সপরিবারে খালিদ হাসান মিলু ও তাঁর আবেগঘন সাক্ষাৎকার | ইত্যাদি এপ্রিল ২০০৪ পর্ব

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • খালিদ হাসান মিলু-বাংলা সঙ্গীত জগতের এক উজ্জল নক্ষত্র। অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা, ক্ষণজন্মা এই সঙ্গীতশিল্পী ২০০৫ সালের ২৯ মার্চ না ফেরার দেশে চলে যান। বাংলা গানের ‘স্বর্ণকণ্ঠ’ নামে খ্যাত এই কণ্ঠশিল্পীর অসংখ্য গান আজো মানুষের মুখে মুখে ফেরে। ইত্যাদিতে গাওয়া তার সবগুলো গানই সে সময় ব্যাপক প্রশংসিত হয়। ইত্যাদি’র অনেক দর্শকই জানেন-অকাল প্রয়াত এই কণ্ঠশিল্পীর সপরিবারে জীবনের শেষ সাক্ষাৎকার ও শেষ গানটি প্রচারিত হয়েছিলো ইত্যাদিতে। এমনকি খালিদ হাসান মিলুর দুই সন্তান প্রতিক হাসান ও প্রীতম হাসানের প্রথম পর্দা আবির্ভাবও ঘটেছিলো ইত্যাদির মাধ্যমেই। খালিদ হাসান মিলুর বহু ভক্ত-অনুরাগী বিভিন্ন মাধ্যমে আমাদের কাছে তাঁর সপরিবারে দেয়া আবেগঘন সাক্ষাৎকারটি প্রচারের অনুরোধ জানিয়েছেন। আপনাদের অনুরোধে ২০০৪ সালের এপ্রিল মাসে প্রচারিত ইত্যাদি থেকে তাঁর সাক্ষাৎকারটির অংশবিশেষ দেয়া হলো।
    Hanif Sanket Facebook Page: / hanifsanketfav
    পুরো অনুষ্ঠান: • Ityadi - ইত্যাদি | Han...
    Subscribe to our channel and watch more episodes of Ityadi - ইত্যাদি and creations of Hanif Sanket.
    Warning:
    This audio-visual element is copyrighted content of Fagun Audio Vision, Dhaka, Bangladesh. Any unauthorized publishing is strongly prohibited.
    #খালিদহাসানমিলু #ইত্যাদি #সাক্ষাৎকার #খালিদহাসানমিলুরগান #খালিদহাসানমিলুরপরিবার #hanifsanket #হানিফসংকেত #fagunaudiovision #ফাগুনঅডিওভিশন #fav #ityadi #ittadi #ইত্যাদিএপ্রিল২০০৪পর্ব #ityadiapril2004episode

ความคิดเห็น • 1.5K

  • @butterfly4119
    @butterfly4119 3 หลายเดือนก่อน +51

    হানিফ সংকেতকে ছোট বেলা থেকে দেখে আসছি। যেসব শিল্পীদের অন্যরা খোঁজ করে না, হানিফ সংকেত ইত্যাদির মাধ্যমে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন।‌ প্রতিক‌ বড় হওয়ার পর তার গানও আমরা প্রথম শুনেছি ইত্যাদির মাধ্যমে। এই দুই ভাই যেন‌ তাদের স্ট্রাগলকে মনে রাখে এবং পরস্পরের প্রতি ও নিজেদের মার সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখে। হ্যাট্স অফ হানিফ সংকেত। আপনি আছেন বলেই বারবার শৈশব কৈশোর এর সুন্দর সময়গুলো ফিরে ফিরে আসে।

    • @znznzn1236
      @znznzn1236 26 วันที่ผ่านมา

      বড় ঠ্যঠ

    • @keshordebnath3872
      @keshordebnath3872 20 วันที่ผ่านมา

      Ami o dekchilam

  • @thisispantho4892
    @thisispantho4892 2 ปีที่แล้ว +1454

    এই পর্বটা যেদিন প্রচার হয়, সেদিনই দেখেছিলাম। খুব ছোট ছিলাম। ক্লাশ সেভেনে পড়তাম। খুব কষ্ট লেগেছিল মিলু স্যারের এই হাল দেখে। তবে তার দুটি সুযোগ্য সন্তান রেখে গেছেন, যারা বর্তমান সময়ে দাপিয়ে বেড়াচ্ছেন। প্রতিক, প্রিতম ভালবাসা তোমাদের জন্য।

    • @ShahAlam-yx8ew
      @ShahAlam-yx8ew 2 ปีที่แล้ว +26

      তখন আমিও সেভেনে পড়তাম

    • @sajibmia2524
      @sajibmia2524 2 ปีที่แล้ว +14

      আমিও🥰

    • @AR2N2
      @AR2N2 2 ปีที่แล้ว +16

      আমিও দেখেছিলাম
      তবে ক্লাস ৪ এ ছিলাম

    • @horribletalkies138
      @horribletalkies138 2 ปีที่แล้ว +5

      আমিও সেভেন এ পড়তাম।

    • @sojibislambabor1037
      @sojibislambabor1037 2 ปีที่แล้ว +4

      আমি ক্লাস ফাইভে পড়তাম

  • @sagorbarua6356
    @sagorbarua6356 2 ปีที่แล้ว +305

    ২০২২ সালে এসে আমি এই গায়কের গান শুনে আর চাহনী দেখে কাঁদছি! প্রতিক এবং প্রীতমকে দেখে খুব মায়া লাগছিলো! মনে হচ্ছে এখনো ছোট আছেন তারা! কিন্তু তারা অনেক বড় হয়ে গেছে, সফলতা পেয়েছেন! এটা ভেবে খুব মন ভরে যাচ্ছে। শুভ কামনা দুই ভাই এর প্রতি।

