা হলে কোন সমস্যা নেই
Nice
Valo
বস্ আমি মালয়েশিয়াতে নতুন এসেছি। আমি প্রজেক্টের ফর্কলিফ্ট চালাতে চাই ভাষা জানিনা এজন্য ওয়েটিং এ রেখেছে দয়া করে গাড়ি অথবা ফর্কলিফ্ট চালাতে যে ভাষাগুলো লাগে।সেগুলোর একটা ভিডিও বানালে উপকৃত হতাম।ধন্যাবাদ বস্ আপনাকে আমাদের পাশে থাকার জন্য।
বস আমি নামাজ পড়তে চাই আমাকে নামাজের সময় দেন এটা মালয় ভাষায় কি ভাবে বলব ❤
Boss saya mahu sembahyang... tolong bagi masa saya untuk sembahyang
Tnq bro
কেমন আছেন স্যার
First comment ❤
ভাই কেমন আছেন, 🎉
ইনশাআল্লাহ অনেক ভালোবাসা তোমার জন্য দোয়া রইল মিরাজ ভাই
👍👍👍👍
প্রথম কমেন্ট,ভালবাসা নিবেন ভাই
❤❤❤❤❤❤ আসসালামুয়ালাইকুম ❤❤❤❤❤❤
কেমন আছেন ভাই
আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন
😊😊😊
Happy new year vi🎉
আসসালামু আলাইকুম আমি মালোশিয়াতে নতুন আছি আমি একটু ভাষা কম বুঝি তার জন্য এই প্রশ্নটা আপনাকে করা৷
দুই তিন মাস আগে আমার ঘাড় সাবির দিয়ে অনেক খানি কেটে গিয়েছিল এখন মাঝে মাঝে অনেক খাইজে এবং অনেক ব্যথা করে আমি তো ভাষা বুঝিনা আপনি যদি একটু৷
মালাইতে বলে দিতেন তাহলে শিখে আমি ডাক্তারের কাছে বুঝিয়ে বলতাম
ভাই অনেক সুন্দর হইছে ভাই ২০২৪ সালের ভিডিও
❤❤❤️🥰🥰
আসসালামুয়ালাইকুম ভাই কেমন আছে একসাথে চলাফেরা
আসসালামু আলাইকুম ভাইয়া আমি যেখানে কাজ করি আমাদের টিমে সবাই বাংলা
যার জন্য আমি নিয়মিত ভিডিও দেখেও চর্চা করতে না পারায় যাই মুখস্থ করি সব ভুলে যাই
এই রকম ভিডিও আর দিবেন স্যার যেবাভে মালয়েশিয়ারা সটকাট কথা বলে
ভাই আমি বেশি একটা বুঝি না মালায় ভাষা পাঁচ বছর হয়ে গেছে কিন্তু সবসময় দেখি আমরা ভালো লাগে আপনার ভিডিও
আসসালামুয়ালাইকুম ভাই একটা বিষয় নিয়ে আমি অনেক চিন্তিত বিষয়টা হলো ১ আপা খাবার অর্থ= কেমন আছো ২ আপা হাল অর্থ= কি অবস্থা ) কিন্তু (আপা চাই অর্থ কি? প্লিজ ভাই জানাবেন
আসসালামু আলাইকুম ভাই আপনি কেমন আছেন?
