সারা পৃথিবীতে দেশ হলো ২০০ টির ও বেশী। সেখানে বাংলাদেশে বিশ্বকাপ হওয়াটা কল্পনাই বলা যায়। এই পর্যন্ত বিশ্বকাপ হয়েছে মাত্র ২০ টি। এই ২০ টি বিশ্বকাপে স্বাগতিক হয়েছে মাত্র ১৫ থেকে ২০ টি দেশ। সেখানে বাংলাদেশ স্বাগতিক হবে কিভাবে।
@Mr Hr - Sports Sagacity আপনার সাথে সম্পূর্ণ সহমত। বাংলাদেশের প্রেক্ষাপটে ফুটবল বিশ্বকাপ আয়োজনের চিন্তাটা আকাশ কুসুম কল্পনাই। তবে বাংলাদেশী কোন ফুটবল প্রেমিক যদি সেই স্বপ্ন দেখেন, তাতে শরীক হতে দোষ কি? হয়তো বর্তমানে তা দিবা স্বপ্নই হয়ে থাকল।
পরামর্শের জন্য ধন্যবাদ। আপনার পরামর্শ গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। 👍 এটা Sports Sagacity'র প্রথম ডকুমেন্টারি। সাউন্ডে কিছু সমস্যা হয়েছে। তবে পরবর্তী ভিডিওগুলোতে সাউন্ড নিয়ন্ত্রণ এ উন্নতি হয়েছে মনে করি। আমাদের সর্বশেষ ভিডিওটির লিংক আপনার জন্য। এখানে মিউজিকের ব্যবহার নেই। youtu.be/_S1eWMvL4এও ভাল থাকবেন।
Great work! Unique presentation & informative.
অসাধারণ. তথ্যপূর্ণ সাথে চমৎকার উপস্থাপনা.
ভাইয়া আপনার চ্যানেলটা খুব ভাল লেগেছে,,অসাধারণ🥳✌️তথ্যবহুল ভিডিও এবং চমৎকার উপস্থাপনা,,, ঐ তুলনায় ভিউ--সাবস্ক্রাইব আরো বেশী হওয়া উচিত ছিল🥰💖
আপনার একটা মন্তব্য আমাকে হাজার ভিউ থেকে বেশি আনন্দিত করেছে। ধন্যবাদ। দোয়া রাখবেন যেন আপনার প্রত্যাশা ধরে রাখতে পারি। ❤️
চমৎকার
বাহ খুব সুন্দর
Beautiful
অনেক সুন্দর ছিল 👍
বাংলাদেশেও কোন একদিন হবে বিশ্বকাপ ,আশা নয় দঢ় বিশ্বাস ।
Sports Sagacity ও আপনার মত সেই দিনটির স্বপ্ন দেখে। মন্তব্যের জন্য ধন্যবাদ।
সারা পৃথিবীতে দেশ হলো ২০০ টির ও বেশী। সেখানে বাংলাদেশে বিশ্বকাপ হওয়াটা কল্পনাই বলা যায়। এই পর্যন্ত বিশ্বকাপ হয়েছে মাত্র ২০ টি। এই ২০ টি বিশ্বকাপে স্বাগতিক হয়েছে মাত্র ১৫ থেকে ২০ টি দেশ। সেখানে বাংলাদেশ স্বাগতিক হবে কিভাবে।
@Mr Hr - Sports Sagacity আপনার সাথে সম্পূর্ণ সহমত। বাংলাদেশের প্রেক্ষাপটে ফুটবল বিশ্বকাপ আয়োজনের চিন্তাটা আকাশ কুসুম কল্পনাই। তবে বাংলাদেশী কোন ফুটবল প্রেমিক যদি সেই স্বপ্ন দেখেন, তাতে শরীক হতে দোষ কি? হয়তো বর্তমানে তা দিবা স্বপ্নই হয়ে থাকল।
😂🤣😅😆
@ভদ্র পাপি ২০১৪ সালেও বাংলাদেশ টি-২০ বিশ্বকাপ আয়োজন করেছিলো। যদি সত্যি সত্যিই ২০৩১ সালে ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পায় তাহলে সেটা হবে বাংলাদেশের এককভাবে আয়োজিত দ্বিতীয় বিশ্বকাপ প্রতিযোগিতা। (২০১১ ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে ভাড়ত ও শ্রীলঙ্কার সাথে আয়োজন করায় সেটা হিসাবে নেই নাই)
Great 💓
আরো একটা পরিবর্তন এনেছে ফিফা চলতি কাতার বিশ্বকাপ থেকে চালু হচ্ছে। তা হলো এখন থেকে চূড়ান্ত স্কোয়াডে ২৩ জনের বদলে ২৬ জন প্লেয়ার থাকবে।
আপনি সঠিক বলেছেন। তথ্যটি শেয়ার করার জন্য ধন্যবাদ।
I am eyeballing at your username 😅
@@nazmulsisil 😂🤣😅😆
১৯৮৬ না ১৯৮২ থেকেই টেলিভিশনে সরাসরি সম্প্রচার করেছে বিটিভি ।
তথ্যটি জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি।
ভাই, শব্দদুষণ করে ভয়েসের বারোটা বাজান কেনো? মিউজিক ছাড়া অনলি ভয়েস হলে প্রতিটা কথাই তো স্পষ্ট শোনা যেতো এবং বুঝাও যেতো। আপনাদের ডকুমেন্টারি পোস্ট করবার পর আপনারা নিজেরা কি দেখেননা? দেখে থাকলেও সাউন্ড বিভ্রাট তো উপলব্ধি করার কথা!!
পরামর্শের জন্য ধন্যবাদ। আপনার পরামর্শ গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। 👍
এটা Sports Sagacity'র প্রথম ডকুমেন্টারি। সাউন্ডে কিছু সমস্যা হয়েছে। তবে পরবর্তী ভিডিওগুলোতে সাউন্ড নিয়ন্ত্রণ এ উন্নতি হয়েছে মনে করি। আমাদের সর্বশেষ ভিডিওটির লিংক আপনার জন্য। এখানে মিউজিকের ব্যবহার নেই।
youtu.be/_S1eWMvL4এও
ভাল থাকবেন।
Air-conditioned playground! 🤯
Yes, its incredible!
Intro ato smy hole keo dekhbe na
সুপরামর্শের জন্য ধন্যবাদ। অবশ্যই ব্যাপারটা বিবেচনায় রাখা হবে। আশা করি পাশে থাকবেন। ❤️❤️