রায়মাটাঙ চা বাগানে আমার মেসো কাজ করতেন ।বাগানের কোয়ার্টারে আমার জন্মদিন পালন করা হয়েছিল ।দুই দিদিরা এতদিন আগেও সাইকেল চড়ে কালচিনি যেত ও সেখান থেকে বাস ধরে আলিপুরদুয়ার কলেজে যেত। সন্ধ্যার পর চারদিক নিঝুম হয়ে যেত । অতীতের স্মৃতি জাগিয়ে তোলার জন্য ধন্যবাদ ।
খুব সুন্দর ভিডিও । এই প্রথম রায়মাটাং এর ওপর বানানো এতো সুন্দর ভিডিও দেখলাম । ভিডিওর সাথে ম্যাডামের ধারাভাষ্য খুব ভালো লাগলো । আমি লালিগুরাস হোমস্টেতে কিছুক্ষন সময় কাটিয়েছিলাম, দারুন লেগেছিল, ওখানে প্রকৃতিকে একদম raw ভাবে উপভোগ করা যায় । মোটামুটি ভাবে বলা যেতে পারে যে রায়মাটাং একটি virgin জায়গা ।
আপনার ওই কথা টা দারুন লাগলো - যে সব জিনিস একসাথে পাওয়া যায় না।একদম বাস্তব জীবনের কথা বললেন।দারুন লাগল জায়গাটা।নির্জন শান্ত প্রকৃতি সত্যি মন কেড়ে নিল।ভালো থাকবেন
আমরা ২০১৮ তে রায়মাটাং এ পিকনিক করেছিলাম। স্মৃতিটা আবার ফিরে পেলাম। তখন কোনও homestay ছিল না, ফরেস্ট বাংলো ছাড়া। আর রিভার বেডে প্রচুর হাতি আর চিতাবাঘের পায়ের ছাপ দেখেছিলাম। ভীষণ রোমহর্ষক জায়গা। ধন্যবাদ আপনাদের এটাকে explore করার জন্য।
বর্ষায় মাস 2 avoid করাই ভালো। পাহাড়ী নদী, অনেক সময় ঘন্টা 2/3 এর মধ্যে জল কমেও যায় কিন্তু সেটা রিস্ক। পাহাড়ে বৃষ্টি বেশি হলে হরপা বানের আশঙ্কাও থাকে। অন্য কোনো রাস্তা নেই ওখানে পৌঁছানোর।
আমিও অল্প বয়স এ বেশ কিছু দিন সিকিম এ ছিলাম এবং থাকতে চেয়েছিলাম , কিন্তু হয়নি , কলকাতা চলে আসতে হয়েছিল. আজ আপনাদের যখন দেখি - মনে হয় আপনারা সত্যি ভাগ্যবান , কর্ম সূত্রে উত্তর বঙ্গে আছেন , এবং প্রাণ ভোরে উপভোগ করছেন , এখনো মনে হয় আবার যদি উত্তর বঙ্গে থাকা যায় স্থায়ী ভাবে . ট্রাভেল ব্লগগিং আপনাদের পেশা নয় - নেশা - আমি বুঝি , কিন্তু ট্রাভেল নিয়ে কিছু একটা করুন না ,
খুব ভালো লাগলো আপনার কমেন্ট পড়ে। সত্যি আমরা নিজেদের ভাগ্যবান মনে করি আর এখনকার প্রকৃতি ওয়েদার মানুষজনের সাথে এতই একাত্ম লাগে যে মনে হয় না কোনোদিন অন্য কোথাও ছিলাম আমরা। এখানকার পথে ঘাটে একই গলিতে ঘুরে বেড়ানো টা নেশা হয়ে গেছে। ভিডিও করাই হয় না কত জায়গার। তাই চ্যানেলে ভিডিও অনেক গ্যাপে যায়। আমাদের পুচকে বড় না হলে আমাদের পক্ষে যে কোনো ট্রাভেল related জিনিসে regularity রাখাটা সমস্যার।।
চালসা তে থাকার জায়গা পাবেন কিন্তু মেটেলি তে ঠিকঠাক কোনো থাকার জায়গা নেই। সামসিং এ Wbfdc গেস্ট হাউস আছে। এছাড়া তেমন হোম স্টে পাবেন না। সামসিং পেরিয়ে সুন্টালেখোলা রকি আইল্যান্ড এ প্রচুর থাকার জায়গা আছে।
Simplicity of these vlogs are the prime attraction, keep it up , good going and stay blessed!