    • @surmakhatun7349
      @surmakhatun7349 2 ปีที่แล้ว +1

      জজজজজজজজজজজজজ্ঞজজজ

    • @wowmusic838
      @wowmusic838 5 หลายเดือนก่อน

      🥺🥺🥺🥺🥺😭😭😭😭😭

    • @Yeas2134
      @Yeas2134 2 หลายเดือนก่อน

      Right

  • @princeofdream4929
    @princeofdream4929 2 ปีที่แล้ว +208

    বাঙ্গালী জাতীর একজন প্রিয় শিল্পী মিলু স্যার,এমন গুণী মানুষ খুব কমই জন্মায়।
    উনার জীবন কাহিনি শুনলে কান্না চলে আসে।আল্লাহ উনাকে বেহেস্ত নসিব করুক।

  • @ratnoroy1076
    @ratnoroy1076 2 ปีที่แล้ว +372

    এই প্রথম একটা দৃশ্য দেখলাম, যা আগে কোনদিন দেখার সৌভাগ্য হয়নি,, বড় হয়ে তার গান শুনেছি, নিজের মতো করে গেয়েছি, আমার প্রিয় শিল্পী দের একজন, যুগ যুগ বেচে থাকবেন আপনার ভক্তের অন্তরে ❤️❤️

  • @ahvloge0942
    @ahvloge0942 2 ปีที่แล้ว +139

    আজকের এই দুর্লভ সাক্ষাতকার দেখে চোখে পানি চলে আসলো।সত্যিই এই মহান শিল্পীকে আমি শ্রদ্ধা জানাই।যদিও তার সাফল্যের সময়ে এসে তিনি বেঁচে থাকতে চেয়েও পারেন নি।ওপারে তিনি যেন ভাল থাকেন।আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।

  • @istiaksabuj5324
    @istiaksabuj5324 2 ปีที่แล้ว +130

    বাংলাদেশের সবচেয়ে স্মার্ট গায়ক,মিস ইউ স্যার😭

  • @taowhidreza1279
    @taowhidreza1279 ปีที่แล้ว +17

    আমার মতো এত সুখী নয়ত কারো জীবন
    কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন,,এ যেন গান নয় শুধু,আমার প্রতি মূহুর্তের জন্য মা বাবা ভাই বোন পরিবারের ক্ষেত্রে একটি আদর্শের প্লাটফর্ম।
    মিলুভাই ওপারে ভালো থাকবেন।

  • @saifulahmedhridoy
    @saifulahmedhridoy 2 ปีที่แล้ว +232

    জীবনের শেষ মূহুর্তে এসেও কত সুন্দর করে কথা বলেছিলো। সত্যিকারের শিল্পী এরেই বলে।

  • @romanahmed3315
    @romanahmed3315 2 ปีที่แล้ว +515

    ২০০৪ এ আমি এই পর্ব টি দেখেছিলাম কেমন করে যেন এত দ্রুত ১৮টি বছর কেটে গেলো টেরই পেলাম না সত্যি বলতে কি জীবন ক্ষনিকের আর মৃত্যু খুব নিকটে।

    • @ayshaakterayshaakter3170
      @ayshaakterayshaakter3170 2 ปีที่แล้ว +9

      আমার জিবেনেও এই বছর গুলো কিভাবে কেটে গেল বুজতে পারলাম।।এখন আমাদেরও ছোট দুটো ছেলে মেয়ে নিয়ে সংসার আছে।।কিন্তু আগের অনুভতির মত এখন আর লাগে।।মিস করি সেই দিন।।।

    • @mdSumon-ef8xi
      @mdSumon-ef8xi 2 ปีที่แล้ว +1

      ঠিক বলেছেন ভাই

    • @rabiakulsum8891
      @rabiakulsum8891 2 ปีที่แล้ว +1

      Amio

    • @awaszaman8267
      @awaszaman8267 2 ปีที่แล้ว +1

      Right vi

    • @user-tb7ii6hq4r
      @user-tb7ii6hq4r 2 ปีที่แล้ว +2

      ঠিক বলেছেন 😢😢😢

  • @moniruzzaman4737
    @moniruzzaman4737 ปีที่แล้ว +63

    প্রিতম ও প্রতিক হাসানের উচিৎ সেই দিনটির কথা যেন কখোনোই ভুলে না যাওয়া

  • @jantechi
    @jantechi 11 หลายเดือนก่อน +18

    আমার অত্যন্ত প্রিয় একজন শিল্পী খালিদ হাসান মিলু,
    যখন এই অনুষ্ঠানটি প্রচারিত হয়েছিলো তখন আমি এস,এস,সি পরীক্ষার্থী ছিলাম,
    দিনটি ছিলো শুক্রবার, পছন্দের শিল্পীকে দেখাবে, তাই ইত্যাদি দেখার জন্য সকাল থেকে টিভির সামনে বসে ছিলাম,
    আল্লাহ পাক খালিদ হাসান মিলুকে জান্নাতুল ফেরদৌস নসীব করুক দোয়া করি,

  • @Attitudekiller0735
    @Attitudekiller0735 2 ปีที่แล้ว +139

    আজ মিলুর দুই ছেলে বাংলাদেশের জনপ্রিয় শিল্পি

  • @rehanaakhtervlogger5566
    @rehanaakhtervlogger5566 ปีที่แล้ว +148

    সেই ছোট্ট প্রিতম
    আজ কত বড় হয়ে গেছে।
    দেওরা গানটি হিট।
    ভিডিওটা দেখে ভীষণ কান্না পেলো।

  • @fourEyed
    @fourEyed 2 ปีที่แล้ว +188

    কান্না চলে আসলো😪
    কতটা অসহায় হয়🤐
    মানুষ শুন্য পকেটে 😪

  • @sdyasinislam
    @sdyasinislam 2 หลายเดือนก่อน +33

    এতোদিন জানতাম না খালিদ হাসান মিলুর এমন করুন মৃত্যু হয়েছে 😢 আজই জানতে পারলাম খুবই মর্মান্তিক খুবই কষ্টকর জীবন পার করেছেন😢😢

