কোরআনের বাঁশিওয়ালা মাওলানা জালালুদ্দিন মুহাম্মদ রুমি বলখি আল বকরি (রহঃ) এর আজ ৮১৪ তম পবিত্র খোশরোজ শরীফ। মারফত ও হাকিকতে তাঁর ইলম ছিল আকাশের চেয়েও উঁচু অন্যদিকে শরিয়তেও তাঁর ছিল অগাধ জ্ঞান। তিনি হলেন ফারসি তথা বিশ্ব সাহিত্যের সবচেয়ে জ্ঞানী কবি। তাঁর মসনবী শরীফ তাসাউফ ও জ্ঞানের মহা শিখা। ১২০৭ সালের ৩০ শে সেপ্টেম্বর সিদ্দিকে আকবর হযরত আবু বকর (রাঃ) এর বংশে আফগানিস্তানের বলখ সাম্রাজ্যে জন্মগ্রহণ করেন বিশ্ববিখ্যাত এই মরমি কবি।
আমার আব্বা আমাকে ছোটবেলা থেকেই উনার কথা বলতেন, এমনকি উনার লিখিত কিতাব 'মসনবি শরীফ'ও এনেছিলেন, ছোট বেলায় বুঝতাম না, এখন উনার কিতাব পড়ে, মনে অনেক শান্তি পায়, আল্লাহু আকবার, কি যে লিখতেন, অন্তর নড়ে যেত আমার, আল্লাহ উনাকে মারেফতের এলেম দিয়েছিলেন, সেই এলেমের দ্বারা উনার লেখনিতে অন্তর কাঁপিয়ে দিতে সক্ষম ! হযরত আরেফে রুমি রহ: এর কথা, ভাষ্য সবাই বুঝবে নাহ, সবার বুঝে আসবেও নাহ, যার বুঝে আসবে, সে নিজেকে নিয়ে ভাবতে শিখবে... আল্লাহু আকবার, কি চমৎকার উনার লেখা !! আল্লাহ উনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন,
MashaAllah Vai.. I always love to read Maulana Rumi's(Rahm.Alaihi) poetry. This Bangla version was also so smooth like silk, so clam like forest rain. Keep it up.
I really appreciate your kind words and inspiration, thank you! My listeners' love for Rumi's (RA) poetry and their beautiful comment, like the one as yours, truly gives me the energy to continue with this effort. InshaAllah, this will help us to grow our love for our Creator and also help us find His beauty from within his creations surrounding us. My prayers and well wishes for you.
আপনি রকমারী তে খোঁজ করলে বেশ অনেকগুলো মসনবীর অনুবাদ পাবেন। www.rokomari.com/book আমার কাছে যে অনুবাদ আছে সেটির লিঙ্ক নিচে দিলাম, www.rokomari.com/book/46859/mosnobi-sorif-1st-to-5th-part-together
আলহামদুলিল্লাহ, আমি ভালো তবে খুব ব্যাস্ত। আমার খবর জানতে চাওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আশা করছি স্বল্প দিনের ভেতর নতুন ভিডিও রিলিজ করবো। অনেক শুভেচ্ছা ও ভালবাসা রইলো।
ধন্যবাদ আপনাকে। বইয়ের নাম ভিডিওর শেষ পর্যন্ত দেখলে পাবেন। আমি আবার নিচের লিঙ্কেও বইটির ছবি দিলাম। drive.google.com/file/d/1ENWfpXZZ5i_MtFSBpsDr_iv_P_N4wVMe/view?usp=drivesdk
ধন্যবাদ ভাই, আপনার অপেক্ষার জন্য। আমি বুঝতে পারছি আমার সাবস্ক্রাইবাররা নতুন ভিডিওর অপেক্ষায় আছেন এবং আমি সত্যিই দুঃখিত যে আমার ব্যস্ততার জন্য বহুদিন নতুন কোন ভিডিও তৈরী করার সময় করে উঠতে পারছি না। ইনশাল্লাহ চেষ্টা করছি, কিছু দিনের ভেতর নতুন ভিডিও আপলোড করবো। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ!
কি গভীর ভাবাচ্ছন্ন কথাগুলি!
মধুর কন্ঠে তা সুরলহরীর মত নন্দন।
আরও আবৃত্তি উপহার দিন,
আল্লাহ আপনার মঙ্গল করুক!