ভাই আপনার ভিডিও দেখে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ এখন প্রায় অনেক ভাষা বুঝি কিন্তু বলতে গেলে উল্টো পাল্টা হয়ে যায় তাই হাসাহাসি করে😢আমার কোম্পানিতে সবাই ইন্দোনেশিয়ার আর নেপালি, এখন কথা হচ্ছে আমরা বাংলায় বলি এখানে এসো আর মালয় বলে এসো এখানে/ মারি ছিনি এরকম একটা ভিডিও বানাবেন শুধু মালয়রা যেভাবে বলে
বাওয়া ডি চিনি
আমরা বলি তার কাছে দেও আর মালয়রা বলে "দেও কাছে তার"
বাগি ডেকাত ডিয়া,,এটা নিয়ে খুব সমস্যায় আছি প্লিজ একটা সমাধান দেন
ওয়ালাইকুম আসসালাম ভাইজান ৷ আপনার এই সমস্যাটা মালয়েশিয়ান ভাষা শিখতে গিয়ে একটা কমন সমস্যা৷
একটু খেয়াল করে কয়েকটা ভিডিও যদি ভালো করে বোঝার চেষ্টা করেন এবং তারা কি করে বাক্য বানায় তা যদি লক্ষ্য করেন তাহলে অবশ্যই এই সমস্যার সমাধান হয়ে যাবে একটা সময়
ধন্যবাদ ভাই
মিরাজ ভাই আছেন বলেই,,মালাই ভাসা শিখা এতোটা সহজ হয়েছে আমার,৬মাসে আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখছি,শুধু আপনার জন্য সম্ভব হয়ছে।,,
আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন । ভাই আমি আসছি আজকে ৪ মাস সেষ হলো। তবে আপনার বিডিও দেখে কমছে কম ১৫০০ ওয়াড মুখস্থ করেছি। আজ থেকে সুদু একটার সাথে একটা মিলুনু বাকি তবে ছোট ছোট বাক্য গুলো আমি সিখে ফেলেছি তবে আমার সাথে সব বাংগালি তাই এখনু বলা হয় না।। তাও লেখা পাডা ঠিক নবম শ্রেণির মতো চালিয়ে জাইতাছি। আমি ও সবার উপকার করতে জানি পারি ভাই দুয়া করবেন।।
ওয়ালাইকুম আসসালাম ৷ ভাইয়া আমি আপনার আগ্রহ এবং সফলতা দেখে সত্যিই মুগ্ধ ৷ খুব গর্ব হচ্ছে আপনাকে নিয়ে 🥰😘
❤❤❤
ভাষা মালায়ু বুলেলা।
আসসালামুয়ালাইকুম ভাই
আমার দুইটা প্রশ্ন হচ্ছে ok lah
আর একটা হচ্ছে boleh lah
Lah মানে কি adalah
এই শব্দ কোন ক্ষেত্রে বেশিরভাগ বলা হয় প্লিজ
আলহামদুলিল্লাহ ❤❤❤❤
আসসালামু আলাইকুম ভাই আশা করি ভাল আছেন আমার একটা প্রশ্ন ছিল আপনার যে মালাই ভাষা শিখানোর অ্যাপস যেহেতু আপনি নতুন নতুন ভিডিও বানান আমরা কি apps এ এই ভাষাগুলা পাব এক কথায় apps a ki update hoy দয়া করে একটু জানাবেন ভাইয়া ❤
ওয়ালাইকুম আসসালাম ৷ জি ভাইয়া অ্যাপস আপডেট হয় কিন্তু সব সময় না
আসসালামু আলাইকুম ভাই মালাই ভাষা তে থাকেন, থাকবো কিভাবে বলবো
আরে ভাই ভিডিওটা একটু ক্লাসের মতো করে ১৪/১৫মিনিট করেন কারন আমরা কাজ থেকে এসে রান্না করতে হয় বাড়িতে কখা বলতে হয় আর ১৪/১৫ মিনিট করে দিলে আমাদের মনে থাবে বালো
ভাই রেস্টুরেন্টে কাজ করতে গেলে কি কি নিত্য প্রয়োজনীয় ভাষা দরকার হয়?
এ সম্পর্কে একটি ভিডিও বানান 🙏🙏
ইনশাআল্লাহ বানাবো
happy New year 🎉
Assalamualaikum abg nak Tanya sikit peribadi dan hanya tu bahaha Bangladesh cakap apa sebab saya Tanya dengan awak saya suka sangat video awak maaf kalau saya ganggu abg
ভাই মালয়েশিয়া আশার পরতে কে-ই আপনার ভিডিও নিয়মিতই দেখি আলহামদুলিল্লাহ ভাই অনেক কিছুই শিখতে পারলাম এবং তাদের সাতে কতা বলতে পারি
❤️
মিরাজুল ভাই আমার একটা প্রশ্ন ছিলো আশা করি উওর দেবেন আমার কম্পনিতে থেকে কিছু লোক অন্য জায়গায় নিয়ে যাবে ওদের সাথে আমিও যেতে চাই কিন্ত বস এখান থেকে আমাকে সড়াবে না আমার শ্বাসকষ্ট অসুখ আছে ইনহেলার ব্যবহার করি বর্তমান আমি যেখানে আছি এখানে রান্না করে ভাজি পোড়া করার গ্যাস আমার সহ্য হয় না খুব কাশি হয় ও শ্বাসকষ্ট বেড়ে যায় আমার সমস্যার কথা আমি বস কে বুঝিয়ে বলতে পারছি না
ভাই জান মালয় ভাষার নাটক বা গান অনুবাদ করে দিয়েন ভাই। মালাইয়ুরা যখন কথা বলে কি বলে বুঝতে পারিনা