    • @mddelowarhossain3349
      @mddelowarhossain3349 27 วันที่ผ่านมา +1

      মাশাআল্লাহ আজকে দেখেন ওনার ছেলেরা প্রতিষ্ঠিত

    • @sdyasinislam
      @sdyasinislam 27 วันที่ผ่านมา

      @@mddelowarhossain3349 hmm💝

  • @hinaim001
    @hinaim001 ปีที่แล้ว +65

    2023 সালে এসে আমি এই গায়কের গান শুনে আর চাহনী দেখে কাঁদছি! প্রতিক এবং প্রীতমকে দেখে খুব মায়া লাগছিলো! মনে হচ্ছে এখনো ছোট আছেন তারা! কিন্তু তারা অনেক বড় হয়ে গেছে, সফলতা পেয়েছেন! এটা ভেবে খুব মন ভরে যাচ্ছে। শুভ কামনা দুই ভাই এর প্রতি।

    • @Firoz680
      @Firoz680 5 หลายเดือนก่อน +3

      ভাই কোন প্রিতম সিংগার প্রিতম

    • @shahshafayathussainmiyan
      @shahshafayathussainmiyan 4 หลายเดือนก่อน

      হুম​@@Firoz680

    • @bongmindbd
      @bongmindbd 2 หลายเดือนก่อน

      ​@@Firoz680 জ্বী, ভাই, ওই পিচ্চি পোলাটাই আজকের সিঙ্গার প্রিতম।

  • @nirmalmitra1364
    @nirmalmitra1364 ปีที่แล้ว +78

    এমন একজন শিল্পীর চিকিৎসা হচ্ছে না টাকার অভাবে ! ভাবতেও অবাক লাগে । যার গান শুনে কোটি কোটি মানুষ শান্তি পেত তাঁর এই পরিনতি ? উনার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই বাংলাদেশে ? খুবই দুঃখ পেলাম । পশ্চিমবঙ্গ ভারত থেকে বলছি ।

    • @Mashrurescapes009
      @Mashrurescapes009 ปีที่แล้ว +4

      জ্বী! এটা ২০০৪ সালের ঘটনা তখন আমার বয়স মাত্র ২ বছর। তিনি ২০০৫ সালে মারা গেছেন।

    • @Nayeemtv2355
      @Nayeemtv2355 ปีที่แล้ว +6

      গান শুনে আবার মানুষ হাসালে আমায়, আল্লাহর জন্য কিছু করো তাহলে এহকাল পরকাল সুন্দর হবে,

    • @T-R-Farhan
      @T-R-Farhan 3 หลายเดือนก่อน

      বেটা তুই নিজেই গান শুনে এইখানে হাদিস শুনাতে আসছিস​@@Nayeemtv2355

  • @nashrollahbinsiddique5332
    @nashrollahbinsiddique5332 ปีที่แล้ว +18

    আমার মতো এতো সুখি গানের রূপকার..
    কি বলবো কোনো ভাষা নেই

  • @naturalbeauty7825
    @naturalbeauty7825 2 หลายเดือนก่อน +19

    2024 ইন্ডিয়া থেকে দেখলাম !
    প্রীতম হাসানের প্রতি ভালোবাসা আরো বেড়ে গেল

  • @sashm2801
    @sashm2801 2 ปีที่แล้ว +204

    যখন ইত্যাদির এই পর্ব টা বিটিভিতে দেখেছিলাম তখন আমি অষ্টম শ্রেণিতে পড়তাম দেখেছি অনেক মানুষের চোখের পানি সামলাতে পারেনি আমিও সবার কান্না দেখে নিজেও কেঁদে ফেলেছিলাম,প্রতিদিন স্কুল থেকে আসার পর রেডিওতে সিনেমার গানের অনুষ্ঠানে বেশিরভাগ সময় তার গান শুনতাম,আজ সেই ১৮ বছর আগের চোখের পানিটা পুনরায় ফিরে আসলো

    • @mdashrafulislam2164
      @mdashrafulislam2164 2 ปีที่แล้ว

      আমিও ৮ম শ্রেণীতে পড়তাম

    • @jahiruddin
      @jahiruddin 2 ปีที่แล้ว

      আমিও ৮ম শ্রেণির ছাত্র ছিলাম

    • @Sadnanfucking
      @Sadnanfucking ปีที่แล้ว

      @@mdashrafulislam2164😢❤️

    • @Sadnanfucking
      @Sadnanfucking ปีที่แล้ว

      @@jahiruddin 😢❤️

    • @sejuti2021
      @sejuti2021 8 หลายเดือนก่อน

      আমিও

  • @abduljabbarchowdray8748
    @abduljabbarchowdray8748 2 ปีที่แล้ว +183

    such a legend...যেমন স্টাইলিস্ট, তেমন ভদ্র,,আর গানের গলাত,,কি বলব,, অসাধারণ,, আল্লাহপাক তাকে কবরে ভাল রাখুক

    • @mohammadohidulislam4807
      @mohammadohidulislam4807 2 ปีที่แล้ว +7

      সারা জিবন গেয়ে গেছে গান, আর এখন ভালো থাকবে কবরে???

    • @jabirhossain8800
      @jabirhossain8800 2 ปีที่แล้ว +4

      গান বাজনা তো এমনেই হারাম, যাইহোক, আল্লাহ তা'য়ালা ই ভালো জানেন

    • @mohammadohidulislam4807
      @mohammadohidulislam4807 2 ปีที่แล้ว

      @abtahisiam আমিই ডিসিসন দিলাম

    • @islamiclifeandhistory9255
      @islamiclifeandhistory9255 2 ปีที่แล้ว

      Tui sala jahannam me

    • @meabdurrahmanfoysal1277
      @meabdurrahmanfoysal1277 ปีที่แล้ว

      @@mohammadohidulislam4807 # ছাগল গায়ে লেখা থাকে না।
      তার কাজকর্মে প্রকাশ পায় সে ছাগল!