অনেক ধন্যবাদ, আমার চেনেলটিকে ভালবাসার জন্য এবং সুন্দর মনোমুগ্ধকর একটি কমেন্টের জন্য। আপনার জন্য আমার দোয়া ও শুভ কামনা।
সবচেয়ে বেশিবার শোনা কবিতাটি এটা। প্রভুর সাথে আমারই কথা হচ্ছে এমন মনেহয় কবিতাটি শুনে।💙
আমার রব এই দুনিয়ায় মোহ থেকে দূরে রাখুন, আমার রুহকে শক্তিশালী করে দিন
আলহামদুলিল্লাহ । গভীর সত্য আলোচনা । মুগ্ধ হয়ে গেলাম
কোরআনের বাঁশিওয়ালা মাওলানা জালালুদ্দিন মুহাম্মদ রুমি বলখি আল বকরি (রহঃ) এর আজ ৮১৪ তম পবিত্র খোশরোজ শরীফ।
মারফত ও হাকিকতে তাঁর ইলম ছিল আকাশের চেয়েও উঁচু অন্যদিকে শরিয়তেও তাঁর ছিল অগাধ জ্ঞান। তিনি হলেন ফারসি তথা বিশ্ব সাহিত্যের সবচেয়ে জ্ঞানী কবি। তাঁর মসনবী শরীফ তাসাউফ ও জ্ঞানের মহা শিখা।
১২০৭ সালের ৩০ শে সেপ্টেম্বর সিদ্দিকে আকবর হযরত আবু বকর (রাঃ) এর বংশে আফগানিস্তানের বলখ সাম্রাজ্যে জন্মগ্রহণ করেন বিশ্ববিখ্যাত এই মরমি কবি।
যতই শুনি এই কবিতাটি আমি তৃপ্ত হইনা,বার বার শুনতেই থাকি।
Extra Ordinary voice ,Masa Allah.
আমার আব্বা আমাকে ছোটবেলা থেকেই উনার কথা বলতেন, এমনকি উনার লিখিত কিতাব 'মসনবি শরীফ'ও এনেছিলেন, ছোট বেলায় বুঝতাম না, এখন উনার কিতাব পড়ে, মনে অনেক শান্তি পায়,
আল্লাহু আকবার, কি যে লিখতেন, অন্তর নড়ে যেত আমার,
আল্লাহ উনাকে মারেফতের এলেম দিয়েছিলেন, সেই এলেমের দ্বারা উনার লেখনিতে অন্তর কাঁপিয়ে দিতে সক্ষম !
হযরত আরেফে রুমি রহ: এর কথা, ভাষ্য সবাই বুঝবে নাহ, সবার বুঝে আসবেও নাহ, যার বুঝে আসবে, সে নিজেকে নিয়ে ভাবতে শিখবে...
আল্লাহু আকবার, কি চমৎকার উনার লেখা !!
আল্লাহ উনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন,
আমি মুগ্ধ আপনাদের উপস্থাপনায় ধন্যবাদ এ ধরনের হৃদয়ে সারা জাগানোর উপহার দেয়ার জন্য।
অনেক ধন্যবাদ অনুপ্রেরণা দানের জন্য ও সুন্দর কমেন্টটির জন্য।
আপনি এবং আপনার কাজগুলো অবশ্যই প্রচুর সম্মান পাওয়ার যগ্য
অসাধারণ অতুলনীয় মনোমুগ্ধকর অপূর্ব 🙏🙏🙏
অসাধারণ অসাধারণ অসাধারণ !!!