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ভাই আপনাকে ধন্যবাদ
আপনার ভিডিও দেখে এখন আমি
কাজের সাইডে মালয়েশিয়ান দের সাথে কথা বলতে পারি মোটামুটি ❤❤
একটা চ্যাট গ্রুপের খুব প্রয়োজন, মিরাজ ভাই এভাবেত প্রাকটিস হচ্ছেনা,
স্যার আমি ভিডিও দেখে। অ্যাপস থেকে গ্রামার এবং বাক্য সাজানো শিখছি। এখন কোন জিনিসটাকে বেশি গুরুত্ব দিলে আমি
ভালোভাবে পানডাই হতে পারবো।কেন জানি আমার হইতেছে না
এখন শুধু বেশি বেশি করে প্র্যাকটিস করবেন ভাইয়া তাতাই হবে ৷ প্রয়োজনে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে নিজে কিছু কথা বলবেন ৷
একটা সময় দেখবেন খুব সুন্দর ভাবে কথা বলতে পারতেছেন
Abang tahun baru gelak ❤❤aita ki hoice,,@@EasyBanglatoMalay
ভাই (আপা রিমাও) এর অর্থ কি এক মালায়ের কাছে শুনলাম
এ্যাপসেও খুজে পেলাম না
আপনার ভিডিও সিরিয়াল পেলে বেশি সুবিধা ,হত ভাইয়া
অনেক গুরুত্বপূর্ণ ভিডিও দিছেন ভাই।
প্রায় মালেশিয়া ভাষা বুঝতে পারি এবং বলতে পারি শুধুই আপনার ভিডিও দেখে।
আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাইয়া বন্ধু তুমি কি ঘুমিয়ে গেছো নাকি এটার মালাই কি হবে প্লিজ একটু যাবেন
আসসালামু আলাইকুম মিরাজ বাই আমি একটা সম্মসায় আছি আমি একটু অসুস্থ কাশি হয় খুসখুসি কাশি আমি ডাক্তার কে কিবাবে বলবো জে আমার কাশিটা অনেক পুরাতন এবং দিন রাত সব সময় কাশি হয় দয়া করে এই বিষয়ে একটা বিডিও বা কমেন্ট করে জানালে আমি খুবি উপক্রিত হবে
ওয়ালাইকুম আসসালাম ৷
ভাইজান আপনি এই আমার লেখা কমেন্টটা ডাক্তারকে দেখালে আশা করি আল্লাহর রহমতে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে।
অথবা আপনি EASY BANGLA TO MALAY এফ B পেজে মেসেজ পাঠাতে পারেন ৷
আমি প্রয়োজনে ডাক্তারের সাথে আপনার হয়ে কথা বলে দিব ৷ এটার জন্য কোন প্রকারের চার্জ অথবা সম্মানি দিতে হবে না ৷ শুধু মন খুলে আমার জন্য দোয়া করবেন অথবা সুযোগ পেলে অন্য কারো উপকার করবেন।
Doktor, ini sudah lama saya hadapi masalah batuk.
Biasanya batuk berterusan tapi kahak tak berapa keluar .
Dari pagi sampai malam selalu saya batuk. Batuk sampai rasa sakit dada sangat sangat.
Doktor tolonglah bagi saya ubat yang boleh hilangkan masalah batu saya ni. Sungguh saya dah tak tahan.
ভাই এমন একটা ভিডিও বানালেন ভাই রানা রাজু আমি রানা এবং আমার ছোট ভাইয়ের নাম রাজু sanghat sangath bike
🥰💕
vaiya ai vbe hole na, saya mau minta izin sikit
ভাই কোনোভাবেই তো মনে রাখতে পারতেছিনা 😥😥
আসসালামু আলাইকুম ভাই নামপাক ও তেংগো কি ভাবে ব্যবহার হবে এটা একটু বুঝিয়ে দিবেন দয়াকরে
বাগুছ
মিরাজুল ভাই জানজি ও
ইতু লাগি কাচ্চি এই শব্দ দুটোর মানে কি
Janji মানে =প্রমিস করা
itu lagi kacil মানে=ওইটা আরও ছোট
Vai jan amar akta question ache
ব্যাপার কে কী বলে
Hal হাল ) বল্লেই হবে ৷
Apa hal
kita nak ambil beberapa buah mangga..লেখাটা ঠিক আছে ভাই।আপনার লেখাটা berapa এটা আছে
আমি নতুন আমাকে কি ভাষা শেখাবেন বিনিময়ে আপনাকে কিছু দিব টাকা দয়া করে কেউ উত্তরটা দিবেন ভাইয়া
আমি ও কিছু শিখিছি আলহামদুলিল্লাহ
ভাইয়া আমি তো কিছুই পারতেছি না
অবশ্যই পারবেন শুধু চেষ্টা করতে হবে
মিরাজ ভাই তাহলে এটার মালাই ভাষায় কি হবে
মিরাজ ভাই তাহলে এটার মালাই কি হবে প্লিজ জানাবেন
এটার=ini punya
ভাই। অনেক দিন পর এবং এতক্ষন পর মালায় ভাষায় কি বলে।
জেতা কে কি বলে জেমন জেতা মাছ কি বলে
Ikan hidup =জীবিত মাছ
ইকান ছেগার ফ্রেস মাছ
ভাই জাপ মানে যদি সময় হয় তাহলে জাম মানে কি....??