  • @mnsmedia4446
    @mnsmedia4446 2 ปีที่แล้ว +45

    এই পর্বটা এতটাই আবেঘন যে নিজেকে ধরে রাখতে পারলাম না। আমার অনেক একজন প্রিয় শিল্পি।

  • @MdJoydulHossain-dq8gr
    @MdJoydulHossain-dq8gr 10 หลายเดือนก่อน +7

    বাংলা গানের এই রাজপুত্র না থাকলে শৈশব এত মঁধুর কখনোই হত না,,যাদু মাখা ধরাজ কন্ঠরাজ খালিদ হাসান মিলু স্যার ই ছিলেন একমাত্র সুঁরের অধিকারী, যার সুঁরে মগ্ন বাংলার মানুষ, আল্লাহ পাক্ আপনাকে ওপারে ভাল রাখুক ❤❤❤❤❤❤❤❤

  • @user-dl3hb6lf2p
    @user-dl3hb6lf2p 2 ปีที่แล้ว +19

    হায়রে সময়।
    এখন প্রতীক আর প্রীতম পুরোপুরিভাবে প্রতিষ্ঠিত।
    প্রীতম তো একজন অসাধারণ প্রতিভাবান মিউজিক ডিরেক্টর।

  • @informativetips7454
    @informativetips7454 ปีที่แล้ว +25

    ইতিহাসে এমন শিল্পী আর কেউই হতে পারবেনা । ❤

  • @mdsaruarzahanzinuk4467
    @mdsaruarzahanzinuk4467 2 หลายเดือนก่อน +15

    প্রিতম হাসান একদিন তার বাবার মতো অনেক বড় শিল্পী হবে, ইনশাআল্লাহ।

    • @user-dz9en7
      @user-dz9en7 หลายเดือนก่อน +1

      হয়েছে ভাই

    • @OvinoyjogotOvinoyjogot
      @OvinoyjogotOvinoyjogot 29 วันที่ผ่านมา

      ​@ হোক বুজতে পারে নাই9en7

  • @maya_islam4179
    @maya_islam4179 2 ปีที่แล้ว +14

    অসাধারণ,অসাধারন বাবার নাম হারিয়ে যেতে দেয়নি তার দুই ছেলে। প্রতিক হাসানের কন্ঠটা খুব সুন্দর ❤❤❤

  • @NepaCookingHouse
    @NepaCookingHouse 2 ปีที่แล้ว +308

    আমি দেখেছিলাম এই অনুষ্ঠান টা তবে তখন আমি অনেক ছোট ছিলাম, অসাধারণ সুন্দর কন্ঠের অধিকারি ছিলেন, এখন তার দুই ছেলেই অনেক বড় শিল্পী হয়েছে কিন্তু বাবা দেখে যেতে পারলেন না,এটা সন্তানের জন্য অনেক কষ্ট আল্লাহ সবাই কে ভালো রাখুক

    • @RaniRani-vi5vz
      @RaniRani-vi5vz 2 ปีที่แล้ว +1

      আহাকে কন্ঠ ছিল

    • @MdArif-pi4cz
      @MdArif-pi4cz 2 ปีที่แล้ว +2

      ভাই আমিও দেখছি

    • @sadmansakib6962
      @sadmansakib6962 2 ปีที่แล้ว +10

      শিলপী আবার আল্লাহ'র রহমতে হয় না কি?

    • @SameerKhan-cj6wt
      @SameerKhan-cj6wt 2 ปีที่แล้ว

      @@sadmansakib6962 ঠিক বলে সেন ভাই

    • @farjanaperveen3459
      @farjanaperveen3459 2 ปีที่แล้ว

      গান বাজনা ইসলামে হারাম। তাই শিল্পী হওয়া আল্লাহর রহমত না। গান বাজনা মানুষ কে শয়তানের দিকে আহবান করার একটা কৌশল

  • @shammyrahman9893
    @shammyrahman9893 2 ปีที่แล้ว +12

    বিটিভিতে প্রচারের পর দেখেছিলাম। কি সুন্দর কন্ঠ ছিলো❤️❤️❤️
    দেখতে দেখতে কিভাবে সময় চলে যায়

  • @mehermun2083
    @mehermun2083 ปีที่แล้ว +24

    They struggled a lot! Now they deserve to be happy. It's beautiful to see them in a great position now 🥰

  • @syedamily1155
    @syedamily1155 2 หลายเดือนก่อน +5

    যত বার সামনে আসে ভিডিও টা ততোবারই দেখি আমি !
    শিশু প্রিতম 😘,
    কি দিপ্ত তার চোখের চাহনি ! কি ট্যালেন্ট তার চেহারায় !
    প্রিতম/প্রতিক দুজনেই অসাধারণ !!

  • @maloychandrakar7103
    @maloychandrakar7103 2 ปีที่แล้ว +61

    মিলু স্যারের জন্য খুব কেঁদেছি।তার মোহনীয় সুরের যাদু থেকে বঞ্চিত হলাম।

  • @chuadangatvbd3976
    @chuadangatvbd3976 2 ปีที่แล้ว +5

    এই পর্বটি আমি দেখেছিলাম ২০০৪ সালে বিটিভি তে, তখন আমি ছোট ক্লাস ৬ এ পড়তাম। এই তো সেদিনের কথা। কত তাড়াতাড়ি বছর গুলো পার হয়ে যাচ্ছে।

  • @harunurroshid6338
    @harunurroshid6338 6 หลายเดือนก่อน +113

    2024 সালে কে দেখছেন

  • @sabbirahmedfahad5019
    @sabbirahmedfahad5019 ปีที่แล้ว +19

    চোখে পানি চইলা আসছে মিলুর মুখে গান শুনার পর। কে বলবে আজকের এই প্রতীক, প্রিতম কতোটা স্ট্রাগল করেছে ছোটোবেলায়। বাবা মার দোয়া সবার জন্য আশীর্বাদ

  • @zerogravity1990
    @zerogravity1990 2 ปีที่แล้ว +88

    আমার খুব প্রিয় শিল্পী, তাকে এই অসহায় অবস্থায় দেখে প্রচন্ড কষ্ট হচ্ছিল...