Thank you so much🙏🙏🙏
সুন্দর খুব সুন্দর ভালো লাগলো যেই টুকু দেখলাম অসাধারণ সুন্দর জায়গা দূষণ মুক্ত পরিবেশ ❤❤❤❤❤❤❤❤❤
🙏🙏🙏
সুন্দর উপস্থাপনা
🙏🙏
Very nice
ভালো লাগলো ব্লগটা. Informative.
I am a fan of sound of Tista & the video so mesmerizing
Thank you so much
রায়মাটাঙ চা বাগানে আমার মেসো
কাজ করতেন ।বাগানের কোয়ার্টারে
আমার জন্মদিন পালন করা হয়েছিল ।দুই দিদিরা এতদিন
আগেও সাইকেল চড়ে কালচিনি
যেত ও সেখান থেকে বাস ধরে
আলিপুরদুয়ার কলেজে যেত।
সন্ধ্যার পর চারদিক নিঝুম
হয়ে যেত । অতীতের
স্মৃতি জাগিয়ে তোলার
জন্য ধন্যবাদ ।
খুব ভালো লাগলো কমেন্ট টা পড়ে। যখন আপনারা আমাদের ভিডিওর সাথে নিজেদের আত্মিক যোগ খুঁজে পান সেটাই আমাদের সবচেয়ে বড় পাওনা হয়।
ভালো থাকবেন।
Excellent presentation,if not this area, but fill I stand with you.
Ok let's go,
Hope you will be a nature lover.
Thanks.
Debasish.
Khub sundor lagche video ta❤❤
আপনাদের ভিডিও বেশ ভালো হয় , আরও বেশি বেশি করে ভিডিও করুন ।
অনেক ধন্যবাদ
Bhalo Raymatan.
Nice place and excellent presentation, simple though very informative. Thanks a lot :)
🙏🙏🙏
দারুণ জায়গা,যাওয়ার ইচ্ছা থাকলো ........
🙏🙏🙏
Didi khub bhalo lage apnader video dekte
অনেক ধন্যবাদ
খুব সুন্দর ভিডিও । এই প্রথম রায়মাটাং এর ওপর বানানো এতো সুন্দর ভিডিও দেখলাম । ভিডিওর সাথে ম্যাডামের ধারাভাষ্য খুব ভালো লাগলো । আমি লালিগুরাস হোমস্টেতে কিছুক্ষন সময় কাটিয়েছিলাম, দারুন লেগেছিল, ওখানে প্রকৃতিকে একদম raw ভাবে উপভোগ করা যায় । মোটামুটি ভাবে বলা যেতে পারে যে রায়মাটাং একটি virgin জায়গা ।
একদমই তাই। সম্পূর্ণ কোলাহল মুক্ত
আপনার ওই কথা টা দারুন লাগলো - যে সব জিনিস একসাথে পাওয়া যায় না।একদম বাস্তব জীবনের কথা বললেন।দারুন লাগল জায়গাটা।নির্জন শান্ত প্রকৃতি সত্যি মন কেড়ে নিল।ভালো থাকবেন
অনেক ধন্যবাদ।।
উপস্থাপনা ভালো
অনেক ধন্যবাদ
Kono homestay stay korer video thakle share korben
পুরোনো স্মৃতি মনে পড়ে গেল।
🙏🙏🙏
Garuchira niye akta video hle vlo hto.
.plz plz❤
th-cam.com/video/_iUPX4FfOjg/w-d-xo.htmlsi=CffFXrWGPp6Lc-gv
Asadharon 😊❤🙏👍💚💚💚
🙏🙏🙏
Home stay no ta?
সব homestay এর নম্বর ভিডিও তে দেওয়া আছে।
দারুন সুন্দর আর নির্জন এই জায়গাটা। ডুয়ার্সের সাথে আপনারা নতুন করে পরিচয় করিয়ে দিচ্ছেন। অনেক শুভেচ্ছা 🙏
ধন্যবাদ।।
ভালো থাকবেন
আমরা ২০১৮ তে রায়মাটাং এ পিকনিক করেছিলাম। স্মৃতিটা আবার ফিরে পেলাম। তখন কোনও homestay ছিল না, ফরেস্ট বাংলো ছাড়া। আর রিভার বেডে প্রচুর হাতি আর চিতাবাঘের পায়ের ছাপ দেখেছিলাম। ভীষণ রোমহর্ষক জায়গা। ধন্যবাদ আপনাদের এটাকে explore করার জন্য।
🙏🙏🙏
Darun jaiga r video ta o khub sundor...