অনেক রে তো দেখি সময় মানে জাম বলে
জাম = ঘড়ি / ঘন্টা
ধন্যবাদ ভাই.....আপনাকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা।
ভাই।আমি।ভাসা।মুটামুটি।জানি।কিন্তু।বলতে।গেলা।ঠিকমতো।বলতে।পারছিনা
ভাই ভিডিও গুলো সম্পূর্ণ দেখবেন এবং সাথে সাথে বলার চেষ্টা করবেন এতে করে মুখের জড়তা কেটে যাবে তাহলে আপনি বলতে এবং বুঝতে পারবেন
তুমি কি আজ কাজ করতে যাচ্ছো একটা মালয়েশিয়ান ভাষায় কি হবে
Hari ini awak akan pergi buat kerja ke ?
ভাইজান মালাই ভাষায় ভাবী কে কি বলে
kakak ipar কাকাক ইপার এটার অর্থ হলো ভাবি
@@MdMostafa-xx2ro রাইট, আমার কেন জানি ভুল হয়েছে
ভাই,,,, পাছাল কি অনেক কথায় কাথায় পাছাল বলে,,,,,,,,,
আসসালামু আলাইকুম মিরাজ ভাই আপা খাবার আমি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার আপনি এর আগে একটা ভিডিওতে বলেছেন ভিডিও অন্য একজন ডাউনলোড করে তার চ্যানেলে সাড়ে চুরি করে আপনার চ্যানেলে একটা লোগো লাগিয়ে দিবেন তাই আর কেউ চুরি করে ভিডিও ছাড়তে পারবে না
ওয়ালাইকুম আসসালাম |
ভিডিওতে প্রত্যেকটা কাগজের উপরে চ্যানেলের নাম লেখা আছে ভাইয়া | 🥰🙏
Kena মানে কি বুঝলাম না ভাই
Vi taro mane ki
ঢালা
আরে ভাই আর নাম পেলেন না আমিও রাজু
ভাইয়া আমার সাথে একটা ইন্দোনেশিয়ান মেয়ে কাজ করে।। এই শালী আমার কাছে পিঞ্জাম চাই।। পিঞ্জাম দেওয়া কি ঠিক হবে?
এত লোক ভিডিও দেখে কিন্তু তাদের হাতে কি ব্যাথা হয় একটা লাইক দিতে।
যারা প্রকৃত উপকৃত হয় তারা লাইক দেয় ভাইয়া | অনেকে আবার লাইক দিতে ভুলে যায় 🥰🤲
এইভাবে বললে গ্রামের ভাষার সাথে মিলে না
যখন কোন সিলেটি বা নোয়াখালীর মানুষ আমাদের বাগেরহাটে এসে তার স্থানীয় ভাষায় কথা বলে তখন আমরাও কিছু বুঝিনা ৷
কিন্তু খুলনা অথবা মেহেরপুরের লোকজন .. বাংলাদেশের মধ্যে যে কোন অঞ্চলে গিয়ে কথা বললে তা সবাই বুঝতে পারে ৷
তাই আমাদের অবশ্যই শুদ্ধ চলিত ভাষা শেখা উচিত ৷
তারপর নির্দিষ্ট কোন গ্রাম্য আঞ্চলিক ভাষা শিখতে হবে যেখানে আমরা থাকি ৷
তা না হলে শুধুমাত্র ওই এলাকায় ছাড়া আপনার ভাষা কেউ বুঝবে না ৷
ভাই, অনেক জানার ইচ্ছে, মালেশিয়ানরা কি বউরে আমাদের মতো পিটনি বা মাইর দেয়।
আসালামালাইকুম ভাই আপনি কেমন আছেন ভাই। ভাই ভাই আপনার ফোন নাম্বারটা দিবেন কি আমি ব্রণায় থেকে বলছি
আসসালামুআলাইকুম
বস্ আমি মালয়েশিয়াতে নতুন এসেছি। আমি প্রজেক্টের ফর্কলিফ্ট চালাতে চাই ভাষা জানিনা এজন্য ওয়েটিং এ রেখেছে দয়া করে গাড়ি অথবা ফর্কলিফ্ট চালাতে যে ভাষাগুলো লাগে।সেগুলোর একটা ভিডিও বানালে উপকৃত হতাম।ধন্যাবাদ বস্ আপনাকে আমাদের পাশে থাকার জন্য।