  • @uttamshil3805
    @uttamshil3805 2 ปีที่แล้ว +115

    একজন মিলু কখনোই হারিয়ে যাবে না, একদম হলফ করেই বলতে পারি।

    • @bulamaji9210
      @bulamaji9210 2 ปีที่แล้ว

      এক জন শিল্পী এই ভাবে হারি য়ে যেতে পারে না হলফ করে বলতে পারি,আল্লাহ্ ওনার শুস্তো কামনা করি খুব তাড়াতাড়ি ভালো হয়ে উঠবেন 🙏🙏

    • @MdRakib-zx2fx
      @MdRakib-zx2fx ปีที่แล้ว

      @@bulamaji9210 ♥️♥️♥️♥️♥️

  • @ATAURRAHMAN-vs3ni
    @ATAURRAHMAN-vs3ni 4 หลายเดือนก่อน +108

    কে কে ২০২৪ সালের ইত্যাদি দেখতে এসে এই ভিডিও তে দেখতে আসছেন?

  • @aponporan3761
    @aponporan3761 2 ปีที่แล้ว +9

    জিবনে অতোটা কাঁদিনি... প্রিয় শিল্পী মিলুর জন্য যতটা কেঁদেছি

    • @Mironhsn
      @Mironhsn 2 ปีที่แล้ว

      আমিও

  • @blessaquagarden1511
    @blessaquagarden1511 2 ปีที่แล้ว +21

    অসম্ভব প্রিয় দুইজন মানুষ এন্ড্রু স্যার আর মিলু স্যার।দুজনকেই কেড়ে নিলো মরণ ব্যাধি।

  • @abdullaalmamunmamun9544
    @abdullaalmamunmamun9544 2 ปีที่แล้ว +63

    আল্লাহই একমাত্র ভরসা,
    মানুষের যোগ্যতা শূন্য,
    তাই আল্লাহর সবশেষ কিতাব ফলোআপের মাধ্যমে দুনিয়াতে ও আখিরাতে সফলতা।

  • @dipakkumardas1103
    @dipakkumardas1103 6 หลายเดือนก่อน +2

    পছন্দের শিল্পী খালিদ হাসান মিলুদার কণ্ঠ যুগ যুগ ধরে বেঁচে থাকবে। চোখের জল চলে আসলো। ভালো থাকুন পরপারে দাদা।

  • @asifthabangali4163
    @asifthabangali4163 2 ปีที่แล้ว +2

    খুব ছোট ছিলাম যেদিন বিটিবিতে এই পর্ব টা প্রচার করেছিলো। তেমন বেশি বুঝতাম নাহ।কিন্তু মিলু স্যার এর গান খুব ভালো লাগতো আমার। আহা কি সুর আর গলা ছিলো। ধন্যবাদ আবার দেখানোর জন্যে।

  • @diptodas6200
    @diptodas6200 2 ปีที่แล้ว +60

    ইত্যাদির এর পর্বটি দেখেছিলাম তখন খুব ছোট ছিলাম মনে পড়ে গেলো। খুব কষ্ট লাগছিলো। 😭
    ওনার দুই ছেলে আজ বাবার মুখ উজ্জ্বল করেছে। অনেক কষ্ট করেছে। সৃষ্টিকর্তা সবাইকে সুস্থ রাখুক।
    আজ পর্বটি দেখে চোখ দিয়ে জল এসে পড়লো বুঝতেই পারলাম না।

  • @sebatv5540
    @sebatv5540 2 ปีที่แล้ว +49

    আমার প্রিয় একজন শিল্পী। আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি তখনই এই পর্ব টা দেখেছি রামকৃষ্ণ ক্লাবে তখন ইত্যাদি উপলক্ষে টিভি ভাড়া করে দেখানো হতো টিকিট এর বিনিময়ে।
    - রাফি সরকার,
    ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম।

  • @sharminsvlog9204
    @sharminsvlog9204 2 ปีที่แล้ว +10

    এতো সুদর্শন আর এতো সুন্দর গায়কি...... জানিনা কোন ভুলের শাস্তি সে পেয়েছে। তবে জীবনের শেষ পর্যায়গুলোতে সে ছিল একাকি,, নিস্ব..... আল্লাহ্ ভালো রাখুন তাঁকে। ভালোবেসেই তাঁর প্রতি অনেক শ্রদ্ধা আর ভালোবাসা......।

  • @Hasanmm2031
    @Hasanmm2031 2 หลายเดือนก่อน +1

    অনেক সাধনার পরে গানটি বেচে থাকবে বাংালির মনে অনন্তকাল। মিলু ভাই ছিলেন দেশের একজন সম্পদ। আমরা ধীরে ধীরে আমাদের সম্পদ হারিয়ে ফেলছি।

  • @sbshoriful3174
    @sbshoriful3174 2 ปีที่แล้ว +62

    হারিয়েছি আমরা একটা গুনি শিল্পি,আহ এই ভিডিওটা দেখে প্রচন্ড কষ্ট পেলাম

  • @abrahman1490
    @abrahman1490 2 ปีที่แล้ว +48

    এই ছোট ছেলে টাই আমাদের সবার প্রিতম

  • @ahmedtushar6313
    @ahmedtushar6313 ปีที่แล้ว +81

    আমি প্রিতম এর বিয়ের পরে তার পরিবারের খোঁজ করতে এসে এই ভিড়িওটা দেখলাম অনেক খারাপ লাগতেছে। কান্না চলে আসলো দেখে। প্রিতম আর প্রতিকের জন্য শুভকামনা।

    • @Sanjida448
      @Sanjida448 10 หลายเดือนก่อน

      😊😮😊😮😊😊

  • @AlQuranAcademy-bu6it
    @AlQuranAcademy-bu6it 9 หลายเดือนก่อน +2

    চোখের জল ধরে রাখা খুবই কঠিন, হে আল্লাহ আপনি খালিদ হাসান মিলুর হিসাব নিকাশ সহজ করে দিয়েন বিচার দিবসে।

  • @marashid0044
    @marashid0044 2 ปีที่แล้ว +49

    কান্না চলে আসলো প্রিয় শিল্পীর এই দৃশ্য দেখে

  • @shihabahmed1991
    @shihabahmed1991 2 ปีที่แล้ว +34

    তৎকালীন সময়ে পর্বটা দেখেছিলাম। সেদিন ও কেঁদেছিলাম। আজ ও পাগলের মতো অশ্রু বিসর্জন দিলাম।

  • @mohammadvlog3630
    @mohammadvlog3630 ปีที่แล้ว +14

    বর্তমানে মিলুর ছেলেরা খুব ভালো অবস্থানে আছে।
    সেই পুরনো দিন আর নেই।

  • @JoydevRoy-n5i
    @JoydevRoy-n5i 7 วันที่ผ่านมา

    আমার প্রিয় শিল্পী গানের মাঝে অমর হয়ে থাকবে , ভালো থেকো ওপারে!