❤️❤️❤️
ভীষণ সুন্দর ❤️
অনেক ধন্যবাদ
Appreciable videography of Raimatung with lush tea gardens and lofty hills. It seems to be an old video. Is it so ?
Thank you .
We went there in the ist week of march
nice
অপূর্ব লাগল। আপনাদের উপস্থাপনা সব সময় প্রিয়। ভালো থাকবেন।
অনেক ধন্যবাদ🙏
So serene and beautiful
Thank you so much for the lovely vlog ❤
🙏🙏🙏
2012 te giyechhilaam... Sarju Karki er kotha mone pore galo...
মানুষগুলো সত্যি বড় ভালো।
Ai smy o manush picnic khay !!😮
Picnic is emotion
আমরা ডিসেম্বরে পিকনিকে গিয়েছিলাম। বর্ষাকালে আসবেন না। পিকনিক না করেও এঞ্জয় করতে পারবেন।
Barsakale kivabe jaoa jabe? River bed e jol chole asbe alternative kono route nei?
বর্ষায় মাস 2 avoid করাই ভালো। পাহাড়ী নদী, অনেক সময় ঘন্টা 2/3 এর মধ্যে জল কমেও যায় কিন্তু সেটা রিস্ক। পাহাড়ে বৃষ্টি বেশি হলে হরপা বানের আশঙ্কাও থাকে। অন্য কোনো রাস্তা নেই ওখানে পৌঁছানোর।
Barsa r raimatang k ekbar dekhaben anurodh railo
চেষ্ঠা করবো কিন্তু নদী পেরোনো মুশকিল বর্ষায়।
নদী পার হওয়া অসম্ভব।
Please check the ph no of Laliguras Homestay
Khb vlo laglo.....Tobe Summer a weather kamn ekhane?
প্রচন্ড গরম হবে না। সবুজ ভাবটা কম থাকবে। অক্টোবর নভেম্বর খুব ভালো সময় এখানে আসার
Acha bes
আপনাদের মাধ্যমে ডুয়ার্সকে চিনছি।
অনেক ধন্যবাদ
Nice
🙏🙏🙏
Apnader video গুলো darun 0 informative.
🙏🙏🙏
আমিও অল্প বয়স এ বেশ কিছু দিন সিকিম এ ছিলাম এবং থাকতে চেয়েছিলাম , কিন্তু হয়নি , কলকাতা চলে আসতে হয়েছিল. আজ আপনাদের যখন দেখি - মনে হয় আপনারা সত্যি ভাগ্যবান , কর্ম সূত্রে উত্তর বঙ্গে আছেন , এবং প্রাণ ভোরে উপভোগ করছেন , এখনো মনে হয় আবার যদি উত্তর বঙ্গে থাকা যায় স্থায়ী ভাবে . ট্রাভেল ব্লগগিং আপনাদের পেশা নয় - নেশা - আমি বুঝি , কিন্তু ট্রাভেল নিয়ে কিছু একটা করুন না ,
খুব ভালো লাগলো আপনার কমেন্ট পড়ে।
সত্যি আমরা নিজেদের ভাগ্যবান মনে করি আর এখনকার প্রকৃতি ওয়েদার মানুষজনের সাথে এতই একাত্ম লাগে যে মনে হয় না কোনোদিন অন্য কোথাও ছিলাম আমরা।
এখানকার পথে ঘাটে একই গলিতে ঘুরে বেড়ানো টা নেশা হয়ে গেছে। ভিডিও করাই হয় না কত জায়গার। তাই চ্যানেলে ভিডিও অনেক গ্যাপে যায়। আমাদের পুচকে বড় না হলে আমাদের পক্ষে যে কোনো ট্রাভেল related জিনিসে regularity রাখাটা সমস্যার।।
Didi chalsa matelli hoye samsing tea garden e homestay dekhan na.
চালসা তে থাকার জায়গা পাবেন কিন্তু মেটেলি তে ঠিকঠাক কোনো থাকার জায়গা নেই।
সামসিং এ Wbfdc গেস্ট হাউস আছে। এছাড়া তেমন হোম স্টে পাবেন না। সামসিং পেরিয়ে সুন্টালেখোলা রকি আইল্যান্ড এ প্রচুর থাকার জায়গা আছে।
Very good
Nice
Thank you dada