অসাধারণ, মনে হচ্ছে নিজে ই স্রষ্টার সাথে কথা বলছি❤।
আত্মার শান্তি....ধন্যবাদ ভাই 🌺
আহা কি সুন্দর
কথা গুলো শুনে মনে হলো,
যেন আত্না এক অমৃত সূধা-
পান করল নিজে।
অবশেষে অপেক্ষার প্রহর কাটলো? কতঘুরে আসি, আজ নিরাস হলাম না। আশা করি দ্রুত কবিতা আপলোড করে দর্শক শ্রোতার মন শান্ত রাখবেন।আল্লাহ আপনাকে সুস্থ ও শান্তিতে রাখুন।
অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য এবং সুন্দর কমেন্ট ও দোয়ার জন্য। আপনিও সব সময় সুস্হ ও নিরাপদ থাকুন।
সালাম আপনাকে। আমি আপনার চেনেলের ভিডিওটা দেখেছি এবং আপনার আবৃত্তি শুনে খুব ভালো লেগেছে। আপনার অনুবাদটিও খুব সুন্দর হয়েছে। অনেক শুভ কামনা রইলো।
সালাম এবং অসংখ্য ধন্যবাদ। আপনি শুনেছেন এটাই অনেক বড় পাওয়া। যদিও আমি তেমন পারি না, তবে আপনার থেকে অনুপ্রাণিত হই। ভুল হলে দয়াকরে ক্ষমাদৃষ্টিতে দেখবেন।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ সাঃ ----❣️❣️❣️
স্রষ্টা প্রদত্ত আপনার এই সুন্দর কন্ঠস্বর দিয়ে জালালুদ্দিন রুমি (র,) বানী গুলো শুনলে নিমিষেই সব হতাশা দুর হয়ে মন প্রান ঠান্ডা হয়ে যায়। জীবনের ফেলে আসা সব পিছুটান ভুলে যাই। অনেক ধন্যবাদ ভাই আপনাকে।
হে আমার প্রিয় বন্ধু তোমরা এগিয়ে যায় ভালো ভালো কথা নিয়ে জালালউদ্দিন রুমী রহমতুল্লাহি আরো অসংখ্য বাণী তুলে ধরেন
শান্তি পেলাম। আল্লাহ তাআলা আপনাকে পুরিস্কিত করবেন
অনেক ধন্যবাদ।
Allahuakbar
এক কথায় অসাধারণ!
আধ্যাত্মিকতার অনন্য বৈশিষ্টে আবিষ্টমান সৃষ্টি মাওলানা জালালুদ্দিন মুহাম্মদ রুমির কবিতা।
আমার ভালবাসা রুমি🥰🥰
What a beautifull lyricks. Heart touching.
Thank you 💚 Yes, the words/lyrics of the poem are beautiful, they are very relevant to the life we will need to spend in this world.
অনেক উচ্চমানের সুফি। মাশাল্লাহ
কবিতা মায়া ভালোবাসার
Masha ALLAH
শুকরান!
Kotha gulo khub valo.
মধুর কন্ঠে বাতাসে হারিয়ে ফেলেছিলাম
আহা!❤️❤️❤️
অসাধারণ 💜
আপনার সুমধুর কণ্ঠে মাওলানা রুমির ভালবাসার কবিতা উপহার দেন.!!!!!!
আমার অন্তর বিগলিত💙
Opurbo mon jeno kothai bilin hoe jae 💚💛💙
Thanks!
আল্লাহ আপনাকে সুস্থ রাখুক। আমিন আমিন আমিন
অনেক ধন্যবাদ আপনার দোয়া ও শুভ কামনার জন্য। ভালবাসা ও শুভেচ্ছা রইলো।
খুব সুন্দর কবিতা,,,,
খুব সুন্দর বাণীর মধ্যে এটি একটি। ধন্যবাদ ভাই।
ঠিক তাই, ধন্যবাদ। দোয়া ও শুভেচ্ছা, ভালো থাকুন।
My full body dancing 😊😊😊😊😊❤❤❤❤❤
অনেক অনেক ধন্যবাদ ভাই। অপেক্ষ্যায় ছিলাম,এবার শান্ত হইলাম।
ধন্যবাদ।
Brother you are the real legend in this earth who doing this such speechless video.
Thanks !
ভাই আরো বেশি কবিতা দেন
Vaijan apnake mon theke dhonnobad janay...eyrokom attadik osadaron kobita upload dewar jonno
Thank you!
Oporup kopothokopon ami haria jae jeno amar isshorer maje 💙💚💛
MashaAllah Vai.. I always love to read Maulana Rumi's(Rahm.Alaihi) poetry. This Bangla version was also so smooth like silk, so clam like forest rain. Keep it up.
I really appreciate your kind words and inspiration, thank you! My listeners' love for Rumi's (RA) poetry and their beautiful comment, like the one as yours, truly gives me the energy to continue with this effort. InshaAllah, this will help us to grow our love for our Creator and also help us find His beauty from within his creations surrounding us. My prayers and well wishes for you.