  • @nusratjahantoba944
    @nusratjahantoba944 2 ปีที่แล้ว +10

    আমি আজ প্রথমবার দেখলাম।ভীষণ কাঁদছি বাবা সব চেয়ে ভালহয় সবচেয়ে নির্মল হয়।আল্লাহ নিশ্চিত তাকে জান্নাতবাসী করেছেন

  • @sabinayasminshela3212
    @sabinayasminshela3212 2 ปีที่แล้ว +17

    আমার খুব প্রিয় একজন শিল্পি উনি😍।এখনো তার গাওয়া গান গুনগুন গেয়ে উঠি। প্রায় ১৮ বছর আগে পর্বটি দেখেছিলাম, সেদিন খুব কেঁদেছিলাম। আজকে আবার পর্বটি দেখে চোখের পানি ধরে রাখতে পারলামনা 😢। আল্লাহ তুমি তার সকল গোনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাত দান কর 🤲

    • @shakilsarder1926
      @shakilsarder1926 ปีที่แล้ว

      আচ্ছা তখন আপনার বয়স কত ছিলো??

  • @pmjnewsfirst5627
    @pmjnewsfirst5627 2 ปีที่แล้ว +57

    মিলুকে কখনোই ভুলবেনা সে সময়ের শ্রোতারা। খুবই দুঃখ পেয়েছিলাম মিলুর মৃত্যুতে।

  • @milanmiah8534
    @milanmiah8534 ปีที่แล้ว +3

    ছোটবেলায় তার গান শুনেছি উনার এই পর্বটা দেখেওছিলাম তখনও উনি স্টার। ভাবিনি অকালে একজন লেজেন্ড নিরবে চলে গেলেন। আসলেই উনার গান গুলা এখন গোল্ডেন এরার।

  • @kholilkhan8687
    @kholilkhan8687 2 ปีที่แล้ว +7

    সুন্দর চেহারা এবং সুন্দর কন্ঠে গান গাওয়া একজন প্রিয়। শিল্পী

  • @brocklesner884
    @brocklesner884 2 ปีที่แล้ว +6

    প্রতিক হাসানের সাথে ছোটবেলায় ক্রিকেটে খেলছি।তখন যানতাম না তার বাবা এতো জনপ্রিয় সংগীত শিল্পী

  • @zerogravity1990
    @zerogravity1990 2 ปีที่แล้ว +45

    5:04 একেই বলে প্রবল আত্মসম্মানবোধ। একজন তুমুল আকর্ষণীয় ব্যক্তিত্ব। জীবনের এই চরম মুহূর্তে এসেও কারো কাছে দয়া কিংবা অর্থ ভিক্ষা চান নি। বলেন নি আমি বাঁচতে চাই। বরং সবার দোয়াপ্রার্থী। সত্যিই আমরা এক রত্ন হারিয়েছি আমাদেরই উপেক্ষা'র কারণে।
    প্রয়াত আইয়ুব বাচ্চু'র সেই কথা বলতেই হচ্ছে, যেদিন এদেশে "দুস্থ শিল্পী” বলে কিছু থাকবে না শুধুমাত্র সেদিনই মিউজিক ইন্ডাস্ট্রি ভালো ও কালজয়ী শিল্পী পাবে

  • @blackcat.c
    @blackcat.c 2 ปีที่แล้ว +5

    বাংলাদেশের 1 নাম্বার জনপ্রীয় অকাল প্রয়াত স্বনামধন্য শিল্পী

  • @hasanafza1272
    @hasanafza1272 2 หลายเดือนก่อน +4

    আজ উনার ছেলেরা দেশে খুবই জনপ্রিয় ❤️

  • @abdullahsaadshan-qi8zk
    @abdullahsaadshan-qi8zk 2 หลายเดือนก่อน +4

    যেই প্রেম স্বর্গ হতে এসে
    জীবনে অমর হয়ে রয়
    সেই প্রেম আমাকে দিও,,
    তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়😢💔😢

  • @razuruzi5059
    @razuruzi5059 ปีที่แล้ว +18

    উনি বাংলা গানের রাজপুত্র ছিলেন,,, কান্না চলে আসলো

  • @md.nazibulislam0018
    @md.nazibulislam0018 11 หลายเดือนก่อน +1

    এই অনুষ্ঠানটি যখন টেলিভিশনে 2004 সালে দেখেছিলাম তখন আমি পঞ্চম শ্রেণীর ছাত্র ছিলাম। মহান সৃষ্টিকর্তা যেন এই গুণী শিল্পীকে জান্নাত নসিব করেন।

  • @tigercricket1997
    @tigercricket1997 2 ปีที่แล้ว +3

    প্রিয় মিলু স্যার, আপনার প্রতীক ও প্রিতম এখন সারা দেশের প্রিয়। ওরা সারা দেশের ভালোবাসা।

  • @adnansagor3204
    @adnansagor3204 2 ปีที่แล้ว +9

    প্রিয় শিল্পীর এমন অবস্থা দেখে কষ্ট পেলাম। খারাপ সময়ে তার পাঁশে কেউ নাই। তবে বর্তমানে তার ছেলেদের টাকার অভাব নেই ফেমাস শিল্পী।

  • @fariyashabnom4940
    @fariyashabnom4940 2 ปีที่แล้ว +49

    গুণী শিল্পী হিসেবে তিনি অনেক সম্মানিত। গুণী দুই সন্তানের পিতা হিসেবে তিনি এখন ও শ্রদ্ধার পাত্র।

  • @sebatv5540
    @sebatv5540 หลายเดือนก่อน

    ইস! লোকটার জন্য খুব মায়া লাগে। তার বাচ্চাদের জন্যও অনেক মায়া লাগে। আমি এই পর্বটা দেখেছিলাম আজ আবার ২০২৪ সালের ১৪ই জুলাই দেখলাম আমার একই মায়াবী অনুভূতি।সেদিনও কান্না করেছি আজও কান্না আসছে। আমি যদি বাচ্চা দুইটাকে জীবনে একবার বুকে জড়িয়ে ধরতে পারতাম তাহলে খুবই শান্তি পাইতাম।সেই সময় আমাদের কিছু সিনিয়র জেনারেশন জনপ্রিয় এই শিল্পীকে আমাদের ভূরুঙ্গারী পাইলট হাই স্কুল মাঠে নিয়ে বড় ধরনের অনুষ্ঠানের পরিকল্পনা করেছিলো আর তার মধ্যেই উনার সাথে যোগাযোগ হচ্ছিল কিন্তু তিনি তখন ধীরে ধীরে অসুস্থ হচ্ছিলেন।সুস্থ হয়ে তারিখ ঠিক করার আলোচনা করতে করতে তিনি আরও অসুস্থ হয়েছিল এবং শেষ পর্যন্ত আমাদের ছেড়ে চলে গেলেন। আফসোস। আল্লাহ তাকে বেহেশত বাসী করুক।আমিন।
    - রাফি সরকার,
    ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম।

  • @Lisasone758
    @Lisasone758 2 หลายเดือนก่อน +1

    জীবনের শেষ বেলাতে তাকে দেখতাম বরিশালে তার বোনের বাসার বারান্দায় সারাদিন বসে বাইরে তাকিয়ে থাকতো।তখন খুব অসুস্থ ছিলেন তিনি,আমার অনেক অনেক পছন্দের একজন শিল্পী ❤

  • @mkaysaryt7799
    @mkaysaryt7799 2 ปีที่แล้ว +9

    মিলু স্যার,
    কখনোই মরবে না
    স্যারকে ভালবাসি ৷
    সারাজীবন বাসবো ৷
    ভাল থাকুন ওপারে ৷

  • @mstliaakhtar4496
    @mstliaakhtar4496 2 ปีที่แล้ว +34

    Can't stop my tears. Now I am a fan of these 2 little boys.

    • @md.ashadulislamsujon1155
      @md.ashadulislamsujon1155 2 ปีที่แล้ว

      প্রথম দেখলাম, অনেক ভালো লাগলো!!!

  • @zahidshad6194
    @zahidshad6194 2 ปีที่แล้ว +2

    ২০০৪ সালে কোন এক ঈদের পরের দিন অনুষ্ঠিত ইত্যাদি তে এই পর্ব টি দেখেছিলাম, তখন ক্লাস 1 এ পড়ি!
    ১৮ বছর পর হটাৎ করে এই ভিডিও টা সামনে আসার পর পূর্বের সেই স্মৃতি ভেসে উঠলো!
    সত্যইই,,,এতগুলো বছর কিভাবে যেনো নিমিষেই পার হয়ে গেলো চোখের পলকে!
    হায়রে ছোট বেলা! যা এমনকি মৃত্যুর বিনিময়েও কোনদিন ফিরবে না

  • @rajibraj7749
    @rajibraj7749 2 ปีที่แล้ว +1

    এই পর্বটা যখন দেখি তখন আমার বয়স সর্বোচ্চ ৭ বছর। কতটা আগ্রহ নিয়ে ইত্যাদির প্রতিটা পর্ব দেখতাম। তখন ব্যাটারি চালিত টিভি ছিলো। এটা তখন দেখেছিলাম কিন্তু বুঝিনি এত অমূল্যবান মানুষটা জীবনের সাথে যুদ্ধ করছেন। দোয়া করি ওপাড়ে ভালো থাকবেন প্রিয় শিল্পী ❤️❤️🥺🥺

  • @talukdertv8978
    @talukdertv8978 2 ปีที่แล้ว +9

    দেখে খুবই কষ্ট লাগলো ,আমাদের পিরোজপুরে গর্ভ ছিল

  • @rafiqulislamshakilmondal
    @rafiqulislamshakilmondal 2 ปีที่แล้ว +25

    আমার প্রিয় শিল্পী সত্যি চোখের জল ধরে রাখতে পারলাম না।

  • @sawpnomultimedia2538
    @sawpnomultimedia2538 2 ปีที่แล้ว +8

    2004 সালে এই অনুষ্ঠান টা টিভিতে দেখেছিলাম আর তখন কল্পনাও করতে পারিনি এতো জনপ্রিয় একটা শিল্পির এমন পরিনতি হবে

  • @pollibanglaanondo8197
    @pollibanglaanondo8197 ปีที่แล้ว +2

    খুব কান্না পাচ্ছে,,,পাশেই প্রিতম ও প্রতিককে দেখে। আমার কেন যেনো আমার ভিষণ কান্না পাচ্ছে,,,বুকটা ফেটে যাচ্ছে ভিডিওটা দেখে । প্রিতমের গানগুলো শুনছিলাম হঠাৎ চোখে পড়লো 😭😭😭😭😭😭

  • @Gazzi48_tv
    @Gazzi48_tv ปีที่แล้ว +13

    এক সময়ের জনপ্রিয় শিল্পী আজ আমাদের মাঝে নেই😥😥

  • @shakiilh
    @shakiilh ปีที่แล้ว +6

    Man, প্রীতমের বিয়েতেও এই গানটাই গেয়েছে প্রতীক! এটাই ওদের বাবার গাওয়া ফেভারিট গান ওদের।