❤❤❤🙏🌹❤️❤️❤️
ماشاالله 🙏
আল্লাহ পাক আপনাকে নেক হায়াত দান করুন
@@MdSamim-kf4he শুকরিয়া
Valo onek valo
love, love, love
💚
মাওলানা জালাল উদ্দিন রুমী আধ্যাত্মিক মহা কবি।
সুন্দর
Great
Thanks
YOUR voice like Rumi voice for me.
Thanks for your kind comment !
অনেক দিন অপেক্ষায় থাকি আপনার চ্যানেল র কন্টেন্ট এর জন্য
অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য এবং আমার চেনেলের প্রতি ভালবাসার জন্য।
জালালউদ্দিন রুমি❤❤
আপনাকে অসংখ্য ধন্যবাদ ❤️
ধন্যবাদ আপনাকেও, আমার চ্যানেলের সাথে থাকার জন্য এবং সুন্দর কমেন্টের জন্য। শুভেচ্ছা ও ভালবাসা রইলো।
অসাধারণ!!!!
ধন্যবাদ!
আল্লাহ পাক আপনাকে নেক হায়াত দান করুন
Very good
❤❤❤❤❤❤❤❤❤❤
✌️
ধন্যবাদ ভাই
আপনাকেও ধন্যবাদ, সাথে থাকার জন্য এবং কমেন্টের জন্য।
Nice
Thanks
Your welcome!
Tnx
Vai kie amon volo ahon r ager moto video post koren na kno😢??
Baizan.aro.akto.sund.md.masum.hosain.khandokar
Bohudin por pelam
আচ্ছা ভাই মসনবী শরীফের বাংলা অনুবাদের কোনো উৎকৃষ্ট কিতাব আছে কি?এবং কোথায় পাওয়া যাবে?জানাবেন প্লীজ।অগ্রীম ধন্যবাদ ❤
আপনি রকমারী তে খোঁজ করলে বেশ অনেকগুলো মসনবীর অনুবাদ পাবেন।
www.rokomari.com/book
আমার কাছে যে অনুবাদ আছে সেটির লিঙ্ক নিচে দিলাম,
www.rokomari.com/book/46859/mosnobi-sorif-1st-to-5th-part-together
@@projapoti7667 শোকরিয়া ভাইজান☺
আমরা আপনার কাছে আরো আবৃত্তি পাওয়ার আশাকরি
background music tar nam ki kew ki bolte parben?
জানিনা কেন আপনি নিয়মিত ভিডিও পোষ্ট করেন না। তবে সত্যি মিস করি কবিতা গুলো। প্লিজ নিয়মিত পোষ্ট করবেন দয়া করে।
ধন্যবাদ আমার চেনেলের সাথে থাকার জন্য। কর্ম ব্যস্ততায় এবার একটু দেরি হলো, তবে ইনশাআল্লাহ আমার চেষ্টা থাকবে নিয়মিত আপলোড করতে। ভালো থাকুন।
অসাধারণ কনটেন্ট মাশাআল্লাহ 💗। কিন্তু ভিডিওতে ছবি ব্যবহার না করে কোন প্রাকৃতিক দৃশ্যদিলে ভালো হতো।
❤❤❤
এত অপেক্ষা ভালো লাগে ভাই? আমি চাই আপনি আরো বেশি বেশি করে জালাল উদ্দিন রুমির কবিতা আপলোড করবেন। আর দয়া করে বলবেন ওই বইটি আমি কোথায় পেতে পারি...
Ai cobi gulo ki vidiote na dile hoy na
nice
Thanks!
ভাইয়া নতুন ভিডিও দিচ্ছেন না কেন আপনি ভালো আছেন. কি না
আলহামদুলিল্লাহ, আমি ভালো তবে খুব ব্যাস্ত। আমার খবর জানতে চাওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আশা করছি স্বল্প দিনের ভেতর নতুন ভিডিও রিলিজ করবো। অনেক শুভেচ্ছা ও ভালবাসা রইলো।
আসসালামুআলাইকুম!! ভাই!!! কেমন আছেন??
নতুন একটি কবিতা জন্য খুব অপেক্ষায় আছি!! যেন অপেক্ষায় যেন শেষ হচ্ছে না!!
ওয়ালাইকুমআস্সালাম। অনেক ধন্যবাদ, আমি ভাল আছি, আলহামদুলিল্লাহ। আশাকরি আপনিও ভাল আছেন। চেষ্টা করছি, ইনশাআল্লাহ শীঘ্রয়ই নতুন কিছু আপলোড করবো।
Most nice
Thanks !