  • @Abdullahskbd
    @Abdullahskbd 2 ปีที่แล้ว +2

    প্রিয় একজন শিল্পী যার কন্ঠ হৃদয় ছুয়ে যায়। অসুস্থ তারপরও কন্ঠ সেই ছিল। দোয়া রইলো প্রিয় শিল্পীর জন্য। চোখে জল চলে এল।

    • @Mironhsn
      @Mironhsn 2 ปีที่แล้ว

      রাইট

  • @MdNazim-eq3bo
    @MdNazim-eq3bo 2 ปีที่แล้ว +6

    😭😭😭😭
    সত্যিই চোখে পানি এসে গেলো।
    বাহহ! কি মধুর কন্ঠ বাবা ও সন্তানদের।

  • @anikaamrita6984
    @anikaamrita6984 2 ปีที่แล้ว +14

    প্রচন্ড কষ্ট লাগলো😭😭😭আল্লাহ,,,সবাইকে ভাল রেখো,,,,মিলু স্যারের এই সাক্ষাৎকার প্রথম দেখলাম,,অসাধারণ, কষ্টও লাগছে,,,মানুষের জীবন,,,, 😭😭😭

  • @rjmedialtd
    @rjmedialtd 2 ปีที่แล้ว +6

    দুই ছেলে মানুষ হলো এটাই মিলুর জীবন স্বার্থক

  • @A1b2c3d4e5-w
    @A1b2c3d4e5-w 2 หลายเดือนก่อน

    এই অনুষ্ঠান টি প্রচারের সময় খুব ছোট ছিলাম। তখন বুঝতে পারিনি ঠিক মত, চোখে পানিও আসেনি।
    কিন্তু বড় হয়ে এখন দেখে যেন বুক ফাটা কান্না আসছে।
    হায়রে মানুষের জীবন! কার কখন কি যে হয়ে যায় আল্লাহ্ জানে।

  • @miaamelia8140
    @miaamelia8140 ปีที่แล้ว +2

    প্রতীক আর প্রীতম আজ সাকসেসফুল। মা শা আল্লাহ।

  • @Shahinur-z1b
    @Shahinur-z1b 3 หลายเดือนก่อน +2

    আমার খুব পছন্দের ছিল মিলু, দোয়া করি যেখানে আছে ভাল থাকুক। তার যোগ্য ২ সন্তান এখন সবার কাছে বাবার চেয়ে প্রিয়, হয়তো বাবা দেখছেন, প্রিতম এর গান শুনি আর খালিদ হাসান মিলুর কথা মনে পড়ে।মিলু চলে গেলে খুব কষ্ট পেয়েছিলাম।প্রিতম সবার মন ভাল করে দিল

  • @medolhasan5221
    @medolhasan5221 ปีที่แล้ว +3

    সুস্থ থাকা মহান আল্লাহর অনেক বড় নিয়ামত,অসুস্থ না হলে বুঝা যায় না যে সুস্থ কতো বড় নিয়ামত,ইয়া আল্লাহ্,আমাদের সবাই কে ভালো এবং সুস্থ রাখো... আমিম

  • @Uttambiswas764
    @Uttambiswas764 2 หลายเดือนก่อน

    খুব মনে পড়ে 😊 প্রথম জীবনে খুলনায় থাকতেন এবং গান করতেন । তখন আমি ক্লাস এইটে পড়তাম খুলনায় একটা প্রোগ্রামের গান শুনেছিলাম
    চমৎকার কন্ঠ। খুব মিচ করি মিলু ভাই কে।

  • @HabiburRahman-mi6gu
    @HabiburRahman-mi6gu ปีที่แล้ว +9

    সে নিজে ও জানে না। সে কত বড় গায়ক ছিল❤

  • @msnorin8909
    @msnorin8909 2 ปีที่แล้ว +18

    এ র্পবটা আমি দেখে ছিলাম তখন আমি অনেক ছোট্ট ছিলাম ।।

    • @kamrulkhan2226
      @kamrulkhan2226 2 ปีที่แล้ว

      এখন তোমার বয়স কত।

    • @nirjharhossain7769
      @nirjharhossain7769 2 ปีที่แล้ว

      দেখেছিলাম,,,,

  • @md.aminulislam5217
    @md.aminulislam5217 4 หลายเดือนก่อน +1

    গানের মাধ্যমে মিলু স্যার চিরদিন বেঁচে থাকবে মানুষের অন্তরে।

  • @Vlfood
    @Vlfood 2 หลายเดือนก่อน +2

    ২০০৪ সালে কারা কারা এই পর্ব টি দেখেছেন, আমি তখন ক্লাস ১০ম শ্রেণীর শিক্ষার্থী ছিলাম, আজ ২০২৪ সাল কোথায় কিভাবে হারিয়ে গেলো এতটি বছর।

  • @ltd_akramkhan
    @ltd_akramkhan 2 ปีที่แล้ว +37

    ছোটবেলা ইত্যাদি তে দেখেছিলাম
    ভাবতেই অবাক লাগে ১৮বছর আগে দেখেছি!
    class 4 এ ছিলাম
    জীবন ই শেষ হয়ে যাচ্ছে

    • @mdaslamgazi403
      @mdaslamgazi403 2 ปีที่แล้ว

      Hmm..amio tokhon class 4 a portam

  • @rt-toshi-video-vision
    @rt-toshi-video-vision 2 ปีที่แล้ว +9

    অবশ্যই তুমি পাবে,
    যা চলে গেছে তার চেয়ে উত্তম কিছু।
    - [ সূরা আনফাল ] 🌹🌹🌹🌹

  • @yeasin279
    @yeasin279 ปีที่แล้ว +1

    আজকে পথিক ও প্রীতম দু জন ই প্রতিষ্টিত মিলু স্যার নেই তাদের মাঝেই মিলু স্যার বেঁচে থাকবেন যুগ যুগান্তর।

  • @sanjidanahid6716
    @sanjidanahid6716 2 ปีที่แล้ว +10

    ছোট বেলায় দেখেছিলাম ভুলে গেছিলাম, এখন আবার দেখে মনে পরলো।প্রতীক প্রিতম বাবার মায়ের দোয়ায় আজ ভালো আছে অনেক,