ব্যাকগ্রাউন্ড মিউজিক টার নাম কি বলবেন?
গভীর অনুভূতি ।
ভাই বইটির নাম কি? ❤❤❤❤
Picture gulo change korle valo hoto... Oshadaron ai sher er sathe mil hocce na. Plzzz
Nice vidio
Thanks!
🔴 💕💕💕💕 🔴
জিয়া ভাই কোথায় থাকেন ভাই ?এতো দিন পরে আসলেন????
ভাই ধন্যবাদ। আসলে কর্মব্যস্ততা বেড়ে যাওয়াতে ভিডিও তৈরী করতে দেরি হয়। তবে এখন থেকে ইনশাআল্লাহ আরও তাড়াতাড়ি নতুন ভিডিও আপলোড করার চেষ্টা থাকবে।
আসসালামু আলাইকুম ভাইয়া। শামস তাবরিজ এর কিছু উক্তি যদি আপনি উপস্থাপন করতেন।
ধন্যবাদ, ইনশাআল্লাহ চেষ্টা থাকবে। ।
Kobitar bekkha ki
Tume caya aco tai ame potha hata jai heta heta bohudur bohudur jata cai
মিউজিক বিরক্তিকর
মিউজিক না থাকলে ভালো হতো
আপনি কি দয়া করে এই দাসকে বলবেন, আপনি এই কথাগুলো রুমির কোন বই থেকে নিয়ে রেকর্ড করছেন। সেই বইয়ের নামটা বলবেন।
ধন্যবাদ আপনাকে। বইয়ের নাম ভিডিওর শেষ পর্যন্ত দেখলে পাবেন। আমি আবার নিচের লিঙ্কেও বইটির ছবি দিলাম।
drive.google.com/file/d/1ENWfpXZZ5i_MtFSBpsDr_iv_P_N4wVMe/view?usp=drivesdk
জিয়া ভাই দয়া করে বলবেন বইটি কোথায় পাওয়া যেতে পারে ?পার্সেল যোগে কি কিনা সম্ভব হবে?
আমি এখানে, অর্থাত্ আমেরিকাকে, Amazon.com থেকে কিনেছি।
Akhon ki apni r abriti koren na??
ধন্যবাদ ভাই, আপনার অপেক্ষার জন্য। আমি বুঝতে পারছি আমার সাবস্ক্রাইবাররা নতুন ভিডিওর অপেক্ষায় আছেন এবং আমি সত্যিই দুঃখিত যে আমার ব্যস্ততার জন্য বহুদিন নতুন কোন ভিডিও তৈরী করার সময় করে উঠতে পারছি না। ইনশাল্লাহ চেষ্টা করছি, কিছু দিনের ভেতর নতুন ভিডিও আপলোড করবো। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ!
@@projapoti7667 Doya kore Mawalan Rumi (Rah.) er aro kobita pore sonaben. Onek doya r kritoggota apnar jonno.
women pic na dile valo hoy
Keno bolunto? Mohilara ki allahr shristi ashraful makhlukath er antorbhuko na?
হ্যা,তা বটে। কিন্তু শরিয়ত অনুমতি দেয় কি বেগানা নারীর ছবি দেখা?
Shoriot er proshno asleto amar mone hoi ek jon loker jonne TH-cam dekhatao mana, tai na? Ta chara akaneto amra oshlilo kichcho dekachchi na. Apnar motamoter jonno dhonnobad abong sroddha janai tobe Rumi ke bhalo bashle and tar kobitar mormo upolobdhi korle amader ontorer majhe shrosta abong tar shritirti ke shudor kore dekhar ontor drishti khule jai, amra nih sartho bhabe shobaike thokhon bhalobaste shiki, kharap kuno chinta mathai tokohon thakar kotha noi. Sobshomoi bhalo thakun, aei kamona.
হ্যা আমারো ভুল হতে পারে ভাইয়া ।
Looks very odd behind this human faces and pictures. My idea please avoid it. Just sound and melody can be good..
আনচলিকতা দুসটো কন্ঠ দিয়ে এইসব দামি কথার প্রচার মাওলানা রুমিকে অপমান করা, এ-সব যারা করেন তারা একটু ভাববেন দয়া কোরে।
❤❤❤
Thanks
Thanks to you as well, for being with my channel. Best wishes!